এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৩: বল (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৩: বল (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. দুটি চৌম্বক মেরুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কোনটির অন্তর্ভুক্ত?
Ο ক) দুর্বল নিউক্লীয় বলের
Ο খ) সবল নিউক্লীয় বলের
Ο গ) মহাকর্ষ বলের
Ο ঘ) তাড়িতচৌম্বক বলের
সঠিক উত্তর: (ঘ)

২৫২. বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা তাই হচ্ছে –
Ο ক) ভর
Ο খ) গতি 
Ο গ) বল
Ο ঘ) জড়তা
সঠিক উত্তর: (ঘ)

২৫৩. কোনটি প্রতিপাদন সম্ভব?
Ο ক) প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র
Ο খ) দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র
Ο গ) তৃতীয় সূত্র থেকে প্রথম সূত্র
Ο ঘ) তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র
সঠিক উত্তর: (ঘ)

২৫৪. স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওযার প্রবণতাকে বলা হয় –
Ο ক) স্থিতি
Ο খ) গতি
Ο গ) স্থিতি জড়তা
Ο ঘ) গড়ি জড়তা
সঠিক উত্তর: (গ)

২৫৫. নিচের কোনটি মৌলিক বল?
Ο ক) অভিকর্ষ বল
Ο খ) চৌম্বক বল
Ο গ) তাড়িতচৌম্বক বল
Ο ঘ) ঘর্ষণ বল
সঠিক উত্তর: (গ)

২৫৬. একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) স্থিতি ঘর্ষণ
Ο খ) পিছলানো ঘর্ষণ
Ο গ) আবর্ত ঘর্ষণ
Ο ঘ) প্রবাহী ঘর্ষণ
সঠিক উত্তর: (খ)

২৫৭. বলের ঘাতের ক্ষেত্রে
i. বল ও বলের ক্রিয়াকালের গুণফলের সমান
ii. এর দিক বলের দিকেই
iii. ভরবেগের পরিবর্তনের হারের সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

 ২৫৮. খেলনা গাড়িতে সঞ্চিত বিভব শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে?
Ο ক) তাপ শক্তি
Ο খ) আলোক শক্তি
Ο গ) গতি শক্তি
Ο ঘ) বিদ্যুৎ শক্তি
সঠিক উত্তর: (গ)

২৫৯. মহাকর্ষ বল –
Ο ক) আকর্ষণধর্মী
Ο খ) বিকর্ষণধর্মী
Ο গ) উভয় ধর্মী
Ο ঘ) আকর্ষণ ও বিকর্ষণধর্মী
সঠিক উত্তর: (ক)

২৬০. 10 N বল বলতে বুঝায় –
i. 5 kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 2 ms-2 ত্বরণ সৃষ্টি করতে পারে
ii. 1 kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 ms-2 ত্বরণ সৃষ্টি করতে পারে
iii. 10 kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 ms-2 ত্বরণ সৃষ্টি করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৬১. 5 kg ভরের একটি বস্তুর উপর 750 N বল 0.4 s সময়ব্যাপী কাজ করে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত?
Ο ক) 300 kg ms-1
Ο খ) 2 kg ms-1
Ο গ) 150 kg ms-1
Ο ঘ) 3750 kg ms-1
সঠিক উত্তর: (ক)

২৬২. নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে কী বলে?
Ο ক) নিউক্লিয়ন
Ο খ) ইলেকট্রন
Ο গ) মেসন
Ο ঘ) পজিট্রন
সঠিক উত্তর: (ক)

২৬৩. দুটি আহিত কণা গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) চৌম্বক বল
Ο গ) স্পর্শ বল
Ο ঘ) টান বল
সঠিক উত্তর: (খ)

২৬৪. একজন সাইকেল চালক বাঁকা পথে সাইকেল চালাচ্ছেন। তিনি যত দ্রুত সাইকেল চালাবেন উল্লম্বের সাথে তাকে –
i. তত কম কোণে হেলতে হবে
ii. তত বেশি কোণে হেলতে হবে
iii. তাকে একই কোণ বজায় রেখে সাইকেল চালাতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৬৫. কোন বস্তুর জড়তা কীসের উপর নির্ভর করে?
Ο ক) বস্তুর গতি
Ο খ) বস্তুর ভর
Ο গ) বস্তুর ত্বরণ
Ο ঘ) সময়
সঠিক উত্তর: (খ)

২৬৬. যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে কী বলে?
Ο ক) স্পর্শ বল
Ο খ) অভিকর্ষ বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (ক)

২৬৭. 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 km বেগে চলছে। এটি 4 m দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে?
Ο ক) 12500 N
Ο খ) 22500 N
Ο গ) 42500 N
Ο ঘ) 62500 N
 সঠিক উত্তর: (ঘ)

২৬৮. গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ সিট বেল্ট বাঁধেন কেন?
Ο ক) আরামবোধের জন্য
Ο খ) নিরাপত্তার জন্য
Ο গ) মেরুদন্ড সোজা রাখার জন্য
Ο ঘ) গতি বাড়ানোর জন্য
 সঠিক উত্তর: (খ)

২৬৯. যে বস্তুর ভর বেশি তার জড়তা তত –
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

২৭০. দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে কী বলে?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) তাড়িতচৌম্বক বল
Ο গ) দুর্বল নিউক্লীয় বল
Ο ঘ) সবল নিউক্লীয় বল
সঠিক উত্তর: (খ)

২৭১. যানবাহনে ভ্রমণের সময় নিচের কোন দুটি জিনিস ওঁতপ্রোতভাবে জড়িত?
Ο ক) গতি ও সরণ
Ο খ) গতি ও বল
Ο গ) বল ও সময়
Ο ঘ) গতি ও সরণ
 সঠিক উত্তর: (খ)

 ২৭২. একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হল –
Ο ক) স্পর্শ বল
Ο খ) দূরবর্তী বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) সাম্য বল
সঠিক উত্তর: (খ)

২৭৩. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে বলে –
Ο ক) স্পর্শ বল
Ο খ) অস্পর্শ বল
Ο গ) সাম্য বল
Ο ঘ) অসাম্য বল
সঠিক উত্তর: (গ)

২৭৪. দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে?
Ο ক) স্পর্শ বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) টান বল
Ο ঘ) অস্পর্শ বল
সঠিক উত্তর: (ঘ)

 ২৭৫. কোনটির মাত্রা MLT-1?
Ο ক) ভর
Ο খ) বল
Ο গ) ভরবেগ
Ο ঘ) বেগ
সঠিক উত্তর: (গ)

২৭৬. নিচের কোনটি নিউক্লিয়নে অবস্থিত?
Ο ক) নিউট্রন
Ο খ) মেসন
Ο গ) পজিট্রন
Ο ঘ) ইলেকট্রন
সঠিক উত্তর: (ক)

২৭৭. ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?
Ο ক) [p] = [MLT-2]
Ο খ) [p] = [ML-1T-2]
Ο গ) [p] = [MLT-1]
Ο ঘ) [p] = [MLT]
সঠিক উত্তর: (গ)

২৭৮. একটি মার্বেল গড়িয়ে দিলে কিছুদূর যেয়ে থেমে যায় কেন?
Ο ক) স্থিতি জড়তার কারণে
Ο খ) ‘g’ এর কারণে
Ο গ) ঘর্ষণের কারণে
Ο ঘ) মন্দনের কারণে
সঠিক উত্তর: (গ)

২৭৯. হাঁটার সময় আমাদের পেছনের পা বল প্রয়োগ করে –
Ο ক) তীর্যকভাবে
Ο খ) লম্বভাবে
Ο গ) ভূমির সমান্তরালে
Ο ঘ) সামনের পায়ের সমান্তরালে
সঠিক উত্তর: (ক)

 ২৮০. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বস্তুর ভর যত বেশি জড়তা তত বেশি
ii. বস্তুর গতিশক্তি তিনগুণ হলে বেগ নয়গুণ
iii. কাঁদার মধ্যে গাড়ির চাকা আটকে শুধু ঘোরা পিছলানো ঘর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

২৮১. একটি বলকে স্থির অবস্থা হতে নিক্ষেপ করা হলে বলের ক্ষেত্রে ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে?
Ο ক) হ্রাস পাবে
Ο খ) বৃদ্ধি পাবে
Ο গ) অপরিবর্তিত থাকবে
Ο ঘ) শূন্য হবে
 সঠিক উত্তর: (খ)

২৮২. টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল নির্ভর করে কোনটির উপর?
Ο ক) টায়ারের ভর
Ο খ) গাড়ির ব্রেক
Ο গ) গাড়ির ওজন
Ο ঘ) গাড়ির ভর
সঠিক উত্তর: (গ)

২৮৩. ব্রেকের ভূমিকা কী?
Ο ক) ত্বরণ বৃদ্ধি
Ο খ) ঘর্ষণ বৃদ্ধি
Ο গ) ঘর্ষণ হ্রাস
Ο ঘ) গতি বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)

২৮৪. চলন্ত বাস ব্রেক করলে –
i. শরীরের নিচের অংশ স্থির হয়
ii. শরীরের উপরের অংশ নিচের অংশের চেয়ে এগিয়ে যায়
iii. যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮৫. নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে –
i. ১৬৮৭ সালে নিউটন গতিসূত্র প্রকাশ করেন
ii. নিউটন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে গতিসূত্র প্রকাশ করেন
iii. নিউটনের প্রকাশিত গতিসূত্রগুলো গতিবিদ্যার ভিত্তিস্বরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post