ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
i. ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০২. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ?
Ο ক) সীমিত
Ο খ) বেশি
Ο গ) পর্যাপ্ত
Ο ঘ) অত্যধিক
সঠিক উত্তর: (ক)
৩০৩. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ হলো-
i . উন্নত কাঠামোগত উন্নয়ন
i i . সরকারি পৃষ্ঠপোষকতা
i i i . আর্থসামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৪. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-
i. পরিশ্রম
ii. ইচ্ছা
iii. কর্ম প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৫. কোন কারণে উদ্যোক্তার যে কোন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে?
Ο ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
Ο খ) আর্থিক ঝুঁকি
Ο গ) অনার্থিক ঝুঁকি
Ο ঘ) সম্পদের ঝুঁকি
সঠিক উত্তর: (ক)
৩০৬. কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি সীমিত?
Ο ক) লোকসান
Ο খ) মুনাফা
Ο গ) ব্যয়
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (খ)
৩০৭. একজন উদ্যোক্তা বিশেষ আনন্দ পান-
i. শিক্ষামূলক কাজ করতে
ii. চ্যালেঞ্জমূলক কাজ করতে
iii. গবেষণামূলক কাজ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩০৮. আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কী কী?
i. দক্ষ মানবসম্পদ সৃষ্টি
ii. পরনির্ভরশীলতা দূরীকরণ
iii. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলা যায়?
Ο ক) ঝুঁকি
Ο খ) ব্যবসায়ের ঝুঁকি
Ο গ) অনিশ্চয়তা
Ο ঘ) ক্ষতি
সঠিক উত্তর: (খ)
৩১০. ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে-
i . প্রাকৃতিক সম্পদের
i i . মানব সম্পদের
i i i . শিল্প সম্পদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩১১. কে গতিশীল নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন?
Ο ক) বিজ্ঞানী
Ο খ) শিল্পপতি
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) সফল উদ্যোক্তা
সঠিক উত্তর: (গ)
৩১২. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি?
Ο ক) অত্যধিক প্রচার
Ο খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
Ο গ) চাকরিরর সহজলভ্যতা
Ο ঘ) পর্যাপ্ত কারিগরি শিক্ষা
সঠিক উত্তর: (খ)
৩১৩. হাসিব আলী তার কাপড়ের ব্যবসায় হতে ২০১২ সাথে ১,০০,০০০ টাকা মুনাফা আশা করেছিল। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা মুনাফা হলো। এটি তার ব্যবসায়ের কোন ধরণের ঝুঁকি?
Ο ক) আর্থিক ঝুঁকি
Ο খ) অনার্থিক ঝুঁকি
Ο গ) মূলধনের ঝুঁকি
Ο ঘ) সম্পদের ঝুঁকি
সঠিক উত্তর: (ক)
৩১৪. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন-
i. অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. প্রশিক্ষণে সুযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Entrepreneur
Ο খ) Extrapreneur
Ο গ) Ertrepreneurship
Ο ঘ) Business Entrepreneur
সঠিক উত্তর: (ক)
৩১৬. মি. রাফি বেসাকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও চাকরির ধরা বাধা নিয়ম-কানুন ভালো না লাগায় তিনি চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করেন। এখানে মি. রাফির কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে?
Ο ক) স্বাধীনতা
Ο খ) ত্যাগী মনোভাব
Ο গ) সরলতা
Ο ঘ) অধ্যবসায়
সঠিক উত্তর: (ক)
৩১৭. সফল উদ্যোক্তার চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
Ο ক) ব্যবসায়ক লক্ষ্য অর্জনে বিরামহীন শ্রম দেওয়া
Ο খ) কাজে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
Ο গ) অন্যের ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালানো
Ο ঘ) পরিবর্তিত পরিস্থিতির বিপক্ষে চলা
সঠিক উত্তর: (খ)
৩১৮. যেকোন ব্যবসায় উদ্যোগ সফল বাস্তবায়নের জন্য কীসের প্রয়োজন?
Ο ক) পর্যাপ্ত পুঁজি
Ο খ) ভূমি
Ο গ) শ্রম
Ο ঘ) প্রযুক্তি
সঠিক উত্তর: (ক)
৩১৯. দেশের অদক্ষ জনযোগষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারে কে?
Ο ক) সরকার
Ο খ) শিল্পপতি
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
৩২০. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
Ο ক) জনকল্যাণ
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) ব্যবসায় সম্প্রসারণ
Ο ঘ) ভবিষ্যৎ পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)
৩২১. কোনো উদ্যোক্তা কোন কারণে প্রথমবার ব্যর্থ হলে তার করণীয় হবে-
Ο ক) পূর্বের প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্প দেওয়া
Ο খ) ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
Ο গ) ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
Ο ঘ) অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
সঠিক উত্তর: (খ)
৩২২. একজন উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্য-
i . মুনাফার প্রতি তীব্র আকর্ষণ
i i . মূলধন যোগান ও ব্যবহারের ক্ষমতা
i i i . পেশাগত ও প্রযুক্তিগত অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৩. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
Ο ক) বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান
Ο খ) ফটোকপি এর দোকান স্থাপন ও পরিচালনা
Ο গ) চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও বিক্রয়
Ο ঘ) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
সঠিক উত্তর: (ঘ)
৩২৪. প্রতিকূল আইনশৃঙ্খলা ব্যবসায়ে কী ধরণের প্রভাব ফেলে?
Ο ক) অধিক মুনাফা
Ο খ) অনুকূল পরিবেশ
Ο গ) মারাত্মক হুমকি
Ο ঘ) কোনো প্রভাব পড়ে না
সঠিক উত্তর: (গ)
৩২৫. ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কোন সুযোগ সুবধিা প্রয়োজন?
i. বিদ্যুৎ
ii. গ্যাস
iii. যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৬. কোন পরিবেশের অভাবে ব্যবসায় উদ্যোগের অগ্রযাত্রা ব্যহত হয়?
Ο ক) প্রতিকূল
Ο খ) অর্থনৈতিক
Ο গ) অনুকূল
Ο ঘ) কাঠামোগত
সঠিক উত্তর: (গ)
৩২৭. উদ্যোক্তা কে?
Ο ক) যিনি শিল্পকারখানা স্থপন করেন
Ο খ) যিনি ব্যবসায় শুরু করেন
Ο গ) যিনি শিল্প বা ব্যবসায় শুরুর উদ্যোগ গ্রহণ করেন
Ο ঘ) যিনি শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন
সঠিক উত্তর: (গ)
৩২৮. যে ব্যবসায়ে ঝুঁকির সম্ভাবনা কম সে ব্যবসায়ের লাভের সম্ভাবনা কেমন হয়?
Ο ক) অর্ধেক
Ο খ) পুরো
Ο গ) কম
Ο ঘ) বেশি
সঠিক উত্তর: (গ)
৩২৯. আমিনুল কোন কলেজ থেকে ডিগ্রি পাশ করেন?
Ο ক) গুলশান মডেল কলেজ
Ο খ) রাজউক কলেজ
Ο গ) স্থানীয় কলেজ
Ο ঘ) ঢাকা কলেজ
সঠিক উত্তর: (গ)
৩৩০. আমাদের দেশে কীসের ঘাটতি রয়েছে?
Ο ক) মেধা
Ο খ) মনন
Ο গ) দক্ষতা
Ο ঘ) অনুকূল পরিবেশ
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Entrepreneurship
Ο খ) Entrepreneurship
Ο গ) Enterepreneur
Ο ঘ) Extrepreneur
সঠিক উত্তর: (খ)
৩৩২. উদ্যোক্তা সৃষ্টি করা যায়-
i . শিক্ষার মাধ্যমে
i i . প্রশিক্ষণের মাধ্যমে
i i i . সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য দরকার-
Ο ক) সাধারণ শিক্ষা
Ο খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
Ο গ) কর্মসংস্থান
Ο ঘ) প্রয়োজনীয় অর্থসংস্থান
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ৪০ ভাগ
Ο গ) ৬০ ভাগ
Ο ঘ) ৮০ ভাগ
সঠিক উত্তর: (ক)
৩৩৫. জামিল একটি ফলের দোকান দিল। তার এ উদ্যোগের বৈশিষ্ট্য হলো-
i . কর্মসংস্থান সৃষ্টি
i i . মূলধন গঠন
i i i . খাদ্যজাত দ্রব্যাদির উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩৩৬. বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা কী?
Ο ক) উদ্যোগ
Ο খ) শিল্প উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সমাজসেবার উদ্যোগ
সঠিক উত্তর: (ক)
৩৩৭. নিচের কোন শব্দগুচ্ছ উদ্যোক্তার গুণাবলি প্রকাশ পায়?
i. অতিরিক্ত আত্মবিশ্বাস, পরাধীন
ii. পুঁজি সংগ্রহে ব্যর্থ, নেতৃত্ব
iii. উদ্যম, অধ্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৮. নতুন নতুন শিল্প স্থাপনের ফলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) দক্ষতা
সঠিক উত্তর: (গ)
৩৩৯. দেশে কোনটির সরবরাহ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে?
Ο ক) মূলধন
Ο খ) ব্যাংকিং
Ο গ) সমবায়
Ο ঘ) শিল্প
সঠিক উত্তর: (খ)
৩৪০. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্যে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি?
Ο ক) শ্রমিক
Ο খ) উদ্যোগ গ্রহণ
Ο গ) মূলধন
Ο ঘ) কলাকৌশল
সঠিক উত্তর: (গ)
৩৪১. সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোক্তা সমস্যাগুলো পূর্বেই কী করেন?
Ο ক) অনুমান করেন
Ο খ) সরিয়ে দেন
Ο গ) চিন্তা করেন না
Ο ঘ) সমস্যা থাকে না
সঠিক উত্তর: (ক)
৩৪২. কিসের উন্নয়ন ঘটালে নতুন উদ্যোক্তারা পুজির যোগান পেতে পারে?
Ο ক) বিমা ব্যবস্থা
Ο খ) ব্যাংকিং ব্যবস্থা
Ο গ) অর্থ ব্যবস্থা
Ο ঘ) শিল্প ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)
৩৪৩. ইশতা আক্তার কোন কারণে ব্যবসায় শুরু করেন?
Ο ক) অভাবের জন্য
Ο খ) কর্মসংস্থানের জন্য
Ο গ) মুনাফার জন্য
Ο ঘ) শখের বশে
সঠিক উত্তর: (ঘ)
৩৪৪. বর্তমানে ব্যবহৃত প্রযুক্তির সাথে নতুন আবিষ্কৃত প্রযুক্তির তুলনা করে কাজে গতিশীলতা আনয়নে সফল উদ্যোক্তার ধারণা কেমন?
Ο ক) যথার্থ
Ο খ) মানসম্মত
Ο গ) সঠিক
Ο ঘ) সময়োপযোগী
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. হাসিব সাহেব একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ জনসংখ্যার জন্যে করতে পারেন-
i . উৎপাদনশীল কাজে নিয়োজিতকরণ
i i . দক্ষ মানব সম্পদে রূপান্তর
i i i .ঋণদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩৪৬. স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে কারা?
Ο ক) উদ্যোক্তারা
Ο খ) বিজ্ঞানীরা
Ο গ) প্রকৃত উদ্যোক্তারা
Ο ঘ) ব্যবসায়ীরা
সঠিক উত্তর: (গ)
৩৪৭. কোনটি অর্জিত না হওয়া পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
Ο ক) মুনাফা
Ο খ) ফলাফল
Ο গ) সুনাম
Ο ঘ) জনপ্রিয়তা
সঠিক উত্তর: (খ)
৩৪৮. বর্তমানে উদ্যোক্তা হতে হলে নিচের কোনটি না থাকলেও চলে?
Ο ক) শিক্ষা
Ο খ) প্রশিক্ষণ
Ο গ) সুযোগ-সুবিধা
Ο ঘ) জন্মসূত্র
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. ব্যবসায় স্থাপন করতে কে সহায়তা করে?
Ο ক) অর্থ
Ο খ) সরকার
Ο গ) শ্রম
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (ঘ)
৩৫০. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
i. জাতীয় আয় বৃদ্ধি
ii. নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি
iii. দক্ষ মানবসম্পদ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
i. ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০২. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ?
Ο ক) সীমিত
Ο খ) বেশি
Ο গ) পর্যাপ্ত
Ο ঘ) অত্যধিক
সঠিক উত্তর: (ক)
৩০৩. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ হলো-
i . উন্নত কাঠামোগত উন্নয়ন
i i . সরকারি পৃষ্ঠপোষকতা
i i i . আর্থসামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৪. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-
i. পরিশ্রম
ii. ইচ্ছা
iii. কর্ম প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৫. কোন কারণে উদ্যোক্তার যে কোন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে?
Ο ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
Ο খ) আর্থিক ঝুঁকি
Ο গ) অনার্থিক ঝুঁকি
Ο ঘ) সম্পদের ঝুঁকি
সঠিক উত্তর: (ক)
৩০৬. কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি সীমিত?
Ο ক) লোকসান
Ο খ) মুনাফা
Ο গ) ব্যয়
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (খ)
৩০৭. একজন উদ্যোক্তা বিশেষ আনন্দ পান-
i. শিক্ষামূলক কাজ করতে
ii. চ্যালেঞ্জমূলক কাজ করতে
iii. গবেষণামূলক কাজ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩০৮. আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কী কী?
i. দক্ষ মানবসম্পদ সৃষ্টি
ii. পরনির্ভরশীলতা দূরীকরণ
iii. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলা যায়?
Ο ক) ঝুঁকি
Ο খ) ব্যবসায়ের ঝুঁকি
Ο গ) অনিশ্চয়তা
Ο ঘ) ক্ষতি
সঠিক উত্তর: (খ)
৩১০. ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে-
i . প্রাকৃতিক সম্পদের
i i . মানব সম্পদের
i i i . শিল্প সম্পদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩১১. কে গতিশীল নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন?
Ο ক) বিজ্ঞানী
Ο খ) শিল্পপতি
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) সফল উদ্যোক্তা
সঠিক উত্তর: (গ)
৩১২. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি?
Ο ক) অত্যধিক প্রচার
Ο খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
Ο গ) চাকরিরর সহজলভ্যতা
Ο ঘ) পর্যাপ্ত কারিগরি শিক্ষা
সঠিক উত্তর: (খ)
৩১৩. হাসিব আলী তার কাপড়ের ব্যবসায় হতে ২০১২ সাথে ১,০০,০০০ টাকা মুনাফা আশা করেছিল। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা মুনাফা হলো। এটি তার ব্যবসায়ের কোন ধরণের ঝুঁকি?
Ο ক) আর্থিক ঝুঁকি
Ο খ) অনার্থিক ঝুঁকি
Ο গ) মূলধনের ঝুঁকি
Ο ঘ) সম্পদের ঝুঁকি
সঠিক উত্তর: (ক)
৩১৪. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন-
i. অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. প্রশিক্ষণে সুযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Entrepreneur
Ο খ) Extrapreneur
Ο গ) Ertrepreneurship
Ο ঘ) Business Entrepreneur
সঠিক উত্তর: (ক)
৩১৬. মি. রাফি বেসাকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও চাকরির ধরা বাধা নিয়ম-কানুন ভালো না লাগায় তিনি চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করেন। এখানে মি. রাফির কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে?
Ο ক) স্বাধীনতা
Ο খ) ত্যাগী মনোভাব
Ο গ) সরলতা
Ο ঘ) অধ্যবসায়
সঠিক উত্তর: (ক)
৩১৭. সফল উদ্যোক্তার চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
Ο ক) ব্যবসায়ক লক্ষ্য অর্জনে বিরামহীন শ্রম দেওয়া
Ο খ) কাজে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
Ο গ) অন্যের ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালানো
Ο ঘ) পরিবর্তিত পরিস্থিতির বিপক্ষে চলা
সঠিক উত্তর: (খ)
৩১৮. যেকোন ব্যবসায় উদ্যোগ সফল বাস্তবায়নের জন্য কীসের প্রয়োজন?
Ο ক) পর্যাপ্ত পুঁজি
Ο খ) ভূমি
Ο গ) শ্রম
Ο ঘ) প্রযুক্তি
সঠিক উত্তর: (ক)
৩১৯. দেশের অদক্ষ জনযোগষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারে কে?
Ο ক) সরকার
Ο খ) শিল্পপতি
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
৩২০. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
Ο ক) জনকল্যাণ
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) ব্যবসায় সম্প্রসারণ
Ο ঘ) ভবিষ্যৎ পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)
৩২১. কোনো উদ্যোক্তা কোন কারণে প্রথমবার ব্যর্থ হলে তার করণীয় হবে-
Ο ক) পূর্বের প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্প দেওয়া
Ο খ) ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
Ο গ) ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
Ο ঘ) অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
সঠিক উত্তর: (খ)
৩২২. একজন উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্য-
i . মুনাফার প্রতি তীব্র আকর্ষণ
i i . মূলধন যোগান ও ব্যবহারের ক্ষমতা
i i i . পেশাগত ও প্রযুক্তিগত অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৩. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
Ο ক) বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান
Ο খ) ফটোকপি এর দোকান স্থাপন ও পরিচালনা
Ο গ) চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও বিক্রয়
Ο ঘ) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
সঠিক উত্তর: (ঘ)
৩২৪. প্রতিকূল আইনশৃঙ্খলা ব্যবসায়ে কী ধরণের প্রভাব ফেলে?
Ο ক) অধিক মুনাফা
Ο খ) অনুকূল পরিবেশ
Ο গ) মারাত্মক হুমকি
Ο ঘ) কোনো প্রভাব পড়ে না
সঠিক উত্তর: (গ)
৩২৫. ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কোন সুযোগ সুবধিা প্রয়োজন?
i. বিদ্যুৎ
ii. গ্যাস
iii. যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৬. কোন পরিবেশের অভাবে ব্যবসায় উদ্যোগের অগ্রযাত্রা ব্যহত হয়?
Ο ক) প্রতিকূল
Ο খ) অর্থনৈতিক
Ο গ) অনুকূল
Ο ঘ) কাঠামোগত
সঠিক উত্তর: (গ)
৩২৭. উদ্যোক্তা কে?
Ο ক) যিনি শিল্পকারখানা স্থপন করেন
Ο খ) যিনি ব্যবসায় শুরু করেন
Ο গ) যিনি শিল্প বা ব্যবসায় শুরুর উদ্যোগ গ্রহণ করেন
Ο ঘ) যিনি শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন
সঠিক উত্তর: (গ)
৩২৮. যে ব্যবসায়ে ঝুঁকির সম্ভাবনা কম সে ব্যবসায়ের লাভের সম্ভাবনা কেমন হয়?
Ο ক) অর্ধেক
Ο খ) পুরো
Ο গ) কম
Ο ঘ) বেশি
সঠিক উত্তর: (গ)
৩২৯. আমিনুল কোন কলেজ থেকে ডিগ্রি পাশ করেন?
Ο ক) গুলশান মডেল কলেজ
Ο খ) রাজউক কলেজ
Ο গ) স্থানীয় কলেজ
Ο ঘ) ঢাকা কলেজ
সঠিক উত্তর: (গ)
৩৩০. আমাদের দেশে কীসের ঘাটতি রয়েছে?
Ο ক) মেধা
Ο খ) মনন
Ο গ) দক্ষতা
Ο ঘ) অনুকূল পরিবেশ
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
Ο ক) Entrepreneurship
Ο খ) Entrepreneurship
Ο গ) Enterepreneur
Ο ঘ) Extrepreneur
সঠিক উত্তর: (খ)
৩৩২. উদ্যোক্তা সৃষ্টি করা যায়-
i . শিক্ষার মাধ্যমে
i i . প্রশিক্ষণের মাধ্যমে
i i i . সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য দরকার-
Ο ক) সাধারণ শিক্ষা
Ο খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
Ο গ) কর্মসংস্থান
Ο ঘ) প্রয়োজনীয় অর্থসংস্থান
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ৪০ ভাগ
Ο গ) ৬০ ভাগ
Ο ঘ) ৮০ ভাগ
সঠিক উত্তর: (ক)
৩৩৫. জামিল একটি ফলের দোকান দিল। তার এ উদ্যোগের বৈশিষ্ট্য হলো-
i . কর্মসংস্থান সৃষ্টি
i i . মূলধন গঠন
i i i . খাদ্যজাত দ্রব্যাদির উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩৩৬. বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা কী?
Ο ক) উদ্যোগ
Ο খ) শিল্প উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সমাজসেবার উদ্যোগ
সঠিক উত্তর: (ক)
৩৩৭. নিচের কোন শব্দগুচ্ছ উদ্যোক্তার গুণাবলি প্রকাশ পায়?
i. অতিরিক্ত আত্মবিশ্বাস, পরাধীন
ii. পুঁজি সংগ্রহে ব্যর্থ, নেতৃত্ব
iii. উদ্যম, অধ্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৮. নতুন নতুন শিল্প স্থাপনের ফলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) দক্ষতা
সঠিক উত্তর: (গ)
৩৩৯. দেশে কোনটির সরবরাহ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে?
Ο ক) মূলধন
Ο খ) ব্যাংকিং
Ο গ) সমবায়
Ο ঘ) শিল্প
সঠিক উত্তর: (খ)
৩৪০. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্যে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি?
Ο ক) শ্রমিক
Ο খ) উদ্যোগ গ্রহণ
Ο গ) মূলধন
Ο ঘ) কলাকৌশল
সঠিক উত্তর: (গ)
৩৪১. সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোক্তা সমস্যাগুলো পূর্বেই কী করেন?
Ο ক) অনুমান করেন
Ο খ) সরিয়ে দেন
Ο গ) চিন্তা করেন না
Ο ঘ) সমস্যা থাকে না
সঠিক উত্তর: (ক)
৩৪২. কিসের উন্নয়ন ঘটালে নতুন উদ্যোক্তারা পুজির যোগান পেতে পারে?
Ο ক) বিমা ব্যবস্থা
Ο খ) ব্যাংকিং ব্যবস্থা
Ο গ) অর্থ ব্যবস্থা
Ο ঘ) শিল্প ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)
৩৪৩. ইশতা আক্তার কোন কারণে ব্যবসায় শুরু করেন?
Ο ক) অভাবের জন্য
Ο খ) কর্মসংস্থানের জন্য
Ο গ) মুনাফার জন্য
Ο ঘ) শখের বশে
সঠিক উত্তর: (ঘ)
৩৪৪. বর্তমানে ব্যবহৃত প্রযুক্তির সাথে নতুন আবিষ্কৃত প্রযুক্তির তুলনা করে কাজে গতিশীলতা আনয়নে সফল উদ্যোক্তার ধারণা কেমন?
Ο ক) যথার্থ
Ο খ) মানসম্মত
Ο গ) সঠিক
Ο ঘ) সময়োপযোগী
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. হাসিব সাহেব একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ জনসংখ্যার জন্যে করতে পারেন-
i . উৎপাদনশীল কাজে নিয়োজিতকরণ
i i . দক্ষ মানব সম্পদে রূপান্তর
i i i .ঋণদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
৩৪৬. স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে কারা?
Ο ক) উদ্যোক্তারা
Ο খ) বিজ্ঞানীরা
Ο গ) প্রকৃত উদ্যোক্তারা
Ο ঘ) ব্যবসায়ীরা
সঠিক উত্তর: (গ)
৩৪৭. কোনটি অর্জিত না হওয়া পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
Ο ক) মুনাফা
Ο খ) ফলাফল
Ο গ) সুনাম
Ο ঘ) জনপ্রিয়তা
সঠিক উত্তর: (খ)
৩৪৮. বর্তমানে উদ্যোক্তা হতে হলে নিচের কোনটি না থাকলেও চলে?
Ο ক) শিক্ষা
Ο খ) প্রশিক্ষণ
Ο গ) সুযোগ-সুবিধা
Ο ঘ) জন্মসূত্র
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. ব্যবসায় স্থাপন করতে কে সহায়তা করে?
Ο ক) অর্থ
Ο খ) সরকার
Ο গ) শ্রম
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (ঘ)
৩৫০. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
i. জাতীয় আয় বৃদ্ধি
ii. নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি
iii. দক্ষ মানবসম্পদ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep