এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. কোন উপাধি রীবন্দ্রনাথ ঠাকুর বর্জন করেন?
Ο ক) ঠাকুর
Ο খ) কিংবদন্তি
Ο গ) নাইট
Ο ঘ) জুলিও কুরী
 সঠিক উত্তর: (গ)

 ১৫২. তারেক ব্রিটিশ পণ্য বর্জনকারী একটি আন্দোলনের কথা বলেন। উক্ত আন্দোলনের সাথে সাদৃশ্যতা রয়েছে-
i. বয়কট আন্দোলনের
ii. স্বদেশী আন্দোলনের
iii. ফরায়েজি আন্দোলনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি ছিল কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. সুমান একটি যুদ্ধের কাহিনী পড়ে যেখানে একটি দেশের শেষ নবাবের পরাজয় এবং ইংরেজিদের বিজয় লাভ ঘটে। এ পরাজিত নবাব নিচের কোন ব্যক্তিকে নির্দেশ করে?
Ο ক) নবাব আলীবর্দী খাঁ
Ο খ) নবাব সিরাজউদ্দৌল্লা
Ο গ) নবাব আব্দুল লতিফ
Ο ঘ) নবাব আলী চৌধুরী
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. সেভার্স চুক্তি হয় কখন?
Ο ক) ১৯২০ সালে
Ο খ) ১৯২১ সালে
Ο গ) ১৯২২ সালে
Ο ঘ) ১৯২৩ সালে
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. কোন আন্দোলনের সময় রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সংগীতটি রচনা করেন?
Ο ক) অসহযোগ আন্দোলন
Ο খ) স্বদেশী আন্দোলন
Ο গ) খিলাফত আন্দোলন
Ο ঘ) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. হিন্দু-মুসলিম ঐক্যের সম্ভাবনা ব্যহত হয় যেভাবে-
i. বাংলা চুক্তি অকার্যকর হলে
ii. বেঙ্গল প্যাক্ট চুক্তি অকার্যকর হলে
iii. তাবলীগ ও তানজীম আন্দোলনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫৮. সূর্যসেনের বিপ্লবীর সাথে কোথায় চুড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) আন্দরকিল্লায়
Ο খ) জালালাবাদ পাহাড়ে
Ο গ) পাহাড়তলীতে
Ο ঘ) পটিয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সঙ্গে সশস্ত্র কার্যকলাপও যুক্ত হয় কেন?
Ο ক) হিন্দু সম্প্রদায়ের কারণে
Ο খ) চরমপন্থী নেতাদের কারণে
Ο গ) মুসলমান সম্প্রদায়ের কারণে
Ο ঘ) জাতীয় কংগ্রেসের নেতৃত্বের কারণে
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) পূর্ববঙ্গ ঘোষণা
Ο খ) পশ্চিমবঙ্গ ঘোষণা
Ο গ) বঙ্গভঙ্গ ঘোষণা
Ο ঘ) পাকিস্তান ঘোষণা
 সঠিক উত্তর: (গ)

 ১৬১. জিন্নাহ দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপনে ব্যর্থ হয়। সম্প্রদায়গুলো হলো-
i. মুসলিম
ii. হিন্দু
iii. খ্রিস্টান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬২. যে কারণে ব্রিটিশ মন্ত্রিসভা একজন সদস্যকে ভারত সচিব নিযুক্ত করা হয়-
i. মহারাজাকে সাহায্য করার জন্য
ii. মহারানীকে সাহায্য করার জন্য
iii. জেনারেল ভাইসরয়কে সাহায্য করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে শ্রদ্ধা করতেন কেন?
Ο ক) প্রভাবশালী ছিলেন বলে
Ο খ) সহজ সরল ছিলেন বলে
Ο গ) সুদর্শন ছিলেন বলে
Ο ঘ) মুসলিম বিশ্বের খলিফা বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. পূর্ব বাংলার মুসলমানরা কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?
Ο ক) নবাব সলিমুল্লাহর
Ο খ) নবাব আহসানের
Ο গ) নবাব আলী মুর্তুজার
Ο ঘ) নবাব মীর্জা গালিবের
 সঠিক উত্তর: (ক)

 ১৬৫. ঢাকার ‘ক’ সম্প্রদায়ের বুদ্ধিজীবী শ্রেণি যুক্ত বাংলার বিপক্ষে সোচ্চার ছিলেন। উদ্দীপকের সম্প্রদায়ের সাথে মিল পাওয়া যায়-
i. মুসলমান সম্প্রদায়
ii. হিন্দু সম্প্রদায়
iii. ইহুদি সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৬. হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায় সিপাহীদের ব্যবহারের জন্য ‘এনফিল্ড’ রাইফেলের প্রচলন করা হয়। এটি নিচের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) ধর্ম নাশ করা
Ο খ) জনমনে আতঙ্গ সৃষ্টি করা
Ο গ) ইংরেজিবিরোধী ক্ষোভ বৃদ্ধি
Ο ঘ) জনসমর্থন সৃষ্টি করা
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. আসলাম বলেন যে, একটি প্রস্তাবের অন্যতম ধারা হচ্ছে স্বাধীন রাষ্ট্রের সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্ব দিতে হবে। এখানে বলা হয়েছে-
i. ১৯৪০ সালের ২৩ মার্চের প্রস্তাবের কথা
ii. লাহোর প্রস্তাবের কথা
iii. লক্ষ্ণৌ সম্মেলনের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. চিত্তরঞ্জন দাস কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৯২৪ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯২৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯২৬ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ১৬৯. স্বদেশী আন্দোলকে জোরালো করতে কলকাতায় প্রতিষ্ঠিত সমিতিটির নাম কী ছিল?
Ο ক) অনুশীলন
Ο খ) যুগান্তর
Ο গ) ব্রতী
Ο ঘ) সাধনা
 সঠিক উত্তর: (খ)

 ১৭০. কেন বাংলার জমিদারশ্রেণি স্বদেশী আন্দোলনের পক্ষে ছিল?
Ο ক) জমিদারের জমিদারির স্থায়িত্ব বাড়ানোর জন্য
Ο খ) জমিদারের শোষণনীতি বজায় রাখার জন্য
Ο গ) জমিদারের সম্পদ বৃদ্ধির জন্য
Ο ঘ) জমিদারের লাঠিয়াল বাহিনীর শক্তি বাড়ানোর জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৭১. স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) হিন্দু-মুসলমান সম্পর্কের উন্নতি
Ο খ) হিন্দু-মুসলমান সম্পর্কের ফাটল
Ο গ) হিন্দু-বৌদ্ধ সম্পর্কের ফাটল
Ο ঘ) হিন্দু-খ্রিস্টান সম্পর্কের ফাটল
 সঠিক উত্তর: (ক)

 ১৭২. খিলাফত আন্দোলন সংঘটিত হওয়ার কারণ ছিল-
i. তুরস্ক সাম্রাজ্যেকে রক্ষা
ii. অটোমান সাম্রাজ্যকে রক্ষা
iii. রোমান সাম্রাজ্যকে রক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৩. কার্তিক বাহাদুর শাহ পার্কে ঘুরতে গিয়ে তার মনে পড়ে উনিশ শতকের একটি বিদ্রোহের কথা। এখানে কোন বিদ্রোহের কথা বলা হয়েছে?
Ο ক) সিপাহী বিদ্রোহ
Ο খ) নীল বিদ্রোহ
Ο গ) তিতুমীরের বিদ্রোহ
Ο ঘ) দুদু মিয়ার বিদ্রোহ
 সঠিক উত্তর: (ক)

 ১৭৪. স্বদেশী আন্দোলনের মাধ্যমে বিলেতি দ্রব্য বর্জন আন্দোলন সফল হয়নি, কারণ-
i. কলকাতার মাড়ওয়ারী অবাঙালি ব্যবসায়ীরা এ আন্দোলনে যুক্ত হয়নি
ii. বাংলার গ্রামগঞ্জের ব্যবসায়ীরা এ আন্দোলনে যুক্ত হয়নি
iii. এ আন্দোলন থেকে জনগণের দূরে থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৫. ‘ক’ নামক সম্রাটকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। উদ্দীপকের ব্যক্তির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) মৌলভী আহমদ উল্লাহ
Ο খ) প্রথম বাহাদুর শাহ
Ο গ) মঙ্গল পাণ্ডে
Ο ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৬. হিন্দু-মুসলিম সম্প্রদায় সম্প্রীতি চিরতরে নষ্ট হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
Ο ক) স্বাধীনতাযুদ্ধ
Ο খ) স্বদেশি আন্দোলন
Ο গ) ফরায়েজি আন্দোলন
Ο ঘ) বঙ্গভঙ্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. মুসলিম লীগ সরকার গঠনের প্রস্তাব করার ফলে ফজলুল হক-
i. মুখ্যমন্ত্রী নিযুক্ত হন
ii. স্বাধীনতার ডাক দেন
iii. শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৮. সূর্যসেনের দলের সঙ্গে যুক্ত হন কোন নারী যোদ্ধা?
Ο ক) তারামন বিবি
Ο খ) লক্ষী বাঈ
Ο গ) সেতারা বেগম
Ο ঘ) প্রীতিলতা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৯. সিপাহী বিদ্রোহের সামরিক কারণ হচ্ছে-
i. ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মাঝে বৈষম্য
ii. ভূমি রাজস্বনীতি
iii. ভারতীয় সেনাদের কম সুযোগ সুবিধা প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. সিপাহী বিদ্রোহের অন্যতম অর্থনৈতিক কারণ ছিল-
i. অতিরিক্ত কর ধার্য
ii. দেশিয় শিল্প ধ্বংস করা
iii. নতুন টাকশাল নির্মাণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. বঙ্গভঙ্গের রদের ফলে-
i. হিন্দু সম্প্রদায় খুশি হয়
ii. মুসলমান সম্প্রদায় প্রচণ্ড মর্মাহত হয়
iii. ব্রিটিশ সরকার ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. বঙ্গবঙ্গের উভয় সম্প্রদায়ের মধ্যে অবসান ঘটে-
i. অবিশ্বাস
ii. বিশ্বাসঘাতকতার
iii. শত্রুতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. সাদিক তুরস্কের খিলাফত রক্ষায় ভারতবর্ষে সংঘঠিত একটি আন্দোলনের কথা বলেন। উল্লেখিত কোন আন্দোলনের সাথে এর সাদৃশ্যতা পাওয়া যায়?
Ο ক) খিলাফত আন্দোলন
Ο খ) আলীগড় আন্দোলন
Ο গ) হাসেমী আন্দোলন
Ο ঘ) স্বদেশী আন্দোলন
 সঠিক উত্তর: (ক)

 ১৮৪. লর্ড চেমসফোর্ডের পর বড়লার্টের দায়িত্ব গ্রহণকারী হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) লর্ড কার্জন
Ο খ) লর্ড আইজ্যাক
Ο গ) লর্ড কিংসফোর্ড
Ο ঘ) লর্ড রেডিং
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৫. বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে কোথায়?
Ο ক) রংপুরে
Ο খ) দিনাজপুরে
Ο গ) ব্যারাকপুরে
Ο ঘ) মেদিনীপুরে
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. সিপাহী বিদ্রোহের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
Ο ক) ধর্ম প্রচার
Ο খ) অভ্যন্তরীণ শুল্ক উঠিয়ে নেওয়া
Ο গ) ইংরেজ বিরোধী মনোভাব
Ο ঘ) ইংরেজি ভাষা বিরোধী মনোভাব
 সঠিক উত্তর: (গ)

 ১৮৭. কোন আইনের ভিত্তিতে ব্রিটিশ শাসনের অবসান হয়?
Ο ক) সংস্কার আইন
Ο খ) রাওলাট আইন
Ο গ) ভারত স্বাধীনতা আইন
Ο ঘ) অর্ডিন্যান্স আইন
 সঠিক উত্তর: (গ)

 ১৮৮. উপমহাদেশের জনগণের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর যে ধরনের ক্ষোভ ছিল-
i. সংস্কৃতিক
ii. ধর্মীয়
iii. সামাজিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৪৭
Ο খ) ১৯৪৮
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫০
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. প্রীতিলতাকে কোন স্থান আক্রমণের দায়িত্ব দেওয়া হয়?
Ο ক) পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব
Ο খ) পাহাড়তলী সুপার স্টার ক্লাব
Ο গ) পাহাড়তলী সানমুন ক্লাব
Ο ঘ) পাহাড়তলী ফাইভ স্টার
 সঠিক উত্তর: (ক)

 ১৯১. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘সাম্প্রদায়িক রোয়েদান’ ঘোষণা করেন?
Ο ক) সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধির জন্য
Ο খ) সাম্প্রদায়িক চেতনা বৃদ্ধির জন্য
Ο গ) সাম্প্রদায়িক সমস্যা সমাধানের জন্য
Ο ঘ) সম্প্রদায়গত মনোভাব সৃষ্টির জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. এনফিল্ড রাইফেলের বৈশিষ্ট্য-
i. টোটায় গরুর চর্বি
ii. টোটার শুকুরের চর্বি
iii. টোটা দাঁত দিয়ে কাটতে হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. জুথি, ১৯৪৭ খ্রি. ২০ মে তারিখে স্বাক্ষরিত একটি চুক্তির কথা বলেন। এখানে কোন চুক্তির কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) মুজিব-ইন্দিরা চুক্তি
Ο খ) বসু-সোহরাওয়ার্দী চুক্তি
Ο গ) জিন্নাহ-মহাত্মা চুক্তি
Ο ঘ) বসু-নেহেরু চুক্তি
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. ইস্টইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কোনটি শুরু হয়?
Ο ক) চরম অর্থনৈতিক শোষণ
Ο খ) রাজনৈতিক ও ক্ষমতা দখল
Ο গ) ধর্মীয় আইন প্রয়োগ
Ο ঘ) সংস্কৃতিক বৈষম্য
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. ইংরেজ সরকার এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন কেন?
Ο ক) রাস বিহারী বসুকে ধরার জন্য
Ο খ) ক্ষুদিরাম হত্যার জন্য
Ο গ) পুলিন বিহারী দাসকে ধরার জন্য
Ο ঘ) কিংসফোর্ডকে ধরার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৯৬. উদয়পুরের নবাব মৃত্যুবরণ করায় তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কারণ তখন স্বত্ব বিলোপনীতি বিদ্যমান ছিল। এ নীতি প্রবর্তন করে কে?
Ο ক) লর্ড ডালহৌসী
Ο খ) লর্ড মাউন্ট ব্যাটেন
Ο গ) লর্ড কার্জন
Ο ঘ) লর্ড কর্নওয়ালিস
 সঠিক উত্তর: (ক)

 ১৯৭. সূর্যসেনের গ্রেফতার হওয়ার সময়কালের ক্ষেত্রে নিচের কোন সালটি সমর্থনযোগ্য?
Ο ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৩১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. কত সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়?
Ο ক) ১৯০১
Ο খ) ১৯০২
Ο গ) ১৯০৩
Ο ঘ) ১৯০৪
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. বিপ্লবীরা নিরাশ্রয় এবং কোণঠোসা হয়ে পড়ে এর যথার্থ কারণ হলো-
i. সরকারের কঠোর দমন নীতি
ii. জনবিচ্ছিন্নতা
iii. ধর্মীয় অনুভূতিতে আঘাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০০. স্বদেশী আন্দোলের দৃঢ় সমর্থক ছিল বাংলার কোন শ্রেণি?
Ο ক) নিম্ন
Ο খ) উচ্চবিত্ত
Ο গ) অভিজাত
Ο ঘ) জমিদার
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post