ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. সফল উদ্যোক্তা অর্থসংস্থান ও তার যথাযথ ব্যবহার-
Ο ক) নিশ্চিত করেন
Ο খ) অনিশ্চিত থাকে
Ο গ) বিক্রয় নিশ্চিত
Ο ঘ) অনিশ্চিত করেন
সঠিক উত্তর: (ক)
১৫২. বিদ্যালয়ের আশপাশে ফুলের বাগান তৈরির জন্য পরিষ্কার করা কী?
Ο ক) সামাজিক কাজ
Ο খ) উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সৃজনশীল কাজ
সঠিক উত্তর: (খ)
১৫৩. সফল উদ্যোক্তার কোনটি প্রয়োজন বেশি?
Ο ক) অলস
Ο খ) সরলতা
Ο গ) চ্যালেঞ্জ
Ο ঘ) কঠোর পরিশ্রম
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. কোনটি উদ্যোক্তার বিশেষ গুণ?
Ο ক) সৃজনশীলতা
Ο খ) উদ্ভাবনী শক্তি
Ο গ) একাগ্রতা
Ο ঘ) অন্যের ওপর প্রভাব বিস্তার ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
১৫৫. মি. তমাল সাহসী ও উদ্যমী। তিনি এম.এ পাশের পর ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করেন। এখানে মি. তমাল-এর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
i. শিক্ষিত
ii. উদ্যমী
iii. সাহসী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৬. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
i . মানবসম্পদ উন্নয়নে
i i . দেশের আয় বৃদ্ধিতে
i i i . বেকার সমস্যার সমাধানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. কীভাবে পরনির্ভরশীলতা হ্রাস পায়?
Ο ক) ব্যবসায় উদ্যোগের মাধ্যমে
Ο খ) বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে
Ο গ) পুঁজি বিনিয়োগের মাধ্যমে
Ο ঘ) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
১৫৮. বাংলাদেশের উদ্যোক্তারা হলেন-
i . জহুরুল ইসলাম
i i . রণদা প্রসাদ সাহা
i i i . স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে কোনটি?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) সামাজিক উদ্যোগ
Ο ঘ) শিল্পেদ্যোগ
সঠিক উত্তর: (খ)
১৬০. অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ উদ্যোক্তার কোন জাতীয় গুণ?
Ο ক) পছন্দনীয়
Ο খ) সাধারণ
Ο গ) চিন্তনীয়
Ο ঘ) বিশেষ
সঠিক উত্তর: (ঘ)
১৬১. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
i. ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ
ii. সফলভাবে প্রতিষ্ঠান পরিচালনা
iii. মুনাফার পাশাপশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. শিল্পোদ্যোগে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে-
i . বিনিয়োগ পরামর্শের অভাব
i i . টেকসই প্রযুক্তির অভাব
i i i . আমলাদের অসহযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৬৩. নিচের কোনটি উদ্যোক্তার গুণাবলি?
i. সংবেদনশীলতা
ii. সৃজনশীলতা
iii. উদ্যম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়?
Ο ক) চাকরি
Ο খ) সমাজ সেবা
Ο গ) মানবসম্পদ
Ο ঘ) সরকারি সম্পদ
সঠিক উত্তর: (গ)
১৬৫. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে
ii. মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে
iii. জাতীয় আয় বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. সফল উদ্যোক্তা ঝুঁকিগুলোকে-
i . এড়ানোর পদক্ষেপ নেন
i i . কমানোর পদক্ষেপ নেন
i i i . গ্রহণের পদক্ষেপ নেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৬৭. ইশতা ফ্যাশন হাউজ থেকে মালিক-
i . ক্ষতিগ্রস্ত হন
i i . ভালো উপার্জন করেন
i i i . মুনাফা অর্জন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৮. মিস রাজিয়া একজন মোবাইল রপ্তানিকারক। তার ব্যবসায়ের অনুকূল পরবেশ সৃষ্টির জন্যে কোনটি ভূমিকা রাখে?
Ο ক) সরকারি পৃষ্ঠপোষকতা
Ο খ) শিক্ষাগত যোগ্যতা
Ο গ) প্রশিক্ষণের সুযোগ
Ο ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. উদ্যোক্তা কোন পরিকল্পনা গ্রহণ করেন?
Ο ক) সৃযোগ সৃষ্টির জন্য
Ο খ) মুনাফা বৃদ্ধির জন্য
Ο গ) ঝুঁকি হ্রাসের জন্য
Ο ঘ) অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য
সঠিক উত্তর: (ঘ)
১৭০. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. চাকরির প্রতি অধিক আগ্রহ
iii. বৃত্তিমূলক শিক্ষার পর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. কিসের বলে সফল উদ্যোক্তাগণ উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
Ο ক) শিক্ষা
Ο খ) উদ্ভাবনী শক্তির বলে
Ο গ) মনোবলে
Ο ঘ) শক্তির বলে
সঠিক উত্তর: (খ)
১৭২. উদ্যোক্তা কোন ধরণের কাজ করতে বিশেষ আনন্দ পান?
Ο ক) চ্যালেঞ্জমূলক
Ο খ) সৃজনশীল
Ο গ) উন্নয়নমূলক
Ο ঘ) ঝুঁকিপূর্ণ
সঠিক উত্তর: (ক)
১৭৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়-
i . প্রশিক্ষণ
i i . বৃত্তিমূলক শিক্ষা
i i i . তাত্বিক জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৭৪. প্রকৃত উদ্যোক্তাগন কোনটি করে থাকেন?
Ο ক) অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন
Ο খ) অতি আত্মবিশ্বাসী হন
Ο গ) অল্প ঝুঁকি সম্পন্ন কাজ করেন
Ο ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন না
সঠিক উত্তর: (ক)
১৭৫. ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সিদ্ধান্ত হলো-
i . কর মওকুফ
i i . বিনা সুদে মূলধন সরবরাহ
i i i . স্বল্প মূল্যে শ্রমিক সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৭৬. উদ্যোক্তার যে কোন পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ο ক) প্রচার ও বিজ্ঞাপন
Ο খ) পণ্য সেবা
Ο গ) ব্যক্তিত্ব
Ο ঘ) সময়োপযোগী ধারণা
সঠিক উত্তর: (ক)
১৭৭. নিচের কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
Ο ক) অর্থসংস্থানের অভাব
Ο খ) প্রশিক্ষণের অভাব
Ο গ) রাজনৈতিক অস্থিরতা
Ο ঘ) কারিগরি শিক্ষার পর্যাপ্ততা
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. কে ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে গভীর জ্ঞান রাখে?
i. ব্যবস্থাপক
ii. উদ্যেক্তা
iii. জনগণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
১৭৯. একজন মানুষের বড় গুণ কোনটি?
Ο ক) চাকরি করা
Ο খ) পরিকল্পনা করা
Ο গ) বিদেশ ভ্রমণ করা
Ο ঘ) উদ্যোগ গ্রহণ করা
সঠিক উত্তর: (ঘ)
১৮০. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে-
i . জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
i i . জাতীয় আয় বৃদ্ধি পায়
i i i . সরকার কর্তৃক জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. কোনটি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়?
Ο ক) মূলধন ব্যবস্থা
Ο খ) জলবায়ূ
Ο গ) আইন-শৃঙ্খলা পরিস্থিতি
Ο ঘ) জনশক্তির যথার্থ প্রশিক্ষণ
সঠিক উত্তর: (গ)
১৮২. একজন উদ্যোক্তা বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারেন, যেমন-
i. ভুল পণ্য নির্বাচন
ii. সঠিক পরিকল্পনার অভাব
iii. উচ্চ শিক্ষার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. একজন উদ্যোক্তা-
i. নতুন ধারণার উদ্ভাবন করেন
i i . আবিষ্কৃত ধারণাকে কাজে প্রয়োগ করেন
i i i . উদ্ভাবন ও প্রয়োগের সমন্বয়সাধন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৪. ব্যবসায় উদ্যোগ গ্রহণের ফলে-
i . কর্মসংস্থানের সুযোগ সৃস্টি করা যায়
i i . নিজের উপার্জনের ব্যবস্থা করা যায়
i i i . স্বাধীনভাবে কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. আকর্ষণয় ব্যক্তিত্ব উদ্যোক্তার কোন জাতীয় গুণ?
Ο ক) সামাজিক গুণ
Ο খ) পারিবারিক গুণ
Ο গ) ব্যবসায়িক গুণ
Ο ঘ) ব্যক্তিগত গুণ
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. যেকোন দেশের উন্নয়নে কোন খাত মুখ্য ভূমিকা পালন করে?
Ο ক) কৃষি
Ο খ) অর্থনৈতিক
Ο গ) শিল্প
Ο ঘ) প্রাকৃতিক
সঠিক উত্তর: (গ)
১৮৭. পরনির্ভরশীলতা দূরীকরণের উপায় কোনটি?
Ο ক) বিদেশি সাহায্য
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) ঝুঁকি হ্রাস
Ο ঘ) সরকারি সাহায্য
সঠিক উত্তর: (খ)
১৮৮. উদ্যোক্তার গুণাবলি হল-
i. আত্মবিশ্বাস,স্বাধীনতা, অধ্যবসায়
ii. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল
iii. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৯. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) অর্থ
Ο খ) দক্ষতা
Ο গ) আয়
Ο ঘ) বিনিয়োগ
সঠিক উত্তর: (ঘ)
১৯০. ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
Ο ক) হেনরি ফোর্ড
Ο খ) উইলয়াম সস
Ο গ) কনোকে ম্যাটসুসিটা
Ο ঘ) হায়াতী ম্যাটসুসিটা
সঠিক উত্তর: (গ)
১৯১. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ গ্রহণে অভ্যাস গড়ে না উঠার কারণ হলো-
i . কারিগরি শিক্ষা
i i . বৃত্তিমূলক শিক্ষা
i i i . সাধারণ শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯২. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ কোনটির জন্যে প্রয়োজন?
Ο ক) ব্যবসায় উন্নয়ন
Ο খ) ব্যবসায় উদ্যোগ উন্নয়ন
Ο গ) শ্রমিক উন্নয়ন
Ο ঘ) অর্থনৈতিক উন্নয়ন
সঠিক উত্তর: (খ)
১৯৩. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
Ο ক) প্রতিকূল
Ο খ) সকল ক্ষেত্রে প্রতিকূল না
Ο গ) অনুকূল
Ο ঘ) সকল ক্ষেত্রে অনুকূল না
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. আমিনুল মেরামত চাহিদা অনুধাবন করে কী স্থাপন করেন?
Ο ক) দোকান
Ο খ) পেট্রোল পাম্প
Ο গ) ওয়ার্কসপ
Ο ঘ) কারখানা
সঠিক উত্তর: (গ)
১৯৫. আর্থসামাজিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকাই প্রধান কেন?
Ο ক) উদোক্তা প্রথম উদ্যোগ নেন
Ο খ) উদোক্তা ব্যবসায়ের প্রাথমিক মূলধন যোগান দেন
Ο গ) উদোক্তা পরিকল্পনা গ্রহণ ও ঝুঁকি নেন
Ο ঘ) উদোক্তা ব্যবসায় দেখাশুনা করেন
সঠিক উত্তর: (গ)
১৯৬. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের উপায় কী?
i. বৃত্তিমূলক শিক্ষার প্রসার
ii. উদ্যোক্তাদের পরামর্শ প্রদান
iii. প্রয়োজনীয় অর্থসংস্থানের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়-
i . মাত্রাতিরিক্ত ঝুঁকির কারণে
i i . অতি আত্মবিশ্বাসের কারণে
i i i . মানসিক সমস্যার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে-
i. সঠিকভাবে ঝুঁকির পরিমাপ করতে
ii. পরিমিত ঝুঁকি নিতে
iii. ঝুঁকিমুক্তভাবে ব্যবসা করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৯. উদ্যোক্তাগণ- উদ্যোক্তা, উল্লিখিত শূণ্যস্থানে কী বসবে?
Ο ক) পরিবেশগত
Ο খ) জন্মগতভাবে
Ο গ) কৃত্রিমভাবে
Ο ঘ) অর্থনৈতিকভাবে
সঠিক উত্তর: (খ)
২০০. চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পায় কে?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) সফল উদ্যোক্তা
Ο গ) প্রকৃত উদ্যোক্তা
Ο ঘ) চাকরিজীবী
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. সফল উদ্যোক্তা অর্থসংস্থান ও তার যথাযথ ব্যবহার-
Ο ক) নিশ্চিত করেন
Ο খ) অনিশ্চিত থাকে
Ο গ) বিক্রয় নিশ্চিত
Ο ঘ) অনিশ্চিত করেন
সঠিক উত্তর: (ক)
১৫২. বিদ্যালয়ের আশপাশে ফুলের বাগান তৈরির জন্য পরিষ্কার করা কী?
Ο ক) সামাজিক কাজ
Ο খ) উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সৃজনশীল কাজ
সঠিক উত্তর: (খ)
১৫৩. সফল উদ্যোক্তার কোনটি প্রয়োজন বেশি?
Ο ক) অলস
Ο খ) সরলতা
Ο গ) চ্যালেঞ্জ
Ο ঘ) কঠোর পরিশ্রম
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. কোনটি উদ্যোক্তার বিশেষ গুণ?
Ο ক) সৃজনশীলতা
Ο খ) উদ্ভাবনী শক্তি
Ο গ) একাগ্রতা
Ο ঘ) অন্যের ওপর প্রভাব বিস্তার ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
১৫৫. মি. তমাল সাহসী ও উদ্যমী। তিনি এম.এ পাশের পর ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করেন। এখানে মি. তমাল-এর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
i. শিক্ষিত
ii. উদ্যমী
iii. সাহসী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৬. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
i . মানবসম্পদ উন্নয়নে
i i . দেশের আয় বৃদ্ধিতে
i i i . বেকার সমস্যার সমাধানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. কীভাবে পরনির্ভরশীলতা হ্রাস পায়?
Ο ক) ব্যবসায় উদ্যোগের মাধ্যমে
Ο খ) বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে
Ο গ) পুঁজি বিনিয়োগের মাধ্যমে
Ο ঘ) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
১৫৮. বাংলাদেশের উদ্যোক্তারা হলেন-
i . জহুরুল ইসলাম
i i . রণদা প্রসাদ সাহা
i i i . স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে কোনটি?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) সামাজিক উদ্যোগ
Ο ঘ) শিল্পেদ্যোগ
সঠিক উত্তর: (খ)
১৬০. অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ উদ্যোক্তার কোন জাতীয় গুণ?
Ο ক) পছন্দনীয়
Ο খ) সাধারণ
Ο গ) চিন্তনীয়
Ο ঘ) বিশেষ
সঠিক উত্তর: (ঘ)
১৬১. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
i. ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ
ii. সফলভাবে প্রতিষ্ঠান পরিচালনা
iii. মুনাফার পাশাপশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. শিল্পোদ্যোগে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে-
i . বিনিয়োগ পরামর্শের অভাব
i i . টেকসই প্রযুক্তির অভাব
i i i . আমলাদের অসহযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৬৩. নিচের কোনটি উদ্যোক্তার গুণাবলি?
i. সংবেদনশীলতা
ii. সৃজনশীলতা
iii. উদ্যম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়?
Ο ক) চাকরি
Ο খ) সমাজ সেবা
Ο গ) মানবসম্পদ
Ο ঘ) সরকারি সম্পদ
সঠিক উত্তর: (গ)
১৬৫. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে
ii. মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে
iii. জাতীয় আয় বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. সফল উদ্যোক্তা ঝুঁকিগুলোকে-
i . এড়ানোর পদক্ষেপ নেন
i i . কমানোর পদক্ষেপ নেন
i i i . গ্রহণের পদক্ষেপ নেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৬৭. ইশতা ফ্যাশন হাউজ থেকে মালিক-
i . ক্ষতিগ্রস্ত হন
i i . ভালো উপার্জন করেন
i i i . মুনাফা অর্জন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৮. মিস রাজিয়া একজন মোবাইল রপ্তানিকারক। তার ব্যবসায়ের অনুকূল পরবেশ সৃষ্টির জন্যে কোনটি ভূমিকা রাখে?
Ο ক) সরকারি পৃষ্ঠপোষকতা
Ο খ) শিক্ষাগত যোগ্যতা
Ο গ) প্রশিক্ষণের সুযোগ
Ο ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. উদ্যোক্তা কোন পরিকল্পনা গ্রহণ করেন?
Ο ক) সৃযোগ সৃষ্টির জন্য
Ο খ) মুনাফা বৃদ্ধির জন্য
Ο গ) ঝুঁকি হ্রাসের জন্য
Ο ঘ) অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য
সঠিক উত্তর: (ঘ)
১৭০. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. চাকরির প্রতি অধিক আগ্রহ
iii. বৃত্তিমূলক শিক্ষার পর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. কিসের বলে সফল উদ্যোক্তাগণ উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
Ο ক) শিক্ষা
Ο খ) উদ্ভাবনী শক্তির বলে
Ο গ) মনোবলে
Ο ঘ) শক্তির বলে
সঠিক উত্তর: (খ)
১৭২. উদ্যোক্তা কোন ধরণের কাজ করতে বিশেষ আনন্দ পান?
Ο ক) চ্যালেঞ্জমূলক
Ο খ) সৃজনশীল
Ο গ) উন্নয়নমূলক
Ο ঘ) ঝুঁকিপূর্ণ
সঠিক উত্তর: (ক)
১৭৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়-
i . প্রশিক্ষণ
i i . বৃত্তিমূলক শিক্ষা
i i i . তাত্বিক জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৭৪. প্রকৃত উদ্যোক্তাগন কোনটি করে থাকেন?
Ο ক) অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন
Ο খ) অতি আত্মবিশ্বাসী হন
Ο গ) অল্প ঝুঁকি সম্পন্ন কাজ করেন
Ο ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন না
সঠিক উত্তর: (ক)
১৭৫. ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সিদ্ধান্ত হলো-
i . কর মওকুফ
i i . বিনা সুদে মূলধন সরবরাহ
i i i . স্বল্প মূল্যে শ্রমিক সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৭৬. উদ্যোক্তার যে কোন পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ο ক) প্রচার ও বিজ্ঞাপন
Ο খ) পণ্য সেবা
Ο গ) ব্যক্তিত্ব
Ο ঘ) সময়োপযোগী ধারণা
সঠিক উত্তর: (ক)
১৭৭. নিচের কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
Ο ক) অর্থসংস্থানের অভাব
Ο খ) প্রশিক্ষণের অভাব
Ο গ) রাজনৈতিক অস্থিরতা
Ο ঘ) কারিগরি শিক্ষার পর্যাপ্ততা
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. কে ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে গভীর জ্ঞান রাখে?
i. ব্যবস্থাপক
ii. উদ্যেক্তা
iii. জনগণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
১৭৯. একজন মানুষের বড় গুণ কোনটি?
Ο ক) চাকরি করা
Ο খ) পরিকল্পনা করা
Ο গ) বিদেশ ভ্রমণ করা
Ο ঘ) উদ্যোগ গ্রহণ করা
সঠিক উত্তর: (ঘ)
১৮০. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে-
i . জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
i i . জাতীয় আয় বৃদ্ধি পায়
i i i . সরকার কর্তৃক জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. কোনটি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়?
Ο ক) মূলধন ব্যবস্থা
Ο খ) জলবায়ূ
Ο গ) আইন-শৃঙ্খলা পরিস্থিতি
Ο ঘ) জনশক্তির যথার্থ প্রশিক্ষণ
সঠিক উত্তর: (গ)
১৮২. একজন উদ্যোক্তা বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারেন, যেমন-
i. ভুল পণ্য নির্বাচন
ii. সঠিক পরিকল্পনার অভাব
iii. উচ্চ শিক্ষার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. একজন উদ্যোক্তা-
i. নতুন ধারণার উদ্ভাবন করেন
i i . আবিষ্কৃত ধারণাকে কাজে প্রয়োগ করেন
i i i . উদ্ভাবন ও প্রয়োগের সমন্বয়সাধন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৪. ব্যবসায় উদ্যোগ গ্রহণের ফলে-
i . কর্মসংস্থানের সুযোগ সৃস্টি করা যায়
i i . নিজের উপার্জনের ব্যবস্থা করা যায়
i i i . স্বাধীনভাবে কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. আকর্ষণয় ব্যক্তিত্ব উদ্যোক্তার কোন জাতীয় গুণ?
Ο ক) সামাজিক গুণ
Ο খ) পারিবারিক গুণ
Ο গ) ব্যবসায়িক গুণ
Ο ঘ) ব্যক্তিগত গুণ
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. যেকোন দেশের উন্নয়নে কোন খাত মুখ্য ভূমিকা পালন করে?
Ο ক) কৃষি
Ο খ) অর্থনৈতিক
Ο গ) শিল্প
Ο ঘ) প্রাকৃতিক
সঠিক উত্তর: (গ)
১৮৭. পরনির্ভরশীলতা দূরীকরণের উপায় কোনটি?
Ο ক) বিদেশি সাহায্য
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) ঝুঁকি হ্রাস
Ο ঘ) সরকারি সাহায্য
সঠিক উত্তর: (খ)
১৮৮. উদ্যোক্তার গুণাবলি হল-
i. আত্মবিশ্বাস,স্বাধীনতা, অধ্যবসায়
ii. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল
iii. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৯. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) অর্থ
Ο খ) দক্ষতা
Ο গ) আয়
Ο ঘ) বিনিয়োগ
সঠিক উত্তর: (ঘ)
১৯০. ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
Ο ক) হেনরি ফোর্ড
Ο খ) উইলয়াম সস
Ο গ) কনোকে ম্যাটসুসিটা
Ο ঘ) হায়াতী ম্যাটসুসিটা
সঠিক উত্তর: (গ)
১৯১. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ গ্রহণে অভ্যাস গড়ে না উঠার কারণ হলো-
i . কারিগরি শিক্ষা
i i . বৃত্তিমূলক শিক্ষা
i i i . সাধারণ শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯২. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ কোনটির জন্যে প্রয়োজন?
Ο ক) ব্যবসায় উন্নয়ন
Ο খ) ব্যবসায় উদ্যোগ উন্নয়ন
Ο গ) শ্রমিক উন্নয়ন
Ο ঘ) অর্থনৈতিক উন্নয়ন
সঠিক উত্তর: (খ)
১৯৩. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
Ο ক) প্রতিকূল
Ο খ) সকল ক্ষেত্রে প্রতিকূল না
Ο গ) অনুকূল
Ο ঘ) সকল ক্ষেত্রে অনুকূল না
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. আমিনুল মেরামত চাহিদা অনুধাবন করে কী স্থাপন করেন?
Ο ক) দোকান
Ο খ) পেট্রোল পাম্প
Ο গ) ওয়ার্কসপ
Ο ঘ) কারখানা
সঠিক উত্তর: (গ)
১৯৫. আর্থসামাজিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকাই প্রধান কেন?
Ο ক) উদোক্তা প্রথম উদ্যোগ নেন
Ο খ) উদোক্তা ব্যবসায়ের প্রাথমিক মূলধন যোগান দেন
Ο গ) উদোক্তা পরিকল্পনা গ্রহণ ও ঝুঁকি নেন
Ο ঘ) উদোক্তা ব্যবসায় দেখাশুনা করেন
সঠিক উত্তর: (গ)
১৯৬. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের উপায় কী?
i. বৃত্তিমূলক শিক্ষার প্রসার
ii. উদ্যোক্তাদের পরামর্শ প্রদান
iii. প্রয়োজনীয় অর্থসংস্থানের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়-
i . মাত্রাতিরিক্ত ঝুঁকির কারণে
i i . অতি আত্মবিশ্বাসের কারণে
i i i . মানসিক সমস্যার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে-
i. সঠিকভাবে ঝুঁকির পরিমাপ করতে
ii. পরিমিত ঝুঁকি নিতে
iii. ঝুঁকিমুক্তভাবে ব্যবসা করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৯. উদ্যোক্তাগণ- উদ্যোক্তা, উল্লিখিত শূণ্যস্থানে কী বসবে?
Ο ক) পরিবেশগত
Ο খ) জন্মগতভাবে
Ο গ) কৃত্রিমভাবে
Ο ঘ) অর্থনৈতিকভাবে
সঠিক উত্তর: (খ)
২০০. চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পায় কে?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) সফল উদ্যোক্তা
Ο গ) প্রকৃত উদ্যোক্তা
Ο ঘ) চাকরিজীবী
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep