এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. সাম্প্রদায়িক রোয়েদান ঘোষণা করেন কে?
Ο ক) মহাত্মাগান্ধী
Ο খ) চার্চিল
Ο গ) এ.কে. ফজলুল হক
Ο ঘ) ম্যাক ডোনাল্ড
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. নাজমুল ইতিহাসের একটি বিদ্রোহ পড়ছিল, যে বিদ্রোহের নায়ক ছিল মঙ্গলপাণ্ডে। নাজমুল পড়ছিল-
i. সিপাহী বিদ্রোহ সম্পর্কে
ii. ১৮৫৭ সালের বিদ্রোহ সম্পর্কে
iii. নীল বিদ্রোহ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. আজাদ হিন্দু ফৌজের ব্যর্থতার পরপর ১৯৪৬ খ্রি. বোম্বাইয়ে কোন বিদ্রোহ দেখা দেয়?
Ο ক) নৌবিদ্রোহ
Ο খ) স্বাধীনতা সংগ্রামের বিদ্রোহ
Ο গ) স্বরাজ বিদ্রোহ
Ο ঘ) বেঙ্গল প্যাক্ট বিদ্রোহ
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. খিলাফত ও অসযোগ আন্দোলনের অন্যতম তাৎপর্য ছিল কোনটি?
Ο ক) হিন্দু মুসলিম দাঙ্গা
Ο খ) হিন্দু-মুসলিম সম্প্রীতি
Ο গ) ইংরেজি ভাষার প্রতি উদাসীনতা
Ο ঘ) জমিদারশ্রেণির উচ্ছেদ
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. সিপাহী বিদ্রোহের অবসান ঘটে কখন?
Ο ক) ১৮৫৭ সালের জুলাই মাসে
Ο খ) ১৮৫৮ সালের জুলাই মাসে
Ο গ) ১৮৫৯ সালের জুলাই মাসে
Ο ঘ) ১৮৬০ সালের জুলাই মাসে
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. বিপ্লবীরা কোথায় আশ্রয় নেয়?
Ο ক) গ্রামের কৃষকদের বাড়িতে
Ο খ) গ্রামের শ্রমিকদের বাড়িতে
Ο গ) গ্রামের দিনমজুরদের বাড়িতে
Ο ঘ) গ্রামের মোড়লদের বাড়িতে
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. মাহমুদ সাহেব বলেন যে, একটি আন্দোলনের কারণেই বিখ্যাত টাটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এখানে বলা হয়েছে-
i. স্বদেশী আন্দোলনের কথা
ii. ব্রিটিশবিরোধী আন্দোলনের কথা
iii. ব্রাক্ষ্মসমাজ আন্দোলনের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. ‘ভারত ছাড়’ আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
Ο ক) জনগণের বিরোধিতা
Ο খ) জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন
Ο গ) জমিদারের জন্য সুবিধা
Ο ঘ) জমিদারের নায়েবদের রক্ষা
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. ১৯২৬ সালে কোথায় দাঙ্গা হয়?
Ο ক) কলকাতায়
Ο খ) লাহোরে
Ο গ) ঢাকায়
Ο ঘ) পাঞ্জাবে
 সঠিক উত্তর: (ক)

 ১১০. ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ আগষ্ট জন্ম নেওয়া রাষ্ট্রটির নাম কী?
Ο ক) দিল্লি
Ο খ) হিন্দুস্থান
Ο গ) পাকিস্তান
Ο ঘ) বাংলাদেশ
 সঠিক উত্তর: (খ) 

১১১. কত খ্রিস্টাব্দে সবার অলক্ষে সুভাষ বসু দেশ ত্যাগ করেন?
Ο ক) ১৯৪০ খ্রি.
Ο খ) ১৯৪১ খ্রি.
Ο গ) ১৯৪২ খ্রি.
Ο ঘ) ১৯৪৩ খ্রি.
 সঠিক উত্তর: (খ)

 ১১২. মহাত্মা গান্ধী কখন অসহযোগ আন্দোলন ডাক দেন?
Ο ক) ১৯১৬ সালে
Ο খ) ১৯১৭ সালে
Ο গ) ১৯১৮ সালে
Ο ঘ) ১৯১৯ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. বসু-সোহরাওয়ার্দী প্রস্তাব মুসলিম লীগের সমর্থন হারায় যেভাবে
i. অখণ্ড বাংলা মুসলিম লীগ সমর্থন না করায়
ii. সংবিধান প্রণয়নের মাধ্যমে
iii. আইনসভার নির্বাচনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৪৭, ১৪ আগষ্ট
Ο খ) ১৯৪৭, ১৫ আগষ্ট
Ο গ) ১৯৪৭, ১৬ আগষ্ট
Ο ঘ) ১৯৪৭, ১৭ আগষ্ট
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. তারিক ব্রিটিশদের বিরোধী কিছু গুপ্ত সংঘঠনের আন্দোলনের কথা বলেন। কোন আন্দোলনের সময় এই সমস্ত গুপ্ত সংগঠন গড়ে উঠে?
Ο ক) সিপাহী বিদ্রোহ
Ο খ) ফরায়েজি আন্দোলন
Ο গ) সংশস্ত্র বিপ্লবী আন্দোলন
Ο ঘ) আলীগড় আন্দোলন
 সঠিক উত্তর: (গ)

 ১১৬. ১৯৪৭ খ্রিস্টাব্দে হিন্দু-মুসলমান সম্পর্ক কিসের রূপ নেয়?
Ο ক) ভালোবাসার বন্ধনে
Ο খ) ভ্রাতৃবন্ধনে
Ο গ) সৌহাদ্যপূর্ণ বন্ধনে
Ο ঘ) রক্তক্ষয়ী দাঙ্গায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. স্বদেশী আন্দোলনের সময় কবি সাহিত্যিকরা পত্র-পত্রিকায় লেখালেখি করেন-
i. জনগণের সচেতন করতে
ii. দেশপ্রেমে উদ্ধুদ্ধ করতে
iii. রাজনৈতিক দক্ষতা অর্জন করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভার সময়কালের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ১৯৪০-১৯৪১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৪১-১৯৪২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯৪১-১৯৪৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৪৩-১৯৪৫ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. ১৯০৫ সালে বাংলা ত্যাগ করেন কে?
Ο ক) লর্ড কর্নওয়ালিস
Ο খ) লর্ড কার্জন
Ο গ) লর্ড চেমসফোর্ড
Ο ঘ) লর্ড রীডিং
 সঠিক উত্তর: (খ)

 ১২০. ‘লালবাংলা’ শীর্ষক প্রচারপত্র প্রকাশ করে কারা?
Ο ক) ইংরেজরা
Ο খ) বিপ্লবীরা
Ο গ) স্বদেশীরা
Ο ঘ) উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা
 সঠিক উত্তর: (খ)

 ১২১. বাংলার ৮৫টি আসনের মধ্যে স্বরাজদল কতটি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
Ο ক) ৪০ টি
Ο খ) ৪৪ টি
Ο গ) ৪৭ টি
Ο ঘ) ৫০ টি
 সঠিক উত্তর: (গ)

 ১২২. লর্ড কার্জনের অন্যতম কৃতিত্ব হচ্ছে কোনটি?
Ο ক) বঙ্গভঙ্গ ও তা রদ
Ο খ) সেনাবাহিনী গঠন
Ο গ) অর্থনৈতিক সংস্কার
Ο ঘ) রাজ্য বিজয়
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার হয় কোন সময় থেকে?
Ο ক) সিপাহী বিদ্রোহের পরে
Ο খ) নীল বিদ্রোহের পরে
Ο গ) পলাশী যুদ্ধের পরে
Ο ঘ) পলাশী যুদ্ধের আগে
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. সিপাহি বিদ্রোহ যথার্থ কারণ কী?
Ο ক) ধর্মীয় অনুভূতিতে আঘাত
Ο খ) সংস্কৃতিতে আঘাত
Ο গ) অর্থনৈতিক আঘাত
Ο ঘ) অস্তিত্বে আঘাত
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. কোন ব্যক্তি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন?
Ο ক) শরৎচন্দ্র বসু
Ο খ) যতীন্দ্রনাথ বসু
Ο গ) মালাধর বসু
Ο ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৬. ১৯১১ খ্রি. প্রথম পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা যেভাবে সরকারকে ব্যতিব্যস্ত করে রাখে-
i. সশস্ত্র আক্রমণের মাধ্যমে
ii. গুপ্ত হত্যার মাধ্যমে
iii. জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. যুক্ত বাংলা প্রস্তাব কংগ্রেসের সমর্থন হারায় যেভাবে-
i. বাংলা বিভাজনের দাবিকে সমর্থন করার মাধ্যমে
ii. বুদ্ধিজীবী শ্রেণি এর বিপক্ষে সোচ্চার হওয়ায়
iii. অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৮. ১৯৪০ খ্রি. ২৩ মার্চ মুসলিম লীগের গৃহীত প্রস্তাবটি ইতিহাসের লাহোর প্রস্তাব নামে খ্যাত হওয়ার যথার্থ কারণ কী?
Ο ক) লাহোর অধিবেশনে এই প্রস্তাবটি গৃহীত হওয়ায়
Ο খ) পত্রিকায় এটিকে পাকিস্তান প্রস্তাব বলে প্রচার করায়
Ο গ) এটি সংশোধনের নামে ভিন্ন প্রস্তাব উত্থাপন করা
Ο ঘ) মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ গঠন
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলা রাষ্ট্রের পক্ষে চুক্তি সাক্ষরিত হয় কীভাবে?
Ο ক) সোস্যালিসস্ট রিপাবলিক গড়ে তোলার মাধ্যমে
Ο খ) সভায় আলোচনার মাধ্যমে
Ο গ) বসু সোহরাওয়ার্দী প্রস্তাবের মাধ্যমে
Ο ঘ) মুসলিম লীগ গঠনের মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. লাহোর প্রস্তাবের তীব্র নিন্দা করেন কে?
Ο ক) এ.কে. ফজলুল হক
Ο খ) পণ্ডিত জওহর লাল নেহেরু
Ο গ) সুভাষ চন্দ্র বসু
Ο ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৩১. ১৯৪৩ সালে সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ-
i. মানুষকে দিশেহারা করে তোলে
ii. অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে
iii. ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. বৃহত্তর বাংলা রাষ্ট্রের পক্ষে বসু-সোহরাওয়ার্দী চুক্তিটি স্বাক্ষর করেন-
i. মুসলিম লীগের পক্ষে আবুল হাশিম
ii. ব্রিটেনের পক্ষে বড় লাট লর্ড কার্জন
iii. কংগ্রেসের পক্ষে শরৎচন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. লাহোর প্রস্তাবের অন্যতম পেক্ষাপট-
i. আল্লামা ইকবালের চিন্তাধারা
ii. জিন্নাহর ‘দ্বি-জাতি’ তত্ত্ব
iii. হিন্দু ও মুসলমান আলাদা জাতি বলে চিন্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৪. সি. আর দাসের পদক্ষেপ যেমন ছিল-
i. বাস্তবধর্মী
ii. প্রশংসনীয়
iii. অপ্রসংশনীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৫. ৯ আগষ্ট রেডক্লিফ তাঁর সীমান্ত রোয়েদাদ সমাপ্ত করে কার কাছে জমা দেন?
Ο ক) ম্যাউন্ট ব্যাটনের কাছে
Ο খ) নাজিমউদ্দিনের কাছে
Ο গ) লর্ড ওয়াভেলের কাছে
Ο ঘ) ভাইসরয়ের কাছে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. বেঙ্গল প্যাক্ট এর অবসান ঘটে-
i. রক্ষণশীল হিন্দুদের বিরোধিতায়
ii. গোঁড়া মুসলমানদের বিরোধিতায়
iii. গোঁড়া ক্যাথলিকদের বিরোধিতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. ‘ভারত ছাড়’ আন্দোলনের ডাক দেন কে?
Ο ক) জওহরলাল নেহরু
Ο খ) মহাত্মা গান্ধী
Ο গ) রাজেন্দ্র প্রসাদ
Ο ঘ) মোহাম্মদ আলী
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. মহারানি ভিক্টোরিয়া ঘোষণাপত্রে ঘোষণা করেন-
i. স্বত্ববিলোপনীতি বাতিল
ii. যোগ্যতা অনুযায়ী চাকরি
iii. ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. ক্ষুদিরামের বোমা হামলার মধ্যে দিয়ে কোন আন্দোলন আত্মপ্রকাশ করে?
Ο ক) খিলাফত আন্দোলন
Ο খ) স্বদেশী আন্দোলন
Ο গ) অসযোগ আন্দোলন
Ο ঘ) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪০. মহাত্মা দা’র প্রকৃত নামের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) মাস্টার মশাই
Ο খ) অতুল সেন
Ο গ) সূর্যসেন
Ο ঘ) অজয় সেন
 সঠিক উত্তর: (গ)

 ১৪১. রবার্ট ক্লাইভের দ্বৈত্ত শাসনের ফলে ঘটে-
i. কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এ বিভক্তি কী নামে পরিচিত-
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) চারণ কবি মুকুন্দ দাস
Ο গ) দ্বিজেন্দ্র লাল রায়
Ο ঘ) রজনীকান্ত সেন
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রত্যক্ষ বিদ্রোহের কারণ কী?
Ο ক) সামাজিক নির্যাতন
Ο খ) ধর্মীয় অনুভূমিতে আঘাত
Ο গ) রাজনৈতিক চাপ
Ο ঘ) অর্থনৈতিক বৈষম্য
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. মুসলিম লীগ দুটি উপদলে বিভক্ত হওয়ার যথার্থ কারণ কোনটি?
Ο ক) সামাজিক দ্বন্ধ
Ο খ) রাজনৈতিক দ্বন্ধ
Ο গ) অর্থনৈতিক দ্বন্ধ
Ο ঘ) নেতৃত্বে দ্বন্ধ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৫. আসলাম বাংলার নেতাদের মাঝে দুজন প্রগতিশীল নেতার কথা বলেন। তারা হলেন-
i. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ii. খাজা নাজিমুদ্দিন
iii. আবুল হাশিম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. উপমহাদেশের ব্রিটিশবিরোধী এবং স্বাধীনতা আন্দোলনের সূচনা হয় কীভাবে?
Ο ক) বঙ্গভঙ্গের মাধ্যমে
Ο খ) স্বদেশী আন্দোলনের মাধ্যমে
Ο গ) খিলাফত আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) অসহযোগ আন্দোলনের মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৭. বৃহত্তর বাংলা রাষ্ট্রের পক্ষে সোহরাওয়ার্দী চুক্তিটি স্বাক্ষর করেন কে?
Ο ক) আবুল হাশিম
Ο খ) শরৎচন্দ্র মিত্র
Ο গ) বসু
Ο ঘ) জওহরলাল নেহেরু
 সঠিক উত্তর: (গ)

 ১৪৮. দরিদ্র কৃষকগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ঋণগ্রস্ত হয়ে সর্বস্বান্ত হয়ে পড়ে কেন?
Ο ক) কৃষি লোনের জন্য
Ο খ) অতিরিক্ত কর ধার্যের জন্য
Ο গ) জমিজমা হাতছাড়া হওয়ায়
Ο ঘ) জমিতে ফসল না হওয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. ব্রিটিশ শাসনের অবসান ঘটার ক্ষেত্রে নিচের যেটি সমর্থনযোগ্য তা হলো-
i. ভারত স্বাধীনতা আইন
ii. মন্ত্রিমিশন পরিকল্পনার ডাক দেন
iii. অসহযোগ আন্দোলনের ডাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. আফতাব খিলাফত আন্দোলনের কয়েকজন নেতার কথা বলেন। এর মধ্যে উল্লেখযোগ্য নেতা হলেন-
i. মোহাম্মদ আলী
ii. শওকত আলী
iii. হাজী শরীয়তুল্লাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post