ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ক্ষমতার মাত্রা সমীকরণ কী?
Ο ক) [MLT-2]
Ο খ) [MLT-3]
Ο গ) [ML2T-3]
Ο ঘ) [ML2T-2]
সঠিক উত্তর: (গ)
১৫২. শক্তির অতি পরিচিত উৎস হলো –
i. কয়লা
ii. খনিজ তেল
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. ফিশন বিক্রিযায় এক টন ইউরেনিয়াম হতে প্রাপ্ত শক্তি কত টন কয়লা পোড়ানো শক্তির সমান?
Ο ক) দশ লক্ষ
Ο খ) পাঁচ লক্ষ
Ο গ) দুই লক্ষ
Ο ঘ) এক লক্ষ
সঠিক উত্তর: (ক)
১৫৪. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় –
i. শিল্প কারখানায়
ii. রান্নার কাজে
iii. বিদ্যুৎ কেন্দ্রে তাপ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. একটি বস্তু সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তা বস্তুর –
Ο ক) ভর
Ο খ) ওজন
Ο গ) চাপ
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. বিজ্ঞানে ক্ষমতা শব্দটি সংশ্লিষ্ট –
i. মোটরের সাথে
ii. পাম্পের সাথে
iii. ইঞ্জিনের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. বল ও সরণের গুণফলকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) ত্বরণ
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে তাপশক্তি
ii. যান্ত্রিক শক্তির জন্য আমরা চলাচল করতে পারি
iii. আমরা শক্তির প্রায় নয়টি রূপ দেখতে পাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. বস্তুর গতি শক্তি কোনটির উপর নির্ভর করে?
Ο ক) ভর ও বেগের উপর
Ο খ) বেগ ও বলের উপর
Ο গ) ভর ও বলের উপর
Ο ঘ) ভরবেগ ও বলের ওপর
সঠিক উত্তর: (ক)
১৬০. গাছের পাতা ও কান্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কিসে রূপান্তরিত হয়?
Ο ক) বিদ্যুৎ শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) কয়লা
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (গ)
১৬১. সঞ্চয়ক কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে
Ο খ) তাপ শক্তি আলোক শক্তিতে
Ο গ) যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে
Ο ঘ) রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে
সঠিক উত্তর: (ক)
১৬২. কোনো বস্তুর গতিশক্তি চারগুণ হবে যদি –
i. ভর চারগুণ করা হয়
ii. বেগ দ্বিগুণ করা হয়
iii. ভর দ্বিগুণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৩. 200 MW=?
Ο ক) 2.0 x 108 J/s
Ο খ) 200 x 108 J/s
Ο গ) 200 x 10-6 J/s
Ο ঘ) 2 x 106 J/s
সঠিক উত্তর: (ক)
১৬৪. কোনো ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয় –
i. শক্তি
ii. ক্ষমতা
iii. শক্তির রূপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৫. প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় –
Ο ক) ভূ-পৃষ্ঠে
Ο খ) ভূ-গর্ভে
Ο গ) মহাকাশে
Ο ঘ) সমুদ্রে
সঠিক উত্তর: (খ)
১৬৬. 1 Nm = কত?
Ο ক) 1 kW
Ο খ) 1 kg
Ο গ) 1 ms-2
Ο ঘ) 1 J
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. জলবিদ্যুৎ উৎপাদনে টার্বাইনটি কীসের সাথে সরাসরি যুক্ত?
Ο ক) চাকার সাথে
Ο খ) ইঞ্জিনের সাথে
Ο গ) তড়িৎ জেনারেটরের সাথে
Ο ঘ) ট্রান্সফর্মারের সাথে
সঠিক উত্তর: (গ)
১৬৮. কোন দেশে জোয়ার-ভাটায় শক্তির সাহায্যে তড়িৎ শক্তি প্রকল্প সফলতার সাথে কাজ করছে?
Ο ক) বাংলাদেশে
Ο খ) থাইল্যান্ডে
Ο গ) ফ্রান্সে
Ο ঘ) কেনিয়ায়
সঠিক উত্তর: (গ)
১৬৯. ফিশন বিক্রিয়া –
i. একটি শৃঙ্খল বিক্রিয়া
ii. মুহূর্তেই কোটি কোটি বিক্রিয়া সংগঠিত হয়
iii. বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. ML2T-2 এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) এটি শুধু কাজের মাত্রা
Ο খ) এটি শুধু শক্তির মাত্রা
Ο গ) এটি কাজ ও শক্তি উভয়ের মাত্রা
Ο ঘ) এটি কাজ ও ক্ষমতা উভয়ের মাত্রা
সঠিক উত্তর: (গ)
১৭১. একরূপের নির্দিষ্ট পরিমাণ শক্তি অন্যরূপে রূপান্তরিত করলে প্রাপ্ত শক্তির পরিমাণ কোনটি থেকে পাওয়া যাবে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) চাপ
Ο গ) শক্তির নিত্যতা
Ο ঘ) আর্দ্রতা
সঠিক উত্তর: (গ)
১৭২. কাজের উদাহরণ হচ্ছে –
i. বলদের মাঠে লাঙল টানা
ii. বইকে ঠেলে টেবিলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নেওয়া
iii. কোনো দেওয়ালকে জোরে ঠেলা মারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৩. কয়লা থেকে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) কোল গ্যাস
Ο খ) আলকাতরা
Ο গ) বেনজিন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. আমরা চলাফেরা করতে পারি কোন শক্তির জন্য?
Ο ক) তাপ শক্তি
Ο খ) আলোক শক্তি
Ο গ) যান্ত্রিক শক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (গ)
১৭৫. কোনো যন্ত্র, ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয় –
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) শক্তির রূপান্তর
Ο ঘ) বল
সঠিক উত্তর: (খ)
১৭৬. কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সালফারের ধোঁয়া নির্গমন করে যা –
i. খুবই তীব্র
ii. এসিড বৃষ্টির সৃষ্টি করে
iii. প্রাচীন পাথুরে খোঁদাই করা কাজ নষ্ট করতে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৭. গতি শক্তি নয় হলে বস্তুর বেগ কত হবে?
Ο ক) 2 গুণ
Ο খ) 3 গুণ
Ο গ) 4 গুণ
Ο ঘ) 5 গুণ
সঠিক উত্তর: (খ)
১৭৮. কোনো বল দ্বারা বস্তুর উপর কৃতকাজ শূন্য হয় যদি বল –
i. সর্বদা সরণের লম্ব বরাবর ক্রিয়া করে
ii. প্রয়োগ না করলেও বস্তুর সরণ হয়
iii. প্রয়োগ করলেও বস্তুর সরণ না হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. একটি বৃত্তাকার পথে একজন লোক এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এলো। এক্ষেত্রে কোনটি ঘটে?
Ο ক) কাজ ধনাত্মক হয়
Ο খ) কাজ ঋণাত্মক হয়
Ο গ) কাজ শূন্য হয়
Ο ঘ) কাজ ধনাত্মক ও ঋনাত্মক উভয় হয়
সঠিক উত্তর: (গ)
১৮০. কোন বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য কোনটির প্রয়োজন?
Ο ক) ত্বরণ
Ο খ) মন্দন
Ο গ) বল
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (গ)
১৮১. নিচের কোনটি প্রায় সব শক্তির মূল উৎস –
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) খনিজ তেল
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) সূর্য
সঠিক উত্তর: (ঘ)
১৮২. কলকারখানায় ব্যবহৃত বিদ্যুৎ শক্তির বিল কোন এককে পরিশোধ করা হয়?
Ο ক) kW
Ο খ) W
Ο গ) MW
Ο ঘ) μW
সঠিক উত্তর: (ক)
১৮৩. বাল্বের ফিলামেন্ট দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পাওয়া যায় –
i. বিদ্যুৎ শক্তি
ii. তাপ শক্তি
iii. আলোক শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৪. একটি ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে ডাস্টারটি কীসের প্রভাবে নিচের দিকে পড়বে?
Ο ক) অভিকর্ষ বলের
Ο খ) সান্দ্র বলের
Ο গ) নিউক্লিয় বলের
Ο ঘ) তাড়িত চৌম্বক বল
সঠিক উত্তর: (ক)
১৮৫. নিচের তথ্যগুলো লক্ষ কর -
i. হাতে হাত ঘষলে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
ii. বাষ্পীয় ইঞ্জিনে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
iii. বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা কোন শক্তি পাই?
Ο ক) বিদ্যুৎ শক্তি
Ο খ) নিউক্লিয় শক্তি
Ο গ) চৌম্বক শক্তি
Ο ঘ) আলোক শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভবশক্তি
Ο গ) বল
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (খ)
১৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. অনবায়নযোগ্য শক্তি দিন দিন কমে যাচ্ছে
ii. নবায়নযোগ্য শক্তি কখনো শেষ হয় না
iii. সৌরশক্তি অনবায়নযোগ্য শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৯. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বায়োগ্যাস হচ্ছে জৈব যৌগ
ii. বায়োমাস সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়
iii. বায়োমাস এক ধরনের সৌরশক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯০. কোনটি পেট্রোলিয়াম কূপ থেকেও পাওয়া যায়?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) কয়লা
Ο গ) খনিজ তেল
Ο ঘ) সোডিয়াম ধাতু
সঠিক উত্তর: (ক)
১৯১. জগৎ গতিশীল কেন?
Ο ক) কাজের জন্য
Ο খ) বেগের জন্য
Ο গ) ত্বরণের জন্য
Ο ঘ) শক্তির জন্য
সঠিক উত্তর: (ঘ)
১৯২. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. তড়িৎ কোষ থেকে আমরা রাসায়নিক শক্তি পাই
ii. পরমাণুর ভাঙা-গড়ার সময় নিউক্লিয় শক্তি নির্গত হয়
iii. কোনো বস্তুকে স্থানান্তরিত করতে পেশী শক্তির প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. আদিমকালে মানুষ পেশী শক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল
ii. যন্ত্রশক্তি ব্যবহারের ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি শুরু হয়
iii. বাষ্পশক্তি উৎপন্ন করার জন্য জ্বালানি প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. 1 অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
Ο ক) 764 W
Ο খ) 746 W
Ο গ) 646 W
Ο ঘ) 664 W
সঠিক উত্তর: (খ)
১৯৫. জলবিদ্যুৎ প্রকল্পে টার্বাইনের ঘূর্ণন থেকে সমন্বয় ঘটে –
i. বিদ্যুৎ শক্তির
ii. যান্ত্রিক শক্তির
iii. চৌম্বক শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯৬. নিউক্লিয় বিক্রিয়ায় কোনটির সাথে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়?
Ο ক) রেডিয়াম
Ο খ) পোলনিয়াম
Ο গ) ইউরোনিয়াম
Ο ঘ) ক্যান্ডিয়াম
সঠিক উত্তর: (গ)
১৯৭. মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ –
Ο ক) পরিবর্তনশীল
Ο খ) নির্দিষ্ট
Ο গ) দিন দিন বাড়ছে
Ο ঘ) দিন দিন কমছে
সঠিক উত্তর: (খ)
১৯৮. নিচের কোন ক্ষেত্রে পেশী শক্তির প্রয়োজন?
Ο ক) পানি গরম করতে
Ο খ) টেলিভিশন চালাতে
Ο গ) গান বাজাতে
Ο ঘ) কোনো বস্তুকে সরাতে
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. 5 kg ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ হতে 30m উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে? G= 9.8 ms-2
Ο ক) 1470 J
Ο খ) 1740 J
Ο গ) 1047 J
Ο ঘ) 1070 J
সঠিক উত্তর: (ক)
২০০. কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে –
Ο ক) শক্তি
Ο খ) গতি শক্তি
Ο গ) স্থিতি শক্তি
Ο ঘ) ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ক্ষমতার মাত্রা সমীকরণ কী?
Ο ক) [MLT-2]
Ο খ) [MLT-3]
Ο গ) [ML2T-3]
Ο ঘ) [ML2T-2]
সঠিক উত্তর: (গ)
১৫২. শক্তির অতি পরিচিত উৎস হলো –
i. কয়লা
ii. খনিজ তেল
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. ফিশন বিক্রিযায় এক টন ইউরেনিয়াম হতে প্রাপ্ত শক্তি কত টন কয়লা পোড়ানো শক্তির সমান?
Ο ক) দশ লক্ষ
Ο খ) পাঁচ লক্ষ
Ο গ) দুই লক্ষ
Ο ঘ) এক লক্ষ
সঠিক উত্তর: (ক)
১৫৪. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় –
i. শিল্প কারখানায়
ii. রান্নার কাজে
iii. বিদ্যুৎ কেন্দ্রে তাপ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. একটি বস্তু সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তা বস্তুর –
Ο ক) ভর
Ο খ) ওজন
Ο গ) চাপ
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. বিজ্ঞানে ক্ষমতা শব্দটি সংশ্লিষ্ট –
i. মোটরের সাথে
ii. পাম্পের সাথে
iii. ইঞ্জিনের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. বল ও সরণের গুণফলকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) ত্বরণ
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে তাপশক্তি
ii. যান্ত্রিক শক্তির জন্য আমরা চলাচল করতে পারি
iii. আমরা শক্তির প্রায় নয়টি রূপ দেখতে পাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. বস্তুর গতি শক্তি কোনটির উপর নির্ভর করে?
Ο ক) ভর ও বেগের উপর
Ο খ) বেগ ও বলের উপর
Ο গ) ভর ও বলের উপর
Ο ঘ) ভরবেগ ও বলের ওপর
সঠিক উত্তর: (ক)
১৬০. গাছের পাতা ও কান্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কিসে রূপান্তরিত হয়?
Ο ক) বিদ্যুৎ শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) কয়লা
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (গ)
১৬১. সঞ্চয়ক কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে
Ο খ) তাপ শক্তি আলোক শক্তিতে
Ο গ) যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে
Ο ঘ) রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে
সঠিক উত্তর: (ক)
১৬২. কোনো বস্তুর গতিশক্তি চারগুণ হবে যদি –
i. ভর চারগুণ করা হয়
ii. বেগ দ্বিগুণ করা হয়
iii. ভর দ্বিগুণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৩. 200 MW=?
Ο ক) 2.0 x 108 J/s
Ο খ) 200 x 108 J/s
Ο গ) 200 x 10-6 J/s
Ο ঘ) 2 x 106 J/s
সঠিক উত্তর: (ক)
১৬৪. কোনো ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয় –
i. শক্তি
ii. ক্ষমতা
iii. শক্তির রূপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৫. প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় –
Ο ক) ভূ-পৃষ্ঠে
Ο খ) ভূ-গর্ভে
Ο গ) মহাকাশে
Ο ঘ) সমুদ্রে
সঠিক উত্তর: (খ)
১৬৬. 1 Nm = কত?
Ο ক) 1 kW
Ο খ) 1 kg
Ο গ) 1 ms-2
Ο ঘ) 1 J
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. জলবিদ্যুৎ উৎপাদনে টার্বাইনটি কীসের সাথে সরাসরি যুক্ত?
Ο ক) চাকার সাথে
Ο খ) ইঞ্জিনের সাথে
Ο গ) তড়িৎ জেনারেটরের সাথে
Ο ঘ) ট্রান্সফর্মারের সাথে
সঠিক উত্তর: (গ)
১৬৮. কোন দেশে জোয়ার-ভাটায় শক্তির সাহায্যে তড়িৎ শক্তি প্রকল্প সফলতার সাথে কাজ করছে?
Ο ক) বাংলাদেশে
Ο খ) থাইল্যান্ডে
Ο গ) ফ্রান্সে
Ο ঘ) কেনিয়ায়
সঠিক উত্তর: (গ)
১৬৯. ফিশন বিক্রিয়া –
i. একটি শৃঙ্খল বিক্রিয়া
ii. মুহূর্তেই কোটি কোটি বিক্রিয়া সংগঠিত হয়
iii. বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. ML2T-2 এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) এটি শুধু কাজের মাত্রা
Ο খ) এটি শুধু শক্তির মাত্রা
Ο গ) এটি কাজ ও শক্তি উভয়ের মাত্রা
Ο ঘ) এটি কাজ ও ক্ষমতা উভয়ের মাত্রা
সঠিক উত্তর: (গ)
১৭১. একরূপের নির্দিষ্ট পরিমাণ শক্তি অন্যরূপে রূপান্তরিত করলে প্রাপ্ত শক্তির পরিমাণ কোনটি থেকে পাওয়া যাবে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) চাপ
Ο গ) শক্তির নিত্যতা
Ο ঘ) আর্দ্রতা
সঠিক উত্তর: (গ)
১৭২. কাজের উদাহরণ হচ্ছে –
i. বলদের মাঠে লাঙল টানা
ii. বইকে ঠেলে টেবিলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নেওয়া
iii. কোনো দেওয়ালকে জোরে ঠেলা মারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৩. কয়লা থেকে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) কোল গ্যাস
Ο খ) আলকাতরা
Ο গ) বেনজিন
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. আমরা চলাফেরা করতে পারি কোন শক্তির জন্য?
Ο ক) তাপ শক্তি
Ο খ) আলোক শক্তি
Ο গ) যান্ত্রিক শক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (গ)
১৭৫. কোনো যন্ত্র, ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয় –
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) শক্তির রূপান্তর
Ο ঘ) বল
সঠিক উত্তর: (খ)
১৭৬. কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সালফারের ধোঁয়া নির্গমন করে যা –
i. খুবই তীব্র
ii. এসিড বৃষ্টির সৃষ্টি করে
iii. প্রাচীন পাথুরে খোঁদাই করা কাজ নষ্ট করতে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৭. গতি শক্তি নয় হলে বস্তুর বেগ কত হবে?
Ο ক) 2 গুণ
Ο খ) 3 গুণ
Ο গ) 4 গুণ
Ο ঘ) 5 গুণ
সঠিক উত্তর: (খ)
১৭৮. কোনো বল দ্বারা বস্তুর উপর কৃতকাজ শূন্য হয় যদি বল –
i. সর্বদা সরণের লম্ব বরাবর ক্রিয়া করে
ii. প্রয়োগ না করলেও বস্তুর সরণ হয়
iii. প্রয়োগ করলেও বস্তুর সরণ না হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. একটি বৃত্তাকার পথে একজন লোক এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এলো। এক্ষেত্রে কোনটি ঘটে?
Ο ক) কাজ ধনাত্মক হয়
Ο খ) কাজ ঋণাত্মক হয়
Ο গ) কাজ শূন্য হয়
Ο ঘ) কাজ ধনাত্মক ও ঋনাত্মক উভয় হয়
সঠিক উত্তর: (গ)
১৮০. কোন বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য কোনটির প্রয়োজন?
Ο ক) ত্বরণ
Ο খ) মন্দন
Ο গ) বল
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (গ)
১৮১. নিচের কোনটি প্রায় সব শক্তির মূল উৎস –
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) খনিজ তেল
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) সূর্য
সঠিক উত্তর: (ঘ)
১৮২. কলকারখানায় ব্যবহৃত বিদ্যুৎ শক্তির বিল কোন এককে পরিশোধ করা হয়?
Ο ক) kW
Ο খ) W
Ο গ) MW
Ο ঘ) μW
সঠিক উত্তর: (ক)
১৮৩. বাল্বের ফিলামেন্ট দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পাওয়া যায় –
i. বিদ্যুৎ শক্তি
ii. তাপ শক্তি
iii. আলোক শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৪. একটি ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে ডাস্টারটি কীসের প্রভাবে নিচের দিকে পড়বে?
Ο ক) অভিকর্ষ বলের
Ο খ) সান্দ্র বলের
Ο গ) নিউক্লিয় বলের
Ο ঘ) তাড়িত চৌম্বক বল
সঠিক উত্তর: (ক)
১৮৫. নিচের তথ্যগুলো লক্ষ কর -
i. হাতে হাত ঘষলে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
ii. বাষ্পীয় ইঞ্জিনে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
iii. বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা কোন শক্তি পাই?
Ο ক) বিদ্যুৎ শক্তি
Ο খ) নিউক্লিয় শক্তি
Ο গ) চৌম্বক শক্তি
Ο ঘ) আলোক শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে?
Ο ক) গতিশক্তি
Ο খ) বিভবশক্তি
Ο গ) বল
Ο ঘ) কাজ
সঠিক উত্তর: (খ)
১৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. অনবায়নযোগ্য শক্তি দিন দিন কমে যাচ্ছে
ii. নবায়নযোগ্য শক্তি কখনো শেষ হয় না
iii. সৌরশক্তি অনবায়নযোগ্য শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৯. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বায়োগ্যাস হচ্ছে জৈব যৌগ
ii. বায়োমাস সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়
iii. বায়োমাস এক ধরনের সৌরশক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯০. কোনটি পেট্রোলিয়াম কূপ থেকেও পাওয়া যায়?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) কয়লা
Ο গ) খনিজ তেল
Ο ঘ) সোডিয়াম ধাতু
সঠিক উত্তর: (ক)
১৯১. জগৎ গতিশীল কেন?
Ο ক) কাজের জন্য
Ο খ) বেগের জন্য
Ο গ) ত্বরণের জন্য
Ο ঘ) শক্তির জন্য
সঠিক উত্তর: (ঘ)
১৯২. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. তড়িৎ কোষ থেকে আমরা রাসায়নিক শক্তি পাই
ii. পরমাণুর ভাঙা-গড়ার সময় নিউক্লিয় শক্তি নির্গত হয়
iii. কোনো বস্তুকে স্থানান্তরিত করতে পেশী শক্তির প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. আদিমকালে মানুষ পেশী শক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল
ii. যন্ত্রশক্তি ব্যবহারের ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি শুরু হয়
iii. বাষ্পশক্তি উৎপন্ন করার জন্য জ্বালানি প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. 1 অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
Ο ক) 764 W
Ο খ) 746 W
Ο গ) 646 W
Ο ঘ) 664 W
সঠিক উত্তর: (খ)
১৯৫. জলবিদ্যুৎ প্রকল্পে টার্বাইনের ঘূর্ণন থেকে সমন্বয় ঘটে –
i. বিদ্যুৎ শক্তির
ii. যান্ত্রিক শক্তির
iii. চৌম্বক শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯৬. নিউক্লিয় বিক্রিয়ায় কোনটির সাথে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়?
Ο ক) রেডিয়াম
Ο খ) পোলনিয়াম
Ο গ) ইউরোনিয়াম
Ο ঘ) ক্যান্ডিয়াম
সঠিক উত্তর: (গ)
১৯৭. মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ –
Ο ক) পরিবর্তনশীল
Ο খ) নির্দিষ্ট
Ο গ) দিন দিন বাড়ছে
Ο ঘ) দিন দিন কমছে
সঠিক উত্তর: (খ)
১৯৮. নিচের কোন ক্ষেত্রে পেশী শক্তির প্রয়োজন?
Ο ক) পানি গরম করতে
Ο খ) টেলিভিশন চালাতে
Ο গ) গান বাজাতে
Ο ঘ) কোনো বস্তুকে সরাতে
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. 5 kg ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ হতে 30m উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে? G= 9.8 ms-2
Ο ক) 1470 J
Ο খ) 1740 J
Ο গ) 1047 J
Ο ঘ) 1070 J
সঠিক উত্তর: (ক)
২০০. কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে –
Ο ক) শক্তি
Ο খ) গতি শক্তি
Ο গ) স্থিতি শক্তি
Ο ঘ) ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics