এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকান্ড সফলভাবে পরিচালনা করতে সহায়তা করে কোনটি?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) অর্থ
Ο ঘ) শ্রম
সঠিক উত্তর: (খ)

২০২. আফরোজা একজন-
Ο ক) শিল্পপতি
Ο খ) উদ্যোক্তা
Ο গ) ম্যানেজার
Ο ঘ) প্রশিক্ষক
সঠিক উত্তর: (খ)

২০৩. কীভাবে উদ্যোক্তা সৃষ্টি করা যায়?
Ο ক) অর্থের যোগান দিয়ে
Ο খ) ভূমির ব্যবস্থা করে
Ο গ) প্রশিক্ষণের মাধ্যমে
Ο ঘ) আইনশৃঙ্খলার মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

২০৪. যে কোন ধরণের পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) শিল্প
Ο খ) কৃষি
Ο গ) ব্যবসা-বাণিজ্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)

২০৫. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে আসেনি কেন?
Ο ক) চাকরির সহজলভ্যতা
Ο খ) পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা
Ο গ) ব্যাপক প্রচার
Ο ঘ) অনুকূল পরিবেশের অভাব
সঠিক উত্তর: (ঘ)

২০৬. বাংলাদেশের মানুষ কোনটির প্রতি সবচেয়ে বেশি নির্ভরশীল-
Ο ক) শিল্প
Ο খ) কৃষি
Ο গ) ব্যবসা-বাণিজ্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (খ)

২০৭. উদ্যোক্তার গুণাবলি হলে-
i. আত্মবিশ্বাস, স্বাধীনচেতা, উদ্যমী
ii. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল
iii. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

২০৮. রাকিব একজন শিক্ষিত বেকার। তিন অন্যের আধি চাকরি করা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসায় করতে চান তবে তাকে প্রথমে কী করতে হবে?
Ο ক) ঋণ গ্রহণ করতে হবে
Ο খ) মূলধন গঠন করতে হবে
Ο গ) ঝুঁকি গ্রহণ করতে হবে
Ο ঘ) উদ্যোগ গ্রহণ করতে হবে
সঠিক উত্তর: (ঘ)

২০৯. ব্যবসায় পরিচালনার জন্যে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা হলো-
i . বিদ্যুৎ ব্যবস্থা
i i . গ্যাসের ব্যবস্থা
i i i . যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)

২১০. যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি কী?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) ব্যবসায় উদ্যোক্তা
Ο গ) কর্মঠ
Ο ঘ) মালিক
সঠিক উত্তর: (খ)

২১১. ব্যবসায় উদ্যোগের ক্ষেত্র কোনগুলো?
Ο ক) ক্রয়-বিক্রয়, লেনদেন, সেবামূলক
Ο খ) বাণিজ্য, লেনদেন, উৎপাদনমূলক
Ο গ) ক্রয়-বিক্রয়, সেবামূলক, উৎপাদনমূলক
Ο ঘ) সেবামূলক, উৎপাদন
সঠিক উত্তর: (গ)

২১২. কীভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়?
Ο ক) কৃষি
Ο খ) শিল্প
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (গ)

২১৩. কোনটি ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা?
i. প্রশিক্ষনের অভাব
ii. রাজনৈতিক অস্থিরতা
iii. ধর্মীয় অনুভূতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১৪. বাঁশ বা বেতের তৈরি জিনিসের ব্যবসায়ের সাথে সাথে কোনো ব্যক্তির নতুন ধরণের বেতের চেয়ার তৈরির পদক্ষেপকে কী বলা হয়?
Ο ক) উদ্যোগ
Ο খ) উদ্যোক্তা
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) ব্যবসায় উদ্যোক্তা
সঠিক উত্তর: (ক)

২১৫. উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
Ο ক) ব্যক্তিগত নৈপূণ্যের দ্বারা
Ο খ) জন্মগতভাবে
Ο গ) শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
Ο ঘ) উদ্যমহীন ব্যক্তিকে অনুপ্রাণিত করে
সঠিক উত্তর: (গ)

২১৬. মুদি দোকান স্থাপন করা কী?
Ο ক) সমাজসেবা
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) উদ্যোগ
Ο ঘ) সামাজিক ব্যবসায়
সঠিক উত্তর: (খ)

২১৭. ফটোকপি এর দোকান স্থাপন ও পরিচালনা করা কী?
Ο ক) উদ্যোগ
Ο খ) শিল্প উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সমাজসেবার উদ্যোগ
সঠিক উত্তর: (গ)

২১৮. কীসের মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি ঘটে?
Ο ক) অবকাঠামোর
Ο খ) পর্যাপ্ত পুঁজির
Ο গ) সরকারি পৃষ্ঠপোষকতার
Ο ঘ) প্রশিক্ষণের
সঠিক উত্তর: (গ)

২১৯. নিচের কোনটি বাংলাদেশের স্বনামধন্য উদ্যোক্তা?
i. জহুরুল ইসলাম
ii. হেনরি ফোর্ড
iii. স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২০. উদ্যোক্তা জন্মগতভাবে কোন গুণের অধিকারী হন?
Ο ক) নমনীয়তা গুণের
Ο খ) ব্যক্তিগত গুণের
Ο গ) সামাজিক গুণের
Ο ঘ) সৃজনশীল গুণের
সঠিক উত্তর: (খ)

২২১. একজন উদ্যোক্তা প্রথমত কোন কাজটি করে থাকেন?
Ο ক) বেকার সমস্যার সমাধান করেন
Ο খ) যোগ্য কর্মী নির্বাচন করেন
Ο গ) বিরাজমান সুযোগ-সুবিধা চিহ্নিত করেন
Ο ঘ) সরকারের সহায়তা নেন
সঠিক উত্তর: (গ)

২২২. হাবিব ‘ক’ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। তার অর্জিত শিক্ষা ব্যবস্থা-
i . মুখস্তনির্ভর
i i . তাত্বিক
i i i . বৃত্তিমূলক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

২২৩. উদ্যোক্তা জনামগতভবেই উদ্যোক্তা কেন?
Ο ক) ব্যক্তিগত কারণে
Ο খ) পারিবারিক কারণে
Ο গ) সামাজিক কারণে
Ο ঘ) অর্থনৈতিক কারণে
সঠিক উত্তর: (ক)

২২৪. উদ্যোক্তা কেন আরাম-আয়েশ পরিত্যাগ করেন?
Ο ক) ব্যক্তিগত কারণে
Ο খ) অর্থনৈতিক কারণে
Ο গ) লক্ষ্য অর্জনে
Ο ঘ) মুনাফার আশায়
সঠিক উত্তর: (গ)

২২৫. ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাসআমাদের দেশে গড়ে না ওঠার কারণ কোনটি?
Ο ক) বৃত্তিমূলক শিক্ষার অভাব
Ο খ) প্রচার-প্রচারণার অভাব
Ο গ) উৎসাহ প্রদানের অভাব
Ο ঘ) মূলধনের অভাব
সঠিক উত্তর: (ক)

২২৬. একজন সফল উদ্যোক্তা তার কাজের সাফল্যে-
i . অহংকারবোধ করেন
i i . পরিতৃপ্তি পান
i i i . অসীম আনন্দ পান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (গ)

২২৭. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ কী কী?
i. সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. প্রচার-প্রচারণার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২২৮. একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি?
Ο ক) ১৪ টি
Ο খ) ১৮ টি
Ο গ) ২০ টি
Ο ঘ) ২২ টি
সঠিক উত্তর: (খ)

২২৯. কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অন্যতম বাধা কোনটি?
Ο ক) প্রশিক্ষণের অভাব
Ο খ) আইনের অভাব
Ο গ) অশিক্ষিত জনগণ
Ο ঘ) রাজনৈতিক অস্থিরতা
সঠিক উত্তর: (ঘ)

২৩০. কী অর্জন না করা পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
Ο ক) ফলাফল
Ο খ) মুনাফা
Ο গ) সুনাম
Ο ঘ) জনপ্রিয়তা
সঠিক উত্তর: (ক)

২৩১. একজন সফল উদ্যোক্তার বড় গুণ কোনটি?
Ο ক) পরিমিত ঝুঁকি গ্রহণ
Ο খ) সাংগঠনিক ক্ষমতা
Ο গ) নমনীয়তা
Ο ঘ) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
সঠিক উত্তর: (ক)

২৩২. উদ্যোক্তাগণ জন্মগতভাবেই কী?
Ο ক) শিল্পোদ্যোক্তা
Ο খ) উদ্যোক্তা
Ο গ) বিজ্ঞানী
Ο ঘ) কৌতুহলী
সঠিক উত্তর: (খ)

২৩৩. খেলনা তৈরির ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা কী?
Ο ক) উদ্যোগ
Ο খ) শিল্প উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সমাজসেবার উদ্যোগ
সঠিক উত্তর: (গ)

২৩৪. যে গুণগুলো উদ্যেক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণতা হল-
i. মুনাফার প্রতি আকর্ষণ
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩৫. আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে-
i . সম্পদের সঠিক ব্যবহার
i i . জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধিতে
i i i . দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩৬. নিচের কোনটি সরকারি পৃষ্ঠপোষকতার অন্তর্গত?
Ο ক) বাজার সৃষ্টি
Ο খ) বিনামূল্যে পণ্য বিতরণ
Ο গ) বিনা সুদে মূলধন সরবরাহ
Ο ঘ) পর্যাপ্ত পুঁজির নিশ্চয়তা
সঠিক উত্তর: (গ)

২৩৭. ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে কেন?
Ο ক) উদ্যোক্তা সৃষ্টি করতে
Ο খ) পুঁজির যোগান নিশ্চিত করতে
Ο গ) ঝুঁকি হ্রাস করতে
Ο ঘ) মুনাফা বৃদ্ধি করতে
সঠিক উত্তর: (খ)

২৩৮. আমেরিকায় ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
Ο ক) অ্যামফোর্ড
Ο খ) লীফোর্ড
Ο গ) হেনরি ফোর্ড
Ο ঘ) এল.এ. এলেন
সঠিক উত্তর: (গ)

২৩৯. যানবাহন মেরামত দক্ষতা না থাকায় কোথা থেকে আমিনুল প্রশিক্ষণ নেন?
Ο ক) ওয়ার্কসপ
Ο খ) উদ্যোক্তা প্রশিক্ষণকেন্দ্র
Ο গ) গ্রামীণ ব্যাংক
Ο ঘ) যুব উন্নয়ন অধিদপ্তর
সঠিক উত্তর: (ঘ)

২৪০. বাংলাদেশের মতো দেশে কিসের উন্নয়ন প্রয়োজন?
Ο ক) জনসংখ্যার
Ο খ) সামাজিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) দারিদ্র
সঠিক উত্তর: (গ)

২৪১. জনাব মুরাদের সফল হওয়ার জন্যে প্রয়োজন-
i . দৃঢ় মনোবল
i i . সাহস
i i i . মুনাফার নিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

২৪২. কোনটি শিল্পোদ্যোগ?
Ο ক) বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ
Ο খ) মুদির দোকান প্রতিষ্ঠার উদ্যোগ
Ο গ) শেয়ার ব্যবসায়ের উদ্যোগ
Ο ঘ) সিমেন্ট কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ
সঠিক উত্তর: (ঘ)

২৪৩. ফোর্ড কোন দেশের কোম্পানী?
Ο ক) জাপান
Ο খ) ইংল্যান্ড
Ο গ) আমেরিকা
Ο ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর: (গ)

২৪৪. দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদের সদ্ব্যবহার এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কারা অবদান রেখে চলছে?
Ο ক) শ্রমিক
Ο খ) উদ্যোক্তা
Ο গ) সরকার
Ο ঘ) জনগণ
সঠিক উত্তর: (খ)

২৪৫. মি. শেখ মমিন উদ্দীন শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের ব্যবস্থা করেছেন। তিনি এ মাধ্যমে কোনটি দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন?
Ο ক) অশিক্ষা
Ο খ) সন্ত্রাস
Ο গ) বেকারত্ব
Ο ঘ) কুশিক্ষা
সঠিক উত্তর: (গ)

২৪৬. নিচের কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন বাধা দূরীকরণে সহায়ক?
Ο ক) স্বল্পমেয়াদি পরিকল্পনা
Ο খ) মধ্যমেয়াদি পরিকল্পনা
Ο গ) স্থায়ী পরিকল্পনা
Ο ঘ) বাস্তবভিত্তিক পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)

২৪৭. ব্যবসায় উদ্যোগের সাথে কিসের সম্পর্ক বিদ্যমান?
Ο ক) উদ্যোক্তার
Ο খ) পরিচালনার
Ο গ) অর্থের
Ο ঘ) ঝুঁকির
সঠিক উত্তর: (ঘ)

২৪৮. ইশতা আক্তারের কোন ব্যবসায়টি পূর্ণ ছিল?
Ο ক) ফ্যাশন হাউজ
Ο খ) মোবাইল
Ο গ) গাড়ি
Ο ঘ) কাপড়
সঠিক উত্তর: (খ)

২৪৯. উদ্যোগ গ্রহণের জনহিতকরমূলক কাজ হলো-
i . স্কুল কলেজ প্রতিষ্ঠা
i i . খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা
i i i . হাসপাতাল প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)

২৫০. সফল উদ্যোক্তা তাদের কাজের উন্নতিতে লাভ করেন-
i . পরিতৃপ্তি
i i . অসীম আনন্দ
i i i . ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post