এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১২ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১২ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. জহুরুল ইসলাম ছিলেন-
i. সফল সংগঠক
ii. সমাজ সংস্কারক
iii. ব্যবস্থাপকের মডেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫২. উদ্যোগ কী?
Ο ক) কোনো কাজ শুরু করার প্রাথমিক প্রচেষ্টা
Ο খ) ব্যবসায় স্থাপনের কার্যক্রম গ্রহণ
Ο গ) পণ্য বাজারজাতকরণের কার্যক্রম
Ο ঘ) ব্যবসায়ের জন্যে অর্থসংস্থান
সঠিক উত্তর: (ক)

৫৩. জহুরুল ইসলামের পিতা কোন পেশায় নিয়োজিত ছিলেন?
Ο ক) শিক্ষক
Ο খ) রাজমিস্ত্রী
Ο গ) মুদি দোকানি
Ο ঘ) কন্ট্রাক্টর
সঠিক উত্তর: (ঘ)

৫৪. ব্যবসায়ী হিসেবে আবুল কালাম আজাদ প্রথমে বিক্রি করতেন কোনটি?
Ο ক) নারিকেল
Ο খ) ইলিশ
Ο গ) কাঁঠাল
Ο ঘ) পাট
সঠিক উত্তর: (ক)

৫৫. যেকোনো পণ্য বা সেবাই মানুষের আস্থা অর্জন করতে পারে। যদি-
i. প্রতিটি স্তরে সর্বোচ্চ মূল্যবোধ বিদ্যমান থাকে
ii. নৈতিকতার চর্চা করা হয়
iii. মুনাফার্জন থেকে বিরত থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৬. জহুরুল ইসলাম একজন ঠিকাদার। তিনি বিনিয়োগ করেছিলেন-
i. বাড়ি নির্মাণে
ii. দাতব্য প্রতিষ্ঠানে
iii. রাস্তা নির্মাণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৭. স্কয়ারের পণ্য বিদেশে সমাদৃত। কারণ এর রয়েছে-
i. গুণগত মান
ii. উচ্চমূল্য
iii. প্রতিযোগিতা মূলক মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৮. উদ্যোক্তা হিসেবে জহুরুল ইসলামের অন্যতম কীর্তি-
i. নার্সিং ইনস্টিটিউট স্থাপন
ii. মেডিকেল কলেজ স্থাপন
iii. এডুকেশন কমপ্লেক্স স্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৯. বহু অনাথ আশ্রম কে প্রতিষ্ঠা করেছেন?
Ο ক) এইচ চৌধুরী
Ο খ) জহিরুল ইসলাম
Ο গ) জহুরুল ইসলাম
Ο ঘ) স্যামসন এইচ চৌধুরী
সঠিক উত্তর: (গ)

৬০. আবুল কালাম আজাদের জীবনী নতুন উদ্যোক্তারদের জন্যে শিক্ষা প্রদান করে-
i. কঠোর পরিশ্রমের
ii. সঠিক প্রকল্প চিহ্নিতকরণের
iii. সামাজিক বাধা দূর করার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬১. স্কয়ার ফার্মাসিটিউক্যালস-এর উদ্যোক্তা কতজন?
Ο ক) ২ জন
Ο খ) ৩ জন
Ο গ) ৪ জন
Ο ঘ) ৭ জন
সঠিক উত্তর: (গ)

৬২. যেকোনো উদ্যোক্তার জন্যে টার্নিং পয়েন্ট কোনটি?
Ο ক) মূলধন যোগান
Ο খ) সঠিক প্রকল্প চিহ্নিতকরণ
Ο গ) কর্মচারী নিয়োগ
Ο ঘ) সরকারি সহায়তা
সঠিক উত্তর: (খ)

৬৩. উদ্যোক্তা হিসেবে জহুরুল ইসলাম প্রতিষ্ঠা করেছেন-
i. মাদ্রাসা
ii. ক্লাব
iii. হাসপাতাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৪. উদ্যোক্তা শাহিদা বেগমের জন্যে কোন উক্তিটি যুক্তিযুক্ত?
Ο ক) পূর্ব অভিজ্ঞতাই তাকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে
Ο খ) সফল উদ্যোক্তা হওয়ার জন্যে ব্যবসায় শুরু করেছিলেন
Ο গ) নিতান্ত প্রয়োজনে ব্যবসায় শুরু করেছিলেন
Ο ঘ) কৃতিত্বার্জনের জন্যে ব্যবসায় শুরু করেছিলেন
সঠিক উত্তর: (গ)

৬৫. বরিশালের আগৈলঝাড়ায় মোটর সাইকেলে যাত্রী পরিবহন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এলাকায় কোনো মোটর সাইকেল মেরামত কারখানা নেই। হাবিবুর এখানে একটি মোটর সাইকেল মেরামত কারখানা গড়ে তোলে। এক্ষেত্রে হাবিবুরের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেছে?
Ο ক) সৃজনশীলতা
Ο খ) দূরদর্শিতা
Ο গ) কঠোর পরিশ্রমী
Ο ঘ) সাহসিকতা
সঠিক উত্তর: (খ)

৬৬. জহুরুল ইসলামের সফলতার মূল চাবিকাঠি হলো-
i. কঠোর পরিশ্রম
ii. দূরদর্শিতা
iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৭. কত টাকা পুঁজি নিয়ে জহুরুল ইসলাম বেঙ্গল ডেভেলপমেন্ট গড়ে তোলেন?
Ο ক) ৩-৪ হাজার
Ο খ) ৩-৫ হাজার
Ο গ) ৪-৫ হাজার
Ο ঘ) ৫-৬ হাজার
সঠিক উত্তর: (ক)

৬৮. জহুরুল ইসলামকে স্বার্থক ব্যবসায় উদ্যোক্তা হতে সাহায্য করেছে-
i. পরিশ্রম
ii. ব্যবসায়ের প্রতি একাগ্রতা
iii. আন্তরিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৯. বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লি.-এর প্রতিষ্ঠাতা কে?
Ο ক) জহুরুল ইসলাম
Ο খ) স্যামসন এইচ চৌধুরী
Ο গ) আবুল কালাম আজাদ
Ο ঘ) লুৎফা সানজিদা
সঠিক উত্তর: (ক)

৭০. CIP কী?
Ο ক) Consumer Initial Product
Ο খ) Commercially Important Person
Ο গ) Country Important Person
Ο ঘ) Commercially Important Product
সঠিক উত্তর: (খ)

৭১. স্যামসন এইচ চৌধুরী তার সাফল্যের মূল বিষয় কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

৭২. শীতবস্ত্র ব্যবসায়ী রফিকুল প্রতিবছর শীতের সময় গরীব ও বস্তিবাসীদের শীতবস্ত্র দান করেন। কোন দায়বদ্ধতা থেকে রফিকুল শীতবস্ত্র দান করেন?
Ο ক) সামাজিক
Ο খ) রাষ্ট্রীয়
Ο গ) ব্যক্তিগত
Ο ঘ) পারিবারিক
সঠিক উত্তর: (ক)

৭৩. রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করে কোন প্রতিষ্ঠান?
Ο ক) চ্যানেল আই
Ο খ) আজাদ প্রোডাক্ট
Ο গ) স্কয়ার গ্রুপ
Ο ঘ) নাভানা লি.
সঠিক উত্তর: (খ)

৭৪. শাহিদা বেগমের সফলতার মূল কারণ-
i. দৃঢ় মনোবল
ii. পরিশ্রম
iii. অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৫. শাহিদা বেগমকে সাফল্য ও সম্মান এনে দিয়েছে-
i. দৃঢ় মনোবল
ii. সৃজনশীলতা
iii. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭৬. শাহিদা বেগমের প্রাথমিক পুজিঁর পরিমাণ কত?
Ο ক) চল্লিশ হাজার টাকা
Ο খ) পঞ্চাশ হাজার টাকা
Ο গ) সত্তর হাজার টাকা
Ο ঘ) এক লক্ষ টাকা
সঠিক উত্তর: (খ)

৭৭. শ্রমিকবান্ধব শিল্পপতি কে?
Ο ক) জহুরুল ইসলাম
Ο খ) নায়েব আলী
Ο গ) শাহেদা বেগম
Ο ঘ) স্যামসন এইচ চৌধুরী
সঠিক উত্তর: (ঘ)

৭৮. জহুরুল ইসলামের জীবনী পাঠ করে নবীন উদ্যোক্তারা অনুশীলন করবে-
i. আত্মবিশ্বাস
ii. সততা
iii. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৯. সখিনা বেগম গৃহবধূ থেকে উদ্যোক্তা হতে চান। এজন্য প্রয়োজন-
i. আত্মবিশ্বাস
ii. কঠিন মনোবল
iii. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮০. লিমন মহাসড়কের পাশে জমি কিনেছেন ভবিষ্যতে দাম বৃদ্ধির আশায়। এ ধরনের সিদ্ধান্ত উদ্যোক্তার কোন গুণ প্রকাশ করে?
Ο ক) সৃজনশীলতা
Ο খ) দূরদর্শিতা
Ο গ) উদ্যোগ
Ο ঘ) পরিশ্রম
সঠিক উত্তর: (খ)

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও। সফল নারী উদ্যোক্তা হিসেবে লুৎফা সানজিদা সব সময় কর্মচারীদের সাথে ভালো ব্যবহার এবং তাদের উৎসাহ দিয়েছে। সততার শীর্ষে এসে এখন তিনি দুঃখী মানুষের জন্যে বিনামূল্যে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন। তার সংগ্রামই তাকে সফল করে তুলেছে।

৮১. লুৎফা সানজিদার বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম কোন দায়বদ্ধতার আওতাভুক্ত?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) নৈতিক
সঠিক উত্তর: (ক)

৮২. কর্মীদের সাথে ভালো ব্যবহার এবং উৎসাহ দান লুৎফা সানজিদার কোন গুণটির বহিঃপ্রকাশ?
Ο ক) অধ্যবসায়
Ο খ) সৃজনশীলতা
Ο গ) নেতৃত্বদান ক্ষমতা
Ο ঘ) পরিশ্রমী
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post