এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. আজম অষ্টম শ্রেণিতে পড়ে। সে ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায়। এক্ষেত্রে কোন ধরণের শিক্ষা তাকে সহায়তা করতে পারে?
Ο ক) সাধারণ শিক্ষা
Ο খ) বৃত্তিমূলক শিক্ষা
Ο গ) মুখস্তনির্ভর শিক্ষা
Ο ঘ) তাত্বিক শিক্ষা
সঠিক উত্তর: (খ)

৫২. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
i. পাড়ার ছেলেমেয়েকে বিনা পয়সায় পড়ানো
ii. পরিবারের জন্য সবজি চাষ
iii. মুদি দোকান চালনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)

৫৩. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে?
i. অর্থনৈতিক স্থিতিশীলতা
ii. রাজনৈতিক স্থিতিশীলতা
iii. সামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৪. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝায়?
Ο ক) যে কাজে ঝুঁকি ও সাফল্য সমানভাবে বিদ্যমান
Ο খ) স্বল্প ঝুঁকি এবং সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ
Ο গ) ঝুঁকিবিহীন নিশ্চিত সাফল্যের কাজ
Ο ঘ) ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু সাফল্য অনিশ্চিত
সঠিক উত্তর: (ঘ)

৫৫. কবির সাহেব একজন সফল উদ্যোক্তা। তিনি ব্যবসায়ের জন্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটির সাহায্য নেবেন?
Ο ক) ইন্টারনেটের
Ο খ) পরিকল্পনার
Ο গ) বিচার বিশ্লেষণের
Ο ঘ) গবেষণার
সঠিক উত্তর: (গ)

৫৬. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করার উপায় হলো-
i . প্রচার-প্রচারণা
i i . কারিগরি শিক্ষা
i i i . বিনিয়োগ পরামর্শ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. যানবাহন মেরামত ব্যবসায়ে লাভবান হয়ে জনাব আমিনুল কী স্থাপনের চিন্তাভাবনা করেন?
Ο ক) ওয়ার্কসপ
Ο খ) ফলের দোকান
Ο গ) হাট
Ο ঘ) পেট্রোলপাম্প
সঠিক উত্তর: (ঘ)

৫৮. বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই বিশাল জনসংখ্যা আমাদের জন্য হতে পারে-
Ο ক) মর্যাদা
Ο খ) ঝুঁকি
Ο গ) বোঝা
Ο ঘ) সম্পদ
সঠিক উত্তর: (ঘ)

৫৯. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) বাস্তবভিত্তিক পরিকল্পনা
Ο খ) বৈদেশিক সাহায্য
Ο গ) অর্থনৈতিক নীতি
Ο ঘ) প্রয়োজনীয় ব্যাংক স্থাপন
সঠিক উত্তর: (ক)

৬০. কোনটি ব্যবসায় ঝুঁক পরিমাপে সহায়তা করে?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) উদ্যোগ
Ο গ) ব্যবস্থাপক
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (ঘ)

৬১. কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?
Ο ক) অনিশ্চিত ঝুঁকি
Ο খ) নিশ্চিত সাফল্য
Ο গ) ভাবিষ্যৎ সম্ভাবনা
Ο ঘ) ঋণ সুবিধা
সঠিক উত্তর: (ক)

৬২. কোনটি সফল উদ্যোক্তার বিশেষ গুণ বলে বিবেচিত হয়?
i. পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা
ii. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা
iii. বিচার বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৩. সামির ব্যাংক ঋণ নিয়ে একটি খামার গড়ে তুলেছিল। কিন্তু প্রথম প্রচেষ্টায় সফল হতে পারেনি। এক্ষেত্রে তার করণীয় ছিল-
i . ব্যর্থতার কারণ খুঁজে বের করা
i i . নতুন ব্যবসায় আরম্ভ করা
i i i . দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ শুরু করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (খ)

৬৪. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের উপায় কী?
i. কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে
ii. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে
iii. ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৫. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা উদ্যাক্তার কোন গুণের অন্তর্গত?
Ο ক) অন্যতম গুণ
Ο খ) সাধারণ গুণ
Ο গ) বিশেষ গুণ
Ο ঘ) প্রধান গুণ
সঠিক উত্তর: (গ)

৬৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা কত এর মতে আমাদের জাতীয় উৎপাদনের ৫০ ভাগ সেবা খাত থেকে আসে এর উল্লেখ আছে?
Ο ক) ২০০৯
Ο খ) ২০১০
Ο গ) ২০১১
Ο ঘ) ২০১২
সঠিক উত্তর: (খ)

৬৭. আমাদের দেশে ব্যাপকভাবে কোনটির অভাব রয়েছে?
Ο ক) সুপরিকল্পনা গ্রহণের
Ο খ) শ্রমিকের
Ο গ) কাঁচামালের
Ο ঘ) অর্থের
সঠিক উত্তর: (ক)

৬৮. ব্যবসায়ে কী বিদ্যমান থাকে?
Ο ক) কম মুনাফা
Ο খ) বেশি মুনাফা
Ο গ) ঝুঁকি
Ο ঘ) নিশ্চিত সফলতা
সঠিক উত্তর: (গ)

৬৯. বিচার বিশ্লেষণের মাধ্যমে সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কেন?
Ο ক) ব্যবসায় সুদক্ষভাবে পরচালনার জন্যে
Ο খ) ভবিষ্যতে মুনাফা লাভের আশায়
Ο গ) ব্যবসায়ের উন্নতি সাধনের জন্যে
Ο ঘ) ব্যবসায়ী তার অভীষ্ট লক্স্যে পৌছানোর জন্যে
সঠিক উত্তর: (ঘ)

৭০. কোনো উদ্যোক্তার কার্যক্রম যদি ব্যর্থ হয় তাহলে তার করণীয় কী হবে?
Ο ক) পূর্বোক্ত প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্পে হাত দেওয়া
Ο খ) ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
Ο গ) ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
Ο ঘ) অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
সঠিক উত্তর: (খ)

৭১. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) উদ্যোক্তার
Ο খ) সংগঠনের
Ο গ) ব্যবসায় পরিকল্পনার
Ο ঘ) মালিকের
সঠিক উত্তর: (ক)

৭২. যে কোন পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i . প্রচার
i i . বিজ্ঞাপন
i i i . উদ্যোক্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

৭৩. মি. আসলাম একজন মাছ ব্যবসায়ী। লাভ কম হলেও তনি তার মাছে ফরমালিন মেশান না। তার মধ্যে নিচের কোন দিকটি ফুটে ওঠেছে?
Ο ক) সামাজিক দায়বদ্ধতা
Ο খ) অধিক মুনাফা অর্জন
Ο গ) জনপ্রিয়তার
Ο ঘ) সচেতনতার অভাব
সঠিক উত্তর: (ক)

৭৪. বাড়ির আশপাশে বৃক্ষরোপণ কী?
Ο ক) উদ্যোগ
Ο খ) শিল্প উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সমাজসেবার উদ্যোগ
সঠিক উত্তর: (ক)

৭৫. ব্যবসায়ীদের কর মওকুফ ও বিনা সুদে মূলধন সরবরাহে সহায়তা করে কে?
Ο ক) বৈদেশিক কুটনীতি
Ο খ) এনজিও
Ο গ) সরকার
Ο ঘ) ভোক্তা
সঠিক উত্তর: (গ)

৭৬. কোনটি ব্যবসায় পরিচালনার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা?
Ο ক) অর্থ
Ο খ) মূলধন
Ο গ) বিদ্যুৎ
Ο ঘ) সংগঠন
সঠিক উত্তর: (গ)

৭৭. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কী ধরণের কাজ?
Ο ক) আনন্দদায়ক
Ο খ) ঝুঁকিপূর্ণ
Ο গ) লাভজনক
Ο ঘ) অলাভজনক
সঠিক উত্তর: (খ)

৭৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়-
i . কার্যকর ও বাস্তবিক পারিকল্পনা গ্রহণ
i i . ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ
i i i . কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৯. কারা দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম?
Ο ক) উদ্যোক্তাগণ
Ο খ) সফল উদ্যোক্তাগণ
Ο গ) কবিগণ
Ο ঘ) শিক্ষকগণ
সঠিক উত্তর: (খ)

৮০. কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
Ο ক) সৃজনশীলতা
Ο খ) উদ্ভাবনী শক্তি
Ο গ) ঝুঁকি গ্রহণ
Ο ঘ) সংবেদনশীলতা
সঠিক উত্তর: (খ)

৮১. সুষ্ঠু শিল্প ও বিনিয়োগ নীতি নির্ধারণে শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কেন?
Ο ক) বাস্তবসম্মত নীতি নির্ধারণের জন্যে
Ο খ) জনগণের কল্যাণ সাধনের জন্যে
Ο গ) পরনির্ভরশীলতা কমানোর জন্যে
Ο ঘ) বিদেশি নীতি প্রতিফলনের জন্যে
সঠিক উত্তর: (ক)

৮২. চামড়াজাত দ্রব্যাদির উৎপাদন ও বিক্রয় করা কী?
Ο ক) উদ্যোগ
Ο খ) শিল্প উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সমাজসেবার উদ্যোগ
সঠিক উত্তর: (গ)

৮৩. মি. অজয় চারুকলা ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেই টি-শার্টের ডিজাইন করে শাহবাগে ব্যবসায় শুরু করল। এখানে তার কোন গুণটি প্রকাশ পায়?
Ο ক) নমনীয়তা
Ο খ) একগ্রতা
Ο গ) সৃজনশীলতা
Ο ঘ) পুঁজি সংগ্রহের ক্ষমতা
সঠিক উত্তর: (গ)

৮৪. আমিনুল প্রতিদিন কোথায় যেতেন?
Ο ক) দোকানে
Ο খ) বাজারে
Ο গ) বেড়াতে
Ο ঘ) হাসপাতালে
সঠিক উত্তর: (খ)

৮৫. কোনটি ব্যবসায় উদ্যোগের মধ্যে পড়ে?
Ο ক) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
Ο খ) বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা
Ο গ) খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন
Ο ঘ) বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ
সঠিক উত্তর: (গ)

৮৬. বাংলাদেশ কী ধরণের দেশ?
Ο ক) উন্নত
Ο খ) উন্নয়নশীল
Ο গ) অনুন্নত
Ο ঘ) মধ্যম উন্নত
সঠিক উত্তর: (খ)

৮৭. কোনটির অভাবে সুযোগ থাকা সত্বেও সঠিক পদক্ষেপ নেয়া ব্যহত হয়?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) সম্পদ
Ο গ) জনশক্তি
Ο ঘ) মেধা
সঠিক উত্তর: (ক)

৮৮. কোনটি উদ্যোক্তার গুণ? i.সংবেদনশীলতা ii. একাগ্রতা iii. নমনীয়তা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৯. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ শিল্প খাত থেকে আসে?
Ο ক) ৩৫ ভাগ
Ο খ) ৩০ ভাগ
Ο গ) ২৫ ভাগ
Ο ঘ) ২০ ভাগ
সঠিক উত্তর: (খ)

৯০. উদ্যোক্তাদের চরিত্রের উল্লেখযোগ্য দিক কোনটি?
Ο ক) সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
Ο খ) শিল্প গড়ার আকাঙ্খা
Ο গ) অধিক ক্রয়-বিক্রয়ের প্রত্যাশা
Ο ঘ) প্রতিযোগিকে পিছনে ফেলার প্রত্যাশা
সঠিক উত্তর: (ক)

৯১. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু সাফল্য অনিশ্চিত
Ο খ) নামমাত্র ঝুঁকি, কিন্তু সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ
Ο গ) এমন কাজ যাতে ঝুঁকি ও সাফল্য সমান
Ο ঘ) কোন ঝুঁকি নেই কিন্তু সাফল্য নিশ্চিত
সঠিক উত্তর: (ক)

৯২. দরিদ্র রুবেলের মুদির দোকান প্রতিষ্ঠার খুব ইচ্ছা থাকা সত্বেও সে তা চালু করতে পারছে না। এর প্রধান কারণ কোনটি?
Ο ক) রাজনৈতিক অস্থিরতা
Ο খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
Ο গ) অপর্যাপ্ত মূলধন
Ο ঘ) শিক্ষার অভাব
সঠিক উত্তর: (গ)

৯৩. উদ্যোগ ও উদ্যোক্তা শব্দ দু’টি একটি অপরটির সাথে-
Ο ক) জড়িত
Ο খ) জড়িত নয়
Ο গ) একই
Ο ঘ) বিপরীত
সঠিক উত্তর: (ক)

৯৪. সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কীভাবে?
Ο ক) পরিকল্পনার মাধ্যমে
Ο খ) বিশ্লেষণের মাধ্যমে
Ο গ) গবেষণার মাধ্যমে
Ο ঘ) বিচার- বিশ্লেষণের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)

৯৫. যেকোন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাথমিক ঝুঁকি ও দায়দায়িত্ব কে বহন করে?
Ο ক) শিল্পপতি
Ο খ) বেকার যুবক-যুবতী
Ο গ) সরকার
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)

৯৬. একজন সফল উদ্যোক্তা দক্ষতার পরিচয় দেন-
i . বস্তুগত সম্পদ ব্যবহারে
i i  . জনসম্পদ ব্যবহারে
i i i . জাতীয় সম্পদ ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

৯৭. ব্যবসায় উদ্যোগ কোন বিষয়টিকে বাস্তবে রূপদান করে?
Ο ক) মানুষের চিন্তা-ভাবনাকে
Ο খ) সরকারের গৃহীত পদক্ষেপকে
Ο গ) বৃত্তিমূলক শিক্ষাকে
Ο ঘ) ব্যবসায়ের কলা-কৌশলকে
সঠিক উত্তর: (ক)

৯৮. বাঁশ বা বেতের সামগ্রী তৈরি করে ব্যবসায় পরিচালনা করলে তাকে কী বলে?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) ব্যবসায় উদ্যোক্তা
সঠিক উত্তর: (খ)

৯৯. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়?
Ο ক) আত্মবিশ্বাস
Ο খ) উদ্ভাবনী ক্ষমতা
Ο গ) পুঁজি সংগ্রহের দক্ষতা
Ο ঘ) ঝুঁকি এড়ানোর মানসিকতা
সঠিক উত্তর: (ঘ)

১০০. কোন উক্তিটি সত্য?
i. উদ্যেক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা
ii. ব্যবসায় উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি করে
iii. ব্যবসায়ে ঝুঁকি কম হলে লাভের সম্ভাবনা বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post