এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩০১. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
i. ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০২. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ?
Ο ক) সীমিত
Ο খ) বেশি
Ο গ) পর্যাপ্ত
Ο ঘ) অত্যধিক
সঠিক উত্তর: (ক)

৩০৩. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ হলো-
i . উন্নত কাঠামোগত উন্নয়ন
i i . সরকারি পৃষ্ঠপোষকতা
i i i . আর্থসামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০৪. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-
i. পরিশ্রম
ii. ইচ্ছা
iii. কর্ম প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০৫. কোন কারণে উদ্যোক্তার যে কোন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে?
Ο ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
Ο খ) আর্থিক ঝুঁকি
Ο গ) অনার্থিক ঝুঁকি
Ο ঘ) সম্পদের ঝুঁকি
সঠিক উত্তর: (ক)

৩০৬. কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি সীমিত?
Ο ক) লোকসান
Ο খ) মুনাফা
Ο গ) ব্যয়
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (খ)

৩০৭. একজন উদ্যোক্তা বিশেষ আনন্দ পান-
i. শিক্ষামূলক কাজ করতে
ii. চ্যালেঞ্জমূলক কাজ করতে
iii. গবেষণামূলক কাজ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

৩০৮. আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কী কী?
i. দক্ষ মানবসম্পদ সৃষ্টি
ii. পরনির্ভরশীলতা দূরীকরণ
iii. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলা যায়?
Ο ক) ঝুঁকি
Ο খ) ব্যবসায়ের ঝুঁকি
Ο গ) অনিশ্চয়তা
Ο ঘ) ক্ষতি
সঠিক উত্তর: (খ)

৩১০. ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে-
i . প্রাকৃতিক সম্পদের
i i . মানব সম্পদের
i i i . শিল্প সম্পদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

৩১১. কে গতিশীল নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন?
Ο ক) বিজ্ঞানী
Ο খ) শিল্পপতি
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) সফল উদ্যোক্তা
সঠিক উত্তর: (গ)

৩১২. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি?
Ο ক) অত্যধিক প্রচার
Ο খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
Ο গ) চাকরিরর সহজলভ্যতা
Ο ঘ) পর্যাপ্ত কারিগরি শিক্ষা
সঠিক উত্তর: (খ)

৩১৩. হাসিব আলী তার কাপড়ের ব্যবসায় হতে ২০১২ সাথে ১,০০,০০০ টাকা মুনাফা আশা করেছিল। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা মুনাফা হলো। এটি তার ব্যবসায়ের কোন ধরণের ঝুঁকি?
Ο ক) আর্থিক ঝুঁকি
Ο খ) অনার্থিক ঝুঁকি
Ο গ) মূলধনের ঝুঁকি
Ο ঘ) সম্পদের ঝুঁকি
সঠিক উত্তর: (ক)

৩১৪. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন-
i. অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. প্রশিক্ষণে সুযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১৫. উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Entrepreneur
Ο খ) Extrapreneur
Ο গ) Ertrepreneurship
Ο ঘ) Business Entrepreneur
সঠিক উত্তর: (ক)

৩১৬. মি. রাফি বেসাকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও চাকরির ধরা বাধা নিয়ম-কানুন ভালো না লাগায় তিনি চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করেন। এখানে মি. রাফির কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে?
Ο ক) স্বাধীনতা
Ο খ) ত্যাগী মনোভাব
Ο গ) সরলতা
Ο ঘ) অধ্যবসায়
সঠিক উত্তর: (ক)

৩১৭. সফল উদ্যোক্তার চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
Ο ক) ব্যবসায়ক লক্ষ্য অর্জনে বিরামহীন শ্রম দেওয়া
Ο খ) কাজে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
Ο গ) অন্যের ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালানো
Ο ঘ) পরিবর্তিত পরিস্থিতির বিপক্ষে চলা
সঠিক উত্তর: (খ)

৩১৮. যেকোন ব্যবসায় উদ্যোগ সফল বাস্তবায়নের জন্য কীসের প্রয়োজন?
Ο ক) পর্যাপ্ত পুঁজি
Ο খ) ভূমি
Ο গ) শ্রম
Ο ঘ) প্রযুক্তি
সঠিক উত্তর: (ক)

৩১৯. দেশের অদক্ষ জনযোগষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারে কে?
Ο ক) সরকার
Ο খ) শিল্পপতি
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)

৩২০. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
Ο ক) জনকল্যাণ
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) ব্যবসায় সম্প্রসারণ
Ο ঘ) ভবিষ্যৎ পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)

৩২১. কোনো উদ্যোক্তা কোন কারণে প্রথমবার ব্যর্থ হলে তার করণীয় হবে-
Ο ক) পূর্বের প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্প দেওয়া
Ο খ) ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
Ο গ) ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
Ο ঘ) অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
সঠিক উত্তর: (খ)

৩২২. একজন উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্য-
i . মুনাফার প্রতি তীব্র আকর্ষণ
i i . মূলধন যোগান ও ব্যবহারের ক্ষমতা
i i i . পেশাগত ও প্রযুক্তিগত অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩২৩. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
Ο ক) বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান
Ο খ) ফটোকপি এর দোকান স্থাপন ও পরিচালনা
Ο গ) চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও বিক্রয়
Ο ঘ) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
সঠিক উত্তর: (ঘ)

৩২৪. প্রতিকূল আইনশৃঙ্খলা ব্যবসায়ে কী ধরণের প্রভাব ফেলে?
Ο ক) অধিক মুনাফা
Ο খ) অনুকূল পরিবেশ
Ο গ) মারাত্মক হুমকি
Ο ঘ) কোনো প্রভাব পড়ে না
সঠিক উত্তর: (গ)

৩২৫. ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কোন সুযোগ সুবধিা প্রয়োজন?
i. বিদ্যুৎ
ii. গ্যাস
iii. যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২৬. কোন পরিবেশের অভাবে ব্যবসায় উদ্যোগের অগ্রযাত্রা ব্যহত হয়?
Ο ক) প্রতিকূল
Ο খ) অর্থনৈতিক
Ο গ) অনুকূল
Ο ঘ) কাঠামোগত
সঠিক উত্তর: (গ)

৩২৭. উদ্যোক্তা কে?
Ο ক) যিনি শিল্পকারখানা স্থপন করেন
Ο খ) যিনি ব্যবসায় শুরু করেন
Ο গ) যিনি শিল্প বা ব্যবসায় শুরুর উদ্যোগ গ্রহণ করেন
Ο ঘ) যিনি শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন
সঠিক উত্তর: (গ)

৩২৮. যে ব্যবসায়ে ঝুঁকির সম্ভাবনা কম সে ব্যবসায়ের লাভের সম্ভাবনা কেমন হয়?
Ο ক) অর্ধেক
Ο খ) পুরো
Ο গ) কম
Ο ঘ) বেশি
সঠিক উত্তর: (গ)

৩২৯. আমিনুল কোন কলেজ থেকে ডিগ্রি পাশ করেন?
Ο ক) গুলশান মডেল কলেজ
Ο খ) রাজউক কলেজ
Ο গ) স্থানীয় কলেজ
Ο ঘ) ঢাকা কলেজ
সঠিক উত্তর: (গ)

৩৩০. আমাদের দেশে কীসের ঘাটতি রয়েছে?
Ο ক) মেধা
Ο খ) মনন
Ο গ) দক্ষতা
Ο ঘ) অনুকূল পরিবেশ
সঠিক উত্তর: (ঘ)

৩৩১. ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Entrepreneurship
Ο খ) Entrepreneurship
Ο গ) Enterepreneur
Ο ঘ) Extrepreneur
সঠিক উত্তর: (খ)

৩৩২. উদ্যোক্তা সৃষ্টি করা যায়-
i . শিক্ষার মাধ্যমে
i i . প্রশিক্ষণের মাধ্যমে
i i i . সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য দরকার-
Ο ক) সাধারণ শিক্ষা
Ο খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
Ο গ) কর্মসংস্থান
Ο ঘ) প্রয়োজনীয় অর্থসংস্থান
সঠিক উত্তর: (ঘ)

৩৩৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ৪০ ভাগ
Ο গ) ৬০ ভাগ
Ο ঘ) ৮০ ভাগ
সঠিক উত্তর: (ক)

৩৩৫. জামিল একটি ফলের দোকান দিল। তার এ উদ্যোগের বৈশিষ্ট্য হলো-
i . কর্মসংস্থান সৃষ্টি
i i . মূলধন গঠন
i i i . খাদ্যজাত দ্রব্যাদির উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

৩৩৬. বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা কী?
Ο ক) উদ্যোগ
Ο খ) শিল্প উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সমাজসেবার উদ্যোগ
সঠিক উত্তর: (ক)

৩৩৭. নিচের কোন শব্দগুচ্ছ উদ্যোক্তার গুণাবলি প্রকাশ পায়?
i. অতিরিক্ত আত্মবিশ্বাস, পরাধীন
ii. পুঁজি সংগ্রহে ব্যর্থ, নেতৃত্ব
iii. উদ্যম, অধ্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৩৮. নতুন নতুন শিল্প স্থাপনের ফলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) দক্ষতা
সঠিক উত্তর: (গ)

৩৩৯. দেশে কোনটির সরবরাহ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে?
Ο ক) মূলধন
Ο খ) ব্যাংকিং
Ο গ) সমবায়
Ο ঘ) শিল্প
সঠিক উত্তর: (খ)

৩৪০. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্যে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি?
Ο ক) শ্রমিক
Ο খ) উদ্যোগ গ্রহণ
Ο গ) মূলধন
Ο ঘ) কলাকৌশল
সঠিক উত্তর: (গ)

৩৪১. সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোক্তা সমস্যাগুলো পূর্বেই কী করেন?
Ο ক) অনুমান করেন
Ο খ) সরিয়ে দেন
Ο গ) চিন্তা করেন না
Ο ঘ) সমস্যা থাকে না
সঠিক উত্তর: (ক)

৩৪২. কিসের উন্নয়ন ঘটালে নতুন উদ্যোক্তারা পুজির যোগান পেতে পারে?
Ο ক) বিমা ব্যবস্থা
Ο খ) ব্যাংকিং ব্যবস্থা
Ο গ) অর্থ ব্যবস্থা
Ο ঘ) শিল্প ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)

৩৪৩. ইশতা আক্তার কোন কারণে ব্যবসায় শুরু করেন?
Ο ক) অভাবের জন্য
Ο খ) কর্মসংস্থানের জন্য
Ο গ) মুনাফার জন্য
Ο ঘ) শখের বশে
সঠিক উত্তর: (ঘ)

৩৪৪. বর্তমানে ব্যবহৃত প্রযুক্তির সাথে নতুন আবিষ্কৃত প্রযুক্তির তুলনা করে কাজে গতিশীলতা আনয়নে সফল উদ্যোক্তার ধারণা কেমন?
Ο ক) যথার্থ
Ο খ) মানসম্মত
Ο গ) সঠিক
Ο ঘ) সময়োপযোগী
সঠিক উত্তর: (ঘ)

৩৪৫. হাসিব সাহেব একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ জনসংখ্যার জন্যে করতে পারেন-
i . উৎপাদনশীল কাজে নিয়োজিতকরণ
i i . দক্ষ মানব সম্পদে রূপান্তর
i i i .ঋণদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

৩৪৬. স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে কারা?
Ο ক) উদ্যোক্তারা
Ο খ) বিজ্ঞানীরা
Ο গ) প্রকৃত উদ্যোক্তারা
Ο ঘ) ব্যবসায়ীরা
সঠিক উত্তর: (গ)

৩৪৭. কোনটি অর্জিত না হওয়া পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
Ο ক) মুনাফা
Ο খ) ফলাফল
Ο গ) সুনাম
Ο ঘ) জনপ্রিয়তা
সঠিক উত্তর: (খ)

৩৪৮. বর্তমানে উদ্যোক্তা হতে হলে নিচের কোনটি না থাকলেও চলে?
Ο ক) শিক্ষা
Ο খ) প্রশিক্ষণ
Ο গ) সুযোগ-সুবিধা
Ο ঘ) জন্মসূত্র
সঠিক উত্তর: (ঘ)

৩৪৯. ব্যবসায় স্থাপন করতে কে সহায়তা করে?
Ο ক) অর্থ
Ο খ) সরকার
Ο গ) শ্রম
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (ঘ)

৩৫০. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
i. জাতীয় আয় বৃদ্ধি
ii. নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি
iii. দক্ষ মানবসম্পদ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post