এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হয়ে যায় কীভাবে?
Ο ক) ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে
Ο খ) ১৯০৩ সালে বাংলা প্রদেশকে দুভাগ করার মাধ্যমে
Ο গ) ১৯০৫ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে
Ο ঘ) ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের মাধ্যমে
 সঠিক উত্তর: (গ)

 ৩০২. নানা সাহেব অন্তর্ধান করেন কেন?
Ο ক) জয়ী হওয়ার জন্য
Ο খ) পরাজিত হওয়ার জন্য
Ο গ) বিদেশ ভ্রমণের জন্য
Ο ঘ) রাজনৈতিক কারণে
 সঠিক উত্তর: (খ)

 ৩০৩. হিন্দু সম্প্রদায়ের মধ্যে বদ্ধমূল ধারণা ছিল কী?
Ο ক) সমুদ্র পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
Ο খ) নদী পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
Ο গ) দীঘি পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
Ο ঘ) পুকুর পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়
 সঠিক উত্তর: (ক)

 ৩০৪. স্বদেশী আন্দোলনের অন্যতম তাৎপর্য কোনটি?
Ο ক) সামাজিক সংস্কার
Ο খ) স্বাধীনতা আন্দোলনের সূচনা
Ο গ) ধর্মীয় দ্বন্ধ দূরীভূতকরণ
Ο ঘ) অর্থনৈতিক মুক্তিলাভ
 সঠিক উত্তর: (খ)

 ৩০৫. সিপাহী বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. জাতীয় সংগ্রামে উদ্বুদ্ধকরণ
ii. প্রথম স্বাধীনতার সংগ্রাম
iii. অর্থনৈতিক মুক্তি অর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩০৬. উপমহাদেশ ভাগ হয় কখন?
Ο ক) ১৯৪৫ সালে
Ο খ) ১৯৪৬ সালে
Ο গ) ১৯৪৭ সালে
Ο ঘ) ১৯৪৮ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৩০৭. ভারতের ব্যক্তি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নাইট’ উপাধি বর্জন করেন। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে-
i. শওকত আলী
ii. আবুল কালাম আজাদ
iii. রবীন্দ্রনাথ ঠাকুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩০৮. খিলাফত আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিলো কোনটি?
Ο ক) ইংরেজি ভাষার প্রতি গুরুত্বরোপ
Ο খ) খিলাফতের প্রতি সম্মান প্রদর্শন
Ο গ) খিলাফতকে ভারতে স্থানান্তর
Ο ঘ) খিলাফতে উপযুক্ত খলিফা বসানো
 সঠিক উত্তর: (খ)

 ৩০৯. ১৯৩০ খ্রি. প্রকাশিত কোন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করে?
Ο ক) মনিরুজ্জামান কমিশনের
Ο খ) কুদরত এ খুদা কমিশনের
Ο গ) সাইম কমিশনের
Ο ঘ) জামান কমিশনের
 সঠিক উত্তর: (গ)

 ৩১০. কে প্রথম ইংরেজদের শত্রু ভূমি জার্মানিতে গমন করেন?
Ο ক) সুভাষ বসু
Ο খ) কৃপালিনী
Ο গ) শ্যামা প্রসাদ
Ο ঘ) ফজলুল হক
 সঠিক উত্তর: (ক)

 ৩১১. কত খ্রিস্টাব্দে বোম্বাইয়ে নৌ বিদ্রোহ দেখা দেয়?
Ο ক) ১৯৪৬
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৮
Ο ঘ) ১৯৪৯
 সঠিক উত্তর: (ক)

 ৩১২. কেন বরিশালে স্বদেশী বান্ধব সমিতি প্রতিষ্ঠা করা হয়েছিল?
Ο ক) অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য
Ο খ) দীর্ঘ মেয়াদি ঋণ প্রদানের জন্য
Ο গ) স্বদেশী আন্দোলনের জনসমর্থন বাড়াতে
Ο ঘ) স্বল্পমেয়াদি ঋণ প্রদানের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৩১৩. মুসলিম লীগ কত তারিখে ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস’ ঘোষণা করেন?
Ο ক) ১৪ আগস্ট
Ο খ) ১৫ আগস্ট
Ο গ) ১৬ আগস্ট
Ο ঘ) ১৭ আগস্ট
 সঠিক উত্তর: (গ)

 ৩১৪. খিলাফত আন্দোলনের নেতা ছিলেন-
i. মওলানা শওকত আলী
ii. মওলানা তারিক মুনাওয়ার
iii. মওলানা আবুল কালাম আজাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩১৫. খিলাফত ও অসযোগ আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে-
i. ব্রিটিশবিরোধী মনোভাব
ii. হিন্দু মুসলিম ঐক্য
iii. রাজনৈতিক চেতনা বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৬. প্রথম স্বাধীনতা সংগ্রামে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
i. জনগণ সচেতন হয়ে উঠে
ii. ইংরেজ শাসনের অবসান
iii. আন্দোল সংগ্রাম সংগঠিত হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৭. মাস্টার দা সূর্যসেনের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে-
i. সাংগঠনিক ক্ষমতা
ii. বলিষ্ঠ নেতৃত্ব
iii. রাজনৈতিক সচেতনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৮. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার যথার্থ কারণ কোনটি?
Ο ক) গণবিচ্ছিন্নতা
Ο খ) অযোগ্যতা
Ο গ) সন্ধির অভাব
Ο ঘ) একতার অভাব
 সঠিক উত্তর: (ক)

 ৩১৯. ‘ক’ এর শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার নিচের কোনটি উদ্দীপকের ব্যক্তিটিকে সমর্থন করছে?
Ο ক) লর্ড উইলিয়ামের
Ο খ) লর্ড কার্জনের
Ο গ) লর্ড বেন্টিকের
Ο ঘ) মিডমোর্ডের
 সঠিক উত্তর: (খ)

 ৩২০. ১৯৩৭ সালের নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনরে মাধ্যমে কাদের জয় প্রকাশ পায়?
Ο ক) অসামপ্রদায়িক কৃষক শ্রেণির
Ο খ) মুসলমান মধ্যবিত্ত শ্রেণির
Ο গ) হিন্দু অভিজাত শ্রেণির
Ο ঘ) হিন্দু ও মুসলমান শ্রেণির
 সঠিক উত্তর: (ক)

 ৩২১. বাংলা চুক্তি কী নামে খ্যাত?
Ο ক) সিমলা চুক্তির
Ο খ) বাংলা চুক্তির
Ο গ) ইংরেজ চুক্তির
Ο ঘ) পাকিস্তানি চুক্তির
 সঠিক উত্তর: (খ)

 ৩২২. বঙ্গভঙ্গ রদের ফলে কোন সম্পদ্রায় খুশি হয়?
Ο ক) মুসলিম
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
 সঠিক উত্তর: (খ)

 ৩২৩. অখণ্ড বাংলা প্রস্তাব ব্যর্থ হয়-
i. কংগ্রেস নেতাদের বিরোধিতার ফলে
ii. মুসলিম লীগ নেতাদের বিরোধিতার ফলে
iii. গোঁড়াপন্থী নেতাদের বিরোধিতার ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৪. কখন ইংরেজি শাসনের অবসান ঘটে?
Ο ক) ১৯৪৫ সালে
Ο খ) ১৯৪৬ সালে
Ο গ) ১৯৪৭ সালে
Ο ঘ) ১৯৪৮ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৩২৫. দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ৩২৬. The Spirit of Islam-এর লেখক কে?
Ο ক) সৈয়দ আমীর আলী
Ο খ) সৈয়দ আহমেদ
Ο গ) সৈয়দ আহমেদ
Ο ঘ) নওয়াব আবদুল লতীফ
 সঠিক উত্তর: (ক)

 ৩২৭. বঙ্গভঙ্গের রদের অন্যতম দিক হচ্ছে-
i. ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের অনাস্থা
ii. কংগ্রেসের প্রতি মুসলমানদে অনাস্থা
iii. হিন্দুদের অসন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩২৮. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন অপ্রতিরুদ্ধ হয়ে ওঠে যে কারণে-
i. ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য
ii. জাতীয় ঐক্যের মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে
iii. উচুঁতলার মানুষের স্বার্থে আঘাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৯. ভারতে মুসলমানরা তুরস্কের সুলতানকে শ্রদ্ধা করতেন কেন?
Ο ক) প্রভাবশালী বলে
Ο খ) সহজ সরল বলে
Ο গ) সুদর্শন বলে
Ο ঘ) মুসলিম বিশ্বের খলিফা বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩০. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয় অনুভূতিকে আঘাত। এতে ভারতীয়দের কোন চিত্রটি ফুটে ওঠে?
Ο ক) ধর্মান্ধতার
Ο খ) ধর্মভীরুতার
Ο গ) ইসলামী রাষ্ট্রের
Ο ঘ) জনকল্যাণমূলক রাষ্ট্রের
 সঠিক উত্তর: (খ)

 ৩৩১. সুখেন্দ্রনাথ ব্যানার্জী বঙ্গভঙ্গকে আখ্যায়িত করেন-
Ο ক) সামাজিক দুর্যোগ
Ο খ) প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) জাতীয় দুর্যোগ
Ο ঘ) আন্তজার্তিক দুর্যোগ
 সঠিক উত্তর: (গ)

 ৩৩২. ‘র‌্যাডক্লিফ লাইন’ কোন দুইটি দেশের সীমানা নির্ধারণকারী রেখা?
Ο ক) ভারত-চীন
Ο খ) পাকিস্তান-আফগানিস্তান
Ο গ) ভারত-পাকিস্তান
Ο ঘ) ভারত-বাংলাদেশ
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৩. মহাত্ম গান্ধী কখন অসহযোগ আন্দোলনের ডাক দেন?
Ο ক) ১৯১৬ সালে
Ο খ) ১৯২০ সালে
Ο গ) ১৯১৮ সালে
Ο ঘ) ১৯১৯ সালে
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৪. বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়?
i. মিশ্র প্রতিক্রিয়া
ii. দ্বি-মত প্রতিক্রিয়া
iii. পূর্ব-বাংলা বঙ্গভভঙ্গকে স্বাগত জানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৫. রায়হান সাহেব মনে করেন স্বদেশী আন্দোলনের হতাশার দিক হচ্ছে-
i. হিন্দু-মুসলিম সম্প্রীতিপূর্ণ সম্পর্কে ফাটল
ii. রাজনীতিতে নেতিবাচক প্রভাব
iii. সমাজের জাতীয় কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৬. ১৮৫৭ সালের মহাবিদ্রোহ সরকারি পুলিশ সেনাবাহিনীর হাতে প্রায় কত মানুষ নিহত হয়?
Ο ক) পাঁচ হাজারেরও বেশি
Ο খ) দশ হাজারেরও বেশি
Ο গ) পনের হাজারেরও বেশি
Ο ঘ) বিশ হাজারেরও বেশি
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৭. মুকুন্দদাস কোন ধরনের কবি?
Ο ক) চারণ কবি
Ο খ) গীতি কবি
Ο গ) রম্য কবি
Ο ঘ) কথাশিল্পী
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৮. খিলাফত কমিটি কখন গঠিত হয়?
Ο ক) ১৯১৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯১৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯১৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৯. ‘আজাদ হিন্দু ফৌজের’ নেতা কে ছিলেন?
Ο ক) শরৎচন্দ্র বসু
Ο খ) সুভাষচন্দ্র বসু
Ο গ) অমর্ত্য সেন
Ο ঘ) রাসবিহারী বসু
 সঠিক উত্তর: (খ)

 ৩৪০. বঙ্গভঙ্গের জন্য দায়ী-
Ο ক) ব্রিটিশ প্রশাসনের রাজনৈতিক স্বার্থ
Ο খ) বিকল্প রাজধানী গঠন হওয়া
Ο গ) প্রশাসনিক সংস্কার
Ο ঘ) পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া
 সঠিক উত্তর: (ক)

 ৩৪১. সিপাহী বিদ্রোহের অন্যতম দিক ছিল-
i. কোম্পানি শাসনের অবসান
ii. জনগণের সচেতনতা বৃদ্ধি
iii. ব্রিটিশবিরোধী মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪২. আশরাফ লর্ড কার্জনের শাসনকালের একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বললেন। ঘটনাটি হলো-
i. বঙ্গভঙ্গ
ii. ১৯০৫ সালে বাংলাকে বিভাগ
iii. গীর্জা নির্মাণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৩. লাহোর প্রস্তাবের পর থেকে ‘X’ সম্প্রদায় নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। উদ্দীপকের সম্প্রদায়টি নিচের যে সম্প্রদায়কে সমর্থন করছে-
i. মুসলমান সম্প্রদায়
ii. হিন্দু সম্প্রদায়
iii. খ্রিষ্টান সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৪. সরকারের দমনীতির বিরুদ্ধে কংগ্রেস কিসের ঘোষণা দেয়?
Ο ক) আইন মান্য করার
Ο খ) আইন অমান্য করার
Ο গ) আইন প্রণয়ন করার
Ο ঘ) আইন বাস্তবায়ন করার
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৫. রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া ‘নাইট’ উপাধি বর্জন করেন কেন?
Ο ক) ব্রিটিশ সরকার তাতে অসম্মানিত করায়
Ο খ) ব্রিটিশ সরকার তাকে উপঢৌকন না দেওয়ায়
Ο গ) অমৃতসরের হত্যাকাণ্ডের ঘটনায়
Ο ঘ) ইংরেজি ভাষা তিনি পছন্দ করতেন না বলে
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৬. আজকের ঢাকা সিটি দুই ভাগে করার ঘটনাটি ইতিহাসের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ?
Ο ক) বঙ্গভঙ্গ
Ο খ) পাক-ভারত বিভাগ
Ο গ) চীন-ভারত বিভাগ
Ο ঘ) দুই ভিয়েতনাম বিভাগ
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৭. স্বদেশী আন্দোলন উল্লেখযোগ্য ভূমিকা রাখেন-
i. রবীন্দ্রনাথ ঠাকুর
ii. দ্বিজেন্দ্রলাল রায়
iii. রজনীকান্ত সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৮. হিন্দু ও মুসলমানের মিলিত সংগ্রাম হিসেবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ঘটনা-
i. খিলাফত আন্দোলন
ii. ছয় দফা আন্দোলন
iii. অসহযোগ আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৯. পূর্বাশ নিয়ে একটি ‘স্বাধীন বাংলা রাষ্ট্র’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন কারা?
Ο ক) মুসলমানরা
Ο খ) হিন্দুরা
Ο গ) বৌদ্ধরা
Ο ঘ) খ্রিস্টানরা
 সঠিক উত্তর: (ক)

 ৩৫০. ‘Y’ বললেন, আমি অবিলম্বে স্বাধীনতা চাই। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে কার?
Ο ক) জওহরলাল নেহেরু
Ο খ) মহাত্মা গান্ধী
Ο গ) আবুল কালাম আজাদ
Ο ঘ) শেখ মুজিবুর রহমান
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post