ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
Ο ক) অনুকূল
Ο খ) প্রতিকূল
Ο গ) সকল ক্ষেত্রে অনুকূল নয়
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১০২. সরকারের পাশাপাশি কাদের মাধ্যমে দেশে শিল্পকারখানা সম্প্রসারিত হয়ে থাকে?
Ο ক) কৃষক
Ο খ) রাজনীতিবিদ
Ο গ) অর্থনীতিবিদ
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
১০৩. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি অনেকাংশে হ্রাস করা যায়?
Ο ক) অশিক্ষা
Ο খ) পরনির্ভরশীলতা
Ο গ) অভাব
Ο ঘ) সন্ত্রাস
সঠিক উত্তর: (খ)
১০৪. জনাব স্বপন ঝুঁকি আছে জেনেও লাভের আশায় স্থানীয় উৎপাদিত তুলা থেকে সুতা তৈরির কারখানা স্থাপন করেন। তার এ কাজটিকে কী বলা হয়?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) উদ্যোক্তা উন্নয়ন
Ο ঘ) ঝুঁকি গ্রহণ
সঠিক উত্তর: (খ)
১০৫. আমিনুল কেন ঝুঁকি নিয়েছিলেন?
Ο ক) ব্যবসায় করার জন্য
Ο খ) শিল্প স্থাপনের জন্য
Ο গ) ইচ্ছা পূরণের জন্য
Ο ঘ) দেশভ্রমণের জন্য
সঠিক উত্তর: (খ)
১০৬. কোনটি ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি?
Ο ক) অর্থ
Ο খ) ভূমি
Ο গ) শ্রম
Ο ঘ) অস্থিতিশীল আইনশৃঙ্খলা
সঠিক উত্তর: (খ)
১০৭. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) কাঁচামাল
Ο খ) সম্পদের সুষ্ঠু ব্যবহার
Ο গ) কর্মী
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ক)
১০৮. ব্যবসায় উদ্যোগ ব্যতিত অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কোনটি?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) জনকল্যাণ
Ο গ) রাষ্ট্রীয় কল্যাণ
Ο ঘ) আন্তর্জাতিক সম্পর্ক
সঠিক উত্তর: (খ)
১০৯. ব্যবসায় উদ্যোগের ফলাফল কোনটি?
i. একটি পণ্য
ii. একটি সেবা
iii. একটি ব্যবসায় প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১০. আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থায় কোন বিষয়টি অন্তর্ভূক্ত নেই?
Ο ক) কারিগরি শিক্ষা
Ο খ) গণিত শিক্ষা
Ο গ) ধর্মীয় শিক্ষা
Ο ঘ) অর্থনৈতিক শিক্ষা
সঠিক উত্তর: (ক)
১১১. ইশতা আক্তার নিচের কোন ব্যবসায়টর অনেক চাহিদা ও লাভের সম্ভাবনা দেখেছিলেন?
Ο ক) কাপড়
Ο খ) খেলনা
Ο গ) মোবাইল
Ο ঘ) গাড়ি
সঠিক উত্তর: (গ)
১১২. যেকোন দেশের সমৃদ্ধিতে কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
Ο ক) শিল্প
Ο খ) সেবা
Ο গ) কৃষি
Ο ঘ) খনিজ
সঠিক উত্তর: (ক)
১১৩. ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক বিদ্যমান?
Ο ক) লাভ
Ο খ) লোকসান
Ο গ) ঝুঁকি
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (গ)
১১৪. নিচের কোনটি যেকোন দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধি অর্জনের অন্যতম বাধা?
Ο ক) সামাজিক কর্মকান্ড
Ο খ) রাজনৈতিক অস্থিরতা
Ο গ) সার্বভৌমত্ব
Ο ঘ) জনসংখ্যা
সঠিক উত্তর: (খ)
১১৫. একজন উদ্যোক্তা কোনো কাজে ব্যর্থ হলে-
i. ব্যর্থতায় বিব্রত হয়ে পড়েন
ii. ব্যর্থতার কারণ খুঁজেন এবং দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ করেন
iii. ব্যর্থতার কারণ খুঁজতে থাকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১১৬. একজন সফল উদ্যোক্তা সর্বদা-
i . ঝুঁকি আগেই নিরূপণ করেন
i i . ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
i i i . পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
১১৭. অনুকূল ব্যবসায়িক পরিবেশের জন্যে কোনটি থাকা উচিত?
Ο ক) ব্যাংক ঋণ
Ο খ) উদ্যোক্তা
Ο গ) সরকারি পৃষ্ঠপোষকতা
Ο ঘ) বৈদেশিক সাহায্য
সঠিক উত্তর: (গ)
১১৮. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) শিল্পোদ্যোগ
Ο ঘ) শিল্পোদ্যেক্তা
সঠিক উত্তর: (খ)
১১৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত লাভ হবে না- এ আকাঙ্খাকে ব্যবসায়ের কী হিসেবে গণ্য করা যায়?
Ο ক) চ্যালেঞ্জ
Ο খ) ক্ষতি
Ο গ) ঝুঁকি
Ο ঘ) লাভ
সঠিক উত্তর: (গ)
১২০. কে ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করেন?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) সফল উদ্যোক্তা
Ο গ) শিল্পপতি
Ο ঘ) মনোবিজ্ঞানী
সঠিক উত্তর: (খ)
১২১. একজন সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য-
Ο ক) পরিমিত ঝুঁকি গ্রহণ
Ο খ) চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস
Ο গ) বিক্রয় করার গুণাবলি
Ο ঘ) কঠোর পরিশ্রমী
সঠিক উত্তর: (ক)
১২২. সকল শিল্প প্রতিষ্ঠানের মালিককে কী নামে অভিহিত করা যেতে পারে?
Ο ক) পরিচালক
Ο খ) নির্দেশক
Ο গ) ব্যবস্থাপক
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
১২৩. উদ্যোক্তার কীসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন?
Ο ক) একাগ্রতার মাধ্যমে
Ο খ) বিচার-বিশ্লেষণের মাধ্যমে
Ο গ) নমনীয়তার মাধ্যমে
Ο ঘ) চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
১২৪. কোনটি উদ্যোক্তা সৃষ্টি করে?
Ο ক) ব্যবসায়ে স্থায়িত্ব
Ο খ) মুনাফা বৃদ্ধির উপায়
Ο গ) কর্মসংস্থান
Ο ঘ) শিল্পের কাঁচামাল
সঠিক উত্তর: (গ)
১২৫. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি ঘটে?
Ο ক) মূলধন গঠন
Ο খ) প্রাকৃতিক সম্পদ হ্রাস
Ο গ) ঝুঁকি হ্রাস
Ο ঘ) ব্যক্তির আর্থিক ব্যয়
সঠিক উত্তর: (ক)
১২৬. যেকোন বাধা দূরীকরণের ক্ষমতা উদ্যোক্তার কোন বিষয়ের গুণ?
Ο ক) বিশেষ
Ο খ) সাধারণ
Ο গ) উল্লেখযোগ্য
Ο ঘ) প্রধান
সঠিক উত্তর: (ক)
১২৭. কোনটি ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করে?
Ο ক) ক্রেতা বৃদ্ধি
Ο খ) খনিজ সম্পদের আবিষ্কার
Ο গ) প্রযুক্তিগত উন্নয়ন
Ο ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
সঠিক উত্তর: (ঘ)
১২৮. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি নয়?
Ο ক) আত্মবি
Ο খ) সাহস
Ο গ) ব্যর্থতা
Ο ঘ) সৃজনশীলতা
সঠিক উত্তর: (গ)
১২৯. যেকোন ব্যবসায় কোন একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত ফসল। উল্লিখিত শূণ্যস্থানে নিচের কোনটি বসবে?
Ο ক) উদ্যোগ
Ο খ) কর্মসংস্থানের
Ο গ) অর্থের
Ο ঘ) প্রচেষ্টার
সঠিক উত্তর: (ঘ)
১৩০. উদ্যোক্তারা প্রথমে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করলে কীসের মাধ্যমে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হন?
Ο ক) শিক্ষাগত যোগ্যতার কারণে
Ο খ) পরিবেশগত কারণে
Ο গ) দৃঢ় মনোবল ও অধ্যবসায়ের কারণে
Ο ঘ) প্রশিক্ষণের কারণে
সঠিক উত্তর: (গ)
১৩১. নিচের কোনটি উদ্যোক্তাকে ব্যর্থতার মুখ দেখাতে পারে?
Ο ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
Ο খ) আত্মবিশ্বাস
Ο গ) সততা
Ο ঘ) ধৈর্য
সঠিক উত্তর: (ক)
১৩২. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানী?
Ο ক) বাংলাদেশ
Ο খ) আর্জেন্টিনা
Ο গ) জাপান
Ο ঘ) জার্মান
সঠিক উত্তর: (গ)
১৩৩. বাংলাদেশের বাইরের শিল্পোদ্যোক্তারা হলেন-
i . হেনরি ফোর্ড
i i . কনোকে ম্যাটসুসিটা
i i i . স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৪. আলম সাহেব একটি গার্মেন্টের মালিক। তার ব্যবসায়ে বিরূপ প্রভাব রাখবে-
i . অর্থনৈতিক অস্থিরতা
i i . রাজনৈতিক অস্থিরতা
i i i . কাঁচামালের সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৩৫. কারা শিল্প উদ্যোগের নব নব দিগন্ত উন্মোচন করেন?
Ο ক) উদ্যোক্তারা
Ο খ) ব্যবসায়ীরা
Ο গ) ব্যবস্থাপকরা
Ο ঘ) ভোক্তারা
সঠিক উত্তর: (ক)
১৩৬. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী?
Ο ক) একটি সাধারণ গুণ
Ο খ) একটি বড় বৈশিষ্ট্য
Ο গ) একটি বড় সমস্যা
Ο ঘ) একটি ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (খ)
১৩৭. নিচের কোনটি কষ্টসাধ্য সৃজনশীল কাজ?
Ο ক) নাটক আয়োজন
Ο খ) খেলাধুলা
Ο গ) ভিক্ষাবৃত্তি
Ο ঘ) যানবাহন মেরামত
সঠিক উত্তর: (ক)
১৩৮. বাংলাদেশের মানুষের শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ওপর আগ্রহ কম কেন?
Ο ক) অলসতা
Ο খ) চাকরির সহজলভ্যতা
Ο গ) সরকারের কঠোর মনোভাব
Ο ঘ) প্রচলিত শিক্ষাব্যবস্থা
সঠিক উত্তর: (ক)
১৩৯. কর্মসংস্থান সৃষ্টিতে কোনটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য?
Ο ক) ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার
Ο খ) অর্থের
Ο গ) উদ্যোগের
Ο ঘ) প্রেষণার
সঠিক উত্তর: (ক)
১৪০. জনাব মামুন ব্যবসায়ের কাজের জন্যে কম্পিউটারের কোর্স করছেন। যদিও তিনি টাইপরাইটারের কাজ পারেন। মামুন সাহেব পুরাতন ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা সময়োপযোগী করেছেন কেন?
Ο ক) সঠিক ব্যবস্থাপনা কৌশল গ্রহণের জন্যে
Ο খ) ঝুঁকি নিবারনের জন্যে
Ο গ) চ্যালেঞ্জমূলক কাজ করার জন্যে
Ο ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণের জন্যে
সঠিক উত্তর: (খ)
১৪১. একজন সফল উদ্যোক্তা পূর্বেই কোনটি করেন?
i. ঝুঁকির সম্ভাব্য কারণ অনুমান করেন
ii. ঝুঁকির মাত্রা অনুমান করেন
iii. ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪২. নিচের কোন ব্যবসায় ঝুঁকির পরিমাণ কম?
Ο ক) মুদি দোকান
Ο খ) গাড়ির ব্যবসায়
Ο গ) হাউজিং ব্যবসায়
Ο ঘ) ধান-চালের ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
১৪৩. যে গুণগুলো উদ্যোক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ-
i. মুনাফার প্রতি আকর্ষণ
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়-
i. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে
ii. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে
iii. এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, iiও iii
সঠিক উত্তর: (ক)
১৪৫. মিস রুমা চারুকলা বিষয়ে পড়াশোনা শেষ করে নিজেই একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করলো। তিনি কোন ধরণের উদ্যোগ গ্রহণ করলেন?
Ο ক) সাংস্কৃতিক উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) সামাজিক উদ্যোগ
Ο ঘ) শিল্পোদ্যোগ
সঠিক উত্তর: (খ)
১৪৬. দেবাশিষ রায়ের বন্ধু সমীর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। দেবাশিষ রায়ও একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। এক্ষেত্রে কোন কাজটি তাকে সাহায্য করতে পারে?
Ο ক) অধিক ঝুঁকি গ্রহণ
Ο খ) অতি আত্মবিশ্বাস
Ο গ) ব্যবসায়ী বন্ধুর অভিজ্ঞতা থেকে শিক্ষা
Ο ঘ) সুযোগগুলো চিহ্নিত করে সামাজিক লক্ষ্যে ব্যবহার
সঠিক উত্তর: (গ)
১৪৭. উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-
i . নিয়মতান্ত্রিক পরিকল্পনা
i i . কারিগরি শিক্ষা
i i i . প্রচার-প্রচারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে উদ্যোক্তা কী ধরণের ভূমিকা পালন করছে?
Ο ক) নিষ্ক্রিয়
Ο খ) সক্রিয়
Ο গ) কম
Ο ঘ) মোটামুটি ভাল
সঠিক উত্তর: (খ)
১৪৯. পণ্য ও সেবা কীসের বৈশিষ্ট্য?
Ο ক) পরিকল্পনা
Ο খ) সংগঠন
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) উদ্যোগ
সঠিক উত্তর: (গ)
১৫০. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলে?
Ο ক) মুনাফা
Ο খ) ঝুঁকি
Ο গ) ক্ষতি
Ο ঘ) চ্যালেঞ্জ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
Ο ক) অনুকূল
Ο খ) প্রতিকূল
Ο গ) সকল ক্ষেত্রে অনুকূল নয়
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১০২. সরকারের পাশাপাশি কাদের মাধ্যমে দেশে শিল্পকারখানা সম্প্রসারিত হয়ে থাকে?
Ο ক) কৃষক
Ο খ) রাজনীতিবিদ
Ο গ) অর্থনীতিবিদ
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
১০৩. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি অনেকাংশে হ্রাস করা যায়?
Ο ক) অশিক্ষা
Ο খ) পরনির্ভরশীলতা
Ο গ) অভাব
Ο ঘ) সন্ত্রাস
সঠিক উত্তর: (খ)
১০৪. জনাব স্বপন ঝুঁকি আছে জেনেও লাভের আশায় স্থানীয় উৎপাদিত তুলা থেকে সুতা তৈরির কারখানা স্থাপন করেন। তার এ কাজটিকে কী বলা হয়?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) উদ্যোক্তা উন্নয়ন
Ο ঘ) ঝুঁকি গ্রহণ
সঠিক উত্তর: (খ)
১০৫. আমিনুল কেন ঝুঁকি নিয়েছিলেন?
Ο ক) ব্যবসায় করার জন্য
Ο খ) শিল্প স্থাপনের জন্য
Ο গ) ইচ্ছা পূরণের জন্য
Ο ঘ) দেশভ্রমণের জন্য
সঠিক উত্তর: (খ)
১০৬. কোনটি ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি?
Ο ক) অর্থ
Ο খ) ভূমি
Ο গ) শ্রম
Ο ঘ) অস্থিতিশীল আইনশৃঙ্খলা
সঠিক উত্তর: (খ)
১০৭. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) কাঁচামাল
Ο খ) সম্পদের সুষ্ঠু ব্যবহার
Ο গ) কর্মী
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ক)
১০৮. ব্যবসায় উদ্যোগ ব্যতিত অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কোনটি?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) জনকল্যাণ
Ο গ) রাষ্ট্রীয় কল্যাণ
Ο ঘ) আন্তর্জাতিক সম্পর্ক
সঠিক উত্তর: (খ)
১০৯. ব্যবসায় উদ্যোগের ফলাফল কোনটি?
i. একটি পণ্য
ii. একটি সেবা
iii. একটি ব্যবসায় প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১০. আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থায় কোন বিষয়টি অন্তর্ভূক্ত নেই?
Ο ক) কারিগরি শিক্ষা
Ο খ) গণিত শিক্ষা
Ο গ) ধর্মীয় শিক্ষা
Ο ঘ) অর্থনৈতিক শিক্ষা
সঠিক উত্তর: (ক)
১১১. ইশতা আক্তার নিচের কোন ব্যবসায়টর অনেক চাহিদা ও লাভের সম্ভাবনা দেখেছিলেন?
Ο ক) কাপড়
Ο খ) খেলনা
Ο গ) মোবাইল
Ο ঘ) গাড়ি
সঠিক উত্তর: (গ)
১১২. যেকোন দেশের সমৃদ্ধিতে কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
Ο ক) শিল্প
Ο খ) সেবা
Ο গ) কৃষি
Ο ঘ) খনিজ
সঠিক উত্তর: (ক)
১১৩. ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক বিদ্যমান?
Ο ক) লাভ
Ο খ) লোকসান
Ο গ) ঝুঁকি
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (গ)
১১৪. নিচের কোনটি যেকোন দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধি অর্জনের অন্যতম বাধা?
Ο ক) সামাজিক কর্মকান্ড
Ο খ) রাজনৈতিক অস্থিরতা
Ο গ) সার্বভৌমত্ব
Ο ঘ) জনসংখ্যা
সঠিক উত্তর: (খ)
১১৫. একজন উদ্যোক্তা কোনো কাজে ব্যর্থ হলে-
i. ব্যর্থতায় বিব্রত হয়ে পড়েন
ii. ব্যর্থতার কারণ খুঁজেন এবং দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ করেন
iii. ব্যর্থতার কারণ খুঁজতে থাকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১১৬. একজন সফল উদ্যোক্তা সর্বদা-
i . ঝুঁকি আগেই নিরূপণ করেন
i i . ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
i i i . পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)
১১৭. অনুকূল ব্যবসায়িক পরিবেশের জন্যে কোনটি থাকা উচিত?
Ο ক) ব্যাংক ঋণ
Ο খ) উদ্যোক্তা
Ο গ) সরকারি পৃষ্ঠপোষকতা
Ο ঘ) বৈদেশিক সাহায্য
সঠিক উত্তর: (গ)
১১৮. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) শিল্পোদ্যোগ
Ο ঘ) শিল্পোদ্যেক্তা
সঠিক উত্তর: (খ)
১১৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত লাভ হবে না- এ আকাঙ্খাকে ব্যবসায়ের কী হিসেবে গণ্য করা যায়?
Ο ক) চ্যালেঞ্জ
Ο খ) ক্ষতি
Ο গ) ঝুঁকি
Ο ঘ) লাভ
সঠিক উত্তর: (গ)
১২০. কে ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করেন?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) সফল উদ্যোক্তা
Ο গ) শিল্পপতি
Ο ঘ) মনোবিজ্ঞানী
সঠিক উত্তর: (খ)
১২১. একজন সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য-
Ο ক) পরিমিত ঝুঁকি গ্রহণ
Ο খ) চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস
Ο গ) বিক্রয় করার গুণাবলি
Ο ঘ) কঠোর পরিশ্রমী
সঠিক উত্তর: (ক)
১২২. সকল শিল্প প্রতিষ্ঠানের মালিককে কী নামে অভিহিত করা যেতে পারে?
Ο ক) পরিচালক
Ο খ) নির্দেশক
Ο গ) ব্যবস্থাপক
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
১২৩. উদ্যোক্তার কীসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন?
Ο ক) একাগ্রতার মাধ্যমে
Ο খ) বিচার-বিশ্লেষণের মাধ্যমে
Ο গ) নমনীয়তার মাধ্যমে
Ο ঘ) চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
১২৪. কোনটি উদ্যোক্তা সৃষ্টি করে?
Ο ক) ব্যবসায়ে স্থায়িত্ব
Ο খ) মুনাফা বৃদ্ধির উপায়
Ο গ) কর্মসংস্থান
Ο ঘ) শিল্পের কাঁচামাল
সঠিক উত্তর: (গ)
১২৫. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি ঘটে?
Ο ক) মূলধন গঠন
Ο খ) প্রাকৃতিক সম্পদ হ্রাস
Ο গ) ঝুঁকি হ্রাস
Ο ঘ) ব্যক্তির আর্থিক ব্যয়
সঠিক উত্তর: (ক)
১২৬. যেকোন বাধা দূরীকরণের ক্ষমতা উদ্যোক্তার কোন বিষয়ের গুণ?
Ο ক) বিশেষ
Ο খ) সাধারণ
Ο গ) উল্লেখযোগ্য
Ο ঘ) প্রধান
সঠিক উত্তর: (ক)
১২৭. কোনটি ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করে?
Ο ক) ক্রেতা বৃদ্ধি
Ο খ) খনিজ সম্পদের আবিষ্কার
Ο গ) প্রযুক্তিগত উন্নয়ন
Ο ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
সঠিক উত্তর: (ঘ)
১২৮. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি নয়?
Ο ক) আত্মবি
Ο খ) সাহস
Ο গ) ব্যর্থতা
Ο ঘ) সৃজনশীলতা
সঠিক উত্তর: (গ)
১২৯. যেকোন ব্যবসায় কোন একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত ফসল। উল্লিখিত শূণ্যস্থানে নিচের কোনটি বসবে?
Ο ক) উদ্যোগ
Ο খ) কর্মসংস্থানের
Ο গ) অর্থের
Ο ঘ) প্রচেষ্টার
সঠিক উত্তর: (ঘ)
১৩০. উদ্যোক্তারা প্রথমে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করলে কীসের মাধ্যমে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হন?
Ο ক) শিক্ষাগত যোগ্যতার কারণে
Ο খ) পরিবেশগত কারণে
Ο গ) দৃঢ় মনোবল ও অধ্যবসায়ের কারণে
Ο ঘ) প্রশিক্ষণের কারণে
সঠিক উত্তর: (গ)
১৩১. নিচের কোনটি উদ্যোক্তাকে ব্যর্থতার মুখ দেখাতে পারে?
Ο ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
Ο খ) আত্মবিশ্বাস
Ο গ) সততা
Ο ঘ) ধৈর্য
সঠিক উত্তর: (ক)
১৩২. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানী?
Ο ক) বাংলাদেশ
Ο খ) আর্জেন্টিনা
Ο গ) জাপান
Ο ঘ) জার্মান
সঠিক উত্তর: (গ)
১৩৩. বাংলাদেশের বাইরের শিল্পোদ্যোক্তারা হলেন-
i . হেনরি ফোর্ড
i i . কনোকে ম্যাটসুসিটা
i i i . স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৪. আলম সাহেব একটি গার্মেন্টের মালিক। তার ব্যবসায়ে বিরূপ প্রভাব রাখবে-
i . অর্থনৈতিক অস্থিরতা
i i . রাজনৈতিক অস্থিরতা
i i i . কাঁচামালের সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)
১৩৫. কারা শিল্প উদ্যোগের নব নব দিগন্ত উন্মোচন করেন?
Ο ক) উদ্যোক্তারা
Ο খ) ব্যবসায়ীরা
Ο গ) ব্যবস্থাপকরা
Ο ঘ) ভোক্তারা
সঠিক উত্তর: (ক)
১৩৬. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী?
Ο ক) একটি সাধারণ গুণ
Ο খ) একটি বড় বৈশিষ্ট্য
Ο গ) একটি বড় সমস্যা
Ο ঘ) একটি ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (খ)
১৩৭. নিচের কোনটি কষ্টসাধ্য সৃজনশীল কাজ?
Ο ক) নাটক আয়োজন
Ο খ) খেলাধুলা
Ο গ) ভিক্ষাবৃত্তি
Ο ঘ) যানবাহন মেরামত
সঠিক উত্তর: (ক)
১৩৮. বাংলাদেশের মানুষের শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ওপর আগ্রহ কম কেন?
Ο ক) অলসতা
Ο খ) চাকরির সহজলভ্যতা
Ο গ) সরকারের কঠোর মনোভাব
Ο ঘ) প্রচলিত শিক্ষাব্যবস্থা
সঠিক উত্তর: (ক)
১৩৯. কর্মসংস্থান সৃষ্টিতে কোনটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য?
Ο ক) ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার
Ο খ) অর্থের
Ο গ) উদ্যোগের
Ο ঘ) প্রেষণার
সঠিক উত্তর: (ক)
১৪০. জনাব মামুন ব্যবসায়ের কাজের জন্যে কম্পিউটারের কোর্স করছেন। যদিও তিনি টাইপরাইটারের কাজ পারেন। মামুন সাহেব পুরাতন ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা সময়োপযোগী করেছেন কেন?
Ο ক) সঠিক ব্যবস্থাপনা কৌশল গ্রহণের জন্যে
Ο খ) ঝুঁকি নিবারনের জন্যে
Ο গ) চ্যালেঞ্জমূলক কাজ করার জন্যে
Ο ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণের জন্যে
সঠিক উত্তর: (খ)
১৪১. একজন সফল উদ্যোক্তা পূর্বেই কোনটি করেন?
i. ঝুঁকির সম্ভাব্য কারণ অনুমান করেন
ii. ঝুঁকির মাত্রা অনুমান করেন
iii. ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪২. নিচের কোন ব্যবসায় ঝুঁকির পরিমাণ কম?
Ο ক) মুদি দোকান
Ο খ) গাড়ির ব্যবসায়
Ο গ) হাউজিং ব্যবসায়
Ο ঘ) ধান-চালের ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
১৪৩. যে গুণগুলো উদ্যোক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ-
i. মুনাফার প্রতি আকর্ষণ
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়-
i. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে
ii. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে
iii. এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, iiও iii
সঠিক উত্তর: (ক)
১৪৫. মিস রুমা চারুকলা বিষয়ে পড়াশোনা শেষ করে নিজেই একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করলো। তিনি কোন ধরণের উদ্যোগ গ্রহণ করলেন?
Ο ক) সাংস্কৃতিক উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) সামাজিক উদ্যোগ
Ο ঘ) শিল্পোদ্যোগ
সঠিক উত্তর: (খ)
১৪৬. দেবাশিষ রায়ের বন্ধু সমীর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। দেবাশিষ রায়ও একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। এক্ষেত্রে কোন কাজটি তাকে সাহায্য করতে পারে?
Ο ক) অধিক ঝুঁকি গ্রহণ
Ο খ) অতি আত্মবিশ্বাস
Ο গ) ব্যবসায়ী বন্ধুর অভিজ্ঞতা থেকে শিক্ষা
Ο ঘ) সুযোগগুলো চিহ্নিত করে সামাজিক লক্ষ্যে ব্যবহার
সঠিক উত্তর: (গ)
১৪৭. উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-
i . নিয়মতান্ত্রিক পরিকল্পনা
i i . কারিগরি শিক্ষা
i i i . প্রচার-প্রচারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে উদ্যোক্তা কী ধরণের ভূমিকা পালন করছে?
Ο ক) নিষ্ক্রিয়
Ο খ) সক্রিয়
Ο গ) কম
Ο ঘ) মোটামুটি ভাল
সঠিক উত্তর: (খ)
১৪৯. পণ্য ও সেবা কীসের বৈশিষ্ট্য?
Ο ক) পরিকল্পনা
Ο খ) সংগঠন
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) উদ্যোগ
সঠিক উত্তর: (গ)
১৫০. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলে?
Ο ক) মুনাফা
Ο খ) ঝুঁকি
Ο গ) ক্ষতি
Ο ঘ) চ্যালেঞ্জ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep