এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৩: বল (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৩: বল (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. ভরবেগের সাথে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র হতে পাওয়া যায়?
Ο ক) প্রথম সূত্র
Ο খ) জড়তার সূত্র
Ο গ) দ্বিতীয় সূত্র
Ο ঘ) তৃতীয় সূত্র
সঠিক উত্তর: (গ)

১৫২. একটি বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। এটির উপর কোন ধরনের বল কাজ করে?
Ο ক) সাম্য বল
Ο খ) অসাম্য বল
Ο গ) ঘর্ষণ বল
Ο ঘ) টান বল
সঠিক উত্তর: (ক)

১৫৩. চাকার ঘূর্ণনকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে –
Ο ক) গতি
Ο খ) বেগ
Ο গ) ভর
Ο ঘ) ব্রেক
সঠিক উত্তর: (ঘ)

১৫৪. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের সম্পর্ক কী হবে?
Ο ক) ভর যত কম হবে, ত্বরণ তত বেশি হবে
Ο খ) ভর যত কম হবে, ত্বরণ তত কম হবে
Ο গ) ভর যত বেশি হবে, ত্বরণ তত বেশি হবে
Ο ঘ) ভরের সমান ত্বরণ হবে
সঠিক উত্তর: (ক)

১৫৫. একটি ক্রিকেট ম্যাচের একজন ব্যাটসম্যান সজোরে বলটিকে ব্যাট দ্বারা 20 ms-1 বেগে আঘাত করায় 100 m দূরে একজন খেলোয়াড়ের নিকট এসে থেমে গেল। বলটির ভর 150 g মাঠে বাধাদানকারী বলের মান হলো –
i. 0.3 kg ms-2
ii. 0.3 N
iii. 300 N
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫৬. একটি আম গাছের আম এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল হল –
Ο ক) টাম বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) অভিকর্ষ বল
Ο ঘ) তড়িৎ বল
সঠিক উত্তর: (গ)

 ১৫৭. তাড়িতচৌম্বক বলের ক্ষেত্রে –
i. এর পাল্লা অসীম
ii. আকর্ষণ ও বিকর্ষণ উভয়ই হতে পারে
iii. এ বলের ক্ষেত্রে শুধু আকর্ষণ হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫৮. বস্তুর জড়তার ক্ষেত্রে –
i. এটি তিন ধরনের হয়
ii. স্থিতি জড়তার ক্ষেত্রে বস্তু সর্বদা স্থির থাকতে চায়
iii. বাহ্যিক বল জড়তার বিপরীতে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৫৯. প্রকৃতিতে কয়টি মৌলিক বল বিদ্যমান?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)

১৬০. 5 kg ভরের একটি বস্তুর উপর 50 N বল প্রয়োগ করা হলে, এর ত্বরণ হবে –
Ο ক) 12 ms-2
Ο খ) 8 ms-2
Ο গ) 13 ms-2
Ο ঘ) 10 ms-2
সঠিক উত্তর: (ঘ)

১৬১. কোনটি মৌলিক বলের রূপ?
Ο ক) সবল নিউক্লিয় বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) সাম্য বল
সঠিক উত্তর: (ঘ)

১৬২. ‘প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’ – এটা নিউটনের গতির কোন সূত্রের বিবৃতি?
Ο ক) প্রথম সূত্র
Ο খ) দ্বিতীয় সূত্র
Ο গ) তৃতীয় সূত্র
Ο ঘ) প্রথম ও দ্বিতীয় সূত্র
সঠিক উত্তর: (গ)

১৬৩. মৌলিক বল – i. স্বাধীন বল ii. অন্য বলের রূপ iii. মূল বল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ১৬৪. 20 kg ভরের একটি বস্তুর উপর 200 N বল 0.1 s সময়ব্যাপী ক্রিয়া করলে পাওয়া যাবে –
i. 10 ms-1 ত্বরণ
ii. ভরবেগের পরিবর্তন 20 kg ms-1
iii. 2 ms-1 বেগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

 ১৬৫. সাম্য বলগুলোর লব্ধির মান কত?
Ο ক) শূন্য
Ο খ) এক
Ο গ) দুই
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)

১৬৬. ঘর্ষণকে কী বলা হয়?
Ο ক) অপশক্তি
Ο খ) প্রয়োজনীয় উপদ্রব
Ο গ) ক্ষতিকর বিষয়
Ο ঘ) জীবনের অপর নাম
সঠিক উত্তর: (খ)

১৬৭. বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) সাইকেলের টায়ারে
Ο খ) সাইকেলের পাম্পারে
Ο গ) সাইকেলের চাকায়
Ο ঘ) সাইকেলের ব্রেকে
সঠিক উত্তর: (গ)

১৬৮. স্পর্শ বল হল – i. টান বল ii. অভিকর্ষ বল iii. ঘর্ষণ বল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ১৬৯. কোনটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ?
Ο ক) রাস্তা মসৃণ এবং গাড়ির চাকা মসৃণ
Ο খ) রাস্তা অমসৃণ কিন্তু গাড়ির চাকা মসৃণ
Ο গ) রাস্তা মসৃণ কিন্তু গাড়ির চাকা অমসৃণ
Ο ঘ) রাস্তা এবং গাড়ির চাকা উভয়ই অমসৃণ
সঠিক উত্তর: (ঘ)

১৭০. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপরের অংশ স্থির থাকতে চায় কেন?
Ο ক) বলের জন্য
Ο খ) ভরের জন্য
Ο গ) গতি জড়তার জন্য
Ο ঘ) স্থিতি জড়তার জন্য
সঠিক উত্তর: (ঘ)

১৭১. ঘর্ষণ বলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) গতির দিকে ক্রিয়া করে
Ο খ) গতির বিপরীত দিকে ক্রিয়া করে
Ο গ) গতি বৃদ্ধি করে
Ο ঘ) গতির উপর প্রভাব নেই
সঠিক উত্তর: (খ)

১৭২. জুতার তলে খাঁজ থাকার ফলে কোন সুবিধাটি হয়?
Ο ক) জুতা দেখতে দৃষ্টি নন্দন হয়
Ο খ) জুতার ওজন কম হয়
Ο গ) জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি পায়
Ο ঘ) জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল কমে যায়
সঠিক উত্তর: (গ)

 ১৭৩. ট্রাফিক আইন মেনে চলা গাড়ি চালকের –
Ο ক) নাগরিক দায়িত্ব
Ο খ) পারিবারিক দায়িত্ব
Ο গ) ব্যবসায়িক দায়িত্ব
Ο ঘ) সামাজিক দায়িত্ব
সঠিক উত্তর: (ক)

 ১৭৪. ঘর্ষণ কয় প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (গ)

১৭৫. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের ক্ষেত্রে –
i. ভর যত বেশি হবে ত্বরণ তত কম হবে
ii. ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে
iii. ভরের সমান ত্বরণ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭৬. একটি বস্তু সাম্যাবস্থায় বা স্থির থাকবে। এক্ষেত্রে শর্ত হলো –
i. বেগ শূন্য হওয়া
ii. সরণ শূন্য হওয়া
iii. ত্বরণ শূন্য হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৭৭. যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে তাকে কী বলে?
Ο ক) বল
Ο খ) ওজন
Ο গ) ভর
Ο ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)

১৭৮. ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাতের ফলে এটি গতির কি পরিবর্তন করে কেন?
Ο ক) বেগের মান পরিবর্তিত হওয়ায়
Ο খ) বেগের দিক পরিবর্তিত হওয়ায়
Ο গ) বেগের মান ও দিক উভয়ই পরিবর্তিত হওয়ায়
Ο ঘ) বেগের মান অপরিবর্তিত থাকায়
সঠিক উত্তর: (গ)

১৭৯. বলের গুণগত সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?
Ο ক) প্রথম সূত্র
Ο খ) দ্বিতীয় সূত্র
Ο গ) তৃতীয় সূত্র
Ο ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
 সঠিক উত্তর: (ক)

 ১৮০. একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয় তাকে বলে –
Ο ক) স্পর্শ বল
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) অস্পর্শ বল
Ο ঘ) অসাম্য বল
 সঠিক উত্তর: (খ)

১৮১. আহিত কতগুলো কণা গতিশীল হলে তাদের মধ্যে কোন প্রকারের বল কাজ করে?
Ο ক) অসাম্য বল
Ο খ) স্পর্শ বল
Ο গ) সবল নিউক্লিয় বল
Ο ঘ) চৌম্বক বল
সঠিক উত্তর: (ঘ)

১৮২. মহাকর্ষ বল –
i. এর পাল্লা অসীম
ii. তুলনামূলকভাবে দুর্বলতম বল
iii. দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৩. একজন লোক 50 N বল দ্বারা একটি 20 kg ভরের একটি বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত হবে?
Ο ক) 1.3 ms-2
Ο খ) 2.5 ms-2
Ο গ) 3.5 ms-2
Ο ঘ) 4.5 ms-2
সঠিক উত্তর: (খ)

১৮৪. নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনটি মূখ্য ভূমিকা পালন করে?
Ο ক) ভর
Ο খ) গতি
Ο গ) ঘর্ষণ
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (খ)

 ১৮৫. বলের একক কী?
Ο ক) মিটার (m)
Ο খ) নিউটন (N)
Ο গ) কিলোগ্রাম (kg)
Ο ঘ) ডিগ্রি (0)
সঠিক উত্তর: (খ)

১৮৬. দুর্বল নিউক্লিয় বল –
i. স্বল্প পাল্লার
ii. স্বল্প মানের
iii. নিউক্লিয়াসের বাইরে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮৭. বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?
Ο ক) মহাকর্ষ
Ο খ) টান
Ο গ) ঘর্ষণ
Ο ঘ) তাড়িত চৌম্বক
সঠিক উত্তর: (ক)

১৮৮. গতি জড়তা হচ্ছে –
i. চলন্ত বাসে অবস্থান
ii. মহাশূন্যে নিক্ষিপ্ত বস্তু
iii. স্থির ট্রাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

 ১৮৯. গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় –
Ο ক) বল
Ο খ) গতি জড়তা
Ο গ) গতি
Ο ঘ) স্থিতি জড়তা
সঠিক উত্তর: (খ)

 ১৯০. ঘর্ষণ বল কাজ করে –
Ο ক) গতির দিকে
Ο খ) গতির বিপরীতে
Ο গ) গতির সমান্তরালে
Ο ঘ) গতির উপর লম্বভাবে
 সঠিক উত্তর: (খ)

১৯১. নিউটনের গতির কোন সূত্রটি বলের গুণগত ধারণা দেয়?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৩য়
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)

১৯২. আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই কেন?
Ο ক) স্পর্শ বলের কারণে
Ο খ) অস্পর্শ বলের কারণে
Ο গ) ঘর্ষণ বলের প্রভাবে
Ο ঘ) প্রতিক্রিয়া বলের প্রভাবে
সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. একটি বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে?
Ο ক) যখন বস্তুটিতে g ত্বরণ থাকবে
Ο খ) যখন বস্তুটিতে ত্বরণ থাকবে না
Ο গ) যখন বস্তুটিতে বেগ থাকবে
Ο ঘ) যখন বস্তুটি সুষম ত্বরণে চলতে থাকবে
সঠিক উত্তর: (খ)

১৯৪. নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে –
i. কোনো বস্তুতে যা ত্বরণ সৃষ্টি করে তাই হলো বল
ii. কোনো বস্তুর ত্বরণ বস্তুর উপর প্রযুক্ত নিট বলের বর্গের সমানুপাতিক
iii. বল হচ্ছে বস্তুর ভর ও ত্বরণের গুণফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

 ১৯৫. 50 kg ভরের একটি স্থির বস্তুর 100 N একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে। এ সময় শেষে বস্তুটির বেগ কত হবে?
Ο ক) 1.5 ms-1
Ο খ) 2 ms-1
Ο গ) 3 ms-1
Ο ঘ) 4 ms-1
সঠিক উত্তর: (ঘ)

১৯৬. কোন বলের প্রভাবে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি?
Ο ক) ক্রিয়া
Ο খ) প্রতিক্রিয়া
Ο গ) পিছলানো ঘর্ষণ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

১৯৭. ভর কিসের পরিমাপ?
Ο ক) বল
Ο খ) ত্বরণ
Ο গ) জড়তা
Ο ঘ) সরণ
সঠিক উত্তর: (গ)

১৯৮. নিউটনের প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় – i. দূরত্ব ii. জড়তা iii. বল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯৯. ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে –
Ο ক) একই বস্তুর উপর
Ο খ) দুটি ভিন্ন বস্তুর উপর
Ο গ) উপরের কোনটিই নয়
Ο ঘ) উপরের দুটোই
সঠিক উত্তর: (খ)

২০০. প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?
Ο ক) বলের ঘাত
Ο খ) ত্বরণ
Ο গ) সুষম বেগ
Ο ঘ) মন্দন
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post