এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৫: পদার্থের অবস্থা ও চাপ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৫: পদার্থের অবস্থা ও চাপ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত কাচের নলটি-
i. নলটি পুরু
ii. একমুখ খোলা
iii. মধ্যপ্রান্ত অপেক্ষাকৃত মোটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫২. কোন সূত্রমতে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক?
Ο ক) নিউটনের সূত্র
Ο খ) হুকের সূত্র
Ο গ) পয়সনের সূত্র
Ο ঘ) ভীনের সূত্র
সঠিক উত্তর: (খ)

৫৩. যে কোনো পদার্থ-
i. অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত
ii. এর পরমাণুগুলো এত ছোট যে, তাদেরকে বিন্দুর বিবেচনা করা হয়
iii. এর কণাগুলো সর্বদা গতিশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৪. প্লাজমা-
i. অতি উচ্চ তাপমাত্রার আয়নিক গ্যাস
ii. পদার্থের চতুর্থ অবস্থা
iii. নির্দিষ্ট আকার ও আয়তনবিহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৫. কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) Pαh
Ο খ) Pαg
Ο গ) PαA
Ο ঘ) Pαp
সঠিক উত্তর: (ক)

৫৬. সমান আয়তনের দুটি জগের একটি পানি দ্বারা ও একটি মধু দ্বারা পূর্ণ করা হলে এ ক্ষেত্রে-
i. হাত দিয়ে জগ দুটো উঠালে মধু ভর্তি জগটি বেশি ভারী মনে হবে
ii. হাত দিয়ে জগ দুটো উঠালে পানি ভর্তি জগটি বেশি ভারী মনে হবে
iii. মধুর ঘনত্ব পানি অপেক্ষা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৭. বস্তুর ওপর বল প্রয়োগ করা হলো বস্তুর-
i. দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে
ii. উপাদানের পরিবর্তন ঘটে
iii. আয়তনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৮. কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটিয়ে প্রযুক্ত বল সরিয়ে নিলে এটি-
i. পূর্বের অবস্থায় ফিরে আসতে প্রয়াস পায়
ii. একই অবস্থাতেই থেকে যায়
iii. স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৯. চাপের ক্ষেত্রে আমরা বলতে পারি-
i. চাপ, P=বল, F/ক্ষেত্রফল, A
ii. ক্ষেত্রফল A যত বেশি হয়, চাপ P তত বেশি হয়
iii. বল যত বেশি হয়, চাপ P তত বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬০. কোন বস্তুর উপর প্রযুক্ত বলকে বস্তুর ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?
i. ওজন
ii. ঘনত্ব
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬১. ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে-
i. হাইড্রোমিটার দিয়ে সঞ্চায়ক কোষে সালফিউরিক এসিডের ঘনত্ব পরিমাপ করা হয়।
ii. ল্যাক্টোমিটার দিয়ে দুধের ঘনত্ব পরিমাপ করা হয়
iii. ব্যারোমিটার দিয়ে বায়ুর ঘনত্ব পরিমাপ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬২. স্থির তরলে কোনো বস্তুকে ছেড়ে দিলে-
i. বস্তুটির উপর একই সঙ্গে দুটি বল ক্রিয়া করে
ii. বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে
iii. নিমজ্জিত বস্তুর উপর তরলের প্লবতা উলম্বভাবে ওপরের দিকে ক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৩. সঞ্চয়ী কোষে সালফিউরিক এসিডের ঘনত্ব বেশি হলে কী ঘটবে?
Ο ক) কোষটি ধীরে চার্জ নিবে
Ο খ) কোষটি দ্রুত চার্জ নিবে
Ο গ) কোষটি দীর্ঘদিন টিকবে
Ο ঘ) কোষটি নষ্ট হয়ে যাবে
সঠিক উত্তর: (ঘ)

৬৪. ঘনত্বের একক কোনটি? i. kgm-2 ii. kgm-3 iii. Nm-2 নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৫. বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে কয়টি অবস্থার সৃষ্টি হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ)

৬৬. কোন স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে, কারণ-
i. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি
ii. বায়ুর তাপমাত্রার পরিবর্তন
iii. বায়ুর ঘনত্বের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৭. বায়ুমন্ডলীয় চাপ নির্ভর করে-
i. বায়ুমন্ডলের উচ্চতার ওপর
ii. বায়মন্ডলের ব্যাসার্ধের ওপর
iii. বায়ুর ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৮. বায়ুমন্ডলের চাপ-
i. ভৃ-পৃষ্ঠ থেকে উপরের উচ্চতায় কম থাকে
ii. বায়ুর ঘনত্বের বৃদ্ধির সাথে হ্রাস পায়
iii. বায়ুস্তম্ভের ওজনের বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৯. মানুষ বেশি উচ্চতায় উঠলে-
i. শ্বাস-প্রশ্বাসে আরাম হয়
ii. শ্বাস-প্রস্বাসে কষ্ট হয়
iii. নাক দিয়ে রক্ত পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৭০. নিচের কোনটির ঘনত্ব বেশি?
Ο ক) লোহা
Ο খ) রূপা
Ο গ) সোনা
Ο ঘ) পারদ
সঠিক উত্তর: (গ)

৭১. বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের কারণ-
Ο ক) বায়ুর ঘনত্বের পরিবর্তন
Ο খ) বায়ুর জলীয়বাষ্পের পরিমাণের হ্রাস-বৃদ্ধি
Ο গ) ভূ-পৃষ্ঠে থেকে উচ্চতা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৭২. তরলের মধ্যে কোনো কঠিন বস্তুকে নিমজ্জিত করলে বস্তুর প্রতি বিন্দুতে কী অনভূত হবে?
Ο ক) সর্বমুখী বল
Ο খ) একমুখী চাপ
Ο গ) একমুখী বল
Ο ঘ) সর্বমুখী চাপ
সঠিক উত্তর: (ঘ)

৭৩. বল প্রয়োগে বস্তুর একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধকারী বলকে কী বলা হয়?
Ο ক) চাপ
Ο খ) পীড়ন
Ο গ) ঘর্ষণ
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (খ)

৭৪. 100N বল 0.01m2 ক্ষেত্রের উপর প্রযুক্ত হলে চাপ কত?
Ο ক) 100Pa
Ο খ) 1000Pa
Ο গ) 10Pa
Ο ঘ) 10000Pa
সঠিক উত্তর: (ঘ)

৭৫. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়াতে বুঝতে হবে-
i. বায়ুমন্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে
ii. শুষ্ক বাতাস সেই স্থান অধিকার করছে
iii. আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৬. বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি হলে নিচের কোনটি ঘটবে?
Ο ক) বস্তু তরলে ভাসবে
Ο খ) বস্তু তরলে ডুবে যাবে
Ο গ) বস্তু তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে
Ο ঘ) বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
সঠিক উত্তর: (খ)

৭৭. নৌদুর্ঘটনা এড়ানো যায়-
i. ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে
ii. আবহাওয়ার সতর্ক সংকেত মেনে
iii. ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. মৃত সাগরে-
i. লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে
ii. পানির ঘনত্ব বেশি
iii. মানুষ ডুবে যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৯. ব্যারোমিটার দ্বারা নির্ণয় করা যায়-
i. বায়ুচাপের পরিবর্তন
ii. আবহাওয়ার পূর্বাভাস
iii. জলবায়ুর স্থায়ী পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮০. প্লাজমার কণাগুলো কোনটি বহন করে?
Ο ক) তড়িৎ আধান
Ο খ) তড়িৎ বিভব
Ο গ) চুম্বকত্ব
Ο ঘ) আলো
সঠিক উত্তর: (ক)

৮১. হাইহিল জুতা পরে নরম মাটির উপর দিয়ে হাঁটলে জুতা মাটির মধ্যে দেবে যায় কেন?
Ο ক) জুতা খুব শক্ত বলে
Ο খ) বেশি বল প্রযুক্ত হয় বলে
Ο গ) বেশি চাপ পড়ে বলে
Ο ঘ) ভর বেড়ে যায় বলে
সঠিক উত্তর:

৮২. অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাসকে কী বলে?
Ο ক) প্লাজমা অবস্থা
Ο খ) আয়নিক অবস্থা
Ο গ) বায়বীয় অবস্থা
Ο ঘ) কেলাসী অবস্থা
সঠিক উত্তর: (ক)

৮৩. পদার্থের আণবিক গতিতত্ত্বের মূল বিষয় কোনটি?
Ο ক) অণুগুলোর গতিশীলতা
Ο খ) অণুগুলোর আন্তঃআণবিক শক্তি
Ο গ) অণুগুলোর ঘনত্ব
Ο ঘ) অণুগুলোর আকার
সঠিক উত্তর: (ক)

৮৪. ইস্পাত কেন রবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক?
Ο ক) ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি বলে
Ο খ) ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম বলে
Ο গ) ইস্পাতের পীড়ন ও বিকৃতির অনুপাত কম বলে
Ο ঘ) ইস্পাতের পীড়ন ও বিকৃতির সমান বলে
সঠিক উত্তর: (ক)

৮৫. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল 1.5m2 এবং বায়ুমণ্ডল তা দেহের উপর 1.5x105N বল প্রয়োগ করলে পূর্ণবয়স্ক মানুষের চাপ কত?
Ο ক) 105Pa
Ο খ) 104Pa
Ο গ) 106Pa
Ο ঘ) 107Pa
সঠিক উত্তর: (ক)

৮৬. আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে-
i. এর বৃহ্ত্তম পিস্টন সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে
ii. একে তরলীকরণ সূত্র বলে
iii. একে বল বৃদ্ধিকরণ নীতি বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮৭. পদার্থের আণবিক তত্ত্বানুসারে গ্যাসীয় পদার্থে-
i. কণাগুলোর মধ্যে তীব্র আকর্ষণ বল থাকে
ii. কণাগুলো পরস্পর এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
iii. কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৮৮. পীড়নের একক কোনটি?
Ο ক) Nm-1
Ο খ) Nm-3
Ο গ) Nm-2
Ο ঘ) mN-2
সঠিক উত্তর: (গ)

৮৯. কঠিন বস্তুর ঘনত্ব হিসাব করা যায়-
i. বস্তুর ভর ও আয়তন মেপে
ii. বায়ু ও পানিতে বস্তুর ভর মেপে
iii. হাইড্রোমিটার ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯০. বস্তুর ওজনের চেয়ে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হলে বস্তুটি ঐ তরলে কী অবস্থায় থাকবে?
Ο ক) ভেসে থাকবে
Ο খ) ডুবে যাবে
Ο গ) সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
Ο ঘ) ডুবে যাবে কিংবা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
সঠিক উত্তর: (ক)

 ৯১. কত তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়?
Ο ক) শূন্য ডিগ্রি সেলসিয়াস
Ο খ) ৩২ ডিগ্রি সেলসিয়াস
Ο গ) ২৭৩ ডিগ্রি সেলসিয়াস
Ο ঘ) কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস
সঠিক উত্তর: (ঘ)

৯২. প্লাজমা বলতে কী বুঝায়?
Ο ক) অতি নিম্ন তাপমাত্রায় আয়নিত গ্যাস
Ο খ) অতি উচ্চ তাপমাত্রায় আয়নিক গ্যাস
Ο গ) অতি উচ্চ তাপে আয়নিক গ্যাস
Ο ঘ) অতি নিম্ন চাপে আয়নিক গ্যাস
সঠিক উত্তর: (খ)

৯৩. চাপ = বল/ক্ষেত্রফল হলে কোন তথ্যটি পাওয়া যায়?
i. ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে
ii. বল বাড়লে চাপ বাড়ে
iii. ক্ষেত্রফল বাড়লে চাপ বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৪. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে কম?
Ο ক) বায়ু
Ο খ) হাইড্রোজেন গ্যাস
Ο গ) কর্ক
Ο ঘ) বরফ
সঠিক উত্তর: (খ)

৯৫. 1N বল 1m2 ক্ষেত্রের ওপর ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?
Ο ক) 1Nm-1
Ο খ) 1Nm-3
Ο গ) 1Nm
Ο ঘ) 1N
সঠিক উত্তর: (খ)

৯৬. পদার্থের আণবিক গতিতত্ত্ব অনুযায়ী-
i. পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত
ii. কণাগুলো সর্বদা গতিশীল
iii. গ্যাসের ক্ষেত্রে অণুগুলো বেশ দূরে দূরে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৭. সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব ঠিক রাখার জন্য এসিডে কী মেশানো হয়?
Ο ক) পানি
Ο খ) নাইট্রিক এসিড
Ο গ) পারদ
Ο ঘ) গ্লিসারিন
সঠিক উত্তর: (ক)

৯৮. কোন পাদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (ক)

৯৯. কয় শ্রেণির পদার্থ প্রবাহীর অন্তর্ভূক্ত?
Ο ক) ৫ শ্রেণি
Ο খ) ৪ শ্রেণি
Ο গ) ৩ শ্রেণি
Ο ঘ) ২ শ্রেণি
সঠিক উত্তর: (ঘ)

১০০. এস.আই. পদ্ধতিতে পীড়নের একক কী?
Ο ক) Nm-1
Ο খ) Nm
Ο গ) Nm-2
Ο ঘ) m/N
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post