এস.এস.সি আইসিটি অধ্যায় - ৪: আমার লেখালেখি ও হিসাব(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৪: আমার লেখালেখি ও হিসাব(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. লেখালেখির জন্য ব্যবহৃত হয় কোন সফটওয়্যার?
Ο ক) স্প্রেডশীট
Ο খ) ওয়ার্ড প্রসেসর
Ο গ) ডেটাবেজ
Ο ঘ) স্মার্ট সফটওয়্যার
সঠিক উত্তর: (খ)

৫২. স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কী করা হয়?
Ο ক) শব্দ প্রক্রিয়াকরণ
Ο খ) ছবি ব্যবস্থাপনা
Ο গ) তথ্য ব্যবস্থাপনা
Ο ঘ) হিসাব নিকাশ
সঠিক উত্তর: (ঘ)

৫৩. লেখালেখিতে ভুল হলে তা সংশোধনের সুযোগ পাওয়া যায় কোথায়?
Ο ক) টাইপরাইটারে
Ο খ) ওয়ার্ড প্রসেসর
Ο গ) উভয়ই
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

৫৪. স্প্রেডশিটে শতকরা নির্ণয় করা যায় কিসের সাহায্যে?
Ο ক) ট্রিং এর সাহায্যে
Ο খ) সূত্রের সাহায্যে
Ο গ) ফাংশনের সাহায্যে
Ο ঘ) স্ট্রিং ফাংশনের সাহায্যে
সঠিক উত্তর: (খ)

৫৫. Insert মেনুতে যেসব গ্রুপ থাকে তা হলো- i. Pages ii. Links iii. Number নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৬. যেকোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক কোন সফটওয়্যারটি?
Ο ক) পাওয়ার পয়েন্ট
Ο খ) মাই এডমিন
Ο গ) এক্সেল
Ο ঘ) মাই এক্সকুয়েল
সঠিক উত্তর: (খ)

৫৭. সুন্দরভাবে ডকুমেন্টকে উপস্থাপনের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) Text
Ο খ) Image
Ο গ) Audio
Ο ঘ) Video
সঠিক উত্তর: (খ)

৫৮. ওয়ার্ড প্রসেসরে অপেন অপশনটি কোন বাটনে থাকে?
Ο ক) অফিস বাটনে
Ο খ) পেইজ লেআউট
Ο গ) টেক্সট
Ο ঘ) রিভিউ
সঠিক উত্তর: (ক)

৫৯. ডকুমেন্ট প্রস্তুত করার গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
Ο ক) প্রতি পৃষ্ঠার নম্বর দেওয়া
Ο খ) লাইনের ব্যবধান নির্ণয় করা
Ο গ) মার্জিন ঠিক করা
Ο ঘ) বক্স তৈরি করা
সঠিক উত্তর: (ক)

৬০. স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্যসমূহ-
i. এতে স্লাইড এর মাধ্যমে তথ্য পরিবেশন করা যায়
ii. যেকোনো ধরনের হিসাব সুবিধাজনক
iii. চার্ট ব্যবহার করে তথ্য উপস্থাপন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)

৬১. ফস্ট গ্রুপের মধ্যে থাকে-
i. ফন্ট সাইজ
ii. ফন্ট কালার
iii. বুলেটৈ নাম্বার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬২. লেখালেখির সাজসজ্জা হলো ফ্রন্ট্রের-
i. স্টাইল নির্বাচন
ii. সাইজ নির্ধরণ
iii. রঙ নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৩. প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধরণ করা যায়-
i. ডকুমেন্ট টাইপ করার পূর্বে
ii. ডকুমেন্ট টাইপ করার পরে
iii. মার্জিন নির্ধারণের পরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৪. ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কী?
Ο ক) শব্দ রচনা
Ο খ) বাক্য রচনা
Ο গ) শব্দ প্রক্রিয়করণ
Ο ঘ) হিসাব করা
সঠিক উত্তর: (গ)

৬৫. স্প্রেডশিটে যে ধরনের উপাত্ত নিয়ে কাজ করা যায়-
i. সংখ্যা ভিত্তিক
ii. উপাত্ত শ্রেণিকরণ করা
iii. সূত্র ও ফাংশনের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৬. মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে latest version কোনটি?
Ο ক) Microsoft word 2013
Ο খ) Microsoft word 2007
Ο গ) Microsoft word 2003
Ο ঘ) Microsoft word 2016
সঠিক উত্তর: (ক)

৬৭. কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) নিউ
Ο খ) ওপেন
Ο গ) সেইভ
Ο ঘ) সেইভ এজ
সঠিক উত্তর: (ঘ)

৬৮. টেবিল টুল এ যে অপশন থাকে-
i. Number of Colums নির্ধরণ
ii. Smart Art যুক্ত করণ
iii. Quick table
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৯. অফিস বাটন থাকে নিচের কোন সফটওয়্যারে?
Ο ক) ইয়াহু
Ο খ) ওয়ার্ড প্রসেসর
Ο গ) ইলাস্ট্রেটর
Ο ঘ) ফটোশপ
সঠিক উত্তর: (খ)

৭০. কপি করার কীবোর্ড কমান্ড কোনটি?
Ο ক) Ctrl+C
Ο খ) Ctrl+p
Ο গ) Ctrl+V
Ο ঘ) Ctrl+S
সঠিক উত্তর: (ক)

৭১. অফিস বাটনের অন্তর্ভুক্ত অপশন-
i. New
ii. Find & Replace
iii. Open
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭২. ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে -
i. লেখার আকার ছোট বড় করা যায়
ii. নতুন লেখা প্রবেশ করানো যায় না
iii. বক্স আকারে উপস্থাপনা করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭৩. বাংলা কাজ করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়?
Ο ক) অপটিমা
Ο খ) চন্দ্রবতী
Ο গ) অভ্র
Ο ঘ) অনিবার্ণ
সঠিক উত্তর: (গ)

৭৪. খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির উপর?
Ο ক) Shut down
Ο খ) close
Ο গ) Save
Ο ঘ) New
সঠিক উত্তর: (খ)

৭৫. ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই?
Ο ক) ক্লিপ আর্ট
Ο খ) টেবিল
Ο গ) স্মার্ট আর্ট
Ο ঘ) স্পেইস
সঠিক উত্তর: (খ)

৭৬. কোন তালিকার ধারাবাহিকতা রাখার জন্য কোনো চিহ্ন, বর্ণ বা সংখ্যা ব্যবহার করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় কী বলে?
Ο ক) বুলেট ও নম্বর
Ο খ) আইকন লাইনার
Ο গ) লাইনের ব্যবধান
Ο ঘ) প্যারাগ্রাফ ও বুলেট
সঠিক উত্তর: (ক)

৭৭. মেনুবারে লেখা থাকে-
i. File
ii. Edit
iii. Help
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. ইনসার্ট বাটনে পাওয়া যায় কোন অপশনটি?
Ο ক) Open
Ο খ) table
Ο গ) save
Ο ঘ) prepare
সঠিক উত্তর: (খ)

৭৯. স্প্রেডশিটে গুণ করার জন্য-
i. ডাটা প্রয়োজন হয়
ii. সেল ঠিকানার প্রয়োজন হয়
iii. ‘/’ চিহ্নের প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮০. Headec & Footer গ্রুপে আইকন থাকে-
i. Page Number
ii. Header
iii. Hyper Link
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮১. ফন্ট ফ্যামিলি হচ্ছে-
i. ফন্টের সাইজ
ii. ফন্টের স্টাইল
iii. ফন্টের টাইপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮২. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি?
Ο ক) লেখালেখি
Ο খ) ছবি সংযোজন
Ο গ) এডিটিং
Ο ঘ) সেভ করা বা সংরক্ষণ
সঠিক উত্তর: (গ)

৮৩. ওয়ার্ড ডকুমেন্ট এ ছবি যোগ করতে হলে-
i. insert ট্যাব এ যেতে হয়
ii. Illustration গ্রুপ এ যেতে হয়
iii. Reference গ্রুপে যেতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮৪. অফিস ২০০৭ এ ইনসার্ট ট্যাবের অধীনে থাকে-
i. Text box
ii. Word Art
iii. Drop Cap
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৫. ডকুমেন্টের মার্জিন নির্ধারণ একাধিকভাবে করা যায়। যেমন-
i. Alpha 1
ii. Moderate
iii. Minror
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)

৮৬. মেনুবারে লেখা থাকে- i. File ii. Edit iii. Help নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৭. ফাংশন = PRODUCT এর কাজ কী?
Ο ক) গুন করা
Ο খ) ভাগ করা
Ο গ) শতকরা নির্ণয় করা
Ο ঘ) বিয়োগ করা
সঠিক উত্তর: (ক)

৮৮. ডায়ালগ বক্সে-
i. কলাম ও রো সংখ্যা ঠিক করা হয়
ii. ছবি যোগ করা হয়
iii. ওয়ার্ড আর্ট যোগ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮৯. স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে-
i. লেখালেখি করা সহজ
ii. সূত্র ব্যবহার করা যায়
iii. উপাত্ত বিন্যাস করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯০. ক্লিপআর্ট কোথায় থাকে?
Ο ক) হোম মেনুতে
Ο খ) রিভিউ মেনুতে
Ο গ) ইনর্সাট মেনুতে
Ο ঘ) অফিস বাটনে
সঠিক উত্তর: (গ)

৯১. দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য কোন টুলসটি ব্যবহার করা হয়?
Ο ক) Tab
Ο খ) Space
Ο গ) Line Spacing
Ο ঘ) Page break
সঠিক উত্তর: (গ)

৯২. মার্জিন ঠিক করা হয়-
i. রিবনের পেইজ লেআউট ট্যাবে ক্লিক করে
ii. মার্জিন আইকেনে ক্লিক করে
iii. হেডার গ্রুপে ক্লিক করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৩. স্প্রেডশিট সফটওয়্যার হলো-
i. লোটাস
ii. এক্সেল
iii. এক্সেস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৪. স্প্রেডশিটে গুন করার পদ্ধতি কত ধরনের?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৯৫. লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করার জন্য কোনটির প্রয়োজন?
Ο ক) ওয়ার্ড প্রসেসর
Ο খ) সি ++
Ο গ) Fortran
Ο ঘ) স্প্রেডশিট
সঠিক উত্তর: (ক)

৯৬. ফন্ট বলতে বুঝায় কোনটি?
Ο ক) বিভিন্ন ধরনের লিস্ট
Ο খ) বিভিন্ন ধরনের অক্ষর
Ο গ) বিভিন্ন ধরনের শব্দ
Ο ঘ) বিভিন্ন ধরনের আইকন
সঠিক উত্তর: (খ)

৯৭. পৃষ্ঠা নম্বর দেওয়া যায় পৃষ্ঠার হেডার এর-
i. Left
ii. Right
iii. Center
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৮. কোনটি স্প্রেডশিটের প্রোগ্রাম?
Ο ক) এক্সেল
Ο খ) ডিবেজ
Ο গ) মাইক্রোসফট
Ο ঘ) ফক্সপ্রো
সঠিক উত্তর: (ক)

৯৯. কোনটি ফন্টের নাম নয়?
Ο ক) বিজয়
Ο খ) সুতন্বী
Ο গ) সুতন্বী এমজে
Ο ঘ) টাইমস নিউ রোমান
সঠিক উত্তর: (ক)

১০০. Enter key এর অপর নাম কী?
Ο ক) ট্যাব কী
Ο খ) রির্টান কী
Ο গ) শিফট কী
Ο ঘ) ব্যাকস্পেস কী
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post