ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৫: পদার্থের অবস্থা ও চাপ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. হুকের স্থিতিস্থাপকতার সূত্র থেকে পাওয়া যায়-
i. পীড়ন α বিকৃতি
ii. পীড়ন=ধ্রুবকxবিকৃতি
iii. পীড়ন/বিকৃতি=ধ্রুবক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০২. কোনটি পদার্থের বিশেষ ধর্ম?
Ο ক) স্থিতিস্থাপকতা
Ο খ) চাপ
Ο গ) ভর
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (ক)
২০৩. প্যাসকেলের সূত্রানুযায়ী আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে চাপ-
i. সবদিকে সঞ্চালিত হয়
ii. সমভাবে সঞ্চালিত হয়
iii. তরল সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৪. 40C তাপমাত্রায় পানির ঘনত্ব কত?
Ο ক) 1000 kgm-3
Ο খ) 1260 kgm-3
Ο গ) 1750 kgm-3
Ο ঘ) 3600 kgm-3
সঠিক উত্তর: (ক)
২০৫. পাত্রে আবদ্ধ স্থির তরলের কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না?
Ο ক) তরলের ঘনত্ব
Ο খ) তরলের মুক্ত তল হতে বিন্দুর গভীরতা
Ο গ) পাত্রের ক্ষেত্রফল
Ο ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (গ)
২০৬. চাপের একককে কী বলা হয়?
Ο ক) নিউটন
Ο খ) প্যাসকেল
Ο গ) জুল
Ο ঘ) ক্যালরি
সঠিক উত্তর: (খ)
২০৭. বলের একককে ক্ষেত্রেফলের এক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যায়?
Ο ক) ঘনত্ব
Ο খ) চাপ
Ο গ) বিকৃতি
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (খ)
২০৮. একটি পাত্রে কেরোসিন আছে। কেরোসিনের উপরিতল থেকে 75cm গভীরে কোনো বিন্দুতে চাপের মান কত?
Ο ক) 6880pa
Ο খ) 5880pa
Ο গ) 5808pa
Ο ঘ) 5088pa
সঠিক উত্তর: (খ)
২০৯. হঠাৎ যদি পরদস্তম্ভের উচ্চতা খুব কমে যায় তবে বুঝাতে হবে-
i. চারদিকে বায়ুমন্ডলের চাপ সহসা কমে গেছে
ii. পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে প্রবল বেগে বায়ু ঐ নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে
iii. ঝড়ের সম্ভাবনা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১০. গ্লিসারিনের ঘনত্ব কত (kgm-3)?
Ο ক) 10500
Ο খ) 1260
Ο গ) 19300
Ο ঘ) 1640
সঠিক উত্তর: (খ)
২১১. প্যাসকেলের সূত্র অনুযায়ী-
i. চাপ পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে
ii. বল বৃদ্ধি করা যায়
iii. শক্তির সংরক্ষণশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১২. আণবিক তত্ত্ব অনুসারে পদার্থের কণাগুলো সর্বদা কেমন?
Ο ক) স্থিতিশীল
Ο খ) গতিশীল
Ο গ) স্থিতিশীল ও গতিশীল
Ο ঘ) স্থিতিস্থাপক
সঠিক উত্তর: (খ)
২১৩. পদার্থের অণুর বৈশিষ্ট্য হলো-
i. এরা বিন্দুবৎ
ii. একটি অন্যটিকে আকর্ষণ করে
iii. এরা সর্বদা গতিশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৪. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে যাওয়া কিসের পূর্বাভাস দেয়?
Ο ক) বৃষ্টিপাত
Ο খ) ঝড়
Ο গ) জলোচ্ছ্বাস
Ο ঘ) শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া
সঠিক উত্তর: (খ)
২১৫. স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটি কার সূত্র?
Ο ক) প্যাসকেল
Ο খ) আর্কিমিডিস
Ο গ) রবার্ট হুক
Ο ঘ) রবার্ট বয়েল
সঠিক উত্তর: (গ)
২১৬. ঘনত্বের একক কোনটি?
Ο ক) kgm-3
Ο খ) kmg
Ο গ) gm-3
Ο ঘ) kmg2
সঠিক উত্তর: (ক)
২১৭. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে-
i. তরলের ঘনত্বের ওপর
ii. বিন্দুর গভীরতার ওপর
iii. ভূমির ক্ষেত্রফলের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৮. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত ভাগ-
Ο ক) 40%
Ο খ) 35%
Ο গ) 30%
Ο ঘ) 45%
সঠিক উত্তর: (গ)
২১৯. টরসেলির পরীক্ষার সাহায্যে কি পরিমাপ করা হয়?
Ο ক) চাপ
Ο খ) ঘনত্ব
Ο গ) ওজন
Ο ঘ) বায়ুমণ্ডলী চাপ
সঠিক উত্তর: (ঘ)
২২০. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশের উপর চাপ প্রয়োগ করলে কী ঘটে?
Ο ক) পদার্থের ঐ অংশে চাপ স্থির থাকে
Ο খ) পদার্থের সবদিকে চাপ কমে যায়
Ο গ) পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়
Ο ঘ) পদার্থের সবদিকে চাপ সমাভাবে সঞ্চালিত হয়
সঠিক উত্তর: (গ)
২২১. বাইরে থেকে প্রযুক্ত বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু একটি স্থিথিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে তা হলো-
i. স্থিতিস্থাপক ক্লান্তি
ii. স্থিতিস্থাপক সীমা
iii. স্থিতিস্থাপক গুণাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২২. পানির মধ্যে ডুবন্ত অবস্থায় কলস বেশ হালকা মনে হওয়ার কারণ কী?
Ο ক) নিম্নমুখী বল
Ο খ) উর্ধ্বমুখী বল
Ο গ) পৃষ্টটান
Ο ঘ) পৃষ্ঠচাপ
সঠিক উত্তর: (খ)
২২৩. প্লাজমার ক্ষেত্রে বলা যায়-
i. অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস
ii. কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার সৃষ্টি হয়
iii. বড় উৎস হচ্ছে সূর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৪. তরলের ভর 1000kg এবং আয়তন 0.8m3 হলে ঘনত্ব কত?
Ο ক) 1000kgm-3
Ο খ) 1200kgm-3
Ο গ) 1250kgm-3
Ο ঘ) 1300kgm-3
সঠিক উত্তর: (গ)
২২৫. নৌযান দুর্ঘটনার কারণ-
i. নৌযানের ক্রটিপূর্ণ নক্সা
ii. নৌযানের ভরকেন্দ্র পরিবর্তিত হওয়া
iii. স্রোতবহুল নদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৬. চাপ ও পীড়নের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) এদের একক ভিন্ন
Ο খ) যথাক্রমে বল ও ভর বুঝায়
Ο গ) যথাক্রমে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল নির্দেশ করে
Ο ঘ) ভিন্ন ক্ষেত্রফলে প্রযুক্ত বল বুঝায়
সঠিক উত্তর: (গ)
২২৭. পঁচা ডিম পানিতে ভাসে কেন?
i. পঁচা ডিমের ঘনত্ব বেশি
ii. পঁচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
iii. পঁচা ডিম খাওয়ার অযোগ্য বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৮. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিসের উপর নির্ভর করে?
Ο ক) তরলের ঘনত্বের
Ο খ) বিন্দুর গভীরতার
Ο গ) ভূমির ক্ষেত্রফলের
Ο ঘ) তরলের ঘনত্ব ও বিন্দুর গভীরতার
সঠিক উত্তর: (ঘ)
২২৯. বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয়ের পরীক্ষা করেন কে?
Ο ক) আর্কিমিডিস
Ο খ) গ্যালিলিও
Ο গ) নিউটন
Ο ঘ) টরিসেলি
সঠিক উত্তর: (ঘ)
২৩০. বেশি উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে মানুষের রক্তচাপ বেশি হলে কী ঘটতে পারে?
Ο ক) চোখ দিয়ে পানি পড়তে পারে
Ο খ) মাথা ব্যাথা করতে পারে
Ο গ) নাক দিয়ে রক্ত পড়তে পারে
Ο ঘ) কিছুই হবে না
সঠিক উত্তর: (গ)
২৩১. মানুষ বেশি উচ্চতরে উঠলে-
i. শ্বাস প্রশ্বাসে আরাম হয়
ii. শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়
iii. নাক দিয়ে রক্ত পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩২. কোনো বস্তুর নিম্নমুখী বল কম এবং উর্ধ্বমুখী বল বেশি হয় তাহলে কোনটি ঘটবে?
Ο ক) বস্তুটি ভেসে উঠবে
Ο খ) বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে
Ο গ) বস্তুটিকে তরলে ওজন হীন মনে হবে
Ο ঘ) বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
সঠিক উত্তর: (ক)
২৩৩. আণবিক গতিতত্ত্ব অনুসারে-
i. গ্যাসের ক্ষেত্রে অণুগুলো বেশ দূরে দূরে থাকে
ii. কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি থাকে
iii. গ্যাস ও তরলের ক্ষেত্রে কণাগুলো এলোমেলো ছুটাছুটি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর অণুগুলো পরস্পর থেকে সরে যায়। তার ফলে বস্তুর-
i. দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে
ii. আয়তনের পরিবর্তন ঘটে
iii. আকৃতির পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. সোনার ঘনত্ব কত?
Ο ক) 7800kgm-3
Ο খ) 10500kgm-3
Ο গ) 13600kgm-3
Ο ঘ) 19300kgm-3
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভুত প্রতিযোগকারী বলকে কি বলে?
Ο ক) বিকৃতি
Ο খ) পীড়ন
Ο গ) স্থিতিস্থাপকতা
Ο ঘ) পৃষ্ঠটান
সঠিক উত্তর: (খ)
২৩৭. নিচের তথ্যগুলো লক্ষ কর- i. P α F ii. P α 1/A iii. P α A নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৮. কোন সাগরের পানিতে মানুষ ডুবে না?
Ο ক) আরব সাগর
Ο খ) লোহিত সাগর
Ο গ) কাস্পিয়ান সাগর
Ο ঘ) মৃতসাগর
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. পদার্থের চতুর্থ অবস্থার নাম কী?
Ο ক) গ্যাস
Ο খ) প্লাজমা
Ο গ) কঠিন
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (খ)
২৪০. ঘনত্বের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক?
Ο ক) ঘনত্ব=বস্তুর ওজন/বস্তুর আয়তন
Ο খ) ঘনত্ব=বস্তুর ভর/বস্তুর আয়তন
Ο গ) ঘনত্ব=বস্তুর ভরxবস্তুর আয়তন
Ο ঘ) ঘনত্ব=বস্তুর আয়তন/বস্তুর ভর
সঠিক উত্তর: (খ)
২৪১. যখনই বস্তু বিকৃত ও তখনই বস্তুর ভিতরে-
i. একটা বাঁধাদানকারী বলের সৃষ্টি হয়
ii. যার জন্য সেটি পূর্বের অবস্থায় ফিরে আসতে সচেষ্ট হয়
iii. কোনো বাধাদানকারী বলের সৃষ্টি হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪২. একটি 1mm ব্যাসের তারে 98N টানা বল প্রয়োগ করলে পীড়ন কত হবে?
Ο ক) 1.25x1010Nm-2
Ο খ) 1.5x108Nm-2
Ο গ) 1.25x106Nm-2
Ο ঘ) 2.5x104Nm-2
সঠিক উত্তর: (খ)
২৪৩. পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমণ্ডলের চাপ কত?
Ο ক) 104N
Ο খ) 103N
Ο গ) 105N
Ο ঘ) 106N
সঠিক উত্তর: (গ)
২৪৪. Nm-2 এককবিশিষ্ট রাশি হলো- i. চাপ ii. পীড়ন iii. স্থিতিস্থাপক গুণাঙ্ক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভৃ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের কী বলে?
Ο ক) বাষ্পীয় চাপ
Ο খ) বায়ুমণ্ডলীয় চাপ
Ο গ) শুষ্কতা
Ο ঘ) আর্দ্রতা
সঠিক উত্তর: (খ)
২৪৬. কোনো স্থানে বায়ুর চাপ 76cm পারদ স্তম্ভের সমান, পারদে ঘনত্ব 13600kgm-3 হলে ঐ স্থানের বায়ুর চাপ-
i. 1.01x105Pa
ii. 1.01x105N
iii. 1.01x105Nm-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪৭. কোনটি পদার্থের সাধারণ ধর্ম?
Ο ক) সান্দ্রতা
Ο খ) ঘনত্ব
Ο গ) কৈশিকতা
Ο ঘ) স্থিতিস্থাপকতা
সঠিক উত্তর: (খ)
২৪৮. জাহাজ সাগর থেকে নদীতে প্রবেশ করলে কোনটি ঘটবে?
Ο ক) এর পানিতে নিমজ্জিত অংশ বৃদ্ধি পাবে
Ο খ) এর তলদেশ মাটিতে লেগে যাবে
Ο গ) এর পানিতে নিমজ্জিত অংশ হ্রাস পাবে
Ο ঘ) এটি পানিতে সম্পূর্ণরূপে ডুবে যাবে
সঠিক উত্তর: (ক)
২৪৯. কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো কীরূপ থাকে?
Ο ক) কণাগুলোর আন্তঃআণবিক শক্তি বেশি থাকে
Ο খ) কণাগুলো এলোমেলো ছুটাছুটি করে
Ο গ) কণাগুলোর আন্তঃআণবিক দূরত্ব বেশি থাকে
Ο ঘ) কণাগুলোর পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
সঠিক উত্তর: (ক)
২৫০. একটি নির্দিষ্ট স্থানে A প্রস্থচ্ছেদের এবং h উচ্চতার একটি সিলিন্ডারকে p ঘনত্বের প্রবাহীতে সম্পূর্ণ নিমজ্জিত করলে কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) প্রবাহীর উপর উর্ধ্বমুখী বল, W=hpg/A
Ο খ) প্রবাহী উপর নিম্নমুখী বল W=hpgA
Ο গ) প্রবাহীর উপর উর্ধ্বমুখী বল W=hpgA
Ο ঘ) প্রবাহীর উপর নিম্নমুখী বল W=hpg/A
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. হুকের স্থিতিস্থাপকতার সূত্র থেকে পাওয়া যায়-
i. পীড়ন α বিকৃতি
ii. পীড়ন=ধ্রুবকxবিকৃতি
iii. পীড়ন/বিকৃতি=ধ্রুবক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০২. কোনটি পদার্থের বিশেষ ধর্ম?
Ο ক) স্থিতিস্থাপকতা
Ο খ) চাপ
Ο গ) ভর
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (ক)
২০৩. প্যাসকেলের সূত্রানুযায়ী আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে চাপ-
i. সবদিকে সঞ্চালিত হয়
ii. সমভাবে সঞ্চালিত হয়
iii. তরল সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৪. 40C তাপমাত্রায় পানির ঘনত্ব কত?
Ο ক) 1000 kgm-3
Ο খ) 1260 kgm-3
Ο গ) 1750 kgm-3
Ο ঘ) 3600 kgm-3
সঠিক উত্তর: (ক)
২০৫. পাত্রে আবদ্ধ স্থির তরলের কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না?
Ο ক) তরলের ঘনত্ব
Ο খ) তরলের মুক্ত তল হতে বিন্দুর গভীরতা
Ο গ) পাত্রের ক্ষেত্রফল
Ο ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (গ)
২০৬. চাপের একককে কী বলা হয়?
Ο ক) নিউটন
Ο খ) প্যাসকেল
Ο গ) জুল
Ο ঘ) ক্যালরি
সঠিক উত্তর: (খ)
২০৭. বলের একককে ক্ষেত্রেফলের এক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যায়?
Ο ক) ঘনত্ব
Ο খ) চাপ
Ο গ) বিকৃতি
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (খ)
২০৮. একটি পাত্রে কেরোসিন আছে। কেরোসিনের উপরিতল থেকে 75cm গভীরে কোনো বিন্দুতে চাপের মান কত?
Ο ক) 6880pa
Ο খ) 5880pa
Ο গ) 5808pa
Ο ঘ) 5088pa
সঠিক উত্তর: (খ)
২০৯. হঠাৎ যদি পরদস্তম্ভের উচ্চতা খুব কমে যায় তবে বুঝাতে হবে-
i. চারদিকে বায়ুমন্ডলের চাপ সহসা কমে গেছে
ii. পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে প্রবল বেগে বায়ু ঐ নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে
iii. ঝড়ের সম্ভাবনা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১০. গ্লিসারিনের ঘনত্ব কত (kgm-3)?
Ο ক) 10500
Ο খ) 1260
Ο গ) 19300
Ο ঘ) 1640
সঠিক উত্তর: (খ)
২১১. প্যাসকেলের সূত্র অনুযায়ী-
i. চাপ পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে
ii. বল বৃদ্ধি করা যায়
iii. শক্তির সংরক্ষণশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১২. আণবিক তত্ত্ব অনুসারে পদার্থের কণাগুলো সর্বদা কেমন?
Ο ক) স্থিতিশীল
Ο খ) গতিশীল
Ο গ) স্থিতিশীল ও গতিশীল
Ο ঘ) স্থিতিস্থাপক
সঠিক উত্তর: (খ)
২১৩. পদার্থের অণুর বৈশিষ্ট্য হলো-
i. এরা বিন্দুবৎ
ii. একটি অন্যটিকে আকর্ষণ করে
iii. এরা সর্বদা গতিশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৪. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে যাওয়া কিসের পূর্বাভাস দেয়?
Ο ক) বৃষ্টিপাত
Ο খ) ঝড়
Ο গ) জলোচ্ছ্বাস
Ο ঘ) শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া
সঠিক উত্তর: (খ)
২১৫. স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটি কার সূত্র?
Ο ক) প্যাসকেল
Ο খ) আর্কিমিডিস
Ο গ) রবার্ট হুক
Ο ঘ) রবার্ট বয়েল
সঠিক উত্তর: (গ)
২১৬. ঘনত্বের একক কোনটি?
Ο ক) kgm-3
Ο খ) kmg
Ο গ) gm-3
Ο ঘ) kmg2
সঠিক উত্তর: (ক)
২১৭. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে-
i. তরলের ঘনত্বের ওপর
ii. বিন্দুর গভীরতার ওপর
iii. ভূমির ক্ষেত্রফলের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৮. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত ভাগ-
Ο ক) 40%
Ο খ) 35%
Ο গ) 30%
Ο ঘ) 45%
সঠিক উত্তর: (গ)
২১৯. টরসেলির পরীক্ষার সাহায্যে কি পরিমাপ করা হয়?
Ο ক) চাপ
Ο খ) ঘনত্ব
Ο গ) ওজন
Ο ঘ) বায়ুমণ্ডলী চাপ
সঠিক উত্তর: (ঘ)
২২০. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশের উপর চাপ প্রয়োগ করলে কী ঘটে?
Ο ক) পদার্থের ঐ অংশে চাপ স্থির থাকে
Ο খ) পদার্থের সবদিকে চাপ কমে যায়
Ο গ) পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়
Ο ঘ) পদার্থের সবদিকে চাপ সমাভাবে সঞ্চালিত হয়
সঠিক উত্তর: (গ)
২২১. বাইরে থেকে প্রযুক্ত বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু একটি স্থিথিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে তা হলো-
i. স্থিতিস্থাপক ক্লান্তি
ii. স্থিতিস্থাপক সীমা
iii. স্থিতিস্থাপক গুণাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২২. পানির মধ্যে ডুবন্ত অবস্থায় কলস বেশ হালকা মনে হওয়ার কারণ কী?
Ο ক) নিম্নমুখী বল
Ο খ) উর্ধ্বমুখী বল
Ο গ) পৃষ্টটান
Ο ঘ) পৃষ্ঠচাপ
সঠিক উত্তর: (খ)
২২৩. প্লাজমার ক্ষেত্রে বলা যায়-
i. অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস
ii. কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার সৃষ্টি হয়
iii. বড় উৎস হচ্ছে সূর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৪. তরলের ভর 1000kg এবং আয়তন 0.8m3 হলে ঘনত্ব কত?
Ο ক) 1000kgm-3
Ο খ) 1200kgm-3
Ο গ) 1250kgm-3
Ο ঘ) 1300kgm-3
সঠিক উত্তর: (গ)
২২৫. নৌযান দুর্ঘটনার কারণ-
i. নৌযানের ক্রটিপূর্ণ নক্সা
ii. নৌযানের ভরকেন্দ্র পরিবর্তিত হওয়া
iii. স্রোতবহুল নদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৬. চাপ ও পীড়নের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) এদের একক ভিন্ন
Ο খ) যথাক্রমে বল ও ভর বুঝায়
Ο গ) যথাক্রমে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল নির্দেশ করে
Ο ঘ) ভিন্ন ক্ষেত্রফলে প্রযুক্ত বল বুঝায়
সঠিক উত্তর: (গ)
২২৭. পঁচা ডিম পানিতে ভাসে কেন?
i. পঁচা ডিমের ঘনত্ব বেশি
ii. পঁচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
iii. পঁচা ডিম খাওয়ার অযোগ্য বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৮. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিসের উপর নির্ভর করে?
Ο ক) তরলের ঘনত্বের
Ο খ) বিন্দুর গভীরতার
Ο গ) ভূমির ক্ষেত্রফলের
Ο ঘ) তরলের ঘনত্ব ও বিন্দুর গভীরতার
সঠিক উত্তর: (ঘ)
২২৯. বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয়ের পরীক্ষা করেন কে?
Ο ক) আর্কিমিডিস
Ο খ) গ্যালিলিও
Ο গ) নিউটন
Ο ঘ) টরিসেলি
সঠিক উত্তর: (ঘ)
২৩০. বেশি উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে মানুষের রক্তচাপ বেশি হলে কী ঘটতে পারে?
Ο ক) চোখ দিয়ে পানি পড়তে পারে
Ο খ) মাথা ব্যাথা করতে পারে
Ο গ) নাক দিয়ে রক্ত পড়তে পারে
Ο ঘ) কিছুই হবে না
সঠিক উত্তর: (গ)
২৩১. মানুষ বেশি উচ্চতরে উঠলে-
i. শ্বাস প্রশ্বাসে আরাম হয়
ii. শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়
iii. নাক দিয়ে রক্ত পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩২. কোনো বস্তুর নিম্নমুখী বল কম এবং উর্ধ্বমুখী বল বেশি হয় তাহলে কোনটি ঘটবে?
Ο ক) বস্তুটি ভেসে উঠবে
Ο খ) বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে
Ο গ) বস্তুটিকে তরলে ওজন হীন মনে হবে
Ο ঘ) বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
সঠিক উত্তর: (ক)
২৩৩. আণবিক গতিতত্ত্ব অনুসারে-
i. গ্যাসের ক্ষেত্রে অণুগুলো বেশ দূরে দূরে থাকে
ii. কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি থাকে
iii. গ্যাস ও তরলের ক্ষেত্রে কণাগুলো এলোমেলো ছুটাছুটি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর অণুগুলো পরস্পর থেকে সরে যায়। তার ফলে বস্তুর-
i. দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে
ii. আয়তনের পরিবর্তন ঘটে
iii. আকৃতির পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. সোনার ঘনত্ব কত?
Ο ক) 7800kgm-3
Ο খ) 10500kgm-3
Ο গ) 13600kgm-3
Ο ঘ) 19300kgm-3
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভুত প্রতিযোগকারী বলকে কি বলে?
Ο ক) বিকৃতি
Ο খ) পীড়ন
Ο গ) স্থিতিস্থাপকতা
Ο ঘ) পৃষ্ঠটান
সঠিক উত্তর: (খ)
২৩৭. নিচের তথ্যগুলো লক্ষ কর- i. P α F ii. P α 1/A iii. P α A নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৮. কোন সাগরের পানিতে মানুষ ডুবে না?
Ο ক) আরব সাগর
Ο খ) লোহিত সাগর
Ο গ) কাস্পিয়ান সাগর
Ο ঘ) মৃতসাগর
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. পদার্থের চতুর্থ অবস্থার নাম কী?
Ο ক) গ্যাস
Ο খ) প্লাজমা
Ο গ) কঠিন
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (খ)
২৪০. ঘনত্বের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক?
Ο ক) ঘনত্ব=বস্তুর ওজন/বস্তুর আয়তন
Ο খ) ঘনত্ব=বস্তুর ভর/বস্তুর আয়তন
Ο গ) ঘনত্ব=বস্তুর ভরxবস্তুর আয়তন
Ο ঘ) ঘনত্ব=বস্তুর আয়তন/বস্তুর ভর
সঠিক উত্তর: (খ)
২৪১. যখনই বস্তু বিকৃত ও তখনই বস্তুর ভিতরে-
i. একটা বাঁধাদানকারী বলের সৃষ্টি হয়
ii. যার জন্য সেটি পূর্বের অবস্থায় ফিরে আসতে সচেষ্ট হয়
iii. কোনো বাধাদানকারী বলের সৃষ্টি হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪২. একটি 1mm ব্যাসের তারে 98N টানা বল প্রয়োগ করলে পীড়ন কত হবে?
Ο ক) 1.25x1010Nm-2
Ο খ) 1.5x108Nm-2
Ο গ) 1.25x106Nm-2
Ο ঘ) 2.5x104Nm-2
সঠিক উত্তর: (খ)
২৪৩. পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমণ্ডলের চাপ কত?
Ο ক) 104N
Ο খ) 103N
Ο গ) 105N
Ο ঘ) 106N
সঠিক উত্তর: (গ)
২৪৪. Nm-2 এককবিশিষ্ট রাশি হলো- i. চাপ ii. পীড়ন iii. স্থিতিস্থাপক গুণাঙ্ক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভৃ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের কী বলে?
Ο ক) বাষ্পীয় চাপ
Ο খ) বায়ুমণ্ডলীয় চাপ
Ο গ) শুষ্কতা
Ο ঘ) আর্দ্রতা
সঠিক উত্তর: (খ)
২৪৬. কোনো স্থানে বায়ুর চাপ 76cm পারদ স্তম্ভের সমান, পারদে ঘনত্ব 13600kgm-3 হলে ঐ স্থানের বায়ুর চাপ-
i. 1.01x105Pa
ii. 1.01x105N
iii. 1.01x105Nm-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪৭. কোনটি পদার্থের সাধারণ ধর্ম?
Ο ক) সান্দ্রতা
Ο খ) ঘনত্ব
Ο গ) কৈশিকতা
Ο ঘ) স্থিতিস্থাপকতা
সঠিক উত্তর: (খ)
২৪৮. জাহাজ সাগর থেকে নদীতে প্রবেশ করলে কোনটি ঘটবে?
Ο ক) এর পানিতে নিমজ্জিত অংশ বৃদ্ধি পাবে
Ο খ) এর তলদেশ মাটিতে লেগে যাবে
Ο গ) এর পানিতে নিমজ্জিত অংশ হ্রাস পাবে
Ο ঘ) এটি পানিতে সম্পূর্ণরূপে ডুবে যাবে
সঠিক উত্তর: (ক)
২৪৯. কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো কীরূপ থাকে?
Ο ক) কণাগুলোর আন্তঃআণবিক শক্তি বেশি থাকে
Ο খ) কণাগুলো এলোমেলো ছুটাছুটি করে
Ο গ) কণাগুলোর আন্তঃআণবিক দূরত্ব বেশি থাকে
Ο ঘ) কণাগুলোর পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
সঠিক উত্তর: (ক)
২৫০. একটি নির্দিষ্ট স্থানে A প্রস্থচ্ছেদের এবং h উচ্চতার একটি সিলিন্ডারকে p ঘনত্বের প্রবাহীতে সম্পূর্ণ নিমজ্জিত করলে কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) প্রবাহীর উপর উর্ধ্বমুখী বল, W=hpg/A
Ο খ) প্রবাহী উপর নিম্নমুখী বল W=hpgA
Ο গ) প্রবাহীর উপর উর্ধ্বমুখী বল W=hpgA
Ο ঘ) প্রবাহীর উপর নিম্নমুখী বল W=hpg/A
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics