এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩৫১. টুপুর একদিন তাঁর বোনের সাথে হাঁটার সময় মাইল স্টোনের সংখ্যা গুনতে গুনতে ইংরেজি সংখ্যা গণনা শিখেছিল। টুপুর যে চরিত্র সমর্থন করছে-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. মাইকেল মধুসূদন দত্ত
iii. দীনবন্ধু মিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫২. কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়?
Ο ক) তার অনেক গদ্য সাহিত্য ছিল বলে
Ο খ) তিনি সুন্দরভাবে গদ্য রচনা করতে পারতেন বলে
Ο গ) তিনি গদ্য সাহিত্যের নবজীবন দান করেছেন বলে
Ο ঘ) তিনি শিশুদের নিয়ে গদ্য রচনা করেছেন বলে
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৩. রাজা রামমোহন রায় গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন-
i. আধুনিক শিক্ষায় অর্থ ব্যয় করতে
ii. সংস্কৃত শিক্ষায় অনুদান প্রদান করতে
iii. ইংরেজি শিক্ষায় পৃষ্ঠপোষকতা প্রদান করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৪. ডিরোজিও কীভাবে ভারতীয় সমাজকে প্রভাবিত করেছিলেন?
Ο ক) অর্থদান করে
Ο খ) অসাধারণ পাণ্ডিত্য দ্বারা
Ο গ) জোরপূর্বক
Ο ঘ) সংগীত পরিবেশনের দ্বারা
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৫. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
Ο ক) ১৭৫৭
Ο খ) ১৭৭৬
Ο গ) ১৭৮৯
Ο ঘ) ১৮০০
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৬. ব্রিটিশ সরকার কত সালে ‘নীল কমিশন’ গঠন করে?
Ο ক) ১৮৩০
Ο খ) ১৮৪০
Ο গ) ১৮৫১
Ο ঘ) ১৮৬১
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৭. কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়?
Ο ক) মাইকেল মধুসূদন দত্তকে
Ο খ) রামধীনি গুপ্তকে
Ο গ) প্যারিচাঁদ মিত্রকে
Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৮. বাংলার কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেন-
i. ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের জন্য
ii. ব্রিটিশদের নানা ধরনের অত্যাচারের জন্য
iii. ব্রিটিশদের ধর্মপ্রচারকে বাধাদানের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৯. ডিরোজিওর অনুসারীদের আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রভাবিত করেছিল কীভাবে?
i. তাঁরা বুঝিয়েছে যে এদেশীয়রা ব্রিটিশ কর্তৃক শাসিত ও শোষিত হচ্ছে
ii. তাঁদের প্রকাশিত প্রত্রিকা সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করে
iii. তাঁদের বাগ্মিতা ও বিশ্লেষণ ক্ষমতা ছিল প্রখর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬০. রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কেন?
Ο ক) প্রচুর অর্থসম্পদ থাকার কারণে
Ο খ) প্রচুর ইংরেজি জানার কারণে
Ο গ) বাংলার নবজাগরণে অসামান্য অবদানের জন্য
Ο ঘ) একজন দক্ষ কূটনৈতিক ছিলেন বলে
 সঠিক উত্তর: (গ)

 ৩৬১. ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) রাজা রামমোহন রায়
Ο গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
 সঠিক উত্তর: (খ)

 ৩৬২. যারা ফরয পালন করে তারা কী?
Ο ক) মুত্তাকী
Ο খ) ইমানদার
Ο গ) ফরায়েজী
Ο ঘ) সাহেবী
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৩. ১৮৫৯ খ্রিস্টাব্দে কৃষকরা কিসের চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়?
Ο ক) ধান
Ο খ) পাট
Ο গ) তামাক
Ο ঘ) নীল
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৪. হাজী শরীয়তউল্লাহ আন্দোলনের ডাক দেন-
i. বিভিন্ন অনাচার দূর করার জন্য
ii. ধর্মীয় কুসংস্কার দূর করার জন্য
iii. ব্রিটিশ রাজত্বকে নস্যাৎ করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৫. ফরায়েজিদের গুরু হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) শরীয়তুল্লাহ
Ο খ) তিতুমীর
Ο গ) জালাল উদ্দিন
Ο ঘ) দুদু মিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৬. সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমেরি স্কুল কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ο ক) কলকাতা
Ο খ) হুগলি
Ο গ) রংপুর
Ο ঘ) যশোর
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৭. হাজী মুহম্মদ মহসীনের পিতার নাম কী ছিল?
Ο ক) মুহম্মদ সাদেকুল্লাহ
Ο খ) মুহাম্মদ মহিবুল্লাহ
Ο গ) মুহম্মদ ফয়জুল্লাহ
Ο ঘ) মুহাম্মদ আনোয়ারুল্লাহ
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৮. মি. Alom এর এলাকায় কতিপয় বহিরাগত ব্যক্তিগত শাসন প্রতিষ্ঠা করেন। কিন্তু তিনি এর বিরোধিতা করেন । মি. Alom চরিত্রটি কোনটিকে সমর্থন করছে?
i. হাজী শরীয়ত উল্লাহ
ii. দুদু মিয়া
iii. মীর নেসার আলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: মি. ‘x’ একজন ধর্মীয় সংস্কারক ছিলেন। তাঁর সংস্কারের মূল উদ্দেশ্যেই ছিল এক ধরনের সংগ্রামের মধ্যেই অধিকার প্রতিষ্ঠা করা।

৩৬৯. মি. ‘X’ চরিত্রটি নিচের কোন ব্যক্তিকে সমর্থন করছে?
Ο ক) তিতুমীর
Ο খ) দুদু মিয়া
Ο গ) হাজী শরীয়ত উল্লাহ
Ο ঘ) সৈয়দ আমীর আলী
 সঠিক উত্তর: (খ)

 ৩৭০. মি. ‘X’ এর অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসের সাথে সাদৃশ্যপূর্ণ-
Ο ক) জোরপূর্বক
Ο খ) সশস্ত্র সংগ্রাম
Ο গ) শান্তিপ্রিয় নীতি অবলম্বন
Ο ঘ) তোষামোদের মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ৩৭১. উদ্দীপকে মি. ‘X’ এর নীতিতে কোন চিত্রটি ফুটে উঠেছে?
i. ধর্মীয় গোঁড়ামি
ii. যুদ্ধনীতিতে বিশ্বাসী
iii. শান্তিপ্রিয় নীতিতে বিশ্বাসী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post