ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. সমান ভরের কিছু পদার্থের মধ্যে আপেক্ষিক তাপ বেশি-
i. যাদের তাপধারণ ক্ষমতা বেশি
ii. যাদের তাপধারণ ক্ষমতা ও তাপমাত্রার পার্থক্যের অনুপাত বেশি
iii. যাদের তাপধারণ ক্ষমতা ও ভরের অনুপাত বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫২. গ্লিসারিনের প্রকৃত প্রসারণ সহগ 5310-5K-1। 00C তাপমাত্রায় 200cm3 গ্লিসারিনের তাপমাত্রা 300C বাড়ালে এর প্রসারণ কত হবে?
Ο ক) 3.18cm3
Ο খ) 4.18cm3
Ο গ) 5.18cm3
Ο ঘ) 6.18cm3
সঠিক উত্তর: (ক)
৫৩. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা কোন কাজে লাগে?
Ο ক) আন্তঃআণবিক বন্ধন ভাঙ্গতে
Ο খ) আন্তঃআণবিক দূরত্ব কমাতে
Ο গ) আন্তঃআণবিক শক্তি বাড়াতে
Ο ঘ) ঘনীভবন
সঠিক উত্তর: (গ)
৫৪. আপেক্ষিক তাপের একক কোনটি?
Ο ক) JK-1
Ο খ) Jkg-1K-1
Ο গ) JkgK-1
Ο ঘ) Jk-1kg-2
সঠিক উত্তর: (খ)
৫৫. θ1 তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের পৃষ্ঠের আদি ক্ষেত্রফল=A1, তাপমাত্রা বৃদ্ধি করে θ2 করলে শেষ ক্ষেত্রফল =A2 হলে-
i. তাপমাত্রা বৃদ্ধি θ1-θ2
ii. তাপমাত্রা বৃদ্ধি θ2-θ1
iii. ক্ষেত্রফল বৃদ্ধি= A2-A1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৬. একটি বস্তুর তাপমাত্রা 1K ও 10K বৃদ্ধি করতে আলাদা আলাদা তাপ প্রয়োগ করা হলে কোনটি ঘটবে?
Ο ক) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 10 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο খ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 5 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο গ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 20 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο ঘ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে একই তাপের প্রয়োজন পড়ে
সঠিক উত্তর: (ক)
৫৭. কোন পাত্রে পানি বেশি ঠাণ্ডা থাকবে?
Ο ক) কাচের পাত্রে
Ο খ) মাটির কলসিতে
Ο গ) পিতলের কলসিতে
Ο ঘ) প্লাস্টিকের পাত্রে
সঠিক উত্তর: (খ)
৫৮. নিম্নস্থিরাঙ্ককে বলে- i. হিমাঙ্ক ii. বরফ বিন্দু iii. বাষ্প বিন্দু নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৯. যেকোনো তাপমাত্রায় তরল পদার্থের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) বাষ্পায়ন
Ο খ) পুনঃশিলীভবন
Ο গ) গলন
Ο ঘ) স্ফুটন
সঠিক উত্তর: (ক)
৬০. স্ফুটন প্রভাবম্বিত হওয়ার কারণ-
i. তরল পদার্থের প্রকৃতি
ii. তরলের ওপরস্থ চাপ
iii. বায়ু প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬১. কোন কাচের প্রসারণ সহগ কম?
Ο ক) ফ্লিন্ট
Ο খ) ক্রাউন
Ο গ) পাইরেক্স
Ο ঘ) সাধারণ
সঠিক উত্তর: (গ)
৬২. কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই?
Ο ক) লোহা
Ο খ) পানি
Ο গ) অক্সিজেন
Ο ঘ) পারদ
সঠিক উত্তর: (গ)
৬৩. প্রমাণ চাপে যে তাপমাত্রায় পানি জমে বরফ হয় তাকে কী বলা হয়?
Ο ক) বরফ বিন্দু
Ο খ) বাষ্প বিন্দু
Ο গ) স্ফুটনাংক
Ο ঘ) ত্রৈধ বিন্দু
সঠিক উত্তর: (ক)
৬৪. কোন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করাকে কী বলে?
Ο ক) তরল
Ο খ) গলন
Ο গ) কঠিন
Ο ঘ) স্ফুটন
সঠিক উত্তর: (খ)
৬৫. সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থান পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৬. কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 5110-6K-1 -
Ο ক) 17×10-6K-1
Ο খ) 34×10-6K-1
Ο গ) 25×10-6K-1
Ο ঘ) 22×10-6K-1
সঠিক উত্তর: (ক)
৬৭. তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. এটি সাধারণত আয়তন প্রসারণকে বুঝায়
ii. তরল পদার্থের দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ হয়
iii. তরল পদার্থের দুই ধরনের প্রসারণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৮. কঠিন বস্তুর মধ্যে অণুগুলো কাঁপতে থাকে-
i. তাপমাত্রা বৃদ্ধির ফলে
ii. তখন অণুগুলো বাইরের দিকে বেশি সরে যায়
iii. তখন বস্তুটি প্রসারণ লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৯. তাপমাত্রা হচ্ছে-
i. বস্তুর উষ্ণতার নির্দেশক
ii. বস্তুর তাপীয় অবস্থা
iii. বস্তুর তাপ নির্দেশক একটি সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭০. যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরলে স্ফুটন হয়, তাকে ঐ তরলের কী বলে?
Ο ক) বাষ্পীভবন
Ο খ) বাষ্পায়ন
Ο গ) স্ফুটন
Ο ঘ) স্ফুটনাঙ্ক
সঠিক উত্তর: (ঘ)
৭১. তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কী বলে?
Ο ক) তাপ
Ο খ) আপেক্ষিক তাপ
Ο গ) সুপ্ততাপ
Ο ঘ) বিদ্যুৎ
সঠিক উত্তর: (ক)
৭২. কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে কী বলা হয়?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) ক্ষেত্র-প্রসারণ
Ο গ) আয়তন প্রসারণ
Ο ঘ) আপেক্ষিক তাপ
সঠিক উত্তর: (গ)
৭৩. OOC তাপমাত্রার নিচের বরফকে তাপ দিলে প্রথমে কোন অবস্থা প্রাপ্ত হবে?
Ο ক) 00C তাপমাত্রার পানি
Ο খ) 00C তাপমাত্রার বরফ
Ο গ) 00C তাপমাত্রার বাষ্প
Ο ঘ) 0K তাপমাত্রার পানি
সঠিক উত্তর: (খ)
৭৪. সেলসিয়াস স্কেলে বরফের উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 1000
Ο খ) 2120
Ο গ) 320
Ο ঘ) 3730
সঠিক উত্তর: (ক)
৭৫. পানির আপেক্ষিক তাপ অন্যান্য পদার্থের তুলনায় অনেক বেশি হওয়ার সুবিধাজনক দিক হলো-
i. স্থলভাগের চেয়ে সামুদ্রিক অঞ্চলের তাপমাত্রা অনেক ধীরে ধীরে হ্রাস বা বৃদ্ধি পায়
ii. গাড়ির ইঞ্চিন ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহৃত হয়
iii. ঋতু পরিবর্তনে স্থলভাগের বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা পরিবর্তনের তুলনায় দ্বীপাঞ্চলের তাপমাত্রার পরিবর্তন অনেক কম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৬. নিম্নের কোনটির উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাস
Ο ঘ) তরল ও গ্যাস
সঠিক উত্তর: (খ)
৭৭. স্বাভাবিক চাপে সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত?
Ο ক) 1000C
Ο খ) 2730C
Ο গ) 00C
Ο ঘ) 320C
সঠিক উত্তর: (গ)
৭৮. বস্তুর তাপধারণ ক্ষমতার মান কিসের জন্য ভিন্নতা দেখায়?
Ο ক) বস্তুর উপাদান ও ভরের পরিবর্তনে
Ο খ) বস্তুর ভর ও তাপমাত্রার পরিবর্তনে
Ο গ) বস্তুর উপাদান ও তাপমাত্রার পরিবর্তনে
Ο ঘ) বস্তুর ক্ষেত্রফল ও তাপমাত্রার পরিবর্তনে
সঠিক উত্তর: (ক)
৭৯. নিচের কোনটি বাষ্পীভবন পদ্ধতি-
Ο ক) বাষ্পায়ন
Ο খ) স্ফুটন
Ο গ) বাষ্পায়ন ও স্ফুটন
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (গ)
৮০. কোন বস্তুর ভর m আ. তাপ S এবং তাপ ধারণ ক্ষমতা C হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) C=S/m
Ο খ) S=m/C
Ο গ) S=C/m
Ο ঘ) C=S
সঠিক উত্তর: (গ)
৮১. পানির স্ফুটনাঙ্ক 373K হলে সেলসিয়াস স্কেলের পাঠ হবে-
i. 00C
ii. 100C
iii. 1000C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮২. কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী?
Ο ক) F/5=K-273/5
Ο খ) F-32/5=K-273/100
Ο গ) F-32/9=K-273/5
Ο ঘ) F-32/9=K/5
সঠিক উত্তর: (গ)
৮৩. দুইটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে?
Ο ক) তাপের পরিমাণও একই হবে
Ο খ) তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
Ο গ) তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
Ο ঘ) বস্তুদ্বয়ের ভর সমান হবে
সঠিক উত্তর: (গ)
৮৪. নিচের কোনটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক-
Ο ক) C/5=K-273/9
Ο খ) F-32/9=K-273/100
Ο গ) C/5=F-32/9
Ο ঘ) F-32/9=F-212/9
সঠিক উত্তর: (গ)
৮৫. পানি কয় অবস্থায় থাকতে পারে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৮৬. 1 ক্যালরি=কত জুল?
Ο ক) 4.2
Ο খ) 2.4
Ο গ) 4.42
Ο ঘ) 4.24
সঠিক উত্তর: (ক)
৮৭. পারদ থার্মোমিটারে-
i. পারদ স্তম্ভের দৈর্ঘ্য তাপমিতিক ধর্ম
ii. ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিবর্তিত হয়
iii. পারদ তাপমিতিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৮. তাপমাত্রার ক্ষেত্রে-
i. সুপ্ততাপ তাপমাত্রার পরিবর্তন ঘটায় না
ii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273K ধরা হয়
iii. দু’টি বস্তুর তাপমাত্রার পার্থক্য 1000C হলে কেলভিন স্কেলের পার্থক্য 100K হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. প্লাটিনামের আপেক্ষিক তাপ 126Jkg-1K-1 বলতে বুঝায়-
i. 1kg প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 126J তাপের প্রয়োজন হয়
ii. 1kg প্লাটিনামের তাপমাত্রা 126K বাড়াতে। J তাপের প্রয়োজন হয়
iii. 1gm প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 0.03 Cal তাপের প্রয়োজন হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯০. নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
i. তাপ এক প্রকার শক্তি
ii. তাপের একক জুল
iii. তাপমাত্রার একক জুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯১. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. তাপ ধারণ ক্ষমতা বস্তুর ভরের উপর নির্ভর করে
ii. আপেক্ষিক তাপের একক
iii. পানির উচ্চ আপেক্ষিক তাপ ইঞ্জিন ঠাণ্ডা রাখতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯২. পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে?
Ο ক) গতিশীল
Ο খ) স্থিতিশীল
Ο গ) প্রথমে গতিশীল পরে স্থিতিশীল
Ο ঘ) গতিশীল ও স্থিতিশীল
সঠিক উত্তর: (ক)
৯৩. 1m2 ক্ষেত্রফলমবিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলা হয়?
Ο ক) আয়তন প্রসারণ-সহগ
Ο খ) ক্ষেত্র প্রসারণ-সহগ
Ο গ) দৈর্ঘ্য প্রসারণ-সহগ
Ο ঘ) স্থির চাপে ক্ষেত্র প্রসারণ-সহগ
সঠিক উত্তর: (খ)
৯৪. সেলসিয়াস স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
Ο ক) 100
Ο খ) 0
Ο গ) 212
Ο ঘ) 373
সঠিক উত্তর: (ক)
৯৫. কোন পাত্রের পানির বাষ্পায়ন সম্ভব?
Ο ক) কাচ
Ο খ) পিতল
Ο গ) মাটি
Ο ঘ) কাসা
সঠিক উত্তর: (গ)
৯৬. বাষ্পায়ন নির্ভর করে-
i. তরলের প্রকৃতি
ii. তরলের উপর চাপ
iii. বায়ু প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. 00C তাপমাত্রায় 100cm3 গ্লিসারিনের তাপমাত্রা 200C বাড়ালে এর প্রসারণ হয় 1.03cm3 । গ্লিসারিনের প্রকৃত সহগ কত?
Ο ক) 53×10-5K-1
Ο খ) 5.3×10-5K-1
Ο গ) 53×106K-1
Ο ঘ) 53×105K-1
সঠিক উত্তর: (ক)
৯৮. রূপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 230
Ο খ) 130
Ο গ) 330
Ο ঘ) 400
সঠিক উত্তর: (ক)
৯৯. তাপ ধারণ ক্ষমতার একক কী?
Ο ক) K-1
Ο খ) JK
Ο গ) JKg-1K-1
Ο ঘ) JK-1
সঠিক উত্তর: (ঘ)
১০০. কোনো অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন সেটি কী অণুভব করে?
Ο ক) আকর্ষণ
Ο খ) বিকর্ষণ
Ο গ) প্রথমে বিকর্ষণ পরে আকর্ষণ
Ο ঘ) আকর্ষণ-বিকর্ষণ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. সমান ভরের কিছু পদার্থের মধ্যে আপেক্ষিক তাপ বেশি-
i. যাদের তাপধারণ ক্ষমতা বেশি
ii. যাদের তাপধারণ ক্ষমতা ও তাপমাত্রার পার্থক্যের অনুপাত বেশি
iii. যাদের তাপধারণ ক্ষমতা ও ভরের অনুপাত বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫২. গ্লিসারিনের প্রকৃত প্রসারণ সহগ 5310-5K-1। 00C তাপমাত্রায় 200cm3 গ্লিসারিনের তাপমাত্রা 300C বাড়ালে এর প্রসারণ কত হবে?
Ο ক) 3.18cm3
Ο খ) 4.18cm3
Ο গ) 5.18cm3
Ο ঘ) 6.18cm3
সঠিক উত্তর: (ক)
৫৩. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা কোন কাজে লাগে?
Ο ক) আন্তঃআণবিক বন্ধন ভাঙ্গতে
Ο খ) আন্তঃআণবিক দূরত্ব কমাতে
Ο গ) আন্তঃআণবিক শক্তি বাড়াতে
Ο ঘ) ঘনীভবন
সঠিক উত্তর: (গ)
৫৪. আপেক্ষিক তাপের একক কোনটি?
Ο ক) JK-1
Ο খ) Jkg-1K-1
Ο গ) JkgK-1
Ο ঘ) Jk-1kg-2
সঠিক উত্তর: (খ)
৫৫. θ1 তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের পৃষ্ঠের আদি ক্ষেত্রফল=A1, তাপমাত্রা বৃদ্ধি করে θ2 করলে শেষ ক্ষেত্রফল =A2 হলে-
i. তাপমাত্রা বৃদ্ধি θ1-θ2
ii. তাপমাত্রা বৃদ্ধি θ2-θ1
iii. ক্ষেত্রফল বৃদ্ধি= A2-A1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৬. একটি বস্তুর তাপমাত্রা 1K ও 10K বৃদ্ধি করতে আলাদা আলাদা তাপ প্রয়োগ করা হলে কোনটি ঘটবে?
Ο ক) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 10 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο খ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 5 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο গ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 20 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο ঘ) 1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে একই তাপের প্রয়োজন পড়ে
সঠিক উত্তর: (ক)
৫৭. কোন পাত্রে পানি বেশি ঠাণ্ডা থাকবে?
Ο ক) কাচের পাত্রে
Ο খ) মাটির কলসিতে
Ο গ) পিতলের কলসিতে
Ο ঘ) প্লাস্টিকের পাত্রে
সঠিক উত্তর: (খ)
৫৮. নিম্নস্থিরাঙ্ককে বলে- i. হিমাঙ্ক ii. বরফ বিন্দু iii. বাষ্প বিন্দু নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৯. যেকোনো তাপমাত্রায় তরল পদার্থের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) বাষ্পায়ন
Ο খ) পুনঃশিলীভবন
Ο গ) গলন
Ο ঘ) স্ফুটন
সঠিক উত্তর: (ক)
৬০. স্ফুটন প্রভাবম্বিত হওয়ার কারণ-
i. তরল পদার্থের প্রকৃতি
ii. তরলের ওপরস্থ চাপ
iii. বায়ু প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬১. কোন কাচের প্রসারণ সহগ কম?
Ο ক) ফ্লিন্ট
Ο খ) ক্রাউন
Ο গ) পাইরেক্স
Ο ঘ) সাধারণ
সঠিক উত্তর: (গ)
৬২. কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই?
Ο ক) লোহা
Ο খ) পানি
Ο গ) অক্সিজেন
Ο ঘ) পারদ
সঠিক উত্তর: (গ)
৬৩. প্রমাণ চাপে যে তাপমাত্রায় পানি জমে বরফ হয় তাকে কী বলা হয়?
Ο ক) বরফ বিন্দু
Ο খ) বাষ্প বিন্দু
Ο গ) স্ফুটনাংক
Ο ঘ) ত্রৈধ বিন্দু
সঠিক উত্তর: (ক)
৬৪. কোন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করাকে কী বলে?
Ο ক) তরল
Ο খ) গলন
Ο গ) কঠিন
Ο ঘ) স্ফুটন
সঠিক উত্তর: (খ)
৬৫. সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থান পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৬. কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 5110-6K-1 -
Ο ক) 17×10-6K-1
Ο খ) 34×10-6K-1
Ο গ) 25×10-6K-1
Ο ঘ) 22×10-6K-1
সঠিক উত্তর: (ক)
৬৭. তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. এটি সাধারণত আয়তন প্রসারণকে বুঝায়
ii. তরল পদার্থের দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ হয়
iii. তরল পদার্থের দুই ধরনের প্রসারণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৮. কঠিন বস্তুর মধ্যে অণুগুলো কাঁপতে থাকে-
i. তাপমাত্রা বৃদ্ধির ফলে
ii. তখন অণুগুলো বাইরের দিকে বেশি সরে যায়
iii. তখন বস্তুটি প্রসারণ লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৯. তাপমাত্রা হচ্ছে-
i. বস্তুর উষ্ণতার নির্দেশক
ii. বস্তুর তাপীয় অবস্থা
iii. বস্তুর তাপ নির্দেশক একটি সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭০. যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরলে স্ফুটন হয়, তাকে ঐ তরলের কী বলে?
Ο ক) বাষ্পীভবন
Ο খ) বাষ্পায়ন
Ο গ) স্ফুটন
Ο ঘ) স্ফুটনাঙ্ক
সঠিক উত্তর: (ঘ)
৭১. তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কী বলে?
Ο ক) তাপ
Ο খ) আপেক্ষিক তাপ
Ο গ) সুপ্ততাপ
Ο ঘ) বিদ্যুৎ
সঠিক উত্তর: (ক)
৭২. কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে কী বলা হয়?
Ο ক) দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) ক্ষেত্র-প্রসারণ
Ο গ) আয়তন প্রসারণ
Ο ঘ) আপেক্ষিক তাপ
সঠিক উত্তর: (গ)
৭৩. OOC তাপমাত্রার নিচের বরফকে তাপ দিলে প্রথমে কোন অবস্থা প্রাপ্ত হবে?
Ο ক) 00C তাপমাত্রার পানি
Ο খ) 00C তাপমাত্রার বরফ
Ο গ) 00C তাপমাত্রার বাষ্প
Ο ঘ) 0K তাপমাত্রার পানি
সঠিক উত্তর: (খ)
৭৪. সেলসিয়াস স্কেলে বরফের উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 1000
Ο খ) 2120
Ο গ) 320
Ο ঘ) 3730
সঠিক উত্তর: (ক)
৭৫. পানির আপেক্ষিক তাপ অন্যান্য পদার্থের তুলনায় অনেক বেশি হওয়ার সুবিধাজনক দিক হলো-
i. স্থলভাগের চেয়ে সামুদ্রিক অঞ্চলের তাপমাত্রা অনেক ধীরে ধীরে হ্রাস বা বৃদ্ধি পায়
ii. গাড়ির ইঞ্চিন ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহৃত হয়
iii. ঋতু পরিবর্তনে স্থলভাগের বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা পরিবর্তনের তুলনায় দ্বীপাঞ্চলের তাপমাত্রার পরিবর্তন অনেক কম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৬. নিম্নের কোনটির উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাস
Ο ঘ) তরল ও গ্যাস
সঠিক উত্তর: (খ)
৭৭. স্বাভাবিক চাপে সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত?
Ο ক) 1000C
Ο খ) 2730C
Ο গ) 00C
Ο ঘ) 320C
সঠিক উত্তর: (গ)
৭৮. বস্তুর তাপধারণ ক্ষমতার মান কিসের জন্য ভিন্নতা দেখায়?
Ο ক) বস্তুর উপাদান ও ভরের পরিবর্তনে
Ο খ) বস্তুর ভর ও তাপমাত্রার পরিবর্তনে
Ο গ) বস্তুর উপাদান ও তাপমাত্রার পরিবর্তনে
Ο ঘ) বস্তুর ক্ষেত্রফল ও তাপমাত্রার পরিবর্তনে
সঠিক উত্তর: (ক)
৭৯. নিচের কোনটি বাষ্পীভবন পদ্ধতি-
Ο ক) বাষ্পায়ন
Ο খ) স্ফুটন
Ο গ) বাষ্পায়ন ও স্ফুটন
Ο ঘ) গলন
সঠিক উত্তর: (গ)
৮০. কোন বস্তুর ভর m আ. তাপ S এবং তাপ ধারণ ক্ষমতা C হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) C=S/m
Ο খ) S=m/C
Ο গ) S=C/m
Ο ঘ) C=S
সঠিক উত্তর: (গ)
৮১. পানির স্ফুটনাঙ্ক 373K হলে সেলসিয়াস স্কেলের পাঠ হবে-
i. 00C
ii. 100C
iii. 1000C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮২. কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী?
Ο ক) F/5=K-273/5
Ο খ) F-32/5=K-273/100
Ο গ) F-32/9=K-273/5
Ο ঘ) F-32/9=K/5
সঠিক উত্তর: (গ)
৮৩. দুইটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে?
Ο ক) তাপের পরিমাণও একই হবে
Ο খ) তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
Ο গ) তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
Ο ঘ) বস্তুদ্বয়ের ভর সমান হবে
সঠিক উত্তর: (গ)
৮৪. নিচের কোনটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক-
Ο ক) C/5=K-273/9
Ο খ) F-32/9=K-273/100
Ο গ) C/5=F-32/9
Ο ঘ) F-32/9=F-212/9
সঠিক উত্তর: (গ)
৮৫. পানি কয় অবস্থায় থাকতে পারে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৮৬. 1 ক্যালরি=কত জুল?
Ο ক) 4.2
Ο খ) 2.4
Ο গ) 4.42
Ο ঘ) 4.24
সঠিক উত্তর: (ক)
৮৭. পারদ থার্মোমিটারে-
i. পারদ স্তম্ভের দৈর্ঘ্য তাপমিতিক ধর্ম
ii. ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিবর্তিত হয়
iii. পারদ তাপমিতিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৮. তাপমাত্রার ক্ষেত্রে-
i. সুপ্ততাপ তাপমাত্রার পরিবর্তন ঘটায় না
ii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273K ধরা হয়
iii. দু’টি বস্তুর তাপমাত্রার পার্থক্য 1000C হলে কেলভিন স্কেলের পার্থক্য 100K হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. প্লাটিনামের আপেক্ষিক তাপ 126Jkg-1K-1 বলতে বুঝায়-
i. 1kg প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 126J তাপের প্রয়োজন হয়
ii. 1kg প্লাটিনামের তাপমাত্রা 126K বাড়াতে। J তাপের প্রয়োজন হয়
iii. 1gm প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 0.03 Cal তাপের প্রয়োজন হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯০. নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
i. তাপ এক প্রকার শক্তি
ii. তাপের একক জুল
iii. তাপমাত্রার একক জুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯১. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. তাপ ধারণ ক্ষমতা বস্তুর ভরের উপর নির্ভর করে
ii. আপেক্ষিক তাপের একক
iii. পানির উচ্চ আপেক্ষিক তাপ ইঞ্জিন ঠাণ্ডা রাখতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯২. পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে?
Ο ক) গতিশীল
Ο খ) স্থিতিশীল
Ο গ) প্রথমে গতিশীল পরে স্থিতিশীল
Ο ঘ) গতিশীল ও স্থিতিশীল
সঠিক উত্তর: (ক)
৯৩. 1m2 ক্ষেত্রফলমবিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলা হয়?
Ο ক) আয়তন প্রসারণ-সহগ
Ο খ) ক্ষেত্র প্রসারণ-সহগ
Ο গ) দৈর্ঘ্য প্রসারণ-সহগ
Ο ঘ) স্থির চাপে ক্ষেত্র প্রসারণ-সহগ
সঠিক উত্তর: (খ)
৯৪. সেলসিয়াস স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
Ο ক) 100
Ο খ) 0
Ο গ) 212
Ο ঘ) 373
সঠিক উত্তর: (ক)
৯৫. কোন পাত্রের পানির বাষ্পায়ন সম্ভব?
Ο ক) কাচ
Ο খ) পিতল
Ο গ) মাটি
Ο ঘ) কাসা
সঠিক উত্তর: (গ)
৯৬. বাষ্পায়ন নির্ভর করে-
i. তরলের প্রকৃতি
ii. তরলের উপর চাপ
iii. বায়ু প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. 00C তাপমাত্রায় 100cm3 গ্লিসারিনের তাপমাত্রা 200C বাড়ালে এর প্রসারণ হয় 1.03cm3 । গ্লিসারিনের প্রকৃত সহগ কত?
Ο ক) 53×10-5K-1
Ο খ) 5.3×10-5K-1
Ο গ) 53×106K-1
Ο ঘ) 53×105K-1
সঠিক উত্তর: (ক)
৯৮. রূপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 230
Ο খ) 130
Ο গ) 330
Ο ঘ) 400
সঠিক উত্তর: (ক)
৯৯. তাপ ধারণ ক্ষমতার একক কী?
Ο ক) K-1
Ο খ) JK
Ο গ) JKg-1K-1
Ο ঘ) JK-1
সঠিক উত্তর: (ঘ)
১০০. কোনো অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন সেটি কী অণুভব করে?
Ο ক) আকর্ষণ
Ο খ) বিকর্ষণ
Ο গ) প্রথমে বিকর্ষণ পরে আকর্ষণ
Ο ঘ) আকর্ষণ-বিকর্ষণ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics