এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৯ (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৫১. বিলেতি পণ্য বর্জন করা হয় কোন আন্দোলনের মাধ্যমে?
Ο ক) বয়কট আন্দোলন
Ο খ) অসযোগ আন্দোলন
Ο গ) খিলাফত আন্দোলন
Ο ঘ) স্বদেশী আন্দোলন
 সঠিক উত্তর: (ক)

 ৪৫২. খিলাফত আন্দোলনের নেতা মাওলানা শওকত আলী কখন ঢাকা আসেন?
Ο ক) ১৯২০ খ্রিস্টাব্দের মার্চ মাসে
Ο খ) ১৯২০ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে
Ο গ) ১৯২০ খ্রিস্টাব্দের মে মাসে
Ο ঘ) ১৯২০ খ্রিস্টাব্দের জুন মাসে
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৩. হিন্দু-মুসলমান সম্পর্কের ভাঙ্গন সর্বাত্মক যে প্রভাব ফেলে-
i. নেতিবাচক প্রভাব
ii. ধনাত্মক প্রভাব
iii. ঋণাত্মক প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৪. স্বদেশী আন্দোলনের অন্যতম দিক হচ্ছে-
i. হিন্দু-মুসলিম সম্পর্কের ফাটল
ii. হিন্দু-মুসলিম তিক্ততামূলক সম্পর্ক
iii. হিন্দু-মুসলিম সম্প্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৫. ভারত শাসন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ব্যবস্থা প্রবর্তন কর সম্ভব হয় নি যে কারণে-
i. জিন্নাহ এই আইনের সমালোচনা করায়
ii. রাজেন্দ্র প্রসাদ এই আইনের তীব্র সমালোচনা করায়
iii. হিন্দু-মহাসভা এই আইনের বিরোধিতা করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) iii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৬. গান্ধীজীর অহিংস আন্দোলন প্রত্যাহারের যথার্থ কারণ কোনটি?
Ο ক) ব্যর্থতা
Ο খ) হিংসাত্মক রুপ
Ο গ) সৈনিকের নির্দেশ অমান্য
Ο ঘ) দূরদর্শিতার অভাব
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৭. ভারতে ইংরেজ শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৯৪৫
Ο খ) ১৯৪৭
Ο গ) ১৯৪৯
Ο ঘ) ১৯৫১
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৮. ইংরেজ সরকার ১৯১২ সালে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে কেন?
Ο ক) লড হার্ডিঞ্জকে ধরার জন্য
Ο খ) রাসবিহারীকে ধরার জন্য
Ο গ) ক্ষুদিরামকে ধরার জন্য
Ο ঘ) চোর ও ডাকাতদের ধরার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৯. ইংরেজ সরকার কত খ্রিস্টাব্দে বেঙ্গল অর্ডিন্যান্স জারি করেন?
Ο ক) ১৯২৪
Ο খ) ১৯২৫
Ο গ) ১৯২৬
Ο ঘ) ১৯২৭
 সঠিক উত্তর: (ক)

 ৪৬০. পিউ এর মতে, সীমান্ত রোয়েদাদ আলোর মুখ দেখেনি। এটা কোন ধরনের কারণ নির্দেশ করে-
i. রহস্যজনক কারণ
ii. সামাজিক কারণ
iii. ধর্মীয় কারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৬১. ভারতের মুসলমানরা কাকে মুসলিম বিশ্বের খলিফা বলে মানত?
Ο ক) তুরস্কের সুলতানকে
Ο খ) মিশরের সুলতানকে
Ο গ) সুদানের বাদশাকে
Ο ঘ) বাহরাইনের রাজাকে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬২. কত খ্রিস্টাব্দে ‘ভারত শাসন আইন’ ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয়?
Ο ক) ১৯৩৪
Ο খ) ১৯৩৫
Ο গ) ১৯৩৬
Ο ঘ) ১৯৩৭
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৩. সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে পশ্চাত্যের প্রভাব ছিল কোন সময়ে?
Ο ক) উনিশ শতকের প্রথমার্ধে
Ο খ) উনিশ শতকের শেষার্ধে
Ο গ) বিশ শতকের প্রথমার্ধে
Ο ঘ) বিশ শতকের শেষার্ধে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৪. ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনায় কয় স্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয় উল্লেখ করা হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৫. কত খ্রিস্টাব্দে স্বরাজপার্টি গঠিত হয়?
Ο ক) ১৯২১
Ο খ) ১৯২২
Ο গ) ১৯২৩
Ο ঘ) ১৯২৪
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৬. নতুন প্রদেশের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কারা?
Ο ক) মুসলমান
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৭. গান্ধীজীর অহিংস-মুসলমান সম্পর্ক কিসের রূপ নেয়?
Ο ক) ভালোবাসার বন্ধনে
Ο খ) ভ্রাতৃবন্ধনে
Ο গ) সৌহার্দপূর্ণ বন্ধনে
Ο ঘ) রক্তক্ষয়ী দাঙ্গায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৮. চিত্তরঞ্জন দাস কেন বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদন করেন?
Ο ক) হিন্দুদের প্রাধান্য সৃষ্টি করার জন্য
Ο খ) মুসলমানদের প্রাধান্য সৃষ্টির জন্য
Ο গ) হিন্দু-মুসলিম সমস্যা দূরীকরণের জন্য
Ο ঘ) কংগ্রেসের প্রাধান্য সৃষ্টির জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৯. নাজিমুদ্দিন মন্ত্রিসভার কখন পতন ঘটে?
Ο ক) ১৯৪৩ সালে
Ο খ) ১৯৪৪ সালে
Ο গ) ১৯৪৫ সালে
Ο ঘ) ১৯৪৬ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৪৭০. অসযোগ আন্দোলনের আহ্বানকারীর ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) এ. কে ফজলুল হক
Ο খ) মহাত্মা গান্ধী
Ο গ) ইন্দিরা গান্ধী
Ο ঘ) সোনিয়া গান্ধী
 সঠিক উত্তর: (খ)

 ৪৭১. শেষ পর্যন্ত নেতৃবৃন্দ দেশ বিভাগে সম্মত হতে বাধ্য হন? এ কথাটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) দেশ রক্ষা
Ο খ) ক্ষমতা অর্জন
Ο গ) সীমানা নির্ধারণ
Ο ঘ) সীমান্ত রোয়েদাদ সমাপ্ত
 সঠিক উত্তর: (ক)

 ৪৭২. ১৯৪৬ সালের ২৪ এপ্রিল কে মন্ত্রিসভা গঠন করেন?
Ο ক) মুহাম্মদ আলী জিন্নাহ
Ο খ) এ.কে ফজলুল হক
Ο গ) খাজা নাজিমুদ্দিন
Ο ঘ) সোহরাওয়ার্দী
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৩. বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল কোনটি?
Ο ক) বিলেতি পণ্য গ্রহণ
Ο খ) বিলেতি পণ্য আমদানি
Ο গ) বিলেতি পণ্য পুন:রপ্তানি
Ο ঘ) বিলেতি পণ্য বর্জন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৪. অখণ্ড বাংলা প্রস্তাবের অন্যতম প্রকৃতি হচ্ছে-
i. গণপরিষদ গঠন
ii. অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন
iii. ব্রিটিশদের বিতাড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৫. গান্ধীজী কতদিনের মধ্যে সকল সত্যগ্রহ বন্দীর মুক্তিদানের জন্য সরকারের কাছে দাবি জানান?
Ο ক) পাঁচ দিনের
Ο খ) ছয় দিনের
Ο গ) সাত দিনের
Ο ঘ) আট দিনের
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৬. লর্ড কার্জন বাংলার কিসের সম্পর্কে সচেতন ছিলেন?
Ο ক) সম্পদের
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সাংস্কৃতিক
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৭. নেতাদের মুক্তির দাবিতে সর্বত্র পালিত হতে থাকে-
i. হরতাল
ii. কলকারখানায় ধর্মঘট
iii. স্কুল-কলেজ ধর্মঘট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৮. যেটি বিবেচনা করে জিন্নাহ তাঁর আলোচিত সমালোচিত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন-
i. সার্বিক রাজনৈতিক পরিস্থিতি
ii. অতীতের তিক্ত অভিক্ষতা
iii. মুসলমানদের স্বার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৯. গান্ধীজী কত দিনের মধ্যে সকল সত্যাগ্রহ বন্দির মুক্তিদানের জন্য সরকারের কাছে দাবি জানান?
Ο ক) ৫ দিন
Ο খ) ৭ দিন
Ο গ) ৯ দিন
Ο ঘ) ১৫ দিন
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: বলদিয়া ইউনিয়নের আয়তন বেশি হওয়ার কারণে জব্বার চেয়ারম্যান সমস্ত এলাকার সমান সুযোগ-সুবিধা পৌঁছাতে ব্যর্থ হয়। তাই তিনি উক্ত ইউনিয়নকে আলাদা ইউনিটে ভাগ করেন।

৪৮০. বলদিয়া ইউনিয়ন ভাগের সাথে ঐতিহাসিক যে বিষয়টির মিল রয়েছে সেটি ভাগের অন্যতম প্রধান কারণ কোনটি?
Ο ক) প্রশাসনিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) সাংস্কৃতিক
 সঠিক উত্তর: (ক)

 ৪৮১. উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ ঐতিহাসিক ঘটনাটির ফলাফল ছিল-
i. হিন্দুদের চরম অসন্তোষ
ii. মুসলমানদের চরম অসন্তোষ
iii. মিশ্র প্রতিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post