ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. কোন বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমে ব্যাপকভাবে অন্তর্ভূক্ত করা উচিত?
Ο ক) সামাজিক উন্নয়ন
Ο খ) শিল্পোদ্যোগ উন্নয়ন
Ο গ) বৈদেশিক উন্নয়ন
Ο ঘ) উদ্যোক্তা উন্নয়ন
সঠিক উত্তর: (খ)
২৫২. বর্তমানে বাজারে লিচুর চাহিদা প্রচুর। কিন্তু হাসান কম পরিমাণে বাজারে লিচু সরবরাহ করেছেন। এক্ষেত্রে হাসানের কম সরবরাহের কারণ কোনটি?
Ο ক) অভিজ্ঞতার অভাব
Ο খ) ঝুঁকি গ্রহণের সাহসিকতার অভাব
Ο গ) মূলধনের অভাব
Ο ঘ) দূরদৃষ্টির অভাব
সঠিক উত্তর: (খ)
২৫৩. আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা রয়েছে?
Ο ক) শ্রমিকদের
Ο খ) উদ্যোক্তাদের
Ο গ) সরকারের
Ο ঘ) জমিদারদের
সঠিক উত্তর: (খ)
২৫৪. জনাব রহমান মুদির দোকানি থেকে xyz গ্রুপের মালিক হলেন। তার এ সফলতার পিছনে কাজ করছে-
i . দৃঢ় মনোবল
i i . কঠোর পরিশ্রম
i i i . উচ্চ পর্যায়ের যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
২৫৫. নতুন কর্মসংস্থান সৃষ্টির ফলে-
i . বেকার সমস্যা দূর হয়
i i . শিল্প সম্প্রসারণ হয়
i i i . জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. প্রকৃত উদ্যোক্তারা কী থেকে শিক্ষা গ্রহণ করেন?
Ο ক) আলোচনা
Ο খ) পরামর্শ
Ο গ) ভুল
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (গ)
২৫৭. নিচে কোনটি জনবহুল দেশ?
Ο ক) আমেরিকা
Ο খ) ঘানা
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর: (গ)
২৫৮. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতের উন্নয়ন সম্ভব?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) শিল্প উদ্যোগ
Ο ঘ) যৌথ উদ্যোগ
সঠিক উত্তর: (খ)
২৫৯. ইশতার মোবাইল ব্যবসায়ে ব্যর্থতার কারণ হলো-
i . অর্থের পরিমাণ বিবেচনা না করা
i i . ঝুঁকির পরিমাণ বিবেচনা না করা
i i i . বাজার চাহিদা বিবেচনা না করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬০. উদ্যোক্তারা কোন ধরণের কাজ করতে বেশি আনন্দ পান?
Ο ক) পিছিয়ে পড়া
Ο খ) পুরোনো
Ο গ) চ্যালেঞ্জমূলক
Ο ঘ) নতুন
সঠিক উত্তর: (গ)
২৬১. নিচের কোনটি উদ্যোক্তার গুণ?
Ο ক) আত্মবিশ্বাস
Ο খ) ঝুঁকি না নেওয়ার ক্ষমতা
Ο গ) শিক্ষা
Ο ঘ) বয়স
সঠিক উত্তর: (ক)
২৬২. উদ্যোক্তা সরকার প্রদত্ত সুযোগ ব্যবহার করে কীসের পরিচয় দেয়?
Ο ক) সাহসের
Ο খ) উদ্ভাবনী শক্তির
Ο গ) দক্ষতার
Ο ঘ) সৃষ্টিশীলতার
সঠিক উত্তর: (গ)
২৬৩. ব্যবসায়িক লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করেন কে?
Ο ক) চাকরিজীবী
Ο খ) উদ্যোক্তা
Ο গ) শ্রমিক
Ο ঘ) পাওনাদার
সঠিক উত্তর: (খ)
২৬৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ৩০ ভাগ
Ο গ) ৪০ ভাগ
Ο ঘ) ৫০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
২৬৫. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. ব্যবসায় উদ্যোগ
ii. উদ্যোক্তা
iii. শ্রমিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৬. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
Ο ক) নিজেদের ব্যবহারের জন্য আসবাবপত্র তৈরি
Ο খ) বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র তৈরি
Ο গ) বিবাহভোজের উদ্দেশ্যে আসবাবপত্র ভাড়া নেওয়া
Ο ঘ) আসবাবপত্রের দোকানে চাকরির উদ্যোগ
সঠিক উত্তর: (খ)
২৬৭. ব্যবসায়িক ঝুঁকি হলো-
i . উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়া
i i . সেবার চাহিদা কমে যাওয়া
i i i . উৎপাদনের পরমাণ কমে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
i. পরনির্ভরশীলতা দূরীকরণ
ii. বেকারসমস্যা হ্রাস
iii. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. ইশতা আক্তার তার ব্যবসায়ের আয় থেকে -
i. পরিবারকে সহায়তা করেন
ii. নতুন ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন
iii. পরিবারের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭০. বাংলদেশের স্বনামধন্য উদ্যোক্তা হলেন-
Ο ক) হেনরি ফোর্ড
Ο খ) এল. এলেন
Ο গ) কনোকে ম্যাটসুসিটা
Ο ঘ) স্যামসন এইচ চৌধুরী
সঠিক উত্তর: (ঘ)
২৭১. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটির ভূমিকা রয়েছে-
Ο ক) উদ্যোগ ও উদ্যোক্তা
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) অর্থ
Ο ঘ) কৃষি
সঠিক উত্তর: (ক)
২৭২. আমাদের দেশে বেকার যুবশক্তি বিভিন্ন মুখে ব্যবসায় উদ্যোগ সম্পর্কে জানতে পারে না কেন?
Ο ক) সুষ্ঠু পরিকল্পনার অভাবে
Ο খ) প্রচার-প্রচারণার অভাবে
Ο গ) পর্যাপ্ত কারিগরি শিক্ষার অভাবে
Ο ঘ) অনুকূল পরিবেশের অভাবে
সঠিক উত্তর: (খ)
২৭৩. যেকোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা কোনটি?
Ο ক) রাজনৈতিক অস্থিরতা
Ο খ) সামাজিক অস্থিরতা
Ο গ) আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ততা
Ο ঘ) মূলধনের অভাব
সঠিক উত্তর: (ক)
২৭৪. জনাব আলম একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। তাকে গার্মেন্টস প্রতিষ্ঠা সংক্রান্ত যাবতীয় কাজ সফলভাবে পরিচালনা করতে সহায়তা করবে কোনটি?
Ο ক) ব্যবসায় উদ্যোগ
Ο খ) বৈদেশিক বাণিজ্য
Ο গ) সরকার
Ο ঘ) ব্যাংক
সঠিক উত্তর: (ক)
২৭৫. ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্যে প্রয়োজন হয়-
i . অর্থ বিনিয়োগ
i i . শ্রম বিনিয়োগ
i i i . ব্যাংকের সাথে ভালো সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
২৭৬. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা উদ্যোক্তারে কীসের মধ্যে পড়ে?
Ο ক) সুবিধা
Ο খ) সুযোগ
Ο গ) গুণাবলি
Ο ঘ) কার্যাবলী
সঠিক উত্তর: (গ)
২৭৭. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
i. কারখানা নির্মাণ
ii. নার্সারি তৈরি
iii. পারিবারিক চাহিদা মেটানোর জন্য ফলের বাগান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭৮. ব্যবসায়ে সকল বাধা মোকাবিল করে কে?
Ο ক) অর্থনীতিবিদ
Ο খ) কর্মচারী
Ο গ) শিল্পপতি
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা যায়-এর অনুকূলে নিচে কতিপয় যুক্তি উপস্থাপন করা হল-
i. বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম দ্বারা শিল্পোদ্যোগ সম্পর্কীয় গুণ ও দক্ষতা অর্জন করা যায়
ii. মানুষের সুপ্ত মেধা ও যোগ্যতা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়।
iii. শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হলে কেউ আর চাকরি করত না।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৮০. যে কোন কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) উদ্যোগ
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (খ)
২৮১. ব্যবসায় উদ্যোগের ফলাফল কী?
Ο ক) একটি ব্যবসায় প্রতিষ্ঠান
Ο খ) একটি কর্মসংস্থান
Ο গ) একটি ঝুঁকি গ্রহণ
Ο ঘ) পণ্য উৎপাদন
সঠিক উত্তর: (ক)
২৮২. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
Ο ক) পণ্য ও সেবা
Ο খ) উদ্যোগ
Ο গ) চিন্তা-ভাবনা
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (ক)
২৮৩. ইশতা ঝুঁকির পরিমাণ বিবেচনা না করায় ব্যবসায়ে কী হয়?
Ο ক) লাভ
Ο খ) লোকসান
Ο গ) অধিক লাভ
Ο ঘ) অধিক লোকসান
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. কিসের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?
Ο ক) সরকারি
Ο খ) বেসরকারি
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) জনগণ
সঠিক উত্তর: (ক)
২৮৫. আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন রয়েছে-
i . অর্থনৈতিক স্থিতিশীলতার
i i . রাজনৈতিক স্থিতিশীলতার
i i i . সামাজিক স্থিতিশীলতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. কোনটি সফল উদ্যোক্তার গুণ নয়?
Ο ক) স্বাধীনচেতা
Ο খ) সাহসী
Ο গ) আত্মবিশ্বাস
Ο ঘ) পারিবারিক মর্যাদা
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. আমাদের দেশে উদ্যোগ গ্রহণে আগ্রহী ব্যক্তিগণ কেন এগিয়ে আসতে পারেন না?
Ο ক) জ্ঞানের অভাব
Ο খ) পর্যাপ্ত শ্রমিকের অভাব
Ο গ) প্রয়োজনীয় মূলধনের অভাব
Ο ঘ) ভূমির অভাব
সঠিক উত্তর: (গ)
২৮৮. মি. মহসিন ফলের ব্যবসায়ী। লাভ কম হলেও তিনি তার ফলে ফরমালিন মেশান না। তার মধ্যে সামাজিক পরিবেশের কোন দিকটি ফুটে ওঠেছে?
Ο ক) সফলতার
Ο খ) দায়বদ্ধতার
Ο গ) নেতৃত্বের
Ο ঘ) জনপ্রিয়তার
সঠিক উত্তর: (খ)
২৮৯. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তার সাথে শব্দ দুটির একটি অন্যটির সাথে সম্পর্ক কেমন?
Ο ক) আংশিক জড়িত
Ο খ) পরিপূরক
Ο গ) অঙ্গাঙ্গিভাবে জড়িত
Ο ঘ) সমর্থক
সঠিক উত্তর: (গ)
২৯০. নিচের কোনটি বংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
Ο ক) সুষ্ঠু পরিকল্পনার অভাব
Ο খ) চাকরির প্রতি আগ্রহীনতা
Ο গ) প্রচার-প্রচারণার অভাব
Ο ঘ) কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
সঠিক উত্তর: (খ)
২৯১. উদ্যোক্তার বিশেষ গুণ কোনটি?
Ο ক) সাহস
Ο খ) আত্মবিশ্বাস
Ο গ) অধ্যাবসায়
Ο ঘ) শিক্ষা গ্রহণ
সঠিক উত্তর: (ঘ)
২৯২. ঢাকার রানা প্লাজায় ইশতা ফ্যাশন হাউজ-এর মালিক কে?
Ο ক) ইশতা জামান
Ο খ) ইশতা আক্তার
Ο গ) জনাব কামাল
Ο ঘ) জনাব জামাল
সঠিক উত্তর: (খ)
২৯৩. সফল উদ্যোক্তাগণ দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাকে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম হন?
Ο ক) সামাজিক
Ο খ) রাষ্ট্রীয়
Ο গ) পারিবারিক
Ο ঘ) বাণিজ্যিক
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. প্রচার-প্রচারণার অভাব
ii. প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব
iii. কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৫. কোনটির কারণে বিদেশিরা এদেশে শিল্প কলকারখানা স্থাপনে বেশি অনুৎসাহিত হতে পারেন?
Ο ক) আইনগত জটিলতা
Ο খ) প্রতিকূল বিনিয়োগ নীতি
Ο গ) শ্রমিকের স্বল্পতা
Ο ঘ) প্রতিকূল জলবায়ূ
সঠিক উত্তর: (খ)
২৯৬. নিচের কোনটি জাপানের পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান?
Ο ক) ফোর্ড
Ο খ) বাটা
Ο গ) এপক্স
Ο ঘ) স্যাটসুসিটা
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. পরিবারের সদস্যরা ইশতা আক্তারকে মোবাইল ব্যবসায় সম্পর্কে সতর্ক করল কেন?
Ο ক) জ্ঞান না থাকার কারণে
Ο খ) পর্যাপ্ত মূলধন না থাকার জন্য
Ο গ) ঝুঁকি বেশি থাকার কারণে
Ο ঘ) পর্যাপ্ত লোকবলের অভাবের কারণে
সঠিক উত্তর: (ক)
২৯৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-
Ο ক) শিল্প জাতীয়করণ
Ο খ) সাধারণ শিক্ষা
Ο গ) জামানতবিহীন ঋণ
Ο ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
সঠিক উত্তর: (ঘ)
২৯৯. আবিদ নামের একজন বেকার যুবক যদি কারো অধীনে না থেকে নিজেই ব্যবসায় করতে চায় তবে তাকে প্রথমে কী করতে হবে?
Ο ক) মূলধন গঠন করতে হবে
Ο খ) ঋণ গ্রহণ করতে হবে
Ο গ) উদ্যোগ গ্রহণ করতে হবে
Ο ঘ) ঝুঁকি গ্রহণ করতে হবে
সঠিক উত্তর: (গ)
৩০০. নিচের কোনটি উদ্যোক্তার গুণ নয়?
Ο ক) উদ্যম
Ο খ) সাহস
Ο গ) উদ্ভাবনী শক্তি
Ο ঘ) অভিযোজন ক্ষমতা
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. কোন বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমে ব্যাপকভাবে অন্তর্ভূক্ত করা উচিত?
Ο ক) সামাজিক উন্নয়ন
Ο খ) শিল্পোদ্যোগ উন্নয়ন
Ο গ) বৈদেশিক উন্নয়ন
Ο ঘ) উদ্যোক্তা উন্নয়ন
সঠিক উত্তর: (খ)
২৫২. বর্তমানে বাজারে লিচুর চাহিদা প্রচুর। কিন্তু হাসান কম পরিমাণে বাজারে লিচু সরবরাহ করেছেন। এক্ষেত্রে হাসানের কম সরবরাহের কারণ কোনটি?
Ο ক) অভিজ্ঞতার অভাব
Ο খ) ঝুঁকি গ্রহণের সাহসিকতার অভাব
Ο গ) মূলধনের অভাব
Ο ঘ) দূরদৃষ্টির অভাব
সঠিক উত্তর: (খ)
২৫৩. আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা রয়েছে?
Ο ক) শ্রমিকদের
Ο খ) উদ্যোক্তাদের
Ο গ) সরকারের
Ο ঘ) জমিদারদের
সঠিক উত্তর: (খ)
২৫৪. জনাব রহমান মুদির দোকানি থেকে xyz গ্রুপের মালিক হলেন। তার এ সফলতার পিছনে কাজ করছে-
i . দৃঢ় মনোবল
i i . কঠোর পরিশ্রম
i i i . উচ্চ পর্যায়ের যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
২৫৫. নতুন কর্মসংস্থান সৃষ্টির ফলে-
i . বেকার সমস্যা দূর হয়
i i . শিল্প সম্প্রসারণ হয়
i i i . জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. প্রকৃত উদ্যোক্তারা কী থেকে শিক্ষা গ্রহণ করেন?
Ο ক) আলোচনা
Ο খ) পরামর্শ
Ο গ) ভুল
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (গ)
২৫৭. নিচে কোনটি জনবহুল দেশ?
Ο ক) আমেরিকা
Ο খ) ঘানা
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর: (গ)
২৫৮. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতের উন্নয়ন সম্ভব?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) শিল্প উদ্যোগ
Ο ঘ) যৌথ উদ্যোগ
সঠিক উত্তর: (খ)
২৫৯. ইশতার মোবাইল ব্যবসায়ে ব্যর্থতার কারণ হলো-
i . অর্থের পরিমাণ বিবেচনা না করা
i i . ঝুঁকির পরিমাণ বিবেচনা না করা
i i i . বাজার চাহিদা বিবেচনা না করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬০. উদ্যোক্তারা কোন ধরণের কাজ করতে বেশি আনন্দ পান?
Ο ক) পিছিয়ে পড়া
Ο খ) পুরোনো
Ο গ) চ্যালেঞ্জমূলক
Ο ঘ) নতুন
সঠিক উত্তর: (গ)
২৬১. নিচের কোনটি উদ্যোক্তার গুণ?
Ο ক) আত্মবিশ্বাস
Ο খ) ঝুঁকি না নেওয়ার ক্ষমতা
Ο গ) শিক্ষা
Ο ঘ) বয়স
সঠিক উত্তর: (ক)
২৬২. উদ্যোক্তা সরকার প্রদত্ত সুযোগ ব্যবহার করে কীসের পরিচয় দেয়?
Ο ক) সাহসের
Ο খ) উদ্ভাবনী শক্তির
Ο গ) দক্ষতার
Ο ঘ) সৃষ্টিশীলতার
সঠিক উত্তর: (গ)
২৬৩. ব্যবসায়িক লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করেন কে?
Ο ক) চাকরিজীবী
Ο খ) উদ্যোক্তা
Ο গ) শ্রমিক
Ο ঘ) পাওনাদার
সঠিক উত্তর: (খ)
২৬৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ৩০ ভাগ
Ο গ) ৪০ ভাগ
Ο ঘ) ৫০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
২৬৫. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. ব্যবসায় উদ্যোগ
ii. উদ্যোক্তা
iii. শ্রমিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৬. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
Ο ক) নিজেদের ব্যবহারের জন্য আসবাবপত্র তৈরি
Ο খ) বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র তৈরি
Ο গ) বিবাহভোজের উদ্দেশ্যে আসবাবপত্র ভাড়া নেওয়া
Ο ঘ) আসবাবপত্রের দোকানে চাকরির উদ্যোগ
সঠিক উত্তর: (খ)
২৬৭. ব্যবসায়িক ঝুঁকি হলো-
i . উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়া
i i . সেবার চাহিদা কমে যাওয়া
i i i . উৎপাদনের পরমাণ কমে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
i. পরনির্ভরশীলতা দূরীকরণ
ii. বেকারসমস্যা হ্রাস
iii. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. ইশতা আক্তার তার ব্যবসায়ের আয় থেকে -
i. পরিবারকে সহায়তা করেন
ii. নতুন ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন
iii. পরিবারের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭০. বাংলদেশের স্বনামধন্য উদ্যোক্তা হলেন-
Ο ক) হেনরি ফোর্ড
Ο খ) এল. এলেন
Ο গ) কনোকে ম্যাটসুসিটা
Ο ঘ) স্যামসন এইচ চৌধুরী
সঠিক উত্তর: (ঘ)
২৭১. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটির ভূমিকা রয়েছে-
Ο ক) উদ্যোগ ও উদ্যোক্তা
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) অর্থ
Ο ঘ) কৃষি
সঠিক উত্তর: (ক)
২৭২. আমাদের দেশে বেকার যুবশক্তি বিভিন্ন মুখে ব্যবসায় উদ্যোগ সম্পর্কে জানতে পারে না কেন?
Ο ক) সুষ্ঠু পরিকল্পনার অভাবে
Ο খ) প্রচার-প্রচারণার অভাবে
Ο গ) পর্যাপ্ত কারিগরি শিক্ষার অভাবে
Ο ঘ) অনুকূল পরিবেশের অভাবে
সঠিক উত্তর: (খ)
২৭৩. যেকোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা কোনটি?
Ο ক) রাজনৈতিক অস্থিরতা
Ο খ) সামাজিক অস্থিরতা
Ο গ) আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ততা
Ο ঘ) মূলধনের অভাব
সঠিক উত্তর: (ক)
২৭৪. জনাব আলম একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। তাকে গার্মেন্টস প্রতিষ্ঠা সংক্রান্ত যাবতীয় কাজ সফলভাবে পরিচালনা করতে সহায়তা করবে কোনটি?
Ο ক) ব্যবসায় উদ্যোগ
Ο খ) বৈদেশিক বাণিজ্য
Ο গ) সরকার
Ο ঘ) ব্যাংক
সঠিক উত্তর: (ক)
২৭৫. ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্যে প্রয়োজন হয়-
i . অর্থ বিনিয়োগ
i i . শ্রম বিনিয়োগ
i i i . ব্যাংকের সাথে ভালো সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
২৭৬. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা উদ্যোক্তারে কীসের মধ্যে পড়ে?
Ο ক) সুবিধা
Ο খ) সুযোগ
Ο গ) গুণাবলি
Ο ঘ) কার্যাবলী
সঠিক উত্তর: (গ)
২৭৭. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
i. কারখানা নির্মাণ
ii. নার্সারি তৈরি
iii. পারিবারিক চাহিদা মেটানোর জন্য ফলের বাগান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭৮. ব্যবসায়ে সকল বাধা মোকাবিল করে কে?
Ο ক) অর্থনীতিবিদ
Ο খ) কর্মচারী
Ο গ) শিল্পপতি
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা যায়-এর অনুকূলে নিচে কতিপয় যুক্তি উপস্থাপন করা হল-
i. বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম দ্বারা শিল্পোদ্যোগ সম্পর্কীয় গুণ ও দক্ষতা অর্জন করা যায়
ii. মানুষের সুপ্ত মেধা ও যোগ্যতা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়।
iii. শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হলে কেউ আর চাকরি করত না।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৮০. যে কোন কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) উদ্যোগ
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (খ)
২৮১. ব্যবসায় উদ্যোগের ফলাফল কী?
Ο ক) একটি ব্যবসায় প্রতিষ্ঠান
Ο খ) একটি কর্মসংস্থান
Ο গ) একটি ঝুঁকি গ্রহণ
Ο ঘ) পণ্য উৎপাদন
সঠিক উত্তর: (ক)
২৮২. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
Ο ক) পণ্য ও সেবা
Ο খ) উদ্যোগ
Ο গ) চিন্তা-ভাবনা
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (ক)
২৮৩. ইশতা ঝুঁকির পরিমাণ বিবেচনা না করায় ব্যবসায়ে কী হয়?
Ο ক) লাভ
Ο খ) লোকসান
Ο গ) অধিক লাভ
Ο ঘ) অধিক লোকসান
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. কিসের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?
Ο ক) সরকারি
Ο খ) বেসরকারি
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) জনগণ
সঠিক উত্তর: (ক)
২৮৫. আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন রয়েছে-
i . অর্থনৈতিক স্থিতিশীলতার
i i . রাজনৈতিক স্থিতিশীলতার
i i i . সামাজিক স্থিতিশীলতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. কোনটি সফল উদ্যোক্তার গুণ নয়?
Ο ক) স্বাধীনচেতা
Ο খ) সাহসী
Ο গ) আত্মবিশ্বাস
Ο ঘ) পারিবারিক মর্যাদা
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. আমাদের দেশে উদ্যোগ গ্রহণে আগ্রহী ব্যক্তিগণ কেন এগিয়ে আসতে পারেন না?
Ο ক) জ্ঞানের অভাব
Ο খ) পর্যাপ্ত শ্রমিকের অভাব
Ο গ) প্রয়োজনীয় মূলধনের অভাব
Ο ঘ) ভূমির অভাব
সঠিক উত্তর: (গ)
২৮৮. মি. মহসিন ফলের ব্যবসায়ী। লাভ কম হলেও তিনি তার ফলে ফরমালিন মেশান না। তার মধ্যে সামাজিক পরিবেশের কোন দিকটি ফুটে ওঠেছে?
Ο ক) সফলতার
Ο খ) দায়বদ্ধতার
Ο গ) নেতৃত্বের
Ο ঘ) জনপ্রিয়তার
সঠিক উত্তর: (খ)
২৮৯. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তার সাথে শব্দ দুটির একটি অন্যটির সাথে সম্পর্ক কেমন?
Ο ক) আংশিক জড়িত
Ο খ) পরিপূরক
Ο গ) অঙ্গাঙ্গিভাবে জড়িত
Ο ঘ) সমর্থক
সঠিক উত্তর: (গ)
২৯০. নিচের কোনটি বংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
Ο ক) সুষ্ঠু পরিকল্পনার অভাব
Ο খ) চাকরির প্রতি আগ্রহীনতা
Ο গ) প্রচার-প্রচারণার অভাব
Ο ঘ) কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
সঠিক উত্তর: (খ)
২৯১. উদ্যোক্তার বিশেষ গুণ কোনটি?
Ο ক) সাহস
Ο খ) আত্মবিশ্বাস
Ο গ) অধ্যাবসায়
Ο ঘ) শিক্ষা গ্রহণ
সঠিক উত্তর: (ঘ)
২৯২. ঢাকার রানা প্লাজায় ইশতা ফ্যাশন হাউজ-এর মালিক কে?
Ο ক) ইশতা জামান
Ο খ) ইশতা আক্তার
Ο গ) জনাব কামাল
Ο ঘ) জনাব জামাল
সঠিক উত্তর: (খ)
২৯৩. সফল উদ্যোক্তাগণ দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাকে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম হন?
Ο ক) সামাজিক
Ο খ) রাষ্ট্রীয়
Ο গ) পারিবারিক
Ο ঘ) বাণিজ্যিক
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. প্রচার-প্রচারণার অভাব
ii. প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব
iii. কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৫. কোনটির কারণে বিদেশিরা এদেশে শিল্প কলকারখানা স্থাপনে বেশি অনুৎসাহিত হতে পারেন?
Ο ক) আইনগত জটিলতা
Ο খ) প্রতিকূল বিনিয়োগ নীতি
Ο গ) শ্রমিকের স্বল্পতা
Ο ঘ) প্রতিকূল জলবায়ূ
সঠিক উত্তর: (খ)
২৯৬. নিচের কোনটি জাপানের পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান?
Ο ক) ফোর্ড
Ο খ) বাটা
Ο গ) এপক্স
Ο ঘ) স্যাটসুসিটা
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. পরিবারের সদস্যরা ইশতা আক্তারকে মোবাইল ব্যবসায় সম্পর্কে সতর্ক করল কেন?
Ο ক) জ্ঞান না থাকার কারণে
Ο খ) পর্যাপ্ত মূলধন না থাকার জন্য
Ο গ) ঝুঁকি বেশি থাকার কারণে
Ο ঘ) পর্যাপ্ত লোকবলের অভাবের কারণে
সঠিক উত্তর: (ক)
২৯৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-
Ο ক) শিল্প জাতীয়করণ
Ο খ) সাধারণ শিক্ষা
Ο গ) জামানতবিহীন ঋণ
Ο ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
সঠিক উত্তর: (ঘ)
২৯৯. আবিদ নামের একজন বেকার যুবক যদি কারো অধীনে না থেকে নিজেই ব্যবসায় করতে চায় তবে তাকে প্রথমে কী করতে হবে?
Ο ক) মূলধন গঠন করতে হবে
Ο খ) ঋণ গ্রহণ করতে হবে
Ο গ) উদ্যোগ গ্রহণ করতে হবে
Ο ঘ) ঝুঁকি গ্রহণ করতে হবে
সঠিক উত্তর: (গ)
৩০০. নিচের কোনটি উদ্যোক্তার গুণ নয়?
Ο ক) উদ্যম
Ο খ) সাহস
Ο গ) উদ্ভাবনী শক্তি
Ο ঘ) অভিযোজন ক্ষমতা
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep