ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. কেন খিলাফত ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ ভাইসরয়ের সঙ্গে দেখা করেন?
Ο ক) তুরস্ক সাম্রাজ্যকে রক্ষা করার জন্য
Ο খ) জার্মানিকে যুদ্ধ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে
Ο গ) তুরস্ককে ভাগ করে ফেলার জন্য
Ο ঘ) ইতালিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য
সঠিক উত্তর: (ক)
৩৫২. ১৯৪২ খ্রি. সমগ্র ভারতব্যাপী তীব্র অসন্তোষ দেখা দেয় যে কারণে-
i. বসু সোহরাওয়ার্দী প্রস্তাব সর্বমহল কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায়
ii. ক্রিপস মিশন প্রস্তাব সর্বমহল কর্তৃক প্রত্যাখাত হওয়ায়
iii. যুক্তবাংলার বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চলতে থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৩. লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে নিচের যে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন-
i. সাতারা
ii. ঝাঁসি
iii. নাগপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. ১৯১২ সালের শেষের দিকে দিল্লিতে রাসবিহারী বসুর পরিকল্পনায় বোমা হামলা চালানো হয় কেন?
Ο ক) ইংরেজদের হত্যার জন্য
Ο খ) গান্ধীজীকে হত্যার জন্য
Ο গ) লর্ড হার্ডিঞ্জকে হত্যার জন্য
Ο ঘ) ক্ষুদিরামকে হত্যার জন্য
সঠিক উত্তর: (গ)
৩৫৫. নেতাজী সুভাষ চন্দ্রের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) অর্থনৈতিক সংস্কার
Ο খ) সেনাবাহিনী গঠন
Ο গ) রাজস্ব বৃদ্ধিকরণ
Ο ঘ) লাঠিয়াল বাহিনীগঠন
সঠিক উত্তর: (খ)
৩৫৬. গান্ধীজীর ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে-
i. জনগণ ঝাঁপিয়ে পড়ে
ii. সারা ভারতব্যপী আন্দোলন ছড়িয়ে পড়ে
iii. প্রবল ব্রিটিশ বিরোধী রূপ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৭. অখণ্ড বাংলাকে একটি ‘সোস্যালিস্ট রিপাবলিক’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান কে?
Ο ক) শরৎ চন্দ্র বসু
Ο খ) আবুল হাশিম
Ο গ) মোহাম্মদ আলী জিন্নাহ
Ο ঘ) মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ক)
৩৫৮. মঙ্গল পাণ্ডে পেশায় কী ছিলেন?
Ο ক) চিকিৎসক
Ο খ) সিপাহি
Ο গ) বিপ্লবী
Ο ঘ) লেখক
সঠিক উত্তর: (খ)
৩৫৯. সুভাষ চন্দ্র বসু কংগ্রেস রাজনীতিতে গান্ধাজির সাহায্য পায়নি-
i. গান্ধীজির কথা অমান্য করায়
ii. দ্বিতীয় বার কংগ্রেস নির্বাচনে অংশগ্রহন করায়
iii. গান্ধীজিকে খারাপ কথা বলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬০. ভারতবাসী কেন অসহযোগ আন্দোলন যোগদান করেন?
Ο ক) ব্রিটিশদের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করার জন্য
Ο খ) ব্রিটিশ পণ্য বর্জন করতে
Ο গ) ইংরেজি ভাষার ব্যবহার বন্ধ করতে
Ο ঘ) ব্রিটিশদের সেনাবাহিনী ধ্বংস করতে
সঠিক উত্তর: (ক)
৩৬১. INA নিচের কোনটিকে সমর্থন করে?
Ο ক) Indian National Army
Ο খ) Inter National Army
Ο গ) Indian Nation Assembly
Ο ঘ) Internatinal Neation Army
সঠিক উত্তর: (ক)
৩৬২. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি গানটির রচয়িতা কে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) কাজী নজরুল ইসলাম
Ο গ) দ্বিজেন্দ্রনাল রায়
Ο ঘ) রজনীকান্ত
সঠিক উত্তর: (ক)
৩৬৩. লাহোর প্রস্তাবের অন্যতম গুরুত্ব কোনটি?
Ο ক) মুসলমান সম্প্রাদায়কে আলাদা জাতি হিসেবে চিন্হিতকরণ
Ο খ) হিন্দুদের প্রতি অত্যাচার
Ο গ) ব্রিটিশদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন
Ο ঘ) ইংরেজিদের বিতাড়িতকরণ
সঠিক উত্তর: (ক)
৩৬৪. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে?
Ο ক) ১৯১৮
Ο খ) ১৯১৯
Ο গ) ১৯২০
Ο ঘ) ১৯২১
সঠিক উত্তর: (খ)
৩৬৫. বাংলার প্রত্যেক সম্প্রদায় কীভাবে নিজ নিজ অধিকার পাবে?
Ο ক) বেঙ্গল প্যাক্ট গঠনের মাধ্যমে
Ο খ) অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে
Ο গ) স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে
Ο ঘ) বিভিন্ন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৩৬৬. সিপাহি বিদ্রোহের সময় ঢাকার বাহাদুর শাহ পার্কের কাদের লাশ ঝুলিয়ে রাখা হয়?
Ο ক) পুলিশের
Ο খ) বিডিআরের
Ο গ) আনসারের
Ο ঘ) সৈনিকের
সঠিক উত্তর: (ঘ)
৩৬৭. লর্ড কার্জন বাংলার কিসের সম্পর্কে সচেতন ছিলেন?
Ο ক) সামাজিক সচেতনতা
Ο খ) রাজনৈতিক সচেতনতা
Ο গ) অর্থনৈতিক সচেতনতা
Ο ঘ) সাংস্কৃতিক সচেতনতা
সঠিক উত্তর: (খ)
৩৬৮. লাহোর প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিতি লাভ করে কেন?
Ο ক) লাহোর প্রস্তাবের ধারায় পাকিস্তানের কথা বলা হয়েছে বলে
Ο খ) বিভিন্ন পত্রপত্রিকা একে পাকিস্তান প্রস্তাব বলে প্রচার করার জন্য
Ο গ) ব্রিটিশরা একে পাকিস্তান প্রস্তাব বলেছিল বলে
Ο ঘ) কংগ্রেস একে পাকিস্তানি প্রস্তাব বলেছিল বলে
সঠিক উত্তর: (খ)
৩৬৯. মাস্টারদা সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) রাজশাহী
Ο খ) চট্টগ্রাম
Ο গ) দিনাজপুর
Ο ঘ) রংপুর
সঠিক উত্তর: (খ)
৩৭০. উপমহাদেশের জনগণের ক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল-
i. সামাজিক
ii. রাজনৈতিক
iii. ধর্মীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭১. ১৯৪৬ খ্রিষ্টাব্দে ভারতে সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন কে?
Ο ক) ওয়াভেল
Ο খ) বড় লাট
Ο গ) এ্যাটলি
Ο ঘ) আবুল হাশিম
সঠিক উত্তর: (গ)
৩৭২. প্রথম স্বাধীনতা সংগ্রামে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. জনগণ সচেতন হয়ে উঠে
ii. ইংরেজ শাসনের অবসান
iii. আন্দোলন সংগ্রাম সংগঠিত হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭৩. মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পদ ছাড়া বাকি সদস্য পদ হিন্দু ও মুসলমানদের মধ্যে কীভাবে বন্টন করা হবে?
Ο ক) সমানভাবে
Ο খ) অসমানভাবে
Ο গ) জটিলভাবে
Ο ঘ) সহজভাবে
সঠিক উত্তর: (ক)
৩৭৪. ‘লাল বাংলা’ নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) অভিযোগপত্র
Ο খ) আবেদনপত্র
Ο গ) মনোয়নপত্র
Ο ঘ) প্রচারপত্র
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. হরিপদ সমুদ্র পাড়ি দিয়ে গ্রামে ফেরায় কেউ তার সাথে কথা বলল না। এর কারণ কোনটি?
Ο ক) দরিদ্র হওয়া
Ο খ) অভিশপ্ত হওয়া
Ο গ) জাত নষ্ট হওয়া
Ο ঘ) অন্ন পাপ হওয়া
সঠিক উত্তর: (গ)
৩৭৬. বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল-
i. দেশকে মুক্ত করা
ii. বিলেতী পণ্য বর্জন
iii. বিলেতী শিক্ষা বর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭৭. অসম্ভব সাহসী নারী ‘ক’ কে তাঁর যোগ্যতার জন্য চট্টগ্রাম “পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব” আক্রমণের নেতৃত্ব দেওয়া হয় । উদ্দীপকের নারীর সাথে সাদৃশ্য রয়েছে-
i. রানী লক্ষীবাঈ
ii. প্রীতিলতা
iii. তারামন বিবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭৮. কোন সিপাহী সর্বপ্রথম গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন?
Ο ক) মঙ্গলপাণ্ডে
Ο খ) বৃহস্পতিমিশ্র
Ο গ) কেদার মিশ্র
Ο ঘ) অনুপপাণ্ডে
সঠিক উত্তর: (ক)
৩৭৯. অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয় কীভাবে?
Ο ক) ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার মাধ্যমে
Ο খ) গণনির্যাতন আন্দোলনের মাধ্যমে
Ο গ) সাম্প্রদায়িক বিরোধের মাধ্যমে
Ο ঘ) নেতৃবৃন্দের গ্রেফতারের খবরে
সঠিক উত্তর: (ঘ)
৩৮০. তুরস্কের ভাগ্য বিপর্যয় ঘটে যেভাবে-
i. যুদ্ধে জার্মানি হেরে যাওয়ার মাধ্যমে
ii. যুদ্ধে তুরস্ক হেরে যাওয়ার মাধ্যমে
iii. সেভার্সের চুক্তি ভঙ্গের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮১. বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম দিক হচ্ছে-
i. গোপীয়ভাবে আন্দোলন
ii. নিরবচ্ছিন্নভাবে আন্দোলন
iii. সাংগঠনিকভাবে আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮২. পূর্ববাংলার লোকজন অশিক্ষিত থেকে যায় যে কারণে-
i. উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে
ii. উচ্চ শিক্ষা গ্রহণে অসুবিধা থাকায়
iii. সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা না থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৮৩. গান্ধীজী ও কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এবং খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ কীভাবে মুসলমানদের অভিযোগ দূর করার সিদ্বান্ত নেন?
Ο ক) আলাপ আলোচনার মাধ্যমে
Ο খ) নির্বাচনের মাধ্যমে
Ο গ) আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) বক্তৃতার মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩৮৪. মুসলমানগণ কিসের জন্য উচ্চপদ থেকে বঞ্চিত হন?
Ο ক) লর্ড কর্নওয়ালিশের সংস্কারের জন্য
Ο খ) লর্ড মাউন্টবেটেনের সংস্কারে জন্য
Ο গ) লর্ড ডালহৌসীর সংস্কারের জন্য
Ο ঘ) লর্ড কার্জনের সংস্কারের জন্য
সঠিক উত্তর: (ক)
৩৮৫. পূর্ববাংলার লোকজন অশিক্ষিত থেকে যায় যে কারণে-
i. সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে
ii. সকল উন্নতি অগ্রগতি ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ
iii. সকল কাঁচামাল সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iও iii
সঠিক উত্তর: (গ)
৩৮৬. কীভাবে দত্তক পুত্র নন্দো সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়?
Ο ক) বয়স্ক ভাতা বন্ধ করে
Ο খ) স্বত্ব বিলোপ নীতি প্রয়োগ করে
Ο গ) রাজনৈতিক চাপ সৃষ্টি করে
Ο ঘ) দুর্নীতির দায়ে
সঠিক উত্তর: (খ)
৩৮৭. পিউ আহমেদ মনে করেন , বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল কারণ-
i. পূর্ব বাংলার উন্নতির জন্য
ii. শিক্ষিতের হার বৃদ্ধির জন্য
iii. শাসন ব্যবস্থা পরিচালনার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. ব্রিটিশরা সিপাহীদের জন্য কোন ধরনের রাইফেল প্রচলন করেন?
Ο ক) বারফিল্ড
Ο খ) এমফিল্ড
Ο গ) এনফিল্ড
Ο ঘ) এসফিল্ড
সঠিক উত্তর: (গ)
৩৮৯. স্বরাজ দলের সভাপতির নাম কী ছিল?
Ο ক) সি. আর. দাস
Ο খ) মতিলাল নেহেরু
Ο গ) সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) গোপীনাথ
সঠিক উত্তর: (ক)
৩৯০. ব্রিটিশ নেতৃবৃন্দের দ্বারা ‘ওয়াভেল পরিক্ল্পনা’ গ্রহণ করা হয় কেন?
Ο ক) ভারতীয় রাজনৈতিক অস্থিরতা দূর করতে
Ο খ) ধর্মীয় সংস্কার ব্যবস্থা প্রবর্তন করতে
Ο গ) অর্থনৈতিক সংস্কার আনয়ন করতে
Ο ঘ) ব্রিটিশ সেনাবাহিনীতে প্রশিক্ষিত করতে
সঠিক উত্তর: (ক)
৩৯১. ১৯৪৬ খ্রিস্টাব্দে উত্থাপিত প্রস্তাবটির নাম কী?
Ο ক) লাহোর প্রস্তাব
Ο খ) অখণ্ড বাংলা প্রস্তাব
Ο গ) দিল্লি প্রস্তাব
Ο ঘ) ক্রিপস মিশন প্রস্তাব
সঠিক উত্তর: (গ)
৩৯২. নির্যাতনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এই কথাটি বিশ্লেষণে বলা যায়-
Ο ক) সংগ্রামের সাথে জড়িতদের নির্মমভাবে হত্যা
Ο খ) সুদূরপ্রসারী প্রভাব
Ο গ) অন্তর্ধান করা
Ο ঘ) জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
সঠিক উত্তর: (ক)
৩৯৩. কংগ্রেস অখণ্ড বাংলা গঠনের বিরোধিতা করে-
i. কলকাতার অধিকার বজায় রাখতে
ii. আসামের অধিকার বজায় রাখতে
iii. পাঞ্জাবের অধিকার বজায় রাখতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৪. আতিক বলেন যে, স্বাধীন অখণ্ড বাংলা গঠন শুরু কতিপয় নেতার স্বপ্নই রয়ে গেল। আতিক বলেছে-
i. শরৎচন্দ্র বসুর কথা
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা
iii. মোহাম্মদ আলী জিন্নাহর কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৫. সেভার্সের চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯১৯
Ο খ) ১৯২০
Ο গ) ১৯২১
Ο ঘ) ১৯২২
সঠিক উত্তর: (খ)
৩৯৬. কেন জনগণের মাঝে ব্রিটিশবিরোধী তীব্র মনোভাব সৃষ্টি হয়?
Ο ক) অর্থ সম্পদ লাভ করার আশায়
Ο খ) ব্রিটিশদের কুঠি ভাগাভাগি করে নেওয়ার জন্য
Ο গ) মানুষের অর্থনৈতিক দৈন্যতার জন্য
Ο ঘ) অধিক পাউণ্ড অর্জন করার আশায়
সঠিক উত্তর: (গ)
৩৯৭. তারেক পশ্চিম বঙ্গের ব্যারাকপুরের কথা বলেন সেখানে একটি বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ব্যারাকপুরে কোন বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ο ক) সিপাহী বিদ্রোহ
Ο খ) মুর্শিদাবাদের বিদ্রোহ
Ο গ) নীল বিদ্রোহ
Ο ঘ) কৃষক বিদ্রোহ
সঠিক উত্তর: (ক)
৩৯৮. ‘স্বত্ব বিলোপ’ নীতি কে প্রয়োগ করেন?
Ο ক) লর্ড কার্জন
Ο খ) লর্ড মাউন্টব্যাটেন
Ο গ) লর্ড ডালহৌসি
Ο ঘ) লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তর: (গ)
৩৯৯. মাহমুদ ১৯৪৭ সালের ১৫ আগস্ট তারিখ প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রের কথা বলেন। ১৯৪৭ সালে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তন্মধ্যে ১৫ আগস্ট রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়?
Ο ক) পাকিস্তান
Ο খ) ঘানা
Ο গ) সিয়েরিলিওন
Ο ঘ) ভারত
সঠিক উত্তর: (ঘ)
৪০০. কিশোর বয়সেই গান্ধীর অহিংসা নীতির বিরোধী ছিলেন কে?
Ο ক) এ.কে ফজলুল হক
Ο খ) আব্দুল হামিদ খান ভাসানী
Ο গ) হাজী শরীয়াতুল্লাহ
Ο ঘ) সুভাষ বসু
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. কেন খিলাফত ও অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ ভাইসরয়ের সঙ্গে দেখা করেন?
Ο ক) তুরস্ক সাম্রাজ্যকে রক্ষা করার জন্য
Ο খ) জার্মানিকে যুদ্ধ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে
Ο গ) তুরস্ককে ভাগ করে ফেলার জন্য
Ο ঘ) ইতালিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য
সঠিক উত্তর: (ক)
৩৫২. ১৯৪২ খ্রি. সমগ্র ভারতব্যাপী তীব্র অসন্তোষ দেখা দেয় যে কারণে-
i. বসু সোহরাওয়ার্দী প্রস্তাব সর্বমহল কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায়
ii. ক্রিপস মিশন প্রস্তাব সর্বমহল কর্তৃক প্রত্যাখাত হওয়ায়
iii. যুক্তবাংলার বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চলতে থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৩. লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে নিচের যে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন-
i. সাতারা
ii. ঝাঁসি
iii. নাগপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. ১৯১২ সালের শেষের দিকে দিল্লিতে রাসবিহারী বসুর পরিকল্পনায় বোমা হামলা চালানো হয় কেন?
Ο ক) ইংরেজদের হত্যার জন্য
Ο খ) গান্ধীজীকে হত্যার জন্য
Ο গ) লর্ড হার্ডিঞ্জকে হত্যার জন্য
Ο ঘ) ক্ষুদিরামকে হত্যার জন্য
সঠিক উত্তর: (গ)
৩৫৫. নেতাজী সুভাষ চন্দ্রের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) অর্থনৈতিক সংস্কার
Ο খ) সেনাবাহিনী গঠন
Ο গ) রাজস্ব বৃদ্ধিকরণ
Ο ঘ) লাঠিয়াল বাহিনীগঠন
সঠিক উত্তর: (খ)
৩৫৬. গান্ধীজীর ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে-
i. জনগণ ঝাঁপিয়ে পড়ে
ii. সারা ভারতব্যপী আন্দোলন ছড়িয়ে পড়ে
iii. প্রবল ব্রিটিশ বিরোধী রূপ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৭. অখণ্ড বাংলাকে একটি ‘সোস্যালিস্ট রিপাবলিক’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান কে?
Ο ক) শরৎ চন্দ্র বসু
Ο খ) আবুল হাশিম
Ο গ) মোহাম্মদ আলী জিন্নাহ
Ο ঘ) মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ক)
৩৫৮. মঙ্গল পাণ্ডে পেশায় কী ছিলেন?
Ο ক) চিকিৎসক
Ο খ) সিপাহি
Ο গ) বিপ্লবী
Ο ঘ) লেখক
সঠিক উত্তর: (খ)
৩৫৯. সুভাষ চন্দ্র বসু কংগ্রেস রাজনীতিতে গান্ধাজির সাহায্য পায়নি-
i. গান্ধীজির কথা অমান্য করায়
ii. দ্বিতীয় বার কংগ্রেস নির্বাচনে অংশগ্রহন করায়
iii. গান্ধীজিকে খারাপ কথা বলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬০. ভারতবাসী কেন অসহযোগ আন্দোলন যোগদান করেন?
Ο ক) ব্রিটিশদের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করার জন্য
Ο খ) ব্রিটিশ পণ্য বর্জন করতে
Ο গ) ইংরেজি ভাষার ব্যবহার বন্ধ করতে
Ο ঘ) ব্রিটিশদের সেনাবাহিনী ধ্বংস করতে
সঠিক উত্তর: (ক)
৩৬১. INA নিচের কোনটিকে সমর্থন করে?
Ο ক) Indian National Army
Ο খ) Inter National Army
Ο গ) Indian Nation Assembly
Ο ঘ) Internatinal Neation Army
সঠিক উত্তর: (ক)
৩৬২. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি গানটির রচয়িতা কে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) কাজী নজরুল ইসলাম
Ο গ) দ্বিজেন্দ্রনাল রায়
Ο ঘ) রজনীকান্ত
সঠিক উত্তর: (ক)
৩৬৩. লাহোর প্রস্তাবের অন্যতম গুরুত্ব কোনটি?
Ο ক) মুসলমান সম্প্রাদায়কে আলাদা জাতি হিসেবে চিন্হিতকরণ
Ο খ) হিন্দুদের প্রতি অত্যাচার
Ο গ) ব্রিটিশদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন
Ο ঘ) ইংরেজিদের বিতাড়িতকরণ
সঠিক উত্তর: (ক)
৩৬৪. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে?
Ο ক) ১৯১৮
Ο খ) ১৯১৯
Ο গ) ১৯২০
Ο ঘ) ১৯২১
সঠিক উত্তর: (খ)
৩৬৫. বাংলার প্রত্যেক সম্প্রদায় কীভাবে নিজ নিজ অধিকার পাবে?
Ο ক) বেঙ্গল প্যাক্ট গঠনের মাধ্যমে
Ο খ) অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে
Ο গ) স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে
Ο ঘ) বিভিন্ন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৩৬৬. সিপাহি বিদ্রোহের সময় ঢাকার বাহাদুর শাহ পার্কের কাদের লাশ ঝুলিয়ে রাখা হয়?
Ο ক) পুলিশের
Ο খ) বিডিআরের
Ο গ) আনসারের
Ο ঘ) সৈনিকের
সঠিক উত্তর: (ঘ)
৩৬৭. লর্ড কার্জন বাংলার কিসের সম্পর্কে সচেতন ছিলেন?
Ο ক) সামাজিক সচেতনতা
Ο খ) রাজনৈতিক সচেতনতা
Ο গ) অর্থনৈতিক সচেতনতা
Ο ঘ) সাংস্কৃতিক সচেতনতা
সঠিক উত্তর: (খ)
৩৬৮. লাহোর প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিতি লাভ করে কেন?
Ο ক) লাহোর প্রস্তাবের ধারায় পাকিস্তানের কথা বলা হয়েছে বলে
Ο খ) বিভিন্ন পত্রপত্রিকা একে পাকিস্তান প্রস্তাব বলে প্রচার করার জন্য
Ο গ) ব্রিটিশরা একে পাকিস্তান প্রস্তাব বলেছিল বলে
Ο ঘ) কংগ্রেস একে পাকিস্তানি প্রস্তাব বলেছিল বলে
সঠিক উত্তর: (খ)
৩৬৯. মাস্টারদা সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) রাজশাহী
Ο খ) চট্টগ্রাম
Ο গ) দিনাজপুর
Ο ঘ) রংপুর
সঠিক উত্তর: (খ)
৩৭০. উপমহাদেশের জনগণের ক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল-
i. সামাজিক
ii. রাজনৈতিক
iii. ধর্মীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭১. ১৯৪৬ খ্রিষ্টাব্দে ভারতে সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন কে?
Ο ক) ওয়াভেল
Ο খ) বড় লাট
Ο গ) এ্যাটলি
Ο ঘ) আবুল হাশিম
সঠিক উত্তর: (গ)
৩৭২. প্রথম স্বাধীনতা সংগ্রামে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. জনগণ সচেতন হয়ে উঠে
ii. ইংরেজ শাসনের অবসান
iii. আন্দোলন সংগ্রাম সংগঠিত হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭৩. মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পদ ছাড়া বাকি সদস্য পদ হিন্দু ও মুসলমানদের মধ্যে কীভাবে বন্টন করা হবে?
Ο ক) সমানভাবে
Ο খ) অসমানভাবে
Ο গ) জটিলভাবে
Ο ঘ) সহজভাবে
সঠিক উত্তর: (ক)
৩৭৪. ‘লাল বাংলা’ নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) অভিযোগপত্র
Ο খ) আবেদনপত্র
Ο গ) মনোয়নপত্র
Ο ঘ) প্রচারপত্র
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. হরিপদ সমুদ্র পাড়ি দিয়ে গ্রামে ফেরায় কেউ তার সাথে কথা বলল না। এর কারণ কোনটি?
Ο ক) দরিদ্র হওয়া
Ο খ) অভিশপ্ত হওয়া
Ο গ) জাত নষ্ট হওয়া
Ο ঘ) অন্ন পাপ হওয়া
সঠিক উত্তর: (গ)
৩৭৬. বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল-
i. দেশকে মুক্ত করা
ii. বিলেতী পণ্য বর্জন
iii. বিলেতী শিক্ষা বর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭৭. অসম্ভব সাহসী নারী ‘ক’ কে তাঁর যোগ্যতার জন্য চট্টগ্রাম “পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব” আক্রমণের নেতৃত্ব দেওয়া হয় । উদ্দীপকের নারীর সাথে সাদৃশ্য রয়েছে-
i. রানী লক্ষীবাঈ
ii. প্রীতিলতা
iii. তারামন বিবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭৮. কোন সিপাহী সর্বপ্রথম গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন?
Ο ক) মঙ্গলপাণ্ডে
Ο খ) বৃহস্পতিমিশ্র
Ο গ) কেদার মিশ্র
Ο ঘ) অনুপপাণ্ডে
সঠিক উত্তর: (ক)
৩৭৯. অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয় কীভাবে?
Ο ক) ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার মাধ্যমে
Ο খ) গণনির্যাতন আন্দোলনের মাধ্যমে
Ο গ) সাম্প্রদায়িক বিরোধের মাধ্যমে
Ο ঘ) নেতৃবৃন্দের গ্রেফতারের খবরে
সঠিক উত্তর: (ঘ)
৩৮০. তুরস্কের ভাগ্য বিপর্যয় ঘটে যেভাবে-
i. যুদ্ধে জার্মানি হেরে যাওয়ার মাধ্যমে
ii. যুদ্ধে তুরস্ক হেরে যাওয়ার মাধ্যমে
iii. সেভার্সের চুক্তি ভঙ্গের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮১. বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম দিক হচ্ছে-
i. গোপীয়ভাবে আন্দোলন
ii. নিরবচ্ছিন্নভাবে আন্দোলন
iii. সাংগঠনিকভাবে আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮২. পূর্ববাংলার লোকজন অশিক্ষিত থেকে যায় যে কারণে-
i. উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে
ii. উচ্চ শিক্ষা গ্রহণে অসুবিধা থাকায়
iii. সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা না থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৮৩. গান্ধীজী ও কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এবং খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ কীভাবে মুসলমানদের অভিযোগ দূর করার সিদ্বান্ত নেন?
Ο ক) আলাপ আলোচনার মাধ্যমে
Ο খ) নির্বাচনের মাধ্যমে
Ο গ) আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) বক্তৃতার মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩৮৪. মুসলমানগণ কিসের জন্য উচ্চপদ থেকে বঞ্চিত হন?
Ο ক) লর্ড কর্নওয়ালিশের সংস্কারের জন্য
Ο খ) লর্ড মাউন্টবেটেনের সংস্কারে জন্য
Ο গ) লর্ড ডালহৌসীর সংস্কারের জন্য
Ο ঘ) লর্ড কার্জনের সংস্কারের জন্য
সঠিক উত্তর: (ক)
৩৮৫. পূর্ববাংলার লোকজন অশিক্ষিত থেকে যায় যে কারণে-
i. সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে
ii. সকল উন্নতি অগ্রগতি ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ
iii. সকল কাঁচামাল সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iও iii
সঠিক উত্তর: (গ)
৩৮৬. কীভাবে দত্তক পুত্র নন্দো সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়?
Ο ক) বয়স্ক ভাতা বন্ধ করে
Ο খ) স্বত্ব বিলোপ নীতি প্রয়োগ করে
Ο গ) রাজনৈতিক চাপ সৃষ্টি করে
Ο ঘ) দুর্নীতির দায়ে
সঠিক উত্তর: (খ)
৩৮৭. পিউ আহমেদ মনে করেন , বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল কারণ-
i. পূর্ব বাংলার উন্নতির জন্য
ii. শিক্ষিতের হার বৃদ্ধির জন্য
iii. শাসন ব্যবস্থা পরিচালনার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. ব্রিটিশরা সিপাহীদের জন্য কোন ধরনের রাইফেল প্রচলন করেন?
Ο ক) বারফিল্ড
Ο খ) এমফিল্ড
Ο গ) এনফিল্ড
Ο ঘ) এসফিল্ড
সঠিক উত্তর: (গ)
৩৮৯. স্বরাজ দলের সভাপতির নাম কী ছিল?
Ο ক) সি. আর. দাস
Ο খ) মতিলাল নেহেরু
Ο গ) সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) গোপীনাথ
সঠিক উত্তর: (ক)
৩৯০. ব্রিটিশ নেতৃবৃন্দের দ্বারা ‘ওয়াভেল পরিক্ল্পনা’ গ্রহণ করা হয় কেন?
Ο ক) ভারতীয় রাজনৈতিক অস্থিরতা দূর করতে
Ο খ) ধর্মীয় সংস্কার ব্যবস্থা প্রবর্তন করতে
Ο গ) অর্থনৈতিক সংস্কার আনয়ন করতে
Ο ঘ) ব্রিটিশ সেনাবাহিনীতে প্রশিক্ষিত করতে
সঠিক উত্তর: (ক)
৩৯১. ১৯৪৬ খ্রিস্টাব্দে উত্থাপিত প্রস্তাবটির নাম কী?
Ο ক) লাহোর প্রস্তাব
Ο খ) অখণ্ড বাংলা প্রস্তাব
Ο গ) দিল্লি প্রস্তাব
Ο ঘ) ক্রিপস মিশন প্রস্তাব
সঠিক উত্তর: (গ)
৩৯২. নির্যাতনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এই কথাটি বিশ্লেষণে বলা যায়-
Ο ক) সংগ্রামের সাথে জড়িতদের নির্মমভাবে হত্যা
Ο খ) সুদূরপ্রসারী প্রভাব
Ο গ) অন্তর্ধান করা
Ο ঘ) জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
সঠিক উত্তর: (ক)
৩৯৩. কংগ্রেস অখণ্ড বাংলা গঠনের বিরোধিতা করে-
i. কলকাতার অধিকার বজায় রাখতে
ii. আসামের অধিকার বজায় রাখতে
iii. পাঞ্জাবের অধিকার বজায় রাখতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৪. আতিক বলেন যে, স্বাধীন অখণ্ড বাংলা গঠন শুরু কতিপয় নেতার স্বপ্নই রয়ে গেল। আতিক বলেছে-
i. শরৎচন্দ্র বসুর কথা
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা
iii. মোহাম্মদ আলী জিন্নাহর কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৫. সেভার্সের চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯১৯
Ο খ) ১৯২০
Ο গ) ১৯২১
Ο ঘ) ১৯২২
সঠিক উত্তর: (খ)
৩৯৬. কেন জনগণের মাঝে ব্রিটিশবিরোধী তীব্র মনোভাব সৃষ্টি হয়?
Ο ক) অর্থ সম্পদ লাভ করার আশায়
Ο খ) ব্রিটিশদের কুঠি ভাগাভাগি করে নেওয়ার জন্য
Ο গ) মানুষের অর্থনৈতিক দৈন্যতার জন্য
Ο ঘ) অধিক পাউণ্ড অর্জন করার আশায়
সঠিক উত্তর: (গ)
৩৯৭. তারেক পশ্চিম বঙ্গের ব্যারাকপুরের কথা বলেন সেখানে একটি বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ব্যারাকপুরে কোন বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
Ο ক) সিপাহী বিদ্রোহ
Ο খ) মুর্শিদাবাদের বিদ্রোহ
Ο গ) নীল বিদ্রোহ
Ο ঘ) কৃষক বিদ্রোহ
সঠিক উত্তর: (ক)
৩৯৮. ‘স্বত্ব বিলোপ’ নীতি কে প্রয়োগ করেন?
Ο ক) লর্ড কার্জন
Ο খ) লর্ড মাউন্টব্যাটেন
Ο গ) লর্ড ডালহৌসি
Ο ঘ) লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তর: (গ)
৩৯৯. মাহমুদ ১৯৪৭ সালের ১৫ আগস্ট তারিখ প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রের কথা বলেন। ১৯৪৭ সালে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তন্মধ্যে ১৫ আগস্ট রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়?
Ο ক) পাকিস্তান
Ο খ) ঘানা
Ο গ) সিয়েরিলিওন
Ο ঘ) ভারত
সঠিক উত্তর: (ঘ)
৪০০. কিশোর বয়সেই গান্ধীর অহিংসা নীতির বিরোধী ছিলেন কে?
Ο ক) এ.কে ফজলুল হক
Ο খ) আব্দুল হামিদ খান ভাসানী
Ο গ) হাজী শরীয়াতুল্লাহ
Ο ঘ) সুভাষ বসু
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History