এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. আমরা নওয়াব আব্দুল লতিফকে স্মরণ করব-
i. মুসলমানদের শিক্ষিত করার প্রচেষ্টার জন্য
ii. হিন্দু ও মুসলমানদের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠার জন্য
iii. সামরিক প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. বিদ্যাসাগরের সাথে ডিরোজিওর সম্পর্ক কীরূপ?
Ο ক) ডিরোজিওর শিক্ষক ছিলেন
Ο খ) ডিরোজিওর ছাত্র ছিলেন
Ο গ) ডিরোজিওর আন্দোলনের পরোক্ষ অনুসারী ছিলেন
Ο ঘ) ডিরোজিওর ভ্রাতা ছিলেন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৩. দুদু মিয়া কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৮৬৭
Ο খ) ১৮৬০
Ο গ) ১৮৬২
Ο ঘ) ১৮৬৫
 সঠিক উত্তর: (গ)

 ১৫৪. মহসীনের শিক্ষাজীবন শুরু হয়- i. হুগলিতে ii. মুর্শিদাবাদে iii. কলকাতায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৫. করিম একজন পণ্ডিত সম্পর্কে বলেন যিনি গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির নিচে পড়াশুনা করতেন। করিম কোন ব্যক্তির বিষয়ে উল্লেখ করেছে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) ড. মোহাম্মদ শহীদুল্লাহ
Ο গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) রাজা রামমোহন রায়
 সঠিক উত্তর: (গ)

 ১৫৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্মজীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে সাহিত্যচর্চায় মনোযোগী হন। কেন?
i. সাহিত্যের প্রতি দুর্বলতা ছিল
ii. বাংলা ভাষায় উন্নতমানের পাঠ্যপুস্তকের অভাব ছিল
iii. সাহিত্য বিষয়ে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৭. মহসীনের গৃহশিক্ষকের নাম কী?
Ο ক) আগাসিরাজী
Ο খ) মাওয়ায়েজ সিরাজী
Ο গ) কুতুব সিরাজী
Ο ঘ) ফয়জুল্লাহ সিরাজী
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. কার নেতৃত্বে ভবানী পাঠককে হত্যা করা হয়?
Ο ক) লে.ব্রেনান
Ο খ) লে. আলেকজাণ্ডার
Ο গ) লে. ব্রায়ান
Ο ঘ) লে. চেলসি
 সঠিক উত্তর: (ক)

 ১৫৯. হাজী শরীয়াতুল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন?
Ο ক) দারুল আনাম
Ο খ) দারুল ক্বারার
Ο গ) দারুন নদওয়া
Ο ঘ) দারুল হারব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬০. বেগম রোকেয়া কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) কলকাতা
Ο খ) হুগলি
Ο গ) রংপুর
Ο ঘ) ফরিদপুর
 সঠিক উত্তর: (ক)

 ১৬১. ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকার প্রকাশক কে ছিলেন?
Ο ক) মাইকেল মধূসূদন দত্ত
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) হাজী শরীয়তউল্লাহ
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. কার নেতৃত্বে ইংরেজরা নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা আক্রমণ করে?
Ο ক) মেজর স্কট
Ο খ) লে. আলেকজান্ডার
Ο গ) লে. ব্রেনান
Ο ঘ) লে. ব্রায়ান
 সঠিক উত্তর: (ক)

 ১৬৩. ফরায়েজি আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল কোনটি?
Ο ক) অর্থনৈতিক মুক্তিলাভ
Ο খ) বিভিন্ন অত্যাচার হতে কৃষকদের রক্ষা
Ο গ) ব্রিটিশ নৌবহর ধ্বংস করা
Ο ঘ) খ্রিস্টানদের প্রতি অত্যাচার করা
 সঠিক উত্তর: (খ)

 ১৬৪. ঈশ্বরচন্দ্র ছিলেন একজন সফল সমাজ সংস্কার। কথাটির যথার্থ কারণ হলো-
Ο ক) সমাজের প্রচলিত নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান
Ο খ) তিনি অনেকগুলো বালিকা বিদ্যালয় স্থাপন করেন
Ο গ) তিনি বহু অনাথ ছেলেকে নিজ বাসা থেকে লেখাপড়া করাতেন
Ο ঘ) সংস্কৃত শিক্ষার সংস্কার করেন
 সঠিক উত্তর: (ক)

 ১৬৫. শওকত জামান তাঁর গ্রামের মানুষের মাঝে নবজাগরণ সৃষ্টির উদ্দেশ্য বেশ কিছু গ্রন্থ রচনা করেন। উদ্দীপকের সাথে পার্থক্য রয়েছে-
Ο ক) সৈয়দ আমীর আলীর
Ο খ) বেগম রোকেয়া
Ο গ) স্যার সৈয়দ আহমেদ খান
Ο ঘ) তিতুমীর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৬. হাজী মুহম্মদ মহসীন কেমন জীবনযাপন করতেন?
Ο ক) রাজকীয়ভাবে
Ο খ) গরিবদের মতো
Ο গ) রাজাদের মতো
Ο ঘ) অত্যন্ত সাধারণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. সৈয়দ আমীর আলী কত সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
Ο ক) ১৯০৬
Ο খ) ১৯১০
Ο গ) ১৯১২
Ο ঘ) ১৯১৮
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. বাংলার ওয়াহাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল?
Ο ক) হাজী শরীয়াতুলাহর
Ο খ) এ.কে ফজলুল হকের
Ο গ) মাওলান ভাসানীর
Ο ঘ) তিতুমীরের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. বীর সিংহগ্রাম কোথায়?
Ο ক) মেদেনীপুর
Ο খ) ফরিদপুর
Ο গ) যশোর
Ο ঘ) হুগলি
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. সন্ন্যাসী আন্দোলন অবসানের যথার্থ কারণ কোনটি?
Ο ক) মজনু শাহের মৃত্যু
Ο খ) ভবানী পাঠকের মৃত্যু
Ο গ) করিম শাহের মৃত্যু
Ο ঘ) মাদার বকসের মৃত্যু
 সঠিক উত্তর: (খ)

 ১৭১. শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির নিকট নীলকরদের চিত্র ছড়িয়ে পড়ে কীভাবে?
i. দীনবন্ধু মিত্রের নীলাদর্পণ নাটকের মাধ্যমে
ii. বিভিন্ন পত্রিকায় নীলকরদের অত্যাচরের কাহিনি ছাপার মাধ্যমে
iii. স্থানীয় পর্যায়ে নেতাদের নীলচাষীদের সহায়তা দানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭২. তিতুমীর কত খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়ায় খাঁটি স্থাপন করেন?
Ο ক) ১৮৩০
Ο খ) ১৮৩১
Ο গ) ১৮৩২
Ο ঘ) ১৮৩৩
 সঠিক উত্তর: (খ)

 ১৭৩. ‘সম্বাদ কৌমুলী’ পত্রিকার প্রকাশক কে ছিলেন?
Ο ক) রাজা রামমোহন রায়
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) অক্ষয়কুমার মিত্র
Ο ঘ) বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়
 সঠিক উত্তর: (ক)

 ১৭৪. হেনরি লুই ডিরোজিও কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৮৩০
Ο খ) ১৮৩১
Ο গ) ১৮৩২
Ο ঘ) ১৮৩৩
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. বেগম রোকেয়ার পিতা কে ছিলেন?
Ο ক) ইব্রাহিম
Ο খ) জহিরুদ্দিন
Ο গ) আজিজ
Ο ঘ) কাশেম
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. রাজা রামমোহন রায়-এর অন্যতম অবদান হচ্ছে-
i. বাল্যবিবাহ রোধের প্রচেষ্টা
ii. একেশ্বরবাদী চিন্তা প্রতিষ্ঠার চেষ্টা
iii. সতীদাহ প্রথা রোধে প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. হাজী শরীয়তউল্লাহ পুত্রের নাম কী ছিল?
Ο ক) চাঁদ মিয়া
Ο খ) সামু মিয়া
Ο গ) দুদু মিয়া
Ο ঘ) সাজু মিয়া
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. এদেশ থেকে নীলচাষ কখন চিরতরে বন্ধ হয়ে যায়?
Ο ক) ১৮৯১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৯২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৯৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. ডিরোজিও ছিলেন রাজা রামমোহন রায়ের যোগ্য উত্তরসূরি। কথাটির যথার্থ কারণ হল-
Ο ক) ডিরোজিও ছিলেন রাজা রামমোহন রায়ের ছাত্র
Ο খ) রাম মোহন রায়ের চেতনা দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন
Ο গ) রামমোহন রায়ের আন্দোলনকে ডিরোজিও আরও বেগবান করে তোলেন
Ο ঘ) ডিরোজিও রাজা রামমোহনের ন্যায় ইংরেজি শিক্ষায় বিশ্বাসী ছিলেন
 সঠিক উত্তর: (গ)

 ১৮০. কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতায় ‘এ্যাংলো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন?
Ο ক) ১৮২১
Ο খ) ১৮২২
Ο গ) ১৮২৩
Ο ঘ) ১৮২০
 সঠিক উত্তর: (খ)

 ১৮১. ফকির-সন্ন্যাসী দলের নেতা হিসেবে পরিচিত-
i. মজনু শাহ
ii. ভবানী শাহ
iii. তিুতমীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯১১
Ο খ) ১৯১৬
Ο গ) ১৯৩১
Ο ঘ) ১৯৪০
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. দুদু মিয়া কখন জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৮১৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮১৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮১৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮১৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৪. Central Mohammedan Association গঠিত হওয়ার কারণ কী?
Ο ক) ব্রিটিশদের সহায়তা প্রদান
Ο খ) মুসলমানদের দাবি দাওয়ার প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ
Ο গ) ব্রিটিশবিরোধী আন্দোলনের উদ্দেশ্যে জনমত গঠন
Ο ঘ) হিন্দুদের সমকক্ষ হিসেবে মুসলিমদের প্রতিষ্ঠা
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. ফরায়েজি আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিল-
i. ধর্মীয় কুসংস্কার দুর করা
ii. সামাজিক সংস্কার আনয়ন করা
iii. বিভিন্ন অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৬. জনাব ওলী সর্বদা স্বাধীনভাবে ভ্রমনে আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর দেশের সরকারব্যবস্থা তাঁর এই অবাধ চলাফেরা নিষেধাজ্ঞা জারি করে। এখানে জনাব ওলীর চরিত্রটি কোনটিকে সমর্থন করছে?
i. ফকির সন্ন্যাসীদের
ii. মজনুশাহের
iii. দুদু মিয়ার সমর্থক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৭. সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় কে অনুপ্রাণিত ছিলেন?
Ο ক) মীর নিসার আলী
Ο খ) দুদু মিয়া
Ο গ) শরীয়ত উল্লাহ
Ο ঘ) গোলাম মাসুদ
 সঠিক উত্তর: (ক)

 ১৮৮. ভবানী পাঠক কত সালে নিহত হন?
Ο ক) ১৭৭২ সালে
Ο খ) ১৭৭৩ সালে
Ο গ) ১৭৭৮ সালে
Ο ঘ) ১৭৮৭ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৯. নওয়াব আবদুল লতিফের সারাজীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল-
i. হিন্দু-মুসলিম মৈত্রী প্রতিষ্ঠা করা
ii. মুসলমান সমাজের উন্নতি সাধন করা
iii. অর্থনৈতিক সংস্কার সাধন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. ফকির সন্ন্যাসীরা ব্রিটিশবিরোধী হয়ে উঠেছিল কেন?
i. ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি বলে ঘোষণা করা হয়
ii. তাঁদেরকে ডাকাত-দস্যু বলে আখ্যায়াতি করা হয়
iii. তাঁদের অবাধ চলাফেরায় ইংরেজ সরকার বাধা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯১. মিলা তার গ্রামে সকল ধরনের কুসংস্কার দূর করে গ্রামে এক নব জাগরণের পরিবেশ তৈরি করেন। মিলার মতো বাংলার নবাজাগরণে ভূমিকা রাখেন-
Ο ক) হাজী শরীয়ত উল্লাহ
Ο খ) রাজা রামমোহন রায়
Ο গ) তিতুমীর
Ο ঘ) দুদু মিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৯২. বিবাহিত জীবনে বেগম রোকেয়া কার কাছ থেকে জ্ঞানচর্চার উৎসাহ লাভ করেছিলেন?
Ο ক) স্বামীর
Ο খ) শশুর
Ο গ) শাশুড়ি
Ο ঘ) ননদ
 সঠিক উত্তর: (ক)

 ১৯৩. নওয়াব আব্দুল লতিফ ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আধুনিক শিক্ষা চালু করেন। এটি কি প্রমাণ করে?
Ο ক) তিনি ব্রিটিশদের সমর্থনপুষ্ট ছিলেন
Ο খ) তিনি মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চেয়েছেন
Ο গ) মুসলমানদের স্বার্থ ইংরেজদের কাছে তুলে ধরতে চেয়েছেন
Ο ঘ) তিনি মুসলমানদেরকে হিন্দুদের সমকক্ষ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. তিতুমীর কোন গ্রামে জন্ম গ্রহণ করেন?
Ο ক) রাধানগর
Ο খ) চাঁদপুর
Ο গ) নারিকেলবাড়িয়া
Ο ঘ) মাশাইল গ্রামে
 সঠিক উত্তর: (খ)

 ১৯৫. সুসংঘটিত কৃষক আন্দোলনের সাথে কৃষক তাঁতি সম্পর্ক কেমন?
Ο ক) নিবিড়
Ο খ) বন্ধুত্বপূর্ণ
Ο গ) বৈরী
Ο ঘ) স্বার্থরক্ষামূলক
 সঠিক উত্তর: (ক)

 ১৯৬. বাংলার কৃষকরা নির্যাতিত হয়েছিল-
i. ইংরেজদের দ্বারা
ii. জমিদারদের দ্বারা
iii. নীলকরদের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. নওয়াব আব্দুল লতিফ কখন ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগদান করেন?
Ο ক) ১৮৪৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৪৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৪৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৪৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. ঈশ্বরচন্দ্রের পিতার নাম কী?
Ο ক) ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়
Ο খ) ননী গোপাল দাস
Ο গ) অমলেশ দাশ বন্দ্যেপাধ্যায়
Ο ঘ) শ্রীকান্ত দাস
 সঠিক উত্তর: (ক)

 ১৯৯. সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে কোথায় প্রথম বিদ্রোহ শুরু করেন?
Ο ক) বর্ধমান জেলায়
Ο খ) মালদহে
Ο গ) উত্তর বাংলায়
Ο ঘ) কলকাতায়
 সঠিক উত্তর: (ক)

 ২০০. বেগম রোকেয়ার জন্ম কোন উপজেলা?
Ο ক) মিঠাপুকুর
Ο খ) গুরুদাশপুর
Ο গ) শেরপুর
Ο ঘ) লালপুর
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post