ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৫: পদার্থের অবস্থা ও চাপ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. কত কেলভিন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Ο ক) 4
Ο খ) 100
Ο গ) 277
Ο ঘ) 0
সঠিক উত্তর: (গ)
২৫২. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি?
Ο ক) বায়ু
Ο খ) মধু
Ο গ) পানি
Ο ঘ) কর্ক
সঠিক উত্তর: (খ)
২৫৩. একক দৈর্ঘ্যের বা একক আয়তনের পরিবর্তনকে কি বলে?
Ο ক) বিকৃতি
Ο খ) পীড়ন
Ο গ) স্থিতিস্থাপকতা
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (ক)
২৫৪. নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?
Ο ক) উর্ধ্বমুখী বলের জন্য
Ο খ) নিম্নমুখী বলের জন্য
Ο গ) পৃষ্ঠটানের জন্য
Ο ঘ) পৃষ্ঠশক্তি
সঠিক উত্তর: (ক)
২৫৫. ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা-
i. ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে
ii. ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝাতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে
iii. খুব কমে যায় বুঝতে হবে চারিদিকে বায়ুমণ্ডলের চাপ সহসা বেড়ে গেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৬. নিচের বিবৃতিগুলো লক্ষ্য কর:
i. পীড়নের মাত্রা ML-1T-2
ii. পীড়নের একক Nm-2
iii. বিকৃতির মাত্রা ও একক নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. আর্কিমিডিসের নীতি অনুসারে-
i. বস্তুকে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে ডুবানো যায়
ii. তরল বা বায়বীয় পদার্থে বস্তুকে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তু কিছু ওজন হারায়
iii. বস্তুটির হারানো ওজন অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. প্যাসকেলের সূত্র প্রযোজ্য-
i. কঠিন পদার্থের ক্ষেত্রে
ii. তরল পদার্থের ক্ষেত্রে
iii. বায়বীয় পদার্থের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৯. গ্লিসারিনের ঘনত্ব 1260kgm-3 হলে 2m3 গ্লিসারিনের ভর কত?
Ο ক) 2500kg
Ο খ) 2520kg
Ο গ) 3000kg
Ο ঘ) 3250kg
সঠিক উত্তর: (খ)
২৬০. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমা কিসের পূর্বাভাস?
Ο ক) স্বাভাবিক আবহাওয়া
Ο খ) বৃষ্টিপাত
Ο গ) ঝড়
Ο ঘ) জলোচ্ছ্বাস
সঠিক উত্তর: (খ)
২৬১. নিক্তি দিয়ে কী পরিমাপ করা হয়?
Ο ক) আয়তন
Ο খ) ভর
Ο গ) ক্ষেত্রফল
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (খ)
২৬২. একটি রবারের ফিতা টানলে-
i. এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে
ii. এতে পীড়নের উদ্ভব হবে
iii. বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৩. তরলের অভ্যন্তরে চাপ বাড়ে যখন-
i. গভীরতা বাড়ে
ii. আয়তন বাড়ে
iii. ঘনত্ব বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৪. কোন বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
i. ওজন
ii. চাপ
iii. ঘনত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৫. তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাসের সমান-এ তত্ত্বটি কে দিয়েছিলেন?
Ο ক) প্যাসকেল
Ο খ) নিউটন
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) ডাল্টন
সঠিক উত্তর: (গ)
২৬৬. বায়ুচাপ 1.1x105Nm-2 হলে 20m দৈর্ঘ্য ও 1 m প্রস্থবিশিষ্ট টেবিলের উপরিতলে বায়ুমণ্ডল কত বল প্রয়োগ করে?
Ο ক) 2.2x105N
Ο খ) 5.5x104N
Ο গ) 2.2x104N
Ο ঘ) 1.1x103N
সঠিক উত্তর: (ক)
২৬৭. কোন বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে-
i. বস্তুটি তরলে একেবারে ডুবে যেতে পারে
ii. বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
iii. বস্তুটিকে তরলে ওজনহীন মনে হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. জুতা পায়ে একজন লোকের ভর 50 kg। জুতার তলার ক্ষেত্রফল 2.00 cm2 হলে চাপ কত হবে?
Ο ক) 2.45x106Pa
Ο খ) 2.45x104Pa
Ο গ) 2.45x10-4Pa
Ο ঘ) 2.45x10-6Pa
সঠিক উত্তর: (ক)
২৬৯. সমান আয়তনের এক টুকরা কর্ক আর এক টুকরা লোহা পানিতে ছেড়ে দিলে দেখা যাবে-
i. কর্কের টুকরা পানিতে ভেসে আছে
ii. লোহার টুকরা পানিতে ডুবে আছে
iii. লোহার টুকরা পানিতে ভেসে আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭০. তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা সম্পর্কে ধারণা দেন কে?
Ο ক) আর্কিমিডিস
Ο খ) প্যাসকেল
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) আইনস্টাইন
সঠিক উত্তর: (ক)
২৭১. আর্কিমিডিস কত শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
Ο ক) তৃতীয় খ্রিস্টাব্দ
Ο খ) খিস্টপূর্ব তৃতীয়
Ο গ) দ্বিতীয় খ্রিস্টব্দ
Ο ঘ) খিস্টপূর্ব দ্বিতীয়
সঠিক উত্তর: (খ)
২৭২. বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে নিচের কোন অবস্থায় সৃষ্টি হতে পারে?
i. বস্তু তরলে একেবারে ডুবে যেতে পারে
ii. বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
iii. বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. আমরা সাধারণত বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কেন?
Ο ক) রক্তের চাপ ও বায়ুর চাপ সমান
Ο খ) রক্তের চাপ বায়ুর চাপের চেয়ে কম
Ο গ) রক্তে চাপ বায়ুর চাপের চেয়ে বেশি
Ο ঘ) বায়ু কোনো চাপ প্রয়োগ করে না
সঠিক উত্তর: (খ)
২৭৪. কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনের একটি নির্দিষ্ট সীমা আছে। এ সীমাকে কী বলে?
Ο ক) দৃঢ়তার সীমা
Ο খ) স্থিতিস্থাপক সীমা
Ο গ) বিকৃতি সীমা
Ο ঘ) নমনীয়তার সীমা
সঠিক উত্তর: (খ)
২৭৫. ৬৮. নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) বিকৃতি=১/পীড়ন
Ο খ) পীড়ন/বিকৃতি=ধ্রুবক
Ο গ) বিকৃতি=ধ্রুবক
Ο ঘ) পীড়নxবিকৃতি=ধ্রুবক
সঠিক উত্তর: (খ)
২৭৬. স্প্রিং নিক্তি ব্যবহার করা হয়-
i. স্বর্ণের ভেজাল নিরূপণে
ii. তরলের ঘনত্ব নির্ণয়ে
iii. ওজন পরিমাপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৭. পদার্থের আণবিক গতিতত্ত্বের অনুসারে-
i. পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল
ii. কঠিন পদার্থের নিজস্ব আকার আছে
iii. পদার্থের অণুগুলো বিন্দুবৎ বিবেচনা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. সঞ্চয়ী কোষে মাঝে মাঝে পানি দিতে হয় কেন?
Ο ক) তাপমাত্রা কমানোর জন্য
Ο খ) চাপ ঠিক রাখার জন্য
Ο গ) আয়তন ঠিক রাখার জন্য
Ο ঘ) এসিডের ঘনত্ব ঠিক রাখার জন্য
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. কোনো বস্তুর ভর m এবং আয়তন V হলে বস্তুটির ঘনত্ব কোনটি?
Ο ক) m/v
Ο খ) m/v3
Ο গ) v/m
Ο ঘ) v3/m
সঠিক উত্তর: (ক)
২৮০. জর্ডানের মৃতসাগরের ক্ষেত্রে-
i. পানির ঘনত্ব বেশি
ii. পানির ঘনত্ব কম
iii. পানিতে মানুষ ডুবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮১. দুটি বস্তুর আয়তন সমান হলেও যার-
i. ঘনত্ব বেশি সেটি ভারী
ii. ঘনত্ব কম সেটি ভারী
iii. ঘনত্ব কম সেটি হালকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮২. কর্ক-এর ঘনত্ব কত (kmg-3)
Ο ক) 129
Ο খ) 250
Ο গ) 350
Ο ঘ) 450
সঠিক উত্তর: (খ)
২৮৩. স্থিতিস্থাপক সীমার মধ্যে-
i. পীড়ন বিকৃতির সমানুপাতিক
ii. পীড়ন ও বিকৃতির অনুপাত ধ্রুব
iii. পীড়ন বিকৃতির ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৪. লোহার ঘনত্ব কত?
Ο ক) 7000kgm-3
Ο খ) 7600kgm-3
Ο গ) 7800kgm-3
Ο ঘ) 7900kgm-3
সঠিক উত্তর: (গ)
২৮৫. ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতার পরিবর্তন কী নির্দেশ করে?
Ο ক) তাপমাত্রার পরিবর্তন
Ο খ) বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন
Ο গ) তাপের পরিবর্তন
Ο ঘ) বায়ুর পরিবর্তন
সঠিক উত্তর: (খ)
২৮৬. কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে?
Ο ক) প্রবাহী
Ο খ) প্রবাহীর চাপ
Ο গ) প্লবতা
Ο ঘ) প্রবাহীর ঘনত্ব
সঠিক উত্তর: (খ)
২৮৭. ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে-
i. আবহাওয়া শুষ্ক থাকবে
ii. আবহাওয়া পরিষ্কার থাকবে
iii. জলীয় বাষ্প হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. রূপার ঘনত্ব কত?
Ο ক) 7,800kgm-3
Ο খ) 1,000kgm-3
Ο গ) 19,300 kgm-3
Ο ঘ) 10,500kgm-3
সঠিক উত্তর: (ঘ)
২৮৯. কোনটি ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপ করা যায়?
Ο ক) তরল স্তম্ভের উচ্চতা
Ο খ) তরলের আয়তন
Ο গ) তরলের আকৃতি
Ο ঘ) তরলের ক্ষেত্রফল
সঠিক উত্তর: (ক)
২৯০. বাংলাদেশে নৌপথে দুর্ঘনার কারণ-
i. অতিরিক্ত যাত্রী বোঝাই
ii. নৌযানের আকার ও আকৃতির ত্রুটি
iii. আবহাওয়ার সতর্কতা অনুসরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯১. নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) চাপ=বল/ক্ষেত্রফল
Ο খ) চাপ=ক্ষেত্রফল/বল
Ο গ) চাপ=বলxক্ষেত্রফল
Ο ঘ) বল=চাপ/ক্ষেত্রফল
সঠিক উত্তর: (ক)
২৯২. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমন্ডলীয় চাপ ভূ-পৃষ্ঠের চাপের কত ভাগ?
Ο ক) ৩০%
Ο খ) ৩৫%
Ο গ) ৩৭%
Ο ঘ) ৪০%
সঠিক উত্তর: (ক)
২৯৩. প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির প্রয়োগ রয়েছে-
i. হাইড্রোলিক মেশিনে
ii. মাটি খনন কাজে ব্যবহৃত মেশিনে
iii. সমুদ্রে শত্রুর ডুবোজাহাজের অবস্থান নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৪. ML-1T-2 কোন রাশির মাত্রা সমীকরণ?
Ο ক) পীড়ন
Ο খ) বিকৃতি
Ο গ) আয়তন বিকৃতি
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (ক)
২৯৫. চাপের মাত্রা কোনটি?
Ο ক) ML-3
Ο খ) ML-3T
Ο গ) ML-1T-2
Ο ঘ) L3M-1T-2
সঠিক উত্তর: (গ)
২৯৬. মৃত সাগরে সাধারণত-
i. লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে বেশি পরিমাণে
ii. পানির ঘনত্ব খুব বেশি
iii. মানুষ ডুবে যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. P=F/A সমীকরণে F এর মান বেশি হলে P এর মান কেমন হবে-
Ο ক) P বেশি হবে
Ο খ) P কমে যাবে
Ο গ) P এর মান স্থির থাকবে
Ο ঘ) সর্বনিম্ন হবে
সঠিক উত্তর: (ক)
২৯৮. ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে?
Ο ক) জলীয় বাষ্প দ্রুত হ্রাস পাচ্ছে
Ο খ) জলীয় বাষ্প আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে
Ο গ) জলীয় বাষ্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে
Ο ঘ) জলীয় বাষ্প ধীরে ধীরে হ্রাস পাচ্ছে
সঠিক উত্তর: (ঘ)
২৯৯. কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে-
i. বস্তুটিকে হালকা মনে হবে
ii. হালকা হওয়ার কারণ ডুবন্ত বস্তুর উপর প্লবতা কাজ করবে
iii. বস্তুটিকে ভারী মনে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০০. বেলুন উড়াতে হাইড্রোজেন গ্যাস কেন ব্যবহার করা হয়?
Ο ক) উৎপাদন করা সহজ বলে
Ο খ) বায়ু অপেক্ষা ভারী বলে
Ο গ) বেলুনে ভরা যায় বলে
Ο ঘ) বায়ু অপেক্ষা হালকা বলে
সঠিক উত্তর: (ঘ)
৩০১. বায়ুতে আবির ভাসতে না পারলেও পানিতে ভাসতে পারল: কারণ-
i. পানির ঘনত্ব, বায়ুর ঘনত্বের চেয়ে বেশি
ii. বায়ুর উর্ধ্বমুখী বল পানির উর্ধ্বমুখী বলের তুলনায় কম
iii. অপসারিত বায়ুর ওজন, অপসারিত পানির ওজনের চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০২. তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করে কোনটি?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাস
Ο ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. শিল্পকারখানায় কোনটি ব্যবহার করে ধাতব পদার্থ কাটা হয়?
Ο ক) তেজস্ক্রিয়তা
Ο খ) অতিবেগুনি রশ্মি
Ο গ) প্লাজমা টর্চ
Ο ঘ) হাইড্রোজেন গ্যাস
সঠিক উত্তর: (গ)
৩০৪. পদার্থের অণুগুলোর মাঝে যে ফাঁকা স্থান বিরাজ করে তাকে কী বলে?
Ο ক) আণবিক স্থান
Ο খ) আন্তঃআণবিক স্থান
Ο গ) পারমাণবিক স্থান
Ο ঘ) আন্তঃপারমাণবিক স্থান
সঠিক উত্তর: (খ)
৩০৫. তরলে ভিতরে কোন বিন্দুতে চাপ নির্ভর করে?
i. ক্ষেত্রফলের ওপর
ii. ঘনত্বের উপর
iii. তরলের গভীরতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩০৬. নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়ারত উর্ধ্বমুখী বল-
i. বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে
ii. বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান
iii. প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. কোনো বস্তুর ঘনত্ব নির্ভর করে-
i. এর উপাদানের উপর
ii. এর তাপমাত্রার উপর
iii. এর উপাদান ও প্রস্থচ্ছেদের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৮. কর্কের ঘনত্ব কত?
Ο ক) 1.29kgm-3
Ο খ) 1260kgm-3
Ο গ) 250kgm-3
Ο ঘ) 920kgm-3
সঠিক উত্তর: (ক)
৩০৯. ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেলে বুঝতে হবে-
i. জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে
ii. ঝড়ের সম্ভাবনা আছে
iii. বৃষ্টি পাতের সম্ভাবনা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
আবিরের ভর 50kg। সিনেমায় শূন্যে ভাসার দৃশ্য দেখে সে অনুপ্রাণিত হয়ে শূন্যে ভাসতে গিয়ে পড়ে গেল। কিন্তু পুকুরে গোসল করার সময় সে সহজেই পানিতে ভাসতে পারল। উপরের তথ্যের আলোকে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
৩১০. পড়ে যাওয়ায় আবিরের উপর ভূমির প্রতিক্রিয়া বল কত?
Ο ক) 41N
Ο খ) 490N
Ο গ) 52N
Ο ঘ) 57N
সঠিক উত্তর: (খ)
৩১১. বায়ুমণ্ডলের সাধারণ চাপ কত?
Ο ক) 76cmHg
Ο খ) 75cmHg
Ο গ) 73cmHg
Ο ঘ) 72cmHg
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. কত কেলভিন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Ο ক) 4
Ο খ) 100
Ο গ) 277
Ο ঘ) 0
সঠিক উত্তর: (গ)
২৫২. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি?
Ο ক) বায়ু
Ο খ) মধু
Ο গ) পানি
Ο ঘ) কর্ক
সঠিক উত্তর: (খ)
২৫৩. একক দৈর্ঘ্যের বা একক আয়তনের পরিবর্তনকে কি বলে?
Ο ক) বিকৃতি
Ο খ) পীড়ন
Ο গ) স্থিতিস্থাপকতা
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (ক)
২৫৪. নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?
Ο ক) উর্ধ্বমুখী বলের জন্য
Ο খ) নিম্নমুখী বলের জন্য
Ο গ) পৃষ্ঠটানের জন্য
Ο ঘ) পৃষ্ঠশক্তি
সঠিক উত্তর: (ক)
২৫৫. ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা-
i. ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে
ii. ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝাতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে
iii. খুব কমে যায় বুঝতে হবে চারিদিকে বায়ুমণ্ডলের চাপ সহসা বেড়ে গেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৬. নিচের বিবৃতিগুলো লক্ষ্য কর:
i. পীড়নের মাত্রা ML-1T-2
ii. পীড়নের একক Nm-2
iii. বিকৃতির মাত্রা ও একক নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. আর্কিমিডিসের নীতি অনুসারে-
i. বস্তুকে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে ডুবানো যায়
ii. তরল বা বায়বীয় পদার্থে বস্তুকে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তু কিছু ওজন হারায়
iii. বস্তুটির হারানো ওজন অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. প্যাসকেলের সূত্র প্রযোজ্য-
i. কঠিন পদার্থের ক্ষেত্রে
ii. তরল পদার্থের ক্ষেত্রে
iii. বায়বীয় পদার্থের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৯. গ্লিসারিনের ঘনত্ব 1260kgm-3 হলে 2m3 গ্লিসারিনের ভর কত?
Ο ক) 2500kg
Ο খ) 2520kg
Ο গ) 3000kg
Ο ঘ) 3250kg
সঠিক উত্তর: (খ)
২৬০. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমা কিসের পূর্বাভাস?
Ο ক) স্বাভাবিক আবহাওয়া
Ο খ) বৃষ্টিপাত
Ο গ) ঝড়
Ο ঘ) জলোচ্ছ্বাস
সঠিক উত্তর: (খ)
২৬১. নিক্তি দিয়ে কী পরিমাপ করা হয়?
Ο ক) আয়তন
Ο খ) ভর
Ο গ) ক্ষেত্রফল
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (খ)
২৬২. একটি রবারের ফিতা টানলে-
i. এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে
ii. এতে পীড়নের উদ্ভব হবে
iii. বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৩. তরলের অভ্যন্তরে চাপ বাড়ে যখন-
i. গভীরতা বাড়ে
ii. আয়তন বাড়ে
iii. ঘনত্ব বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৪. কোন বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
i. ওজন
ii. চাপ
iii. ঘনত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৫. তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাসের সমান-এ তত্ত্বটি কে দিয়েছিলেন?
Ο ক) প্যাসকেল
Ο খ) নিউটন
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) ডাল্টন
সঠিক উত্তর: (গ)
২৬৬. বায়ুচাপ 1.1x105Nm-2 হলে 20m দৈর্ঘ্য ও 1 m প্রস্থবিশিষ্ট টেবিলের উপরিতলে বায়ুমণ্ডল কত বল প্রয়োগ করে?
Ο ক) 2.2x105N
Ο খ) 5.5x104N
Ο গ) 2.2x104N
Ο ঘ) 1.1x103N
সঠিক উত্তর: (ক)
২৬৭. কোন বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে-
i. বস্তুটি তরলে একেবারে ডুবে যেতে পারে
ii. বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
iii. বস্তুটিকে তরলে ওজনহীন মনে হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. জুতা পায়ে একজন লোকের ভর 50 kg। জুতার তলার ক্ষেত্রফল 2.00 cm2 হলে চাপ কত হবে?
Ο ক) 2.45x106Pa
Ο খ) 2.45x104Pa
Ο গ) 2.45x10-4Pa
Ο ঘ) 2.45x10-6Pa
সঠিক উত্তর: (ক)
২৬৯. সমান আয়তনের এক টুকরা কর্ক আর এক টুকরা লোহা পানিতে ছেড়ে দিলে দেখা যাবে-
i. কর্কের টুকরা পানিতে ভেসে আছে
ii. লোহার টুকরা পানিতে ডুবে আছে
iii. লোহার টুকরা পানিতে ভেসে আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭০. তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা সম্পর্কে ধারণা দেন কে?
Ο ক) আর্কিমিডিস
Ο খ) প্যাসকেল
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) আইনস্টাইন
সঠিক উত্তর: (ক)
২৭১. আর্কিমিডিস কত শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
Ο ক) তৃতীয় খ্রিস্টাব্দ
Ο খ) খিস্টপূর্ব তৃতীয়
Ο গ) দ্বিতীয় খ্রিস্টব্দ
Ο ঘ) খিস্টপূর্ব দ্বিতীয়
সঠিক উত্তর: (খ)
২৭২. বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে নিচের কোন অবস্থায় সৃষ্টি হতে পারে?
i. বস্তু তরলে একেবারে ডুবে যেতে পারে
ii. বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
iii. বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. আমরা সাধারণত বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কেন?
Ο ক) রক্তের চাপ ও বায়ুর চাপ সমান
Ο খ) রক্তের চাপ বায়ুর চাপের চেয়ে কম
Ο গ) রক্তে চাপ বায়ুর চাপের চেয়ে বেশি
Ο ঘ) বায়ু কোনো চাপ প্রয়োগ করে না
সঠিক উত্তর: (খ)
২৭৪. কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনের একটি নির্দিষ্ট সীমা আছে। এ সীমাকে কী বলে?
Ο ক) দৃঢ়তার সীমা
Ο খ) স্থিতিস্থাপক সীমা
Ο গ) বিকৃতি সীমা
Ο ঘ) নমনীয়তার সীমা
সঠিক উত্তর: (খ)
২৭৫. ৬৮. নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) বিকৃতি=১/পীড়ন
Ο খ) পীড়ন/বিকৃতি=ধ্রুবক
Ο গ) বিকৃতি=ধ্রুবক
Ο ঘ) পীড়নxবিকৃতি=ধ্রুবক
সঠিক উত্তর: (খ)
২৭৬. স্প্রিং নিক্তি ব্যবহার করা হয়-
i. স্বর্ণের ভেজাল নিরূপণে
ii. তরলের ঘনত্ব নির্ণয়ে
iii. ওজন পরিমাপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৭. পদার্থের আণবিক গতিতত্ত্বের অনুসারে-
i. পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল
ii. কঠিন পদার্থের নিজস্ব আকার আছে
iii. পদার্থের অণুগুলো বিন্দুবৎ বিবেচনা করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. সঞ্চয়ী কোষে মাঝে মাঝে পানি দিতে হয় কেন?
Ο ক) তাপমাত্রা কমানোর জন্য
Ο খ) চাপ ঠিক রাখার জন্য
Ο গ) আয়তন ঠিক রাখার জন্য
Ο ঘ) এসিডের ঘনত্ব ঠিক রাখার জন্য
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. কোনো বস্তুর ভর m এবং আয়তন V হলে বস্তুটির ঘনত্ব কোনটি?
Ο ক) m/v
Ο খ) m/v3
Ο গ) v/m
Ο ঘ) v3/m
সঠিক উত্তর: (ক)
২৮০. জর্ডানের মৃতসাগরের ক্ষেত্রে-
i. পানির ঘনত্ব বেশি
ii. পানির ঘনত্ব কম
iii. পানিতে মানুষ ডুবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮১. দুটি বস্তুর আয়তন সমান হলেও যার-
i. ঘনত্ব বেশি সেটি ভারী
ii. ঘনত্ব কম সেটি ভারী
iii. ঘনত্ব কম সেটি হালকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮২. কর্ক-এর ঘনত্ব কত (kmg-3)
Ο ক) 129
Ο খ) 250
Ο গ) 350
Ο ঘ) 450
সঠিক উত্তর: (খ)
২৮৩. স্থিতিস্থাপক সীমার মধ্যে-
i. পীড়ন বিকৃতির সমানুপাতিক
ii. পীড়ন ও বিকৃতির অনুপাত ধ্রুব
iii. পীড়ন বিকৃতির ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৪. লোহার ঘনত্ব কত?
Ο ক) 7000kgm-3
Ο খ) 7600kgm-3
Ο গ) 7800kgm-3
Ο ঘ) 7900kgm-3
সঠিক উত্তর: (গ)
২৮৫. ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতার পরিবর্তন কী নির্দেশ করে?
Ο ক) তাপমাত্রার পরিবর্তন
Ο খ) বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন
Ο গ) তাপের পরিবর্তন
Ο ঘ) বায়ুর পরিবর্তন
সঠিক উত্তর: (খ)
২৮৬. কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে?
Ο ক) প্রবাহী
Ο খ) প্রবাহীর চাপ
Ο গ) প্লবতা
Ο ঘ) প্রবাহীর ঘনত্ব
সঠিক উত্তর: (খ)
২৮৭. ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে-
i. আবহাওয়া শুষ্ক থাকবে
ii. আবহাওয়া পরিষ্কার থাকবে
iii. জলীয় বাষ্প হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. রূপার ঘনত্ব কত?
Ο ক) 7,800kgm-3
Ο খ) 1,000kgm-3
Ο গ) 19,300 kgm-3
Ο ঘ) 10,500kgm-3
সঠিক উত্তর: (ঘ)
২৮৯. কোনটি ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপ করা যায়?
Ο ক) তরল স্তম্ভের উচ্চতা
Ο খ) তরলের আয়তন
Ο গ) তরলের আকৃতি
Ο ঘ) তরলের ক্ষেত্রফল
সঠিক উত্তর: (ক)
২৯০. বাংলাদেশে নৌপথে দুর্ঘনার কারণ-
i. অতিরিক্ত যাত্রী বোঝাই
ii. নৌযানের আকার ও আকৃতির ত্রুটি
iii. আবহাওয়ার সতর্কতা অনুসরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯১. নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) চাপ=বল/ক্ষেত্রফল
Ο খ) চাপ=ক্ষেত্রফল/বল
Ο গ) চাপ=বলxক্ষেত্রফল
Ο ঘ) বল=চাপ/ক্ষেত্রফল
সঠিক উত্তর: (ক)
২৯২. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমন্ডলীয় চাপ ভূ-পৃষ্ঠের চাপের কত ভাগ?
Ο ক) ৩০%
Ο খ) ৩৫%
Ο গ) ৩৭%
Ο ঘ) ৪০%
সঠিক উত্তর: (ক)
২৯৩. প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির প্রয়োগ রয়েছে-
i. হাইড্রোলিক মেশিনে
ii. মাটি খনন কাজে ব্যবহৃত মেশিনে
iii. সমুদ্রে শত্রুর ডুবোজাহাজের অবস্থান নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৪. ML-1T-2 কোন রাশির মাত্রা সমীকরণ?
Ο ক) পীড়ন
Ο খ) বিকৃতি
Ο গ) আয়তন বিকৃতি
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (ক)
২৯৫. চাপের মাত্রা কোনটি?
Ο ক) ML-3
Ο খ) ML-3T
Ο গ) ML-1T-2
Ο ঘ) L3M-1T-2
সঠিক উত্তর: (গ)
২৯৬. মৃত সাগরে সাধারণত-
i. লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে বেশি পরিমাণে
ii. পানির ঘনত্ব খুব বেশি
iii. মানুষ ডুবে যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. P=F/A সমীকরণে F এর মান বেশি হলে P এর মান কেমন হবে-
Ο ক) P বেশি হবে
Ο খ) P কমে যাবে
Ο গ) P এর মান স্থির থাকবে
Ο ঘ) সর্বনিম্ন হবে
সঠিক উত্তর: (ক)
২৯৮. ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে?
Ο ক) জলীয় বাষ্প দ্রুত হ্রাস পাচ্ছে
Ο খ) জলীয় বাষ্প আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে
Ο গ) জলীয় বাষ্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে
Ο ঘ) জলীয় বাষ্প ধীরে ধীরে হ্রাস পাচ্ছে
সঠিক উত্তর: (ঘ)
২৯৯. কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে-
i. বস্তুটিকে হালকা মনে হবে
ii. হালকা হওয়ার কারণ ডুবন্ত বস্তুর উপর প্লবতা কাজ করবে
iii. বস্তুটিকে ভারী মনে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০০. বেলুন উড়াতে হাইড্রোজেন গ্যাস কেন ব্যবহার করা হয়?
Ο ক) উৎপাদন করা সহজ বলে
Ο খ) বায়ু অপেক্ষা ভারী বলে
Ο গ) বেলুনে ভরা যায় বলে
Ο ঘ) বায়ু অপেক্ষা হালকা বলে
সঠিক উত্তর: (ঘ)
৩০১. বায়ুতে আবির ভাসতে না পারলেও পানিতে ভাসতে পারল: কারণ-
i. পানির ঘনত্ব, বায়ুর ঘনত্বের চেয়ে বেশি
ii. বায়ুর উর্ধ্বমুখী বল পানির উর্ধ্বমুখী বলের তুলনায় কম
iii. অপসারিত বায়ুর ওজন, অপসারিত পানির ওজনের চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০২. তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করে কোনটি?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাস
Ο ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. শিল্পকারখানায় কোনটি ব্যবহার করে ধাতব পদার্থ কাটা হয়?
Ο ক) তেজস্ক্রিয়তা
Ο খ) অতিবেগুনি রশ্মি
Ο গ) প্লাজমা টর্চ
Ο ঘ) হাইড্রোজেন গ্যাস
সঠিক উত্তর: (গ)
৩০৪. পদার্থের অণুগুলোর মাঝে যে ফাঁকা স্থান বিরাজ করে তাকে কী বলে?
Ο ক) আণবিক স্থান
Ο খ) আন্তঃআণবিক স্থান
Ο গ) পারমাণবিক স্থান
Ο ঘ) আন্তঃপারমাণবিক স্থান
সঠিক উত্তর: (খ)
৩০৫. তরলে ভিতরে কোন বিন্দুতে চাপ নির্ভর করে?
i. ক্ষেত্রফলের ওপর
ii. ঘনত্বের উপর
iii. তরলের গভীরতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩০৬. নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়ারত উর্ধ্বমুখী বল-
i. বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে
ii. বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান
iii. প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. কোনো বস্তুর ঘনত্ব নির্ভর করে-
i. এর উপাদানের উপর
ii. এর তাপমাত্রার উপর
iii. এর উপাদান ও প্রস্থচ্ছেদের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৮. কর্কের ঘনত্ব কত?
Ο ক) 1.29kgm-3
Ο খ) 1260kgm-3
Ο গ) 250kgm-3
Ο ঘ) 920kgm-3
সঠিক উত্তর: (ক)
৩০৯. ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেলে বুঝতে হবে-
i. জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে
ii. ঝড়ের সম্ভাবনা আছে
iii. বৃষ্টি পাতের সম্ভাবনা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
আবিরের ভর 50kg। সিনেমায় শূন্যে ভাসার দৃশ্য দেখে সে অনুপ্রাণিত হয়ে শূন্যে ভাসতে গিয়ে পড়ে গেল। কিন্তু পুকুরে গোসল করার সময় সে সহজেই পানিতে ভাসতে পারল। উপরের তথ্যের আলোকে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
৩১০. পড়ে যাওয়ায় আবিরের উপর ভূমির প্রতিক্রিয়া বল কত?
Ο ক) 41N
Ο খ) 490N
Ο গ) 52N
Ο ঘ) 57N
সঠিক উত্তর: (খ)
৩১১. বায়ুমণ্ডলের সাধারণ চাপ কত?
Ο ক) 76cmHg
Ο খ) 75cmHg
Ο গ) 73cmHg
Ο ঘ) 72cmHg
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics