এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. স্কুল পরিদর্শক থাকাকালে ঈশ্বরচন্দ্র কতটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন?
Ο ক) ৩৫ টি
Ο খ) ৩৬ টি
Ο গ) ৩৭ টি
Ο ঘ) ৩৮ টি
 সঠিক উত্তর: (ক)

 ২৫২. তিতুমীরের বাঁশের কেল্লা দুঃসাহস ও দেশপ্রেমের প্রতীক। উক্তিটি কী বুঝানো হয়েছে?
Ο ক) বাঁশের কেল্লা ছিল তিতুমীরের আন্দোলনের মূল কেন্দ্র
Ο খ) বাঁশের কেল্লাকে ঘিরেই এ আন্দোলন শুরু হয়
Ο গ) ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বাঁশের কেল্লাই ছিল আন্দোলকারীদের একমাত্র শক্তি ও অনুপ্রেরণা
Ο ঘ) বাঁশের কেল্লা ছিল ব্রিটিশ কামানের চেয়েও অধিক শক্তিশালী
 সঠিক উত্তর: (গ)

 ২৫৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের নাম কী ছিল?
Ο ক) রামবতী দেবী
Ο খ) যশোবতী দেবী
Ο গ) ভাগবতী দেবী
Ο ঘ) প্রয়সীবতী দেবী
 সঠিক উত্তর: (গ)

 ২৫৪. দুদু মিয়া কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ২৫৫. হাজী শরীয়াতুল্লাহ কত বছর মক্কায় অবস্থান করেন?
Ο ক) বিশ
Ο খ) একুশ
Ο গ) বাইশ
Ο ঘ) তেইশ
 সঠিক উত্তর: (ক)

 ২৫৬. মজনু শাহ কত সালে ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন?
Ο ক) ১৭৫০ খ্রি.
Ο খ) ১৭৬০ খ্রি.
Ο গ) ১৭৭১ খ্রি.
Ο ঘ) ১৭৮৬ খ্রি.
 সঠিক উত্তর: (গ)

 ২৫৭. চার্টার আইন কখন গৃহীত হয়?
Ο ক) ১৮৩০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৩১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৩২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৮. হাজী শরীয়াতুল্লাহ কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৭৮০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৮১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৮২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৮৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ২৫৯. ব্রিটেনের নীলের চাহিদা বৃদ্ধি পায়-
i. শিল্পের উন্নতির জন্য
ii. কাপড়ের রং করার জন্য
iii. রপ্তানি করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬০. দুদু মিয়া আন্দোলনে শান্তিপ্রিয়নীতি পরিহার করেন কেন?
i. জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছেন
ii. নীলকরদের অত্যাচারে অসহনীয় হয়ে উঠেছিল
iii. কেবল ধর্মীয় সংস্কারই মুসলমানের উন্নয়নে যথেষ্ট নয়-এ কথা তিনি বুঝতে পেরেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬১. মহসীনের শিক্ষাজীবন শুরু কোথায়?
Ο ক) ত্রিপুরায়
Ο খ) বর্ধমানে
Ο গ) মেদিনীপুর
Ο ঘ) হুগলিতে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬২. বিদ্রোহী ফকির দলের নেতার নাম কী ছিল?
Ο ক) ভবানী পাঠক
Ο খ) মজনু শাহ
Ο গ) চেরাগ আলী শাহ
Ο ঘ) মাদার বকস
 সঠিক উত্তর: (খ)

 ২৬৩. বিধবাবিবাহ আইন পাশ হয় কখন?
Ο ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ২৬৪. পৃথক একটি সংগঠন থাকা প্রয়োজন, একথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য-
Ο ক) রাজা রামমোহন রায়
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) হাজী মুহম্মদ মহসীন
Ο ঘ) সৈয়দ আমীর আলী
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৫. নওয়াব আব্দুল লতিফের ব্যক্তিত্ব প্রকাশ পায় কীভাবে?
Ο ক) কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে
Ο খ) মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে
Ο গ) মুসলিম মহিলা সমিতি গঠনের মাধ্যমে
Ο ঘ) মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ২৬৬. নীল বিদ্রোহের নেতা হিসেবে যুক্তিযুক্ত নাম হলো-
i. নবীন মাধব
ii. বেনী মাধব
iii. বিশ্বনাথ সর্দার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৭. কত খ্রিস্টাব্দে আবদুল লতিফ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন?
Ο ক) ১৮৪৭
Ο খ) ১৮৪৮
Ο গ) ১৮৪৯
Ο ঘ) ১৮৫০
 সঠিক উত্তর: (গ)

 ২৬৮. সৈয়দ আমীর আলী কখন মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
Ο ক) ১৯১০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯১১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯১২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ২৬৯. জনাব ওমর মুসলমান সমাজের নবজাগরণের জন্য সামাজিক সংস্কারের পাশাপাশি তাঁদের রাজনৈতিকভাবেও সচেতন করতে চেয়েছিলেন। জনাব ওমর যে চরিত্রকে সমর্থন করছে-
i. সৈয়দ আমীর আলী
ii. নওয়াব আব্দুল লতিফ
iii. দুদু মিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭০. মেট্রোপলিটন ইনস্টিউশন-এর প্রতিষ্ঠাতা কে?
Ο ক) রাজা রামমোহন
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) ডিরোজিও
Ο ঘ) প্যারিচাঁদ মিত্র
 সঠিক উত্তর: (খ)

 ২৭১. আফিফা নারিকেলবাড়িয়ার সেই বাশেঁর কেল্লার কথা বলেন। যেটি নির্মাণ করেন এক মহৎ ব্যক্তি। আফিফার বক্ত্যব্যের সাথে নিচের কোন ব্যক্তির কর্মকাণ্ড সাদৃশ্যপূর্ণ?
Ο ক) ইলামিত্র
Ο খ) প্রফুল্ল চন্দ্র
Ο গ) ক্ষুদিরাম
Ο ঘ) তিতুমীর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭২. আব্দুল লতিফকে নওয়াব উপাধি দেওয়া হয় কেন?
Ο ক) কর্মজীবনে কৃতিত্বের জন্য
Ο খ) উন্নয়মূলক কাজের জন্য
Ο গ) ব্রিটিশদের তোষামোদী করার জন্য
Ο ঘ) মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ২৭৩. হাজী মুহম্মদ মহসীন মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্য প্রচুর অর্থ দান করেন-
i. ঢাকায়
ii. চট্টগ্রামে
iii. যশোরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৪. হাজী মুহম্মদ মহসীন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৮১১
Ο খ) ১৮১২
Ο গ) ১৮১৩
Ο ঘ) ১৮১৪
 সঠিক উত্তর: (খ)

 ২৭৫. তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন কীভাবে?
Ο ক) সামাজিক সংস্কারের মাধ্যমে
Ο খ) রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত করে
Ο গ) ধর্মীয় সংস্কারের মাধ্যমে
Ο ঘ) কৃষকদের জোরপূর্বক আন্দোলনে বাধ্য করে
 সঠিক উত্তর: (গ)

 ২৭৬. বেগম রোকেয়ার বড় বোন কে?
Ο ক) আজিজুন্নাহার
Ο খ) ফজিলাতুন্নেসা
Ο গ) করিমুন্নেসা
Ο ঘ) শামসুন্নাহার
 সঠিক উত্তর: (গ)

 ২৭৭. ভবানী পাঠকের মৃত্যুর সাথে সাথে সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে। এটি কী প্রমাণ করে?
Ο ক) এ আন্দোলন অনেকটা দুর্বল ছিল
Ο খ) ভবানী পাঠকই ছিল এ আন্দোলনের প্রাণ
Ο গ) ভবানী পাঠক দুর্বল সংগঠক ছিলেন
Ο ঘ) ব্রিটিশরা এ আন্দোলকে নস্যাৎ করতে সক্ষম হয়েছিল
 সঠিক উত্তর: (খ)

 ২৭৮. হাজী শরীয়তউল্লাহ বাংলায় জুম্মা ও দুই ঈদের নামাজ বর্জনের নির্দেশ দিয়েছিল। এটি কী প্রমাণ করে?
i. ইংরেজ রাজত্বকে তিনি ঘৃণার চোখে দেখছেন
ii. মুসলমানদের ইসলাম ধর্মের গুরুত্ব বুঝিয়েছেন
iii. ইংরেজদের প্রতি তাঁর ধর্মের গুরুত্ব বুঝিয়েছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭৯. ফকির-সন্ন্যাসীরা নিরাপত্তার জন্য নিজেদের সঙ্গে-
Ο ক) লাঠি রাখত
Ο খ) বোমা রাখত
Ο গ) হালকা অস্ত্র রাখত
Ο ঘ) ভারী অস্ত্র রাখত
 সঠিক উত্তর: (গ)

 ২৮০. হেনরি লুইস ডিরোজিও কোথায় জন্মগ্রহন করেন?
Ο ক) কলকাতা
Ο খ) হুগলি
Ο গ) লন্ডন
Ο ঘ) স্কটল্যান্ড
 সঠিক উত্তর: (ক)

 ২৮১. মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) আব্দুল লতিফ
Ο খ) সৈয়দ আহমদ
Ο গ) আমীর আলী
Ο ঘ) স্যার সৈয়দ আহমদ খান
 সঠিক উত্তর: (ক)

 ২৮২. তিতুমীর জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ান-
i. কৃষকদের নির্যাতন হতে রক্ষা করতে
ii. ব্রিটিশ শোষণ থেকে প্রজাসাধারণকে রক্ষা করতে
iii. নিজের সম্মান বৃদ্ধি করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮৩. তিতুমীরের লাঠিয়াল বাহিনীর প্রধান কে ছিলেন?
Ο ক) গোলাম মাসুদ
Ο খ) গোলাম কিবরিয়া
Ο গ) গোলাম মাওলা
Ο ঘ) গোলাম মোহাম্মদ
 সঠিক উত্তর: (ক)

 ২৮৪. মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
Ο ক) সৈয়দ আমীর আলী
Ο খ) হাজী মুহম্মদ মহসীন
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) নওয়াব আবদুল লতিফ
 সঠিক উত্তর: (খ)

 ২৮৫. কত সালে হুগলিতে ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৮৩০
Ο খ) ১৮৪৮
Ο গ) ১৮৫৬
Ο ঘ) ১৮৭০
 সঠিক উত্তর: (খ)

 ২৮৬. রাধানগর গ্রাম কোথায় অবস্থিত?
Ο ক) হুগলি
Ο খ) চব্বিশ পরগণা
Ο গ) নদীয়া
Ο ঘ) যশোর
 সঠিক উত্তর: (ক)

 ২৮৭. সিদ্দিক সাহেব তাঁর গ্রামের বাড়িতে কৃষকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণের মাধ্যমে চা চাষে বাধ্য করেন। উদ্দীপকের সাথে মিল রয়েছে?
Ο ক) বিট্রিশদের নীল চাষকরণ
Ο খ) ব্রিট্রিশদের কফি চাষকরণ
Ο গ) জমিদারদের জমি চাষকরণ
Ο ঘ) ছোট কৃষকদের পাট চাষে বাধ্যকরণ
 সঠিক উত্তর: (ক)

 ২৮৮. প্রসেনজিৎ ১৭৭৪ সালে জন্মগ্রহণকারী একজন মহানায়কের কথা বলেন। যাকে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয়। ইতিহাস বিখ্যাত এই নায়ক হলেন-
i. রাজা রামমোহন রায়
ii. এ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা
iii. সত্যজিৎ রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮৯. অষ্টাদশ শতাব্দীতে কোন ফসলের চাষে ইংরেজরা বেশ আগ্রহ দেখায়?
Ο ক) নীল
Ο খ) ধান
Ο গ) পাট
Ο ঘ) আখ
 সঠিক উত্তর: (ক)

 ২৯০. দুদু মিয়ার আসল নাম কী?
Ο ক) মুহম্মদ জালাল উদ্দিন
Ο খ) মুহম্মদ নাসির উদ্দিন
Ο গ) মুহম্মদ মুহসিন উদ্দিন আহমদ
Ο ঘ) মুহম্মদ কুতুব উদ্দিন
 সঠিক উত্তর: (গ)

 ২৯১. হাজী শরীয়ত উল্লাহ ভারতবর্ষকে দারুল হারব বলার কারণ কী?
Ο ক) তিনি ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন
Ο খ) বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে সরে গিয়েছিল
Ο গ) বাংলার সংস্কৃতিতে বিধর্মী ও বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছিল
Ο ঘ) বাংলায় ব্রিটিশদের প্রভাব বৃদ্ধি পেয়েছিল
 সঠিক উত্তর: (গ)

 ২৯২. পার্থেনন কিসের নাম?
Ο ক) ইংরেজি দৈনিক পত্রিকার নাম
Ο খ) ইংরেজি সাপ্তাহিক পত্রিকা নাম
Ο গ) ইংরেজি পাক্ষিক পত্রিকার নাম
Ο ঘ) ইংরেজি মাসিক পত্রিকার নাম
 সঠিক উত্তর: (খ)

 ২৯৩. সাদেক বলেন যে, হাজার হাজার কৃষক জমিদার ও নীলকর সাহেবদের নির্যাতন থেকে বাঁচার জন্য এই আন্দোলনে যোগদান করে। সাদেক এখানে আন্দোলনের কথা বলেছে?
Ο ক) বাতিনী আন্দোলন
Ο খ) রেঁনেসা আন্দোলন
Ο গ) ফরায়েজি আন্দোলন
Ο ঘ) আলীগড় আন্দোলন
 সঠিক উত্তর: (গ)

 ২৯৪. ভারতবাসীকে পাশ্চাত্য ভাবধারায় জ্ঞান বিজ্ঞান দর্শনে উজ্জীবিত করেন কে?
Ο ক) ব্যামফিলড ফুলার
Ο খ) ক্লাইভ
Ο গ) হেস্টিংস
Ο ঘ) হার্ডিঞ্জ
 সঠিক উত্তর: (গ)

 ২৯৫. কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৮২৮
Ο খ) ১৮২৯
Ο গ) ১৮৩০
Ο ঘ) ১৮৩১
 সঠিক উত্তর: (ক)

 ২৯৬. ইংরেজ বাহিনীর গোলার আঘাতে বাঁশের কেল্লা উড়ে যায়। এটি কি প্রমাণ করে?
i. ইংরেজ অস্ত্রের কাছে বাঁশের কেল্লা ছিল নিতান্তই নগণ্য বস্তু
ii. বাঁশের কেল্লার পতনের মধ্য দিয়ে তিতুমীরের বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে
iii. ইংরেজ ও জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে বাঁশের কেল্লা ধ্বংস হয়?
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৭. বেগম রোকেয়া সাহিত্যেচর্চার বিষয়বস্তু হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) নারী সমাজ
Ο খ) পুরুষ সমাজ
Ο গ) আধুনিক সমাজ
Ο ঘ) আদিম সমাজ
 সঠিক উত্তর: (ক)

 ২৯৮. হাজী শরীয়তউল্লাহ ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন কোন কারণে?
Ο ক) ইংরেজরা ইংরেজিতে কথা বলত বলে
Ο খ) ইংরেজরা এদেশের প্রজাসাধারণের ওপর নির্যাতন করত বলে
Ο গ) ইংরেজরা আর্থিকভাবে সচ্ছল ছিল বলে
Ο ঘ) ইংরেজরা সেনাবাহিনী গঠন করেছে বলে
 সঠিক উত্তর: (খ)

 ২৯৯. রামমোহন রায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা বিপক্ষে ছিলেন কেন?
Ο ক) ইংরেজি শিক্ষা প্রসারে বিশ্বাসী ছিলেন
Ο খ) সংস্কৃত ভাষাকে অপছন্দ করতেন
Ο গ) ইংরেজদের সমর্থনপুষ্ট ছিলেন
Ο ঘ) হিন্দুধর্মের সংস্কার সাধনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৩০০. মুসলিম মেয়েদের বন্দীদশা থেকে মুক্তি দেন কে?
Ο ক) বেগম রোকেয়া
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) লর্ড ক্যানিং
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post