ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৩: আমার শিক্ষায় ইন্টারনেট(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. প্রোগ্রামিং করতে হলে অবশ্যই কোন বিষয়টি জানা প্রয়োজন?
Ο ক) ইন্টারনেট
Ο খ) ওয়েব
Ο গ) কম্পিউটার
Ο ঘ) প্রোগ্রামিং ভাষা
সঠিক উত্তর: (ঘ)
৫২. ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন-
i. হার্ডওয়্যার
ii. সফটওয়্যার
iii. আইএসপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৩. আমাদের দেশের প্রোগ্রামারার কিসের মাধ্যমে ফেসবুক কোম্পানির কাজ করতে পারছে?
Ο ক) মাল্টিমিডিয়া
Ο খ) কম্পিউটার প্রোগ্রামিং
Ο গ) মোবাইল
Ο ঘ) ফ্রিন্যান্সিং
সঠিক উত্তর: (ঘ)
৫৪. ডিজিটাল কনটেন্ট তৈরিতে ব্যবহৃত উপাদান হলো- i. প্রজেক্টর ii. চিত্র iii. ভিডিও নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৫. চাকরি পাওযার জন্য প্রায় সকল ক্ষেত্রে কোনটির ব্যবহার জানা প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচিত হবে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: (গ)
৫৬. ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রাদানকে কি বলে?
Ο ক) ক্রিয়েটিভ লার্নিং
Ο খ) ই-লার্নিং
Ο গ) ডিসটেন্স লার্নিং
Ο ঘ) ডিজিটাল লার্নিং
সঠিক উত্তর: (খ)
৫৭. ডিজিটাল মাধম্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের লিখিত কনটেন্ট হলো-
i. পণ্যের বর্ণনা
ii.পণ্যের মূল্যায়ন
iii. ই-বুক সংবাদপত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. সফটওয়্যার কোম্পানি- i. BMW ii. Google iii. Microsoft নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৯. INTERNET এর পূর্ণ নাম কী?
Ο ক) Internal Network
Ο খ) International Network
Ο গ) Intermix Network
Ο ঘ) Initial Network
সঠিক উত্তর: (খ)
৬০. ই-বুক কি ধরনের কনটেন্ট?
Ο ক) ছবি
Ο খ) এনিমেশন
Ο গ) টেকস্ট
Ο ঘ) অডিও
সঠিক উত্তর: (গ)
৬১. ডিজিটাল কনটেন্ট এর উপাদন হলো-
i.লিখিত তথ্য
ii. ছবি
iii. ভিডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল কনটেন্ট সম্প্রচারিত হতে পারে-
i. ডিজিটাল পদ্ধতিতে
ii. এনালগ পদ্ধতিতে
iii. ফাইল আকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৩. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট?
Ο ক) অপারেটিং সিস্টেম
Ο খ) অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
Ο গ) এনিমেশন
Ο ঘ) মডেম
সঠিক উত্তর: (গ)
৬৪. ভিডিও কনটেন্ট -
i. ইউটিউবে প্রচারিত কনটেন্ট
ii. এর মধ্যে পরে ইনফো-গ্রাফিক্স
iii. এর উদারহণ ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৫. এনিমেশন কী ধরনের কনটেন্ট?
Ο ক) এনালগ
Ο খ) ডিজিটাল
Ο গ) ই-বুক
Ο ঘ) পিডিএফ
সঠিক উত্তর: (খ)
৬৬. মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) গেম নির্মাণ প্রতিষ্ঠান
Ο খ) সফটওয়্যার প্রতিষ্ঠান
Ο গ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান
Ο ঘ) কারখানা
সঠিক উত্তর: (খ)
৬৭. কোন দেশে গেম খেলার টাকা যোগাতে দম্পতি তাদের সন্তান বিক্রি করে দিয়েছিল?
Ο ক) কোরিয়া
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) ভারত
Ο ঘ) চীন
সঠিক উত্তর: (ঘ)
৬৮. মুদ্রিত বইয়ের ইলেট্রনিক রূপ কোনটি?
Ο ক) ইলেকট্রিক বুক
Ο খ) ওয়েবিনারো
Ο গ) ই-বুক
Ο ঘ) ইনফো-গ্রাফিক্স
সঠিক উত্তর: (গ)
৬৯. ফেসবুক কী ধরনের প্রতিষ্ঠান ?
Ο ক) চকলেট নির্মাতা প্রতিষ্ঠান
Ο খ) জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান
Ο গ) সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
Ο ঘ) গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
৭০. নিচের কোনটি ওপেন কম্পিউটার্সের তৈরি?
Ο ক) ই-বুক
Ο খ) ই-পাব
Ο গ) চৌকস ই-বুক
Ο ঘ) আইবুক
সঠিক উত্তর: (ঘ)
৭১. কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে?
Ο ক) ডিজিটাল কনটেন্ট
Ο খ) এনালগ কনটেন্ট
Ο গ) ই-মেইল
Ο ঘ) এনিমেশন
সঠিক উত্তর: (ক)
৭২. ফ্রিল্যান্সার কাজ করা জন্য-
i. ধৈর্যের প্রয়োজন হয়
ii. নিজস্ব সার্ভার ব্যবস্থার প্রয়োজন হয়
iii. ইংরেজী ভাষায় ভালো দক্ষতার প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৩. কম্পিউটার ইঞ্জিনিয়ানিং কোন ধরনের ক্যারিয়ার?
Ο ক) আইসিটি
Ο খ) রোবোটিক
Ο গ) ব্যবসা
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ক)
৭৪. অনলাইনে পড়ার ই-বুক সাধারণত কোন ফরম্যাটে প্রাকশিত হয়?
Ο ক) HTML
Ο খ) xls
Ο গ) pdf
Ο ঘ) Al
সঠিক উত্তর: (ক)
৭৫. কোনটি বিশেষায়িত কাজের ক্ষেত্র?
Ο ক) ই-মেইল
Ο খ) ইন্টারনেট
Ο গ) সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার
Ο ঘ) প্রোগ্রামিং
সঠিক উত্তর: (ঘ)
৭৬. ইন্টরনেট ব্যবহার করার জন্য নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) ই-বুক
Ο খ) ই-পাব
Ο গ) প্রিন্টার
Ο ঘ) ল্যাপটপ
সঠিক উত্তর: (ঘ)
৭৭. ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে?
Ο ক) ভিডিও স্ট্রিমিং
Ο খ) রিসোর্স শেয়ারিং
Ο গ) ভিডিও কাস্টিং
Ο ঘ) ভিডিও শেয়ারিং
সঠিক উত্তর: (ক)
৭৮. চৌকস ই-বুকে বিদ্যমান থাকে-
i. কুইজ এর ব্যবস্থা
ii. কুইজের উত্তর করার ব্যবস্থা
iii. কুইজের উত্তর যাচাই করার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৯. ইন্টারনেট ব্যবহার নিরাপত্তা ঝুঁকি কমানো যায়-
i. সতর্কতা অবলম্বন করে
ii. ইউটিলিটি ডিলিট করে
iii. বিশেষ ব্যবস্থা গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮০. আইসিটিতে দক্ষ ব্যক্তির কাজের ক্ষেত্রে- i. কম্পিউটার ii. ইন্টারনেট iii. মোবাইল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি
Ο ক) কম্পিউটার
Ο খ) টেলিভিশন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) স্মার্টফোন
সঠিক উত্তর: (ক)
৮২. মুদ্রিত বইয়ের ই-বুকগুলো সবচেয়ে বেশি কোন ফরম্যাটে থাকে?
Ο ক) Wav
Ο খ) pdf
Ο গ) mp3
Ο ঘ) mp4
সঠিক উত্তর: (খ)
৮৩. EPUB এর পূর্ণরূপ কোনটি?
Ο ক) Electro publication
Ο খ) Easy publication
Ο গ) Electronic publication
Ο ঘ) Enormous publication
সঠিক উত্তর: (গ)
৮৪. এইচটিএমএল ফরম্যাটে প্রকাশিত বইগুলো-
i. শুধুমাত্র ইন্টানেটে পড়া যায়
ii. শুধুমাত্র প্রিন্ট কপি পড়া যায়
iii. মুল বই থেকে বাড়তি সুবিধা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
Ο ক) মোবাইল
Ο খ) কম্পিউটার
Ο গ) অ্যাপস
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (খ)
৮৬. ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটির উপর দক্ষতা প্রয়োজন?
Ο ক) বাংলা
Ο খ) হিন্দি
Ο গ) ইংরেজী
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (গ)
৮৭.ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক পড়া যায়-
i. প্রিন্টার
ii. আইপ্যাড
iii. ম্যাক কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৮. ছাত্র ছাত্রীদের সকল জ্ঞানের চাহিদা পূরণ করছে কোনটি?
Ο ক) পাঠ্যবই
Ο খ) বিদ্যালয়
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) শিক্ষক
সঠিক উত্তর: (গ)
৮৯. যে ই-বইগুলো কেবল ইন্টানেটে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
Ο ক) পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট
Ο খ) পোর্টেবল ডিভাইস ফরম্যাট
Ο গ) এইচটিএমএল ফরম্যাট
Ο ঘ) পিডিএফ ফরম্যাট
সঠিক উত্তর: (গ)
৯০. বেআইনি ভাবে কারো বই ইন্টারনেট থেকে নামিয়ে ফেলা কোন আইনের লঙ্গন?
Ο ক) মানবাধিকার
Ο খ) নারী নির্যাতন আইন
Ο গ) কপি রাইট আইন
Ο ঘ) শিশু শ্রম আইন
সঠিক উত্তর: (গ)
৯১. পিডিএফ ফরম্যাটে প্রকাশিত বইগুলো-
i. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি
ii. সম্পূর্ন বই অধ্যায় হিসেবে পাওয়া যায়
iii. সম্পূর্ন বই একসঙ্গে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯২.EPUB ফরম্যাটের ই-বুকগুলো -
i. বিশেষ ডিভাইসে পড়া যায়
ii. নোট লেখার সুবিধা প্রদান করে
iii. অর্থ জানার সুবিধা দেয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৩. ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত বিভিন্ন ধরনের ছবি হলো-
i. ক্যামেরায় তোলা ছবি
ii. ইনফো-গ্রাফিক্স
iii. ই-বুক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৪. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত তথ্য হতে পারে- i. শব্দ ii. ছবি iii. ওয়েবসাইট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৫. বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও-
i. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
ii. রোবোটিক ইঞ্জিনিয়ারিং
iii. মোবাইল কম্পিউনিকেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৬. কনটেন্ট কী?
Ο ক) প্রতিলিপি
Ο খ) তথ্য অধেয়
Ο গ) উপাত্ত
Ο ঘ) ডেটাবেজ
সঠিক উত্তর: (খ)
৯৭.বিভিন্ন ধরণের ইবুক হলো-
i. বই এর ওয়েবসাইট
ii. চৌকস ই-বুক
iii. ই-বুকের অ্যাপস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৮.অ্যাকাউন্ট নিরাপত্তা নিশ্চিত করা যায়-
i. কঠিন পাসওয়ার্ড ব্যবহার করে
ii. মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে
iii. নিয়মিত লগ আউট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও: মারুফ ইন্টারেনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ব্রাউজ করতে করতে একটি ওয়েবসাইটে গিয়ে দেখল সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা অনলাইনেই ক্লাশ নেয় এবং ফলাফলও অনলাইনেই প্রদানকরে। মারুফ ঐ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেল।
৯৯. মারুফ কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করল?
Ο ক) ই-পাব
Ο খ) ই-বুক
Ο গ) ই-লার্নিং
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (গ)
১০০. এ ব্যবস্থায় অংশ নিতে যেসব মাধ্যম প্রয়োজন হয়-
i. রেডিও
ii. ই-বুক
iii. নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. প্রোগ্রামিং করতে হলে অবশ্যই কোন বিষয়টি জানা প্রয়োজন?
Ο ক) ইন্টারনেট
Ο খ) ওয়েব
Ο গ) কম্পিউটার
Ο ঘ) প্রোগ্রামিং ভাষা
সঠিক উত্তর: (ঘ)
৫২. ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন-
i. হার্ডওয়্যার
ii. সফটওয়্যার
iii. আইএসপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৩. আমাদের দেশের প্রোগ্রামারার কিসের মাধ্যমে ফেসবুক কোম্পানির কাজ করতে পারছে?
Ο ক) মাল্টিমিডিয়া
Ο খ) কম্পিউটার প্রোগ্রামিং
Ο গ) মোবাইল
Ο ঘ) ফ্রিন্যান্সিং
সঠিক উত্তর: (ঘ)
৫৪. ডিজিটাল কনটেন্ট তৈরিতে ব্যবহৃত উপাদান হলো- i. প্রজেক্টর ii. চিত্র iii. ভিডিও নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৫. চাকরি পাওযার জন্য প্রায় সকল ক্ষেত্রে কোনটির ব্যবহার জানা প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচিত হবে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: (গ)
৫৬. ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রাদানকে কি বলে?
Ο ক) ক্রিয়েটিভ লার্নিং
Ο খ) ই-লার্নিং
Ο গ) ডিসটেন্স লার্নিং
Ο ঘ) ডিজিটাল লার্নিং
সঠিক উত্তর: (খ)
৫৭. ডিজিটাল মাধম্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের লিখিত কনটেন্ট হলো-
i. পণ্যের বর্ণনা
ii.পণ্যের মূল্যায়ন
iii. ই-বুক সংবাদপত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮. সফটওয়্যার কোম্পানি- i. BMW ii. Google iii. Microsoft নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৯. INTERNET এর পূর্ণ নাম কী?
Ο ক) Internal Network
Ο খ) International Network
Ο গ) Intermix Network
Ο ঘ) Initial Network
সঠিক উত্তর: (খ)
৬০. ই-বুক কি ধরনের কনটেন্ট?
Ο ক) ছবি
Ο খ) এনিমেশন
Ο গ) টেকস্ট
Ο ঘ) অডিও
সঠিক উত্তর: (গ)
৬১. ডিজিটাল কনটেন্ট এর উপাদন হলো-
i.লিখিত তথ্য
ii. ছবি
iii. ভিডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল কনটেন্ট সম্প্রচারিত হতে পারে-
i. ডিজিটাল পদ্ধতিতে
ii. এনালগ পদ্ধতিতে
iii. ফাইল আকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৩. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট?
Ο ক) অপারেটিং সিস্টেম
Ο খ) অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
Ο গ) এনিমেশন
Ο ঘ) মডেম
সঠিক উত্তর: (গ)
৬৪. ভিডিও কনটেন্ট -
i. ইউটিউবে প্রচারিত কনটেন্ট
ii. এর মধ্যে পরে ইনফো-গ্রাফিক্স
iii. এর উদারহণ ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৫. এনিমেশন কী ধরনের কনটেন্ট?
Ο ক) এনালগ
Ο খ) ডিজিটাল
Ο গ) ই-বুক
Ο ঘ) পিডিএফ
সঠিক উত্তর: (খ)
৬৬. মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) গেম নির্মাণ প্রতিষ্ঠান
Ο খ) সফটওয়্যার প্রতিষ্ঠান
Ο গ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান
Ο ঘ) কারখানা
সঠিক উত্তর: (খ)
৬৭. কোন দেশে গেম খেলার টাকা যোগাতে দম্পতি তাদের সন্তান বিক্রি করে দিয়েছিল?
Ο ক) কোরিয়া
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) ভারত
Ο ঘ) চীন
সঠিক উত্তর: (ঘ)
৬৮. মুদ্রিত বইয়ের ইলেট্রনিক রূপ কোনটি?
Ο ক) ইলেকট্রিক বুক
Ο খ) ওয়েবিনারো
Ο গ) ই-বুক
Ο ঘ) ইনফো-গ্রাফিক্স
সঠিক উত্তর: (গ)
৬৯. ফেসবুক কী ধরনের প্রতিষ্ঠান ?
Ο ক) চকলেট নির্মাতা প্রতিষ্ঠান
Ο খ) জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান
Ο গ) সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
Ο ঘ) গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
৭০. নিচের কোনটি ওপেন কম্পিউটার্সের তৈরি?
Ο ক) ই-বুক
Ο খ) ই-পাব
Ο গ) চৌকস ই-বুক
Ο ঘ) আইবুক
সঠিক উত্তর: (ঘ)
৭১. কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে?
Ο ক) ডিজিটাল কনটেন্ট
Ο খ) এনালগ কনটেন্ট
Ο গ) ই-মেইল
Ο ঘ) এনিমেশন
সঠিক উত্তর: (ক)
৭২. ফ্রিল্যান্সার কাজ করা জন্য-
i. ধৈর্যের প্রয়োজন হয়
ii. নিজস্ব সার্ভার ব্যবস্থার প্রয়োজন হয়
iii. ইংরেজী ভাষায় ভালো দক্ষতার প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৩. কম্পিউটার ইঞ্জিনিয়ানিং কোন ধরনের ক্যারিয়ার?
Ο ক) আইসিটি
Ο খ) রোবোটিক
Ο গ) ব্যবসা
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ক)
৭৪. অনলাইনে পড়ার ই-বুক সাধারণত কোন ফরম্যাটে প্রাকশিত হয়?
Ο ক) HTML
Ο খ) xls
Ο গ) pdf
Ο ঘ) Al
সঠিক উত্তর: (ক)
৭৫. কোনটি বিশেষায়িত কাজের ক্ষেত্র?
Ο ক) ই-মেইল
Ο খ) ইন্টারনেট
Ο গ) সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার
Ο ঘ) প্রোগ্রামিং
সঠিক উত্তর: (ঘ)
৭৬. ইন্টরনেট ব্যবহার করার জন্য নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) ই-বুক
Ο খ) ই-পাব
Ο গ) প্রিন্টার
Ο ঘ) ল্যাপটপ
সঠিক উত্তর: (ঘ)
৭৭. ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে?
Ο ক) ভিডিও স্ট্রিমিং
Ο খ) রিসোর্স শেয়ারিং
Ο গ) ভিডিও কাস্টিং
Ο ঘ) ভিডিও শেয়ারিং
সঠিক উত্তর: (ক)
৭৮. চৌকস ই-বুকে বিদ্যমান থাকে-
i. কুইজ এর ব্যবস্থা
ii. কুইজের উত্তর করার ব্যবস্থা
iii. কুইজের উত্তর যাচাই করার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৯. ইন্টারনেট ব্যবহার নিরাপত্তা ঝুঁকি কমানো যায়-
i. সতর্কতা অবলম্বন করে
ii. ইউটিলিটি ডিলিট করে
iii. বিশেষ ব্যবস্থা গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮০. আইসিটিতে দক্ষ ব্যক্তির কাজের ক্ষেত্রে- i. কম্পিউটার ii. ইন্টারনেট iii. মোবাইল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি
Ο ক) কম্পিউটার
Ο খ) টেলিভিশন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) স্মার্টফোন
সঠিক উত্তর: (ক)
৮২. মুদ্রিত বইয়ের ই-বুকগুলো সবচেয়ে বেশি কোন ফরম্যাটে থাকে?
Ο ক) Wav
Ο খ) pdf
Ο গ) mp3
Ο ঘ) mp4
সঠিক উত্তর: (খ)
৮৩. EPUB এর পূর্ণরূপ কোনটি?
Ο ক) Electro publication
Ο খ) Easy publication
Ο গ) Electronic publication
Ο ঘ) Enormous publication
সঠিক উত্তর: (গ)
৮৪. এইচটিএমএল ফরম্যাটে প্রকাশিত বইগুলো-
i. শুধুমাত্র ইন্টানেটে পড়া যায়
ii. শুধুমাত্র প্রিন্ট কপি পড়া যায়
iii. মুল বই থেকে বাড়তি সুবিধা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
Ο ক) মোবাইল
Ο খ) কম্পিউটার
Ο গ) অ্যাপস
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (খ)
৮৬. ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটির উপর দক্ষতা প্রয়োজন?
Ο ক) বাংলা
Ο খ) হিন্দি
Ο গ) ইংরেজী
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (গ)
৮৭.ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক পড়া যায়-
i. প্রিন্টার
ii. আইপ্যাড
iii. ম্যাক কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৮. ছাত্র ছাত্রীদের সকল জ্ঞানের চাহিদা পূরণ করছে কোনটি?
Ο ক) পাঠ্যবই
Ο খ) বিদ্যালয়
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) শিক্ষক
সঠিক উত্তর: (গ)
৮৯. যে ই-বইগুলো কেবল ইন্টানেটে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
Ο ক) পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট
Ο খ) পোর্টেবল ডিভাইস ফরম্যাট
Ο গ) এইচটিএমএল ফরম্যাট
Ο ঘ) পিডিএফ ফরম্যাট
সঠিক উত্তর: (গ)
৯০. বেআইনি ভাবে কারো বই ইন্টারনেট থেকে নামিয়ে ফেলা কোন আইনের লঙ্গন?
Ο ক) মানবাধিকার
Ο খ) নারী নির্যাতন আইন
Ο গ) কপি রাইট আইন
Ο ঘ) শিশু শ্রম আইন
সঠিক উত্তর: (গ)
৯১. পিডিএফ ফরম্যাটে প্রকাশিত বইগুলো-
i. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি
ii. সম্পূর্ন বই অধ্যায় হিসেবে পাওয়া যায়
iii. সম্পূর্ন বই একসঙ্গে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯২.EPUB ফরম্যাটের ই-বুকগুলো -
i. বিশেষ ডিভাইসে পড়া যায়
ii. নোট লেখার সুবিধা প্রদান করে
iii. অর্থ জানার সুবিধা দেয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৩. ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত বিভিন্ন ধরনের ছবি হলো-
i. ক্যামেরায় তোলা ছবি
ii. ইনফো-গ্রাফিক্স
iii. ই-বুক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৪. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত তথ্য হতে পারে- i. শব্দ ii. ছবি iii. ওয়েবসাইট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯৫. বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও-
i. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
ii. রোবোটিক ইঞ্জিনিয়ারিং
iii. মোবাইল কম্পিউনিকেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৬. কনটেন্ট কী?
Ο ক) প্রতিলিপি
Ο খ) তথ্য অধেয়
Ο গ) উপাত্ত
Ο ঘ) ডেটাবেজ
সঠিক উত্তর: (খ)
৯৭.বিভিন্ন ধরণের ইবুক হলো-
i. বই এর ওয়েবসাইট
ii. চৌকস ই-বুক
iii. ই-বুকের অ্যাপস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৮.অ্যাকাউন্ট নিরাপত্তা নিশ্চিত করা যায়-
i. কঠিন পাসওয়ার্ড ব্যবহার করে
ii. মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে
iii. নিয়মিত লগ আউট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও: মারুফ ইন্টারেনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ব্রাউজ করতে করতে একটি ওয়েবসাইটে গিয়ে দেখল সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা অনলাইনেই ক্লাশ নেয় এবং ফলাফলও অনলাইনেই প্রদানকরে। মারুফ ঐ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেল।
৯৯. মারুফ কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করল?
Ο ক) ই-পাব
Ο খ) ই-বুক
Ο গ) ই-লার্নিং
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (গ)
১০০. এ ব্যবস্থায় অংশ নিতে যেসব মাধ্যম প্রয়োজন হয়-
i. রেডিও
ii. ই-বুক
iii. নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC ICT