ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. ভারতে বড়লা লর্ড কার্জন কখন বাংলা ভাগ করেন?
Ο ক) ১৯০৪ সালে
Ο খ) ১৯০৫ সালে
Ο গ) ১৯০৬ সালে
Ο ঘ) ১৯০৭ সালে
সঠিক উত্তর: (খ)
২৫২. সাদেক, ১৯২০-১৯২২ সালের দিকে ভারতবর্ষ সংঘঠিত কিছু আন্দোলনের কথা বলেন। এখানে কথা বলা হয়েছে-
i. অসহযোগ আন্দোলনের কথা
ii. খিলাফত আন্দোলনের কথা
iii. মহাত্মা গান্ধীর নেতৃত্বীধীন আন্দোলনের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. রাসেল চট্টগ্রামকে মুক্ত করার জন্য কিছু বিপ্লবী নেতার কথা বলেন। তারা হলেন-
i. মাস্টার দা সূর্যসেন
ii. প্রীতিলতা ওয়াদ্দেদার
iii. যতীনাথ মুখ্যোপাধ্যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. তারিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেন। তারিক কোন নাম উল্লেখ করে?
Ο ক) পামার স্টোন
Ο খ) গর্ডেন ব্রাউন
Ο গ) ফরওয়ার্ড ব্লক দল
Ο ঘ) জনতা পার্টি
সঠিক উত্তর: (গ)
২৫৫. ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠন কে?
Ο ক) মহাত্মা গান্ধী
Ο খ) নরেন্দ্র নাথ ভট্রাচার্য
Ο গ) যদুগোপাল মুখোপাধ্যায়
Ο ঘ) পুলিন বিহারী দাস
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. মহাত্মা গান্ধী কখন আইন অমান্য আন্দোলন শুরু করে?
Ο ক) ১৯৩০ সালে
Ο খ) ১৯৩১ সালে
Ο গ) ১৯৩২ সালে
Ο ঘ) ১৯৩৩ সালে
সঠিক উত্তর: (ক)
২৫৭. সেভার্স চুক্তির অস্বীকারকারীদের ক্ষেত্রে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) শওকত আলী
Ο খ) মুহাম্মদ আলী
Ο গ) মহাত্মা গান্ধী
Ο ঘ) মোস্তফা কামাল আতার্তুক
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. করিম, নেতাজী সুভাষ বসু কর্তৃক গঠিত একটি দলের কথা আলোচনা করেন। এখানে কোন দলের কথা বলা হয়েছে?
Ο ক) কৃষক দল
Ο খ) শ্রমিক দল
Ο গ) ফরওয়ার্ড ব্লক দল
Ο ঘ) জনতা পার্টি
সঠিক উত্তর: (গ)
২৫৯. দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী আন্দোলন কখন শুরু হয়?
Ο ক) ১৯১০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯১১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯১২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)
২৬০. ‘ভারত স্বাধীনতা আইন’ প্রণীত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৪৫ সালের ১৮ জুলাই
Ο খ) ১৯৪৬ সালের ১৮ জুলাই
Ο গ) ১৯৪৭ সালের ১৮ জুলাই
Ο ঘ) ১৯৪৮ সালের ১৮ জুলাই
সঠিক উত্তর: (গ)
২৬১. শাসক গোষ্ঠী জনমনে যেভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে-
i. বীভৎস ঘটনা ঘটিয়ে
ii. অমানবিক নির্যাতন করে
iii. ধর্মীয় অনুভূতিতে আঘাত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে কিসের কথা বলা হয়েছে?
Ο ক) পাঞ্জাব ও বাংলা ভাগের
Ο খ) ভারত ও পাকিস্তান ভাগের
Ο গ) ভারত ও বাংলা ভাগের
Ο ঘ) বাংলা ও আসাম ভাগের
সঠিক উত্তর: (ক)
২৬৩. ইংরেজ সরকার এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন কেন?
Ο ক) রাসবিহারী বসুকে ধরার জন্য
Ο খ) পুলিন বিহারী দাসকে ধরার জন্য
Ο গ) ক্ষুদিরামকে ধরার জন্য
Ο ঘ) কিংসফোর্ডকে ধরার জন্য
সঠিক উত্তর: (ক)
২৬৪. নিচের কোন উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুর বর্জন করেন?
Ο ক) ঠাকুর
Ο খ) কিংবদন্তি
Ο গ) নাইট
Ο ঘ) জুলিওকুরি
সঠিক উত্তর: (গ)
২৬৫. কেন বিদেশি দ্রব্য বর্জন আন্দোলন সফল হয়নি?
Ο ক) বিদেশি দ্রব্যের মান ভালো ছিল বলে
Ο খ) বিদেশি দ্রব্য ছাড়া চলা যেত না বলে
Ο গ) বাংলার গ্রামগঞ্জের ব্যবসায়ীরা এতে যোগদান করেনি বলে
Ο ঘ) বিদেশি পণ্যের প্রচুর চাহিদা ছিল বলে
সঠিক উত্তর: (গ)
২৬৬. ইস্টইন্ডিয়া কোম্পানির সমাজ সংস্কারের কাজগুলো কেমন ছিল?
Ο ক) জবরদস্তিমূলক
Ο খ) আইনের শাসনমূলক
Ο গ) জনকল্যাণমূলক
Ο ঘ) সমাজবিরোধী
সঠিক উত্তর: (গ)
২৬৭. ইংরেজি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করা হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯০৯
Ο খ) ১৯১০
Ο গ) ১৯০৮
Ο ঘ) ১৯১২
সঠিক উত্তর: (গ)
২৬৮. হাজী শরীয়াতউল্লাহ আন্দোলনকে ‘ফরায়েজি আন্দোলন’ বলার কারণ কী?
Ο ক) শরীয়াত নির্দেশিত ফরজ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য
Ο খ) ফরায়েজি কোন ব্যক্তির নাম
Ο গ) ফরজ পালন মুসলমানদের অবশ্য কর্তব্য
Ο ঘ) ফরায়েজ নামক কোন সংঘের অনুসারী বলে
সঠিক উত্তর: (ক)
২৬৯. লাহোর প্রস্তাবের অন্যতম তাৎপর্য হচ্ছে-
i. মুসলিম রাষ্ট্র গঠন
ii. হিন্দুদের প্রতি অত্যাচার
iii. মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭০. বেঙ্গল প্যাক্ট এর অন্যতম তাৎপর্য হচ্ছে-
i. মুসলমানদের সমস্যার সমাধান
ii. হিন্দু-মুসলিম দাঙ্গার অবসান
iii. হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭১. রাসবিহারী বসুকে ধরার জন্য ব্রিটিশ সরকার কত টাকা পুরস্কার ঘোষণা করেন?
Ο ক) ৫০,০০০
Ο খ) ১,০০,০০০
Ο গ) ১,৫০,০০০
Ο ঘ) ২,০০,০০০
সঠিক উত্তর: (খ)
২৭২. কংগ্রেসের অভ্যন্তরে যারা স্বরাজ পার্টির সমর্থক ছিলেন তাদেরকে বলা হতো-
Ο ক) অপরিবর্তনপন্থী
Ο খ) পরিবর্তনপন্থী
Ο গ) বামপন্থী
Ο ঘ) ডানপন্থী
সঠিক উত্তর: (খ)
২৭৩. খাজা নাজিমুদ্দিন ছিলেন-
i. কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. আতিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে গিয়ে মনে পড়ে একটি বিশেষ আন্দোলনের কথা। আতিকের কোন আন্দোলনের কথা মনে পড়ে?
Ο ক) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
Ο খ) নিরস্ত্র বিপ্লবী আন্দোলন
Ο গ) আলীগড় আন্দোলন
Ο ঘ) নারকেলবাড়িয়া আন্দোলন
সঠিক উত্তর: (ক)
২৭৫. বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে যে ভাঙনের সূত্রপাত হয় তা কীভাবে আরও তিক্ত হয়?
Ο ক) খিলাফত আন্দোলেনের মাধ্যমে
Ο খ) স্বদেশী আন্দোলনের মাধ্যমে
Ο গ) বয়কট আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) অসহযোগ আন্দোলনের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২৭৬. ডালহৌসী কর্তৃক দিল্লি সম্রাট পদ বিলুপ্ত হলে কে সম্রাট পদ থেকে বঞ্চিত হন?
Ο ক) আকবর
Ο খ) শাহাজাহান
Ο গ) প্রথম বাহাদুর শাহ
Ο ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. ১৯৩০ খ্রিস্টাব্দে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন কে?
Ο ক) হাজী শরীয়াতুল্লাহ
Ο খ) তিতুমীর
Ο গ) নওয়াব আবদুল লতিফ
Ο ঘ) আল্লামা ইকবাল
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. আজাদ হিন্দু ফৌজ দেশের বাইরে গঠন করার যথার্থ কারণ হলো-
i. স্বাধীনতা অর্জনের জন্য
ii. ইংরেজ তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা
iii. হতাশাগ্রস্ত রাজনীতিতে গতিশীলতার আনার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. কিসের প্রস্তাব কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়?
Ο ক) লাহোর প্রস্তাব
Ο খ) দিল্লি প্রস্তাব
Ο গ) ঢাকা প্রস্তাব
Ο ঘ) ইসলামাবাদ প্রস্তাব
সঠিক উত্তর: (ক)
২৮০. কেন ভারতীয় সৈনিকরা এনফিল্ড রাইফেলের বিরোধিতা করেন?
Ο ক) এ রাইফেল অত্যন্ত কম গতিসম্পন্ন ছিল বলে
Ο খ) এ রাইফেল টোটায় গরু ও শুকরের চর্বি মিশ্রিত ছিল বলে
Ο গ) এ রাইফেল কম দামী ছিল বলে
Ο ঘ) এ রাইফেল তেমন কোনো কার্যকরী ছিল না বলে
সঠিক উত্তর: (খ)
২৮১. ভারত কীভাবে ভাগ হয়?
Ο ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে আইন অনুসারে
সঠিক উত্তর: (ঘ)
২৮২. ‘ক’ বলল, কেবিনেট মিশনের প্রতি আহ্বান এর প্রয়োজন দেখা দেয়-
i. রাজনৈতিক সংকট সমাধানের জন্য
ii. অর্থনৈতিক সংকট সমাধানের জন্য
iii. ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৩. মুসলমান সমাজ স্বদেশী আন্দোলন থেতে দূরে থাকে?
Ο ক) এতে হিন্দুধর্মের আচার অনুষ্ঠানের প্রভাব থাকায়
Ο খ) এ আন্দোলনের নেতারা হিন্দু হওয়ায়
Ο গ) এ আন্দোলনের দ্বারা হিন্দুরা বেশি লাভবান হবে বলে
Ο ঘ) এ আন্দোলন মুসলমানদের উপকারে আসবে না বলে
সঠিক উত্তর: (ক)
২৮৪. কোন হত্যাকাণ্ডকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে অভিহিত করা হয়?
Ο ক) মিরাটের
Ο খ) জৌনপুরের
Ο গ) অমৃতসরের
Ο ঘ) কাংড়ার
সঠিক উত্তর: (গ)
২৮৫. ভারতের স্বাধীনতা দিবস কত তারিখে?
Ο ক) ১৫ আগস্ট
Ο খ) ১৬ আগস্ট
Ο গ) ১৭ আগস্ট
Ο ঘ) ১৮ আগস্ট
সঠিক উত্তর: (ক)
২৮৬. হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কিসের চরম বিরোধী ছিলেন?
Ο ক) একক সংসার
Ο খ) যুক্ত বাংলার
Ο গ) মুক্ত বাংলার
Ο ঘ) সবুজ বাংলার
সঠিক উত্তর: (খ)
২৮৭. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে?
Ο ক) ১৮৪৭ সালে
Ο খ) ১৮৫৭ সালে
Ο গ) ১৮৪৭ সালে
Ο ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর: (খ)
২৮৮. বেঙ্গল প্যাক্টের শর্ত অনুযায়ী কলকাতা কর্পোরেশনের বিভিন্ন চাকরিতে কাদের নিয়োগ দেওয়া হয়?
Ο ক) মুসলমানদের
Ο খ) হিন্দুদের
Ο গ) বৌদ্ধদের
Ο ঘ) খ্রিস্টানদের
সঠিক উত্তর: (ক)
২৮৯. সিপাহী বিদ্রোহের অনন্য ফলাফল কোনটি?
Ο ক) ইংরেজ শাসনের অবসান
Ο খ) কোম্পানি শাসনের অবসান
Ο গ) ভারতের স্বাধীনতা অর্জন
Ο ঘ) সিপাহীদের অর্থনৈতিক মুক্তি
সঠিক উত্তর: (খ)
২৯০. বেঙ্গল প্যাক্ট অনুসারে সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা কত ভাগ চাকরি সংরক্ষিত থাকবে?
Ο ক) ২৫
Ο খ) ৩৫
Ο গ) ৪৫
Ο ঘ) ৫৫
সঠিক উত্তর: (ঘ)
২৯১. দিয়া মনে করে, স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক হচ্ছে-
Ο ক) ধর্মীয় দিক
Ο খ) রাজনৈতিক দিক
Ο গ) সামাজিক দিক
Ο ঘ) অর্থনৈতিক দিক
সঠিক উত্তর: (ঘ)
২৯২. ‘ক’ নামক আইনের বিরুদ্ধে অন্যান্য স্থানের মতো পাঞ্জাবেও আন্দোলন গড়ে উঠে। উদ্দীপকের আইনের সাথে নিচের কোন আইনের সাদৃশ্য রয়েছে?
Ο ক) বেঙ্গল অর্ডিন্যান্স আইন
Ο খ) রাওলাট আইন
Ο গ) সংস্কার আইন
Ο ঘ) ভারত শাসন আইন
সঠিক উত্তর: (খ)
২৯৩. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ কে ঘোষণা করেন?
Ο ক) রামজে ম্যাকডোনাল্ড
Ο খ) চিত্তরঞ্জন দাস
Ο গ) সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ক)
২৯৪. উনিশ শতক শুধু রাজনীতির ইতিহাস হলেও পরে অর্থনীতি, সমাজ ও শিল্পকলার ইতিহাস রচিত হয়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) পুঁজিবাদ প্রচার
Ο খ) সামন্ত সমাজের প্রভাব
Ο গ) মার্কসবাদ প্রচার
Ο ঘ) কল্যাণমূলক অর্থনীতির ধারণা
সঠিক উত্তর: (গ)
২৯৫. কার ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে?
Ο ক) সোহরাওয়ার্দীর
Ο খ) মুহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) ফজলুল হকের
Ο ঘ) গান্ধীজীর
সঠিক উত্তর: (ঘ)
২৯৬. হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত ছিল?
Ο ক) বেঙ্গল প্যাক্ট
Ο খ) ইন্ডিয়া প্যাক্ট
Ο গ) পাকিস্তানি প্যাক্ট
Ο ঘ) সাধারণ প্যাক্ট
সঠিক উত্তর: (ক)
২৯৭. মুসলিম লীগ নিজেকে যেভাবে বাংলার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একমাত্র দল হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়?
i. ভারতের সাধারণ নির্বাচনের মাধ্যমে
ii. প্রাদেশিক আইনসভার মাধ্যমে
iii. প্রগতিশীল বাঙালিদের বাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৮. ‘ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠিতা কে ছিলেন?
Ο ক) মহাত্মা গান্ধী
Ο খ) শরৎচন্দ্র বসু
Ο গ) সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) জওহরলাল নেহেরু
সঠিক উত্তর: (গ)
২৯৯. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে-
i. স্বাধীনতা আন্দোলনের সূচনা
ii. বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠা
iii. টাটা কোম্পানির প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০০. গান্ধীজী যেভাবে উপলদ্ধি করেন যে অহিংস আন্দোলন আর চালিয়ে যাওয়া সম্ভব নয়-
i. চৌরিচৌরা থানার মর্মান্তিক ঘটনার মাধ্যমে
ii. ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনার মাধ্যমে
iii. চৌরিচৌরার ২১ জন পুলিশের হত্যার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. ভারতে বড়লা লর্ড কার্জন কখন বাংলা ভাগ করেন?
Ο ক) ১৯০৪ সালে
Ο খ) ১৯০৫ সালে
Ο গ) ১৯০৬ সালে
Ο ঘ) ১৯০৭ সালে
সঠিক উত্তর: (খ)
২৫২. সাদেক, ১৯২০-১৯২২ সালের দিকে ভারতবর্ষ সংঘঠিত কিছু আন্দোলনের কথা বলেন। এখানে কথা বলা হয়েছে-
i. অসহযোগ আন্দোলনের কথা
ii. খিলাফত আন্দোলনের কথা
iii. মহাত্মা গান্ধীর নেতৃত্বীধীন আন্দোলনের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. রাসেল চট্টগ্রামকে মুক্ত করার জন্য কিছু বিপ্লবী নেতার কথা বলেন। তারা হলেন-
i. মাস্টার দা সূর্যসেন
ii. প্রীতিলতা ওয়াদ্দেদার
iii. যতীনাথ মুখ্যোপাধ্যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. তারিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেন। তারিক কোন নাম উল্লেখ করে?
Ο ক) পামার স্টোন
Ο খ) গর্ডেন ব্রাউন
Ο গ) ফরওয়ার্ড ব্লক দল
Ο ঘ) জনতা পার্টি
সঠিক উত্তর: (গ)
২৫৫. ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠন কে?
Ο ক) মহাত্মা গান্ধী
Ο খ) নরেন্দ্র নাথ ভট্রাচার্য
Ο গ) যদুগোপাল মুখোপাধ্যায়
Ο ঘ) পুলিন বিহারী দাস
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. মহাত্মা গান্ধী কখন আইন অমান্য আন্দোলন শুরু করে?
Ο ক) ১৯৩০ সালে
Ο খ) ১৯৩১ সালে
Ο গ) ১৯৩২ সালে
Ο ঘ) ১৯৩৩ সালে
সঠিক উত্তর: (ক)
২৫৭. সেভার্স চুক্তির অস্বীকারকারীদের ক্ষেত্রে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) শওকত আলী
Ο খ) মুহাম্মদ আলী
Ο গ) মহাত্মা গান্ধী
Ο ঘ) মোস্তফা কামাল আতার্তুক
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. করিম, নেতাজী সুভাষ বসু কর্তৃক গঠিত একটি দলের কথা আলোচনা করেন। এখানে কোন দলের কথা বলা হয়েছে?
Ο ক) কৃষক দল
Ο খ) শ্রমিক দল
Ο গ) ফরওয়ার্ড ব্লক দল
Ο ঘ) জনতা পার্টি
সঠিক উত্তর: (গ)
২৫৯. দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী আন্দোলন কখন শুরু হয়?
Ο ক) ১৯১০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯১১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯১২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ)
২৬০. ‘ভারত স্বাধীনতা আইন’ প্রণীত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৪৫ সালের ১৮ জুলাই
Ο খ) ১৯৪৬ সালের ১৮ জুলাই
Ο গ) ১৯৪৭ সালের ১৮ জুলাই
Ο ঘ) ১৯৪৮ সালের ১৮ জুলাই
সঠিক উত্তর: (গ)
২৬১. শাসক গোষ্ঠী জনমনে যেভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে-
i. বীভৎস ঘটনা ঘটিয়ে
ii. অমানবিক নির্যাতন করে
iii. ধর্মীয় অনুভূতিতে আঘাত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে কিসের কথা বলা হয়েছে?
Ο ক) পাঞ্জাব ও বাংলা ভাগের
Ο খ) ভারত ও পাকিস্তান ভাগের
Ο গ) ভারত ও বাংলা ভাগের
Ο ঘ) বাংলা ও আসাম ভাগের
সঠিক উত্তর: (ক)
২৬৩. ইংরেজ সরকার এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন কেন?
Ο ক) রাসবিহারী বসুকে ধরার জন্য
Ο খ) পুলিন বিহারী দাসকে ধরার জন্য
Ο গ) ক্ষুদিরামকে ধরার জন্য
Ο ঘ) কিংসফোর্ডকে ধরার জন্য
সঠিক উত্তর: (ক)
২৬৪. নিচের কোন উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুর বর্জন করেন?
Ο ক) ঠাকুর
Ο খ) কিংবদন্তি
Ο গ) নাইট
Ο ঘ) জুলিওকুরি
সঠিক উত্তর: (গ)
২৬৫. কেন বিদেশি দ্রব্য বর্জন আন্দোলন সফল হয়নি?
Ο ক) বিদেশি দ্রব্যের মান ভালো ছিল বলে
Ο খ) বিদেশি দ্রব্য ছাড়া চলা যেত না বলে
Ο গ) বাংলার গ্রামগঞ্জের ব্যবসায়ীরা এতে যোগদান করেনি বলে
Ο ঘ) বিদেশি পণ্যের প্রচুর চাহিদা ছিল বলে
সঠিক উত্তর: (গ)
২৬৬. ইস্টইন্ডিয়া কোম্পানির সমাজ সংস্কারের কাজগুলো কেমন ছিল?
Ο ক) জবরদস্তিমূলক
Ο খ) আইনের শাসনমূলক
Ο গ) জনকল্যাণমূলক
Ο ঘ) সমাজবিরোধী
সঠিক উত্তর: (গ)
২৬৭. ইংরেজি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করা হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯০৯
Ο খ) ১৯১০
Ο গ) ১৯০৮
Ο ঘ) ১৯১২
সঠিক উত্তর: (গ)
২৬৮. হাজী শরীয়াতউল্লাহ আন্দোলনকে ‘ফরায়েজি আন্দোলন’ বলার কারণ কী?
Ο ক) শরীয়াত নির্দেশিত ফরজ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য
Ο খ) ফরায়েজি কোন ব্যক্তির নাম
Ο গ) ফরজ পালন মুসলমানদের অবশ্য কর্তব্য
Ο ঘ) ফরায়েজ নামক কোন সংঘের অনুসারী বলে
সঠিক উত্তর: (ক)
২৬৯. লাহোর প্রস্তাবের অন্যতম তাৎপর্য হচ্ছে-
i. মুসলিম রাষ্ট্র গঠন
ii. হিন্দুদের প্রতি অত্যাচার
iii. মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭০. বেঙ্গল প্যাক্ট এর অন্যতম তাৎপর্য হচ্ছে-
i. মুসলমানদের সমস্যার সমাধান
ii. হিন্দু-মুসলিম দাঙ্গার অবসান
iii. হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭১. রাসবিহারী বসুকে ধরার জন্য ব্রিটিশ সরকার কত টাকা পুরস্কার ঘোষণা করেন?
Ο ক) ৫০,০০০
Ο খ) ১,০০,০০০
Ο গ) ১,৫০,০০০
Ο ঘ) ২,০০,০০০
সঠিক উত্তর: (খ)
২৭২. কংগ্রেসের অভ্যন্তরে যারা স্বরাজ পার্টির সমর্থক ছিলেন তাদেরকে বলা হতো-
Ο ক) অপরিবর্তনপন্থী
Ο খ) পরিবর্তনপন্থী
Ο গ) বামপন্থী
Ο ঘ) ডানপন্থী
সঠিক উত্তর: (খ)
২৭৩. খাজা নাজিমুদ্দিন ছিলেন-
i. কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. আতিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে গিয়ে মনে পড়ে একটি বিশেষ আন্দোলনের কথা। আতিকের কোন আন্দোলনের কথা মনে পড়ে?
Ο ক) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
Ο খ) নিরস্ত্র বিপ্লবী আন্দোলন
Ο গ) আলীগড় আন্দোলন
Ο ঘ) নারকেলবাড়িয়া আন্দোলন
সঠিক উত্তর: (ক)
২৭৫. বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে যে ভাঙনের সূত্রপাত হয় তা কীভাবে আরও তিক্ত হয়?
Ο ক) খিলাফত আন্দোলেনের মাধ্যমে
Ο খ) স্বদেশী আন্দোলনের মাধ্যমে
Ο গ) বয়কট আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) অসহযোগ আন্দোলনের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২৭৬. ডালহৌসী কর্তৃক দিল্লি সম্রাট পদ বিলুপ্ত হলে কে সম্রাট পদ থেকে বঞ্চিত হন?
Ο ক) আকবর
Ο খ) শাহাজাহান
Ο গ) প্রথম বাহাদুর শাহ
Ο ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
সঠিক উত্তর: (ঘ)
২৭৭. ১৯৩০ খ্রিস্টাব্দে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন কে?
Ο ক) হাজী শরীয়াতুল্লাহ
Ο খ) তিতুমীর
Ο গ) নওয়াব আবদুল লতিফ
Ο ঘ) আল্লামা ইকবাল
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. আজাদ হিন্দু ফৌজ দেশের বাইরে গঠন করার যথার্থ কারণ হলো-
i. স্বাধীনতা অর্জনের জন্য
ii. ইংরেজ তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা
iii. হতাশাগ্রস্ত রাজনীতিতে গতিশীলতার আনার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. কিসের প্রস্তাব কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়?
Ο ক) লাহোর প্রস্তাব
Ο খ) দিল্লি প্রস্তাব
Ο গ) ঢাকা প্রস্তাব
Ο ঘ) ইসলামাবাদ প্রস্তাব
সঠিক উত্তর: (ক)
২৮০. কেন ভারতীয় সৈনিকরা এনফিল্ড রাইফেলের বিরোধিতা করেন?
Ο ক) এ রাইফেল অত্যন্ত কম গতিসম্পন্ন ছিল বলে
Ο খ) এ রাইফেল টোটায় গরু ও শুকরের চর্বি মিশ্রিত ছিল বলে
Ο গ) এ রাইফেল কম দামী ছিল বলে
Ο ঘ) এ রাইফেল তেমন কোনো কার্যকরী ছিল না বলে
সঠিক উত্তর: (খ)
২৮১. ভারত কীভাবে ভাগ হয়?
Ο ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে আইন অনুসারে
Ο ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে আইন অনুসারে
সঠিক উত্তর: (ঘ)
২৮২. ‘ক’ বলল, কেবিনেট মিশনের প্রতি আহ্বান এর প্রয়োজন দেখা দেয়-
i. রাজনৈতিক সংকট সমাধানের জন্য
ii. অর্থনৈতিক সংকট সমাধানের জন্য
iii. ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৩. মুসলমান সমাজ স্বদেশী আন্দোলন থেতে দূরে থাকে?
Ο ক) এতে হিন্দুধর্মের আচার অনুষ্ঠানের প্রভাব থাকায়
Ο খ) এ আন্দোলনের নেতারা হিন্দু হওয়ায়
Ο গ) এ আন্দোলনের দ্বারা হিন্দুরা বেশি লাভবান হবে বলে
Ο ঘ) এ আন্দোলন মুসলমানদের উপকারে আসবে না বলে
সঠিক উত্তর: (ক)
২৮৪. কোন হত্যাকাণ্ডকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে অভিহিত করা হয়?
Ο ক) মিরাটের
Ο খ) জৌনপুরের
Ο গ) অমৃতসরের
Ο ঘ) কাংড়ার
সঠিক উত্তর: (গ)
২৮৫. ভারতের স্বাধীনতা দিবস কত তারিখে?
Ο ক) ১৫ আগস্ট
Ο খ) ১৬ আগস্ট
Ο গ) ১৭ আগস্ট
Ο ঘ) ১৮ আগস্ট
সঠিক উত্তর: (ক)
২৮৬. হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কিসের চরম বিরোধী ছিলেন?
Ο ক) একক সংসার
Ο খ) যুক্ত বাংলার
Ο গ) মুক্ত বাংলার
Ο ঘ) সবুজ বাংলার
সঠিক উত্তর: (খ)
২৮৭. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে?
Ο ক) ১৮৪৭ সালে
Ο খ) ১৮৫৭ সালে
Ο গ) ১৮৪৭ সালে
Ο ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর: (খ)
২৮৮. বেঙ্গল প্যাক্টের শর্ত অনুযায়ী কলকাতা কর্পোরেশনের বিভিন্ন চাকরিতে কাদের নিয়োগ দেওয়া হয়?
Ο ক) মুসলমানদের
Ο খ) হিন্দুদের
Ο গ) বৌদ্ধদের
Ο ঘ) খ্রিস্টানদের
সঠিক উত্তর: (ক)
২৮৯. সিপাহী বিদ্রোহের অনন্য ফলাফল কোনটি?
Ο ক) ইংরেজ শাসনের অবসান
Ο খ) কোম্পানি শাসনের অবসান
Ο গ) ভারতের স্বাধীনতা অর্জন
Ο ঘ) সিপাহীদের অর্থনৈতিক মুক্তি
সঠিক উত্তর: (খ)
২৯০. বেঙ্গল প্যাক্ট অনুসারে সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা কত ভাগ চাকরি সংরক্ষিত থাকবে?
Ο ক) ২৫
Ο খ) ৩৫
Ο গ) ৪৫
Ο ঘ) ৫৫
সঠিক উত্তর: (ঘ)
২৯১. দিয়া মনে করে, স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক হচ্ছে-
Ο ক) ধর্মীয় দিক
Ο খ) রাজনৈতিক দিক
Ο গ) সামাজিক দিক
Ο ঘ) অর্থনৈতিক দিক
সঠিক উত্তর: (ঘ)
২৯২. ‘ক’ নামক আইনের বিরুদ্ধে অন্যান্য স্থানের মতো পাঞ্জাবেও আন্দোলন গড়ে উঠে। উদ্দীপকের আইনের সাথে নিচের কোন আইনের সাদৃশ্য রয়েছে?
Ο ক) বেঙ্গল অর্ডিন্যান্স আইন
Ο খ) রাওলাট আইন
Ο গ) সংস্কার আইন
Ο ঘ) ভারত শাসন আইন
সঠিক উত্তর: (খ)
২৯৩. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ কে ঘোষণা করেন?
Ο ক) রামজে ম্যাকডোনাল্ড
Ο খ) চিত্তরঞ্জন দাস
Ο গ) সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) মুজিবুর রহমান
সঠিক উত্তর: (ক)
২৯৪. উনিশ শতক শুধু রাজনীতির ইতিহাস হলেও পরে অর্থনীতি, সমাজ ও শিল্পকলার ইতিহাস রচিত হয়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) পুঁজিবাদ প্রচার
Ο খ) সামন্ত সমাজের প্রভাব
Ο গ) মার্কসবাদ প্রচার
Ο ঘ) কল্যাণমূলক অর্থনীতির ধারণা
সঠিক উত্তর: (গ)
২৯৫. কার ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে?
Ο ক) সোহরাওয়ার্দীর
Ο খ) মুহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) ফজলুল হকের
Ο ঘ) গান্ধীজীর
সঠিক উত্তর: (ঘ)
২৯৬. হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত ছিল?
Ο ক) বেঙ্গল প্যাক্ট
Ο খ) ইন্ডিয়া প্যাক্ট
Ο গ) পাকিস্তানি প্যাক্ট
Ο ঘ) সাধারণ প্যাক্ট
সঠিক উত্তর: (ক)
২৯৭. মুসলিম লীগ নিজেকে যেভাবে বাংলার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একমাত্র দল হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়?
i. ভারতের সাধারণ নির্বাচনের মাধ্যমে
ii. প্রাদেশিক আইনসভার মাধ্যমে
iii. প্রগতিশীল বাঙালিদের বাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৮. ‘ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠিতা কে ছিলেন?
Ο ক) মহাত্মা গান্ধী
Ο খ) শরৎচন্দ্র বসু
Ο গ) সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) জওহরলাল নেহেরু
সঠিক উত্তর: (গ)
২৯৯. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে-
i. স্বাধীনতা আন্দোলনের সূচনা
ii. বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠা
iii. টাটা কোম্পানির প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০০. গান্ধীজী যেভাবে উপলদ্ধি করেন যে অহিংস আন্দোলন আর চালিয়ে যাওয়া সম্ভব নয়-
i. চৌরিচৌরা থানার মর্মান্তিক ঘটনার মাধ্যমে
ii. ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনার মাধ্যমে
iii. চৌরিচৌরার ২১ জন পুলিশের হত্যার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History