এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩৫১. দ্বিতীয় চার্লস বিয়ের কত টাকার বিনিময় কালীঘাট, সুতানটি ও গোবিন্দপুর গ্রামের জমিদারি স্বত্ত লাভ করেন?
Ο ক) ১০০০ টাকা
Ο খ) ১১০০ টাকা
Ο গ) ১২০০ টাকা
Ο ঘ) ১৩০০ টাকা
 সঠিক উত্তর: (গ)

 ৩৫২. নবাব সিরাজউদ্দৌলার মায়ের নাম কী ছিল?
Ο ক) ঘসেটি বেগম
Ο খ) আমেনা বেগম
Ο গ) ফাতেমা বেগম
Ο ঘ) আরজুমান্দ বেগম
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৩. আসলাম বলেন, ইংরেজ সেনাপতিগণ কূটবুদ্ধি দিয়ে পলাশীর প্রান্তরে নবাবকে পরাজিত করেন। আসলামের বর্ণনায় ইঙ্গিত প্রদান করা হয়েছে-
i. ওয়াটসন-এর
ii. রবার্ট ক্লাইভ-এর
iii. ভ্যান্সিটার্ট-এর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৪. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়?
Ο ক) ১৭৯১
Ο খ) ১৭৯৩
Ο গ) ১৭৯৫
Ο ঘ) ১৭৯৭
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৫. ওলন্দাজদের পতনের কারণ-
i. ইংরেজদের সাথে ব্যবসায়িক বিরোধ
ii. বাংলার শাসকদের সাথে বিরোধ
iii. দিনেমারের সাথে বিরোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৬. ‘ক’ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষার জন্য ‘গ’ নামক ব্যবস্থার অবসান ঘটান। ‘গ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) দ্বৈতশাসন ব্যবস্থা
Ο খ) সুবেদারি ব্যবস্থা
Ο গ) দিওয়ানি পদ
Ο ঘ) নায়েব পদ
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৭. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?
Ο ক) গড ফ্রে
Ο খ) সিন ফ্রে
Ο গ) উইল ফ্রে
Ο ঘ) এ্যাণ্ডারসন
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৮. পলাশীর যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল কোনটি?
Ο ক) ঔপনিবেশিক শাসনের পথ সুগম
Ο খ) ফরাসিদের বাণিজ্যবৃদ্ধি
Ο গ) মীরজাফরের শক্তিবৃদ্ধি
Ο ঘ) সিরাজউদ্দৌলার ক্ষমতাবৃদ্ধি
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৯. বাংলার পণ্যের আকর্ষণেই বিদেশি বণিকদের আগমন ঘটে। এর যথার্থতা নিরুপণে বলা যায়-
i. বাংলার মসলিন জগৎ বিখ্যাত ছিল
ii. মশলার জন্য বাংলা বিখ্যাত ছিল
iii. উন্নতমানের কাঁচামাল উৎপাদনকেন্দ্র ছিল বাংলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬০. মীর কাশিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তর করেন কেন?
Ο ক) সৈন্যবাহিনী বৃদ্ধি করার জন্য
Ο খ) মুঙ্গের স্থাপত্যশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে
Ο গ) ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য
Ο ঘ) অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৩৬১. ‘Y’ নামক বণিক গোষ্ঠী দ্বিতীয় বিদেশি বণিক হিসেবে উপমহাদেশে আসে। ‘Y’ এর সাথে সাদৃশ রয়েছে-
Ο ক) পর্তুগিজ
Ο খ) ডাচ
Ο গ) দিনেমার
Ο ঘ) ফরাসি
 সঠিক উত্তর: (খ)

 ৩৬২. ওলন্দাজরা কোন যুদ্ধে পরাজিত হয়?
Ο ক) বিদারার যুদ্ধে
Ο খ) পলাশীর যুদ্ধে
Ο গ) বালাকোটের যুদ্ধে
Ο ঘ) পানিপথের যুদ্ধে
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৩. ইউরোপীয়রা ভারতবর্ষে আসে কেন?
Ο ক) ব্যবসা-বাণিজ্য করতে
Ο খ) লুণ্ঠন করতে
Ο গ) ডাকাতি করতে
Ο ঘ) ভ্রমণের উদ্দেশ্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৪. দেওয়ানী লাভের ফলে কোম্পারনর যে লাভ হয় তা হলো-
i. রাজনৈতিক স্বীকৃতি
ii. অর্থনৈতিক সমৃদ্ধি
iii. ফেব্রুয়ারি বিপ্লব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৫. পলাশীর যুদ্ধের ফলে এদেশের মানুষের ওপর কীরূপ প্রভাব পড়ে?
Ο ক) ভাগ্যের উন্নতি
Ο খ) ভাগ্যের বিপর্যয়
Ο গ) সম্পদ বৃদ্ধি
Ο ঘ) সাম্প্রদায়িক ষড়যন্ত্রের শিকার
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৬. দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?
Ο ক) বিয়ের যৌতুক হিসেবে
Ο খ) যুদ্ধের মাধ্যমে
Ο গ) বুদ্ধির মাধ্যমে
Ο ঘ) কৌশল
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৭. উপমহাদেশের সাথে জনপথে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায় কেন?
Ο ক) কনস্ট্যান্টিনোপল অটোমানরা দখল করে নিয়েছিল
Ο খ) আরবরা এ অঞ্চলে একচেটিয়া বাণিজ্য করত
Ο গ) উভয় অংশের জলপথের সংযোগস্থল অকেজো হয়ে পড়েছিল
Ο ঘ) উভয় অংশে বাণিজ্যিক বিরোধ ছিল
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৮. আবিদ বলল যে, ১৪৫৩ সাল ছিল ইতিহাসে মাইফলক। কারণ এ বছর ইউরোপের একটি সাম্রাজ্যের পতন ঘটে। আবিদ এখানে ১৪৫৩ সালের কোন বিশেষ ঘটনারা কথা উল্লেখ করে?
Ο ক) ফরাসিদের পতন
Ο খ) জার্মানদের পতন
Ο গ) কনস্টান্টিনপোলের পতন
Ο ঘ) রোমের পতন
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৯. চিরস্থায়ী ব্যবস্থায় গ্রামীণ সমাজের উন্নতি হয়-
i. জমিদার শ্রেণির উন্নতি হওয়ায়
ii. জমিদারদের পৃষ্ঠপোষকতায়
iii. জমিদারদের জমির স্থায়ী মালিক হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭০. সিরাজউদ্দৌলা কোলকাত দখল করেন কখন?
Ο ক) ১৭৫৫ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৫৬ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৫৮ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ৩৭১. মীর জাফরের পুত্রের নাম কী?
Ο ক) সুজাউদ্দৌলা
Ο খ) মীর কাশিম
Ο গ) শাহ আলম
Ο ঘ) নাজিম উদ্দৌলা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭২. কত খ্রিস্টাব্দে বিদারার যুদ্ধ সংঘটিত হয়েছিল?
Ο ক) ১৭৫৯
Ο খ) ১৭৬০
Ο গ) ১৬৬১
Ο ঘ) ১৭৬২
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৩. বাংলায় ইংরেজ শাসনের পথ সুগম হয় কখন?
Ο ক) পলাশীর যুদ্ধের পর
Ο খ) পানি পথের যুদ্ধের পর
Ο গ) বক্সার যুদ্ধের পর
Ο ঘ) মুক্তিযুদ্ধের পর
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৪. মীর কাশিমের সাথে ইংরেজদের যুদ্ধের কারণ-
i. স্বাধীনচেতা মানুষ ছিলেন
ii. দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন
iii. তিনি অযোদ্ধার নবাবের আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৫. ইংরেজদের ফোর্টে উইলিয়াম দুর্গ ত্যাগের যথার্থ কারণ কোনটি?
Ο ক) শত্রুদের আক্রমণ
Ο খ) ঘনিষ্ঠজনের বিরোধিতা
Ο গ) যুদ্ধের ভীতি
Ο ঘ) নবাবের অতর্কিত আক্রমণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৬. কত খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন?
Ο ক) ১৭৭০
Ο খ) ১৭৭২
Ο গ) ১৭৭৪
Ο ঘ) ১৭৭৬
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৭. অন্ধকূপ হত্যা নামে মিথ্যা কাহিনী কে প্রচার করে?
Ο ক) হলওয়েল
Ο খ) রবার্ট ক্লাইভ
Ο গ) ওয়াটসন
Ο ঘ) হান্টার
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৮. ওয়ারেন হেস্টিংস কর্তৃক পাঁচসালা বন্দোবস্ত চালুর যথার্থ কারণ কোনটি?
Ο ক) চাঁদা আদায়
Ο খ) রাজস্ব আদায়
Ο গ) খাজনা আদায়
Ο ঘ) অধিকার আদায়
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৯. বাংলায় সাতশতকে কাদের ব্যবসায় বাণিজ্য একচেটিয়া?
Ο ক) বাঙালিদের
Ο খ) ইংরেজদের
Ο গ) পর্তুগিজদের
Ο ঘ) আরব বণিকদের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮০. ট্রিবাঙ্কুর কোথায় অবস্থিত?
Ο ক) ভারতের তাঞ্জোরে
Ο খ) ইন্দোনেশিয়ার বালি উপদ্বীপে
Ο গ) চীনের সাংহাই অঞ্চলে
Ο ঘ) বাংলার শ্রীরামপুরে
 সঠিক উত্তর: (ক)

 ৩৮১. আফতাব ইউরোপীয় একটি বণিক দলের কথা বলেন। যারা সর্বপ্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। আফতাবের বর্ণনার সাথে কাদের সাদৃশ্য রয়েছে?
Ο ক) ওলন্দাজদের
Ο খ) ইংরেজদের
Ο গ) পর্তুগিজদের
Ο ঘ) ডেনিশদের
 সঠিক উত্তর: (গ)

 ৩৮২. মি. ‘ক’ এর দুর্বলতার সুযোগ মি. ‘খ’ এমন চুক্তি করে যার বিনিময়ে মি. ‘খ’ সর্বেসর্বা হয়ে যায়। মি. ‘খ’ এর চুক্তির সাথে মিল রয়েছে-
i. কোম্পানির দেওয়ানি লাভ
ii. কোম্পানি কর্তৃক নিয়ামতের পদ অধিকার
iii. কোম্পানি কর্তৃক সিংহাসন লাভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জনাব বাসেত তার উল্লাছড়া চা-বাগান প্রথমে ১০ বছর পরে এক বছরের জন্য একটি বন্দোবস্ত দেয়। কিন্তু তার এই পদ্ধতি ফলপ্রসূ না হওয়ায় তিনি নির্দিষ্ট অর্থের বিনিময় ইজারাদারদের নিকট স্থায়ী বন্দোবস্ত দেন।

৩৮৩. জনাব বাসেতের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল আছে?
Ο ক) ঋণ সালিশি আইন
Ο খ) প্রজাসত্ত্ব আইন
Ο গ) জমিদারির বিলোপ সাধন
Ο ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৪. অনুচ্ছেদে উল্লিখিত ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থার ফলে-
i. সরকারের আয়ের পরিমাণ নিশ্চিত হয়
ii. ব্রিটিশ শাসন দৃঢ় হয়
iii. বিভিন্ন জনকল্যাণমূলক কাজ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post