এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. ইংরেজ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে-
i. ফরুখশিয়রের ফরমানের পর
ii. ১৭১৭ সাল থেকে
iii. ১৫০০ সাল থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩০২. ফররুখ শিয়ারের ফরমান ছিল ইস্টইন্ডিয়া কোম্পানির Mangna Charta কথাটির তাৎপর্য-
i. কোম্পানি বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি লাভ করে
ii. নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে
iii. রাজনৈতিক স্বার্থ বিস্তারের পথ উন্মেচন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৩. ফরাসিরা সর্বপ্রথম কোথায় কুঠির স্থাপন করে?
Ο ক) মুসলিমপট্রমে
Ο খ) পণ্ডিচেরী
Ο গ) সুরাট
Ο ঘ) কাশিমবাজার
 সঠিক উত্তর: (গ)

 ৩০৪. লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে গ্রহণ করা হয় কেন?
Ο ক) জমিদারি স্বত্ব লাভের জন্য
Ο খ) রাজনৈতিক কারণে
Ο গ) কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করার জন্য
Ο ঘ) দুর্ভিক্ষ পরবর্তী ব্যবসা গ্রহণের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৩০৫. তারেক বলেন, ১৬০০ সালে বাংলার একটি শক্তিশালী বণিকগোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। তারেক কোন বণিকগোষ্ঠীর কথা উল্লেখ করেছে?
Ο ক) ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο খ) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο গ) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο ঘ) দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি
 সঠিক উত্তর: (খ)

 ৩০৬. আলীবর্দী খানের শাসসকালের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ১৭৪০-১৭৫৫ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৪০-১৭৫৬ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৪০-১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৪০-১৭৫৮ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ৩০৭. পারিবারিক ষড়যন্ত্রই ছিল সিরাজউদ্দৌলার শাসনের প্রধান অন্তরায়। এর যৌক্তিকতা নিরুপণে বলা যায়-
i. খালা ঘষেটি বেগম কর্তৃক ষড়যন্ত্র
ii. খালাতো ভাই শওকত জং এর বিরোধিতা
iii. রাজা রাজবল্লভের বিরুদ্ধাচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩০৮. মীর কাশিম উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা যায় কোনটিকে?
Ο ক) ক্ষমতা লিপ্সা
Ο খ) অর্থ লিপ্সা
Ο গ) স্বাধীনচেতা
Ο ঘ) খামখেয়ালিপনা
 সঠিক উত্তর: (গ)

 ৩০৯. ‘X’ নামক যুদ্ধে জয়ের ফলে ‘Y’ গোষ্ঠীর আধিপত্য ক্রমে বেড়ে যায়। ‘X’ নিচের কোনটিকে সমর্থন করছে?
i. পলাশী যুদ্ধে
ii. বিদরের যুদ্ধে
iii. বক্সারের যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩১০. পলাশীর যুদ্ধের ফলে প্রকৃত ক্ষমতার কার হাতে ছিল?
Ο ক) মীর জাফরের হাতে
Ο খ) রবার্ট ক্লাইভের হাতে
Ο গ) সিরাজউদ্দৌলার হাতে
Ο ঘ) মোহনলালের হাতে
 সঠিক উত্তর: (খ)

 ৩১১. ইংল্যাণ্ডের রাজা কর্তৃক পর্তুগিজ রাজকন্যাকে বিবাহের কারণ কী?
Ο ক) বোম্বাই শহর লাভের জন্য বাণিজ্যিক কারণে
Ο খ) সৌন্দর্যে বিমুগ্ধ হওয়ার কারণে
Ο গ) পর্তুগিজদের সাথে সখ্য বৃদ্ধির জন্য
Ο ঘ) রাজনৈতিক কারণে
 সঠিক উত্তর: (ক)

 ৩১২. ইশতিয়াক একটি আইনের কথা বলেন, এই আইনের কঠোরতায় সকল জমিদারি ধ্বংস হয়ে যায়। ইশতিয়াক কোন আইনের প্রতি ইঙ্গিত করেছেন?
Ο ক) পারিবারিক আইন
Ο খ) সূর্যাস্ত আইন
Ο গ) মুসলিম আইন
Ο ঘ) বাণিজ্যিক আইন
 সঠিক উত্তর: (খ)

 ৩১৩. ক্যাপ্টেন হকিন্স সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করেন। এর যথাথ কারণ হলো-
Ο ক) বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি লাভ
Ο খ) ফরাসিদের বিরুদ্ধে ষড়ষন্ত্রের জন্য
Ο গ) রাজনৈতিক স্বার্থে লাভ
Ο ঘ) সম্রাটের প্রতি আনুগত্য লাভ
 সঠিক উত্তর: (ক)

 ৩১৪. দ্বৈত্তশাসন ব্যবস্থার অন্যতম পরিণতি কোনটি?
Ο ক) শান্তি প্রতিষ্ঠা
Ο খ) দুর্ভিক্ষ
Ο গ) অর্থনৈতিক সমৃদ্ধি
Ο ঘ) রাজনৈতিক ক্ষমতাবৃদ্ধি
 সঠিক উত্তর: (খ)

 ৩১৫. দ্বৈত শাসনের ফলে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হওয়ার কারণ-
i. নবাব ও সম্রাট ক্ষমতাহীন সরকারে পরিণত হয়
ii. কোম্পানি ক্ষমতাসীন কিন্তু দায়িত্বহীন সরকারে পরিণত হয়
iii. কোম্পানি অবাধ বাণিজ্যিক সুবিধা বাতিল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩১৬. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা দেশপ্রেমিক ছিলেন-
i. মীর মদন
ii. মোহন লাল
iii. সিন ফ্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৭. ইংল্যান্ডের পার্লামেন্ট নতুন ব্যবস্থা উদ্ভাবনের প্রয়োজনীতা উপলব্ধি করার কারণ-
i. রাজস্ব বৃদ্ধির জন্য
ii. রাজস্ব সমস্যা সমাধানের জন্য
iii. কৃষকদের অবস্থান উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩১৮. জনাব ‘ক’ দস্যুবৃত্তির ও অত্যাচারে দায়ে ‘গ’ উপজাতিকে তার গ্রাম থেকে বের করে দেন। ‘গ’ উপজাতি কোনটিকে সমর্থন করছে?
i. পতুর্গিজ বণিকদের
ii. দিনেমার বণিকদের
iii. ওলন্দাজ বণিকদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩১৯. আকরাম স্যার ক্লাসে ১৯৪৭ সাল পর্যন্ত উপমহাদেশে টিকে থাকা একটি শক্তির কথা বলেন। আকরাম স্যারের বর্ণনার সাথে মিল রয়েছে-
i. পর্তুগিজ শক্তির
ii. ব্রিটিশ শক্তির
iii. ইংরেজ শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩২০. বক্সারের যুদ্ধ হয় কত খ্রি.-
Ο ক) ১৭৬৪ খ্রি.
Ο খ) ১৭৫৭ খ্রি.
Ο গ) ১৭৬০ খ্রি.
Ο ঘ) ১৭৬১ খ্রি.
 সঠিক উত্তর: (ক)

 ৩২১. মীর কাশিমের স্বাধীন চেতা মনোভাবই বক্সার যুদ্ধের মূল কারণ এটি কী প্রমাণ করে?
Ο ক) মীর কাশিম দূরদর্শী শাসক ছিলেন
Ο খ) মীর কাশিম দুর্বল শাসক ছিলেন
Ο গ) ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন
Ο ঘ) ইংরেজদের কাছ থেকে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২২. কে দ্বৈতশাসন ব্যবস্থার প্রবর্তন করেন?
Ο ক) লর্ড ক্লাইভ
Ο খ) ওয়ারেন হেন্টিংস
Ο গ) লর্ড কর্নওয়ালিশ
Ο ঘ) লর্ড রিপন
 সঠিক উত্তর: (ক)

 ৩২৩. রফিক পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কথ বলেন। রফিকের বর্ণনায় কোন নবাবের কথা বুঝানো হয়েছে?
Ο ক) সুজাউদ্দৌল্লা
Ο খ) সিরাজউদ্দৌলা
Ο গ) নাজিমউদ্দৌল্লা
Ο ঘ) শফিউদ্দৌল্লা
 সঠিক উত্তর: (খ)

 ৩২৪. টমাস রো, ক্যপ্টেন হকিন্স সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করেছিল। এর প্রকৃত কারণ ছিল-
i. সুরাটে বাণিজ্যকুঠি নির্মাণের অনুমতি লাভ
ii. বাণিজ্যিক সুবিধা আদায়
iii. রাজনৈতিক সম্পর্ক স্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩২৫. কত বঙ্গাব্দে বাংলায় ছিয়াত্তরের মনন্তর হয়?
Ο ক) ১১৭৪
Ο খ) ১১৭৫
Ο গ) ১১৭৬
Ο ঘ) ১১৭৭
 সঠিক উত্তর: (গ)

 ৩২৬. চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার আর্থসামাজিক কাঠামোতে কেমন প্রভাব ফেলে?
Ο ক) ইতিবাচক
Ο খ) নৈতিবাচক
Ο গ) সুদূরপ্রসারী
Ο ঘ) অকল্পনীয়
 সঠিক উত্তর: (গ)

 ৩২৭. কোন বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করা হয়?
Ο ক) পাঁচসালা
Ο খ) ছয়সালা
Ο গ) আটসালা
Ο ঘ) দশসালা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৮. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে ক্ষমতারোহণ করেন?
Ο ক) ২০
Ο খ) ২১
Ο গ) ২২
Ο ঘ) ২৩
 সঠিক উত্তর: (গ)

 ৩২৯. চিরস্থায়ী ভূমি ব্যবস্থার অন্যতম প্রভাব হচ্ছে-
i. ব্রিটিশ শাসন সুদূঢ়করণ
ii. একনিষ্ঠ জমিদারশ্রেণি
iii. উদারনৈতিক শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩০. পলাশী যুদ্ধের প্রধান কারণ কী?
Ο ক) নবাবের অদূরদর্শিতা
Ο খ) নবাবের অযোগ্যতা
Ο গ) নবাবের হঠকারিতা
Ο ঘ) পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩১. মীর জাফরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়?
i. অযোগ্যতার
ii. অতিরিক্ত অর্থপ্রদানের অক্ষমতার
iii. ওলন্দাজদের সাথে আতাতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩২. বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কেন?
Ο ক) ইংরেজদের ঔদ্ধত আচরণের কারণে
Ο খ) মীর কাশিমের ষড়যন্ত্র হওয়ার কারণে
Ο গ) মীর কাশিমের স্বাধীনভাবে থাকার ইচ্ছার কারণে
Ο ঘ) ইংরেজদের সাথে শর্ত ভঙ্গের কারণে
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৩. চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম প্রকৃতি হলো-
i. জমিদার জমির মালিক হবেন
ii. নজরানা ফি বাতিল করা হয়
iii. বিক্রয় ফি বাতিল করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৪. উপমহাদেশে জমি ছিল কিসের প্রতীক?
Ο ক) সম্মানের
Ο খ) মর্যাদার
Ο গ) বংশের
Ο ঘ) আভিজাত্যের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৫. ওলন্দাজ শক্তির পতন ইংরেজ শক্তির ভারতে উত্থানের পথ সুগম করে। এটি প্রমাণ করে-
i. ওলন্দাজ শক্তিশালী বণিক ছিল
ii. ইংরেজ উত্থানের অন্যতম বাধা ছিল
iii. ইংরেজরা ওলন্দাজদের উত্থানে ভীত ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৬. নবাব সিরাজউদ্দৌলার আসল নাম কী ছিল?
Ο ক) মির্জা আজম
Ο খ) মির্জা মোহাম্মদ
Ο গ) মির্জা বারী
Ο ঘ) মির্জা মোর্শেদ
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৭. ইংল্যান্ডের রাজা ২য় চার্লস কাকে বিবাহ করেন?
Ο ক) ক্যাথরিন
Ο খ) ডায়ানা
Ο গ) ২য় এলিজাবেথ
Ο ঘ) বিথ
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৮. মীর জাফরের ক্ষমতাচ্যুত হওয়ার যৌক্তিক কারণ-
i. অযোগ্যতা
ii. অতিরিক্ত অর্থ প্রদানে অক্ষমতা
iii. ওলন্দাজদের সাথে আঁতাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৯. শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্দ্বীপ থেকে বিতাড়িত করেন, কারণ-
i. তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল
ii. এদেশীয়দের জোরপূর্বক খ্রিষ্টধর্মে পরিণত করছিল
iii. পারস্পরিক রেষারেষির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৪০. এ উপমহাদেশে ভাস্কো-দা-গামার আগমন ‘A’ ও ‘B’ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে। ‘A’ ও ‘B’ এর সাদৃশ্য রয়েছে-
i. রাজনৈতিক
ii. ব্যবসা-বাণিজ্য
iii. যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৪১. ফররুখ শিয়ারের ফরমানকে ইস্টইন্ডিয়া কোম্পানি ম্যাগনাকার্ট বলা হয় কেন?
i. কোম্পানি নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে
ii. বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়
iii. এই ফরমান বলে কোম্পানি অপ্রতিরাধ ক্ষমতা লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪২. মি. ‘গ’ বাণিজ্যিক স্বার্থে ‘ঘ’ দেশীয় রাজকন্যাকে বিবাহ করেন। এ ধরনের বিবাহের ঘটনার সাথে পাঠ্যবইয়ের কোন দুটি চরিত্রের মিল রয়েছে?
Ο ক) দ্বিতীয় চার্লস ও ক্যাথরিরেন বিবাহ
Ο খ) জেকস ও ভিক্টোরিয়ার বিবাহ
Ο গ) জব চার্নক ও ক্যাথরিরেন বিবাহ
Ο ঘ) ক্যাপ্টেন হকিন্স ও এলিজাবেথের বিবাহ
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৩. সর্বশেষ কোন কোম্পানির আগমন ঘটে?
Ο ক) ডাচ
Ο খ) দিনেমার
Ο গ) ফরাসি
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৪. কোন নদীর তীরে পলাশী যুদ্ধ হয়?
Ο ক) ভাগীরথী
Ο খ) দামোদর
Ο গ) গঙ্গা
Ο ঘ) অজয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৫. পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ কী?
i. মীর জাফরের অসহযোগিতা
ii. নবাবের অদূরদর্শিতা
iii. শত্রুপক্ষের একাত্মতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৬. পলাশী যুদ্ধের মাঝে ছিল-
i. পারিবারিক ষড়যন্ত্র
ii. রাজন্যবর্গের ষড়যন্ত্র
iii. অভিজাতদের ষড়যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৭. আতিক বলেন, একদল বণিক ভারতের গোয়া, দিউ প্রভৃতি বন্দরে প্রথম কুঠি স্থাপন করেন। আরিফ কাদের কথা উল্লেখ করেছে?
Ο ক) ওলন্দাজদের
Ο খ) ইংরেজদের
Ο গ) পর্তুগিজদের
Ο ঘ) ডেনিশদের
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৮. ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয়?
Ο ক) ১৭০০ সালে
Ο খ) ১৭০৫ সালে
Ο গ) ১৭১৫ সালে
Ο ঘ) ১৭৩০ সালে
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৯. কোলকাতা কাউন্সিল কখন নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
Ο ক) ১৭৬১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৬২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৬৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ৩৫০. ‘গ’ তার বড় বোনের নিকট থেকে জানতে পারল যে তাদের দেশে বেশ কিছু বণিক উপনিবেশ স্থাপন করার চেষ্টা করেছে। এসকল বণিকদের সাথে মিল রয়েছে-
i. ইংরেজ
ii. ফরাসি
iii. স্প্যানিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post