ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স(৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে?
Ο ক) বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
Ο খ) বাজারের হিসাব করতে
Ο গ) ক্রিকেটে খেলার রান হিসাব করতে
Ο ঘ) অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে
সঠিক উত্তর: (ঘ)
১০২. কম্পিউটার ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি সবচেয়ে জনপ্রিয়?
Ο ক) ইমজ ভিউয়ার
Ο খ) এডোবি ফটেশপ
Ο গ) অ্যাপল ফটোশপ
Ο ঘ) ইমেজ এডিটর
সঠিক উত্তর: (খ)
১০৩. কম্পিউটর ডেস্কটপ এর পর্দার নিচের বাম কোণের বোতামকে কী বলে?
Ο ক) মেনুবার
Ο খ) স্টার্ট বোতাম
Ο গ) অল প্রোগ্রাম
Ο ঘ) এন্টার বোতাম
সঠিক উত্তর: (খ)
১০৪. ফটোশপের টুলবক্সের কোনো টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার ভিতরে নিয়ে এলে কখনো -
i. ঐ টুলের নিজস্ব আকৃতিতে দেখা যায়
ii. যোগ চিহ্নরূপে দেখা যায়
iii. সম্পাদনা টুলগুলো আয়তকার আকৃতি হিসেবে প্রদর্শিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৫. ফটোশপে চোখের আইকনটির উপর ক্লিক করলে-
i. চোখটি অদৃশ্য হয়ে যাবে
ii. লেয়ারের ছবিটি পর্দা থেকে অদৃশ্য হয়ে যাবে
iii. একটি ডায়ালগ বক্স ওপেন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৬. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?
Ο ক) ডিরেক্টর
Ο খ) প্রিমিয়ার
Ο গ) ফটোশপ
Ο ঘ) মায়া
সঠিক উত্তর: (ক)
১০৭. এক কথায় মাল্টিমিডিয়া মানে কী?
Ο ক) প্রকাশ মাধ্যম
Ο খ) বহু মাধ্যম
Ο গ) সংবাদ মাধ্যম
Ο ঘ) দূরযোগাযোগ
সঠিক উত্তর: (খ)
১০৮. কোন কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে ?
Ο ক) Merge invisible
Ο খ) flatten image
Ο গ) Merge visible
Ο ঘ) Flatten Layer
সঠিক উত্তর: (ঘ)
১০৯. ধনাত্বক সংখ্যা ব্যবহার করলে লেখা বেজলইন থেকে কোথায় যায়?
Ο ক) উপরে
Ο খ) মধ্যে
Ο গ) কোনো পরিবর্তন হয় না
Ο ঘ) নিচে
সঠিক উত্তর: (ক)
১১০. কোনো স্লাইড তির করার সময় এবং স্লাইড তৈরির পরেও -
i. ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করা যায়
ii. নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়
iii. যেকোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১১. ছবির আকারে ছোট বড় করা যাবে?
Ο ক) Remove করে
Ο খ) Resize করে
Ο গ) Blind করে
Ο ঘ) Animation
সঠিক উত্তর: (খ)
১১২. কম্পিউটার ব্যবহার করে ডিজাইনার কাজ করার জন্য কোন প্রোগ্রামের চাহিদা সবচেয়ে বেশি?
Ο ক) ফটোশপ
Ο খ) পাওয়ারপয়েন্ট
Ο গ) ইলাস্ট্রেটর
Ο ঘ) এমএস এক্সেল
সঠিক উত্তর: (গ)
১১৩. লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে কী বলা হয়?
Ο ক) ফন্ট
Ο খ) লিডিং
Ο গ) স্ট্রোক
Ο ঘ) সোয়াস
সঠিক উত্তর: (খ)
১১৪. Gradient Tools এর এর একই অবস্থানে কোন টুল রয়েছে?
Ο ক) Eraser
Ο খ) lasso
Ο গ) paint bucket
Ο ঘ) Crop
সঠিক উত্তর: (গ)
১১৫. কোনটি দিয়ে উন্নতমানের সাউন্ড রেকডিং করা যায়?
Ο ক) কম্পিউটার
Ο খ) ফ্যাক্স
Ο গ) ইলেকট্রিক গিটার
Ο ঘ) টেলিপ্রিন্টার
সঠিক উত্তর: (ক)
১১৬. কোন মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যায়?
Ο ক) File
Ο খ) Animation
Ο গ) Tools
Ο ঘ) Insert
সঠিক উত্তর: (খ)
১১৭. একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যায়। এ অবস্থাকে কী বলে?
Ο ক) পিক্সেলেটেড
Ο খ) এনিমেটেড
Ο গ) করুলেটেড
Ο ঘ) করুগেটেড
সঠিক উত্তর: (ক)
১১৮. ফটোশপে কাজ করার জন্য ব্যবহার করা হয়-
Ο ক) প্যালেট
Ο খ) টুলবক্স
Ο গ) কালার মোড
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১১৯. মাল্টিমিডিয়া উপাদান বর্ণ অপর কী নামে পরিচিত?
Ο ক) ভিডিও
Ο খ) এনিমেশন
Ο গ) গ্রাফিক্স
Ο ঘ) টেক্সট
সঠিক উত্তর: (ঘ)
১২০. Slide এর Background Texture এর মাধ্যমে ফিল করতে কোন রেডিও বোতামে ক্লিক করতে হবে?
Ο ক) Insert
Ο খ) Picture or texture fill
Ο গ) Foreground
Ο ঘ) Background style
সঠিক উত্তর: (খ)
১২১. Background কে লেয়ারে পরিণত করার জন্য -
i. লেয়ার প্যলেট Background এর উপর হবলক্লিক করলে New Folder একটি ডায়ালগ বক্স আসবে
ii.ডায়ালগ বক্সের Name ঘরে Layer 0 থাকবে
iii. ডায়ালগ বক্সের Ok বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং ব্যাকগ্রউন্ড লেয়ার 0 এ পরিণত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২২. ফ্লাশ কী ধরনের সফটওয়্যার?
Ο ক) তথ্য উপস্থাপনার
Ο খ) গ্রাফিক্স
Ο গ) লেখালেখির
Ο ঘ) ই-মেইল পাঠাবার
সঠিক উত্তর: (খ)
১২৩. টাইটেল বারের নিচে কোনটি থাকে?
Ο ক) মেুন বার
Ο খ) স্টেটাস বার
Ο গ) স্ক্রল বার
Ο ঘ) রিবন
সঠিক উত্তর: (ক)
১২৪. সিলেকশন টুলকে কী বলে উল্লেখ করা হয়?
Ο ক) কালো তীর
Ο খ) লাল তীর
Ο গ) নীল তীর
Ο ঘ) তীর
সঠিক উত্তর: (ক)
১২৫. পাওয়ারপয়েন্ট পিকচার আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?
Ο ক) Insert
Ο খ) Home
Ο গ) File
Ο ঘ) Format
সঠিক উত্তর: (ক)
১২৬. কোন কাজটি ইলাস্ট্রেটর ব্যবহারে করা যায় না?
Ο ক) ছবি সম্পাদনা
Ο খ) ছবি আঁকা
Ο গ) লোগো তৈরি করা
Ο ঘ) প্রকাশনার প্রচ্ছদ ডিজাইন
সঠিক উত্তর: (ক)
১২৭. একই অবস্থানে কয়টি ল্যাসো টুল রয়েছে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১২৮. লেয়ার সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন -
i. ফটোশপ অপেন করার আগে
ii. অবজেক্ট তৈরি করার আগে
iii. ছবি সম্পাদনার কাজ শুরু করার আগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৯. আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলার জন্য -
i. Format Background ডায়ালগ বক্সের Solid Fill রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে
ii. কালার ড্রপ ডাউন তরে ক্লিক করে রঙ্গের প্যালেট আনতে হবে
iii. প্যালেট থেকে পার্লার রঙ সিলেক্ট করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩০. মাল্টিমিডিয়া -
i. সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে
ii. ভিডিওরূপে সরাসরি সম্প্রচারিত হতে পারে
iii. প্রিন্ট মিডিয়ারূপে প্রাচরিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩১. কোনটি এডোবি ফটোশপ Hight এবং Width এর একক নয়?
Ο ক) centimeter
Ο খ) pixels
Ο গ) decimeter
Ο ঘ) points
সঠিক উত্তর: (গ)
১৩২. ছবি ছেঁটে নেওয়া বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার কাজগুলো ছবি সম্পাদনার কোন পর্যায়ে করে নেওয়া সর্বোত্তম?
Ο ক) শুরুতে
Ο খ) শেষে
Ο গ) মাঝামাঝি
Ο ঘ) যেকোনো সময়
সঠিক উত্তর: (ক)
১৩৩. Presentation এর slide উপস্থাপনের জন্য কোন আইকনে ক্লিক করতে হবে?
Ο ক) Slide show
Ο খ) Solid fill
Ο গ) New slide
Ο ঘ) Transition
সঠিক উত্তর: (ক)
১৩৪. টেক্সট লেয়ার তৈরি করার ক্ষেত্রে ফন্ট ড্রপ ডাউন তালিকা থেকে কোন ফন্ট সিলেক্ট করতে হবে?
Ο ক) সুলেখা
Ο খ) সুতন্বী এমজে
Ο গ) সুরমা এমজে
Ο ঘ) আদর্শলিপি
সঠিক উত্তর: (খ)
১৩৫. ফিল সোয়েচ ক্লিক করলে-
i. ফিল সোয়াচটি সক্রিয় হবে
ii. ফিল সোয়াচটি উপরে অবস্থান করবে
iii. এ অবস্থায় ফিল ও স্ট্রোক এর কাজ করা যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৬. কোনটিতে টাইপ করা যায়?
Ο ক) টেক্সট বক্স
Ο খ) ইমেজ বক্স
Ο গ) কমান্ডবাটন
Ο ঘ) টুলটিপ বক্স
সঠিক উত্তর: (ক)
১৩৭. মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
Ο ক) Lasso tool
Ο খ) Move tool
Ο গ) Dodge tool
Ο ঘ) Fye Dropper tool
সঠিক উত্তর: (ক)
১৩৮. ফটোশপের টুলবক্স রয়েছে-
i. তুলি বা ব্রাশের রঙ
ii. Foreground এবং ক্যানভাসের রঙ নিয়ন্ত্রণের আইকন
iii. মনিটরের পর্দায় প্রদশন এলাকা নির্ধারনের আইকন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. কোনটির দ্বারা বড় ছবি ক্ষুদ্র সংস্করণ বুঝায়?
Ο ক) মার্কি
Ο খ) থাম্বলেইল
Ο গ) প্যালেট
Ο ঘ) আইকন
সঠিক উত্তর: (খ)
১৪০. লেয়ার শব্দের বাংলা কী হতে পারে?
Ο ক) স্তম্ভ
Ο খ) স্ট্রোক
Ο গ) স্তর
Ο ঘ) রঙ
সঠিক উত্তর: (গ)
১৪১. হেলানো ছবি ক্রোপ করার কাজে কোন কমান্ড ব্যবহার করা হয়?
Ο ক) Automate
Ο খ) Automatic
Ο গ) Purge
Ο ঘ) Entrance
সঠিক উত্তর: (ক)
১৪২. যে লেয়ারটি বাতিল করতে হবে বা ফেলে দিতে হবে সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপর প্যালেটের কোন ধরনের মেনু থেকে ডিলিট লেয়ার কমান্ড দিতে হবে?
Ο ক) Drop down
Ο খ) pop up
Ο গ) drop up
Ο ঘ) temporary
সঠিক উত্তর: (খ)
১৪৩. অবজেক্ট প্রকৃতরূপে প্রদর্শিত হয় কোন মোডে?
Ο ক) Underprint Preview মোডে
Ο খ) Select Print Preview মোডে
Ο গ) Pixel Preview মোডে
Ο ঘ) Small Print Preview মোডে
সঠিক উত্তর: (গ)
১৪৪. টুলবক্সের টুলগুলোর নিচের সোয়াচে কয়েকটি আইকন রয়েছে। এ আইকনগুলোর সাহায্যে-
i. অবজেক্ট এবং অবজেক্টের প্রান্তে রঙ প্রয়োগ করা হয়
ii. রঙ বাতিল করে দেওয়া হয়
iii. ক্রপ করার কাজ সম্পন্ন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৫. কম্পিউটার টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মনিটরে উপস্থাপিত বিষয়ে প্রদর্শিত হয় কোন মোডে?
Ο ক) CMYK
Ο খ) Bitmap
Ο গ) grayscale
Ο ঘ) RGB
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. একসঙ্গে সর্বোচ্চ কয়টি লেয়ারের ছবি সম্পদনা করা যায়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
১৪৭. পাওয়ার পয়েন্ট এর টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর কোন বেতামে চাপ দিলে লেখাসহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে?
Ο ক) pd down
Ο খ) pd up
Ο গ) delete
Ο ঘ) insert
সঠিক উত্তর: (গ)
১৪৮. সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতাম ক্লিক করতে হবে?
Ο ক) Apply
Ο খ) All
Ο গ) Apply to all
Ο ঘ) all tramsition apply
সঠিক উত্তর: (গ)
১৪৯. বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এনিমেশন
Ο খ) ওয়ার্ড
Ο গ) বর্ণ
Ο ঘ) ফটোশপ
সঠিক উত্তর: (ক)
১৫০. সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট তৈরি হয়-
i. আয়তকার
ii. বৃত্তাকার বা বাউন্ডিং বক্স
iii. ত্রিভুজকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে?
Ο ক) বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
Ο খ) বাজারের হিসাব করতে
Ο গ) ক্রিকেটে খেলার রান হিসাব করতে
Ο ঘ) অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে
সঠিক উত্তর: (ঘ)
১০২. কম্পিউটার ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি সবচেয়ে জনপ্রিয়?
Ο ক) ইমজ ভিউয়ার
Ο খ) এডোবি ফটেশপ
Ο গ) অ্যাপল ফটোশপ
Ο ঘ) ইমেজ এডিটর
সঠিক উত্তর: (খ)
১০৩. কম্পিউটর ডেস্কটপ এর পর্দার নিচের বাম কোণের বোতামকে কী বলে?
Ο ক) মেনুবার
Ο খ) স্টার্ট বোতাম
Ο গ) অল প্রোগ্রাম
Ο ঘ) এন্টার বোতাম
সঠিক উত্তর: (খ)
১০৪. ফটোশপের টুলবক্সের কোনো টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার ভিতরে নিয়ে এলে কখনো -
i. ঐ টুলের নিজস্ব আকৃতিতে দেখা যায়
ii. যোগ চিহ্নরূপে দেখা যায়
iii. সম্পাদনা টুলগুলো আয়তকার আকৃতি হিসেবে প্রদর্শিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৫. ফটোশপে চোখের আইকনটির উপর ক্লিক করলে-
i. চোখটি অদৃশ্য হয়ে যাবে
ii. লেয়ারের ছবিটি পর্দা থেকে অদৃশ্য হয়ে যাবে
iii. একটি ডায়ালগ বক্স ওপেন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৬. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?
Ο ক) ডিরেক্টর
Ο খ) প্রিমিয়ার
Ο গ) ফটোশপ
Ο ঘ) মায়া
সঠিক উত্তর: (ক)
১০৭. এক কথায় মাল্টিমিডিয়া মানে কী?
Ο ক) প্রকাশ মাধ্যম
Ο খ) বহু মাধ্যম
Ο গ) সংবাদ মাধ্যম
Ο ঘ) দূরযোগাযোগ
সঠিক উত্তর: (খ)
১০৮. কোন কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে ?
Ο ক) Merge invisible
Ο খ) flatten image
Ο গ) Merge visible
Ο ঘ) Flatten Layer
সঠিক উত্তর: (ঘ)
১০৯. ধনাত্বক সংখ্যা ব্যবহার করলে লেখা বেজলইন থেকে কোথায় যায়?
Ο ক) উপরে
Ο খ) মধ্যে
Ο গ) কোনো পরিবর্তন হয় না
Ο ঘ) নিচে
সঠিক উত্তর: (ক)
১১০. কোনো স্লাইড তির করার সময় এবং স্লাইড তৈরির পরেও -
i. ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করা যায়
ii. নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়
iii. যেকোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১১. ছবির আকারে ছোট বড় করা যাবে?
Ο ক) Remove করে
Ο খ) Resize করে
Ο গ) Blind করে
Ο ঘ) Animation
সঠিক উত্তর: (খ)
১১২. কম্পিউটার ব্যবহার করে ডিজাইনার কাজ করার জন্য কোন প্রোগ্রামের চাহিদা সবচেয়ে বেশি?
Ο ক) ফটোশপ
Ο খ) পাওয়ারপয়েন্ট
Ο গ) ইলাস্ট্রেটর
Ο ঘ) এমএস এক্সেল
সঠিক উত্তর: (গ)
১১৩. লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে কী বলা হয়?
Ο ক) ফন্ট
Ο খ) লিডিং
Ο গ) স্ট্রোক
Ο ঘ) সোয়াস
সঠিক উত্তর: (খ)
১১৪. Gradient Tools এর এর একই অবস্থানে কোন টুল রয়েছে?
Ο ক) Eraser
Ο খ) lasso
Ο গ) paint bucket
Ο ঘ) Crop
সঠিক উত্তর: (গ)
১১৫. কোনটি দিয়ে উন্নতমানের সাউন্ড রেকডিং করা যায়?
Ο ক) কম্পিউটার
Ο খ) ফ্যাক্স
Ο গ) ইলেকট্রিক গিটার
Ο ঘ) টেলিপ্রিন্টার
সঠিক উত্তর: (ক)
১১৬. কোন মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যায়?
Ο ক) File
Ο খ) Animation
Ο গ) Tools
Ο ঘ) Insert
সঠিক উত্তর: (খ)
১১৭. একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যায়। এ অবস্থাকে কী বলে?
Ο ক) পিক্সেলেটেড
Ο খ) এনিমেটেড
Ο গ) করুলেটেড
Ο ঘ) করুগেটেড
সঠিক উত্তর: (ক)
১১৮. ফটোশপে কাজ করার জন্য ব্যবহার করা হয়-
Ο ক) প্যালেট
Ο খ) টুলবক্স
Ο গ) কালার মোড
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১১৯. মাল্টিমিডিয়া উপাদান বর্ণ অপর কী নামে পরিচিত?
Ο ক) ভিডিও
Ο খ) এনিমেশন
Ο গ) গ্রাফিক্স
Ο ঘ) টেক্সট
সঠিক উত্তর: (ঘ)
১২০. Slide এর Background Texture এর মাধ্যমে ফিল করতে কোন রেডিও বোতামে ক্লিক করতে হবে?
Ο ক) Insert
Ο খ) Picture or texture fill
Ο গ) Foreground
Ο ঘ) Background style
সঠিক উত্তর: (খ)
১২১. Background কে লেয়ারে পরিণত করার জন্য -
i. লেয়ার প্যলেট Background এর উপর হবলক্লিক করলে New Folder একটি ডায়ালগ বক্স আসবে
ii.ডায়ালগ বক্সের Name ঘরে Layer 0 থাকবে
iii. ডায়ালগ বক্সের Ok বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং ব্যাকগ্রউন্ড লেয়ার 0 এ পরিণত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২২. ফ্লাশ কী ধরনের সফটওয়্যার?
Ο ক) তথ্য উপস্থাপনার
Ο খ) গ্রাফিক্স
Ο গ) লেখালেখির
Ο ঘ) ই-মেইল পাঠাবার
সঠিক উত্তর: (খ)
১২৩. টাইটেল বারের নিচে কোনটি থাকে?
Ο ক) মেুন বার
Ο খ) স্টেটাস বার
Ο গ) স্ক্রল বার
Ο ঘ) রিবন
সঠিক উত্তর: (ক)
১২৪. সিলেকশন টুলকে কী বলে উল্লেখ করা হয়?
Ο ক) কালো তীর
Ο খ) লাল তীর
Ο গ) নীল তীর
Ο ঘ) তীর
সঠিক উত্তর: (ক)
১২৫. পাওয়ারপয়েন্ট পিকচার আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?
Ο ক) Insert
Ο খ) Home
Ο গ) File
Ο ঘ) Format
সঠিক উত্তর: (ক)
১২৬. কোন কাজটি ইলাস্ট্রেটর ব্যবহারে করা যায় না?
Ο ক) ছবি সম্পাদনা
Ο খ) ছবি আঁকা
Ο গ) লোগো তৈরি করা
Ο ঘ) প্রকাশনার প্রচ্ছদ ডিজাইন
সঠিক উত্তর: (ক)
১২৭. একই অবস্থানে কয়টি ল্যাসো টুল রয়েছে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১২৮. লেয়ার সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন -
i. ফটোশপ অপেন করার আগে
ii. অবজেক্ট তৈরি করার আগে
iii. ছবি সম্পাদনার কাজ শুরু করার আগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৯. আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলার জন্য -
i. Format Background ডায়ালগ বক্সের Solid Fill রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে
ii. কালার ড্রপ ডাউন তরে ক্লিক করে রঙ্গের প্যালেট আনতে হবে
iii. প্যালেট থেকে পার্লার রঙ সিলেক্ট করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩০. মাল্টিমিডিয়া -
i. সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে
ii. ভিডিওরূপে সরাসরি সম্প্রচারিত হতে পারে
iii. প্রিন্ট মিডিয়ারূপে প্রাচরিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩১. কোনটি এডোবি ফটোশপ Hight এবং Width এর একক নয়?
Ο ক) centimeter
Ο খ) pixels
Ο গ) decimeter
Ο ঘ) points
সঠিক উত্তর: (গ)
১৩২. ছবি ছেঁটে নেওয়া বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার কাজগুলো ছবি সম্পাদনার কোন পর্যায়ে করে নেওয়া সর্বোত্তম?
Ο ক) শুরুতে
Ο খ) শেষে
Ο গ) মাঝামাঝি
Ο ঘ) যেকোনো সময়
সঠিক উত্তর: (ক)
১৩৩. Presentation এর slide উপস্থাপনের জন্য কোন আইকনে ক্লিক করতে হবে?
Ο ক) Slide show
Ο খ) Solid fill
Ο গ) New slide
Ο ঘ) Transition
সঠিক উত্তর: (ক)
১৩৪. টেক্সট লেয়ার তৈরি করার ক্ষেত্রে ফন্ট ড্রপ ডাউন তালিকা থেকে কোন ফন্ট সিলেক্ট করতে হবে?
Ο ক) সুলেখা
Ο খ) সুতন্বী এমজে
Ο গ) সুরমা এমজে
Ο ঘ) আদর্শলিপি
সঠিক উত্তর: (খ)
১৩৫. ফিল সোয়েচ ক্লিক করলে-
i. ফিল সোয়াচটি সক্রিয় হবে
ii. ফিল সোয়াচটি উপরে অবস্থান করবে
iii. এ অবস্থায় ফিল ও স্ট্রোক এর কাজ করা যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৬. কোনটিতে টাইপ করা যায়?
Ο ক) টেক্সট বক্স
Ο খ) ইমেজ বক্স
Ο গ) কমান্ডবাটন
Ο ঘ) টুলটিপ বক্স
সঠিক উত্তর: (ক)
১৩৭. মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
Ο ক) Lasso tool
Ο খ) Move tool
Ο গ) Dodge tool
Ο ঘ) Fye Dropper tool
সঠিক উত্তর: (ক)
১৩৮. ফটোশপের টুলবক্স রয়েছে-
i. তুলি বা ব্রাশের রঙ
ii. Foreground এবং ক্যানভাসের রঙ নিয়ন্ত্রণের আইকন
iii. মনিটরের পর্দায় প্রদশন এলাকা নির্ধারনের আইকন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. কোনটির দ্বারা বড় ছবি ক্ষুদ্র সংস্করণ বুঝায়?
Ο ক) মার্কি
Ο খ) থাম্বলেইল
Ο গ) প্যালেট
Ο ঘ) আইকন
সঠিক উত্তর: (খ)
১৪০. লেয়ার শব্দের বাংলা কী হতে পারে?
Ο ক) স্তম্ভ
Ο খ) স্ট্রোক
Ο গ) স্তর
Ο ঘ) রঙ
সঠিক উত্তর: (গ)
১৪১. হেলানো ছবি ক্রোপ করার কাজে কোন কমান্ড ব্যবহার করা হয়?
Ο ক) Automate
Ο খ) Automatic
Ο গ) Purge
Ο ঘ) Entrance
সঠিক উত্তর: (ক)
১৪২. যে লেয়ারটি বাতিল করতে হবে বা ফেলে দিতে হবে সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপর প্যালেটের কোন ধরনের মেনু থেকে ডিলিট লেয়ার কমান্ড দিতে হবে?
Ο ক) Drop down
Ο খ) pop up
Ο গ) drop up
Ο ঘ) temporary
সঠিক উত্তর: (খ)
১৪৩. অবজেক্ট প্রকৃতরূপে প্রদর্শিত হয় কোন মোডে?
Ο ক) Underprint Preview মোডে
Ο খ) Select Print Preview মোডে
Ο গ) Pixel Preview মোডে
Ο ঘ) Small Print Preview মোডে
সঠিক উত্তর: (গ)
১৪৪. টুলবক্সের টুলগুলোর নিচের সোয়াচে কয়েকটি আইকন রয়েছে। এ আইকনগুলোর সাহায্যে-
i. অবজেক্ট এবং অবজেক্টের প্রান্তে রঙ প্রয়োগ করা হয়
ii. রঙ বাতিল করে দেওয়া হয়
iii. ক্রপ করার কাজ সম্পন্ন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৫. কম্পিউটার টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মনিটরে উপস্থাপিত বিষয়ে প্রদর্শিত হয় কোন মোডে?
Ο ক) CMYK
Ο খ) Bitmap
Ο গ) grayscale
Ο ঘ) RGB
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. একসঙ্গে সর্বোচ্চ কয়টি লেয়ারের ছবি সম্পদনা করা যায়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
১৪৭. পাওয়ার পয়েন্ট এর টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর কোন বেতামে চাপ দিলে লেখাসহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে?
Ο ক) pd down
Ο খ) pd up
Ο গ) delete
Ο ঘ) insert
সঠিক উত্তর: (গ)
১৪৮. সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতাম ক্লিক করতে হবে?
Ο ক) Apply
Ο খ) All
Ο গ) Apply to all
Ο ঘ) all tramsition apply
সঠিক উত্তর: (গ)
১৪৯. বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) এনিমেশন
Ο খ) ওয়ার্ড
Ο গ) বর্ণ
Ο ঘ) ফটোশপ
সঠিক উত্তর: (ক)
১৫০. সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট তৈরি হয়-
i. আয়তকার
ii. বৃত্তাকার বা বাউন্ডিং বক্স
iii. ত্রিভুজকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC ICT