ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৫: পদার্থের অবস্থা ও চাপ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে-
i. বায়ুমন্ডলীয় তাপ পরিমাপ করা যায়
ii. বায়ুমন্ডলীয় চাপ পরিমাপ করা যায়
iii. বায়ুর ঘনত্ব পরিমাপ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০২. কোনো মানুষ শূন্যে ভাসতে পারে না কিন্তু পানিতে ভাসতে পারে। কারণ-
i. পানির ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি
ii. বায়ুর উর্ধ্বমুখী বল পানির উর্ধ্বমুখী বল অপেক্ষা কম
iii. অপসারিত বায়ুর ওজন অপসারিত পানির ওজনের চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৩. স্থিতিস্থাপক সীমার-
i. মধ্যে বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে
ii. বাইরে গেলে প্রযুক্ত বল অপসারণ করলেও বস্তু এর পূর্বেকার অবস্থায় ফিরে আসে না
iii. বাইরেও বস্তু পূর্ণ স্থিতিস্থাপক রূপে আচরণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৪. পদার্থের অণুগুলো কেমন?
Ο ক) সর্বদা গতিশীল
Ο খ) সর্বদা স্থিতিশীল
Ο গ) কখনও গতিশীল
Ο ঘ) কখনও স্থিতিশীল
সঠিক উত্তর: (ক)
১০৫. একটি কঠিন বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকলে
i. বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান
ii. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান
iii. বস্তুর ওপর প্লাবতা ক্রিয়া করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৬. কোনো বস্তু কখন পানিতে সম্পূর্ণ ডুবে যায়?
Ο ক) যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়
Ο খ) যখন বস্তুর ওজন সমআয়তনের পানির ওজনের চেয়ে কম হয়
Ο গ) যখন বস্তুর ওজন সমআয়তনের পানির ওজনের চেয়ে বেশি হয়
Ο ঘ) যখন বস্তু পনিতে অদ্রবনীয় হয়
সঠিক উত্তর: (গ)
১০৭. কোন শতাব্দীতে আর্কিমিডিসের সূত্র আবিষ্কৃত হয়?
Ο ক) খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে
Ο খ) খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে
Ο গ) সপ্তম শতাব্দীতে
Ο ঘ) নবম শতাব্দীতে
সঠিক উত্তর: (ক)
১০৮. হঠাৎ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা খুব কমে গেলে-
i. নিম্নচাপের সৃষ্টি হবে
ii. ঝড়ের সম্ভাবনা আছে
iii. বায়ুমন্ডলের চাপ ধীরে ধীরে কমে যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৯. স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী?
Ο ক) N
Ο খ) n-m
Ο গ) Nm-1
Ο ঘ) Nm-2
সঠিক উত্তর: (ঘ)
১১০. স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাল ঐ বিন্দুর-
i. গভীরভাবে ব্যস্তানুপাতিক
ii. গভীরতার সমানুপাতিক
iii. ঘনত্বের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১১. বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপতার জন্য-
i. বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়
ii. এই প্রতিরোধ বল বাহ্যিক বলকে বাধাদানের চেষ্টা করে
iii. বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত এ প্রতিরোধকারী বলকে পীড়ন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. A ক্ষেত্রফলবিশিষ্ট কোনো বস্তুতে লম্বভাবে F বল প্রয়োগ করা হলে পীড়ন কোনটির সমান?
Ο ক) A/F
Ο খ) F x A
Ο গ) F/A
Ο ঘ) AF-1
সঠিক উত্তর: (গ)
১১৩. পাত্রের নিম্নতলে কী পরিমাণ চাপ অনুভূত হবে?
Ο ক) 98Pa
Ο খ) 980Pa
Ο গ) 196Pa
Ο ঘ) 1960Pa
সঠিক উত্তর: (ঘ)
১১৪. একটি হাইড্রোলিক প্রেসের বড় ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত 3:1 । বড় পিস্টনে 1800N বল পেতে হলে ছোট পিস্টনে কত বল প্রয়োগ করতে হবে?
Ο ক) 100N
Ο খ) 200N
Ο গ) 300N
Ο ঘ) 600N
সঠিক উত্তর: (খ)
১১৫. বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে কী বলা হয়?
Ο ক) স্থিতিস্থাপকতা
Ο খ) স্থিতিস্থাপক সীমা
Ο গ) পীড়ন
Ο ঘ) বিকৃতি
সঠিক উত্তর: (ঘ)
১১৬. কার সূত্রকে বলবৃদ্ধিকরণ নীতি বলা হয়?
Ο ক) প্যাসকেলের
Ο খ) আর্কিমিডিসের
Ο গ) পয়সনের
Ο ঘ) ইয়ং-এর
সঠিক উত্তর: (ক)
১১৭. তরলের চাপের পরিমাণ কী হবে?
Ο ক) গভীরতার সমানুপাতিক
Ο খ) ক্ষেত্রফলের সমানুপাতিক
Ο গ) ঘনত্বের ব্যস্তানুপাতিক
Ο ঘ) অভিকর্ষীয় ত্বরণের সমান
সঠিক উত্তর: (ক)
১১৮. কোনো বস্তুর জানা ওজন থেকে বস্তুটির নিমজ্জিত অবস্থার ওজন বাদ দিলে কোনটি পাওয়া যাবে?
Ο ক) বস্তুর আপাত ওজন বৃদ্ধি
Ο খ) বস্তুর আপাত ওজন হ্রাস
Ο গ) বস্তুর প্রকৃত ওজন বৃদ্ধি বস্তুর
Ο ঘ) প্রকৃত ওজন হ্রাস
সঠিক উত্তর: (ক)
১১৯. P=P/A সমীকরণে A এর মান কম হলে চাপের মান কী হবে?
Ο ক) P এর মান কমে যাবে
Ο খ) P এর মান বেড়ে যাবে
Ο গ) P এর মান স্থির থাকবে
Ο ঘ) P এর মান সর্বনিম্ন হবে
সঠিক উত্তর: (খ)
১২০. পঁচা ডিম পানিতে ভাসে কেন?
Ο ক) পঁচা ডিসের ঘনত্ব পানির ঘনত্বের সমান বলে
Ο খ) পঁচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে
Ο গ) পঁচা ডিমের ঘনত্ব পানির চেয়ে বেশি বলে
Ο ঘ) পঁচা ডিমের ভিতরে জীবাণু সৃষ্টি হয় বলে
সঠিক উত্তর: (খ)
১২১. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
Ο ক) তরলে ওজনহীন মনে হবে
Ο খ) তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্তায় ভাসবে
Ο গ) তরলে ডুবে যাবে
Ο ঘ) তরলে ভেসে উঠবে
সঠিক উত্তর: (গ)
১২২. কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে?
Ο ক) চাপ
Ο খ) পীড়ন
Ο গ) প্লবতা
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (গ)
১২৩. বল 100N এবং চাপ 5Pa হলে ক্ষেত্রফল কত?
Ο ক) 2m2
Ο খ) 20m2
Ο গ) 500m2
Ο ঘ) 10m2
সঠিক উত্তর: (খ)
১২৪. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর কোনটির পরিবর্তন ঘটে?
Ο ক) অণু
Ο খ) আধান
Ο গ) অবস্থা
Ο ঘ) আকার-আকৃতি
সঠিক উত্তর: (ঘ)
১২৫. একটি সোনার গহনায় ভেজাল আছে কিনা তা কীভাবে বুঝা যায়?
Ο ক) ঘষে পরিষ্কার করে
Ο খ) এতে অতি বেগুনি রশ্মি ফেলে
Ο গ) সালফিউরিক এসিডে ডুবিয়ে রেখে
Ο ঘ) এর উপাদনের ঘনত্ব নির্ণয় করে
সঠিক উত্তর: (ঘ)
১২৬. চাপের একক- i. Nm-2 ii. Pa iii. N নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৭. পীড়ন সম্পর্কে-
i. বস্তুর একক আয়তনের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে
ii. পীড়নের একক Nm-2
iii. পীড়ন=ধ্রবকxবিকৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৮. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কোনটি ঘটবে?
Ο ক) তরলে ভেসে থাকবে
Ο খ) তরলে ডুবে যাবে
Ο গ) তরলে ওজনহীন মনে হবে
Ο ঘ) তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে
সঠিক উত্তর: (ক)
১২৯. ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়-
i. বায়ুস্তম্ভের ওজন তত বৃদ্ধি পায়
ii. বায়ুর ঘনত্ব তত হ্রাস পায়
iii. বায়ুর চাপ তত হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩০. কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে?
Ο ক) পীড়ন
Ο খ) ঘর্ষণ
Ο গ) চাপ
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (গ)
১৩১. কোন পদার্থের কণাগুলো এলোমেলো ছোটাছুটি করে?
Ο ক) কঠিন
Ο খ) গ্যাস
Ο গ) তরল
Ο ঘ) গ্যাস ও তরল
সঠিক উত্তর: (ঘ)
১৩২. প্লাজমার তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস?
Ο ক) কয়েক শত
Ο খ) কয়েক হাজার
Ο গ) কয়েক লক্ষ
Ο ঘ) কয়েক কোটি
সঠিক উত্তর: (খ)
১৩৩. ঘনত্বের একক কী?
Ο ক) Kgm3
Ο খ) Kgm-3
Ο গ) Kgm2
Ο ঘ) Kgm-2
সঠিক উত্তর: (খ)
১৩৪. 1NM-2 =?
Ο ক) 1kg
Ο খ) 1Pa
Ο গ) 1cc
Ο ঘ) 1kgms-1
সঠিক উত্তর: (খ)
১৩৫. 2m3 আয়তনের তরলের ভর 2000 kg হলে তরলের ঘনত্ব কত?
Ο ক) 100kgm-3
Ο খ) 1000kgm-3
Ο গ) 100kgm3
Ο ঘ) 1000kgm3
সঠিক উত্তর: (খ)
১৩৬. তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে কি বলে?
Ο ক) পৃষ্ঠটান
Ο খ) প্রবাহী
Ο গ) চাপ
Ο ঘ) প্লবতা
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. বল বৃদ্ধিকরণ নীতিটি নিচের কোন সূত্র থেকে প্রতিপাদিত হয়েছে?
Ο ক) কুলম্বের সূত্র
Ο খ) নিউটনের বল সম্পর্কিত দ্বিতীয় সূত্র
Ο গ) প্যাসকেলের সূত্র
Ο ঘ) আর্কিমিডিসের সূত্র
সঠিক উত্তর: (গ)
১৩৮. A ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) F=P/A
Ο খ) A=P/F
Ο গ) P=F/A
Ο ঘ) F=A/p
সঠিক উত্তর: (গ)
১৩৯. এক প্যাসকেল=কত?
Ο ক) 1Nm-1
Ο খ) 1Nm
Ο গ) 1Nm-2
Ο ঘ) iN-1m-2
সঠিক উত্তর: (গ)
১৪০. একটি বস্তুকে তরলে ছেড়ে দেওয়া হলো। তরলের ঘনত্ব 800 kgm-3 এবং বস্তুর ঘনত্ব 2700kgm-3 হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
Ο ক) ভাসবে
Ο খ) ডুবে যাবে
Ο গ) আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
Ο ঘ) সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
সঠিক উত্তর: (খ)
১৪১. চাপের এস.আই. একক কোনটি?
Ο ক) Nm2
Ο খ) Ncm2
Ο গ) Nm-2
Ο ঘ) Ncm-2
সঠিক উত্তর: (গ)
১৪২. কোনো স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে। এর কারণ-
i. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি
ii. বায়ুর ঘনত্বের পরিবর্তন
iii. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৩. বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে-
i. বায়ুমণ্ডলের উচ্চতার উপর
ii. বায়ুর ঘনত্বের উপর
iii. বায়ুর আয়তনের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৪. A ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F হলে
i. বল, F=চাপ, P/ক্ষেত্রফল, A
ii. চাপ, P=বল, F/ক্ষেত্রফল,A
iii. ক্ষেত্রফল, A=বল, F/চাপ, P
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৫. ঘনত্ব পদার্থের কী নির্দেশ করে?
Ο ক) ধর্ম
Ο খ) মৌলিক ধর্ম
Ο গ) একটি সাধারণ ধর্ম
Ο ঘ) কোনো ধর্ম নির্দেশ করে না
সঠিক উত্তর: (গ)
১৪৬. ওজনের একক কী?
Ο ক) কে. জি.
Ο খ) নিউটন
Ο গ) প্যাসকেল
Ο ঘ) জুল
সঠিক উত্তর: (খ)
১৪৭. ঘনত্বের ক্ষেত্রে বলা যায়-
i. পদার্থের একটি সাধারণ ধর্ম
ii. বস্তুর উপাদানের উপর নির্ভরশীল
iii. বস্তুর তাপমাত্রার উপর নির্ভরশীল নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৮. পদার্থের কণাগুলো পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়-
i. কঠিন পদার্থের ক্ষেত্রে
ii. তরল পদার্থের ক্ষেত্রে
iii. বায়বীয় পদার্থের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৯. ইস্পাত রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক কারণ-
Ο ক) স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি
Ο খ) পীড়ন ও বিকৃতি অনুপাত কম
Ο গ) স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম
Ο ঘ) স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত সমান
সঠিক উত্তর: (ক)
১৫০. প্যাসকেলের সূত্রানুসারে-
i. তরল পদার্থের ওপর চাপ সঞ্চালনের ধারণা পাওয়া যায়
ii. চাপ তরলের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয়
iii. চাপ পাত্রের গায়ে সমান্তরালে ক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে-
i. বায়ুমন্ডলীয় তাপ পরিমাপ করা যায়
ii. বায়ুমন্ডলীয় চাপ পরিমাপ করা যায়
iii. বায়ুর ঘনত্ব পরিমাপ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০২. কোনো মানুষ শূন্যে ভাসতে পারে না কিন্তু পানিতে ভাসতে পারে। কারণ-
i. পানির ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি
ii. বায়ুর উর্ধ্বমুখী বল পানির উর্ধ্বমুখী বল অপেক্ষা কম
iii. অপসারিত বায়ুর ওজন অপসারিত পানির ওজনের চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৩. স্থিতিস্থাপক সীমার-
i. মধ্যে বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে
ii. বাইরে গেলে প্রযুক্ত বল অপসারণ করলেও বস্তু এর পূর্বেকার অবস্থায় ফিরে আসে না
iii. বাইরেও বস্তু পূর্ণ স্থিতিস্থাপক রূপে আচরণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৪. পদার্থের অণুগুলো কেমন?
Ο ক) সর্বদা গতিশীল
Ο খ) সর্বদা স্থিতিশীল
Ο গ) কখনও গতিশীল
Ο ঘ) কখনও স্থিতিশীল
সঠিক উত্তর: (ক)
১০৫. একটি কঠিন বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকলে
i. বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান
ii. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান
iii. বস্তুর ওপর প্লাবতা ক্রিয়া করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৬. কোনো বস্তু কখন পানিতে সম্পূর্ণ ডুবে যায়?
Ο ক) যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়
Ο খ) যখন বস্তুর ওজন সমআয়তনের পানির ওজনের চেয়ে কম হয়
Ο গ) যখন বস্তুর ওজন সমআয়তনের পানির ওজনের চেয়ে বেশি হয়
Ο ঘ) যখন বস্তু পনিতে অদ্রবনীয় হয়
সঠিক উত্তর: (গ)
১০৭. কোন শতাব্দীতে আর্কিমিডিসের সূত্র আবিষ্কৃত হয়?
Ο ক) খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে
Ο খ) খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে
Ο গ) সপ্তম শতাব্দীতে
Ο ঘ) নবম শতাব্দীতে
সঠিক উত্তর: (ক)
১০৮. হঠাৎ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা খুব কমে গেলে-
i. নিম্নচাপের সৃষ্টি হবে
ii. ঝড়ের সম্ভাবনা আছে
iii. বায়ুমন্ডলের চাপ ধীরে ধীরে কমে যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৯. স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী?
Ο ক) N
Ο খ) n-m
Ο গ) Nm-1
Ο ঘ) Nm-2
সঠিক উত্তর: (ঘ)
১১০. স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাল ঐ বিন্দুর-
i. গভীরভাবে ব্যস্তানুপাতিক
ii. গভীরতার সমানুপাতিক
iii. ঘনত্বের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১১. বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপতার জন্য-
i. বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়
ii. এই প্রতিরোধ বল বাহ্যিক বলকে বাধাদানের চেষ্টা করে
iii. বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত এ প্রতিরোধকারী বলকে পীড়ন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. A ক্ষেত্রফলবিশিষ্ট কোনো বস্তুতে লম্বভাবে F বল প্রয়োগ করা হলে পীড়ন কোনটির সমান?
Ο ক) A/F
Ο খ) F x A
Ο গ) F/A
Ο ঘ) AF-1
সঠিক উত্তর: (গ)
১১৩. পাত্রের নিম্নতলে কী পরিমাণ চাপ অনুভূত হবে?
Ο ক) 98Pa
Ο খ) 980Pa
Ο গ) 196Pa
Ο ঘ) 1960Pa
সঠিক উত্তর: (ঘ)
১১৪. একটি হাইড্রোলিক প্রেসের বড় ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত 3:1 । বড় পিস্টনে 1800N বল পেতে হলে ছোট পিস্টনে কত বল প্রয়োগ করতে হবে?
Ο ক) 100N
Ο খ) 200N
Ο গ) 300N
Ο ঘ) 600N
সঠিক উত্তর: (খ)
১১৫. বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে কী বলা হয়?
Ο ক) স্থিতিস্থাপকতা
Ο খ) স্থিতিস্থাপক সীমা
Ο গ) পীড়ন
Ο ঘ) বিকৃতি
সঠিক উত্তর: (ঘ)
১১৬. কার সূত্রকে বলবৃদ্ধিকরণ নীতি বলা হয়?
Ο ক) প্যাসকেলের
Ο খ) আর্কিমিডিসের
Ο গ) পয়সনের
Ο ঘ) ইয়ং-এর
সঠিক উত্তর: (ক)
১১৭. তরলের চাপের পরিমাণ কী হবে?
Ο ক) গভীরতার সমানুপাতিক
Ο খ) ক্ষেত্রফলের সমানুপাতিক
Ο গ) ঘনত্বের ব্যস্তানুপাতিক
Ο ঘ) অভিকর্ষীয় ত্বরণের সমান
সঠিক উত্তর: (ক)
১১৮. কোনো বস্তুর জানা ওজন থেকে বস্তুটির নিমজ্জিত অবস্থার ওজন বাদ দিলে কোনটি পাওয়া যাবে?
Ο ক) বস্তুর আপাত ওজন বৃদ্ধি
Ο খ) বস্তুর আপাত ওজন হ্রাস
Ο গ) বস্তুর প্রকৃত ওজন বৃদ্ধি বস্তুর
Ο ঘ) প্রকৃত ওজন হ্রাস
সঠিক উত্তর: (ক)
১১৯. P=P/A সমীকরণে A এর মান কম হলে চাপের মান কী হবে?
Ο ক) P এর মান কমে যাবে
Ο খ) P এর মান বেড়ে যাবে
Ο গ) P এর মান স্থির থাকবে
Ο ঘ) P এর মান সর্বনিম্ন হবে
সঠিক উত্তর: (খ)
১২০. পঁচা ডিম পানিতে ভাসে কেন?
Ο ক) পঁচা ডিসের ঘনত্ব পানির ঘনত্বের সমান বলে
Ο খ) পঁচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে
Ο গ) পঁচা ডিমের ঘনত্ব পানির চেয়ে বেশি বলে
Ο ঘ) পঁচা ডিমের ভিতরে জীবাণু সৃষ্টি হয় বলে
সঠিক উত্তর: (খ)
১২১. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
Ο ক) তরলে ওজনহীন মনে হবে
Ο খ) তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্তায় ভাসবে
Ο গ) তরলে ডুবে যাবে
Ο ঘ) তরলে ভেসে উঠবে
সঠিক উত্তর: (গ)
১২২. কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে?
Ο ক) চাপ
Ο খ) পীড়ন
Ο গ) প্লবতা
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (গ)
১২৩. বল 100N এবং চাপ 5Pa হলে ক্ষেত্রফল কত?
Ο ক) 2m2
Ο খ) 20m2
Ο গ) 500m2
Ο ঘ) 10m2
সঠিক উত্তর: (খ)
১২৪. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর কোনটির পরিবর্তন ঘটে?
Ο ক) অণু
Ο খ) আধান
Ο গ) অবস্থা
Ο ঘ) আকার-আকৃতি
সঠিক উত্তর: (ঘ)
১২৫. একটি সোনার গহনায় ভেজাল আছে কিনা তা কীভাবে বুঝা যায়?
Ο ক) ঘষে পরিষ্কার করে
Ο খ) এতে অতি বেগুনি রশ্মি ফেলে
Ο গ) সালফিউরিক এসিডে ডুবিয়ে রেখে
Ο ঘ) এর উপাদনের ঘনত্ব নির্ণয় করে
সঠিক উত্তর: (ঘ)
১২৬. চাপের একক- i. Nm-2 ii. Pa iii. N নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৭. পীড়ন সম্পর্কে-
i. বস্তুর একক আয়তনের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে
ii. পীড়নের একক Nm-2
iii. পীড়ন=ধ্রবকxবিকৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৮. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কোনটি ঘটবে?
Ο ক) তরলে ভেসে থাকবে
Ο খ) তরলে ডুবে যাবে
Ο গ) তরলে ওজনহীন মনে হবে
Ο ঘ) তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে
সঠিক উত্তর: (ক)
১২৯. ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়-
i. বায়ুস্তম্ভের ওজন তত বৃদ্ধি পায়
ii. বায়ুর ঘনত্ব তত হ্রাস পায়
iii. বায়ুর চাপ তত হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩০. কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে?
Ο ক) পীড়ন
Ο খ) ঘর্ষণ
Ο গ) চাপ
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (গ)
১৩১. কোন পদার্থের কণাগুলো এলোমেলো ছোটাছুটি করে?
Ο ক) কঠিন
Ο খ) গ্যাস
Ο গ) তরল
Ο ঘ) গ্যাস ও তরল
সঠিক উত্তর: (ঘ)
১৩২. প্লাজমার তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস?
Ο ক) কয়েক শত
Ο খ) কয়েক হাজার
Ο গ) কয়েক লক্ষ
Ο ঘ) কয়েক কোটি
সঠিক উত্তর: (খ)
১৩৩. ঘনত্বের একক কী?
Ο ক) Kgm3
Ο খ) Kgm-3
Ο গ) Kgm2
Ο ঘ) Kgm-2
সঠিক উত্তর: (খ)
১৩৪. 1NM-2 =?
Ο ক) 1kg
Ο খ) 1Pa
Ο গ) 1cc
Ο ঘ) 1kgms-1
সঠিক উত্তর: (খ)
১৩৫. 2m3 আয়তনের তরলের ভর 2000 kg হলে তরলের ঘনত্ব কত?
Ο ক) 100kgm-3
Ο খ) 1000kgm-3
Ο গ) 100kgm3
Ο ঘ) 1000kgm3
সঠিক উত্তর: (খ)
১৩৬. তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে কি বলে?
Ο ক) পৃষ্ঠটান
Ο খ) প্রবাহী
Ο গ) চাপ
Ο ঘ) প্লবতা
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. বল বৃদ্ধিকরণ নীতিটি নিচের কোন সূত্র থেকে প্রতিপাদিত হয়েছে?
Ο ক) কুলম্বের সূত্র
Ο খ) নিউটনের বল সম্পর্কিত দ্বিতীয় সূত্র
Ο গ) প্যাসকেলের সূত্র
Ο ঘ) আর্কিমিডিসের সূত্র
সঠিক উত্তর: (গ)
১৩৮. A ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) F=P/A
Ο খ) A=P/F
Ο গ) P=F/A
Ο ঘ) F=A/p
সঠিক উত্তর: (গ)
১৩৯. এক প্যাসকেল=কত?
Ο ক) 1Nm-1
Ο খ) 1Nm
Ο গ) 1Nm-2
Ο ঘ) iN-1m-2
সঠিক উত্তর: (গ)
১৪০. একটি বস্তুকে তরলে ছেড়ে দেওয়া হলো। তরলের ঘনত্ব 800 kgm-3 এবং বস্তুর ঘনত্ব 2700kgm-3 হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
Ο ক) ভাসবে
Ο খ) ডুবে যাবে
Ο গ) আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
Ο ঘ) সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
সঠিক উত্তর: (খ)
১৪১. চাপের এস.আই. একক কোনটি?
Ο ক) Nm2
Ο খ) Ncm2
Ο গ) Nm-2
Ο ঘ) Ncm-2
সঠিক উত্তর: (গ)
১৪২. কোনো স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে। এর কারণ-
i. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি
ii. বায়ুর ঘনত্বের পরিবর্তন
iii. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৩. বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে-
i. বায়ুমণ্ডলের উচ্চতার উপর
ii. বায়ুর ঘনত্বের উপর
iii. বায়ুর আয়তনের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৪. A ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F হলে
i. বল, F=চাপ, P/ক্ষেত্রফল, A
ii. চাপ, P=বল, F/ক্ষেত্রফল,A
iii. ক্ষেত্রফল, A=বল, F/চাপ, P
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৫. ঘনত্ব পদার্থের কী নির্দেশ করে?
Ο ক) ধর্ম
Ο খ) মৌলিক ধর্ম
Ο গ) একটি সাধারণ ধর্ম
Ο ঘ) কোনো ধর্ম নির্দেশ করে না
সঠিক উত্তর: (গ)
১৪৬. ওজনের একক কী?
Ο ক) কে. জি.
Ο খ) নিউটন
Ο গ) প্যাসকেল
Ο ঘ) জুল
সঠিক উত্তর: (খ)
১৪৭. ঘনত্বের ক্ষেত্রে বলা যায়-
i. পদার্থের একটি সাধারণ ধর্ম
ii. বস্তুর উপাদানের উপর নির্ভরশীল
iii. বস্তুর তাপমাত্রার উপর নির্ভরশীল নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৮. পদার্থের কণাগুলো পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়-
i. কঠিন পদার্থের ক্ষেত্রে
ii. তরল পদার্থের ক্ষেত্রে
iii. বায়বীয় পদার্থের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৯. ইস্পাত রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক কারণ-
Ο ক) স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি
Ο খ) পীড়ন ও বিকৃতি অনুপাত কম
Ο গ) স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম
Ο ঘ) স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত সমান
সঠিক উত্তর: (ক)
১৫০. প্যাসকেলের সূত্রানুসারে-
i. তরল পদার্থের ওপর চাপ সঞ্চালনের ধারণা পাওয়া যায়
ii. চাপ তরলের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয়
iii. চাপ পাত্রের গায়ে সমান্তরালে ক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics