এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. কোন জেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়?
Ο ক) নদীয়া জেলায়
Ο খ) মেদেনীপুর
Ο গ) হুগলি
Ο ঘ) চব্বিশ পরগণা
 সঠিক উত্তর: (খ)

 ২০২. পুলিশী নিষেধাজ্ঞা কখন জারি করা হয়?
Ο ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৩৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৩৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৩. কত খ্রিস্টাব্দে হাজী মুহম্মদ মহসীন দেশ ভ্রমণে বের হন?
Ο ক) ১৭৪২
Ο খ) ১৭৫২
Ο গ) ১৭৬২
Ο ঘ) ১৭৭২
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. বেগম রোকেয়া রচিত গ্রন্থ হলো-
i. অবরোধবাসিনী
ii. মতিচুর
iii. সুলতানার স্বপ্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৫. তিতুমীরের আন্দোলনের প্রকৃতি প্রথমদিকে কীরূপ ছিল?
Ο ক) ধর্মীয় সংস্কার
Ο খ) রাজনৈতিক সংস্কার
Ο গ) কুসংস্কারবিরোধী
Ο ঘ) কৃষকবিরোধী
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. হাজী মুহম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৭৩৪
Ο খ) ১৭৩৩
Ο গ) ১৭৩২
Ο ঘ) ১৭৩১
 সঠিক উত্তর: (গ)

 ২০৭. ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে ইন্ডিগো কমিশন গঠন করেন?
Ο ক) ১৮৫৯
Ο খ) ১৮৬০
Ο গ) ১৮৬১
Ο ঘ) ১৮৬২
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. বিদ্যাসাগরের দান দাক্ষিণ্যের জন্য খ্যাতি ছিল কেন?
Ο ক) অনেক সম্পদের অধিবাসী ছিলেন
Ο খ) সচ্ছল না হয়েও বহু অনাথ ছাত্রকে নিজ বাড়ি রেখে লেখাপড়া করাতেন
Ο গ) তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রচুর অর্থ ব্যয় করতেন
Ο ঘ) পূজা-পার্বণে প্রচুর ব্যয় করতেন
 সঠিক উত্তর: (খ)

 ২০৯. সৈয়দ আমীর আলী কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৮৪৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৪৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৪৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৪৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ২১০. সৈয়দ আমীর আলী কত সালে লন্ডন কাউন্সিলের সভাপতি সদস্য হন?
Ο ক) ১৮৭৩
Ο খ) ১৮৯০
Ο গ) ১৯০৬
Ο ঘ) ১৯০৯
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?
Ο ক) দীনবন্ধু মিত্র
Ο খ) সত্যেন্দ্রনাথ দত্ত
Ο গ) রায় গুণাকর
Ο ঘ) সুনীল গাঙ্গোপাধ্যায়
 সঠিক উত্তর: (ক)

 ২১২. কত সালে নওয়ান আব্দুল লতিফ সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন?
Ο ক) ১৮৪৯
Ο খ) ১৮৭৭
Ο গ) ১৮৮৪
Ο ঘ) ১৮৯০
 সঠিক উত্তর: (গ)

 ২১৩. হাজী শরীয়তুল্লাহর উপদেশের মধ্যে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) নিয়মিত নামায পড়া
Ο খ) ভালো কাজ করা
Ο গ) জ্ঞানার্জন করা
Ο ঘ) অবৈধ কর থেকে বিরত থাকা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. বিধবা বিবাহ আইন চালু হয় কত সালে?
Ο ক) ১৮৫০
Ο খ) ১৮৫৬
Ο গ) ১৮৬০
Ο ঘ) ১৮৬৬
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. নওয়াব আবদুল লতিফ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৮২৭
Ο খ) ১৮২৮
Ο গ) ১৮২৯
Ο ঘ) ১৮৩০
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. মোহামেডান লিটারেরি সোসাইটি কোথায় গড়ে ওঠে?
Ο ক) হুগলি
Ο খ) নদীয়া
Ο গ) যশোর
Ο ঘ) কলকাতা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৭. হাজী শরীয়ত উল্লাহ ভারতবর্ষকে দারুল হারব ঘোষণা করেন। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) ভারতবর্ষ ব্রিটিশ শাসনকে মেনে নিতে পারেননি
Ο খ) ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন
Ο গ) ভারতবর্ষ মুসলমানদের বসবাসের অনুপযোগী হয়ে উঠেছিল
Ο ঘ) ভারতবর্ষে বিজাতীয় শক্তি চরমে উঠেছিল
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. নওয়াব আব্দুল লতিফ মুসলিম সাহিত্য সমাজ গঠন করেন কেন?
i. হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠার লক্ষ্যে
ii. মুসলমানদের হিন্দুদের সমকক্ষ হিসেবে গড়ে তোলার জন্য
iii. ইংরেজ সরকারের বিরোধিতা করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১৯. কলকাতা হিন্দু কলেজ কর্তৃপক্ষ ‘পার্থেনন’ পত্রিকা বন্ধ করে দেয়-
i. সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করায়
ii. ধর্মীয় গোঁড়ামির সমালোচনা করায়
iii. প্রিন্সিপালের বিরুদ্ধে সমালোচনা করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২০. কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়?
Ο ক) ১৮৫৬
Ο খ) ১৮৫৭
Ο গ) ১৮৫৮
Ο ঘ) ১৮৫৯
 সঠিক উত্তর: (ক)

 ২২১. সন্নাসীদের নেতার নাম কী ছিল?
Ο ক) মুসা শাহ
Ο খ) সোবান শাহ
Ο গ) ভবানী পাঠক
Ο ঘ) মাদার বকস
 সঠিক উত্তর: (গ)

 ২২২. সৌমিক সাহেবা একজন ধনবান ব্যক্তি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন উদার। তাঁর অর্থে অনেক দরিদ্র প্রতিভার ছাত্র লেখাপড়া করেছেন। সৌমিক সাহেবের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) রাজা রামমোহন রায়
Ο খ) বিদ্যাসাগর
Ο গ) সৈয়দ আমীর আলী
Ο ঘ) নওয়াব আব্দুল লতিফ
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. জনাব আবদে আলী ইসলাম অননুমোদিত সব বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান ত্যাগ করে ইসলাম ধর্মে যা অবশ্য করণীয় তা পালনের নির্দেশ দেন। এটি কার মতাদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ?
Ο ক) হাজী মোহাম্মদ মহসীনের
Ο খ) হাজী শরীয়তউল্লাহর
Ο গ) হাজী রহিম আলীর
Ο ঘ) তিতুমীরের
 সঠিক উত্তর: (খ)

 ২২৪. ফকির-সন্ন্যাসীরা সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন?
Ο ক) ১৭৫৯
Ο খ) ১৭৬০
Ο গ) ১৭৬১
Ο ঘ) ১৭৬২
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. মিজান সাহেব সারা জীবন বহু স্বেচ্ছাসেবামূলক কাজ করে তাঁর কৃতিত্বের জন্য বহু উপাধি লাভ করেছেন। এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন-
Ο ক) নওয়াব আব্দুল লতিফ
Ο খ) মীর নেসার আলী
Ο গ) সৈয়দ আমীর আলী
Ο ঘ) স্যার সৈয়দ আহমদ খান
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. মি. আলম তরুণ সমাজকে খুব সহজেই প্রভাবিত করেছিলেন। এতে কোন ধরনের কারণ বিদ্যমান?
i. তিনি দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছিলেন
ii. তাঁর বিশ্লেষণ ক্ষমতা প্রখর ছিল
iii. তিনি অসাধারণ একজন ব্যক্তি ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২২৭. মুশফিক নীলচাষের বিরুদ্ধে কয়েকটি জেলায় বিদ্রোহের কথা বলেন। জেলাগুলো হলো-
i. যশোর
ii. হুগলি
iii. নদীয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. মি. ‘ক’ তাঁর এলাকায় জমিদারদের বিরুদ্ধে আন্দোলনের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গঠন করেন। উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) শাহ ওয়ালিউল্লাহর আস্তানা
Ο খ) তিতুমীরের বাঁশের কেল্লা
Ο গ) দুদু মিয়ার সরকার ব্যবস্থা
Ο ঘ) ব্রিটিশ নীল করদের কুঠি
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও ইসলামের অতীত গৌরবের কথা তুলে ধরার ক্ষেত্রে যে গ্রন্থটি অধিক উপযোগী-
i. The Prophet Mohammad (Sm)
ii. The Spirit of islam
iii. A short History of the saracens
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩০. ‘তুহফাতুল মুয়াহহিদদীন’ রচনা করেন কে?
Ο ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο খ) রাজা রামমোহন রায়
Ο গ) হেনরি লুইস ডিরোজিও
Ο ঘ) আমীর আলী
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. আফরোজা ফকির-সন্ন্যাসীদের আন্দোলন কথা বলেন? যারা একটি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে। এখানে কোন শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে?
Ο ক) ফরাসি শক্তির
Ο খ) ইংজের শক্তির
Ο গ) ওলন্দাজ শক্তির
Ο ঘ) পাকিস্তানি শক্তির
 সঠিক উত্তর: (খ)

 ২৩২. হাজী শরীয়তউল্লাহ কেন লাঠিয়াল বাহিনী গঠন করেন?
Ο ক) লুণ্ঠন বৃদ্ধিসাধন করার জন্য
Ο খ) জমিদারের অত্যাচার থেকে প্রজাদের রক্ষার্থে
Ο গ) জমিদারদের সম্পদ লুট করতে
Ο ঘ) ব্রিটিশদের এদেশ থেকে তাড়াতে
 সঠিক উত্তর: (খ)

 ২৩৩. তিতুমীর কার নেতৃত্বে শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন?
Ο ক) দুদু মিয়া
Ο খ) গোলাম মাসুম
Ο গ) সৈয়দ আহমদ
Ο ঘ) গোলাম রসুল
 সঠিক উত্তর: (খ)

 ২৩৪. একাডেমী এসোসিয়েশন কখন প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৮২৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮২৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮২৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ২৩৫. তিতুমীর কেন ইংরেজ ও জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করেন?
Ο ক) অর্থ উপার্জনের জন্য
Ο খ) সামরিক বিজ্ঞহতার কারণে
Ο গ) সমর বিজয়ী মনোভাবের কারণে
Ο ঘ) শোষণ ও নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৬. হাজী মুহম্মদ মুহসীন বিশাল সম্পত্তির মালিক হন কীভাবে
i. বোনের মৃত্যুর কারণে
ii. তাঁর বোন নিঃসন্তান ছিলেন
iii. গুপ্তধন লাভ করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৩৭. হাজী মুহম্মদ মুহসীন বিশাল সম্পত্তির মালিক হন কীভাবে?
Ο ক) পিতার একমাত্র উত্তরাধিকার হিসেবে
Ο খ) নিঃসন্তান বোনের মৃত্যুর কারণে
Ο গ) গুপ্তধন প্রাপ্তির মাধ্যমে
Ο ঘ) ব্যবসা-বাণিজ্য করে
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনন্য অবদান হচ্ছে-
i. সতীদাহ প্রথারোধ
ii. বিধবা বিবাহ প্রচলন
iii. অর্থনৈতিক পুনর্গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৯. তিতুমীরের হজ পালন করে দেশে প্রত্যাবর্তন করেন কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৮২৭
Ο খ) ১৮২৮
Ο গ) ১৮২৯
Ο ঘ) ১৮৩০
 সঠিক উত্তর: (ক)

 ২৪০. রাজা রামমোহন রায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠান বিরোধী ছিলেন কেন?
i. সংস্কৃতবিরোধী ছিলেন
ii. ইংরেজ শিক্ষার প্রতি দুর্বলতা ছিল
iii. এ দেশীয়দের সংস্কৃতের বদলে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৪১. হেনরি লুই ডিরোজিওর অন্যতম অবদান হচ্ছে-
i. সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করা
ii. ইয়াং বেঙ্গল আন্দোলনকে বেগবান করা
iii. ধর্মীয় কুসংস্কারের সমালোচনা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪২. মিসেস জামান নারীদের করুণ দশার জন্য অনেক বই লিখেছেন। মিসেস জামানের রচনার সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
i. অবরোধবাহিনী
ii. সুলতানার স্বপ্ন
iii. পদ্মরাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৩. হাজী শরীয়তউল্লাহ কেন ধর্মীয় সংস্কার আন্দোলনের উদ্যেগ গ্রহণ করেন?
Ο ক) ইসলামের প্রচার করার জন্য
Ο খ) ইসলামে অনৈসলামিক রীতিনীতি বন্ধ করার জন্য
Ο গ) অন্যান্য ধর্মাবলম্বীদের অত্যাচার করার জন্য
Ο ঘ) হিন্দুদের প্রতি অত্যাচার করার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ২৪৪. রাজা রামমোহন রায় প্রকাশক ছিলেন-
i. সম্বাদ কৌমুদী পত্রিকার
ii. মিরাতুল আখবার পত্রিকার
iii. ব্রাহ্মণিক ম্যাগাজিনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৫. তিতুমীর মক্কা শরীফ যান কেন?
Ο ক) যুদ্ধ করতে
Ο খ) ইসলাম প্রচার করতে
Ο গ) হজ পালন করতে
Ο ঘ) অর্থ উপার্জন করতে
 সঠিক উত্তর: (গ)

 ২৪৬. ‘নীল কমিশন’ গঠিত হয় কখন?
Ο ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ২৪৭. তিতুমীরের প্রকৃত নাম কী?
Ο ক) মীর আজাদ আলী
Ο খ) মীর নিসার আলী
Ο গ) মীর শওকত আলী
Ο ঘ) মীর কদম আলী
 সঠিক উত্তর: (খ)

 ২৪৮. ইংরেজদের ব্যবসায়ী বুদ্ধি ছিল সজাগ। কথাটির যথার্থ কারণ হলো-
i. বাংলার উর্বর ফসলের দিকে তাদেঁর দৃষ্টি নিক্ষেপ করেছিল
ii. খাবার ফসলের পরিবর্তে বাণিজ্য ফসল উৎপাদনে আগ্রহী ছিল
iii. বাংলাকে নীল সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৯. হাজী মুহম্মদ মুহসীন যেসব দেশ ভ্রমণ করে ২৭ বছর পর দেশে ফিরেন, সে দেশগুলো-
i. আরব
ii. মিসর
iii. পারস্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫০. নওয়াব আব্দুল লতিফ কোথায় জন্মগ্রহন করেন?
Ο ক) কুমিল্লায়
Ο খ) ফরিদপুরে
Ο গ) শরীয়তপুরে
Ο ঘ) মাদারীপুরে
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post