এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৫: পদার্থের অবস্থা ও চাপ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৫: পদার্থের অবস্থা ও চাপ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. রফিকের ওজন 490N হলে এবং তার জুতার তলার ক্ষেত্রফল 200x10-4m হলে রফিকের চাপ কত?
Ο ক) 2.45x105 Pa
Ο খ) 2.5x1010 Pa
Ο গ) 2.45x106 Pa
Ο ঘ) 2.45x104 Pa
সঠিক উত্তর: (গ)

১৫২. বায়ুমন্ডলের চাপ হ্রাস পেলে-
i. বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়
ii. মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়
iii. বায়ুস্তম্ভের ওজন হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫৩. বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে-
i. বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে, বস্তুটি তরলে ডুবে যাবে
ii. বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে কম হলে, বস্তুটি তরলের ডুবে যাবে
iii. বস্তুর ওজন তরলের প্লবতার সমান হলে, বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৫৪. স্থিতিস্থাপক সীমা কোনটি?
Ο ক) প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের জন্য বিকৃত বস্তু আগের আকার ও আয়তন ফিরে পায়
Ο খ) বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়
Ο গ) যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে
Ο ঘ) সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায়
সঠিক উত্তর: (গ)

১৫৫. পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এ ধ্রুবককে বলা হয়-
i. স্থিতিস্থাপক ধ্রুবক
ii. স্থিতিস্থাপক গুণাঙ্ক
iii. স্থিতিস্থাপকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫৬. প্রযুক্ত বলের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) ভূমির ক্ষেত্রফল x গভীরতা
Ο খ) ভূমির ক্ষেত্রফল x গভীরতা x ঘনত্ব x g
Ο গ) ভূমির ক্ষেত্রফল x গভীরতা x g
Ο ঘ) ভূমির ক্ষেত্রফল x ঘনত্ব
সঠিক উত্তর: (খ)

১৫৭. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে-
i. বস্তুটি তরলে ডুবে যাবে
ii. বস্তুটি তরলে ভেসে থাকবে
iii. বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

 ১৫৮. 10N বল 2m2 ক্ষেত্রে প্রযুক্ত হলে চাপ কত হবে?
Ο ক) 5 Pa
Ο খ) 20 Pa
Ο গ) 0.2 Pa
Ο ঘ) 0.5 Pa
সঠিক উত্তর: (ক)

১৫৯. বায়ুর ঘনত্ব পরিমাপক যন্ত্র কোনটি?
Ο ক) ব্যারোমিটার
Ο খ) থার্মোমিটার
Ο গ) ল্যাকটোমিটার
Ο ঘ) হাইড্রোমিটার
সঠিক উত্তর: (ঘ)

১৬০. তরল পদার্থের ভেতরের কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না ?
Ο ক) তরলের গভীরতা
Ο খ) ভূমির ক্ষেত্রফল
Ο গ) তরলের ঘনত্ব
Ο ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (খ)

১৬১. C.G.S. পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 gm/cc হলে MKS পদ্ধতিতে ঘনত্ব কত হবে?
Ο ক) 13600gm/m3
Ο খ) 1360gm/cc
Ο গ) 13600kg/m3
Ο ঘ) 1360kg/m3
সঠিক উত্তর: (গ)

১৬২. প্রবাহীর অন্তর্ভূক্ত কোনটি?
Ο ক) কঠিন ও তরল
Ο খ) কঠিন ও গ্যাস
Ο গ) তরল ও গ্যাস
Ο ঘ) কঠিন, তরল ও গ্যাস
সঠিক উত্তর: (গ)

১৬৩. পীড়ন সম্পর্কে নিচের বিবৃতিগুলো লক্ষ কর:
i. বস্তুর একক আয়তনের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে
ii. পীড়নের একক Nm-2
iii. পীড়ন α বিকৃতি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬৪. মৃতসাগর কোথায় অবস্থিত?
Ο ক) আমেরিকায়
Ο খ) জাপানে
Ο গ) জর্ডানে
Ο ঘ) চীনে
সঠিক উত্তর: (গ)

১৬৫. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
Ο ক) থার্মোমিটার
Ο খ) ব্যারোমিটার
Ο গ) ম্যানোমিটার
Ο ঘ) সিসমোমিটার
সঠিক উত্তর: (খ)

১৬৬. বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
Ο ক) তরলে সম্পূর্ণ ডুবে যাবে
Ο খ) তরলে আংশিক ডুবে যাবে
Ο গ) তরলে ওজন হীন মনে হবে
Ο ঘ) তরলে ভেসে উঠবে
সঠিক উত্তর: (ক)

১৬৭. একটি পুকুরের তলদেশের চাপ 2.99x104Pa হলে ঐ পুকুরের গভীরতা নির্ণয় কর।
Ο ক) 1m
Ο খ) 2m
Ο গ) 3m
Ο ঘ) 4m
সঠিক উত্তর: (গ)

১৬৮. প্রবাহীর অন্তর্ভূক্ত হলো-
i. কঠিন পদার্থ
ii. তরল পদার্থ
iii. বায়বীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬৯. চাপের তারতম্যের কারণে-
i. হাইহিল জুতা পরে কেউ নরম মাটির উপর দিয়ে হাটলে জুতা মাটির মধ্যে দেবে যায়
ii. যদি কেউ চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরেন, তবে তা মাটিতে দেবে যাবে
iii. যদি কেউ চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরেন, তবে তা মাটিতে দেবে যাবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৭০. তরল ও বায়বীয় এ দুই শ্রেণীর পদার্থকে কি বলে?
Ο ক) পৃষ্ঠটান
Ο খ) সান্দ্রতা
Ο গ) প্রবাহী
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (গ)

১৭১. ছুরি দিয়ে কোনো বস্তু কাটার সময়-
i. ধারালো প্রান্তে বেশি চাপ পড়ে
ii. ভোতা প্রান্তে কম চাপ পড়ে
iii. ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭২. তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে-
i. কঠিন পদার্থ
ii. তরল পদার্থ
iii. বায়বীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ১৭৩. 5m2 ক্ষেত্রফলের বস্তুর উপর 10Pa চাপ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
Ο ক) 50N
Ο খ) 2N
Ο গ) 500N
Ο ঘ) 20N
সঠিক উত্তর: (ক)

১৭৪. পদার্থের কণাগুলো কীরূপ?
Ο ক) সর্বদা স্থিতিশীল
Ο খ) সর্বদা গতিশীল
Ο গ) মাঝে মাঝে স্থিতিশীল
Ο ঘ) মাঝে মাঝে গতিশীল
সঠিক উত্তর: (খ)

১৭৫. বস্তুর ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হলে নিচের কোনটি ঘটবে?
Ο ক) বস্তু তরলে ভাসবে
Ο খ) বস্তু তরলে ডুবে যাবে
Ο গ) বস্তু তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
Ο ঘ) বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
সঠিক উত্তর: (ঘ)

১৭৬. কত তাপমাত্রায় প্লাজমা অবস্থার সৃষ্টি হয়?
Ο ক) 1000C তাপমাত্রার ওপরে
Ο খ) 5000C তাপমাত্রার ওপরে
Ο গ) 8000C তাপমাত্রার ওপরে
Ο ঘ) কয়েক হাজার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার ওপরে
সঠিক উত্তর: (ঘ)

১৭৭. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. বায়ুর ঘনত্ব 1.29kgm-3
ii. হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে কম
iii. সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব 1.5x103kgm-3 থেকে 1.3x103kgm-3
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭৮. একটি পুকুরের গভীরতা 3m হলে উহার তলদেশে চাপ কত হবে?
Ο ক) 2.94 x 104Pa
Ο খ) 2.09 x 104Pa
Ο গ) 0.29 x 104Pa
Ο ঘ) 2.9 x 10-4Pa
সঠিক উত্তর: (ক)

১৭৯. যেকোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে কি বলে?
Ο ক) পরমাণু
Ο খ) ইলেক্ট্রন
Ο গ) প্রোটন
Ο ঘ) অণু
সঠিক উত্তর: (ঘ)

১৮০. আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ-
i. কিছু মাত্র কমবে না
ii. তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হবে
iii. প্রবাহী পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮১. ধারালো ছুরি দিয়ে কাটা সহজ হয়, কারণ-
i. বেশি বল প্রয়োগ করা যায়
ii. একই বল প্রয়োগে চাপ বেশি পড়ে
iii. ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮২. কোনো ব্যক্তির ভর 60kg এবং তার জুতার তলার ক্ষেত্রফল 0.03m2 হলে চাপ কত?
Ο ক) 20000Pa
Ο খ) 16900Pa
Ο গ) 19600Pa
Ο ঘ) 15000Pa
সঠিক উত্তর: (গ)

১৮৩. ভূ-পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত?
Ο ক) 76cmHg
Ο খ) 75cmHg
Ο গ) 72cmHg
Ο ঘ) 7.6cmHg
সঠিক উত্তর: (ক)

১৮৪. কখন ঝড়ের সম্ভাবনা থাকে?
Ο ক) বায়ুমণ্ডলের চাপ কমে গেলে
Ο খ) বায়ুমণ্ডলের চাপ বেড়ে গেলে
Ο গ) বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেলে
Ο ঘ) বায়ুমন্ডলের তাপমাত্রা কমে গেল
সঠিক উত্তর: (ক)

১৮৫. কোনটি বায়ুর চেয়ে হালকা?
Ο ক) জলীয় বাষ্প
Ο খ) বড় পানির কণা
Ο গ) কর্ক
Ο ঘ) পারদ
সঠিক উত্তর: (ক)

১৮৬. কোন বিজ্ঞানী স্থিতিস্থাপকতার মূল সূত্রটি আবিষ্কার করেন?
Ο ক) নিউটন
Ο খ) প্যাসকেল
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর: (ঘ)

১৮৭. বল F, চাপ P এবং ক্ষেত্রফল A হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) P α A
Ο খ) P α F
Ο গ) P α 1/F
Ο ঘ) F α 1/P
সঠিক উত্তর: (খ)

১৮৮. 40C তাপমাত্রায় পানি-
i. এর ঘনত্ব 1000kgm-3
ii. সোনার তুলনায় 19.3 গুণ হালকা
iii. বরফের চেয়ে ভারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৯. যদি পাত্রের মূখে F বল প্রয়োগ করা হয় তবে এ বল-
i. শুধমাত্র পাত্রের তলায় চাপ প্রয়োগ করবে
ii. শুধুমাত্র পাত্রের বক্র তলে চাপ প্রয়োগ করবে
iii. পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

 ১৯০. কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে?
Ο ক) চাপ
Ο খ) বল
Ο গ) ঘনত্ব
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (ক)

 ১৯১. পেরেকের ক্ষেত্রে আমরা বলতে পারি-
i. সূচালো মুখের ক্ষেত্রফল খুব বেশি
ii. সূচালো মুখের ক্ষেত্রফল খুব কম
iii. কাঠ জাতীয় কোনো তলের উপর সূচালো মুখটি রেখে পেরেকের চওড়া মাথায় আঘাত করলে সূচালো মাথায় অপেক্ষাকৃত বেশি চাপ পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ১৯২. মাঝে মধ্যে প্রয়োজনীয় কী দিয়ে ঘনত্ব ঠিক রাখতে হয়?
Ο ক) পানি
Ο খ) অক্সিজেন
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (ক)

১৯৩. স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 1m লম্বা কাচনল দিয়ে টরিসেলির পরীক্ষা করা হলে টরিসেলির শূন্যস্থানের উচ্চতা কত হবে?
Ο ক) 100cm
Ο খ) 76cm
Ο গ) 30cm
Ο ঘ) 24cm
সঠিক উত্তর: (ঘ)

১৯৪. পৃথিবী কী দ্বারা বেষ্টিত?
Ο ক) বায়ুমন্ডল
Ο খ) কেন্দ্রমন্ডল
Ο গ) অশ্রুমন্ডল
Ο ঘ) সপ্তর্ষিমন্ডল
সঠিক উত্তর: (ক)

১৯৫. টরিসেলির শূন্যস্থানে কী থাকে?
Ο ক) জলীয়বাষ্প
Ο খ) পারদবাষ্প
Ο গ) বায়ু
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (খ)

১৯৬. ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়, তত-
i. বায়ুস্তম্ভের ওজন হ্রাস পায়
ii. বায়ুস্তম্ভের ঘনত্ব হ্রাস পায়
iii. বায়ু চাপ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৭. বায়ুমণ্ডলীয় চাপ-
i. স্বাভাবিক অবস্থায় 76cm পারদস্তম্ভের চাপের সমান
ii. বায়ুর ঘনত্ব এবং বায়ুমন্ডলের উচ্চতার উপর নির্ভরশীল
iii. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯৮. লোহার ঘনত্ব 7800kgm-3.1mm পুরু এবং 5m দৈর্ঘ্য ও 2m প্রস্থবিশিষ্ট লোহার শিটের ভর কত?
Ο ক) 70kg
Ο খ) 78kg
Ο গ) 87kg
Ο ঘ) 100kg
সঠিক উত্তর: (খ)

১৯৯. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ খুব কমে গেলে বুঝাতে হবে ঐ স্থানে-
i. বায়ুমণ্ডলের চাপ সহসা কমে গেছে
ii. নিম্নচাপ সৃষ্টি হয়েছে
iii. ঝড়ের সম্ভাবনা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

২০০. যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আণবিক গতিতত্ত্ব অনুসারে এই কণাগুলোকে কী বলে?
Ο ক) অনু
Ο খ) পরমাণু
Ο গ) আয়ন
Ο ঘ) মূলক
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post