ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়। উক্তিটি কী প্রমাণ করে?
Ο ক) তিনি ভারতের পুনর্জন্ম দান করেছে
Ο খ) ভারতে নবজাগরণের সহায়তা করেছেন
Ο গ) ভারতে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ধারায় পরিবর্তন এনেছেন
Ο ঘ) ভারতীয়দের আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন
সঠিক উত্তর: (খ)
৩০২. নীল বিদ্রোহের অন্যতম পটভূমি ছিল-
i. নীলকরদের অত্যাচার
ii. আইনের সাহায্য না পাওয়া
iii. বিনামূল্যে বীজ সরবরাহ বন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. বাংলাদেশে কখন নীল চাষ শুরু হয়?
Ο ক) ১৬০০-১৬৫০ শতকে
Ο খ) ১৬৭০-১৭০০ শতকে
Ο গ) ১৭৭০-১৭৮০ শতকে
Ο ঘ) ১৭৮৫-১৭৯৫ শতকে
সঠিক উত্তর: (গ)
৩০৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বলছ বয়সে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন?
Ο ক) একুশ
Ο খ) বাইশ
Ο গ) তেইশ
Ο ঘ) চব্বিশ
সঠিক উত্তর: (ক)
৩০৫. হাজী শরীয়তউল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন?
Ο ক) দারুল হারব
Ο খ) দারুল বারক
Ο গ) দারুল কাদর
Ο ঘ) দারুল ফিজর
সঠিক উত্তর: (ক)
৩০৬. তারেক ১৮২২ সালে প্রতিষ্ঠিত কলকাতা ‘এ্যাংলো হিন্দু কলেজের’ কথা বলেন যিনি কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকারও প্রকাশক ছিলেন। তিনি হলেন-
i. আধুনিক ভারতের রুপকার
ii. রাজা রামমোহন রায়
iii. ঈশ্বরচন্দ্র রামমোহন রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৭. মাহমুদ হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের কথা বলেন। এ আন্দোলনের মাধ্যমে ফরজ পালনের তাগিদ দেওয়া হয়। মাহমুদ কোন আন্দোলনের কথা উল্লেখ করেছে?
Ο ক) খারেজি
Ο খ) ফরায়েজি
Ο গ) জাহেরি
Ο ঘ) কাদেরিয়া
সঠিক উত্তর: (খ)
৩০৮. হাজী শরীয়ত উল্লাহ আন্দোলনকে ‘ফরায়েজি আন্দোলন’ বলার কারণ কী?
Ο ক) শরীয়ত নির্দেশিত ফরজ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য
Ο খ) ফরায়েজি কোন ব্যক্তির নাম
Ο গ) ফরজ পালন মুসলমানদের অবশ্য কর্তব্য
Ο ঘ) ফরায়েজ নামক কোন সংঘের অনুসারী বলে
সঠিক উত্তর: (ক)
৩০৯. নওয়াব আব্দুল লতিফকে সরকার ‘খান বাহাদুর’ উপাধি ভূষিত করে কেন?
Ο ক) কর্মজীবনের কৃতিত্বের জন্য
Ο খ) তাঁর মেধার জন্য
Ο গ) তাঁর যোগ্যতার জন্য
Ο ঘ) তাঁর সাহসের জন্য
সঠিক উত্তর: (ক)
৩১০. বাংলার বারো মাসে কত পাবর্ণ লেগে থাকত?
Ο ক) তেরো
Ο খ) চৌদ্দ
Ο গ) পনেরো
Ο ঘ) ষোল
সঠিক উত্তর: (ক)
৩১১. কেন ইংরেজরা তিতুমীরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন?
Ο ক) তিতুমীরের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে
Ο খ) তিতুমীরকে ধর্ম প্রচারে বাধা দিতে
Ο গ) তিতুমীরকে তাদের দলে অন্তর্ভূক্ত করতে
Ο ঘ) তিতুমীরের অর্থনৈতিক সমৃদ্ধিতে ক্ষুদ্ধ হয়ে
সঠিক উত্তর: (ক)
৩১২. ভবানী পাঠকের লে. ব্রেনান হত্যা করেছিলেন কেন?
Ο ক) বিট্রিশদের সহায়তা করার জন্য
Ο খ) জমিদারদের বিরোধিতা করার জন্য
Ο গ) মীর কাশিমকে সহায়তা করার জন্য
Ο ঘ) সন্ন্যাসীদে আন্দোলনে নেতৃত্ব দানের জন্য
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৮৮০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৮১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
৩১৪. ইংরেজরা কেন ফকির-সন্ন্যাসীদের প্রতি কড়া নজর রাখে?
Ο ক) নবাবকে সাহায্য করার জন্য
Ο খ) ভিক্ষা বৃত্তি করার জন্য
Ο গ) ধর্ম প্রচার করার জন্য
Ο ঘ) ডাকাতি করার জন্য
সঠিক উত্তর: (ক)
৩১৫. শাহীন একজন নেতার কথা বলেন যিনি ১৮৬০ খ্রিস্টাব্দে কলকাতার কারাগার থেকে মুক্তি পান এবং ১৮৬২ খ্রি. এই দেশপ্রেমিক বিপ্লবীর মৃত্যু ঘটে। এখানে কোন নেতার কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) তিতুমীর
Ο খ) রামমোহন রায়
Ο গ) হাজী শরীয়তউল্লাহ
Ο ঘ) দুদু মিয়া
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. বেগম রোকেয়া নারীদের করূণ দশা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। এতে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
Ο ক) তিনি পুরুষ বিদ্বেষী ছিলেন
Ο খ) নারী সমাজের অবহেলা সম্পর্কে নারীকেই সচেতন করতে চেয়েছিলেন
Ο গ) পুরুষের পাশাপাশি নারীও স্বাধীনতা চেয়েছিলেন
Ο ঘ) নারীর প্রতি বেষম্য দূরীকরণে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. ফকির-সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে-
i. ভিক্ষাকে বেআইনি ঘোষণা করায়
ii. ফকির বেআইনি দস্যু বলায়
iii. অর্থনৈতিক কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৮. বাংলায় নীল বিদ্রোহের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
Ο ক) সশস্ত্র বিদ্রোহ
Ο খ) সেনাবাহিনীর বিদ্রোহ
Ο গ) সাহিত্যিকদের বিদ্রোহ
Ο ঘ) কৃষক বিদ্রোহ
সঠিক উত্তর: (ঘ)
৩১৯. কেন ব্রিটিশ বণিকরা বাংলাতে নীলজচাষের প্রতি গুরুত্বরোপ করেন?
Ο ক) কৃষকদের ইচ্ছা থাকার ফলে
Ο খ) খাবারের ফসলের চাহিদা কম থাকায়
Ο গ) আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ বন্ধ হওয়ায়
Ο ঘ) এখানকার জমি অনুর্বর হওয়ায়
সঠিক উত্তর: (গ)
৩২০. পার্থেনন কী?
Ο ক) ইংরেজি সাপ্তাহিক পত্রিকা
Ο খ) ম্যাগাজিন
Ο গ) দৈনিক পত্রিকা
Ο ঘ) ষান্মাসিক পত্রিকা
সঠিক উত্তর: (ক)
৩২১. ইংরেজরা সর্বপ্রথম বাংলার কোন দিকটি ধ্বংস করেছিল?
Ο ক) কুটির শিল্প
Ο খ) পাট শিল্প
Ο গ) বস্ত্র শিল্প
Ο ঘ) চিনি শিল্প
সঠিক উত্তর: (ক)
৩২২. The spirt of Islam এর গ্রন্থের লেখক কে?
Ο ক) সৈয়দ আমীর আলী
Ο খ) স্যার সৈয়দ আহমদ খান
Ο গ) সৈয়দ আহমদ বেরেলভী
Ο ঘ) নওয়াব আব্দুল লতিফ
সঠিক উত্তর: (ক)
৩২৩. ইয়াং বেঙ্গল আন্দোলনকারীরা চার্টার আইনের বিরোধিতা করেছিলেন কেন?
Ο ক) অনেক ধারা ছিল বলে
Ο খ) ভারতীয় স্বার্থের বিরুদ্ধে ছিল বলে
Ο গ) ব্রিটিশ শাসক কর্তৃক অনুমোদ্তি হয়েছে বলে
Ο ঘ) ধর্মবিরোধী ধারা সন্নিবেশিত হয়েছিল বলে
সঠিক উত্তর: (খ)
৩২৪. বিখ্যাত দার্শনিক এরিস্টটলের একজন ছাত্র ছিলেন প্লেটো। আর কৃষ্ণ মোহন ব্যানার্জি ছাত্র ছিলেন-
Ο ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসারের
Ο খ) এটিস্টটলের
Ο গ) ডিরোজিওর
Ο ঘ) প্লেটোর
সঠিক উত্তর: (গ)
৩২৫. বাংলায় তিতুমীরের কয়টি ধারা প্রবাহমান ছিল?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৩২৬. হাজী শরীয়ত উল্লাহর জন্মসাল কত?
Ο ক) ১৮৬১
Ο খ) ১৭৮২
Ο গ) ১৬৫০
Ο ঘ) ১৬৩০
সঠিক উত্তর: (খ)
৩২৭. সুসংঘটিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে কীভাবে?
Ο ক) গোলাম মাসুমের লাঠিয়াল বাহিনী ধ্বংসের মাধ্যমে
Ο খ) তিতুমীর বাহিনীর পরাজয়ের মাধ্যমে
Ο গ) কৃষকদের আত্মহুতির মাধ্যমে
Ο ঘ) কৃষকদের বিজয়ের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৩২৮. ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয়, কারণ ইংরেজরা-
i. তাদেরকে ডাকাত-দস্যু মনে করত
ii. তীর্থস্থান দর্শনের উপর করারোপ করত
iii. তাদের চলাফেরায় বাধার সৃষ্টি করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. বেগম রোকেয়া আঞ্জুমান খাওয়াতী ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন কেন?
i. নারী শিক্ষার প্রসারের জন্য
ii. আইনগত অধিকার প্রতিষ্ঠায় সচেতন করার জন্য
iii. মহিলাদের কর্মসংস্থান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩০. ব্রিটিশ সরকার রাজবন্দি হিসেবে দুদু মিয়াকে কোন কারাগারে আাটক রাখেন?
Ο ক) কলকাতা
Ο খ) মুর্শিদাবাদ
Ο গ) অযোধ্যা
Ο ঘ) বিহার
সঠিক উত্তর: (ক)
৩৩১. হাজী মুহম্মদ মুহসীন কত বছর পর দেশে ফিরে আসেন?
Ο ক) ২০ বছর
Ο খ) ২৪ বছর
Ο গ) ২৭ বছর
Ο ঘ) ৩০ বছর
সঠিক উত্তর: (গ)
৩৩২. ‘হিসপাবাস’ পত্রিকাটি সম্পাদনা করেন কে?
Ο ক) রামমোহন রায়
Ο খ) আমীর আলী
Ο গ) ডিরোজিও
Ο ঘ) বেগম রোকেয়া
সঠিক উত্তর: (গ)
৩৩৩. নওয়াব আব্দুল লতিফ কোথায় ইংরেজি শিক্ষালাভ করেন?
Ο ক) কলকাতা মাদ্রাসা
Ο খ) ফোর্ট উইলিয়াম কলেজে
Ο গ) সংস্কৃত কলেজে
Ο ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর: (ক)
৩৩৪. নীল চাষিরা অনেকটা বাধ্য হয়েই বিদ্রোহ শুরু করেন। এ কথাটির দ্বারা প্রকাশ পায়-
Ο ক) নীল চাষিরা নীল চাষে ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন
Ο খ) নীল চাষ অলাভজনক ছিল
Ο গ) নীল চাষিরা অনেক বাধ্যছিল নীল চাষে
Ο ঘ) নীলকরদের দ্বারা নীল চাষিরা অনেক নির্যাতিত হতো
সঠিক উত্তর: (ক)
৩৩৫. ভারতের আধুনিক পুরুষ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) শরীয়াতুল্লাহ
Ο খ) তিতুমীর
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: (গ)
৩৩৬. বেগম রোকেয়া অবরোধবাসিনী, পদ্মরাগ রচনা করেছেন। তাঁর রচনা সমাজের কী প্রভাব ফেলেছে?
i. নারীরা করুণ দশা সমাজের কাছে তুলে ধরেছে
ii. সমাজের কুসংস্কার সম্পর্কে সচেতন করতে চেয়েছেন
iii. নারীদের আত্মমর্যাদাবোধ জাগ্রত করার চেষ্টা করছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করতো-
i. ভিক্ষাবৃত্তির মাধ্যমে
ii. ব্যবসার মাধ্যমে
iii. মুষ্টি সংগ্রহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৮. আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম কখন প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯১৫ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯১৬ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ)
৩৩৯. রাজা রামমোহন রায়ের ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করার কারণ হলো-
i. ধর্মীয় সংস্কার
ii. অর্থ উপার্জন
iii. ধর্মীয় শিক্ষাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪০. মুহসীনের গৃহশিক্ষক কে ছিলেন?
Ο ক) আগা মুহম্মদ
Ο খ) আগা সিরাজী
Ο গ) আগা খান
Ο ঘ) আগা রশীদ
সঠিক উত্তর: (খ)
৩৪১. ফকির-সন্ন্যাসীরা কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতো?
Ο ক) সরাসরি
Ο খ) বোমা নিক্ষেপের দ্বারা
Ο গ) গেরিলা পদ্ধতিতে
Ο ঘ) দলগতভাবে
সঠিক উত্তর: (গ)
৩৪২. ভারতবর্ষকে ‘দারুল হারব’ বলে ঘোষণা করেন কে?
Ο ক) তিতুমীর
Ο খ) শরীয়ত উল্লাহ
Ο গ) দুদু মিয়া
Ο ঘ) ইবনে বতুতা
সঠিক উত্তর: (খ)
৩৪৩. ‘নীল দর্পণ’ নাটকটি কার লেখা?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুরের
Ο খ) দীনবন্ধু মিত্রের
Ο গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
Ο ঘ) নীহাররঞ্জন রায়ের
সঠিক উত্তর: (খ)
৩৪৪. কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা চালু হয় কত সালে?
Ο ক) ১৮৩০
Ο খ) ১৮৮৪
Ο গ) ১৯০০
Ο ঘ) ১৯৩০
সঠিক উত্তর: (খ)
৩৪৫. মুসলমান মেয়েদের বন্দিদশা থেকে মুক্তির ডাক দানকারী হিসেবে কে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বেগম রোকেয়া
Ο খ) বেগম ফয়জুন্নেসা
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: (ক)
৩৪৬. ব্যাপক নীল চাষ হতো- i. ফরিদপুরে ii. যশোরে iii. ঢাকায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. আসফাক একজন ইতিহাস বিখ্যাত ব্যক্তির কথা বলতে গিয়ে বলেন, বাংলা গদ্যরীতির জনক অথচ দারিদ্রদের কারণে রাতে বাতি জ্বালিয়ে লেখাপড়া করতে পারেন নি। আসফাকের বক্তব্যর সাথে সাদৃশ্য পাওয়া যায় নিচের যে ব্যক্তির, তিনি হলেন-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. ঠাকুর দাস বন্দোপাধ্যায়ের পুত্র
iii. রামবতী দাসের পুত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৮. শিক্ষিত বাঙালিদের মনে সর্বপ্রথম নবজাগরণের সূচনা হয়। এটি কী ধরনের প্রভাব ফেলে?
i. দেশবাসীর মধ্যে স্বাতন্ত্র্যবোধ ও আত্মমর্যাদাবোধ তীব্রভাবে জাগ্রত হয়
ii. জাতীয়তাবাদী চেতনায় প্রাথমিক ভিত রচিত হয়
iii. রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. হাজী শরীয়তউল্লাহ-এর অনুসারীদের ফরায়েজি বলা হয় কেন?
Ο ক) তারা ফরজনগরের অধিবাসী বলে
Ο খ) তারা মক্কা থেকে এসেছে বলে
Ο গ) শুধু ইসলামের ফরজ কাজগুলো আদায় করে বলে
Ο ঘ) ফরজিয়া মতবাদে তারা বিশ্বাসী ছিল বলে
সঠিক উত্তর: (গ)
৩৫০. লীনা ভবানী পাঠকের কথা বলেন। যিনি ছিলেন একটি দলের নেতা। লীনার তথ্যে মতে তিনি নিচের কোন দলের সাথে সম্পৃক্ত ছিলেন?
Ο ক) ফকির
Ο খ) ব্যবসায়ী
Ο গ) সন্ন্যাসী
Ο ঘ) পাঠক
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়। উক্তিটি কী প্রমাণ করে?
Ο ক) তিনি ভারতের পুনর্জন্ম দান করেছে
Ο খ) ভারতে নবজাগরণের সহায়তা করেছেন
Ο গ) ভারতে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ধারায় পরিবর্তন এনেছেন
Ο ঘ) ভারতীয়দের আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন
সঠিক উত্তর: (খ)
৩০২. নীল বিদ্রোহের অন্যতম পটভূমি ছিল-
i. নীলকরদের অত্যাচার
ii. আইনের সাহায্য না পাওয়া
iii. বিনামূল্যে বীজ সরবরাহ বন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. বাংলাদেশে কখন নীল চাষ শুরু হয়?
Ο ক) ১৬০০-১৬৫০ শতকে
Ο খ) ১৬৭০-১৭০০ শতকে
Ο গ) ১৭৭০-১৭৮০ শতকে
Ο ঘ) ১৭৮৫-১৭৯৫ শতকে
সঠিক উত্তর: (গ)
৩০৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বলছ বয়সে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন?
Ο ক) একুশ
Ο খ) বাইশ
Ο গ) তেইশ
Ο ঘ) চব্বিশ
সঠিক উত্তর: (ক)
৩০৫. হাজী শরীয়তউল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন?
Ο ক) দারুল হারব
Ο খ) দারুল বারক
Ο গ) দারুল কাদর
Ο ঘ) দারুল ফিজর
সঠিক উত্তর: (ক)
৩০৬. তারেক ১৮২২ সালে প্রতিষ্ঠিত কলকাতা ‘এ্যাংলো হিন্দু কলেজের’ কথা বলেন যিনি কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকারও প্রকাশক ছিলেন। তিনি হলেন-
i. আধুনিক ভারতের রুপকার
ii. রাজা রামমোহন রায়
iii. ঈশ্বরচন্দ্র রামমোহন রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৭. মাহমুদ হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের কথা বলেন। এ আন্দোলনের মাধ্যমে ফরজ পালনের তাগিদ দেওয়া হয়। মাহমুদ কোন আন্দোলনের কথা উল্লেখ করেছে?
Ο ক) খারেজি
Ο খ) ফরায়েজি
Ο গ) জাহেরি
Ο ঘ) কাদেরিয়া
সঠিক উত্তর: (খ)
৩০৮. হাজী শরীয়ত উল্লাহ আন্দোলনকে ‘ফরায়েজি আন্দোলন’ বলার কারণ কী?
Ο ক) শরীয়ত নির্দেশিত ফরজ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য
Ο খ) ফরায়েজি কোন ব্যক্তির নাম
Ο গ) ফরজ পালন মুসলমানদের অবশ্য কর্তব্য
Ο ঘ) ফরায়েজ নামক কোন সংঘের অনুসারী বলে
সঠিক উত্তর: (ক)
৩০৯. নওয়াব আব্দুল লতিফকে সরকার ‘খান বাহাদুর’ উপাধি ভূষিত করে কেন?
Ο ক) কর্মজীবনের কৃতিত্বের জন্য
Ο খ) তাঁর মেধার জন্য
Ο গ) তাঁর যোগ্যতার জন্য
Ο ঘ) তাঁর সাহসের জন্য
সঠিক উত্তর: (ক)
৩১০. বাংলার বারো মাসে কত পাবর্ণ লেগে থাকত?
Ο ক) তেরো
Ο খ) চৌদ্দ
Ο গ) পনেরো
Ο ঘ) ষোল
সঠিক উত্তর: (ক)
৩১১. কেন ইংরেজরা তিতুমীরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন?
Ο ক) তিতুমীরের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে
Ο খ) তিতুমীরকে ধর্ম প্রচারে বাধা দিতে
Ο গ) তিতুমীরকে তাদের দলে অন্তর্ভূক্ত করতে
Ο ঘ) তিতুমীরের অর্থনৈতিক সমৃদ্ধিতে ক্ষুদ্ধ হয়ে
সঠিক উত্তর: (ক)
৩১২. ভবানী পাঠকের লে. ব্রেনান হত্যা করেছিলেন কেন?
Ο ক) বিট্রিশদের সহায়তা করার জন্য
Ο খ) জমিদারদের বিরোধিতা করার জন্য
Ο গ) মীর কাশিমকে সহায়তা করার জন্য
Ο ঘ) সন্ন্যাসীদে আন্দোলনে নেতৃত্ব দানের জন্য
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৮৮০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৮১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
৩১৪. ইংরেজরা কেন ফকির-সন্ন্যাসীদের প্রতি কড়া নজর রাখে?
Ο ক) নবাবকে সাহায্য করার জন্য
Ο খ) ভিক্ষা বৃত্তি করার জন্য
Ο গ) ধর্ম প্রচার করার জন্য
Ο ঘ) ডাকাতি করার জন্য
সঠিক উত্তর: (ক)
৩১৫. শাহীন একজন নেতার কথা বলেন যিনি ১৮৬০ খ্রিস্টাব্দে কলকাতার কারাগার থেকে মুক্তি পান এবং ১৮৬২ খ্রি. এই দেশপ্রেমিক বিপ্লবীর মৃত্যু ঘটে। এখানে কোন নেতার কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক) তিতুমীর
Ο খ) রামমোহন রায়
Ο গ) হাজী শরীয়তউল্লাহ
Ο ঘ) দুদু মিয়া
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. বেগম রোকেয়া নারীদের করূণ দশা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। এতে যে বিষয়টি পরিলক্ষিত হয়-
Ο ক) তিনি পুরুষ বিদ্বেষী ছিলেন
Ο খ) নারী সমাজের অবহেলা সম্পর্কে নারীকেই সচেতন করতে চেয়েছিলেন
Ο গ) পুরুষের পাশাপাশি নারীও স্বাধীনতা চেয়েছিলেন
Ο ঘ) নারীর প্রতি বেষম্য দূরীকরণে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. ফকির-সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে-
i. ভিক্ষাকে বেআইনি ঘোষণা করায়
ii. ফকির বেআইনি দস্যু বলায়
iii. অর্থনৈতিক কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৮. বাংলায় নীল বিদ্রোহের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
Ο ক) সশস্ত্র বিদ্রোহ
Ο খ) সেনাবাহিনীর বিদ্রোহ
Ο গ) সাহিত্যিকদের বিদ্রোহ
Ο ঘ) কৃষক বিদ্রোহ
সঠিক উত্তর: (ঘ)
৩১৯. কেন ব্রিটিশ বণিকরা বাংলাতে নীলজচাষের প্রতি গুরুত্বরোপ করেন?
Ο ক) কৃষকদের ইচ্ছা থাকার ফলে
Ο খ) খাবারের ফসলের চাহিদা কম থাকায়
Ο গ) আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ বন্ধ হওয়ায়
Ο ঘ) এখানকার জমি অনুর্বর হওয়ায়
সঠিক উত্তর: (গ)
৩২০. পার্থেনন কী?
Ο ক) ইংরেজি সাপ্তাহিক পত্রিকা
Ο খ) ম্যাগাজিন
Ο গ) দৈনিক পত্রিকা
Ο ঘ) ষান্মাসিক পত্রিকা
সঠিক উত্তর: (ক)
৩২১. ইংরেজরা সর্বপ্রথম বাংলার কোন দিকটি ধ্বংস করেছিল?
Ο ক) কুটির শিল্প
Ο খ) পাট শিল্প
Ο গ) বস্ত্র শিল্প
Ο ঘ) চিনি শিল্প
সঠিক উত্তর: (ক)
৩২২. The spirt of Islam এর গ্রন্থের লেখক কে?
Ο ক) সৈয়দ আমীর আলী
Ο খ) স্যার সৈয়দ আহমদ খান
Ο গ) সৈয়দ আহমদ বেরেলভী
Ο ঘ) নওয়াব আব্দুল লতিফ
সঠিক উত্তর: (ক)
৩২৩. ইয়াং বেঙ্গল আন্দোলনকারীরা চার্টার আইনের বিরোধিতা করেছিলেন কেন?
Ο ক) অনেক ধারা ছিল বলে
Ο খ) ভারতীয় স্বার্থের বিরুদ্ধে ছিল বলে
Ο গ) ব্রিটিশ শাসক কর্তৃক অনুমোদ্তি হয়েছে বলে
Ο ঘ) ধর্মবিরোধী ধারা সন্নিবেশিত হয়েছিল বলে
সঠিক উত্তর: (খ)
৩২৪. বিখ্যাত দার্শনিক এরিস্টটলের একজন ছাত্র ছিলেন প্লেটো। আর কৃষ্ণ মোহন ব্যানার্জি ছাত্র ছিলেন-
Ο ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসারের
Ο খ) এটিস্টটলের
Ο গ) ডিরোজিওর
Ο ঘ) প্লেটোর
সঠিক উত্তর: (গ)
৩২৫. বাংলায় তিতুমীরের কয়টি ধারা প্রবাহমান ছিল?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৩২৬. হাজী শরীয়ত উল্লাহর জন্মসাল কত?
Ο ক) ১৮৬১
Ο খ) ১৭৮২
Ο গ) ১৬৫০
Ο ঘ) ১৬৩০
সঠিক উত্তর: (খ)
৩২৭. সুসংঘটিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে কীভাবে?
Ο ক) গোলাম মাসুমের লাঠিয়াল বাহিনী ধ্বংসের মাধ্যমে
Ο খ) তিতুমীর বাহিনীর পরাজয়ের মাধ্যমে
Ο গ) কৃষকদের আত্মহুতির মাধ্যমে
Ο ঘ) কৃষকদের বিজয়ের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৩২৮. ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয়, কারণ ইংরেজরা-
i. তাদেরকে ডাকাত-দস্যু মনে করত
ii. তীর্থস্থান দর্শনের উপর করারোপ করত
iii. তাদের চলাফেরায় বাধার সৃষ্টি করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. বেগম রোকেয়া আঞ্জুমান খাওয়াতী ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন কেন?
i. নারী শিক্ষার প্রসারের জন্য
ii. আইনগত অধিকার প্রতিষ্ঠায় সচেতন করার জন্য
iii. মহিলাদের কর্মসংস্থান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩০. ব্রিটিশ সরকার রাজবন্দি হিসেবে দুদু মিয়াকে কোন কারাগারে আাটক রাখেন?
Ο ক) কলকাতা
Ο খ) মুর্শিদাবাদ
Ο গ) অযোধ্যা
Ο ঘ) বিহার
সঠিক উত্তর: (ক)
৩৩১. হাজী মুহম্মদ মুহসীন কত বছর পর দেশে ফিরে আসেন?
Ο ক) ২০ বছর
Ο খ) ২৪ বছর
Ο গ) ২৭ বছর
Ο ঘ) ৩০ বছর
সঠিক উত্তর: (গ)
৩৩২. ‘হিসপাবাস’ পত্রিকাটি সম্পাদনা করেন কে?
Ο ক) রামমোহন রায়
Ο খ) আমীর আলী
Ο গ) ডিরোজিও
Ο ঘ) বেগম রোকেয়া
সঠিক উত্তর: (গ)
৩৩৩. নওয়াব আব্দুল লতিফ কোথায় ইংরেজি শিক্ষালাভ করেন?
Ο ক) কলকাতা মাদ্রাসা
Ο খ) ফোর্ট উইলিয়াম কলেজে
Ο গ) সংস্কৃত কলেজে
Ο ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর: (ক)
৩৩৪. নীল চাষিরা অনেকটা বাধ্য হয়েই বিদ্রোহ শুরু করেন। এ কথাটির দ্বারা প্রকাশ পায়-
Ο ক) নীল চাষিরা নীল চাষে ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন
Ο খ) নীল চাষ অলাভজনক ছিল
Ο গ) নীল চাষিরা অনেক বাধ্যছিল নীল চাষে
Ο ঘ) নীলকরদের দ্বারা নীল চাষিরা অনেক নির্যাতিত হতো
সঠিক উত্তর: (ক)
৩৩৫. ভারতের আধুনিক পুরুষ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) শরীয়াতুল্লাহ
Ο খ) তিতুমীর
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: (গ)
৩৩৬. বেগম রোকেয়া অবরোধবাসিনী, পদ্মরাগ রচনা করেছেন। তাঁর রচনা সমাজের কী প্রভাব ফেলেছে?
i. নারীরা করুণ দশা সমাজের কাছে তুলে ধরেছে
ii. সমাজের কুসংস্কার সম্পর্কে সচেতন করতে চেয়েছেন
iii. নারীদের আত্মমর্যাদাবোধ জাগ্রত করার চেষ্টা করছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করতো-
i. ভিক্ষাবৃত্তির মাধ্যমে
ii. ব্যবসার মাধ্যমে
iii. মুষ্টি সংগ্রহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৮. আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম কখন প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯১৫ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯১৬ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ)
৩৩৯. রাজা রামমোহন রায়ের ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করার কারণ হলো-
i. ধর্মীয় সংস্কার
ii. অর্থ উপার্জন
iii. ধর্মীয় শিক্ষাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪০. মুহসীনের গৃহশিক্ষক কে ছিলেন?
Ο ক) আগা মুহম্মদ
Ο খ) আগা সিরাজী
Ο গ) আগা খান
Ο ঘ) আগা রশীদ
সঠিক উত্তর: (খ)
৩৪১. ফকির-সন্ন্যাসীরা কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতো?
Ο ক) সরাসরি
Ο খ) বোমা নিক্ষেপের দ্বারা
Ο গ) গেরিলা পদ্ধতিতে
Ο ঘ) দলগতভাবে
সঠিক উত্তর: (গ)
৩৪২. ভারতবর্ষকে ‘দারুল হারব’ বলে ঘোষণা করেন কে?
Ο ক) তিতুমীর
Ο খ) শরীয়ত উল্লাহ
Ο গ) দুদু মিয়া
Ο ঘ) ইবনে বতুতা
সঠিক উত্তর: (খ)
৩৪৩. ‘নীল দর্পণ’ নাটকটি কার লেখা?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুরের
Ο খ) দীনবন্ধু মিত্রের
Ο গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
Ο ঘ) নীহাররঞ্জন রায়ের
সঠিক উত্তর: (খ)
৩৪৪. কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা চালু হয় কত সালে?
Ο ক) ১৮৩০
Ο খ) ১৮৮৪
Ο গ) ১৯০০
Ο ঘ) ১৯৩০
সঠিক উত্তর: (খ)
৩৪৫. মুসলমান মেয়েদের বন্দিদশা থেকে মুক্তির ডাক দানকারী হিসেবে কে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বেগম রোকেয়া
Ο খ) বেগম ফয়জুন্নেসা
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: (ক)
৩৪৬. ব্যাপক নীল চাষ হতো- i. ফরিদপুরে ii. যশোরে iii. ঢাকায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. আসফাক একজন ইতিহাস বিখ্যাত ব্যক্তির কথা বলতে গিয়ে বলেন, বাংলা গদ্যরীতির জনক অথচ দারিদ্রদের কারণে রাতে বাতি জ্বালিয়ে লেখাপড়া করতে পারেন নি। আসফাকের বক্তব্যর সাথে সাদৃশ্য পাওয়া যায় নিচের যে ব্যক্তির, তিনি হলেন-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. ঠাকুর দাস বন্দোপাধ্যায়ের পুত্র
iii. রামবতী দাসের পুত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৮. শিক্ষিত বাঙালিদের মনে সর্বপ্রথম নবজাগরণের সূচনা হয়। এটি কী ধরনের প্রভাব ফেলে?
i. দেশবাসীর মধ্যে স্বাতন্ত্র্যবোধ ও আত্মমর্যাদাবোধ তীব্রভাবে জাগ্রত হয়
ii. জাতীয়তাবাদী চেতনায় প্রাথমিক ভিত রচিত হয়
iii. রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. হাজী শরীয়তউল্লাহ-এর অনুসারীদের ফরায়েজি বলা হয় কেন?
Ο ক) তারা ফরজনগরের অধিবাসী বলে
Ο খ) তারা মক্কা থেকে এসেছে বলে
Ο গ) শুধু ইসলামের ফরজ কাজগুলো আদায় করে বলে
Ο ঘ) ফরজিয়া মতবাদে তারা বিশ্বাসী ছিল বলে
সঠিক উত্তর: (গ)
৩৫০. লীনা ভবানী পাঠকের কথা বলেন। যিনি ছিলেন একটি দলের নেতা। লীনার তথ্যে মতে তিনি নিচের কোন দলের সাথে সম্পৃক্ত ছিলেন?
Ο ক) ফকির
Ο খ) ব্যবসায়ী
Ο গ) সন্ন্যাসী
Ο ঘ) পাঠক
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History