এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১১ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১১ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. একটি দেশের জনগণের জন্য কোন আচরণবিধি অনুসরণ করা একান্ত আবশ্যক?
Ο ক) নৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) গর্হিত
সঠিক উত্তর: (ক)

৫২. আজাদ ভবিষ্যতে পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা জেনেও ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। আজাদ কীসের প্রতি দায়িত্ব পালন করেছে?
Ο ক) রাষ্ট্রের প্রতি
Ο খ) সমাজের প্রতি
Ο গ) ক্রেতার প্রতি
Ο ঘ) শ্রমিকদের প্রতি
সঠিক উত্তর: (খ)

৫৩. শিক্ষকের নৈতিক দায়িত্ব হলো-
i. নিয়মিত পাঠ দান করা
ii. শিক্ষার্থীদের ফী মওকুফ করা
iii. শিক্ষার্থীদের ভুল সংশোধন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৪. ব্যবসায়ে মুনাফা অর্জিত হয়-
i. শ্রমিকের প্রচেষ্টায়
ii. সরকারের প্রচেষ্টায়
iii. কর্মচারীর প্রচেষ্টায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৫. ক্রেতা ও ভোক্তার প্রতি ব্যবসায়ের দায়িত্ব হলো-
i. পণ্যের বাজার স্থিতিশীল রাখা
ii. মানসম্মত পণ্য উৎপাদন করা
iii. পণ্য প্রাপ্তি সহজতর করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৬. নৈতিকতার অংশ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?
Ο ক) সত্য কথা বলা
Ο খ) যথাযথ দায়িত্ব পালন করা
Ο গ) পরিশ্রম করা
Ο ঘ) দান-খয়রাত করা
সঠিক উত্তর: (খ)

৫৭. ব্যবসায়িক মূল্যবোধের পরিপন্থী কাজ হলো-
i. ওজনে কম দেয়া
ii. দ্রব্যে ভেজাল দেয়া
iii. নিম্নমানের পণ্য সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৮. প্রকৃতি অনুযায়ী সহায়তাকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

৫৯. কোনটিকে ঘিরেই ব্যবসয়ের কার্যক্রম নির্ধারিত হয়?
Ο ক) রাষ্ট্রকে
Ο খ) সমাজকে
Ο গ) অর্থকে
Ο ঘ) নীতিকে
সঠিক উত্তর: (খ)

৬০. ভয়াবহ শব্দদূষণ হচ্ছে কিসের কারণে?
i. কারখানার মেশিনের শব্দে
ii. জেনারেটরের বিকট আওয়াজে
iii. কারখানার বিশালাকৃতির ঘণ্টার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬১. কোন ব্যবসায়েল নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিসীম?
Ο ক) সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে
Ο খ) অধিক মুনাফা অর্জনের জন্যে
Ο গ) জনকল্যাণের জন্যে
Ο ঘ) শিল্প আইন মেনে চলার জন্যে
সঠিক উত্তর: (ক)

৬২. সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা বলতে বোঝায়?
i. পণ্যের বাজার স্থিতিশীল রাখা
ii. মানসম্মত পণ্য সরবরাহ করা
iii. জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৩. অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ কোন ধরনের সহায়তার অঙ্গ?
Ο ক) উদ্দীপনামূলক
Ο খ) সমর্থনমূলক
Ο গ) সংরক্ষণমূলক
Ο ঘ) অর্থসংস্থানমূলক
সঠিক উত্তর: (ক)

৬৪. পরিবেশ দূষণ রোধে সরকারের উচিত-
i. আইন প্রণয়ন করা
ii. আইন প্রয়োগ করা
iii. বিদেশি সহায়তা গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৫. প্রকৃতিপক্ষে একজন ব্যবসায়ী সমাজের একজন-
i. আদর্শ নাগরিক
ii. সৃজনশীল নাগরিক
iii. সচেতন নাগরিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৬. এইচএসবিসি ব্যাংকে কাজের উপযুক্ত পরিবেশ বজায় থাকে। এক্ষেত্রে এইচএসবিসি ব্যাংক কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
Ο ক) ক্রেতা
Ο খ) গ্রাহক
Ο গ) রাষ্ট্র
Ο ঘ) কর্মচারী
সঠিক উত্তর: (ঘ)

৬৭. মাসুম পলাশীর বাজারে মরা মুরগী কেনা-বেচা করেন। তার কাজটি কীসের উদাহরণ?
Ο ক) নৈতিক কার্যকলাপ
Ο খ) ব্যবসায়িক কার্যকলাপ
Ο গ) অনৈতিক কার্যকলাপ
Ο ঘ) মানবতা বিরোধী কাজ
সঠিক উত্তর: (গ)

৬৮. কীভবে ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে?
Ο ক) সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে
Ο খ) সমাজের মানুষের সাথে লেনদেন সম্পাদনের মাধ্যমে
Ο গ) সরকারের পরামর্শক্রমে বেশি পরিমাণে বিনিয়োগের মাধ্যমে
Ο ঘ) সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৬৯. একটি সুখী সুন্দর সমাজ গঠনে কোনটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য?
Ο ক) মূল্যবোধ
Ο খ) শিষ্টাচার
Ο গ) সৃজনশীলতা
Ο ঘ) নৈতিক আচরণ
সঠিক উত্তর: (ঘ)

৭০. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
Ο ক) পরিবেশ
Ο খ) সরকার
Ο গ) ভোক্তা
Ο ঘ) ব্যবসায়ী
সঠিক উত্তর: (গ)

৭১. মানুষ কী খেয়ে নানারকম ব্যাধিতে আক্রান্ত হচ্ছে?
Ο ক) বিদেশি ফল খেয়ে
Ο খ) নিম্নমানের সবজি খেয়ে
Ο গ) ভেজাল খাদ্য খেয়ে
Ο ঘ) পচাবাসি খাবার খেয়ে
সঠিক উত্তর: (গ)

৭২. শিল্পান্নয়নে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
Ο ক) পরিবেশ দূষণ
Ο খ) নদী দূষণ
Ο গ) বায়ূ দূষণ
Ο ঘ) রাস্তাঘাটে অব্যবস্থাপনা
সঠিক উত্তর: (ক)

৭৩. বাংলাদেশে কার্যরত মোবাইল ফোন কোম্পানী কতটি?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (গ)

৭৪. রহিম মিয়া অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে। এটি কীসের বিরোধী?
Ο ক) ব্যবসায়িক রীতি
Ο খ) ব্যবসায় নৈতিকতা
Ο গ) সামাজিক আইন
Ο ঘ) মানবতা আইন
সঠিক উত্তর: (খ)

৭৫. পানি দূষণের কারণ কী?
Ο ক) পানিতে শিল্প বর্জ্য নিক্ষেপ
Ο খ) যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা
Ο গ) পানিতে ওষুধ দেয়া
Ο ঘ) নদী ভাঙন
সঠিক উত্তর: (ক)

৭৬. ব্যবসায়ের সফলতা নির্ভর করে-
i. ক্রেতার আস্থার ওপর
ii. ভোক্তার আস্থার ওপর
iii. ভোক্তার সহযোগিতার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৭. রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা বলতে বোঝায়?
i. সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা
ii. সরকারের নিয়মনীতি যথাযথভাবে পালন করা
iii. অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. ব্যবসায়িক নৈতিকতার অপর নাম কী?
Ο ক) নৈতিক শক্তি
Ο খ) নৈতিক মূল্যবোধ
Ο গ) সততাবোধ
Ο ঘ) নৈতিক স্খলন
সঠিক উত্তর: (খ)

৭৯. ব্যবসায় প্রতিষ্ঠানের জনহিতকরণ কাজের মধ্যে অন্তর্ভূক্ত-
i. হাসপাতাল প্রতিষ্ঠা
ii. স্কুল স্থাপন
iii. বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮০. প্রাচীনকালে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী ছিল?
Ο ক) খ্যাতি অর্জন
Ο খ) সামাজিক সেবা
Ο গ) রাষ্ট্রের দায়দায়িত্ব পালন
Ο ঘ) মুনাফা অর্জন
সঠিক উত্তর: (ঘ)

৮১. নৈতিক শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক) ফরাসি
Ο খ) গ্রিক
Ο গ) ল্যাটিন
Ο ঘ) জার্মান
সঠিক উত্তর: (খ)

৮২. রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের কয়টি দায়িত্ব রয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

৮৩. বাংলাদেশে পরিবেশ দূষণ রোধ সম্ভব না হওয়ার কারণ কী?
Ο ক) আইন না থাকায়
Ο খ) আইনের প্রয়োগ না থাকায়
Ο গ) জনগণের সদিচ্ছা না থাকায়
Ο ঘ) অবহেলা ও খামখেয়ালিপনা
সঠিক উত্তর: (খ)

৮৪. ব্যবসায় প্রতিষ্ঠানকে মেনে চলতে হয়-
i. নৈতিকতা
ii. সামাজিক দায়বদ্ধতা
iii. মুনাফা অর্জনের উচ্চাকাঙ্খা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮৫. ব্যবসায়ে কার্যক্রম কোনটিকে ঘিরে আবর্তিত হয়?
Ο ক) সমাজ
Ο খ) রাষ্ট্র
Ο গ) বিশ্ব
Ο ঘ) প্রযুক্তি
সঠিক উত্তর: (ক)

৮৬. কোনটি নৈতিকতার পরিপন্থী?
Ο ক) গ্রাহকদের সাথে অসদুপায় অবলম্বন করা
Ο খ) অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করা
Ο গ) ক ও খ
Ο ঘ) সততা বজায় রাখা
সঠিক উত্তর: (গ)

৮৭. মানুষের কাছ থেকে কোনটি কাম্য নয়?
i. অনৈতিক কার্য কলাপ
ii. অনৈতিক আচরণ
iii. অনৈতিক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮৮. নৈতিকতা শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক) ফরাসি
Ο খ) গ্রিক
Ο গ) ল্যাটিন
Ο ঘ) জার্মানি
সঠিক উত্তর: (খ)

৮৯. একজন শিক্ষকের নিয়মিত ক্লাস না নেওয়া তার দ্বারা কোনটির অভাব রয়েছে বলে ধরা যায়?
Ο ক) মূল্যবোধ
Ο খ) বিশ্বাস
Ο গ) বুদ্ধিমত্তা
Ο ঘ) নৈতিকতা
সঠিক উত্তর: (ঘ)

৯০. ক্লোজআপ ওয়ান সেরা কন্ঠশিল্পী বাছাই প্রতিযোগিতা আয়োজন করে। এ আয়োজন কীসের অন্তুর্ভুক্ত?
Ο ক) সামাজিক দায়িত্বের
Ο খ) নৈতিক স্বভাবের
Ο গ) রাজনৈতিক দায়িত্বের
Ο ঘ) আইনগত দায়িত্বের
সঠিক উত্তর: (ক)

৯১. সরকারি দায়িত্বের আওতাধীন?
i. শিক্ষা
ii. স্বাস্থ্য
iii. বিনোদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯২. ইথস শব্দের অর্থ কী?
Ο ক) মানব আচরণের চলমানতা
Ο খ) মানব কর্মকান্ডের নিয়ম নীতি
Ο গ) মানব আচরণের মানদণ্ড
Ο ঘ) শ্রম বিভাগের গতিবিধি
সঠিক উত্তর: (গ)

৯৩. রহিক চামড়া কারখানার মালিক। তার কারখানার নির্গত তরল পদার্থ নদী-নালায় পড়ে, ফলে কী দূষিত হচ্ছে?
Ο ক) বায়ু
Ο খ) পানি
Ο গ) শব্দ
Ο ঘ) খাদ্য
সঠিক উত্তর: (খ)

৯৪. কোন সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন করেন?
Ο ক) উদ্দীপনামূলক
Ο খ) সমর্থনমূলক
Ο গ) সংরক্ষণমূলক
Ο ঘ) গ্রহণমূলক
সঠিক উত্তর: (খ)

৯৫. শব্দ দূষণের কারণ হলো-
i. মেশিনের শব্দ
ii. জেনারেটরের শব্দ
iii. বৃষ্টির শব্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৬. কারখানার মেশিন ও জেনারেটরের আওয়াজ কী তৈরি করছে?
Ο ক) শব্দ দূষণ
Ο খ) ভয়াবহ শব্দ দূষণ
Ο গ) পরিবেশ দূষণ
Ο ঘ) ভয়াবহ পরিবেশ দূষণ
সঠিক উত্তর: (খ)

৯৭. একজন ব্যবসায়ী কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী?
Ο ক) সৃজনশীল
Ο খ) চিত্তশীল
Ο গ) কর্মক্ষম
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৯৮. জনহিতকর কাজ বলতে বোঝায়?
i. হাসপাতাল প্রতিষ্ঠা
ii. স্কুল স্থাপন
iii. দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) i
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৯. আবাসনের নামে দেশে কী ঘটছে?
i. চাষের জমি হরণ
ii. খাল-বিল ও নদী ভরাট
iii. পরিকল্পিত নগরায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০০. শিক্ষকের ন্যায় কাদের নৈতিক দায়িত্ব রয়েছে?
Ο ক) অভিভাবকদের
Ο খ) ছাত্র ছাত্রীদের
Ο গ) মরুব্বীদের
Ο ঘ) ব্যবসায়ীদের
সঠিক উত্তর: (খ)

১০১. ব্যবসায়ের বিলুপ্তি ঘটে?
i. লোভের প্রত্যাশায় নকল পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করলে
ii. ভেজাল মিশ্রিত পণ্য কেনাবেচা করলে
iii. অসদুপায় অবলম্বন করে ক্রেতাকে ঠকালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০২. কাকে সমাজের সবাই ঘৃণা করে? 
Ο ক) অনৈতিক কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে
Ο খ) অনৈতিক কার্যকলাপ সংশ্লিষ্ট ব্যবসায়কে
Ο গ) মূল্যবোধহীন কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে
Ο ঘ) মূল্যবোধহীন কার্যকলাপ সংশ্লিষ্ট ব্যবসায়কে
সঠিক উত্তর: (ক)

১০৩. নিচের কোনটি সামাজিক দায়বদ্ধতার অংশ?
Ο ক) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
Ο খ) পণ্যের মজুতদারি না করা
Ο গ) মানসম্মত পণ্য সরবরাহ না করা
Ο ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post