ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. দুটি অণুর মধ্যে দূরত্ব বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যায়?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) তাপ
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (ক)
১০২. কোনো বস্তুর আপেক্ষিক তাপ বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে?
Ο ক) একক ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে
Ο খ) বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে
Ο গ) একক ভরের বস্তুর আয়তনকে
Ο ঘ) বস্তুর আয়তনকে
সঠিক উত্তর: (ক)
১০৩. কেলভিন স্কেলের উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 100
Ο খ) 273
Ο গ) 373
Ο ঘ) 212
সঠিক উত্তর: (গ)
১০৪. স্থিতিশক্তি আছে কোন পদার্থের?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) গ্যাসীয়
সঠিক উত্তর: (ক)
১০৫. তাপমাত্রার পার্থক্য 10C কত কেলভিন সমান?
Ο ক) 20C
Ο খ) 10F
Ο গ) 1K
Ο ঘ) 274K
সঠিক উত্তর: (গ)
১০৬. বাষ্প থেকে তরল হওয়ার প্রক্রিয়া কোনটি?
Ο ক) বাষ্পায়ন
Ο খ) স্ফুটন
Ο গ) ঘনীভবন
Ο ঘ) উর্ধ্বপাতন
সঠিক উত্তর: (গ)
১০৭. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তনের পাত্রে রক্ষিত-
i. গ্যাসকে তাপমাত্রিক ধর্ম বলে
ii. গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে
iii. গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৮. দুইটি আইসক্রিমকে একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যায়। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে-
i. চাপ প্রয়োগে গলনাঙ্কের পরিবর্তন
ii. পুনঃশিলীভবন
iii. বাষ্পীভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৯. সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১০. কেলভিন স্কেলে উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 273K
Ο খ) 212K
Ο গ) 373K
Ο ঘ) 273.16K
সঠিক উত্তর: (গ)
১১১. উর্ধ্বস্থিরাঙ্ককে বলে- i. শিশিরাঙ্ক ii. বাষ্পবিন্দু iii. স্ফুটনাঙ্ক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১২. বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে হতে পারে-
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
১১৩. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. তাপের একক জুল
ii. 1 cal=4.2J
iii. তাপ এক প্রকার শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৪. তাপমাত্রিক পদার্থ ব্যবহৃত হয়-
Ο ক) ব্যারোমিটারে
Ο খ) থার্মোমিটারে
Ο গ) ক্যালরিমিটারে
Ο ঘ) গ্যালভানোমিটারে
সঠিক উত্তর: (খ)
১১৫. নিচের কোনটিতে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
Ο ক) ক্লোরিন
Ο খ) সোডিয়াম ক্লোরাইড
Ο গ) পানি
Ο ঘ) লোহা
সঠিক উত্তর: (ক)
১১৬. কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
Ο ক) 0
Ο খ) 32
Ο গ) 273
Ο ঘ) 100
সঠিক উত্তর: (গ)
১১৭. তামার আয়তন প্রসারণ সহগ 50.110-6K-1 বলতে কী বোঝায়?
Ο ক) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K হ্রাস করলে আয়তন 50.1×10-6m3 বৃদ্ধি পাবে
Ο খ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K হ্রাস করলে আয়তন 50.1×10-6m3 হ্রাস পাবে
Ο গ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1×10-6m3 বৃদ্ধি পাবে
Ο ঘ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1×10-6m3 হ্রাস পাবে
সঠিক উত্তর: (গ)
১১৮. সীসার আপেক্ষিক তাপ কত?
Ο ক) 120Jkg-1K-1
Ο খ) 130Jkg-1K-1
Ο গ) 4.2×103Jkg-1K-1
Ο ঘ) 4.2 Jkg-1K-1
সঠিক উত্তর: (খ)
১১৯. কোনো ব্স্তুতে তাপ প্রয়োগ করা হলে বস্তুর কী বেড়ে যাবে?
Ο ক) যান্ত্রিকশক্তি
Ο খ) চৌম্বকশক্তি
Ο গ) গতিশক্তি
Ο ঘ) বিভবশক্তি
সঠিক উত্তর: (গ)
১২০. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে বলা হয়-
Ο ক) আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) আপেক্ষিকক গুরুত্ব
Ο গ) ক্যালরি
Ο ঘ) আপেক্ষিক তাপ
সঠিক উত্তর: (ঘ)
১২১. উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কি বলে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) তাপ
Ο গ) অণু
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (খ)
১২২. তরলের ক্ষেত্রে দেখা যায়-
i. দুই ধরনের প্রসারণ
ii. আপাত প্রসারণ
iii. প্রকৃত প্রসারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৩. আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার ক্ষেত্রে বলা যায়-
i. একই উপাদানের সকল বস্তুর তাপধারণ ক্ষমতা একই
ii. তাপধারণ ক্ষমতা হলো বস্তুর একটি বৈশিষ্ট্য
iii. আপেক্ষিক তাপ হলো বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৪. তরলের উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয়?
Ο ক) হ্রাস পায়
Ο খ) বৃদ্ধি ও হ্রাস উভয়ই ঘটে
Ο গ) বৃদ্ধি পায়
Ο ঘ) বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর: (গ)
১২৫. তরলের প্রসারণ বলতে বোঝায়-
i. প্রকৃত প্রসারণকে
ii. আপাত প্রসারণকে
iii. প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৬. দুই টুকরা বরফ একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যাওয়ার কারণ-
i. গলনাঙ্কের পরিবর্তন
ii. এর বাষ্পীভবন
iii. পুনঃশিলীভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৭. 200C তাপমাত্রায় একটি রেললাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত টুকু বৃদ্ধি পাবে?
Ο ক) 10.4646cm
Ο খ) 10.232cm
Ο গ) 0.4645cm
Ο ঘ) 0.232cm
সঠিক উত্তর: (ঘ)
১২৮. 1J = কত?
Ο ক) 0.31 cal
Ο খ) 0.41 cal
Ο গ) 0.42 cal
Ο ঘ) 0.24 cal
সঠিক উত্তর: (ঘ)
১২৯. পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?
Ο ক) আপাত প্রসারণ
Ο খ) প্রকৃত প্রসারণ
Ο গ) আয়তন প্রসারণ
Ο ঘ) ক্ষেত্র প্রসারণ
সঠিক উত্তর: (খ)
১৩০. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর ক্ষেত্রফল প্রসারণ সহগ কত হবে?
Ο ক) 44×10-6K-1
Ο খ) 33×10-6K-1
Ο গ) 22×10-6K-1
Ο ঘ) 11×10-6K-1
সঠিক উত্তর: (গ)
১৩১. 1000C তাপমাত্রায় উত্তপ্ত পানিকে আরো তাপ দিলে কী ঘটবে?
Ο ক) তাপমাত্রা বৃদ্ধি পাবে
Ο খ) তাপমাত্রা হ্রাস পাবে
Ο গ) তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
Ο ঘ) তাপমাত্রা দ্বিগুণ হবে
সঠিক উত্তর: (গ)
১৩২. তাপীয় প্রসারণ-
i. গ্যাসীয় পদার্থের সবচেয়ে বেশি
ii. তরলে গ্যাসীয় পদার্থের চেয়ে কম
iii. কঠিন পদার্থে সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. তাপমাত্রা নির্ণয়ের সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এ স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 00 ধরা হয়
ii. এ স্কেলে 100টি সমান ভাগে বিভক্ত থাকে
iii. এ স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ককে 2730 ধরা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৪. থার্মোমিটারের মধ্যে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) পারদ
Ο খ) গ্যাস
Ο গ) পানি
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের কিসের ওপর নির্ভর করে?
Ο ক) তাপের পরিমাণের ওপর
Ο খ) তাপীয় অবস্থার ওপর
Ο গ) উপাদানের ওপর
Ο ঘ) আয়তন ও আকৃতির ওপর
সঠিক উত্তর: (খ)
১৩৬. পানির অবস্থাগুলো হলো- i. বরফ ii. পানি iii. জলীয় বাষ্প নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. যে পদার্থের তাপমাত্রিক ধর্ম আছে তাকে কি বলে?
Ο ক) তাপমাত্রিক ধর্ম
Ο খ) তাপমাত্রিক পদার্থ
Ο গ) অপরিবাহী
Ο ঘ) পরিবাহী
সঠিক উত্তর: (খ)
১৩৮. কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে নিচের কোনটি আছে?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
Ο ক) কেলভিন
Ο খ) সেলসিয়াস
Ο গ) ফারেনহাইট
Ο ঘ) সেন্টিগ্রেড
সঠিক উত্তর:
১৪০. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 1/273 ভাগকে কত ধরা হয়?
Ο ক) 10C
Ο খ) 1K
Ο গ) 10F
Ο ঘ) 10R
সঠিক উত্তর: (খ)
১৪১. তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মকেই পদার্থের কি বলা হয়?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রিক ধর্ম
Ο গ) স্ফুটনাঙ্ক
Ο ঘ) গলনাঙ্ক
সঠিক উত্তর: (খ)
১৪২. আপেক্ষিক তাপের ক্ষেত্রে-
i. পানির আপেক্ষিক তাপ 4200JKg-1K-1
ii. তামার আপেক্ষিক তাপ 400JKg-1K-1
iii. আপেক্ষিক তাপ=ভর/তাপধারণ ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৩. কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির কি প্রসারণ বলে?
Ο ক) প্রস্থ
Ο খ) দৈর্ঘ্য
Ο গ) ক্ষেত্রফল
Ο ঘ) আয়তন
সঠিক উত্তর: (খ)
১৪৪. পদার্থের অণুগুলোর গতি শক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কী বলে?
Ο ক) মহাকর্ষ শক্তি
Ο খ) অভিকর্ষ শক্তি
Ο গ) অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) আন্তঃআণবিক শক্তি
সঠিক উত্তর: (গ)
১৪৫. পদার্থের প্রসারণ সহগগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক সম্পর্ক?
Ο ক) a=2B=y
Ο খ) 6a=3B=2y
Ο গ) 2a=B=3y
Ο ঘ) 3a=2B=y
সঠিক উত্তর: (খ)
১৪৬. তাপ প্রয়োগ করলে কঠিণ পদার্থের বৃদ্ধি পায়-
i. দৈর্ঘ্য
ii. ক্ষেত্রফল
iii. আয়তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. একটি কাঁচ বোতলকে উত্তপ্ত করা হলে পরিবর্তিত হবে বোতলের-
i. ভর
ii. বাহ্যিক ব্যাস
iii. অভ্যন্তরীণ আয়তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৮. কোনো বস্তুর তাপমাত্রা Δθ বাড়াতে যদি Q পরিমাণ তাপ লাগে তাহলে 1K তাপমাত্রা বাড়াতে কত তাপ লাগবে?
Ο ক) QΔθ
Ο খ) Δθ/Q
Ο গ) C/Δθ
Ο ঘ) Q/Δθ
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই?
Ο ক) 400C
Ο খ) -400C
Ο গ) -2730C
Ο ঘ) 300C
সঠিক উত্তর: (খ)
১৫০. সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 300C হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত?
Ο ক) 273K
Ο খ) 303K
Ο গ) 300K
Ο ঘ) 373K
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. দুটি অণুর মধ্যে দূরত্ব বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যায়?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) তাপ
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (ক)
১০২. কোনো বস্তুর আপেক্ষিক তাপ বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে?
Ο ক) একক ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে
Ο খ) বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে
Ο গ) একক ভরের বস্তুর আয়তনকে
Ο ঘ) বস্তুর আয়তনকে
সঠিক উত্তর: (ক)
১০৩. কেলভিন স্কেলের উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 100
Ο খ) 273
Ο গ) 373
Ο ঘ) 212
সঠিক উত্তর: (গ)
১০৪. স্থিতিশক্তি আছে কোন পদার্থের?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) গ্যাসীয়
সঠিক উত্তর: (ক)
১০৫. তাপমাত্রার পার্থক্য 10C কত কেলভিন সমান?
Ο ক) 20C
Ο খ) 10F
Ο গ) 1K
Ο ঘ) 274K
সঠিক উত্তর: (গ)
১০৬. বাষ্প থেকে তরল হওয়ার প্রক্রিয়া কোনটি?
Ο ক) বাষ্পায়ন
Ο খ) স্ফুটন
Ο গ) ঘনীভবন
Ο ঘ) উর্ধ্বপাতন
সঠিক উত্তর: (গ)
১০৭. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তনের পাত্রে রক্ষিত-
i. গ্যাসকে তাপমাত্রিক ধর্ম বলে
ii. গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে
iii. গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৮. দুইটি আইসক্রিমকে একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যায়। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে-
i. চাপ প্রয়োগে গলনাঙ্কের পরিবর্তন
ii. পুনঃশিলীভবন
iii. বাষ্পীভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৯. সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১০. কেলভিন স্কেলে উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 273K
Ο খ) 212K
Ο গ) 373K
Ο ঘ) 273.16K
সঠিক উত্তর: (গ)
১১১. উর্ধ্বস্থিরাঙ্ককে বলে- i. শিশিরাঙ্ক ii. বাষ্পবিন্দু iii. স্ফুটনাঙ্ক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১২. বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে হতে পারে-
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
১১৩. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. তাপের একক জুল
ii. 1 cal=4.2J
iii. তাপ এক প্রকার শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৪. তাপমাত্রিক পদার্থ ব্যবহৃত হয়-
Ο ক) ব্যারোমিটারে
Ο খ) থার্মোমিটারে
Ο গ) ক্যালরিমিটারে
Ο ঘ) গ্যালভানোমিটারে
সঠিক উত্তর: (খ)
১১৫. নিচের কোনটিতে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
Ο ক) ক্লোরিন
Ο খ) সোডিয়াম ক্লোরাইড
Ο গ) পানি
Ο ঘ) লোহা
সঠিক উত্তর: (ক)
১১৬. কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
Ο ক) 0
Ο খ) 32
Ο গ) 273
Ο ঘ) 100
সঠিক উত্তর: (গ)
১১৭. তামার আয়তন প্রসারণ সহগ 50.110-6K-1 বলতে কী বোঝায়?
Ο ক) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K হ্রাস করলে আয়তন 50.1×10-6m3 বৃদ্ধি পাবে
Ο খ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K হ্রাস করলে আয়তন 50.1×10-6m3 হ্রাস পাবে
Ο গ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1×10-6m3 বৃদ্ধি পাবে
Ο ঘ) 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1×10-6m3 হ্রাস পাবে
সঠিক উত্তর: (গ)
১১৮. সীসার আপেক্ষিক তাপ কত?
Ο ক) 120Jkg-1K-1
Ο খ) 130Jkg-1K-1
Ο গ) 4.2×103Jkg-1K-1
Ο ঘ) 4.2 Jkg-1K-1
সঠিক উত্তর: (খ)
১১৯. কোনো ব্স্তুতে তাপ প্রয়োগ করা হলে বস্তুর কী বেড়ে যাবে?
Ο ক) যান্ত্রিকশক্তি
Ο খ) চৌম্বকশক্তি
Ο গ) গতিশক্তি
Ο ঘ) বিভবশক্তি
সঠিক উত্তর: (গ)
১২০. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে বলা হয়-
Ο ক) আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) আপেক্ষিকক গুরুত্ব
Ο গ) ক্যালরি
Ο ঘ) আপেক্ষিক তাপ
সঠিক উত্তর: (ঘ)
১২১. উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কি বলে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) তাপ
Ο গ) অণু
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (খ)
১২২. তরলের ক্ষেত্রে দেখা যায়-
i. দুই ধরনের প্রসারণ
ii. আপাত প্রসারণ
iii. প্রকৃত প্রসারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৩. আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার ক্ষেত্রে বলা যায়-
i. একই উপাদানের সকল বস্তুর তাপধারণ ক্ষমতা একই
ii. তাপধারণ ক্ষমতা হলো বস্তুর একটি বৈশিষ্ট্য
iii. আপেক্ষিক তাপ হলো বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৪. তরলের উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয়?
Ο ক) হ্রাস পায়
Ο খ) বৃদ্ধি ও হ্রাস উভয়ই ঘটে
Ο গ) বৃদ্ধি পায়
Ο ঘ) বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর: (গ)
১২৫. তরলের প্রসারণ বলতে বোঝায়-
i. প্রকৃত প্রসারণকে
ii. আপাত প্রসারণকে
iii. প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৬. দুই টুকরা বরফ একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যাওয়ার কারণ-
i. গলনাঙ্কের পরিবর্তন
ii. এর বাষ্পীভবন
iii. পুনঃশিলীভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৭. 200C তাপমাত্রায় একটি রেললাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত টুকু বৃদ্ধি পাবে?
Ο ক) 10.4646cm
Ο খ) 10.232cm
Ο গ) 0.4645cm
Ο ঘ) 0.232cm
সঠিক উত্তর: (ঘ)
১২৮. 1J = কত?
Ο ক) 0.31 cal
Ο খ) 0.41 cal
Ο গ) 0.42 cal
Ο ঘ) 0.24 cal
সঠিক উত্তর: (ঘ)
১২৯. পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?
Ο ক) আপাত প্রসারণ
Ο খ) প্রকৃত প্রসারণ
Ο গ) আয়তন প্রসারণ
Ο ঘ) ক্ষেত্র প্রসারণ
সঠিক উত্তর: (খ)
১৩০. ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 3310-6K-1 হলে এর ক্ষেত্রফল প্রসারণ সহগ কত হবে?
Ο ক) 44×10-6K-1
Ο খ) 33×10-6K-1
Ο গ) 22×10-6K-1
Ο ঘ) 11×10-6K-1
সঠিক উত্তর: (গ)
১৩১. 1000C তাপমাত্রায় উত্তপ্ত পানিকে আরো তাপ দিলে কী ঘটবে?
Ο ক) তাপমাত্রা বৃদ্ধি পাবে
Ο খ) তাপমাত্রা হ্রাস পাবে
Ο গ) তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
Ο ঘ) তাপমাত্রা দ্বিগুণ হবে
সঠিক উত্তর: (গ)
১৩২. তাপীয় প্রসারণ-
i. গ্যাসীয় পদার্থের সবচেয়ে বেশি
ii. তরলে গ্যাসীয় পদার্থের চেয়ে কম
iii. কঠিন পদার্থে সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. তাপমাত্রা নির্ণয়ের সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এ স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 00 ধরা হয়
ii. এ স্কেলে 100টি সমান ভাগে বিভক্ত থাকে
iii. এ স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ককে 2730 ধরা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৪. থার্মোমিটারের মধ্যে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) পারদ
Ο খ) গ্যাস
Ο গ) পানি
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের কিসের ওপর নির্ভর করে?
Ο ক) তাপের পরিমাণের ওপর
Ο খ) তাপীয় অবস্থার ওপর
Ο গ) উপাদানের ওপর
Ο ঘ) আয়তন ও আকৃতির ওপর
সঠিক উত্তর: (খ)
১৩৬. পানির অবস্থাগুলো হলো- i. বরফ ii. পানি iii. জলীয় বাষ্প নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. যে পদার্থের তাপমাত্রিক ধর্ম আছে তাকে কি বলে?
Ο ক) তাপমাত্রিক ধর্ম
Ο খ) তাপমাত্রিক পদার্থ
Ο গ) অপরিবাহী
Ο ঘ) পরিবাহী
সঠিক উত্তর: (খ)
১৩৮. কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে নিচের কোনটি আছে?
Ο ক) আকর্ষণ বল
Ο খ) বিকর্ষণ বল
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
Ο ক) কেলভিন
Ο খ) সেলসিয়াস
Ο গ) ফারেনহাইট
Ο ঘ) সেন্টিগ্রেড
সঠিক উত্তর:
১৪০. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 1/273 ভাগকে কত ধরা হয়?
Ο ক) 10C
Ο খ) 1K
Ο গ) 10F
Ο ঘ) 10R
সঠিক উত্তর: (খ)
১৪১. তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মকেই পদার্থের কি বলা হয়?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রিক ধর্ম
Ο গ) স্ফুটনাঙ্ক
Ο ঘ) গলনাঙ্ক
সঠিক উত্তর: (খ)
১৪২. আপেক্ষিক তাপের ক্ষেত্রে-
i. পানির আপেক্ষিক তাপ 4200JKg-1K-1
ii. তামার আপেক্ষিক তাপ 400JKg-1K-1
iii. আপেক্ষিক তাপ=ভর/তাপধারণ ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৩. কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির কি প্রসারণ বলে?
Ο ক) প্রস্থ
Ο খ) দৈর্ঘ্য
Ο গ) ক্ষেত্রফল
Ο ঘ) আয়তন
সঠিক উত্তর: (খ)
১৪৪. পদার্থের অণুগুলোর গতি শক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কী বলে?
Ο ক) মহাকর্ষ শক্তি
Ο খ) অভিকর্ষ শক্তি
Ο গ) অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) আন্তঃআণবিক শক্তি
সঠিক উত্তর: (গ)
১৪৫. পদার্থের প্রসারণ সহগগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক সম্পর্ক?
Ο ক) a=2B=y
Ο খ) 6a=3B=2y
Ο গ) 2a=B=3y
Ο ঘ) 3a=2B=y
সঠিক উত্তর: (খ)
১৪৬. তাপ প্রয়োগ করলে কঠিণ পদার্থের বৃদ্ধি পায়-
i. দৈর্ঘ্য
ii. ক্ষেত্রফল
iii. আয়তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. একটি কাঁচ বোতলকে উত্তপ্ত করা হলে পরিবর্তিত হবে বোতলের-
i. ভর
ii. বাহ্যিক ব্যাস
iii. অভ্যন্তরীণ আয়তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৮. কোনো বস্তুর তাপমাত্রা Δθ বাড়াতে যদি Q পরিমাণ তাপ লাগে তাহলে 1K তাপমাত্রা বাড়াতে কত তাপ লাগবে?
Ο ক) QΔθ
Ο খ) Δθ/Q
Ο গ) C/Δθ
Ο ঘ) Q/Δθ
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই?
Ο ক) 400C
Ο খ) -400C
Ο গ) -2730C
Ο ঘ) 300C
সঠিক উত্তর: (খ)
১৫০. সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 300C হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত?
Ο ক) 273K
Ο খ) 303K
Ο গ) 300K
Ο ঘ) 373K
সঠিক উত্তর: (খ)
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics