এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১০ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১০ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. সৃজনশীল কাজ কোনটি?
Ο ক) নতুন ব্যবসায় স্থাপন
Ο খ) বনায়ন
Ο গ) গৃহায়ন
Ο ঘ) পশুপালন
সঠিক উত্তর: (ক)

৫২. ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ ঋণ প্রদান করে-
i. দরিদ্র মহিলাদের
ii. বিত্তহীন মহিলাদের
iii. সকল শ্রেণির মহিলাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৩. বিডিবিএল কর্তৃক সরবরাহকৃত সহায়তা হলো-
i. সাধারণ ব্যাংকিং
ii. আর্থিক সহায়তা
iii. কারিগরি সহায়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৪. মাইডাসের কার্যক্রমের অন্তর্ভুক্ত-
i. ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ সুবিধা প্রদান
ii. ব্যসায় ক্ষেত্র অনুসন্ধান ও গবেষণা পরিচালনা
iii. শিল্পের বাজারজাতকরণে সহায়তা প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৫. বিসিকের প্রধান কাজ বলতে কোনটি বোজায়?
Ο ক) ঋণ প্রদান
Ο খ) আইন প্রণয়ন
Ο গ) বিনিয়োগ পরামর্শ দান
Ο ঘ) কর নীতি বাস্তবায়ন
সঠিক উত্তর: (গ)

৫৬. ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সম্ভব-
i. কর্মসংস্থান সৃষ্টি
ii. বেকারত্ব লাঘব
iii. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. অর্থনীতির মূলস্রোতে নারীদের অংশগ্রহণ একান্তভাবেই অপরিহার্য। কারণ-
i. জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই নারী
ii. অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে
iii. নারীরা কর্তব্য পালনে খুবই সচেতন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৮. বিসিক অর্থ কী?
Ο ক) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প
Ο খ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কাউন্সিল
Ο গ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
Ο ঘ) বাংলাদেশ শিল্প কর্পোরেশন
সঠিক উত্তর: (গ)

৫৯. বেসরকারি সংস্থা কোনটির উন্নয়নে কাজ করছে?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) অবকাঠামো
সঠিক উত্তর: (ক)

৬০. মাইডাসের প্রদত্ত সহায়তা হলো-
i. আর্থিক
ii. কারিগরি
iii. ব্যবস্থাপনা জাতীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬১. ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কখন কাজ শুরু করে?
Ο ক) ১৯৭২ সালে
Ο খ) ১৯৭৫ সালে
Ο গ) ১৯৮০ সালে
Ο ঘ) ১৯৯০ সালে
সঠিক উত্তর: (গ)

৬২. ব্যবসায় বা শিল্প স্থাপন হলো-
i. সৃজনশীল কাজ
ii. গঠন মূলক কাজ
iii. নৈমিত্তিক কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৩. সমর্থনমূলক সহায়তার বৈশিষ্ট্য হলো-
i. কর অবকাশ
ii. ভর্তুকি প্রদান
iii. অবকাঠামো উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৪. বিশ্বের সর্ববৃহৎ এনজিও কোনটি?
Ο ক) মাইডাস
Ο খ) গ্রামীন ব্যাংক
Ο গ) ব্র্যাক
Ο ঘ) প্রশিকা
সঠিক উত্তর: (গ)

৬৫. বাংলাদেশে গ্রামীণ বিত্তহীন ও স্বল্পবিত্তদের উদ্যোগী হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোনটি?
Ο ক) ব্র্যাক
Ο খ) গ্রামীণ ব্যাংক
Ο গ) প্রশিকা
Ο ঘ) মাইডাস
সঠিক উত্তর: (ক)

৬৬. বেসিক ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রগুলো হলো-
i. পোশাক ও পোল্ট্রি শিল্প
ii. রাসায়নিক ও ঔষধ শিল্প
iii. চামড়া ও পাট শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৭. উদ্দীপনামূলক সহায়তা হলো-
i. অনুপ্রেরনামূলক প্রশিক্ষণ
ii. বিনিয়োগ সুযোগ-সুবিধা অবহিতকরণ
iii. সরকারি সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৮. শিল্পোদ্যোগ গ্রহণে সহায়ক সেবা প্রদান করে কোনটি?
Ο ক) বাংলাদেশ শিল্পনীতি
Ο খ) বিমা
Ο গ) ব্যাংকিং আইন
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)

৬৯. বাংলাদেশে শিল্প কারিগরি সাহায্য কেন্দ্রের সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) বিসিক
Ο খ) বিডিবিএল
Ο গ) বিটাক
Ο ঘ) বিটপ
সঠিক উত্তর: (গ)

৭০. উদ্দীপকমূলক সহায়তা হলো-
i. উদ্যোক্তার স্বীকৃতি
ii. প্রাথমিক শিক্ষা
iii. প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭১. উদ্যোক্তার জন্যে অনুপ্রেরণামূলক হতে পারে কোনটি?
Ο ক) শ্রমনীতি
Ο খ) শিল্পনীতি
Ο গ) করনীতি
Ο ঘ) রাজস্ব নীতি
সঠিক উত্তর: (খ)

৭২. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র প্রকল্পের মূল লক্ষ্য কোনটি?
Ο ক) ঋণ প্রদান
Ο খ) শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি
Ο গ) কর্মসংস্থান সৃষ্টি
Ο ঘ) কৃষিজ উন্নয়ন
সঠিক উত্তর: (খ)

৭৩. ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠার বিল উত্থাপিত হয় কত সালে?
Ο ক) ১৯৫০ সালে
Ο খ) ১৯৫৩ সালে
Ο গ) ১৯৫৫ সালে
Ο ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর: (ঘ)

৭৪. ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত-
i. ভূমিহীনদের প্রকল্প প্রণয়ন
ii. প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা
iii. বিপণনে সহায়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৫. বর্তমানে ব্র্যাকের লক্ষ্য হলো-
i. দারিদ্র্য বিমোচন
ii. নারীর ক্ষমতায়ন
iii. পুজিঁবাদ প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৬. ইসপিক এর বর্তমান নাম কি?
Ο ক) বিপসিক
Ο খ) বিসিক
Ο গ) বিডিবিএল
Ο ঘ) আইসিবি
সঠিক উত্তর: (খ)

৭৭. শিল্প স্থাপন সম্পর্কিত পরামর্শের জন্য উদ্যোগক্তাগণকে কোথায় যোগাযোগ করতে হয়?
Ο ক) বিসিকের সহায়ক কেন্দ্র
Ο খ) শিল্প মন্ত্রণালয়ে
Ο গ) সমবায় অধিদপ্তরে
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়ে
সঠিক উত্তর: (ক)

৭৮. বাণিজ্যিক ব্যাংকের সহায়তা কর্মসূচীর লক্ষ্য হলো-
i. ক্ষুদ্র শিল্পের প্রসার
ii. মাঝারি শিল্পের প্রসার
iii. অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৯. বেসিক ব্যাংকের পূর্ণরূপ কোনটি?
Ο ক) বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ব্যাংক লি.
Ο খ) বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কটেজ ব্যাংক লি.
Ο গ) বাংলাদেশ স্মল ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লি.
Ο ঘ) বাংলাদেশ সোস্যাল ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লি.
সঠিক উত্তর: (ক)

৮০. বিডিবিএল গঠনে একত্রিত করা হয়েছে-
i. বাংলাদেশ শিল্প ব্যাংক
ii. বেসিক ব্যাংক
iii. বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮১. বাংলাদেশে কতটি শিল্প নগরী আছে?
Ο ক) ৭০টি
Ο খ) ৭২টি
Ο গ) ৭৪টি
Ο ঘ) ৮০টি
সঠিক উত্তর: (গ)

৮২. মারুফ রুপালি ব্যাংকের ঋণ বিতরণ বিভাগে কাজ করেন। ব্যবসায় প্রকল্পে তিনি সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারেন?
Ο ক) দুই কোটি টাকা
Ο খ) তিন কোটি টাকা
Ο গ) পাচঁ কোটি টাকা
Ο ঘ) দশ কোটি টাকা
সঠিক উত্তর: (ঘ)

৮৩. যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের প্রশিক্ষণ দিয়ে থাকে-
i. ক্ষুদ্র ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে
ii. অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে
iii. সেলাই ও এমব্রয়ডারির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৪. ‘বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণ’ কোন ধরনের সহায়তার অন্তর্ভুক্ত?
Ο ক) উদ্দীপনা মূলক সহায়তা
Ο খ) সমর্থনমূলক সহায়তা
Ο গ) সংরক্ষণমূলক সহায়তা
Ο ঘ) অর্থসংস্থানমূলক সহায়তা
সঠিক উত্তর: (ক)

৮৫. রিয়াজ রূপালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন। চলতি মূলধন সংগ্রহের জন্য তিনি কত দিনের মধ্যে এ ঋণ পরিশেোধ করবেন?
Ο ক) ৬ মাস
Ο খ) ১ বছর
Ο গ) ২ বছর
Ο ঘ) ৫ বছর
সঠিক উত্তর: (খ)

৮৬. সহায়ক সেবা প্রয়োজন হয়-
i. উদ্যোগ গ্রহণে
ii. উদ্যোগ প্রতিষ্ঠায়
iii. উদ্যোগ পরিচালনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৭. মজনু বান্দরবানে ম্যাচ ফ্যাক্টরি স্থাপন করলেন। তিনি কত বছর কর সুবিধা পাবেন?
Ο ক) ৫ বছর
Ο খ) ৭ বছর
Ο গ) ৮ বছর
Ο ঘ) ১০ বছর
সঠিক উত্তর: (খ)

৮৮. বেসিক ব্যাংক কত সালে নিবন্ধিত হয়?
Ο ক) ১৯৮৮ সালে
Ο খ) ১৯৮৯ সালে
Ο গ) ১৯৯১ সালে
Ο ঘ) ১৯৯৪ সালে
সঠিক উত্তর: (ক)

৮৯. ব্যবসায় সম্প্রসারণের পথে অসুবিধাসমূহ দূরীকরণ কোন ধরনের সহায়তার অন্তুর্ভুক্ত?
Ο ক) উদ্দীপনামূলক
Ο খ) সমর্থনমূলক
Ο গ) সংরক্ষণমূলক
Ο ঘ) অর্থসংস্থানমূলক
সঠিক উত্তর: (ক)

৯০. অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ প্রদান কোন ধরনের সহায়তা?
Ο ক) উদ্দীপনামূলক সহায়তা
Ο খ) সমর্থনমূলক সহায়তা
Ο গ) সংরক্ষণমূলক সহায়তা
Ο ঘ) আর্থিক সহায়তা
সঠিক উত্তর: (ক)

৯১. ব্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৭০ সালে
Ο খ) ১৯৭১ সালে
Ο গ) ১৯৭২ সালে
Ο ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর: (গ)

৯২. দেশীয় যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্পকে একত্রিত করতে হবে-
i. কারিগরি প্রতিষ্ঠানের সাথে
ii. প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে
iii. কৃষিজ প্রতিষ্ঠানের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৩. কোনো নারী শিল্প উদ্যোক্তা হিসেবে গণ্য হবেন তিনি যদি-
i. ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হন
ii. অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ের পরিচালক হন
iii. শেয়ারহোল্ডারগণের মধ্যে অন্যূন ৫১% -এর মালিক হন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৪. উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ব্যবসায়ের চেয়ে অগ্রাধিকার প্রদান করছে-
i. শিল্প খাতকে
ii. সেবা খাতকে
iii. কৃষি খাতকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৫. উদ্যোক্তাকে শিল্প স্থাপনে অনুপ্রাণিত করে কোনটি?
Ο ক) প্রতিযোগী বাজার ব্যবস্থা
Ο খ) প্রয়োজনীয় সহায়তা
Ο গ) একচেটিয়া বাজার
Ο ঘ) ঋণের স্বল্প সুদ
সঠিক উত্তর: (খ)

৯৬. মহিলা অধিদপ্তরের লক্ষ্য হলো-
i. নারীর ক্ষমতায়ন
ii. নারীর কর্মসংস্থান
iii. নারীর সৃজনশীলতার বিকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৯৭. সমর্থনমূলক সহায়তা কোনটি?
Ο ক) পরামর্শ দান
Ο খ) তথ্য সরবরাহ
Ο গ) পুঁজির সংস্থান
Ο ঘ) ব্যবসায়ন আধুনিকায়ন
সঠিক উত্তর: (গ)

৯৮. আলম সাহেব বেসিক ব্যাংকের কারওয়ানবাজার শাখার ব্যবস্থাপক। তিনি ঋণযোগ্য তহবিলের কত ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করবেন?
Ο ক) ৪০ ভাগ
Ο খ) ৫০ ভাগ
Ο গ) ৬০ ভাগ
Ο ঘ) ৭০ ভাগ
সঠিক উত্তর: (খ)

৯৯. মাইডাস সহায়তা প্রদান করে-
i. ক্ষুদ্র উদ্যোক্তাদের
ii. মাঝারি উদ্যোক্তাদের
iii. বৃহদায়তন ব্যবসায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০০. ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ড. ইউনুস
Ο খ) ফজলে হোসেন আবেদ
Ο গ) লতিফুর রহমান
Ο ঘ) রেহমান সোবহান
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post