ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কলমের খালি মুখে ফুঁ দিলে কি ঘটে?
Ο ক) যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়
Ο ঘ) বায়ু শব্দ শক্তির সৃষ্টি করে
সঠিক উত্তর: (ক)
৫২. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. শক্তির এবং কাজের মাত্রা ও একক অভিন্ন
ii. [E]=[ML2T-2]
iii. [W]=[ML-2T2]
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৩. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. তড়িৎকোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়
ii. আমরা নতুন কোন শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না
iii. প্রায় প্রত্যেক প্রাকৃতিক ঘটনাই শক্তির রূপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. কোনটির সাহায্যে বায়ু থেকে তড়িৎ পাওয়া যায়?
Ο ক) জেনারেটর
Ο খ) মোটর
Ο গ) বায়ুকল
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (গ)
৫৫. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে কী ঘটে?
Ο ক) পেশী শক্তির উপর নির্ভরতা বাড়ে
Ο খ) পেশী শক্তির উপর নির্ভরতা কমে
Ο গ) অর্থনৈতিক অবনতি ঘটে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৫৬. ভূ-অভ্যন্তরের গলিত শিলাকে কি বলে?
Ο ক) সিগমা
Ο খ) ম্যাগনেটাইট
Ο গ) ম্যাগমা
Ο ঘ) পাই
সঠিক উত্তর: (গ)
৫৭. বাষ্পশক্তি উৎপন্ন করার জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) গতি
Ο খ) বাষ্প
Ο গ) জ্বালানি
Ο ঘ) পারমাণবিক শক্তি
সঠিক উত্তর: (গ)
৫৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য শক্তি প্রয়োজন -
ii. শক্তির প্রধান উৎস সূর্য
iii. বর্তমান সভ্যতা শক্তির উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৯. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় –
Ο ক) জ্বালানী হিসেবে
Ο খ) সার কারখানায়
Ο গ) বিদ্যুৎ উৎপাদন করতে
Ο ঘ) উপরের সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
৬০. প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে চৌম্বক শক্তির সমন্বয়ে কী উৎপাদন করা হয়?
Ο ক) তাপ
Ο খ) চৌম্বক
Ο গ) বিদ্যুৎ
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (গ)
৬১. বায়োগ্যাসে গোবর ও পানির অনুপাত কত?
Ο ক) ২ : ২
Ο খ) ২ : ১
Ο গ) ১ : ২
Ο ঘ) ১ : ১
সঠিক উত্তর: (গ)
৬২. একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?
Ο ক) গতি শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) তাপশক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (খ)
৬৩. জীবাশ্ম জ্বালানি হচ্ছে – i. কয়লা ii. খনিজ তেল iii. প্রাকৃতিক গ্যাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪. নয়ন দশটি ইট এবং কবির পাঁচটি ইট নিয়ে পাঁচতলায় উঠল। কে বেশি কাজ করল?
Ο ক) নয়ন
Ο খ) কবির
Ο গ) দুজনেই সমান কাজ করেছে
Ο ঘ) কোনো কাজ হয় নি
সঠিক উত্তর: (ক)
৬৫. বল ও শক্তির মাত্রা যথাক্রমে কোনটি?
Ο ক) LT-2 এবং MLT2
Ο খ) MLT-2 এবং ML2T-2
Ο গ) LT-2 এবং ML2T-2
Ο ঘ) MLT-2 এবং ML-2T-3
সঠিক উত্তর: (খ)
৬৬. কীসের প্রভাবে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু নিচে ফিরে আসে?
Ο ক) পৃষ্ঠটান
Ο খ) চৌম্বক বল
Ο গ) বস্তুর বেগ
Ο ঘ) অভিকর্ষ বল
সঠিক উত্তর: (ঘ)
৬৭. আধুনিক সভ্যতার ধারক হচ্ছে –
Ο ক) জীবাশ্ম জ্বালানি
Ο খ) সাহিত্য
Ο গ) যানবাহন
Ο ঘ) ক্ষেপণাস্ত্র
সঠিক উত্তর: (ক)
৬৮. কোনো যন্ত্রের 20% শক্তি নষ্ট হলে কর্মদক্ষতা কত হবে?
Ο ক) 80%
Ο খ) 20%
Ο গ) 100%
Ο ঘ) 10%
সঠিক উত্তর: (ক)
৬৯. বলের একককে দূরত্বের একক নিয়ে গুণ করলে কি পাওয়া যায় –
Ο ক) চাপের একক
Ο খ) বেগের একক
Ο গ) ত্বরণের একক
Ο ঘ) কাজের একক
সঠিক উত্তর: (ঘ)
৭০. নিচের কোন শক্তি ব্যবহার করলে বিপদের সম্ভাবনা কম থাকে?
Ο ক) কয়লা
Ο খ) তেল
Ο গ) সৌরশক্তি
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
৭১. বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে পাওয়া যায়?
Ο ক) পাথর
Ο খ) খনিজ তেল
Ο গ) শুঁটকি
Ο ঘ) বরফ
সঠিক উত্তর: (খ)
৭২. বায়োমাস থেকে সহজে উৎপাদন করা যায় –
Ο ক) মিথেন
Ο খ) বিউটেন
Ο গ) বায়োগ্যাস
Ο ঘ) খনিজ তেল
সঠিক উত্তর: (গ)
৭৩. বায়ু শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা যায়?
Ο ক) তাপশক্তি
Ο খ) বিদ্যুৎ শক্তি
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (খ)
৭৪. সুর বা স্বরসংগীতে কী থাকে?
Ο ক) শব্দশক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) স্থিতিশক্তি
Ο ঘ) গতিশক্তি
সঠিক উত্তর: (ক)
৭৫. কোনো বস্তুর আকার পরিবর্তন করা যায় কীভাবে?
Ο ক) স্থান পরিবর্তন করে
Ο খ) বল প্রয়োগ করে
Ο গ) ঝুলিয়ে রেখে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৭৬. কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ?
Ο ক) বস্তুর বেগের সমানুপাতিক
Ο খ) ভরের সমানুপাতিক
Ο গ) ভরের ব্যস্তানুপাতিক
Ο ঘ) ভরের বর্গের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
৭৭. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস –
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) খনিজ তেল
Ο গ) কয়লা
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)
৭৮. পানি যখন পাহাড় পর্বতের উপরে থাকে তখন তাতে কোনটি সঞ্চিত থাকে?
Ο ক) বিভব শক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) গতিশক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (ক)
৭৯. পারমাণবিক শক্তির ধ্বংসলীলা কোন শক্তির রূপান্তর ভিন্ন আর কিছুই নয়?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) নিউক্লিয় শক্তি
Ο গ) পারমাণবিক শক্তি
Ο ঘ) আণবিক শক্তি
সঠিক উত্তর: (খ)
৮০. 70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 J হলে তার বেগ কত?
Ο ক) 7 ms-1
Ο খ) 8 ms-1
Ο গ) 7 cms-1
Ο ঘ) 7x10-1 ms-1
সঠিক উত্তর: (ক)
৮১. অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে –
Ο ক) সৌরশক্তি
Ο খ) বায়োগ্যাস
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) বায়ুশক্তি
সঠিক উত্তর: (গ)
৮২. গতিশক্তি সম্পর্কিত কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) গতিশক্তি = ১/২ x ভর x বেগ
Ο খ) গতিশক্তি = ২ x ভর x (বেগ)২
Ο গ) গতিশক্তি = ১/২ x ভর x (বেগ)২
Ο ঘ) গতিশক্তি = সঞ্চিত শক্তি
সঠিক উত্তর: (গ)
৮৩. ৩৭৬। অলিয়াম শব্দের অর্থ কী?
Ο ক) পাথর
Ο খ) ইট
Ο গ) তেল
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (গ)
৮৪. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পেট্রো অর্থ পাথর
ii. অলিয়াম অর্থ তেল
iii. পেট্রো ও অলিয়াম মিলে পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. কর্মদক্ষতার একক কী?
Ο ক) জুল
Ο খ) ওয়াট
Ο গ) নিউটন
Ο ঘ) নেই
সঠিক উত্তর: (ঘ)
৮৬. বলের বিরুদ্ধে কাজের উদাহরণ হচ্ছে –
i. ছাদ থেকে নিচে লাফ দেওয়া
ii. কুয়া থেকে পানি তোলা
iii. ঊর্ধ্বগামী বিমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৭. ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে –
i. কিছু পরিমাণ শক্তি চিরতরে হারিয়ে যায় বা নতুন করে পাওয়া যায়
ii. ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে শক্তির অপচয় ঘটে
iii. যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয় সর্বদাই তার চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৮. বস্তুর উপস্থিত বিভব শক্তিকে ব্যবহার করতে হলে কী করতে হবে?
Ο ক) তাপ প্রয়োগ করতে হবে
Ο খ) ভর কমাতে হবে
Ο গ) ঐ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে হবে
Ο ঘ) ভর বাড়াতে হবে
সঠিক উত্তর: (গ)
৮৯. বিজ্ঞানের ভাষায় কাজের অর্থ ও দৈনন্দিন জীবনে কাজের অর্থ –
Ο ক) একই
Ο খ) পরস্পরের উপর নির্ভরশীল
Ο গ) ভিন্ন
Ο ঘ) পরস্পরের সমানুপাতিক
সঠিক উত্তর: (গ)
৯০. একটি বস্তুকে সূতায় বেঁধে উল্লম্বভাবে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজ কত?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) শূন্য
Ο ঘ) ধনাত্মক অথবা ঋণাত্মক
সঠিক উত্তর: (গ)
৯১. নিচের কোনটি ব্যবহারে পরিবেশ দূষণ কম হয়?
Ο ক) কয়লা
Ο খ) তেল
Ο গ) সৌরশক্তি
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (গ)
৯২. নিচের কোনটি বলের বিরুদ্ধে কাজ?
Ο ক) সিঁড়ি বেয়ে নিচে নামা
Ο খ) ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তু
Ο গ) ঊর্ধ্বগামী বিমান
Ο ঘ) ছাদ থেকে লাভ দিয়ে নিচে নামা
সঠিক উত্তর: (গ)
৯৩. সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কি বলে?
Ο ক) সৌর রশ্মি
Ο খ) সৌরকোষ
Ο গ) সৌর শক্তি
Ο ঘ) সৌর বছর
সঠিক উত্তর: (গ)
৯৪. শক্তির রূপগুলো হচ্ছে – i. চৌম্বক শক্তি ii. নিউক্লিয় শক্তি iii. সৌরশক্তি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৫. কোনটি সহসা নি:শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) সৌরশক্তি
Ο গ) কয়লা
Ο ঘ) খনিজ তেল
সঠিক উত্তর: (খ)
৯৬. নিচের কোনটি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়?
Ο ক) কয়লা
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) বায়োগ্যাস
Ο ঘ) সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
৯৭. 500 N বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?
Ο ক) 25x104J
Ο খ) 2.5x104J
Ο গ) 25x103J
Ο ঘ) 2.5x103J
সঠিক উত্তর: (খ)
৯৮. কাজ সম্পন্নকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?
Ο ক) ক্ষমতা
Ο খ) শক্তি
Ο গ) বল
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (ক)
৯৯. বস্তুর গতিশক্তি বৃদ্ধি করা যায় –
i. উচ্চতা বৃদ্ধির মাধ্যমে
ii. বেগ বৃদ্ধির মাধ্যমে
iii. ভর বৃদ্ধির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০০. নিচের কোনটি কয়লা থেকে পাওয়া যায় না?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) বেনজিন
Ο গ) অ্যামোনিয়া
Ο ঘ) টলুইন
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কলমের খালি মুখে ফুঁ দিলে কি ঘটে?
Ο ক) যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়
Ο ঘ) বায়ু শব্দ শক্তির সৃষ্টি করে
সঠিক উত্তর: (ক)
৫২. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. শক্তির এবং কাজের মাত্রা ও একক অভিন্ন
ii. [E]=[ML2T-2]
iii. [W]=[ML-2T2]
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৩. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. তড়িৎকোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়
ii. আমরা নতুন কোন শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না
iii. প্রায় প্রত্যেক প্রাকৃতিক ঘটনাই শক্তির রূপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. কোনটির সাহায্যে বায়ু থেকে তড়িৎ পাওয়া যায়?
Ο ক) জেনারেটর
Ο খ) মোটর
Ο গ) বায়ুকল
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (গ)
৫৫. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে কী ঘটে?
Ο ক) পেশী শক্তির উপর নির্ভরতা বাড়ে
Ο খ) পেশী শক্তির উপর নির্ভরতা কমে
Ο গ) অর্থনৈতিক অবনতি ঘটে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৫৬. ভূ-অভ্যন্তরের গলিত শিলাকে কি বলে?
Ο ক) সিগমা
Ο খ) ম্যাগনেটাইট
Ο গ) ম্যাগমা
Ο ঘ) পাই
সঠিক উত্তর: (গ)
৫৭. বাষ্পশক্তি উৎপন্ন করার জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) গতি
Ο খ) বাষ্প
Ο গ) জ্বালানি
Ο ঘ) পারমাণবিক শক্তি
সঠিক উত্তর: (গ)
৫৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য শক্তি প্রয়োজন -
ii. শক্তির প্রধান উৎস সূর্য
iii. বর্তমান সভ্যতা শক্তির উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৯. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় –
Ο ক) জ্বালানী হিসেবে
Ο খ) সার কারখানায়
Ο গ) বিদ্যুৎ উৎপাদন করতে
Ο ঘ) উপরের সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
৬০. প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে চৌম্বক শক্তির সমন্বয়ে কী উৎপাদন করা হয়?
Ο ক) তাপ
Ο খ) চৌম্বক
Ο গ) বিদ্যুৎ
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (গ)
৬১. বায়োগ্যাসে গোবর ও পানির অনুপাত কত?
Ο ক) ২ : ২
Ο খ) ২ : ১
Ο গ) ১ : ২
Ο ঘ) ১ : ১
সঠিক উত্তর: (গ)
৬২. একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?
Ο ক) গতি শক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) তাপশক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (খ)
৬৩. জীবাশ্ম জ্বালানি হচ্ছে – i. কয়লা ii. খনিজ তেল iii. প্রাকৃতিক গ্যাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪. নয়ন দশটি ইট এবং কবির পাঁচটি ইট নিয়ে পাঁচতলায় উঠল। কে বেশি কাজ করল?
Ο ক) নয়ন
Ο খ) কবির
Ο গ) দুজনেই সমান কাজ করেছে
Ο ঘ) কোনো কাজ হয় নি
সঠিক উত্তর: (ক)
৬৫. বল ও শক্তির মাত্রা যথাক্রমে কোনটি?
Ο ক) LT-2 এবং MLT2
Ο খ) MLT-2 এবং ML2T-2
Ο গ) LT-2 এবং ML2T-2
Ο ঘ) MLT-2 এবং ML-2T-3
সঠিক উত্তর: (খ)
৬৬. কীসের প্রভাবে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু নিচে ফিরে আসে?
Ο ক) পৃষ্ঠটান
Ο খ) চৌম্বক বল
Ο গ) বস্তুর বেগ
Ο ঘ) অভিকর্ষ বল
সঠিক উত্তর: (ঘ)
৬৭. আধুনিক সভ্যতার ধারক হচ্ছে –
Ο ক) জীবাশ্ম জ্বালানি
Ο খ) সাহিত্য
Ο গ) যানবাহন
Ο ঘ) ক্ষেপণাস্ত্র
সঠিক উত্তর: (ক)
৬৮. কোনো যন্ত্রের 20% শক্তি নষ্ট হলে কর্মদক্ষতা কত হবে?
Ο ক) 80%
Ο খ) 20%
Ο গ) 100%
Ο ঘ) 10%
সঠিক উত্তর: (ক)
৬৯. বলের একককে দূরত্বের একক নিয়ে গুণ করলে কি পাওয়া যায় –
Ο ক) চাপের একক
Ο খ) বেগের একক
Ο গ) ত্বরণের একক
Ο ঘ) কাজের একক
সঠিক উত্তর: (ঘ)
৭০. নিচের কোন শক্তি ব্যবহার করলে বিপদের সম্ভাবনা কম থাকে?
Ο ক) কয়লা
Ο খ) তেল
Ο গ) সৌরশক্তি
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
৭১. বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে পাওয়া যায়?
Ο ক) পাথর
Ο খ) খনিজ তেল
Ο গ) শুঁটকি
Ο ঘ) বরফ
সঠিক উত্তর: (খ)
৭২. বায়োমাস থেকে সহজে উৎপাদন করা যায় –
Ο ক) মিথেন
Ο খ) বিউটেন
Ο গ) বায়োগ্যাস
Ο ঘ) খনিজ তেল
সঠিক উত্তর: (গ)
৭৩. বায়ু শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা যায়?
Ο ক) তাপশক্তি
Ο খ) বিদ্যুৎ শক্তি
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (খ)
৭৪. সুর বা স্বরসংগীতে কী থাকে?
Ο ক) শব্দশক্তি
Ο খ) বিভব শক্তি
Ο গ) স্থিতিশক্তি
Ο ঘ) গতিশক্তি
সঠিক উত্তর: (ক)
৭৫. কোনো বস্তুর আকার পরিবর্তন করা যায় কীভাবে?
Ο ক) স্থান পরিবর্তন করে
Ο খ) বল প্রয়োগ করে
Ο গ) ঝুলিয়ে রেখে
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৭৬. কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ?
Ο ক) বস্তুর বেগের সমানুপাতিক
Ο খ) ভরের সমানুপাতিক
Ο গ) ভরের ব্যস্তানুপাতিক
Ο ঘ) ভরের বর্গের সমানুপাতিক
সঠিক উত্তর: (খ)
৭৭. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস –
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) খনিজ তেল
Ο গ) কয়লা
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ঘ)
৭৮. পানি যখন পাহাড় পর্বতের উপরে থাকে তখন তাতে কোনটি সঞ্চিত থাকে?
Ο ক) বিভব শক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) গতিশক্তি
Ο ঘ) শব্দ শক্তি
সঠিক উত্তর: (ক)
৭৯. পারমাণবিক শক্তির ধ্বংসলীলা কোন শক্তির রূপান্তর ভিন্ন আর কিছুই নয়?
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) নিউক্লিয় শক্তি
Ο গ) পারমাণবিক শক্তি
Ο ঘ) আণবিক শক্তি
সঠিক উত্তর: (খ)
৮০. 70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 J হলে তার বেগ কত?
Ο ক) 7 ms-1
Ο খ) 8 ms-1
Ο গ) 7 cms-1
Ο ঘ) 7x10-1 ms-1
সঠিক উত্তর: (ক)
৮১. অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে –
Ο ক) সৌরশক্তি
Ο খ) বায়োগ্যাস
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) বায়ুশক্তি
সঠিক উত্তর: (গ)
৮২. গতিশক্তি সম্পর্কিত কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) গতিশক্তি = ১/২ x ভর x বেগ
Ο খ) গতিশক্তি = ২ x ভর x (বেগ)২
Ο গ) গতিশক্তি = ১/২ x ভর x (বেগ)২
Ο ঘ) গতিশক্তি = সঞ্চিত শক্তি
সঠিক উত্তর: (গ)
৮৩. ৩৭৬। অলিয়াম শব্দের অর্থ কী?
Ο ক) পাথর
Ο খ) ইট
Ο গ) তেল
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (গ)
৮৪. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পেট্রো অর্থ পাথর
ii. অলিয়াম অর্থ তেল
iii. পেট্রো ও অলিয়াম মিলে পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. কর্মদক্ষতার একক কী?
Ο ক) জুল
Ο খ) ওয়াট
Ο গ) নিউটন
Ο ঘ) নেই
সঠিক উত্তর: (ঘ)
৮৬. বলের বিরুদ্ধে কাজের উদাহরণ হচ্ছে –
i. ছাদ থেকে নিচে লাফ দেওয়া
ii. কুয়া থেকে পানি তোলা
iii. ঊর্ধ্বগামী বিমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৭. ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে –
i. কিছু পরিমাণ শক্তি চিরতরে হারিয়ে যায় বা নতুন করে পাওয়া যায়
ii. ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে শক্তির অপচয় ঘটে
iii. যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয় সর্বদাই তার চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৮. বস্তুর উপস্থিত বিভব শক্তিকে ব্যবহার করতে হলে কী করতে হবে?
Ο ক) তাপ প্রয়োগ করতে হবে
Ο খ) ভর কমাতে হবে
Ο গ) ঐ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে হবে
Ο ঘ) ভর বাড়াতে হবে
সঠিক উত্তর: (গ)
৮৯. বিজ্ঞানের ভাষায় কাজের অর্থ ও দৈনন্দিন জীবনে কাজের অর্থ –
Ο ক) একই
Ο খ) পরস্পরের উপর নির্ভরশীল
Ο গ) ভিন্ন
Ο ঘ) পরস্পরের সমানুপাতিক
সঠিক উত্তর: (গ)
৯০. একটি বস্তুকে সূতায় বেঁধে উল্লম্বভাবে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজ কত?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) শূন্য
Ο ঘ) ধনাত্মক অথবা ঋণাত্মক
সঠিক উত্তর: (গ)
৯১. নিচের কোনটি ব্যবহারে পরিবেশ দূষণ কম হয়?
Ο ক) কয়লা
Ο খ) তেল
Ο গ) সৌরশক্তি
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (গ)
৯২. নিচের কোনটি বলের বিরুদ্ধে কাজ?
Ο ক) সিঁড়ি বেয়ে নিচে নামা
Ο খ) ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তু
Ο গ) ঊর্ধ্বগামী বিমান
Ο ঘ) ছাদ থেকে লাভ দিয়ে নিচে নামা
সঠিক উত্তর: (গ)
৯৩. সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কি বলে?
Ο ক) সৌর রশ্মি
Ο খ) সৌরকোষ
Ο গ) সৌর শক্তি
Ο ঘ) সৌর বছর
সঠিক উত্তর: (গ)
৯৪. শক্তির রূপগুলো হচ্ছে – i. চৌম্বক শক্তি ii. নিউক্লিয় শক্তি iii. সৌরশক্তি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৫. কোনটি সহসা নি:শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) সৌরশক্তি
Ο গ) কয়লা
Ο ঘ) খনিজ তেল
সঠিক উত্তর: (খ)
৯৬. নিচের কোনটি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়?
Ο ক) কয়লা
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) বায়োগ্যাস
Ο ঘ) সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
৯৭. 500 N বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?
Ο ক) 25x104J
Ο খ) 2.5x104J
Ο গ) 25x103J
Ο ঘ) 2.5x103J
সঠিক উত্তর: (খ)
৯৮. কাজ সম্পন্নকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?
Ο ক) ক্ষমতা
Ο খ) শক্তি
Ο গ) বল
Ο ঘ) চাপ
সঠিক উত্তর: (ক)
৯৯. বস্তুর গতিশক্তি বৃদ্ধি করা যায় –
i. উচ্চতা বৃদ্ধির মাধ্যমে
ii. বেগ বৃদ্ধির মাধ্যমে
iii. ভর বৃদ্ধির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০০. নিচের কোনটি কয়লা থেকে পাওয়া যায় না?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) বেনজিন
Ο গ) অ্যামোনিয়া
Ο ঘ) টলুইন
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics