এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৩: বল (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৩: বল (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. গাড়ির গতি বা বেগ কেমন হওয়া প্রয়োজন?
Ο ক) নিয়ন্ত্রণযোগ্য
Ο খ) নিয়ন্ত্রণ অযোগ্য
Ο গ) সামান্য
Ο ঘ) অনেক বেশি
সঠিক উত্তর: (ক)

২০২. নিচের কোনটি স্থির বস্তু নয়?
Ο ক) চেয়ার
Ο খ) টেবিল
Ο গ) পতনশীল বস্তু
Ο ঘ) ইট
সঠিক উত্তর: (গ)

 ২০৩. দুটি চুম্বক মেরুর মাঝে কাজ করে –
i. আকর্ষণধর্মী বল
ii. বিকর্ষণধর্মী বল
iii. ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০৪. ঘর্ষণ সর্বদা গতিকে
Ο ক) সহজ করে
Ο খ) সহায়তা করে
Ο গ) বাধা দেয়
Ο ঘ) বাড়িয়ে দেয়
সঠিক উত্তর: (গ)

২০৫. প্রত্যেক বস্তুর সাধারণ ধর্ম কোনটি?
Ο ক) চিরকাল গতিশীল থাকা
Ο খ) চিরকাল স্থির থাকা
Ο গ) কখনও গতিশীল কখনও স্থির থাকা
Ο ঘ) যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়া
সঠিক উত্তর: (ঘ)

২০৬. পর্বতারোহিরা চক পাউডার ব্যবহার করেন কেন?
Ο ক) পাহাড়ের শিলাখন্ড শক্ত থাকায়
Ο খ) আবহাওয়া আর্দ্র থাকায়
Ο গ) ঘর্ষণ বৃদ্ধির জন্য
Ο ঘ) হাত ঘামে বলে
সঠিক উত্তর: (গ)

২০৭. একই আকৃতির দুটি বড় নিরেট সিলিন্ডারের মধ্যে একটি কাঠের তৈরি এবং অপরটি ইস্পাতের তৈরি। স্থির অবস্থান থেকে সিলিন্ডার দুটিতে বল প্রয়োগ করে গতিশীল করলে কোনটি ঘটবে?
Ο ক) ইস্পাতের সিলিন্ডারটিকে গতিশীল করতে অধিকতর বলের প্রয়োজন
Ο খ) উভয় সিলিন্ডারকে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে
Ο গ) কাঠের সিলিন্ডারটি গতিশীল করতে অধিক বলের প্রয়োজন
Ο ঘ) একটি অপরটিকে ধাক্কা দিবে
সঠিক উত্তর: (ক)

২০৮. দ্রুত বেগে গতিশীল কোনো গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি না থেমে পিছলিয়ে খানিক দূরত্ব অতিক্রম করে কেন?
Ο ক) স্থিতি ঘর্ষণের কারণে
Ο খ) পিছলানো ঘর্ষণের কারণে
Ο গ) প্রবাহী ঘর্ষণের ফলে
Ο ঘ) আবর্ত ঘর্ষণের ফলে
সঠিক উত্তর: (খ)

 ২০৯. গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে নিচের কোনটি ঘটে?
Ο ক) টায়ারের উঁচু-নিচু খাঁজগুলো আরো সুস্পষ্ট হয়
Ο খ) টায়ারের ঘর্ষণের পরিমাণ কমে যায়
Ο গ) টায়ারের পৃষ্ঠ পূর্বের তুলনায় অধিকতর অসমতল হয়
Ο ঘ) রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বেড়ে যায়
সঠিক উত্তর: (খ)

২১০. একটি চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হবে –
i. স্পর্শ বল
ii. অস্পর্শ বল
iii. দূরবর্তী বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

 ২১১. বায়ুর বাঁধা কোন বলের বিপরীতে কাজ করে?
Ο ক) সবল নিউক্লিয় বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) অভিকর্ষ বল
Ο ঘ) তাড়িতচুম্বক বল
সঠিক উত্তর: (গ)

২১২. তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে বলা হয় –
Ο ক) অয়েন্টমেন্ট
Ο খ) পেস্ট
Ο গ) লুব্রিকেন্ট
Ο ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (গ)

২১৩. গাড়ি চালানোর সময় প্রথমেই ড্রাইভার ও আরোহীদের কি করা উচিত?
Ο ক) গান শোনা
Ο খ) DVD প্লেয়ার চালানো
Ο গ) সিট বেল্ট বাঁধা
Ο ঘ) মোবাইলে কথা বলা
সঠিক উত্তর: (গ)

২১৪. কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ঐ বস্তুর কী বলে?
Ο ক) ত্বরণ
Ο খ) সরণ
Ο গ) দ্রুতি
Ο ঘ) ভরবেগ
সঠিক উত্তর: (ঘ)

 ২১৫. অস্পর্শ বল – i. টান বল ii. মহাকর্ষ বল iii. তাড়িতচৌম্বক বল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২১৬. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান এবং দিক বিপরীতমুখী হলে তাদেরকে কী বলে?
Ο ক) সাম্য বল
Ο খ) অসাম্য বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) তাড়িতচৌম্বক বল
সঠিক উত্তর: (ক)

 ২১৭. গাড়ির সু বা প্যাড কিসের তৈরি?
Ο ক) চামড়া
Ο খ) রাবার
Ο গ) এসবেস্টস
Ο ঘ) কাপড়
সঠিক উত্তর: (গ)

২১৮. ভরবেগের একক কোনটি?
Ο ক) kg m
Ο খ) kg ms-1
Ο গ) kg m2s-1
Ο ঘ) kg ms-2
 সঠিক উত্তর: (খ)

২১৯. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগ –
Ο ক) সর্বদা সমান
Ο খ) সর্বদা বেশি
Ο গ) সর্বদা কম
Ο ঘ) পূর্বে বেশি পরে কম
সঠিক উত্তর: (ক)

২২০. ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?
Ο ক) শব্দ শক্তি
Ο খ) আলোক শক্তি
Ο গ) তাপশক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (গ)

২২১. কোনটি স্পর্শ বলের উদাহরণ?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) অভিকর্ষ বল
Ο গ) টান বল
Ο ঘ) তাড়িতচৌম্বক বল
 সঠিক উত্তর: (গ)

২২২. তড়িৎ বলের কারণে সৃষ্টি হয় – i. ঘর্ষণ বল ii. টান বল iii. স্প্রিং বল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২২৩. নিউটনের গতির প্রথম সূত্রটি পদার্থের কিসের ধর্ম প্রকাশ করে?
Ο ক) ভরের
Ο খ) বেগের
Ο গ) ত্বরণের
Ο ঘ) জড়তার
সঠিক উত্তর: (ঘ)

২২৪. যাত্রীসহ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীদের ক্ষেত্রে কী ঘটবে?
Ο ক) বাসযাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে
Ο খ) বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়বে
Ο গ) বাসযাত্রী ডানদিকে হেলে পড়বে
Ο ঘ) বাসযাত্রী বামপাশে হেলে পড়বে
সঠিক উত্তর: (ক)

২২৫. প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে – এটি গতির –
Ο ক) প্রথম সূত্র
Ο খ) দ্বিতীয় সূত্র
Ο গ) তৃতীয় সূত্র
Ο ঘ) জড়তার সূত্র
সঠিক উত্তর: (গ)

২২৬. রাস্তা বেশি মসৃণ হলে কী ঘটবে?
Ο ক) ঘর্ষণ বল কম হবে
Ο খ) ঘর্ষণ বল বেশি হবে
Ο গ) গাড়ি সহজে থামানো যাবে
Ο ঘ) গাড়ির গতি বেড়ে যাবে
সঠিক উত্তর: (ক)

 ২২৭. কোনো বস্তুকে টেনে নেয়া হলে কোন বল কাজ করে?
Ο ক) স্পর্শ বল
Ο খ) অস্পর্শ বল
Ο গ) সাম্য বল
Ο ঘ) সবল নিউক্লীয় বল
সঠিক উত্তর: (ক)

২২৮. অভিকর্ষ বল নিচের কোন বলটির রূপ –
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) তড়িৎ বল
Ο গ) সবল নিউক্লিয় বল
Ο ঘ) দুর্বল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)

২২৯. m ভরের একটি বস্তুর F বল প্রয়োগ করায় a ত্বরণ সৃষ্টি হলে কোন সূত্রটি সঠিক?
Ο ক) F = ma
Ο খ) a = mF
Ο গ) F = m/a
Ο ঘ) a = m/F
সঠিক উত্তর: (ক)

২৩০. তাড়িতচৌম্বক বল – i. আকর্ষণধর্মী ii. বিকর্ষণধর্মী iii. নিরপেক্ষ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩১. টান বল কিসের উদাহরণ?
Ο ক) স্পর্শ বল
Ο খ) অস্পর্শ বল
Ο গ) দুর্বল নিউক্লীয় বল
Ο ঘ) সবল নিউক্লীয় বল
সঠিক উত্তর: (ক)

২৩২. বলের একক নির্ধারণের জন্য সমানুপাতিক ধ্রুবকের মান কত ধরা হয়?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 1
সঠিক উত্তর: (ঘ)

২৩৩. কোন বলটি বেশি শক্তিশালী?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) তাড়িতচৌম্বকীয় বল
Ο ঘ) সবল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ঘ)

২৩৪. বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায়। এ ঘটনাটি ব্যাখা করা যায় –
i. ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা
ii. শক্তির নিত্যতার সূত্র দ্বারা
iii. মহাকর্ষ সূত্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩৫. গাড়ির বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কী হবে?
Ο ক) দ্বিগুণ হবে
Ο খ) অর্ধেক হবে
Ο গ) চারগুণ হবে
Ο ঘ) এক চতুর্থাংশ কমে যাবে
সঠিক উত্তর: (গ)

২৩৬. যে সকল বল অন্য বলের কোনো রূপ নয়, তাদের সংখ্যা কত?
Ο ক) ৩টি
Ο খ) ৫টি
Ο গ) ৪টি
Ο ঘ) ২টি
সঠিক উত্তর: (গ)

 ২৩৭. বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাইরে থেকে যা কিছু প্রয়োগ করতে হয় তাকে কী বলে?
Ο ক) ভর
Ο খ) বল
Ο গ) বেগ
Ο ঘ) ত্বরণ
 সঠিক উত্তর: (খ)

২৩৮. । স্থির বস্তু হল – i. কাঠের গুঁড়ি ii. পড়ন্ত বস্তু iii. ঘরবাড়ি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ২৩৯. বস্তুর উপর বল প্রয়োগ করলে –
i. স্থির বস্তু গতিশীল হয়
ii. গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পায়
iii. গতিশীল বস্তুর দিকের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪০. খেলনা গাড়িতে সংকুচিত করে সঞ্চয় করা হয় –
Ο ক) গতিশক্তি
Ο খ) যান্ত্রিক শক্তি
Ο গ) বিভব শক্তি
Ο ঘ) স্থিতিশক্তি
সঠিক উত্তর: (গ)

২৪১. গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তা –
Ο ক) ভরবেগ
Ο খ) ওজন
Ο গ) বেগ
Ο ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)

২৪২. চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে?
Ο ক) ঘর্ষণ বল
Ο খ) অস্পর্শ বল
Ο গ) নিউক্লিয় বল
Ο ঘ) মহাকর্ষ বল
সঠিক উত্তর: (ক)

২৪৩. বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
Ο ক) বল
Ο খ) ত্বরণ
Ο গ) জড়তা
Ο ঘ) বেগ
সঠিক উত্তর: (গ)

২৪৪. ঘর্ষণ বল কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)

২৪৫. কোন বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে?
Ο ক) দুর্বল নিউক্লিয় বল
Ο খ) সবল নিউক্লিয় বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) ঘর্ষণ বল
সঠিক উত্তর: (খ)

২৪৬. নিউটনের প্রথম সূত্র হতে কীসের ধারণা পাওয়া যায়?
Ο ক) জড়তা
Ο খ) বেগ
Ο গ) সময়
Ο ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)

২৪৭. গড়ানো মার্বেলকে টোকা দিলে এটি গতিশীল হয় কেন?
Ο ক) বেগ বৃদ্ধি পায় বলে
Ο খ) বেগ হ্রাস পায় বলে
Ο গ) ত্বরণ ধ্রুব থাকে বলে
Ο ঘ) ত্বরণ হ্রাস পায় বলে
সঠিক উত্তর: (ক)

২৪৮. পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে দুটি নিউক্লিয়নের মধ্যে যে শক্তিশালী বল ক্রিয়া করে তাকে কী বলে?
Ο ক) দুর্বল নিউক্লীয় বল
Ο খ) মহাকর্ষ বল
Ο গ) সবল নিউক্লীয় বল
Ο ঘ) তাড়িতচৌম্বক বল
সঠিক উত্তর: (গ)

২৪৯. একজন গোলকিপার 10 ms-1 বেগে একটি ফুটবল ধরল। গোলকিপার ও ফুটবলের ভর যথাক্রমে 70 kg ও 400 g হলে গোলকিপারের পশ্চাদবেগ হবে –
i. 0.057 ms-1
ii. 0.205 kmh-1
iii. 17.6 ms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৫০. 6 kg ভরের একটি বস্তুকে 10 ms-2 ত্বরণে গতিশীল করতে প্রয়োগকারী বল হলো –
i. 0.6 kg m-1s2
ii. 60 kg ms-2
iii. 60 N
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post