এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৯)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪০১. চিত্তরঞ্জন দাসের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণে দেখা যায় তিনি ছিলেন-
i. বাস্তববাদী
ii. দূরদর্শী
iii. সমস্যার সমাধানকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০২. ১৯৩৪ খ্রি. ১২ জানুয়ারি বিপ্লবী ‘X’ কে ফাঁসি দেওয়া হয় এবং তার মৃতদেহ বঙ্গোপসাগারে ভাসিয়ে দেওয়া হয়। উদ্দীপকের ব্যক্তিটির সাথে মিল রয়েছে কার?
Ο ক) প্রীতিলতা
Ο খ) সূর্যসেন
Ο গ) গর্ভনর জ্যাকসন
Ο ঘ) বীণাদাস
 সঠিক উত্তর: (খ)

 ৪০৩. ‘X’ এর অসাম্প্রদায়িক চেতনা, উদারনীতি বাংলা সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের আস্থা অর্জনে সক্ষম হয় । উদ্দীপকের ব্যক্তিটির সাথে মিল রয়েছে-
i. চিত্তরঞ্জন দাস
ii. শেখ মুজিবুর রহমান
iii. সূর্যসেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪০৪. কেন মোহাম্মদ আলী জিন্নাহ ‘দ্বি-জাতি তত্ত্ব ঘোষণা’ করেন?
Ο ক) হিন্দুদের স্বার্থের কথা বিবেচনা করে
Ο খ) মুসলমানদের স্বার্থের কথা বিবেচনা করে
Ο গ) ব্রিটিশদের স্বার্থের কথা বিবেচনা করে
Ο ঘ) পাকিস্তানের স্বার্থের কথা বিবেচনা করে
 সঠিক উত্তর: (খ)

 ৪০৫. আইন অনুসারে কত খ্রিস্টাব্দে ভারত ভাগ হয়?
Ο ক) ১৯৪৫ খ্রি.
Ο খ) ১৯৪৭ খ্রি.
Ο গ) ১৯৪৯ খ্রি.
Ο ঘ) ১৯৫১ খ্রি.
 সঠিক উত্তর: (খ)

 ৪০৬. সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হচ্ছে-
i. ধর্মীয় অনুভূতিতে আঘাত
ii. মুঘল সম্রাটের পদ বিলোপ
iii. ধর্ম নাশের প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪০৭. আসিফ ১৯০০ খ্রিস্টাব্দে ঢাকা বোর্ড থেকে ইন্টারমেডিয়েট পরীক্ষা প্রথম স্থান অধিকারিণী একজন নারীর কথা বলেন। এখানে কোন নারীর কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) বেগম রোকয়া
Ο খ) সুফিয়া কামাল
Ο গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
Ο ঘ) নবাব ফয়জুন্নেসা
 সঠিক উত্তর: (গ)

 ৪০৮. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৮৫৫
Ο খ) ১৮৫৭
Ο গ) ১৮৫৯
Ο ঘ) ১৮৬১
 সঠিক উত্তর: (খ)

 ৪০৯. কতসালে স্বত্ব বিলোপ নীতি বাতিল করা হয়?
Ο ক) ১৮৫৫ খ্রি. ১ নভেম্বর
Ο খ) ১৮৫৬ খ্রি. ১ নভেম্বর
Ο গ) ১৮৫৭ খ্রি. ১ নভেম্বর
Ο ঘ) ১৮৫৮ খ্রি. ১ নভেম্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১০. ইংরেজ সরকার ও সূর্যসেনের মধ্যকার সংঘর্ষ হয় কোথায়?
Ο ক) জালালাবাদ পাহাড়ে
Ο খ) লালমাই পাহাড়ে
Ο গ) গারো পাহাড়ে
Ο ঘ) লুসাই পাহাড়ে
 সঠিক উত্তর: (ক)

 ৪১১. ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কখন?
Ο ক) ১৯২১ সালে
Ο খ) ১৯২২ সালে
Ο গ) ১৯২৩ সালে
Ο ঘ) ১৯২৪ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৪১২. নেতাজী সুভাষ চন্দ্র বসু ভারত ত্যাগ করেন কত সালে?
Ο ক) ১৯৪১
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৪২
Ο ঘ) ১৯৪৩
 সঠিক উত্তর: (খ)

 ৪১৩. আজাদ হিন্দু ফৌজ গঠিত হয়-
i. জমিদারদের উৎখাত করার জন্য
ii. ইংরেজিদের বিতাড়িত করার জন্য
iii. ব্রিটিশদের এদেশ থেকে তাড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪১৪. প্রথম স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য-
i. আনুগত্য প্রকাশ
ii. কোম্পানি শাসনের অবসান
iii. জাতীয়তার মূর্ত প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪১৫. বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ হলো-
i. জাতীয়তাবাদী আন্দোলন হঠানো
ii. হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি
iii. ব্রিটিশবিরোধী মনোভাব নিশ্চিহ্ন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৬. স্বদেশী আন্দোলেনর মূল কর্মসূচি ছিল কয়টি?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ক)

 ৪১৭. ১৯০৫ সালে বাংলাকে ভাগ করেন কে?
Ο ক) লর্ড কার্জন
Ο খ) লর্ড কর্নওয়ালিস
Ο গ) লর্ড রীডিং
Ο ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন
 সঠিক উত্তর: (ক)

 ৪১৮. ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ রহিত করে?
Ο ক) ১৯০৫
Ο খ) ১৯০৮
Ο গ) ১৯১০
Ο ঘ) ১৯১১
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৯. সুবর্ণা মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন একটি আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে তার বন্ধুদের সাথে আলোচনা করেন। এখানে কোন আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) হাবশী আন্দোলন
Ο খ) ফরায়েজি আন্দোলন
Ο গ) অসহযোগ আন্দোলন
Ο ঘ) স্বদেশী আন্দোলন
 সঠিক উত্তর: (গ)

 ৪২০. রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট উপাধি’ বর্জন করেন কে?
Ο ক) সরকারের দমননীতির প্রতিবাদের জন্য
Ο খ) অহিংস আন্দোলনের প্রতিবাদের জন্য
Ο গ) স্বদেশী আন্দোলনের প্রতিবাদের জন্য
Ο ঘ) জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২১. বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় কোন সম্প্রদায়ের মধ্যে?
Ο ক) মুসলমান
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
 সঠিক উত্তর: (খ)

 ৪২২. ১৯৪১ সালে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন কেন?
Ο ক) বসুর সাথে মতবিরোধের কারণে
Ο খ) সোহরাওয়ার্দীর সাথে মতবিরোধের কারণে
Ο গ) ভাসানীর সাথে মতবিরোধের কারণে
Ο ঘ) জিন্নাহর সাথে মতবিরোধের কারণে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৩. পাকিস্তানি নামক রাষ্ট্রের জন্ম হয় কখন?
Ο ক) ১৯৪৭ সালের ১৪ আগস্ট
Ο খ) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
Ο গ) ১৯৪৭ সালের ১৬ আগস্ট
Ο ঘ) ১৯৪৭ সালের ১৭ আগস্ট
 সঠিক উত্তর: (ক)

 ৪২৪. লাহোর প্রস্তাবের অনেক আগেই ‘ক’ নামক ব্যক্তি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেন। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) সূর্যসেন
Ο খ) বীণা দাস
Ο গ) কবি আল্লামা ইকবাল
Ο ঘ) সি. আর
 সঠিক উত্তর: (গ)

 ৪২৫. লাহোর প্রস্তাবের পর ঐতিহাসিকভাবে যেটি সত্য তা হলো-
i. ব্রিটিশ প্রধানমন্ত্রী রামকে ম্যাকডোনাল্ড অসাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করেন
ii. মুসলমান সম্প্রদায় নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে
iii. ভারতের রাজনৈতিক শাসসনতান্ত্রিক আন্দোলনে এক নতুন ধারার জন্ম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪২৬. মহারানিকে সাহায্য করার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার কত জন সদস্যকে ভারত সচিব নিযুক্ত করা হয়?
Ο ক) একজন
Ο খ) দুইজন
Ο গ) তিনজন
Ο ঘ) চারজন
 সঠিক উত্তর: (ক)

 ৪২৭. হিন্দু-মুসলমান সম্প্রদায়ের গোঁড়াপন্থীরা শঙ্কিত হয়ে ওঠে যে কারণে-
i. সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য
ii. হিন্দু বিধবাদের পুনরায় বিবাহের জন্য
iii. খ্রিষ্টান ধর্মযাজকদের ধর্ম প্রচারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৮. ১৯৩০ খ্রিস্টাব্দে প্রকাশিত কোন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করে?
Ο ক) মনিরুজ্জামান কমিশনের
Ο খ) কুদরত-ই-খুদা কমিশনের
Ο গ) সাইমন কমিশনের
Ο ঘ) জামান কমিশনের
 সঠিক উত্তর: (গ)

 ৪২৯. বাংলার মুসলমানরা কার নেতৃত্বে স্বাগত জানায়?
Ο ক) নবাব সলিমুল্লাহ
Ο খ) নবাব আহসান
Ο গ) নওয়াজ আলী মুর্তজা
Ο ঘ) জনাব আব্দুল গণি
 সঠিক উত্তর: (ক)

 ৪৩০. বাংলায় স্বরাজ দলের অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব ছিল কার?
Ο ক) চিত্তরঞ্জন দাসের
Ο খ) চেমসফোর্ডের
Ο গ) মতিলাল নেহেরুর
Ο ঘ) মহাত্মা গান্ধীর
 সঠিক উত্তর: (ক)

 ৪৩১. করমচাঁদ মহাত্মা গান্ধীর অন্যতম কৃতিত্ব ছিল কোনটি?
Ο ক) অর্থনৈতিক পুনর্গঠন
Ο খ) ব্রিটিশবিরোধী মনোভাব
Ο গ) রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন
Ο ঘ) ডাক বিভাগের সংস্কার
 সঠিক উত্তর: (খ)

 ৪৩২. ঢাকার বাহাদুর শাহ পার্কে কী ঝুলিয়ে রাখা হয়?
Ο ক) অনেক সৈনিকের লাশ
Ο খ) মনোহর পোশাক
Ο গ) যুদ্ধের স্মৃতিচিহ্ন
Ο ঘ) রানী লক্ষীবাঈ এর লাশ
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৩. লর্ড কর্নওয়ালিস কোন শতকে ভারত সংস্কার করেন?
Ο ক) সপ্তদশ শতকে
Ο খ) অষ্টাদশ শতকে
Ο গ) উনিশ শতকে
Ο ঘ) বিংশ শতকে
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৪. সি. আর. দাস স্বরাজ পার্টির কী ছিলেন?
Ο ক) সভাপতি
Ο খ) সম্পাদক
Ο গ) কোষাধ্যক্ষ
Ο ঘ) সদস্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৫. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) ১৯০৩ সালে
Ο খ) ১৯০৪ সালে
Ο গ) ১৯০৫ সালে
Ο ঘ) ১৯০৬ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩৬. অসযোগ আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিলো কোনটি?
Ο ক) অর্থনৈতিক মুক্তি
Ο খ) সরকারে খেতাব গ্রহণ
Ο গ) হিন্দু-মুসলিম দাঙ্গা
Ο ঘ) ব্রিটিশবিরোধী মনোভাব
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩৭. জাপান কত খ্রিস্টাব্দের রেঙ্গুন ত্যাগ করে?
Ο ক) ১৯৪৪
Ο খ) ১৯৪৫
Ο গ) ১৯৪৬
Ο ঘ) ১৯৪৭
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৮. ‘এনফিল্ড’ নিচের কোনটিকে সমর্থন করেছে?
Ο ক) তলোয়ারের নাম
Ο খ) পিস্তলের নাম
Ο গ) অস্ত্রের নাম
Ο ঘ) রাইফেলের নাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩৯. ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিশ লীগ কয়টি আসনে জয়লাভ করে?
Ο ক) ১১৩ টি
Ο খ) ১১৪ টি
Ο গ) ১১৫ টি
Ο ঘ) ১১৬ টি
 সঠিক উত্তর: (খ)

 ৪৪০. ‘লালবাংলা’ নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) অভিযোগপত্র
Ο খ) আবেদনপত্র
Ο গ) মনোয়নপত্র
Ο ঘ) প্রচারপ্রত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪১. ইস্টইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারতীয় সৈন্যদের সুযোগ-সুবিধা কেমন ছিল?
Ο ক) ইংরেজ সৈন্যদের থেকে বেশি ছিল
Ο খ) ইংরেজ সৈন্যদের থেকে কম ছিল
Ο গ) উভয়ের মধ্যে সমতা ছিল
Ο ঘ) ভারতীয়দের অবস্থা সুবিধাজনক ছিল
 সঠিক উত্তর: (খ)

 ৪৪২. ইংরেজ সরকার কখন বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে?
Ο ক) ১৯২১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯২২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯২৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪৩. ইস্টইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখলের পর ভূমি রাজস্বনীতি আইন প্রয়োগ করে। এর ফলে বনেদি জমিদারগণ-
i. অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়
ii. সংস্কৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
iii. সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৪. হান্নান ১৯৪৭ সালের ১৮ জুলাই প্রবর্তিত একটি আইনের কথা বলেন। হান্নানের বক্তব্য অনুযায়ী এটি কোন আইন?
Ο ক) রাওলাটি আইন
Ο খ) বেঙ্গল প্যাক্ট
Ο গ) ভারত স্বাধীনতা আইন
Ο ঘ) ভারত শাসন আইন
 সঠিক উত্তর: (গ)

 ৪৪৫. কত সালে ইংরেজ শাসনের অবসান হয়?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৬
Ο গ) ১৯৪৭
Ο ঘ) ১৯৪৮
 সঠিক উত্তর: (গ)

 ৪৪৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কোনটি?
Ο ক) অক্ষ শক্তির বিজয়
Ο খ) মিত্র শক্তির বিজয়
Ο গ) জার্মানির বিজয়
Ο ঘ) ইতালির বিজয়
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৭. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন?
Ο ক) রামসে ম্যাকডোনাল্ড
Ο খ) লর্ড পামার স্টোন
Ο গ) গর্ডেন ব্রাউন
Ο ঘ) উইন্সটন চার্চিল
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৮. স্বদেশী আন্দোলন কারা নেতৃত্ব দেন?
Ο ক) কংগ্রেসের উদার পন্থীরা
Ο খ) কংগ্রেসের উগ্রপন্থীরা
Ο গ) কংগ্রেসের ডান পন্থীরা
Ο ঘ) কংগ্রেসের মধ্যে পন্থীরা
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৯. কে বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করে?
Ο ক) সুরেন্দ্রনাথ দত্ত
Ο খ) বিপিনচন্দ্র নাথ
Ο গ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Ο ঘ) অশ্বিনী কুমার দত্ত
 সঠিক উত্তর: (গ)

 ৪৫০. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার যথার্থ কারণ কোনটি?
Ο ক) গণবিচ্ছিন্নতা
Ο খ) অযোগ্যতা
Ο গ) সন্ধির অভাব
Ο ঘ) একতার অভাব
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

1 Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post