এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. নিচের কোনটি আদিক রাশি?
Ο ক) বেগ
Ο খ) তড়িৎ তীব্রতা
Ο গ) বল
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (ঘ)

২৫২. কয়লা দিয়ে কি উৎপাদন করা যায়?
Ο ক) খাদ্য
Ο খ) বিদ্যুৎ
Ο গ) তেল
Ο ঘ) বায়োগ্যাস
সঠিক উত্তর: (খ)

২৫৩. দুটি ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) তাপশক্তি তেড়িৎ শক্তিতে
Ο খ) তড়িৎ শক্তি আলোক শক্তিতে
Ο গ) আলোক শক্তি শব্দ শক্তিতে
Ο ঘ) শব্দ শক্তি চুম্বক শক্তিতে
সঠিক উত্তর: (ক)

 ২৫৪. একটি ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে –
i. এটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়বে
ii. এটি অভিকর্ষ দ্বারা কাজ করবে
iii. ঋণাত্মক কাজ সম্পাদিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৫৫. নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রধান সুবিধা কোনটি?
Ο ক) সহজলভ্য
Ο খ) শেষ হওয়ার আশঙ্কা নেই
Ο গ) পরিবেশ দূষিত করে না
Ο ঘ) সবসময় পাওয়া যায়
সঠিক উত্তর: (খ)

২৫৬. সালফারের ধোঁয়া কী সৃষ্টি করে?
Ο ক) কালো মেঘ
Ο খ) বৃষ্টি
Ο গ) এসিড বৃষ্টি
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)

২৫৭. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. আধুনিক সভ্যতার ধারক জীবাশ্ম জ্বালানি
ii. সূর্য কিরণকে অপসারী করে আগুন জ্বালানো যায়
iii. সৌর চুল্লীতে রান্না করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৫৮. m ভরের কোন বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠাতে কৃতকাজ কত?
Ο ক) 1/2 mv2h
Ο খ) mvh2
Ο গ) 2gh
Ο ঘ) mgh
সঠিক উত্তর: (ঘ)

২৫৯. নিউক্লিয় বিক্রিযায় একটন ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি কত টন কয়লা পোড়ালে পাওয়া যাবে?
Ο ক) ১০ লক্ষ
Ο খ) ২০ লক্ষ
Ο গ) ৪০ লক্ষ
Ο ঘ) ৮০ লক্ষ
সঠিক উত্তর: (ক)

২৬০. আদিমকালে মানুষ সকল কাজে কিসের উপর নির্ভর করত?
Ο ক) যান্ত্রিক শক্তি
Ο খ) চৌম্বক শক্তি
Ο গ) পারমাণবিক শক্তি
Ο ঘ) পেশী শক্তি
সঠিক উত্তর: (ঘ)

২৬১. সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে –
i. মহাকর্ষ বল
ii. তড়িৎ বল
iii. চৌম্বক বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬২. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
Ο ক) সৌর রশ্মি
Ο খ) বায়ুশক্তি
Ο গ) বায়োগ্যাস
Ο ঘ) সবকয়টি
 সঠিক উত্তর: (ঘ)

২৬৩. 70 kg ভরের একটি ব্যক্তি 200 m উঁচু পাহাড়ে আরোহন করলে তিনি কত কাজ করবেন?
Ο ক) 1.372x105J
Ο খ) 2.42x103J
Ο গ) 1.372x104J
Ο ঘ) 1.1x103J
সঠিক উত্তর: (ক)

২৬৪. বিভব শক্তি সমান কোনটি?
Ο ক) বস্তুর ভর x উচ্চতা
Ο খ) বস্তুর ওজন/উচ্চতা
Ο গ) বস্তুর ওজন x উচ্চতা
Ο ঘ) উচ্চতা/বস্তুর ওজন
সঠিক উত্তর: (গ)

 ২৬৫. দৈনন্দিন জীবনে ক্ষমতা কোনটির সাথে সম্পর্কিত?
Ο ক) মোটর
Ο খ) ইঞ্জিন
Ο গ) বাস্তবায়ন
Ο ঘ) পাম্প
সঠিক উত্তর: (গ)

২৬৬. স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে –
i. সমস্ত শক্তিই বিভবশক্তি
ii. সমস্ত শক্তিই গতিশক্তি
iii. বিভবশক্তি শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

 ২৬৭. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরি করা যায়
ii. অনবায়নযোগ্য শক্তির উৎস বায়োমাস
iii. বায়োমাস কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ২৬৮. নিচের কোনটি বলের দ্বারা কাজ?
Ο ক) সিঁড়ি বেয়ে উপরে ওঠা
Ο খ) গাছ থেকে আম ভূমিতে পড়া
Ο গ) উপরের দিকে ঢিল ছুঁড়ে মারা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

২৬৯. শক্তির অতি পরিচিত উৎস হল –
Ο ক) কয়লা
Ο খ) খনিজ তেল
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)

২৭০. শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করার অর্থ হলো –
Ο ক) বল
Ο খ) বেগ
Ο গ) কাজ
Ο ঘ) গতিশক্তি
সঠিক উত্তর: (গ)

২৭১. নিচের বিবরণগুলো লক্ষ কর –
i. অভির্ষের বিরুদ্ধে বস্তু বিভব শক্তি লাভ করে
ii. অভিকর্ষের দিকে বস্তু বিভব শক্তি লাভ করে
iii. সকল সচল বস্তুই গতি শক্তির অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ২৭২. কোনটির উপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?
Ο ক) ভর
Ο খ) অভিকর্ষীয় ত্বরণ
Ο গ) সময়
Ο ঘ) উচ্চতা
সঠিক উত্তর: (গ)

২৭৩. কৃত্রিম উপগ্রহে তড়িৎ সরবরাহের জন্য কী ব্যবহার করা হয়?
Ο ক) তড়িৎ কোষ
Ο খ) শুষ্ক কোষ
Ο গ) ড্যানিয়েল সেল
Ο ঘ) সৌরকোষ
সঠিক উত্তর: (ঘ)

২৭৪. কর্মদক্ষতা –
i. 100% এর অধিক হতে পারে না
ii. একটি এককবিহীন রাশি
iii. হলো অন্তমুখী ক্ষমতা ও বহিমুর্খী ক্ষমতার অনুপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭৫. বল প্রয়োগ করে কোনো বস্তুর –
i. ভর বাড়ানো যায়
ii. স্থান পরিবর্তন করা যায়
iii. আকার পরিবর্তন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৭৬. কেরোসিন পাওয়া যায় কোথা থেকে –
Ο ক) পেট্রোল
Ο খ) ডিজেল
Ο গ) পেট্রোলিয়াম
Ο ঘ) সয়াবিন
সঠিক উত্তর: (গ)

২৭৭. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. মাছ শুকিয়ে শুটকি হয় সৌরশক্তির কারণে
ii. সৌরকোষ থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়
iii. জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭৮. বাষ্পীয় ইঞ্জিন চালাতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) বিদ্যুৎ
Ο গ) কয়লা
Ο ঘ) ব্যাটারি
সঠিক উত্তর: (গ)

২৭৯. অলিয়াম শব্দের অর্থ কি?
Ο ক) প্রসাধনী
Ο খ) সামুদ্রিক মাছ
Ο গ) তেল
Ο ঘ) পাথর
সঠিক উত্তর: (গ)

২৮০. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. শক্তি ছাড়া কোনো কিছু চলতে পারে না
ii. আমাদের কাজের পরিমাণ নির্ভর করে শক্তির উপর
iii. শক্তির পরিমাণ কম হলে কাজ বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৮১. পেট্রোলিয়াম কূপ থেকে পাওয়া –
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) বিদ্যুৎ
Ο গ) টেরিলিন
Ο ঘ) প্রসাধনী
সঠিক উত্তর: (ক)

২৮২. যে ধরনের শক্তি ব্যবহারে পরিবেশে দূষনের সম্ভাবনা বেশি –
i. সৌর শক্তি
ii. নিউক্লিয় শক্তি
iii. জীবাশ্ম জ্বালানি শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৮৩. শক্তি –
i. নয়টি রূপ আছে
ii. আছে বলেই জগৎ গতিশীল
iii. মাত্রা সমীকরণ হচ্ছে ML2T-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮৪. কোন শক্তি ব্যবহারের ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি শুরু হয়?
Ο ক) তাপশক্তি
Ο খ) পেশীশক্তি
Ο গ) যন্ত্র শক্তি
Ο ঘ) চৌম্বক শক্তি
সঠিক উত্তর: (গ)

২৮৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কম
ii. প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ভূ-গর্ভে
iii. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৮৬. ML2T-2 কিসের মাত্রা?
Ο ক) ক্ষমতা
Ο খ) কাজ
Ο গ) বল
Ο ঘ) ভরবেগ
সঠিক উত্তর: (ক)

২৮৭. ইঞ্জিনে যে পরিমাণ শক্তি ঘর্ষণের ফলে অপচয় হয় তা কিসে পরিণত হয়?
Ο ক) চাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) তাপ
Ο ঘ) চৌম্বকক্ষেত্র
সঠিক উত্তর: (গ)

২৮৮. ২/৩ টি গরুর গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস দিয়ে কয়জনের পরিবারের রান্না ও বাতি জ্বালানোর কাজ চলবে?
Ο ক) ২/৩ জন
Ο খ) ৩/৪ জন
Ο গ) ৪/৫ জন
Ο ঘ) ৫/৬ জন
সঠিক উত্তর: (গ)

২৮৯. পেট্রো শব্দের অর্থ কি?
Ο ক) তেল
Ο খ) ইট
Ο গ) পাথর
Ο ঘ) মুক্তা
সঠিক উত্তর: (গ)

২৯০. 1000 kg ভরের একটি গাড়ি 15 ms-1 বেগে চলতে থাকলে এর গতি শক্তি কত হবে?
Ο ক) 5x10 J
Ο খ) 5x102 J
Ο গ) 5x103 J
Ο ঘ) 5x104 J
সঠিক উত্তর: (ঘ)

২৯১. বিভবশক্তি কীসের উপর নির্ভর করে?
Ο ক) ভর ও উচ্চতা
Ο খ) ভর ও বেগ
Ο গ) বল ও উচ্চতা
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)

২৯২. তড়িৎ চুম্বকে বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) তাপশক্তি
Ο গ) চৌম্বক শক্তি
Ο ঘ) পারমাণবিক শক্তি
সঠিক উত্তর: (গ)

২৯৩. ইঞ্জিন থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কি বলে?
Ο ক) তাপ শক্তি
Ο খ) প্রদত্ত শক্তি
Ο গ) লভ্য কার্যকর শক্তি
Ο ঘ) ক ও গ
সঠিক উত্তর: (গ)

 ২৯৪. ছাদে রাখা এক টুকরা স্থির কাঠ কখন ভূমিতে পড়ে –
Ο ক) ভর বৃদ্ধি পেলে
Ο খ) গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হলে
Ο গ) বিভব শক্তি স্থির থাকলে
Ο ঘ) বিভব শক্তি গতিশক্তিতে রুপান্তরিত হলে
সঠিক উত্তর: (ঘ)

২৯৫. রাসায়নিক শক্তির আধার হচ্ছে - i. তেল ii. গ্যাস iii. কয়লা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯৬. এক ব্যক্তি 1 মিনিটে একটি বাক্স 1 m উচ্চতায় তুলতে পারেন। তাদের ব্যয়িত শক্তি –
i. ভিন্ন
ii. একই
iii. দ্বিতিয় জনের বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৯৭. পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে কী প্রবাহিত হয়?
Ο ক) তাপ
Ο খ) পানি
Ο গ) বিদ্যুৎ
Ο ঘ) বায়ু
সঠিক উত্তর: (ঘ)

২৯৮. যান্ত্রিক শক্তি কয়ভাগে বিভক্ত?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

২৯৯. 7 kg ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 15m উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে?
Ο ক) 1029 J
Ο খ) 1470 J
Ο গ) 735 J
Ο ঘ) 570 J
সঠিক উত্তর: (ক)

৩০০. গতির কারণে কোন শক্তি পাওয়া যায়?
Ο ক) বিদ্যুৎ শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) গতিশক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post