ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. কৃতকাজ = ?
Ο ক) অর্জিত শক্তি
Ο খ) ব্যয়িত শক্তি
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) গতি শক্তি
সঠিক উত্তর: (খ)
২০২. বলের বিরুদ্ধে কাজের উদাহরণ হচ্ছে –
i. ব্রীজ থেকে নদীতে লাফ দেওয়া
ii. দড়ি বেয়ে পাহাড়ে ওঠা
iii. সিঁড়ি বেয়ে উপরে ওঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৩. বায়োগ্যাসরূপে গাছপালার বিভিন্ন অংশে জমা থাকে কোন শক্তি?
Ο ক) চুম্বক শক্তি
Ο খ) যান্ত্রিক শক্তি
Ο গ) সৌর শক্তি
Ο ঘ) পারমাণবিক শক্তি
সঠিক উত্তর: (গ)
২০৪. শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে –
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) গতি শক্তি
Ο গ) শব্দ শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (ঘ)
২০৫. 10 g ভরের একটি আম মাটি থেকে 6 m উঁচুতে একটি গাছে ঝুলছিল। ঢিল মেরে আমটিকে গাছ থেকে মাটিতে আনা হলো। আমটি যখন মাটি থেকে 3 m উঁচুতে ছিল তখন আমটির গতি শক্তি ছিল –
i. 0.294J
ii. বিভব শক্তির সমান
iii. 0.294 kg m2s-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৬. কোনটি সঠিক?
Ο ক) 1MW=103 W
Ο খ) 1MW=107 W
Ο গ) 1MW=109 W
Ο ঘ) 1MW=106 W
সঠিক উত্তর: (ঘ)
২০৭. ক্ষমতা – i. একটি স্কেলার রাশি ii. একক ওয়াট iii. মাত্রা ML2T-3 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. কর্মদক্ষতাকে η দ্বারা প্রকাশ করা হয়
ii. η= লভ্য কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি x 100%
iii. কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৯. ইঞ্জিনের যে পরিমাণ শক্তি প্রদত্ত হয় সে পরিমাণ শক্তি ইঞ্জিন থেকে পাওয়া যায় না কেন?
Ο ক) ঘর্ষণের জন্য
Ο খ) শক্তির জন্য
Ο গ) কেন্দ্রমুখী বলের জন্য
Ο ঘ) ক ও গ
সঠিক উত্তর: (ক)
২১০. নিচের কোনটি থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়?
Ο ক) হিটার
Ο খ) সোলার কুকার
Ο গ) সৌরকোষ
Ο ঘ) সৌর বাল্ব
সঠিক উত্তর:
২১১. কোন বস্তুতে বেগ দেওয়ার জন্য কৃতকাজই বস্তুর –
Ο ক) বিভব শক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) গতি শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (গ)
২১২. বলের মাত্রাকে সরণের মাত্রা দিয়ে গুণ করলে কিসের মাত্রা পাওয়া যায়?
Ο ক) ভরের
Ο খ) ত্বরণের
Ο গ) বেগের
Ο ঘ) কাজের
সঠিক উত্তর: (ঘ)
২১৩. নিচের সূত্রটি লক্ষ কর-
i. কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব
ii. বল = কাজ/বলের দিকে অতিক্রান্ত দূরত্ব
iii. অতিক্রান্ত দূরত্ব = বল x কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৪. নিউক্লিয় জ্বালানির বর্জ্য অতিমাত্রায় –
Ο ক) নিষ্ক্রিয়
Ο খ) তেজস্ক্রিয়
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) একটিও নয়
সঠিক উত্তর: (খ)
২১৫. শক্তির অভিনশ্বরতা বা সংরক্ষণশীলতা নীতি অনুসারে –
i. বিশ্বের সামগ্রিক শক্তি ভান্ডারে শক্তির তারতম্য ঘটে
ii. শক্তির সৃষ্টি বা বিনাশ নেই
iii. মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৬. ভূ-গর্ভস্থ পানি কিসের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয়?
Ο ক) মাটি
Ο খ) বায়ু
Ο গ) হট স্পট
Ο ঘ) ম্যাগমা
সঠিক উত্তর: (গ)
২১৭. 200 Mev = ?
Ο ক) 3.6x106J
Ο খ) 3.2x1011J
Ο গ) 3.6x10-6J
Ο ঘ) 3.2x10-11J
সঠিক উত্তর: (ঘ)
২১৮. কৃত্রিম বস্ত্র হচ্ছে i. ক্যাশমিলন ii. টেরিলিন iii. পলিয়েস্টার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৯. এ মহাবিশ্বে নানারূপে বিরাজিত শক্তির কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি?
Ο ক) ছয়টি
Ο খ) দশটি
Ο গ) আটটি
Ο ঘ) নয়টি
সঠিক উত্তর: (ঘ)
২২০. বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা কোথা থেকে পাই?
Ο ক) খাদ্য
Ο খ) আলো
Ο গ) গাড়ি
Ο ঘ) ভর
সঠিক উত্তর: (ক)
২২১. সূর্য কিরণকে ধাতব প্রতিফলকের সাহায্যে প্রতিফলিত করে কী তৈরি হয়?
Ο ক) প্রিজম
Ο খ) লেন্স
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
২২২. একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এল। এক্ষেত্রে কৃতজাক হবে –
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) শূন্য
Ο ঘ) কোনো কাজ হবে না
সঠিক উত্তর: (গ)
২২৩. প্রাকৃতিক গ্যাস সৃষ্টির কারণ পৃথিবীর অভ্যন্তরের প্রচন্ড –
i. তাপ
ii. ভর
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২২৪. 50 kg ভরের একটি বস্তু 150 m উঁচু দালানের ছাদে উঠানো হলে –
i. বস্তুটির ওজন 490 N
ii. কৃতকাজ হবে 7.35 x104J
iii. বলের বিরুদ্ধে কাজ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৫. ভূ-পৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কিরূপ শক্তি সঞ্চিত হবে?
Ο ক) বিভব শক্তি
Ο খ) গতি শক্তি
Ο গ) যান্ত্রিক শক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (ক)
২২৬. কোনো ক্রেনের সাহায্যে 800 kg ইস্পাতকে 20s এ 10m উঁচুতে তোলা হল। এক্ষেত্রে –
i. ক্রেন দ্বারা কৃতকাজ ধনাত্মক
ii. ক্রেনের ক্ষমতা 3.92kW
iii. ইস্পাতের বিভবশক্তির পরিবর্তন 78.4kJ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৭. নিচের কোনটি কৃত্রিম বস্ত্র?
Ο ক) টেরিলিন
Ο খ) পলিয়েস্টার
Ο গ) ক্যাশমিলন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
২২৮. 50 kg ভরের একটি বস্তু 15 সেকেন্ডে 7.5 m উঁচুতে উঠতে পারলে তার ক্ষমতা কত হবে?
Ο ক) 45 W
Ο খ) 145 W
Ο গ) 245 W
Ο ঘ) 345 W
সঠিক উত্তর: (গ)
২২৯. নিচের কোনটি শক্তির একক?
Ο ক) 1 km
Ο খ) 1 ms-2
Ο গ) 1 Nm
Ο ঘ) 1 Watt
সঠিক উত্তর: (গ)
২৩০. আমাদের দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
Ο ক) জলাদিয়ায়
Ο খ) কক্সবাজার
Ο গ) সীতাকুন্ড
Ο ঘ) কাপ্তাই
সঠিক উত্তর: (ঘ)
২৩১. কোন বস্তুর অবস্থান বা গতির জন্য তার মধ্যে যে শক্তি চিহ্নিত থাকে তাকে কি বলে?
Ο ক) যান্ত্রিক শক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) শব্দ শক্তি
Ο ঘ) আলোক শক্তি
সঠিক উত্তর: (ক)
২৩২. মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে কোন বলের বিরুদ্ধে কাজ করা হয়?
Ο ক) তড়িৎ বল
Ο খ) নিউক্লিও বল
Ο গ) অভিকর্ষ বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (গ)
২৩৩. কোনটি গতি শক্তি?
Ο ক) 1/2 mv2
Ο খ) mgh
Ο গ) 1/2 mgh
Ο ঘ) mv2
সঠিক উত্তর: (ক)
২৩৪. হাতে হাত ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে
Ο খ) যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে
Ο গ) বিভবশক্তি গতি শক্তিতে
Ο ঘ) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে
সঠিক উত্তর: (খ)
২৩৫. প্রতি সেকেন্ডে আলো কত মিটার দূরত্ব অতিক্রম করে?
Ο ক) 3x107m
Ο খ) 3x109m
Ο গ) 3x108m
Ο ঘ) 3x1010m
সঠিক উত্তর: (গ)
২৩৬. নিচের বিবরণগুলো লক্ষ কর –
i. পড়ন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না
ii. গতি শক্তি, EK = 1/2 mv2
iii. বিভব শক্তি, EP=mgh
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৭. m ভরের একটি বস্তুকে 20 m, 30 m ও 40 m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি?
Ο ক) 20m
Ο খ) 30 m
Ο গ) 40 m
Ο ঘ) 50 m
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় – i. টেরিলিন ii. টলুইন iii. ক্যাশমিলন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৯. ক্ষমতার একক কি?
Ο ক) Jm
Ο খ) J/m
Ο গ) J/s
Ο ঘ) Js
সঠিক উত্তর: (গ)
২৪০. নিচের তথ্যগুলো লক্ষ করো –
i. কাজের কোন দিক নেই
ii. কাজের মাত্রা হবে বলের মাত্রা ও সরণের মাত্রার গুণফল
iii. কাজ = ভর x সরণ x সময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪১. শক্তি –
i. জ্বালানির মধ্যে সঞ্চিত থাকে
ii. কাজ করার সামর্থ্য বুঝায়
iii. এর কোনো দিক নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪২. সৌরশক্তির সাহায্যে চালানো যায় –
i. পকেট ক্যালকুলেটর
ii. ইলেকট্রনিক ঘড়ি
iii. পকেট রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৩. বায়োমাস হচ্ছে – i. জ্বালানি কাঠ ii. ধানের তুষ iii. পশু-পাখির মল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. যখন কোন স্প্রিংকে সংকুচিত করা হয়, তখন এর মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভবশক্তি
Ο গ) তাপশক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (খ)
২৪৫. বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কী হয়?
Ο ক) শূন্য হয়
Ο খ) অসীম হয়
Ο গ) বলের সমান
Ο ঘ) পরিমাপ করা যায় না
সঠিক উত্তর: (ক)
২৪৬. পানি গরম করতে হলে কোন শক্তির প্রয়োজন?
Ο ক) আলোক শক্তি
Ο খ) শব্দ শক্তি
Ο গ) তাপ শক্তি
Ο ঘ) শক্তির প্রয়োজন হয় না
সঠিক উত্তর: (গ)
২৪৭. নিচের কোনটি বহুদিনের সঞ্চিত সৌরশক্তি?
Ο ক) বায়ু
Ο খ) তাপমাত্রা
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
২৪৮. যেসব জৈব পদার্থকে শক্তিকে রূপান্তরিক করা যায় তাদেরকে কি বলে?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) কয়লা
Ο গ) বায়োম্যাস
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (গ)
২৪৯. ঢিল ছুঁড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচ্যুত করে?
Ο ক) বিভব শক্তি
Ο খ) গতি শক্তি
Ο গ) রাসায়নিক শক্তি
Ο ঘ) তাপশক্তি
সঠিক উত্তর: (খ)
২৫০. 6 kg ভরের বস্তুর উপর 10 N বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুর সরণ 6 m হলে কৃত কাজের পরিমাণ কত?
Ο ক) 36 জুল
Ο খ) 360 জুল
Ο গ) 60 জুল
Ο ঘ) 90 জুল
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. কৃতকাজ = ?
Ο ক) অর্জিত শক্তি
Ο খ) ব্যয়িত শক্তি
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) গতি শক্তি
সঠিক উত্তর: (খ)
২০২. বলের বিরুদ্ধে কাজের উদাহরণ হচ্ছে –
i. ব্রীজ থেকে নদীতে লাফ দেওয়া
ii. দড়ি বেয়ে পাহাড়ে ওঠা
iii. সিঁড়ি বেয়ে উপরে ওঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৩. বায়োগ্যাসরূপে গাছপালার বিভিন্ন অংশে জমা থাকে কোন শক্তি?
Ο ক) চুম্বক শক্তি
Ο খ) যান্ত্রিক শক্তি
Ο গ) সৌর শক্তি
Ο ঘ) পারমাণবিক শক্তি
সঠিক উত্তর: (গ)
২০৪. শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে –
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) গতি শক্তি
Ο গ) শব্দ শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (ঘ)
২০৫. 10 g ভরের একটি আম মাটি থেকে 6 m উঁচুতে একটি গাছে ঝুলছিল। ঢিল মেরে আমটিকে গাছ থেকে মাটিতে আনা হলো। আমটি যখন মাটি থেকে 3 m উঁচুতে ছিল তখন আমটির গতি শক্তি ছিল –
i. 0.294J
ii. বিভব শক্তির সমান
iii. 0.294 kg m2s-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৬. কোনটি সঠিক?
Ο ক) 1MW=103 W
Ο খ) 1MW=107 W
Ο গ) 1MW=109 W
Ο ঘ) 1MW=106 W
সঠিক উত্তর: (ঘ)
২০৭. ক্ষমতা – i. একটি স্কেলার রাশি ii. একক ওয়াট iii. মাত্রা ML2T-3 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. কর্মদক্ষতাকে η দ্বারা প্রকাশ করা হয়
ii. η= লভ্য কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি x 100%
iii. কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৯. ইঞ্জিনের যে পরিমাণ শক্তি প্রদত্ত হয় সে পরিমাণ শক্তি ইঞ্জিন থেকে পাওয়া যায় না কেন?
Ο ক) ঘর্ষণের জন্য
Ο খ) শক্তির জন্য
Ο গ) কেন্দ্রমুখী বলের জন্য
Ο ঘ) ক ও গ
সঠিক উত্তর: (ক)
২১০. নিচের কোনটি থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়?
Ο ক) হিটার
Ο খ) সোলার কুকার
Ο গ) সৌরকোষ
Ο ঘ) সৌর বাল্ব
সঠিক উত্তর:
২১১. কোন বস্তুতে বেগ দেওয়ার জন্য কৃতকাজই বস্তুর –
Ο ক) বিভব শক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) গতি শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (গ)
২১২. বলের মাত্রাকে সরণের মাত্রা দিয়ে গুণ করলে কিসের মাত্রা পাওয়া যায়?
Ο ক) ভরের
Ο খ) ত্বরণের
Ο গ) বেগের
Ο ঘ) কাজের
সঠিক উত্তর: (ঘ)
২১৩. নিচের সূত্রটি লক্ষ কর-
i. কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব
ii. বল = কাজ/বলের দিকে অতিক্রান্ত দূরত্ব
iii. অতিক্রান্ত দূরত্ব = বল x কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৪. নিউক্লিয় জ্বালানির বর্জ্য অতিমাত্রায় –
Ο ক) নিষ্ক্রিয়
Ο খ) তেজস্ক্রিয়
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) একটিও নয়
সঠিক উত্তর: (খ)
২১৫. শক্তির অভিনশ্বরতা বা সংরক্ষণশীলতা নীতি অনুসারে –
i. বিশ্বের সামগ্রিক শক্তি ভান্ডারে শক্তির তারতম্য ঘটে
ii. শক্তির সৃষ্টি বা বিনাশ নেই
iii. মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৬. ভূ-গর্ভস্থ পানি কিসের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয়?
Ο ক) মাটি
Ο খ) বায়ু
Ο গ) হট স্পট
Ο ঘ) ম্যাগমা
সঠিক উত্তর: (গ)
২১৭. 200 Mev = ?
Ο ক) 3.6x106J
Ο খ) 3.2x1011J
Ο গ) 3.6x10-6J
Ο ঘ) 3.2x10-11J
সঠিক উত্তর: (ঘ)
২১৮. কৃত্রিম বস্ত্র হচ্ছে i. ক্যাশমিলন ii. টেরিলিন iii. পলিয়েস্টার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৯. এ মহাবিশ্বে নানারূপে বিরাজিত শক্তির কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি?
Ο ক) ছয়টি
Ο খ) দশটি
Ο গ) আটটি
Ο ঘ) নয়টি
সঠিক উত্তর: (ঘ)
২২০. বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা কোথা থেকে পাই?
Ο ক) খাদ্য
Ο খ) আলো
Ο গ) গাড়ি
Ο ঘ) ভর
সঠিক উত্তর: (ক)
২২১. সূর্য কিরণকে ধাতব প্রতিফলকের সাহায্যে প্রতিফলিত করে কী তৈরি হয়?
Ο ক) প্রিজম
Ο খ) লেন্স
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
২২২. একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এল। এক্ষেত্রে কৃতজাক হবে –
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) শূন্য
Ο ঘ) কোনো কাজ হবে না
সঠিক উত্তর: (গ)
২২৩. প্রাকৃতিক গ্যাস সৃষ্টির কারণ পৃথিবীর অভ্যন্তরের প্রচন্ড –
i. তাপ
ii. ভর
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২২৪. 50 kg ভরের একটি বস্তু 150 m উঁচু দালানের ছাদে উঠানো হলে –
i. বস্তুটির ওজন 490 N
ii. কৃতকাজ হবে 7.35 x104J
iii. বলের বিরুদ্ধে কাজ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৫. ভূ-পৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কিরূপ শক্তি সঞ্চিত হবে?
Ο ক) বিভব শক্তি
Ο খ) গতি শক্তি
Ο গ) যান্ত্রিক শক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (ক)
২২৬. কোনো ক্রেনের সাহায্যে 800 kg ইস্পাতকে 20s এ 10m উঁচুতে তোলা হল। এক্ষেত্রে –
i. ক্রেন দ্বারা কৃতকাজ ধনাত্মক
ii. ক্রেনের ক্ষমতা 3.92kW
iii. ইস্পাতের বিভবশক্তির পরিবর্তন 78.4kJ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৭. নিচের কোনটি কৃত্রিম বস্ত্র?
Ο ক) টেরিলিন
Ο খ) পলিয়েস্টার
Ο গ) ক্যাশমিলন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
২২৮. 50 kg ভরের একটি বস্তু 15 সেকেন্ডে 7.5 m উঁচুতে উঠতে পারলে তার ক্ষমতা কত হবে?
Ο ক) 45 W
Ο খ) 145 W
Ο গ) 245 W
Ο ঘ) 345 W
সঠিক উত্তর: (গ)
২২৯. নিচের কোনটি শক্তির একক?
Ο ক) 1 km
Ο খ) 1 ms-2
Ο গ) 1 Nm
Ο ঘ) 1 Watt
সঠিক উত্তর: (গ)
২৩০. আমাদের দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
Ο ক) জলাদিয়ায়
Ο খ) কক্সবাজার
Ο গ) সীতাকুন্ড
Ο ঘ) কাপ্তাই
সঠিক উত্তর: (ঘ)
২৩১. কোন বস্তুর অবস্থান বা গতির জন্য তার মধ্যে যে শক্তি চিহ্নিত থাকে তাকে কি বলে?
Ο ক) যান্ত্রিক শক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) শব্দ শক্তি
Ο ঘ) আলোক শক্তি
সঠিক উত্তর: (ক)
২৩২. মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে কোন বলের বিরুদ্ধে কাজ করা হয়?
Ο ক) তড়িৎ বল
Ο খ) নিউক্লিও বল
Ο গ) অভিকর্ষ বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (গ)
২৩৩. কোনটি গতি শক্তি?
Ο ক) 1/2 mv2
Ο খ) mgh
Ο গ) 1/2 mgh
Ο ঘ) mv2
সঠিক উত্তর: (ক)
২৩৪. হাতে হাত ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে
Ο খ) যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে
Ο গ) বিভবশক্তি গতি শক্তিতে
Ο ঘ) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে
সঠিক উত্তর: (খ)
২৩৫. প্রতি সেকেন্ডে আলো কত মিটার দূরত্ব অতিক্রম করে?
Ο ক) 3x107m
Ο খ) 3x109m
Ο গ) 3x108m
Ο ঘ) 3x1010m
সঠিক উত্তর: (গ)
২৩৬. নিচের বিবরণগুলো লক্ষ কর –
i. পড়ন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না
ii. গতি শক্তি, EK = 1/2 mv2
iii. বিভব শক্তি, EP=mgh
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৭. m ভরের একটি বস্তুকে 20 m, 30 m ও 40 m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি?
Ο ক) 20m
Ο খ) 30 m
Ο গ) 40 m
Ο ঘ) 50 m
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় – i. টেরিলিন ii. টলুইন iii. ক্যাশমিলন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৯. ক্ষমতার একক কি?
Ο ক) Jm
Ο খ) J/m
Ο গ) J/s
Ο ঘ) Js
সঠিক উত্তর: (গ)
২৪০. নিচের তথ্যগুলো লক্ষ করো –
i. কাজের কোন দিক নেই
ii. কাজের মাত্রা হবে বলের মাত্রা ও সরণের মাত্রার গুণফল
iii. কাজ = ভর x সরণ x সময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪১. শক্তি –
i. জ্বালানির মধ্যে সঞ্চিত থাকে
ii. কাজ করার সামর্থ্য বুঝায়
iii. এর কোনো দিক নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪২. সৌরশক্তির সাহায্যে চালানো যায় –
i. পকেট ক্যালকুলেটর
ii. ইলেকট্রনিক ঘড়ি
iii. পকেট রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৩. বায়োমাস হচ্ছে – i. জ্বালানি কাঠ ii. ধানের তুষ iii. পশু-পাখির মল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. যখন কোন স্প্রিংকে সংকুচিত করা হয়, তখন এর মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভবশক্তি
Ο গ) তাপশক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (খ)
২৪৫. বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কী হয়?
Ο ক) শূন্য হয়
Ο খ) অসীম হয়
Ο গ) বলের সমান
Ο ঘ) পরিমাপ করা যায় না
সঠিক উত্তর: (ক)
২৪৬. পানি গরম করতে হলে কোন শক্তির প্রয়োজন?
Ο ক) আলোক শক্তি
Ο খ) শব্দ শক্তি
Ο গ) তাপ শক্তি
Ο ঘ) শক্তির প্রয়োজন হয় না
সঠিক উত্তর: (গ)
২৪৭. নিচের কোনটি বহুদিনের সঞ্চিত সৌরশক্তি?
Ο ক) বায়ু
Ο খ) তাপমাত্রা
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
২৪৮. যেসব জৈব পদার্থকে শক্তিকে রূপান্তরিক করা যায় তাদেরকে কি বলে?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) কয়লা
Ο গ) বায়োম্যাস
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (গ)
২৪৯. ঢিল ছুঁড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচ্যুত করে?
Ο ক) বিভব শক্তি
Ο খ) গতি শক্তি
Ο গ) রাসায়নিক শক্তি
Ο ঘ) তাপশক্তি
সঠিক উত্তর: (খ)
২৫০. 6 kg ভরের বস্তুর উপর 10 N বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুর সরণ 6 m হলে কৃত কাজের পরিমাণ কত?
Ο ক) 36 জুল
Ο খ) 360 জুল
Ο গ) 60 জুল
Ο ঘ) 90 জুল
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics