এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৩: বল (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৩: বল (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. কোন বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
Ο ক) স্থির থাকবে
Ο খ) অসম বেগে চলতে থাকবে
Ο গ) বেগ কমতে থাকবে
Ο ঘ) বেগ বাড়তে থাকবে
সঠিক উত্তর: (ক)

১০২. পরস্পরের সংস্পর্শে না থেকেও দুটি বস্তুর মধ্যে বল প্রয়োগ করতে পারে -
i. চৌম্বক বল
ii. তড়িৎ বল
iii. টান বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০৩. প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে কেন?
Ο ক) বায়ুর বাধাকে কাজে লাগিয়ে
Ο খ) অভিকর্ষ বলের দিকে ক্রিয়াশীল হয়ে
Ο গ) পতনের গতি বৃদ্ধি করার ফলে
Ο ঘ) প্যারাসুটের বাইরের তল বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে
 সঠিক উত্তর: (ক)

১০৪. ব্রেক কষার পর গাড়ি মন্থর গতিতে চলে কেন?
Ο ক) বেগ বৃদ্ধি পাওয়ার জন্য
Ο খ) ত্বরণ বৃদ্ধি পাওয়ার জন্য
Ο গ) বেগ হ্রাস পাওয়ার জন্য
Ο ঘ) জড়তার উপস্থিতির জন্য
সঠিক উত্তর: (গ)

১০৫. বিসর্প ঘর্ষণ কোনটি?
Ο ক) আবর্ত ঘর্ষণ
Ο খ) প্রবাহী ঘর্ষণ
Ο গ) স্থিতি ঘর্ষণ
Ο ঘ) পিছলানো ঘর্ষণ
সঠিক উত্তর: (ঘ)

১০৬. ভরবেগের সংরক্ষণ নীতির ক্ষেত্রে প্রযোজ্য –
i. ঘোড়ার পিঠ থেকে লাফ দেওয়া
ii. নৌকা থেকে লাফ দেওয়া
iii. রকেটের গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

 ১০৭. নিউটনের প্রথম সূত্র হতে কিসের সংজ্ঞা দেয়া যায়?
Ο ক) ত্বরণ
Ο খ) বল
Ο গ) বেগ
Ο ঘ) সময়
সঠিক উত্তর: (খ)

১০৮. ভরের মাত্রা হল –
Ο ক) M
Ο খ) L
Ο গ) T
Ο ঘ) S
সঠিক উত্তর: (ক)

১০৯. চলন্ত বাসে স্থির অবস্থায় বসে থাকার কারণ কী?
Ο ক) গতি জড়তা
Ο খ) স্থিতি জড়তা
Ο গ) বল
Ο ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)

১১০. পুরানো টায়ারের ক্ষেত্রে চাকা পিছলে যাওয়ার জন্য কোন ঘর্ষণ দায়ী?
Ο ক) স্থিতি
Ο খ) আবর্ত
Ο গ) প্রবাহী
Ο ঘ) বিসর্প
সঠিক উত্তর: (ঘ)

১১১. দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) স্থিতি ঘর্ষণ
Ο খ) পিছলানো ঘর্ষণ
Ο গ) আবর্ত ঘর্ষণ
Ο ঘ) প্রবাহী ঘর্ষণ
সঠিক উত্তর: (ক)

১১২. খেলোয়াড়দের বুটের নিচে কি থাকে?
Ο ক) স্পাইক
Ο খ) বল-বেয়ারিং
Ο গ) নকশা
Ο ঘ) আল্পনা
সঠিক উত্তর: (ক)

 ১১৩. বল বিয়ারিং এর মধ্যে কোন ঘর্ষণ কাজ করে?
Ο ক) স্থিতি
Ο খ) পিছলানো
Ο গ) আবর্ত
Ο ঘ) প্রবাহী
সঠিক উত্তর: (গ)

১১৪. লুব্রিকেন্ট ব্যবহার করা হয় –
Ο ক) ছাতায়
Ο খ) বইয়ে
Ο গ) তালায়
Ο ঘ) রাস্তায়
সঠিক উত্তর: (ঘ)

১১৫. সংঘর্ষের সময় সৃষ্ট বল কোন ধরনের বলের অন্তর্ভুক্ত?
Ο ক) এক ধরনের মহাকর্ষ বল
Ο খ) এক ধরনের অস্পর্শ বল
Ο গ) এক ধরনের স্পর্শ বল
Ο ঘ) এক ধরনের দুর্বল নিউক্লীয় বল
সঠিক উত্তর: (গ)

১১৬. নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে?
Ο ক) জড়তা
Ο খ) ওজন
Ο গ) বেগ
Ο ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)

১১৭. নিউটনেন গতির প্রথম সূত্র হতে কোন ধারণা পাওয়া যায়?
Ο ক) জড়তা
Ο খ) বল
Ο গ) ভরবেগ
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)

১১৮. জুতার ঢেউ খেলানো তলদেশ কিসের যোগান দেয়?
Ο ক) গতিশক্তি
Ο খ) চৌম্বক বল
Ο গ) তড়িৎ বল
Ο ঘ) ঘর্ষণ বল
সঠিক উত্তর: (ঘ)

১১৯. নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে কোনটি সঠিক?
Ο ক) ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান
Ο খ) ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী
Ο গ) সমমুখী ক্রিয়া ও প্রতিক্রিয়া অসমান
Ο ঘ) প্রত্যেক ক্রিয়ারই সমমুখী প্রতিক্রিয়া আছে
সঠিক উত্তর: (খ)

১২০. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
Ο ক) বলের পরিমাণ
Ο খ) বলের সংজ্ঞা
Ο গ) বলের ক্রিযা ও প্রতিক্রিয়া
Ο ঘ) ভরবেগের সংজ্ঞা
সঠিক উত্তর: (ক)

১২১. কোন বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া সংঘটিত হয়?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) অভিকর্ষ বল
Ο গ) দুর্বল নিউক্লিয় বল
Ο ঘ) ঘর্ষণ বল
সঠিক উত্তর: (গ)

১২২. বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করার জন্য কোনটি দায়ী?
Ο ক) ভর
Ο খ) ত্বরণ
Ο গ) বল
Ο ঘ) ভরবেগ
সঠিক উত্তর: (ক)

১২৩. 5 kg ভরের একটি বস্তুর বেগ 10 ms-1 হলে এর ভরবেগ কত?
Ο ক) 10 kgms-1
Ο খ) 2 ms-1kg-1
Ο গ) 50 kgms-1
Ο ঘ) 5 kgms-1
সঠিক উত্তর: (গ)

১২৪. নিউটনের তৃতীয় সূত্রানুসারে –
Ο ক) ক্রিয়াবল = প্রতিক্রিয়া বল
Ο খ) ক্রিয়াবল > প্রতিক্রিয়া বল
Ο গ) ক্রিয়াবল < প্রতিক্রিয়া বল
Ο ঘ) ক্রিয়াবল আছে কিন্তু প্রতিক্রিয়া বল নাই
 সঠিক উত্তর: (ক)

১২৫. যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় তাকে কী বলে?
Ο ক) মৌলিক বল
Ο খ) মহাকর্ষ বল
Ο গ) তাড়িতচৌম্বক বল
Ο ঘ) দুর্বল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)

১২৬. ঘাতবলের ক্ষেত্রে প্রযোজ্য –
i. বলের মান কম কিন্তু ক্রিয়াকাল বেশি
ii. বলের মান ও ক্রিয়াকাল সমান
iii. বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১২৭. ভিজা রাস্তায় জুতা পায়ে হাঁটা কষ্টকর কেন?
Ο ক) ঘর্ষণের পরিমাণ অনেক বেশি হওয়ায়
Ο খ) ঘর্ষণের পরিমাণ অনেক কম হওয়ায়
Ο গ) ঘর্ষণের পরিমাণে তারতম্য হওয়ায়
Ο ঘ) ঘর্ষণের পরিমাণ অপরিবর্তিত থাকায়
সঠিক উত্তর: (খ)

১২৮. দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় –
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) তড়িৎ বল
Ο গ) চৌম্বক বল
Ο ঘ) তাড়িতচৌম্বক বল
সঠিক উত্তর: (ঘ)

১২৯. কোনো বস্তুর কোন ক্ষমতা নেই?
Ο ক) নিজের অবস্থান পরিবর্তন করার
Ο খ) চিরকাল গতিশীল থাকার
Ο গ) চিরকাল স্থির থাকার
Ο ঘ) ভর নির্দিষ্ট রাখার
সঠিক উত্তর: (ক)

১৩০. 10 kg ভরের কোনো বস্তু 10 ms-1 বেগে গতিশীল হলে এর ভরবেগ হবে –
Ο ক) 10 kg ms-1
Ο খ) 120 kg ms-1
Ο গ) 100 kg ms-1
Ο ঘ) 1 kg ms-1
সঠিক উত্তর: (ঘ)

১৩১. দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে কী বলে?
Ο ক) স্পর্শ বল
Ο খ) অস্পর্শ বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) মৌলিক বল
সঠিক উত্তর: (খ)

১৩২. একটি কাঠের তৈরি ও একটি ইস্পাতের তৈরি সমাকৃতির দুটি সিলিন্ডারের স্থির অবস্থান থেকে গতিশীল এবং গতিশীল অবস্থান থেকে স্থির করতে কোনটি সঠিক?
Ο ক) কাঠের সিলিন্ডারের জড়তা বেশি
Ο খ) ইস্পাতের সিলিন্ডারের জড়তা বেশি
Ο গ) কাঠের সিলিন্ডারের ভর বেশি
Ο ঘ) ইস্পাতের সিলিন্ডারের ভর কম
সঠিক উত্তর: (খ)

১৩৩. নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) তাড়িত চৌম্বক বল
Ο গ) দুর্বল নিউক্লিয় বল
Ο ঘ) সবল নিউক্লিয় বল
সঠিক উত্তর: (ক)

১৩৪. সাম্য বলগুলোর লব্ধি কত?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (ঘ)

১৩৫. নিউটনের গতির তৃতীয় সূত্রের ক্ষেত্রে –
i. প্রত্যেক ক্রিয়াশীল বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে
ii. নিউটনের তৃতীয় সূত্র হতে বলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়
iii. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর একই দিকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৩৬. রাস্তার পাশে বর্ষাকালে কাঁদার মধ্যে ট্রাকের চাকা আটকে গেলে শুধু এক জায়গায় ঘুরতে থাকে কেন?
Ο ক) ব্রেকের কারণে
Ο খ) সামনের চাকার কারণে
Ο গ) ঘর্ষণ কমে যায় বলে
Ο ঘ) মাটি নরম বলে
সঠিক উত্তর: (গ)

১৩৭. ঘর-বাড়ি, দালানকোঠা নির্মাণ সম্ভব হয় কোনটির জন্য?
Ο ক) ওজন
Ο খ) ভরবেগ
Ο গ) ঘর্ষণ
Ο ঘ) ভর
সঠিক উত্তর: (গ)

১৩৮. নিউটনের গতির প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় –
i. জড়তার
ii. বলের
iii. ত্বরণের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৩৯. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে কী বলে?
Ο ক) মহাকর্ষ বল
Ο খ) দুর্বল নিউক্লীয় বল
Ο গ) স্পর্শ বল
Ο ঘ) সবল নিউক্লীয় বল
সঠিক উত্তর: (ক)

 ১৪০. দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে তাকে কোনটির জন্য?
Ο ক) বল
Ο খ) ত্বরণ
Ο গ) ওজন
Ο ঘ) ঘর্ষণ
সঠিক উত্তর: (ঘ)

১৪১. নৌকা চালানোতে কোন ধরনের ঘর্ষণ কাজ করে?
Ο ক) পিছলানো
Ο খ) স্থিতি
Ο গ) আবর্ত
Ο ঘ) প্রবাহী
 সঠিক উত্তর: (ঘ)

১৪২. গতিশীল বস্তু হল –
i. রাস্তা-ঘাট
ii. পতনশীল বস্তু
iii. নিক্ষিপ্ত ক্রিকেট বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

 ১৪৩. ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে –
i. সর্বদা সমান ও বিপরীতমুখী
ii. সর্বদা একই বস্তুর উপর প্রযুক্ত হয়
iii. সবসময় ভিন্ন ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৪৪. নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র হতে গুণগত সংজ্ঞা পাওয়া যায় –
Ο ক) ভরের
Ο খ) বলের
Ο গ) জড়তার
Ο ঘ) ত্বরণের
সঠিক উত্তর: (খ)

 ১৪৫. নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয় কোন বলের জন্য?
Ο ক) সবল নিউক্লিয় বল
Ο খ) দুর্বল নিউক্লিয় বল
Ο গ) মহাকর্ষ বল
Ο ঘ) তাড়িত চৌম্বক বল
সঠিক উত্তর: (খ)

১৪৬. একটি 10 g ভরের গুলি 6 kg ভরের একটি বন্দুকের নল থেকে 300 ms-1 বেগে বেরিয়ে এলো। বন্দুকের পশ্চাদবেগ কত হবে?
Ο ক) 0.5 ms-1
Ο খ) 1.0 ms-1
Ο গ) 1.5 ms-1
Ο ঘ) 2.0 ms-1
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. 2 kg ভরের একটি বস্তু 5 ms-1 বেগে চলতে থেকে 3 s পরে 8 ms-1 বেগ প্রাপ্ত হলে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত?
Ο ক) 1 N
Ο খ) 2 N
Ο গ) 3 N
Ο ঘ) 4 N
 সঠিক উত্তর: (খ)

১৪৮. ঘর্ষণের প্রকারভেদের মধ্যে অন্তর্ভুক্ত –
i. স্থিতি ঘর্ষণ
ii. আবর্ত ঘর্ষণ
iii. প্রবাহী ঘর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৯. ঠেলা গাড়িতে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে?
Ο ক) স্থিতি
Ο খ) আবর্ত
Ο গ) প্রবাহী
Ο ঘ) বিসর্প
সঠিক উত্তর: (খ)

১৫০. প্রত্যেক বস্তুরই –
Ο ক) তল আছে
Ο খ) ভর নেই
Ο গ) ওজন নেই
Ο ঘ) তল নেই
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post