ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. শক্তির উৎসগুলোর মধ্যে কোনটির পরিচিতি সবচেয়ে বেশি?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) কয়লা
Ο গ) খনিজ তেল
Ο ঘ) চৌম্বক
সঠিক উত্তর: (খ)
১০২. বৈদ্যুতিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে –
i. বৈদ্যুতিক পাখা
ii. বৈদ্যুতিক বাতি
iii. বৈদ্যুতিক হিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৩. নিচের কোনটিতে গতিশক্তি থাকে?
Ο ক) স্থির ঘড়িতে
Ο খ) ঊর্ধ্বগামী ফুটবলে
Ο গ) উঁচু বিল্ডিংয়ে
Ο ঘ) স্রোতহীন পানিতে
সঠিক উত্তর: (খ)
১০৪. পানি যখন ঝরনা বা নদীরূপে উপর থেকে নিচে নেমে আসে তখন কোনটি গতিশক্তিতে পরিণত হয়?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) নিউক্লিয় শক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (খ)
১০৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়
ii. বায়ুর সাহায্যে কুয়া থেকে পানি তোলা যায়
iii. বায়ুকল দ্বারা তড়িৎকে বায়ুতে পরিণত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৬. কোন বস্তুর উপর কোন বল ক্রিয়া করে যদি বস্তুটির সরণ ঘটায় তাহলে তাকে কি বলে?
Ο ক) বেগ
Ο খ) ত্বরণ
Ο গ) কাজ
Ο ঘ) ক্ষমতা
সঠিক উত্তর: (গ)
১০৭. কোনো বস্তুকে উপরের দিকে তুরলে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়?
Ο ক) পেশী বল
Ο খ) চৌম্বক বল
Ο গ) অভিকর্ষজ বল
Ο ঘ) পৃষ্ঠটান
সঠিক উত্তর: (গ)
১০৮. নিচের কোনটি সৌরশক্তির উদাহরণ?
Ο ক) সোলার ওয়াটার হিটার
Ο খ) সোলার কুকার
Ο গ) প্রেসার কুকার
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১০৯. জামা-কাপড় ইস্ত্রি করার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে
Ο খ) বিদ্যুৎ শক্তি গতি শক্তিতে
Ο গ) তাপশক্তি আলোক শক্তিতে
Ο ঘ) তাপশক্তি গতি শক্তিতে
সঠিক উত্তর: (ক)
১১০. নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. কাজের মাত্রা সমীকরণ [W]=[ML2T-2]
ii. কাজের একক জুল
iii. কাজ = বল x সরণের উপাংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১১. নিচের কোথায় পারমাণবিক বিপর্যয় ঘটেছিল?
Ο ক) চেরনোবিল
Ο খ) ফুকুশিমা
Ο গ) ফ্লোরিডা
Ο ঘ) চেরনোবিল ও ফুকুশিমা
সঠিক উত্তর: (ঘ)
১১২. শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
Ο ক) বায়োমাস
Ο খ) বায়োগ্যাস
Ο গ) বায়ু
Ο ঘ) বায়ুচাপ
সঠিক উত্তর: (ক)
১১৩. জীবনযাত্রার মানোন্নয়নের সাথে মানুষের কোনটি চাহিদা বাড়ছে?
Ο ক) শক্তি
Ο খ) তাপমাত্রা
Ο গ) জামাকাপড়
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১১৪. হারিকেনের চিমনিতে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) বিদ্যুৎ
Ο খ) তাপ
Ο গ) শব্দ
Ο ঘ) চুম্বক
সঠিক উত্তর: (খ)
১১৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. ভূ-অভ্যন্তরের গলিত শিলাকে ম্যাগমা বলে
ii. হট-স্পটের সংস্পর্শে ভূ-গর্ভস্থ পানি বাষ্পে পরিণত হয়
iii. ভূ-অভ্যন্তরের শীলাখন্ডকে গলাতে বাইরে থেকে তাপ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৬. বিভব শক্তি –
i. তাপমাত্রার উপর নির্ভর করে
ii. ভরের উপর নির্ভর করে
iii. ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতার উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৭. জল বিদ্যুৎ প্রকল্পের টারবাইনে কিসের সমন্বয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়?
Ο ক) যান্ত্রিক শক্তি ও চৌম্বকশক্তির সমন্বয়ে
Ο খ) গতিশক্তি ও বিভবশক্তির সমন্বয়ে
Ο গ) বিভবশক্তি ও যান্ত্রিক শক্তির সমন্বয়ে
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
১১৮. 1J =?
Ο ক) 1Nkg
Ο খ) 1Nb
Ο গ) 1Nc
Ο ঘ) 1Nm
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ফটো-ভোলটেইক সেলের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) শব্দ শক্তি
Ο গ) গতি শক্তি
Ο ঘ) তড়িৎ শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১২০. আমাদের ব্যবহৃত সকল শক্তি কোনো না কোনোভাবে কোথা থেকে আসে?
Ο ক) চাঁদ
Ο খ) জীবাশ্ম
Ο গ) সূর্য
Ο ঘ) তারা
সঠিক উত্তর: (গ)
১২১. অনবায়নযোগ্য শক্তি হচ্ছে – i. কয়লা ii. খনিজ তেল iii. প্রাকৃতিক গ্যাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২২. নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধা হচ্ছে –
i. এ শক্তি সহজে শেষ হয় না
ii. এ শক্তির প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায়
iii. পরিবেশ দূষিত করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. পরমাণুর জোড়া লাগা ও ভাঙার সময় কোন শক্তি নির্গত হয়?
Ο ক) আলোক শক্তি
Ο খ) চুম্বক শক্তি
Ο গ) নিউক্লিয় শক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (গ)
১২৪. জলবিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে ব্যবহার করা হয়?
Ο ক) গতি শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) রাসায়নিক শক্তি
Ο ঘ) গতি ও বিভব শক্তি
সঠিক উত্তর: (খ)
১২৫. কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) দক্ষতা
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (ক)
১২৬. 10 kg ভরের বস্তুকে কত উচ্চতায় তুললে এর বিভবশক্তি 2450J হবে?
Ο ক) 24.5 m
Ο খ) 25 m
Ο গ) 15 m
Ο ঘ) 20 m
সঠিক উত্তর: (খ)
১২৭. নিউক্লিয় বিক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয় –
Ο ক) পদার্থের মোট ভর
Ο খ) পদার্থের মোট ভরের অর্ধেক
Ο গ) পদার্থের মোট ভরের ক্ষুদ্র ভগ্নাংশ
Ο ঘ) পদার্থের মোট ভরের এক চতুর্থাংশ
সঠিক উত্তর: (গ)
১২৮. 5 kg ভরের একটি গাড়ি 100 ms-1 বেগে চলতে থাকলে এর গতি শক্তি কত হবে?
Ο ক) 526.5 J
Ο খ) 562.5 J
Ο গ) 735 J
Ο ঘ) 753 J
সঠিক উত্তর: (খ)
১২৯. ধনাত্মক কাজ কোনটি?
Ο ক) মেঝে থেকে ডাস্টার উঠানো
Ο খ) গাছ থেকে আম পড়া
Ο গ) ঊর্ধ্বগামী রকেট
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
১৩০. তড়িৎ মোটরে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি
Ο খ) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
Ο গ) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি
Ο ঘ) তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (খ)
১৩১. প্রদত্ত শক্তি =?
Ο ক) লভ্য কার্যকর শক্তি
Ο খ) অন্যভাবে ব্যয়িত শক্তি
Ο গ) লভ্য কার্যকর শক্তি + অন্যভাবে ব্যয়িত শক্তি
Ο ঘ) একটিও নয়
সঠিক উত্তর: (গ)
১৩২. কোন তড়িৎ যন্ত্রে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়?
Ο ক) ডায়নামো
Ο খ) জেনারেটর
Ο গ) তড়িৎ মোটর
Ο ঘ) রূপান্তরক
সঠিক উত্তর: (গ)
১৩৩. কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে কী বলে?
Ο ক) এক ফ্যারাডে
Ο খ) এক নিউটন
Ο গ) এক প্যাসকেল
Ο ঘ) এক জুল
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. কোনটি চালাতে হলে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়?
Ο ক) বৈদ্যুতিক যন্ত্র
Ο খ) টিউবওয়েল
Ο গ) মোটর সাইকেল
Ο ঘ) বিমান
সঠিক উত্তর: (ক)
১৩৫. 20 kg ভরের একটি বস্তু 100 m দূরত্ব অতিক্রম করলে কাজ কত হবে?
Ο ক) 19600 J
Ο খ) 960 J
Ο গ) 2960 J
Ο ঘ) 2000 J
সঠিক উত্তর: (ক)
১৩৬. 1 kg ভরের একটি পাখি ভূ-পৃষ্ঠ থেকে 10 m উপর দিয়ে 10 ms-1 বেগে উড়ে যাচ্ছে। এ অবস্থায় পাখিটির বিভব শক্তি কত?
Ο ক) 10 J
Ο খ) 98 J
Ο গ) 50 J
Ο ঘ) 980 J
সঠিক উত্তর: (খ)
১৩৭. বর্তমান সভ্যতা কীসের উপর নির্ভরশীল?
Ο ক) সাহিত্য
Ο খ) যন্ত্র
Ο গ) সংস্কৃতি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৩৮. কাজের মাত্রা সমীকরণ কোনটি?
Ο ক) [ML2T-1]
Ο খ) [MLT-2]
Ο গ) [ML2T-3]
Ο ঘ) [ML2T-2]
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. কার্বন ও হাইড্রোজেন দ্বারা নিচের কোনটি গঠিত –
Ο ক) কয়লা
Ο খ) খনিজ তেল
Ο গ) বায়োম্যাস
Ο ঘ) জলবিদ্যুৎ
সঠিক উত্তর: (গ)
১৪০. শক্তির ক্ষেত্রে প্রযোজ্য – i. দিক নেই ii. একক জুল iii. কৃতকাজের সমান নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী?
Ο ক) মিথেন (CH4)
Ο খ) ইথেন (C2H6)
Ο গ) বিউটেন (C4H10)
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৪২. একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে 4 x106J তাপশক্তি সরবরাহ করায় 2.64 x106J বিদ্যুৎশক্তি পাওয়া গেল। কেন্দ্রটির কর্মদক্ষতা কত?
Ο ক) 33%
Ο খ) 66%
Ο গ) 38%
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
১৪৩. একটি বস্তু উচ্চ স্থান থেকে ভূমিতে আঘাত করার মুহূর্তে –
i. বস্তুর বিভবশক্তি শূন্য হয়ে যায়
ii. বস্তুর গতিশক্তি শূন্য হয়ে যায়
iii. বিভবশক্তি সর্বাধিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৪. বায়ু শক্তি উৎপন্ন করার জন্য নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) নিউক্লিয় শক্তি
Ο খ) বায়ু শক্তি
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) জ্বালানি
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. কোনটি বিভবশক্তির পরিমাপ?
Ο ক) ভর x উচ্চতা
Ο খ) ওজন x উচ্চতা
Ο গ) ভর x ত্বরণ
Ο ঘ) ভর x অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (খ)
১৪৬. কোনো বস্তুর মধ্যে শক্তি নিহিত আছে বলতে আমরা বুঝি –
i. বস্তুটি অন্য কিছুর উপর বল প্রয়োগ করতে পারে
ii. বস্তুটি অন্য কিছুর উপর কাজ সম্পাদন করতে পারে
iii. বস্তুটির ভর কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৭. ML2T-3 মাত্রাটি হলো –
i. একক সময়ে কৃত কাজের
ii. ক্ষমতার
iii. একক সময়ে ব্যয়িত শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. নিউক্লীয় ফিশন বিক্রিযায় কী ঘটে?
Ο ক) দুটি পরমাণু জোড়া লাগে
Ο খ) ইলেকট্রন নিউক্লিয়াসকে আঘাত করে
Ο গ) ইলেকট্রন প্রোটনকে আঘাত করে
Ο ঘ) নিউট্রন নিউক্লিয়াসকে আঘাত করে
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. পৃথিবী পৃষ্ঠে বায়ু প্রবাহিত হয় কেন?
Ο ক) চাপের কারণে
Ο খ) তাপমাত্রার পার্থক্যের কারণে
Ο গ) বায়ুর ভরের কারণে
Ο ঘ) পৃথিবীর আকৃতির কারণে
সঠিক উত্তর: (খ)
১৫০. কয়লা থেকে উৎপাদিত হয় – i. আলকাতরা ii. বেঞ্জিন iii. টলুইন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. শক্তির উৎসগুলোর মধ্যে কোনটির পরিচিতি সবচেয়ে বেশি?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) কয়লা
Ο গ) খনিজ তেল
Ο ঘ) চৌম্বক
সঠিক উত্তর: (খ)
১০২. বৈদ্যুতিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে –
i. বৈদ্যুতিক পাখা
ii. বৈদ্যুতিক বাতি
iii. বৈদ্যুতিক হিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৩. নিচের কোনটিতে গতিশক্তি থাকে?
Ο ক) স্থির ঘড়িতে
Ο খ) ঊর্ধ্বগামী ফুটবলে
Ο গ) উঁচু বিল্ডিংয়ে
Ο ঘ) স্রোতহীন পানিতে
সঠিক উত্তর: (খ)
১০৪. পানি যখন ঝরনা বা নদীরূপে উপর থেকে নিচে নেমে আসে তখন কোনটি গতিশক্তিতে পরিণত হয়?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) নিউক্লিয় শক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (খ)
১০৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়
ii. বায়ুর সাহায্যে কুয়া থেকে পানি তোলা যায়
iii. বায়ুকল দ্বারা তড়িৎকে বায়ুতে পরিণত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৬. কোন বস্তুর উপর কোন বল ক্রিয়া করে যদি বস্তুটির সরণ ঘটায় তাহলে তাকে কি বলে?
Ο ক) বেগ
Ο খ) ত্বরণ
Ο গ) কাজ
Ο ঘ) ক্ষমতা
সঠিক উত্তর: (গ)
১০৭. কোনো বস্তুকে উপরের দিকে তুরলে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়?
Ο ক) পেশী বল
Ο খ) চৌম্বক বল
Ο গ) অভিকর্ষজ বল
Ο ঘ) পৃষ্ঠটান
সঠিক উত্তর: (গ)
১০৮. নিচের কোনটি সৌরশক্তির উদাহরণ?
Ο ক) সোলার ওয়াটার হিটার
Ο খ) সোলার কুকার
Ο গ) প্রেসার কুকার
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১০৯. জামা-কাপড় ইস্ত্রি করার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে
Ο খ) বিদ্যুৎ শক্তি গতি শক্তিতে
Ο গ) তাপশক্তি আলোক শক্তিতে
Ο ঘ) তাপশক্তি গতি শক্তিতে
সঠিক উত্তর: (ক)
১১০. নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. কাজের মাত্রা সমীকরণ [W]=[ML2T-2]
ii. কাজের একক জুল
iii. কাজ = বল x সরণের উপাংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১১. নিচের কোথায় পারমাণবিক বিপর্যয় ঘটেছিল?
Ο ক) চেরনোবিল
Ο খ) ফুকুশিমা
Ο গ) ফ্লোরিডা
Ο ঘ) চেরনোবিল ও ফুকুশিমা
সঠিক উত্তর: (ঘ)
১১২. শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
Ο ক) বায়োমাস
Ο খ) বায়োগ্যাস
Ο গ) বায়ু
Ο ঘ) বায়ুচাপ
সঠিক উত্তর: (ক)
১১৩. জীবনযাত্রার মানোন্নয়নের সাথে মানুষের কোনটি চাহিদা বাড়ছে?
Ο ক) শক্তি
Ο খ) তাপমাত্রা
Ο গ) জামাকাপড়
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১১৪. হারিকেনের চিমনিতে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) বিদ্যুৎ
Ο খ) তাপ
Ο গ) শব্দ
Ο ঘ) চুম্বক
সঠিক উত্তর: (খ)
১১৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. ভূ-অভ্যন্তরের গলিত শিলাকে ম্যাগমা বলে
ii. হট-স্পটের সংস্পর্শে ভূ-গর্ভস্থ পানি বাষ্পে পরিণত হয়
iii. ভূ-অভ্যন্তরের শীলাখন্ডকে গলাতে বাইরে থেকে তাপ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৬. বিভব শক্তি –
i. তাপমাত্রার উপর নির্ভর করে
ii. ভরের উপর নির্ভর করে
iii. ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতার উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৭. জল বিদ্যুৎ প্রকল্পের টারবাইনে কিসের সমন্বয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়?
Ο ক) যান্ত্রিক শক্তি ও চৌম্বকশক্তির সমন্বয়ে
Ο খ) গতিশক্তি ও বিভবশক্তির সমন্বয়ে
Ο গ) বিভবশক্তি ও যান্ত্রিক শক্তির সমন্বয়ে
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
১১৮. 1J =?
Ο ক) 1Nkg
Ο খ) 1Nb
Ο গ) 1Nc
Ο ঘ) 1Nm
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ফটো-ভোলটেইক সেলের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) শব্দ শক্তি
Ο গ) গতি শক্তি
Ο ঘ) তড়িৎ শক্তি
সঠিক উত্তর: (ঘ)
১২০. আমাদের ব্যবহৃত সকল শক্তি কোনো না কোনোভাবে কোথা থেকে আসে?
Ο ক) চাঁদ
Ο খ) জীবাশ্ম
Ο গ) সূর্য
Ο ঘ) তারা
সঠিক উত্তর: (গ)
১২১. অনবায়নযোগ্য শক্তি হচ্ছে – i. কয়লা ii. খনিজ তেল iii. প্রাকৃতিক গ্যাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২২. নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধা হচ্ছে –
i. এ শক্তি সহজে শেষ হয় না
ii. এ শক্তির প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায়
iii. পরিবেশ দূষিত করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. পরমাণুর জোড়া লাগা ও ভাঙার সময় কোন শক্তি নির্গত হয়?
Ο ক) আলোক শক্তি
Ο খ) চুম্বক শক্তি
Ο গ) নিউক্লিয় শক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (গ)
১২৪. জলবিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে ব্যবহার করা হয়?
Ο ক) গতি শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) রাসায়নিক শক্তি
Ο ঘ) গতি ও বিভব শক্তি
সঠিক উত্তর: (খ)
১২৫. কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) দক্ষতা
Ο ঘ) বিভব শক্তি
সঠিক উত্তর: (ক)
১২৬. 10 kg ভরের বস্তুকে কত উচ্চতায় তুললে এর বিভবশক্তি 2450J হবে?
Ο ক) 24.5 m
Ο খ) 25 m
Ο গ) 15 m
Ο ঘ) 20 m
সঠিক উত্তর: (খ)
১২৭. নিউক্লিয় বিক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয় –
Ο ক) পদার্থের মোট ভর
Ο খ) পদার্থের মোট ভরের অর্ধেক
Ο গ) পদার্থের মোট ভরের ক্ষুদ্র ভগ্নাংশ
Ο ঘ) পদার্থের মোট ভরের এক চতুর্থাংশ
সঠিক উত্তর: (গ)
১২৮. 5 kg ভরের একটি গাড়ি 100 ms-1 বেগে চলতে থাকলে এর গতি শক্তি কত হবে?
Ο ক) 526.5 J
Ο খ) 562.5 J
Ο গ) 735 J
Ο ঘ) 753 J
সঠিক উত্তর: (খ)
১২৯. ধনাত্মক কাজ কোনটি?
Ο ক) মেঝে থেকে ডাস্টার উঠানো
Ο খ) গাছ থেকে আম পড়া
Ο গ) ঊর্ধ্বগামী রকেট
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
১৩০. তড়িৎ মোটরে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি
Ο খ) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
Ο গ) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি
Ο ঘ) তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (খ)
১৩১. প্রদত্ত শক্তি =?
Ο ক) লভ্য কার্যকর শক্তি
Ο খ) অন্যভাবে ব্যয়িত শক্তি
Ο গ) লভ্য কার্যকর শক্তি + অন্যভাবে ব্যয়িত শক্তি
Ο ঘ) একটিও নয়
সঠিক উত্তর: (গ)
১৩২. কোন তড়িৎ যন্ত্রে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়?
Ο ক) ডায়নামো
Ο খ) জেনারেটর
Ο গ) তড়িৎ মোটর
Ο ঘ) রূপান্তরক
সঠিক উত্তর: (গ)
১৩৩. কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে কী বলে?
Ο ক) এক ফ্যারাডে
Ο খ) এক নিউটন
Ο গ) এক প্যাসকেল
Ο ঘ) এক জুল
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. কোনটি চালাতে হলে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়?
Ο ক) বৈদ্যুতিক যন্ত্র
Ο খ) টিউবওয়েল
Ο গ) মোটর সাইকেল
Ο ঘ) বিমান
সঠিক উত্তর: (ক)
১৩৫. 20 kg ভরের একটি বস্তু 100 m দূরত্ব অতিক্রম করলে কাজ কত হবে?
Ο ক) 19600 J
Ο খ) 960 J
Ο গ) 2960 J
Ο ঘ) 2000 J
সঠিক উত্তর: (ক)
১৩৬. 1 kg ভরের একটি পাখি ভূ-পৃষ্ঠ থেকে 10 m উপর দিয়ে 10 ms-1 বেগে উড়ে যাচ্ছে। এ অবস্থায় পাখিটির বিভব শক্তি কত?
Ο ক) 10 J
Ο খ) 98 J
Ο গ) 50 J
Ο ঘ) 980 J
সঠিক উত্তর: (খ)
১৩৭. বর্তমান সভ্যতা কীসের উপর নির্ভরশীল?
Ο ক) সাহিত্য
Ο খ) যন্ত্র
Ο গ) সংস্কৃতি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
১৩৮. কাজের মাত্রা সমীকরণ কোনটি?
Ο ক) [ML2T-1]
Ο খ) [MLT-2]
Ο গ) [ML2T-3]
Ο ঘ) [ML2T-2]
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. কার্বন ও হাইড্রোজেন দ্বারা নিচের কোনটি গঠিত –
Ο ক) কয়লা
Ο খ) খনিজ তেল
Ο গ) বায়োম্যাস
Ο ঘ) জলবিদ্যুৎ
সঠিক উত্তর: (গ)
১৪০. শক্তির ক্ষেত্রে প্রযোজ্য – i. দিক নেই ii. একক জুল iii. কৃতকাজের সমান নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী?
Ο ক) মিথেন (CH4)
Ο খ) ইথেন (C2H6)
Ο গ) বিউটেন (C4H10)
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৪২. একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে 4 x106J তাপশক্তি সরবরাহ করায় 2.64 x106J বিদ্যুৎশক্তি পাওয়া গেল। কেন্দ্রটির কর্মদক্ষতা কত?
Ο ক) 33%
Ο খ) 66%
Ο গ) 38%
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
১৪৩. একটি বস্তু উচ্চ স্থান থেকে ভূমিতে আঘাত করার মুহূর্তে –
i. বস্তুর বিভবশক্তি শূন্য হয়ে যায়
ii. বস্তুর গতিশক্তি শূন্য হয়ে যায়
iii. বিভবশক্তি সর্বাধিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৪. বায়ু শক্তি উৎপন্ন করার জন্য নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) নিউক্লিয় শক্তি
Ο খ) বায়ু শক্তি
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) জ্বালানি
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. কোনটি বিভবশক্তির পরিমাপ?
Ο ক) ভর x উচ্চতা
Ο খ) ওজন x উচ্চতা
Ο গ) ভর x ত্বরণ
Ο ঘ) ভর x অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (খ)
১৪৬. কোনো বস্তুর মধ্যে শক্তি নিহিত আছে বলতে আমরা বুঝি –
i. বস্তুটি অন্য কিছুর উপর বল প্রয়োগ করতে পারে
ii. বস্তুটি অন্য কিছুর উপর কাজ সম্পাদন করতে পারে
iii. বস্তুটির ভর কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৭. ML2T-3 মাত্রাটি হলো –
i. একক সময়ে কৃত কাজের
ii. ক্ষমতার
iii. একক সময়ে ব্যয়িত শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. নিউক্লীয় ফিশন বিক্রিযায় কী ঘটে?
Ο ক) দুটি পরমাণু জোড়া লাগে
Ο খ) ইলেকট্রন নিউক্লিয়াসকে আঘাত করে
Ο গ) ইলেকট্রন প্রোটনকে আঘাত করে
Ο ঘ) নিউট্রন নিউক্লিয়াসকে আঘাত করে
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. পৃথিবী পৃষ্ঠে বায়ু প্রবাহিত হয় কেন?
Ο ক) চাপের কারণে
Ο খ) তাপমাত্রার পার্থক্যের কারণে
Ο গ) বায়ুর ভরের কারণে
Ο ঘ) পৃথিবীর আকৃতির কারণে
সঠিক উত্তর: (খ)
১৫০. কয়লা থেকে উৎপাদিত হয় – i. আলকাতরা ii. বেঞ্জিন iii. টলুইন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics