এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৮ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. সন্ন্যাসীদের নেতার নাম ছিল কী?
Ο ক) মজনু শাহ
Ο খ) ভবানী পাঠক
Ο গ) মুসা শাহ
Ο ঘ) সোবান শাহ
 সঠিক উত্তর: (খ)

 ১০২. কোন সময়ে এদেশে ইংরেজরা নীলচাষের প্রতি জোর প্রদান করেন?
Ο ক) ১৭৭০-১৭৮০
Ο খ) ১৭৮০-১৭৯০
Ο গ) ১৭৯০-১৮০০
Ο ঘ) ১৮০০-১৮১০
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. তিতুমীরের ধর্মীয় সংস্কারের কৃষক তাঁতিরা সাড়া দেন কেন?
i. জমিদাররা মুসলিম প্রজাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে
ii. নানা নির্যাতনমূলক আচরণ করত
iii. ব্রিটিশ সরকার এদের সমর্থন দিয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. সেন্ট্রাল মোহমেডান এসোসিয়েশন কখন গঠিত হয়?
Ο ক) ১৮৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৮৭৯ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. হাজী মুহম্মদ মুহসীন একটি ফান্ড গঠন করে তাঁর সমস্ত সম্পত্তি দান করেন। এ যথার্থ কারণ কোনটি?
i. বাংলার মুসলমানদের আর্থিক উন্নতি সাধন
ii. মক্তব, মাদ্রাসা প্রতিষ্ঠা
iii. দারিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. মি. ‘M’ তাঁর এলাকায় কুসংস্কার দূর করে একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছেন। কী প্রয়োজন তিনি এমন করেন?
i. হিন্দুধর্মের সংস্কারের জন্য
ii. ব্রাক্ষ সমাজ প্রতিষ্ঠার জন্য
iii. সমাজ সংস্কারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৭. মুসলমান নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বেগম রোকেয়া
Ο খ) বেগম সুফিয়া কামাল
Ο গ) বেগম ফয়জুন্নেসা
Ο ঘ) রাজিয়া চৌধুরানী
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. দুদু মিয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৮৬০
Ο খ) ১৮৬২
Ο গ) ১৮৬৪
Ο ঘ) ১৮৬৬
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. বেগম রোকেয়ার সময় মেয়েরা কেমন ছিল?
Ο ক) উগ্র
Ο খ) বেহায়া
Ο গ) লাজুক
Ο ঘ) খুবই পর্দাশীল
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. ফকির-সন্ন্যাসীদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল-
i. সরকারি কুঠি
ii. জমিদারের কাচারি
iii. নায়েব গোমস্তার বাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. নীলচাষকে কৃষকদের ‘ইচ্ছাধীন’ ঘোষণা করার ক্ষেত্রে কোন কমিশনটি সমর্থনযোগ্য?
Ο ক) নীল কমিশন
Ο খ) নাথান কমিশন
Ο গ) সায়মন কমিশন
Ο ঘ) মনির কমিশন
 সঠিক উত্তর: (ক)

 ১১২. হেনরি লুই ডিরোজিওর মা কোন দেশীয় ছিলেন?
Ο ক) পর্তুগিজ
Ο খ) ইংরেজি
Ο গ) বাঙালি
Ο ঘ) ইরানি
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. ইংরেজদের সাথে ফকির সন্ন্যাসীকে সম্পর্ক কেমন ছিল?
Ο ক) বন্ধুত্বপূর্ণ
Ο খ) সহযোগিতামূলক
Ο গ) সংঘর্ষমূলক
Ο ঘ) সমঝোতামূলক
 সঠিক উত্তর: (গ)

 ১১৪. ব্রাহ্মণিকাল ম্যাগাজিন পত্রিকার প্রকাশক কে ছিলেন?
Ο ক) আব্দুল লতিফ
Ο খ) ভবানী পাঠক
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) সৈয়দ আহমদ
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. হাজী শরীয়তুল্লাহর পুত্রের নাম কী?
Ο ক) দুদু মিয়া
Ο খ) তোতা মিয়া
Ο গ) ছাদেক মিয়া
Ο ঘ) জালাল উদ্দিন
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) হাজী ইকরামুল্লাহ
Ο খ) হাজী শরীয়তুল্লাহ
Ο গ) হাজী ইলিয়াস আলী
Ο ঘ) হাজী বারীউল্লাহ
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. নওয়াব আব্দুল লতিফের সারা জীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল কয়টি?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. হাজী মুহম্মদ মহসিনের পিতার নাম কী?
Ο ক) মুহম্মদ ফয়জুলাহ
Ο খ) মুহম্মদ গরিবুল্লাহ
Ο গ) মুহম্মদ হাবিবুল্লাহ
Ο ঘ) মুহম্মদ মহিবুল্লাহ
 সঠিক উত্তর: (ক)

 ১১৯. হেনরি লুই ডিরোজিও-এর ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত-
i. তিনি ছিলেন দূর দৃষ্টিসম্পন্ন
ii. তিনি ছিলেন বাগ্মী
iii. তিনি ছিলেন বিশ্লেষণ ক্ষমতার অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. নীলচাষিরা কত খ্রিস্টাব্দে বিদ্রোহ করেন?
Ο ক) ১৮৫৯
Ο খ) ১৮৬৯
Ο গ) ১৮৭৯
Ο ঘ) ১৮৮৯
 সঠিক উত্তর: (ক)

 ১২১. ইংরেজরা ফকির সন্ন্যাসীদের ওপর কড়া নজর রেখেছিলেন কেন?
Ο ক) ব্রিটিশদের বিরুদ্ধে নবাবকে সহায়তা করে ছিলেন
Ο খ) ইংরেজদের প্রধান শত্রু ছিল
Ο গ) ভারী অস্ত্র ব্যবহার করত
Ο ঘ) ইংরেজদের তুলনায় বেশি শক্তিশালী ছিল
 সঠিক উত্তর: (ক)

 ১২২. বেগম রোকেয়া যথেষ্ট দক্ষতা অর্জন করেন-
i. বাংলা ভাষায়
ii. ইংরেজি ভাষায়
iii. আরবি ভাষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করত-
i. ভিক্ষাবৃত্তি করে
ii. মুষ্টি সংগ্রহ করে
iii. গান বাজনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৪. পরিবর্তনের সূচনা করে প্রথম কারা?
Ο ক) বাংলার নিম্ন শ্রেণির হিন্দুরা
Ο খ) বাংলার শিক্ষিত শ্রেণি
Ο গ) বাংলার কৃষক, সাধারণ মানুষ
Ο ঘ) বাংলার মধ্যব্ত্তি শ্রেণিরা
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. রাজিব বিদেশি একশ্রেণির বণিকের কথা বলেন। যাদের বুদ্ধি ছিল সবসময় সজাগ । এই কারণেই বাংলার উর্বর ফসলের ক্ষেতে তাদের দৃষ্টি পড়ে। ইতিহাসে এই বণিকগোষ্ঠী কারা?
Ο ক) ফরাসিরা
Ο খ) ইংরেজরা
Ο গ) ওলন্দাজরা
Ο ঘ) দিনেমাররা
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. এ মহান ব্যক্তি আর্থিক সাহায্য করেছিলেন-
i. নবীনচন্দ্র সেনকে
ii. মাইকেল মধূসূদন দত্তকে
iii. রবীন্দ্রনাথ ঠাকুরকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৭. নওয়াব আব্দুল লতিফের সারা জীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল-
i. মুসলমান সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ মনোভাব দূর করা
ii. মুসলমান সমাজের উন্নতি সাধন
iii. হিন্দু ও মুসলমানের মধ্যে মৈত্রী স্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. বেগম রোকেয়া আাঞ্জুমান খাওয়াতীনে ইসলাম প্রতিষ্ঠা করেন কেন?
Ο ক) নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য
Ο খ) পুরুষের অধিকার প্রতিষ্ঠার জন্য
Ο গ) শিশুদের অধিকার জন্য
Ο ঘ) বৃদ্ধদের অধিকার প্রতিষ্ঠার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. দুদু মিয়া ছিলেন ফরায়েজিদের- i. রাহবার ii. গুরু iii. ওস্তাদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩০. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব লাভ করেন কে?
Ο ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο খ) রামমোহন রায়
Ο গ) কৃষ্ণ মোহন ব্যানার্জী
Ο ঘ) রাধানাথ সিকদার
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে-
i. নবদিগন্তের সূচনা করে
ii. নতুন যুগের সূচনা করে
iii. সংস্কৃত শিক্ষার উন্নতি ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩২. তিতুমীর ও তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন কেন?
Ο ক) শান্তিপূর্ণভাবে বিচার না পেয়ে
Ο খ) সামরিক জ্ঞান বেশি ছিল বলে
Ο গ) সৈন্যসংখ্যা বেশি ছিল বলে
Ο ঘ) রাজনৈতিক ও কূটনৈতিক দক্ষতা ছিল বলে
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. সৈয়দ আমীর আলীর বিশ্বাসের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. ভারতের উন্নতির জন্য হিন্দু মুসলমানের কাজ করা দরকার
ii. ভারতের উন্নতির জন্য পুরুষদের কাজ করা দরকার
iii. ভারতের উন্নতির জন্য নারীদের কাজ করা দরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৪. ডিরোজিও এর মৃত্যুর পরও তাঁর অনুসারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে। এটি কী প্রমাণ করে?
i. ডিরোজিও শক্তিশালী সংগঠন ছিলেন
ii. তাঁরা অনুসারীরা তাঁকে মনেপ্রাণে আদর্শ হিসেবে গ্রহণ করেছিল
iii. তাঁর ডিরোজিওর মতবাদে দারুণ বিশ্বাসী ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৫. হাজী শরীয়তউল্লাহ ভারতবর্ষকে কী বলে ঘোষণা করেন?
Ο ক) দারুল হারব
Ο খ) দারুল বারক
Ο গ) দারুল কাদর
Ο ঘ) দারুল ফিজর
 সঠিক উত্তর: (ক)

 ১৩৬. সাহাদাত বলেন যে, একজন বিখ্যাত সংস্কারকের নিরলস প্রচেষ্টার কারণে ১৮৫৬ খ্রি. বিধবা বিবাহ আইন পাস হয়। এই বিখ্যাত সংস্কারক কে?
Ο ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) রাজা রামমোহন রায়
Ο ঘ) জীবনানন্দ দাস
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. রাজা রামমোহন রায় এর অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন
Ο খ) অর্থনৈতিক পুনর্গঠন
Ο গ) ইংরেজি শিক্ষার প্রসার
Ο ঘ) জমিদারশ্রেণিকে উচ্ছেদ
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. মি. ‘X’ কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুন: প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন? এখানে ‘X’ চরিত্রটি কোনটিকে সমর্থন করছে?
Ο ক) দুদু মিয়া
Ο খ) নবীন চন্দ্র সেন
Ο গ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) রাজা রামমোহন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. নওয়াব আব্দুল লতিফের ক্ষেত্রে যে উপাধিটি সমর্থনযোগ্য-
i. খান বাহাদুর
ii. বিদ্যাসাগর
iii. নওয়াব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪০. নভেল রাজা রামমোহন রায়ের একটি সমাজ প্রতিষ্ঠার কথা বলেন। এছাড়াও তিনি ‘এ্যালো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেছিলেন বলে নভেল জানান। এখানে কোন সমাজের কথা বলা হয়েছে?
Ο ক) আত্মীয় সমাজ
Ο খ) ব্রাহ্মসমাজ
Ο গ) লোকসমাজ
Ο ঘ) করীঙ্গ সমাজ
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. দয়ার সাগর কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
Ο খ) রাজা রামমোহন রায়ের
Ο গ) হাজী মুহম্মদ মহসীনের
Ο ঘ) বেগম রোকেয়ার
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. তিতুমীরের বিরুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে?
Ο ক) মেজর স্কট
Ο খ) মেজর এলিট
Ο গ) মেজর এডামস
Ο ঘ) মেজর মনরো
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. রাজা রামমোহন রায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় বিরোধিতা করেন কেন?
Ο ক) ইংরেজি শিক্ষার প্রয়োজন অনুভব করে
Ο খ) সংস্কৃত ভাষাকে ঘৃণা করতেন বলে
Ο গ) তিনি ইংরেজি জানতেন বলে
Ο ঘ) ব্রিটিশদের নিকট থেকে উপঢৌকন পেয়ে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪. বেনী মাধব ও বৈদ্যনাথের মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে?
Ο ক) উভয়েই নীল বিদ্রোহী নেতা
Ο খ) উভয়েই কৃষক নেতা
Ο গ) উভয়েই জমিদারদের তোষামোদকারী
Ο ঘ) উভয়েই ব্রিটিশদের সমর্থনপুষ্ট এদেশীয় এজেন্ট
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. তানিয়া একজন ব্যক্তি কর্তৃক সম্পাদিত ‘ইস্ট ইন্ডিয়া’ নামক একটি দৈনিক পত্রিকার কথা বলেন। তিনি ‘হিসপাবাস’ নামক পত্রিকাও সম্পাদনা করতেন। তানিয়া কোন ব্যক্তির কথা বলছে?
Ο ক) রাজা রামমোহন রায়
Ο খ) হেনরি লুই ডিরোজিও
Ο গ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο ঘ) সৈয়দ আমীর আলী
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. হাজী শরীয়তউল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৮৪০
Ο খ) ১৮৪১
Ο গ) ১৮৪২
Ο ঘ) ১৮৪৩
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. অবশ্য কর্তব্য দ্বারা কোন কাজকে বুঝায়?
Ο ক) ফরজ
Ο খ) সুন্নাত
Ο গ) ওয়াজিব
Ο ঘ) নফল
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. মাহমুদ ১৮৩১ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের কথা বলেন। মাহমুদ তৎকালীন যে আন্দোলনের কথা উল্লেখ করেছে তা হলো-
i. মীর নিসার আলীর আন্দোলন
ii. তেভাগা আন্দোলন
iii. তিতুমীরের আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. তিতুমীর নারিকেলবাড়িয়ায় নির্মাণ করেন-
Ο ক) একটি ব্রিজ
Ο খ) একটি বাশেঁর কেল্লা
Ο গ) একটি মসজিদ
Ο ঘ) একটি মাদ্রাসা
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. রেনেসাঁ শব্দের অর্থ কী?
Ο ক) নবজাগরণ
Ο খ) পুনর্জন্ম
Ο গ) নুতন আশা
Ο ঘ) নতুন স্বপ্ন
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post