ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ২: গতি (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. ভেক্টর রাশির অপর নাম কি?
Ο ক) দিক রাশি
Ο খ) অদিক রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
২৫২. শব্দের বেগকে সুষম বেগের একটি প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ হিসেবে ধরা হয় কেন?
Ο ক) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে বলে
Ο খ) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দের বেগ হ্রাস পেতে থাকে বলে
Ο গ) শব্দ নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে বলে
Ο ঘ) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে অতি দ্রুত শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে বলে
সঠিক উত্তর: (গ)
২৫৩. অতি অল্প সময়ের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়?
Ο ক) সুষম দ্রুতি
Ο খ) অসম দ্রুতি
Ο গ) গড় দ্রুতি
Ο ঘ) তাৎক্ষণিক দ্রুতি
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. স্পন্দন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি –
i. পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলে
ii. পর্যায়কালের বাকী অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে
iii. এটি এক ধরনের পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. স্কেলার রাশিগুলো হলো –
i. দৈর্ঘ্য, ভর, দ্রুতি
ii. কাজ, শক্তি, সময়
iii. কাজ, ক্ষমতা শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. চলন্ত ট্রেনের কামরায় দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে –
i. একজনের সাপেক্ষে অন্যজন স্থির
ii. লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে উভয়ই গতিশীল
iii. পৃথিবী সাপেক্ষে তাদের গতি আপেক্ষিক গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. কোনো গতির ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে –
Ο ক) চলনগতি
Ο খ) রৈখিক গতি
Ο গ) স্পন্দন গতি
Ο ঘ) ঘূর্ণন গতি
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. কোনটি স্কেলার রাশি?
Ο ক) তড়িৎ তীব্রতা
Ο খ) বল
Ο গ) তাপমাত্রা
Ο ঘ) সরণ
সঠিক উত্তর: (গ)
২৫৯. বস্তু জগতের কোনটিকে দিকের বিবেচনায় দুই ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) পদার্থ
Ο খ) ধাতু
Ο গ) রাশি
Ο ঘ) অধাতু
সঠিক উত্তর: (গ)
২৬০. কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?
Ο ক) অভিকর্ষজ ত্বরণ
Ο খ) অভিকর্ষ
Ο গ) মহাকর্ষ
Ο ঘ) মহাকর্ষীয় বিভব
সঠিক উত্তর: (খ)
২৬১. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
Ο ক) রৈখিক গতি
Ο খ) চলন গতি
Ο গ) স্পন্দন গতি
Ο ঘ) পর্যাবৃত্ত গতি
সঠিক উত্তর: (ঘ)
২৬২. প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা নির্ণয় করি কোনো বস্তুর –
i. প্রসঙ্গ বিন্দুটি জানা বিন্দু
ii. প্রসঙ্গ বিন্দুটি অজানা বিন্দু
iii. প্রসঙ্গ বিন্দু সুবিধামতো ধরা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৩. ত্বরণ ও বেগের ক্ষেত্রে –
i. বেগ ও ত্বরণ উভয়ই দিক রাশি
ii. ত্বরণের মাত্রা LT-2
iii. বেগের মাত্রা LT-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. g = GM/R2 সূত্রে R – কে কী বলা হয়?
Ο ক) পৃথিবীর ভর
Ο খ) চন্দ্রের ব্যাসার্ধ
Ο গ) পৃথিবীর ব্যাস
Ο ঘ) পৃথিবীর ব্যাসার্ধ
সঠিক উত্তর: (ঘ)
২৬৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সূর্য ও মানুষের মধ্যে অতিকর্ষ বল ক্রিয়া করে
ii. কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে তাতে ত্বরণ সৃষ্টি হয়
iii. অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষজ ত্বরণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৬. সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে কী বলে?
Ο ক) ত্বরণ
Ο খ) মন্দন
Ο গ) সুষম ত্বরণ
Ο ঘ) অসম ত্বরণ
সঠিক উত্তর: (ক)
২৬৭. গতির সমীকরণগুলোর প্রত্যেকটিতে কয়টি করে রাশি আছে?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)
২৬৮. একটি রাইফেলের গুলি কেবল 0.5 cm পুরু একটি তক্তাকে ভেদ করতে পারে। গুলির বেগ দ্বিগুণ করা হলে এরূপ কতটি তক্তাকে ভেদ করতে পারবে?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 5
সঠিক উত্তর: (গ)
২৬৯. কোনটি ত্বরণের একক?
Ο ক) ms-1
Ο খ) m2s-2
Ο গ) ms-2
Ο ঘ) ms2
সঠিক উত্তর: (গ)
২৭০. 15 ms-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5 s যাবত 4 ms-2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?
Ο ক) 35 m
Ο খ) 65 m
Ο গ) 79 m
Ο ঘ) 125 m
সঠিক উত্তর: (ঘ)
২৭১. স্থিতি কার অবস্থা?
Ο ক) স্থিতিশীল বস্তুর
Ο খ) গতিশীল বস্তুর
Ο গ) ভারী বস্তুর
Ο ঘ) হালকা বস্তুর
সঠিক উত্তর: (ক)
২৭২. কোনটি বেগের মাত্রা?
Ο ক) LT-2
Ο খ) L
Ο গ) TL-1
Ο ঘ) LT-1
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) ত্বরণ
Ο খ) মন্দন
Ο গ) ভর
Ο ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. ভেক্টর রাশির অপর নাম কি?
Ο ক) দিক রাশি
Ο খ) অদিক রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
২৫২. শব্দের বেগকে সুষম বেগের একটি প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ হিসেবে ধরা হয় কেন?
Ο ক) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে বলে
Ο খ) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দের বেগ হ্রাস পেতে থাকে বলে
Ο গ) শব্দ নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে বলে
Ο ঘ) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে অতি দ্রুত শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে বলে
সঠিক উত্তর: (গ)
২৫৩. অতি অল্প সময়ের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়?
Ο ক) সুষম দ্রুতি
Ο খ) অসম দ্রুতি
Ο গ) গড় দ্রুতি
Ο ঘ) তাৎক্ষণিক দ্রুতি
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. স্পন্দন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি –
i. পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলে
ii. পর্যায়কালের বাকী অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে
iii. এটি এক ধরনের পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. স্কেলার রাশিগুলো হলো –
i. দৈর্ঘ্য, ভর, দ্রুতি
ii. কাজ, শক্তি, সময়
iii. কাজ, ক্ষমতা শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. চলন্ত ট্রেনের কামরায় দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে –
i. একজনের সাপেক্ষে অন্যজন স্থির
ii. লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে উভয়ই গতিশীল
iii. পৃথিবী সাপেক্ষে তাদের গতি আপেক্ষিক গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৭. কোনো গতির ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে –
Ο ক) চলনগতি
Ο খ) রৈখিক গতি
Ο গ) স্পন্দন গতি
Ο ঘ) ঘূর্ণন গতি
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. কোনটি স্কেলার রাশি?
Ο ক) তড়িৎ তীব্রতা
Ο খ) বল
Ο গ) তাপমাত্রা
Ο ঘ) সরণ
সঠিক উত্তর: (গ)
২৫৯. বস্তু জগতের কোনটিকে দিকের বিবেচনায় দুই ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) পদার্থ
Ο খ) ধাতু
Ο গ) রাশি
Ο ঘ) অধাতু
সঠিক উত্তর: (গ)
২৬০. কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?
Ο ক) অভিকর্ষজ ত্বরণ
Ο খ) অভিকর্ষ
Ο গ) মহাকর্ষ
Ο ঘ) মহাকর্ষীয় বিভব
সঠিক উত্তর: (খ)
২৬১. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
Ο ক) রৈখিক গতি
Ο খ) চলন গতি
Ο গ) স্পন্দন গতি
Ο ঘ) পর্যাবৃত্ত গতি
সঠিক উত্তর: (ঘ)
২৬২. প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা নির্ণয় করি কোনো বস্তুর –
i. প্রসঙ্গ বিন্দুটি জানা বিন্দু
ii. প্রসঙ্গ বিন্দুটি অজানা বিন্দু
iii. প্রসঙ্গ বিন্দু সুবিধামতো ধরা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৩. ত্বরণ ও বেগের ক্ষেত্রে –
i. বেগ ও ত্বরণ উভয়ই দিক রাশি
ii. ত্বরণের মাত্রা LT-2
iii. বেগের মাত্রা LT-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. g = GM/R2 সূত্রে R – কে কী বলা হয়?
Ο ক) পৃথিবীর ভর
Ο খ) চন্দ্রের ব্যাসার্ধ
Ο গ) পৃথিবীর ব্যাস
Ο ঘ) পৃথিবীর ব্যাসার্ধ
সঠিক উত্তর: (ঘ)
২৬৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সূর্য ও মানুষের মধ্যে অতিকর্ষ বল ক্রিয়া করে
ii. কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে তাতে ত্বরণ সৃষ্টি হয়
iii. অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষজ ত্বরণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৬. সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে কী বলে?
Ο ক) ত্বরণ
Ο খ) মন্দন
Ο গ) সুষম ত্বরণ
Ο ঘ) অসম ত্বরণ
সঠিক উত্তর: (ক)
২৬৭. গতির সমীকরণগুলোর প্রত্যেকটিতে কয়টি করে রাশি আছে?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)
২৬৮. একটি রাইফেলের গুলি কেবল 0.5 cm পুরু একটি তক্তাকে ভেদ করতে পারে। গুলির বেগ দ্বিগুণ করা হলে এরূপ কতটি তক্তাকে ভেদ করতে পারবে?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 5
সঠিক উত্তর: (গ)
২৬৯. কোনটি ত্বরণের একক?
Ο ক) ms-1
Ο খ) m2s-2
Ο গ) ms-2
Ο ঘ) ms2
সঠিক উত্তর: (গ)
২৭০. 15 ms-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5 s যাবত 4 ms-2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?
Ο ক) 35 m
Ο খ) 65 m
Ο গ) 79 m
Ο ঘ) 125 m
সঠিক উত্তর: (ঘ)
২৭১. স্থিতি কার অবস্থা?
Ο ক) স্থিতিশীল বস্তুর
Ο খ) গতিশীল বস্তুর
Ο গ) ভারী বস্তুর
Ο ঘ) হালকা বস্তুর
সঠিক উত্তর: (ক)
২৭২. কোনটি বেগের মাত্রা?
Ο ক) LT-2
Ο খ) L
Ο গ) TL-1
Ο ঘ) LT-1
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) ত্বরণ
Ο খ) মন্দন
Ο গ) ভর
Ο ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics