ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. ব্রিটিশদের কোন নীতির কারণে এদেশের কৃষি ধ্বংস হয়?
Ο ক) ভূমি রাজস্ব নীতি
Ο খ) চার্টার নীতি
Ο গ) জন নীতি
Ο ঘ) খাদ্য সংরক্ষণ নীতি
সঠিক উত্তর: (ক)
২০২. সুভাষ বসু কখন দেশ ত্যাগ করেন?
Ο ক) ১৯৪১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৪২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২০৩. ‘ক’ নামক ব্যক্তি হয়ে উঠেছিলেন ভারতীয় স্বাধীনতা ও জাতীয়তার মূর্ত প্রতীক। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে-
i. নবাব সলিমুল্লাহ
ii. বাহাদুর শাহ জাফর
iii. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
২০৪. বঙ্গভঙ্গের অন্যতম রাজনৈতিক কারণ ছিল কোনটি?
Ο ক) ব্রিটিশ বিরোধী আন্দোলন নস্যাৎ করা
Ο খ) অতিরিক্ত করারোপ করা
Ο গ) কংগ্রেসকে সমূলে ধ্বংস করা
Ο ঘ) মুসলমানদের খুশি করা
সঠিক উত্তর: (ক)
২০৫. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
Ο ক) ভারতে
Ο খ) মায়ানমারে
Ο গ) পাকিস্তানে
Ο ঘ) নেপালে
সঠিক উত্তর: (খ)
২০৬. লাহোর প্রস্তাব গৃহীত হয় কত সালে?
Ο ক) ১৯৩০ সালে
Ο খ) ১৯৪৫ সালে
Ο গ) ১৯৪০ সালে
Ο ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর: (গ)
২০৭. হিন্দু মুসলিম ঐক্যের পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার যথার্থ কারণ কী?
Ο ক) সূর্যসেনের অকালমৃত্যু
Ο খ) চিত্তরঞ্জন দাসের অকালমৃত্যু
Ο গ) গান্ধীজীব অকাল মৃত্যু
Ο ঘ) নেহরুর অকাল মৃত্যু
সঠিক উত্তর: (খ)
২০৮. কিসের অজুহাতে অযোধ্যাকে ব্রিটিশ সমাজভুক্ত করা হয়?
Ο ক) অপশাসনের
Ο খ) দুর্নীতির
Ο গ) মুদ্রাস্ফীতি
Ο ঘ) দুর্ভিক্ষ
সঠিক উত্তর: (ক)
২০৯. স্বত্ব বিলোপ নীতি বাতিল করা হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৮৫৮
Ο খ) ১৮৫৯
Ο গ) ১৮৬০
Ο ঘ) ১৮৬১
সঠিক উত্তর: (ক)
২১০. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন কে?
Ο ক) মহাত্মা গান্ধী
Ο খ) চার্চিল
Ο গ) এ. কে ফজলুল হক
Ο ঘ) রামজে ম্যাকডোনোল্ড
সঠিক উত্তর: (ঘ)
২১১. গুপ্ত সংগঠনগুলো কীভাবে কাজ করত?
Ο ক) হ-য-ব-র-ল-ভাবে
Ο খ) ছোট ছোট দলে ভাগ হয়ে
Ο গ) একতাবদ্ধভাবে
Ο ঘ) ঐক্যবদ্ধভাবে
সঠিক উত্তর: (খ)
২১২. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ১৯৪৬ সালে ভারতে সাধারণ নির্বাচনে ঘোষণা করেন?
Ο ক) পামার স্টোন
Ο খ) এ্যাটলী
Ο গ) জেফারসন
Ο ঘ) এণ্ডারসন
সঠিক উত্তর: (খ)
২১৩. লর্ড কার্জন পূর্বাঞ্চলকে একটি মাত্র প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসংগত মনে করেননি যে কারণে-
i. আইনশৃঙ্খলা রক্ষার জন্য
ii. শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
iii. লর্ড কার্জনের সুবিধার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২১৪. হিন্দু সম্প্রদায়ের বদ্ধমূল ধারণা মতে কী করলে ধর্ম নষ্ট হয়ে যায়?
Ο ক) নদী পাড়ি দিলে
Ο খ) জীব হত্যা করলে
Ο গ) মিথ্যা কথা বললে
Ο ঘ) গাছ কাটলে
সঠিক উত্তর: (ক)
২১৫. কোন কারণে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন?
Ο ক) কর বৃদ্ধি করার জন্য
Ο খ) সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করার জন্য
Ο গ) হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করার জন্য
Ο ঘ) হিন্দুদের দমন করার জন্য
সঠিক উত্তর: (খ)
২১৬. কলকাতায় কত খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়?
Ο ক) ১৯২৫
Ο খ) ১৯২৬
Ο গ) ১৯২৭
Ο ঘ) ১৯২৮
সঠিক উত্তর: (খ)
২১৭. জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন কেন?
Ο ক) ভারতীয় জাতীয়তাবাদ বিকাশের জন্য
Ο খ) মুসলিম জাতীয়তাবাদ বিকাশের জন্য
Ο গ) অর্থনৈতিক উন্নয়নের জন্য
Ο ঘ) সামাজিক উন্নয়নের জন্য
সঠিক উত্তর: (খ)
২১৮. ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে চৌরিচৌরা থানায় উত্তেজিত জনতা আগুন দিলে কত জন পুলিশ মারা যায়?
Ο ক) ১৫ জন
Ο খ) ১৮ জন
Ο গ) ২১ জন
Ο ঘ) ২৪ জন
সঠিক উত্তর: (গ)
২১৯. কোন বৃদ্ধা পুলিশের গুলিবিদ্ধ হয়েও জাতীয় পতাকা দৃঢ় মুষ্ঠিতে ধরে রাখেন?
Ο ক) জামীঙ্গিনী হাজরা
Ο খ) মতোঙ্গীনি হাজরা
Ο গ) রোহাঙ্গীনি হাজরা
Ο ঘ) মরোঙ্গীনি হাজরা
সঠিক উত্তর: (খ)
২২০. ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগ কেন বাংলায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
Ο ক) হিন্দু ছাত্র সমাজের সমর্থনে
Ο খ) ব্রিটিশদের সমর্থনে
Ο গ) মুসলমানদের তরুণ ছাত্র সমাজের সমর্থনে
Ο ঘ) মোহাম্মদ আলী জিন্নাহর সমর্থনে
সঠিক উত্তর: (গ)
২২১. বাংলা স্বরাজ দলের অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব ছিল কার?
Ο ক) চিত্তরঞ্জন দাসের
Ο খ) চেমসফোর্ডের
Ο গ) মতিলাল নেহেরুর
Ο ঘ) মহাত্মা গান্ধীর
সঠিক উত্তর: (ক)
২২২. চট্রগ্রামের বিপ্লবীদের পাশাপাশি কলকাতার কোন দল যথেষ্ট সক্রিয় ছিল?
Ο ক) বিজেপি
Ο খ) পিপলস পার্টি
Ο গ) ওয়াকার্স দল
Ο ঘ) যুগান্তর দল
সঠিক উত্তর: (ঘ)
২২৩. মাহমুদ ১৯৪০ সালের একটি আলোচিত প্রস্তাবের কথা বলেন। এখানে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে?
Ο ক) পাকিস্তান প্রস্তাব
Ο খ) লাহোর প্রস্তাব
Ο গ) দিল্লির প্রস্তাব
Ο ঘ) ঢাকা প্রস্তাব
সঠিক উত্তর: (খ)
২২৪. বঙ্গভঙ্গের অন্যতম প্রতিক্রিয়া হচ্ছে কোনটি?
Ο ক) হিন্দু-মুসলিম-দাঙ্গা
Ο খ) কংগ্রেসের স্থায়িত্ব
Ο গ) ধর্মযুদ্ধ
Ο ঘ) অর্থনৈতিক মুক্তি
সঠিক উত্তর: (ক)
২২৫. লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়?
Ο ক) ১৯৩৯ সালে
Ο খ) ১৯৪০ সালে
Ο গ) ১৯৪১ সালে
Ο ঘ) ১৯৪২ সালে
সঠিক উত্তর: (খ)
২২৬. লাহোর প্রস্তাব কত খ্রিস্টাব্দে পেশ করা হয়?
Ο ক) ১৯৩৯
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৪১
Ο ঘ) ১৯৪২
সঠিক উত্তর: (খ)
২২৭. দেশীয় রাজন্যবর্গ অত্যন্ত ক্ষুদ্ধ হন কেন?
Ο ক) অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার জন্য
Ο খ) দিল্লি সম্রাট পদ বিলুপ্ত করার জন্য
Ο গ) অপশাসনের জন্য
Ο ঘ) উচ্চপদ থেকে বঞ্চিত করার জন্য
সঠিক উত্তর: (ক)
২২৮. বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান কী ছিল?
Ο ক) কৃষক
Ο খ) তাঁতি
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) হকারি
সঠিক উত্তর: (ক)
২২৯. খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
Ο ক) মাওলানা মোহাম্মদ আলী
Ο খ) মাওলানা শওকত আলী
Ο গ) মাওলানা আব্দুল কালাম আজাদ
Ο ঘ) উপরের সবাই
সঠিক উত্তর: (ঘ)
২৩০. বেঙ্গল প্যাক্ট চুক্তি অনুযায়ী সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা কত ভাগ চাকরি সংরক্ষিত থাকবে?
Ο ক) ৫০ ভাগ
Ο খ) ৫৩ ভাগ
Ο গ) ৫৫ ভাগ
Ο ঘ) ৫৭ ভাগ
সঠিক উত্তর: (গ)
২৩১. সালাম বলেন যে, একটি বিশেষ আন্দোলনে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হয়। সালাম বলেন-
i. খিলাফত আন্দোলন সম্পর্কে
ii. আলীগড় আন্দোলন সম্পর্কে
iii. অসহযোগ আন্দোলন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩২. ভারতের কোন অঞ্চলের সিপাহীদের বিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বলা হয়?
i. পশ্চিমাঞ্চলের
ii. পূর্বাঞ্চলের
iii. উত্তর অঞ্চলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৩. ভারত স্বাধীনতা আইন কখন প্রণয়ন করা হয়?
Ο ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৬ জুলাই
Ο খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৭ জুলাই
Ο গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৮ জুলাই
Ο ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৯ জুলাই
সঠিক উত্তর: (গ)
২৩৪. ১৯৪৭ খ্রি. হিন্দু-মুসলমান সম্পর্কে কিসের রূপ নেয়?
Ο ক) ভালোবাসার বন্ধনে
Ο খ) ভ্রাতৃবন্ধনে
Ο গ) সৌহার্দপূর্ণ বন্ধনে
Ο ঘ) রক্তক্ষয়ী দাঙ্গায়
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় কাদের মধ্যে?
Ο ক) মুসলমানদের
Ο খ) হিন্দুদের
Ο গ) খ্রিস্টানদের
Ο ঘ) বৌদ্ধদের
সঠিক উত্তর: (খ)
২৩৬. বেঙ্গল প্যাক্টের বিজয়ীদের মধ্যে কত জন সদস্য মুসলিম ছিলেন?
Ο ক) ১৫ জন
Ο খ) ১৮ জন
Ο গ) ২১ জন
Ο ঘ) ২৩ জন
সঠিক উত্তর: (ক)
২৩৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের ডাক দেন কেন?
Ο ক) ব্রিটিশদের উচিত শিক্ষা দিতে
Ο খ) ব্রিটিশদের সমূলে ধ্বংস করতে
Ο গ) ভারতকে জাপানের আক্রমণ থেকে রক্ষা করতে
Ο ঘ) জমিদারশ্রেণির উচ্ছেদ ঘটাতে
সঠিক উত্তর: (গ)
২৩৮. উক্ত ঘটনার উদ্দেশ্য ছিল-
i. বাঙ্গালির শক্তি দুর্বল করা
ii. মুসলমান সম্প্রদায়কে খুশি করা
iii. ভাগ করা ও শাসন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. হিন্দু সম্প্রদায়ের লোকরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা করে কেন?
Ο ক) জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতার জন্য
Ο খ) উচ্চ শিক্ষার সুযোগের অভাবের জন্য
Ο গ) উচুঁতলার মানুষের স্বার্থে আঘাত
Ο ঘ) প্রশাসনিক ও অর্থনৈতিক সুবিধা বঞ্চিত হওয়ার জন্য
সঠিক উত্তর: (গ)
২৪০. মুসলিম লীগের কোন নেতা বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন?
Ο ক) খাজা নাজিমুদ্দিন
Ο খ) সোহরাওয়ার্দী
Ο গ) আবুল হাশিম
Ο ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: (গ)
২৪১. পলাশি যুদ্ধের কত বছর পর ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়?
Ο ক) পচিঁশ বছর পরে
Ο খ) পঞ্চাশ বছর পরে
Ο গ) একশ বছর পরে
Ο ঘ) দুইশ বছর পরে
সঠিক উত্তর: (গ)
২৪২. সশস্ত্র বিপ্লবী আন্দোলন মূলত শেষ হয় কত সালে?
Ο ক) ১৯২০
Ο খ) ১৯২৫
Ο গ) ১৯৩০
Ο ঘ) ১৯৩৫
সঠিক উত্তর: (গ)
২৪৩. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামকে কোন অভিযান প্রকাশ করা হয়?
Ο ক) মহাবিদ্রোহ
Ο খ) নীল বিদ্রোহ
Ο গ) ফকির বিদ্রোহ
Ο ঘ) সন্ন্যাসী বিদ্রোহ
সঠিক উত্তর: (ক)
২৪৪. প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন?
Ο ক) ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী
Ο খ) সমাজবাদী কর্মী
Ο গ) একজন সাংবাদিক
Ο ঘ) একজন গণিতবিদ
সঠিক উত্তর: (ক)
২৪৫. স্বদেশী আন্দোলের দৃঢ় সমর্থক ছিল বাংলার কোন শ্রেণি?
Ο ক) নিম্ন
Ο খ) উচ্চবিত্ত
Ο গ) অভিজাত
Ο ঘ) জমিদার
সঠিক উত্তর: (ঘ)
২৪৬. বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন কীভাবে প্রকাশ্যে আত্মপ্রকাশ করে?
Ο ক) ক্ষুদিরাম বোমা হামলার মধ্য দিয়ে
Ο খ) ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তোলার মধ্য দিয়ে
Ο গ) হিন্দু-মুসলমান সম্প্রীতির রাজনৈতিক আবহাওয়া সৃষ্টির মধ্য দিয়ে
Ο ঘ) জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৪৭. কংগ্রেসের নেতারা কোথা থেকে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন?
Ο ক) মুম্বাই
Ο খ) আগরতলা
Ο গ) কলকাতা
Ο ঘ) নয়াদিল্লি
সঠিক উত্তর: (গ)
২৪৮. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের পটভূমিতে কে মন্ত্রিসভা গঠন করেন?
Ο ক) ফজলুল হক
Ο খ) মুহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) মওলানা ভাসানী
Ο ঘ) খাজা নাজিমুদ্দিন
সঠিক উত্তর: (ঘ)
২৪৯. সুভাষ বসুর নেতৃত্বে আজাদ হিন্দু ফৌজ কত খ্রিস্টাব্দে বার্মা হয়ে ভারত ভূমিতে পর্দাপণ করে?
Ο ক) ১৯৪০ খ্রি.
Ο খ) ১৯৪৪ খ্রি.
Ο গ) ১৯৪৭ খ্রি.
Ο ঘ) ১৯৫০ খ্রি.
সঠিক উত্তর: (খ)
২৫০. ব্রিটিশবিরোধী আন্দোলনের নতুন ধারার জন্ম হয় কীভাবে?
Ο ক) স্বদেশী পণ্যের ব্যবহারের মাধ্যমে
Ο খ) প্রাদেশিক আইনসভার মাধ্যমে
Ο গ) ব্রিটিশ সরকারের দমননীতির মাধ্যমে
Ο ঘ) হিন্দু-মুসলমানের ঐক্য দৃঢ়করণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. ব্রিটিশদের কোন নীতির কারণে এদেশের কৃষি ধ্বংস হয়?
Ο ক) ভূমি রাজস্ব নীতি
Ο খ) চার্টার নীতি
Ο গ) জন নীতি
Ο ঘ) খাদ্য সংরক্ষণ নীতি
সঠিক উত্তর: (ক)
২০২. সুভাষ বসু কখন দেশ ত্যাগ করেন?
Ο ক) ১৯৪১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৪২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২০৩. ‘ক’ নামক ব্যক্তি হয়ে উঠেছিলেন ভারতীয় স্বাধীনতা ও জাতীয়তার মূর্ত প্রতীক। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে-
i. নবাব সলিমুল্লাহ
ii. বাহাদুর শাহ জাফর
iii. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
২০৪. বঙ্গভঙ্গের অন্যতম রাজনৈতিক কারণ ছিল কোনটি?
Ο ক) ব্রিটিশ বিরোধী আন্দোলন নস্যাৎ করা
Ο খ) অতিরিক্ত করারোপ করা
Ο গ) কংগ্রেসকে সমূলে ধ্বংস করা
Ο ঘ) মুসলমানদের খুশি করা
সঠিক উত্তর: (ক)
২০৫. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
Ο ক) ভারতে
Ο খ) মায়ানমারে
Ο গ) পাকিস্তানে
Ο ঘ) নেপালে
সঠিক উত্তর: (খ)
২০৬. লাহোর প্রস্তাব গৃহীত হয় কত সালে?
Ο ক) ১৯৩০ সালে
Ο খ) ১৯৪৫ সালে
Ο গ) ১৯৪০ সালে
Ο ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর: (গ)
২০৭. হিন্দু মুসলিম ঐক্যের পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার যথার্থ কারণ কী?
Ο ক) সূর্যসেনের অকালমৃত্যু
Ο খ) চিত্তরঞ্জন দাসের অকালমৃত্যু
Ο গ) গান্ধীজীব অকাল মৃত্যু
Ο ঘ) নেহরুর অকাল মৃত্যু
সঠিক উত্তর: (খ)
২০৮. কিসের অজুহাতে অযোধ্যাকে ব্রিটিশ সমাজভুক্ত করা হয়?
Ο ক) অপশাসনের
Ο খ) দুর্নীতির
Ο গ) মুদ্রাস্ফীতি
Ο ঘ) দুর্ভিক্ষ
সঠিক উত্তর: (ক)
২০৯. স্বত্ব বিলোপ নীতি বাতিল করা হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৮৫৮
Ο খ) ১৮৫৯
Ο গ) ১৮৬০
Ο ঘ) ১৮৬১
সঠিক উত্তর: (ক)
২১০. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন কে?
Ο ক) মহাত্মা গান্ধী
Ο খ) চার্চিল
Ο গ) এ. কে ফজলুল হক
Ο ঘ) রামজে ম্যাকডোনোল্ড
সঠিক উত্তর: (ঘ)
২১১. গুপ্ত সংগঠনগুলো কীভাবে কাজ করত?
Ο ক) হ-য-ব-র-ল-ভাবে
Ο খ) ছোট ছোট দলে ভাগ হয়ে
Ο গ) একতাবদ্ধভাবে
Ο ঘ) ঐক্যবদ্ধভাবে
সঠিক উত্তর: (খ)
২১২. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ১৯৪৬ সালে ভারতে সাধারণ নির্বাচনে ঘোষণা করেন?
Ο ক) পামার স্টোন
Ο খ) এ্যাটলী
Ο গ) জেফারসন
Ο ঘ) এণ্ডারসন
সঠিক উত্তর: (খ)
২১৩. লর্ড কার্জন পূর্বাঞ্চলকে একটি মাত্র প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসংগত মনে করেননি যে কারণে-
i. আইনশৃঙ্খলা রক্ষার জন্য
ii. শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
iii. লর্ড কার্জনের সুবিধার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২১৪. হিন্দু সম্প্রদায়ের বদ্ধমূল ধারণা মতে কী করলে ধর্ম নষ্ট হয়ে যায়?
Ο ক) নদী পাড়ি দিলে
Ο খ) জীব হত্যা করলে
Ο গ) মিথ্যা কথা বললে
Ο ঘ) গাছ কাটলে
সঠিক উত্তর: (ক)
২১৫. কোন কারণে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন?
Ο ক) কর বৃদ্ধি করার জন্য
Ο খ) সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করার জন্য
Ο গ) হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করার জন্য
Ο ঘ) হিন্দুদের দমন করার জন্য
সঠিক উত্তর: (খ)
২১৬. কলকাতায় কত খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়?
Ο ক) ১৯২৫
Ο খ) ১৯২৬
Ο গ) ১৯২৭
Ο ঘ) ১৯২৮
সঠিক উত্তর: (খ)
২১৭. জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন কেন?
Ο ক) ভারতীয় জাতীয়তাবাদ বিকাশের জন্য
Ο খ) মুসলিম জাতীয়তাবাদ বিকাশের জন্য
Ο গ) অর্থনৈতিক উন্নয়নের জন্য
Ο ঘ) সামাজিক উন্নয়নের জন্য
সঠিক উত্তর: (খ)
২১৮. ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে চৌরিচৌরা থানায় উত্তেজিত জনতা আগুন দিলে কত জন পুলিশ মারা যায়?
Ο ক) ১৫ জন
Ο খ) ১৮ জন
Ο গ) ২১ জন
Ο ঘ) ২৪ জন
সঠিক উত্তর: (গ)
২১৯. কোন বৃদ্ধা পুলিশের গুলিবিদ্ধ হয়েও জাতীয় পতাকা দৃঢ় মুষ্ঠিতে ধরে রাখেন?
Ο ক) জামীঙ্গিনী হাজরা
Ο খ) মতোঙ্গীনি হাজরা
Ο গ) রোহাঙ্গীনি হাজরা
Ο ঘ) মরোঙ্গীনি হাজরা
সঠিক উত্তর: (খ)
২২০. ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগ কেন বাংলায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
Ο ক) হিন্দু ছাত্র সমাজের সমর্থনে
Ο খ) ব্রিটিশদের সমর্থনে
Ο গ) মুসলমানদের তরুণ ছাত্র সমাজের সমর্থনে
Ο ঘ) মোহাম্মদ আলী জিন্নাহর সমর্থনে
সঠিক উত্তর: (গ)
২২১. বাংলা স্বরাজ দলের অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব ছিল কার?
Ο ক) চিত্তরঞ্জন দাসের
Ο খ) চেমসফোর্ডের
Ο গ) মতিলাল নেহেরুর
Ο ঘ) মহাত্মা গান্ধীর
সঠিক উত্তর: (ক)
২২২. চট্রগ্রামের বিপ্লবীদের পাশাপাশি কলকাতার কোন দল যথেষ্ট সক্রিয় ছিল?
Ο ক) বিজেপি
Ο খ) পিপলস পার্টি
Ο গ) ওয়াকার্স দল
Ο ঘ) যুগান্তর দল
সঠিক উত্তর: (ঘ)
২২৩. মাহমুদ ১৯৪০ সালের একটি আলোচিত প্রস্তাবের কথা বলেন। এখানে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে?
Ο ক) পাকিস্তান প্রস্তাব
Ο খ) লাহোর প্রস্তাব
Ο গ) দিল্লির প্রস্তাব
Ο ঘ) ঢাকা প্রস্তাব
সঠিক উত্তর: (খ)
২২৪. বঙ্গভঙ্গের অন্যতম প্রতিক্রিয়া হচ্ছে কোনটি?
Ο ক) হিন্দু-মুসলিম-দাঙ্গা
Ο খ) কংগ্রেসের স্থায়িত্ব
Ο গ) ধর্মযুদ্ধ
Ο ঘ) অর্থনৈতিক মুক্তি
সঠিক উত্তর: (ক)
২২৫. লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়?
Ο ক) ১৯৩৯ সালে
Ο খ) ১৯৪০ সালে
Ο গ) ১৯৪১ সালে
Ο ঘ) ১৯৪২ সালে
সঠিক উত্তর: (খ)
২২৬. লাহোর প্রস্তাব কত খ্রিস্টাব্দে পেশ করা হয়?
Ο ক) ১৯৩৯
Ο খ) ১৯৪০
Ο গ) ১৯৪১
Ο ঘ) ১৯৪২
সঠিক উত্তর: (খ)
২২৭. দেশীয় রাজন্যবর্গ অত্যন্ত ক্ষুদ্ধ হন কেন?
Ο ক) অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার জন্য
Ο খ) দিল্লি সম্রাট পদ বিলুপ্ত করার জন্য
Ο গ) অপশাসনের জন্য
Ο ঘ) উচ্চপদ থেকে বঞ্চিত করার জন্য
সঠিক উত্তর: (ক)
২২৮. বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান কী ছিল?
Ο ক) কৃষক
Ο খ) তাঁতি
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) হকারি
সঠিক উত্তর: (ক)
২২৯. খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
Ο ক) মাওলানা মোহাম্মদ আলী
Ο খ) মাওলানা শওকত আলী
Ο গ) মাওলানা আব্দুল কালাম আজাদ
Ο ঘ) উপরের সবাই
সঠিক উত্তর: (ঘ)
২৩০. বেঙ্গল প্যাক্ট চুক্তি অনুযায়ী সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা কত ভাগ চাকরি সংরক্ষিত থাকবে?
Ο ক) ৫০ ভাগ
Ο খ) ৫৩ ভাগ
Ο গ) ৫৫ ভাগ
Ο ঘ) ৫৭ ভাগ
সঠিক উত্তর: (গ)
২৩১. সালাম বলেন যে, একটি বিশেষ আন্দোলনে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হয়। সালাম বলেন-
i. খিলাফত আন্দোলন সম্পর্কে
ii. আলীগড় আন্দোলন সম্পর্কে
iii. অসহযোগ আন্দোলন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩২. ভারতের কোন অঞ্চলের সিপাহীদের বিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বলা হয়?
i. পশ্চিমাঞ্চলের
ii. পূর্বাঞ্চলের
iii. উত্তর অঞ্চলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৩. ভারত স্বাধীনতা আইন কখন প্রণয়ন করা হয়?
Ο ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৬ জুলাই
Ο খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৭ জুলাই
Ο গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৮ জুলাই
Ο ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৯ জুলাই
সঠিক উত্তর: (গ)
২৩৪. ১৯৪৭ খ্রি. হিন্দু-মুসলমান সম্পর্কে কিসের রূপ নেয়?
Ο ক) ভালোবাসার বন্ধনে
Ο খ) ভ্রাতৃবন্ধনে
Ο গ) সৌহার্দপূর্ণ বন্ধনে
Ο ঘ) রক্তক্ষয়ী দাঙ্গায়
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় কাদের মধ্যে?
Ο ক) মুসলমানদের
Ο খ) হিন্দুদের
Ο গ) খ্রিস্টানদের
Ο ঘ) বৌদ্ধদের
সঠিক উত্তর: (খ)
২৩৬. বেঙ্গল প্যাক্টের বিজয়ীদের মধ্যে কত জন সদস্য মুসলিম ছিলেন?
Ο ক) ১৫ জন
Ο খ) ১৮ জন
Ο গ) ২১ জন
Ο ঘ) ২৩ জন
সঠিক উত্তর: (ক)
২৩৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের ডাক দেন কেন?
Ο ক) ব্রিটিশদের উচিত শিক্ষা দিতে
Ο খ) ব্রিটিশদের সমূলে ধ্বংস করতে
Ο গ) ভারতকে জাপানের আক্রমণ থেকে রক্ষা করতে
Ο ঘ) জমিদারশ্রেণির উচ্ছেদ ঘটাতে
সঠিক উত্তর: (গ)
২৩৮. উক্ত ঘটনার উদ্দেশ্য ছিল-
i. বাঙ্গালির শক্তি দুর্বল করা
ii. মুসলমান সম্প্রদায়কে খুশি করা
iii. ভাগ করা ও শাসন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. হিন্দু সম্প্রদায়ের লোকরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা করে কেন?
Ο ক) জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতার জন্য
Ο খ) উচ্চ শিক্ষার সুযোগের অভাবের জন্য
Ο গ) উচুঁতলার মানুষের স্বার্থে আঘাত
Ο ঘ) প্রশাসনিক ও অর্থনৈতিক সুবিধা বঞ্চিত হওয়ার জন্য
সঠিক উত্তর: (গ)
২৪০. মুসলিম লীগের কোন নেতা বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন?
Ο ক) খাজা নাজিমুদ্দিন
Ο খ) সোহরাওয়ার্দী
Ο গ) আবুল হাশিম
Ο ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: (গ)
২৪১. পলাশি যুদ্ধের কত বছর পর ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়?
Ο ক) পচিঁশ বছর পরে
Ο খ) পঞ্চাশ বছর পরে
Ο গ) একশ বছর পরে
Ο ঘ) দুইশ বছর পরে
সঠিক উত্তর: (গ)
২৪২. সশস্ত্র বিপ্লবী আন্দোলন মূলত শেষ হয় কত সালে?
Ο ক) ১৯২০
Ο খ) ১৯২৫
Ο গ) ১৯৩০
Ο ঘ) ১৯৩৫
সঠিক উত্তর: (গ)
২৪৩. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামকে কোন অভিযান প্রকাশ করা হয়?
Ο ক) মহাবিদ্রোহ
Ο খ) নীল বিদ্রোহ
Ο গ) ফকির বিদ্রোহ
Ο ঘ) সন্ন্যাসী বিদ্রোহ
সঠিক উত্তর: (ক)
২৪৪. প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন?
Ο ক) ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী
Ο খ) সমাজবাদী কর্মী
Ο গ) একজন সাংবাদিক
Ο ঘ) একজন গণিতবিদ
সঠিক উত্তর: (ক)
২৪৫. স্বদেশী আন্দোলের দৃঢ় সমর্থক ছিল বাংলার কোন শ্রেণি?
Ο ক) নিম্ন
Ο খ) উচ্চবিত্ত
Ο গ) অভিজাত
Ο ঘ) জমিদার
সঠিক উত্তর: (ঘ)
২৪৬. বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন কীভাবে প্রকাশ্যে আত্মপ্রকাশ করে?
Ο ক) ক্ষুদিরাম বোমা হামলার মধ্য দিয়ে
Ο খ) ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তোলার মধ্য দিয়ে
Ο গ) হিন্দু-মুসলমান সম্প্রীতির রাজনৈতিক আবহাওয়া সৃষ্টির মধ্য দিয়ে
Ο ঘ) জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৪৭. কংগ্রেসের নেতারা কোথা থেকে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন?
Ο ক) মুম্বাই
Ο খ) আগরতলা
Ο গ) কলকাতা
Ο ঘ) নয়াদিল্লি
সঠিক উত্তর: (গ)
২৪৮. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের পটভূমিতে কে মন্ত্রিসভা গঠন করেন?
Ο ক) ফজলুল হক
Ο খ) মুহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) মওলানা ভাসানী
Ο ঘ) খাজা নাজিমুদ্দিন
সঠিক উত্তর: (ঘ)
২৪৯. সুভাষ বসুর নেতৃত্বে আজাদ হিন্দু ফৌজ কত খ্রিস্টাব্দে বার্মা হয়ে ভারত ভূমিতে পর্দাপণ করে?
Ο ক) ১৯৪০ খ্রি.
Ο খ) ১৯৪৪ খ্রি.
Ο গ) ১৯৪৭ খ্রি.
Ο ঘ) ১৯৫০ খ্রি.
সঠিক উত্তর: (খ)
২৫০. ব্রিটিশবিরোধী আন্দোলনের নতুন ধারার জন্ম হয় কীভাবে?
Ο ক) স্বদেশী পণ্যের ব্যবহারের মাধ্যমে
Ο খ) প্রাদেশিক আইনসভার মাধ্যমে
Ο গ) ব্রিটিশ সরকারের দমননীতির মাধ্যমে
Ο ঘ) হিন্দু-মুসলমানের ঐক্য দৃঢ়করণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History