এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট


http://www.webschoolbd.com/
৩০১. গাড়িটির গতি শক্তি কত?
Ο ক) 1.37 x 106J
Ο খ) 9 x 106J
Ο গ) 6.94 x 104J
Ο ঘ) 2.5 x 102J
সঠিক উত্তর: (গ)

৩০২. বাতির ফিলামেন্টে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় – i. শব্দ শক্তিতে
ii. আলোক শক্তিতে
iii. তাপ শক্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩০৩. জলবিদ্যুৎ প্রকল্পে পানির স্রোতের সাহায্যে কি ঘোরানো হয়?
Ο ক) চাকা
Ο খ) রিং
Ο গ) টার্বাইন
Ο ঘ) অক্ষ দন্ড
সঠিক উত্তর: (গ)

৩০৪. যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাকে কি বলে?
Ο ক) বলের বিরুদ্ধে কাজ
Ο খ) বলের দিকে কাজ
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (ক)

৩০৫. একজন ভারোত্তোলক 50 kg ভারকে উঠানোর জন্য F বল প্রয়োগ করে। এতে ভারটির উল্লম্ব দিকে সরণ হয় Δs = 2.0m। তাহলে –
i. F এর মান 50 N
ii. ভারোত্তোলকের কৃতকাজ 980 J
iii. এই কাজ ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩০৬. নিচের কোনটি সৌরশক্তির সাহায্যে চালানো যায়?
Ο ক) ক্যালকুলেটর
Ο খ) পকেট রেডিও
Ο গ) ইলেকট্রিক ঘড়ি
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)

৩০৭. গতিশক্তি –
i. সমান কৃতকাজ
ii. বেগের উপর নির্ভরশীল
iii. বেশি হয় যখন বস্তুর ভর বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০৮. কোন বস্তুর উপর যখন কাজ করা হয়, তখন কি পরিমাণ শক্তি প্রয়োগ করা হয়?
Ο ক) কাজের চেয়ে কম
Ο খ) কাজের চেয়ে বেশি
Ο গ) কাজের সম পরিমাণ
Ο ঘ) উপরের একটিও না
সঠিক উত্তর: (গ)

৩০৯. নিচের কোন জোড়া রাশির একক অভিন্ন?
Ο ক) দ্রুতি ও ত্বরণ
Ο খ) তাপ ও তাপমাত্রা
Ο গ) কাজ ও শক্তি
Ο ঘ) শক্তি ও ক্ষমতা
সঠিক উত্তর: (গ)

৩১০. কাজ কী রাশি?
Ο ক) দিক
Ο খ) ভেক্টর
Ο গ) স্কেলার
Ο ঘ) মৌলিক
সঠিক উত্তর: (গ)

৩১১. নিচের কোনটি নিউক্লিয় বিক্রিয়ায় মোট ভরের একটি ক্ষুদ্র ভগ্নাংশের রূপান্তরিত ফল?
Ο ক) শক্তি
Ο খ) কাজ
Ο গ) ক্ষমতা
Ο ঘ) আণবিকত্ব
সঠিক উত্তর: (ক)

৩১২. আমাদের বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) দামী জামা
Ο খ) দামী খাবার
Ο গ) শক্তি
Ο ঘ) ঘরবাড়ি
সঠিক উত্তর: (গ)

৩১৩. ভূ-তাপীয় শক্তি থেকে কোন দেশে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
Ο ক) বাংলাদেশ
Ο খ) যুক্তরাষ্ট্রে
Ο গ) জাপান
Ο ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর: (ঘ)

৩১৪. নিচের কোনটি থেকে রাসায়নিক সার পাওয়া যায়?
Ο ক) কয়লা
Ο খ) পেট্রোলিয়াম
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

৩১৫. খাদ্য হতে গৃহীত শক্তি আমরা কীভাবে কাজে লাগাই?
Ο ক) ওজন বৃদ্ধির মাধ্যমে
Ο খ) শক্তি সঞ্চয়ের মাধ্যমে
Ο গ) অন্য শক্তিতে রূপান্তরের মাধ্যমে
Ο ঘ) ঘুমানোর মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

৩১৬. কয়লা পুড়িয়ে কি পাওয়া যায়?
Ο ক) বিদ্যুৎ
Ο খ) গ্যাস
Ο গ) তেল
Ο ঘ) তাপ
সঠিক উত্তর: (ঘ)

৩১৭. বায়োমাসের প্রধান উপাদান কী?
Ο ক) অক্সিজেন
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন
Ο ঘ) কার্বন ও হাইড্রোজেন
সঠিক উত্তর: (ঘ)

৩১৮. E=mc2 সূত্রে m কে কী বলা হয়?
Ο ক) ভর
Ο খ) শক্তিতে রূপান্তরিত ভর
Ο গ) আলোর বেগ
Ο ঘ) বেগ
সঠিক উত্তর: (খ)

৩১৯. পেট্রোলিয়াম থেকে নিষ্কাশিত হয় কোনটি?
Ο ক) পাকা রাস্তার উপর দেওয়া পিচ
Ο খ) রেলপথে দেওয়া পাথর
Ο গ) সয়াবিন
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (ক)

৩২০. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. শক্তি আছে বলেই জগৎ গতিশীল
ii. শক্তি বেশি হলে জগৎ অচল হয়ে পড়বে
iii. আমরা শব্দ শক্তির জন্য শুনতে পাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩২১. বায়োমাস গঠিত হয় কোন প্রক্রিয়ায়?
Ο ক) ব্যাপন
Ο খ) অভিস্রবন
Ο গ) শ্বসন
Ο ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (ঘ)

৩২২. নিউক্লিয় বিক্রিয়ায় পদার্থ কীসে রূপান্তরিত হয়?
Ο ক) শক্তিতে
Ο খ) পানিতে
Ο গ) আয়নে
Ο ঘ) নতুন পদার্থে
সঠিক উত্তর: (ক)

৩২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. যেকোনো যন্ত্রের কাজ করার জন্য শক্তির প্রয়োজন
ii. আমাদের কাজের পরিমাণ নির্ভর করে শক্তির উপর
iii. শক্তির পরিমাণ কম হলে কাজ বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩২৪. কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকের বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কি পরিমাপ করা হয় –
Ο ক) কাজ
Ο খ) ক্ষমতা
Ο গ) চাপ
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (ক)

৩২৫. নবায়নযোগ্য শক্তি হচ্ছে –
i. জোয়ার-ভাটা
ii. বায়োমাস
iii. ভূ-তাপীয় শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২৬. পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় –
i. পাকা রাস্তার পিচ
ii. আলকাতরা
iii. কেরোসিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩২৭. প্রবাহিত পানির স্রোতে কী ধরনের শক্তি আছে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) গতিশক্তি ও বিভব শক্তি
Ο ঘ) কোন শক্তি নেই
সঠিক উত্তর: (গ)

৩২৮. কাপ্তাই পানি-বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎশক্তির মূল উৎস কী?
Ο ক) পানির গতিশক্তি
Ο খ) পানির বিভবশক্তি
Ο গ) যান্ত্রিক শক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (খ)

৩২৯. ভরকে শক্তিতে রূপান্তরের সমীকরণ কোনটি?
Ο ক) E=m2c
Ο খ) E=mc
Ο গ) E=m2c2
Ο ঘ) E=mc2
সঠিক উত্তর: (ঘ)

৩৩০. বর্তমান সভ্যতায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কোনটি?
Ο ক) বাষ্প
Ο খ) চৌম্বক
Ο গ) পেট্রোলিয়াম
Ο ঘ) সালফার
সঠিক উত্তর: (গ)

৩৩১. ক্ষমতা কী ধরনের রাশি?
Ο ক) ভেক্টর রাশি
Ο খ) মৌলিক রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (গ)

৩৩২. নিচের কোনটিতে তড়িৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে?
Ο ক) নিউক্লিয় চুল্লী
Ο খ) জেনারেটর
Ο গ) হিটার
Ο ঘ) বৈদ্যুতিক বাতি
সঠিক উত্তর: (গ)

৩৩৩. বাতির ফিলামেন্টে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় –
i. আলোক শক্তিতে
ii. তাপ শক্তিতে
iii. নিউক্লিয় শক্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: 60 kmh-1 বেগে গতিশীল একটি গাড়ি দুর্ঘটনা এড়ানোর জন্য চালক ব্রেক করলে গাড়িটি থেমে যায়। গাড়ির ভর 500 kg.

৩৩৪. থেমে যাবার মুহূর্তে গাড়িটির শক্তির কোন প্রকারের ঘটে?
Ο ক) বিভব শক্তি, তাপশক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) বিভব শক্তি, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) গতি শক্তি, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
Ο ঘ) গতি শক্তি, বিভব শক্তিতে রূপান্তরিত হয়
সঠিক উত্তর: (গ)

৩৩৫. একটি 1.0 HP বৈদ্যুতিক মোটর এবং 1000 W ইস্ত্রি এর মধ্যে কিভাবে তুলনা করা যায়?
Ο ক) বৈদ্যুতিক মোটর ইস্ত্রির চেয়ে বেশি শক্তিশালী
Ο খ) বৈদ্যুতিক ইস্ত্রির ক্ষমতা মোটরের চেয়ে বেশি
Ο গ) বৈদ্যুতিক ইস্ত্রির ক্ষমতা মোটরের চেয়ে বেশি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post