ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. কোম্পানির দেওয়ানি লাভের অভাবিত ক্ষমতা লাভ করে। এর যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. কোম্পানি দায়িত্বহীন শাসকে পরিণত হয়
ii. নবাব পরিণত হয় ক্ষমতহীন শাসকে
iii. প্রশাসনের সর্বত্র ইংরেজ ও তাদের এদেশীয় এজেন্টদের নিয়োজিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫২. ভারতীয় উপমহাদেশে আগমনকারী সর্বশেষ ইউরোপীয় বণিক কোম্পানি কোনটি?
Ο ক) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο খ) ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο গ) ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο ঘ) ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি
সঠিক উত্তর: (খ)
২৫৩. ওলন্দাজরা কোন দেশের অধিবাসী ছিলেন?
Ο ক) ইংল্যান্ড
Ο খ) হল্যান্ড
Ο গ) স্কটল্যান্ড
Ο ঘ) আয়ারল্যান্ড
সঠিক উত্তর: (খ)
২৫৪. মীরজাফর ইংরেজদের বিরাগভাজন হয়েছিলেন-
i. ওলন্দাজদের সাথে যোগাযোগ করায়
ii. কোম্পানিকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করায়
iii. সেনাবাহিনী সংস্কার থেকে বিরত থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
Ο ক) ইংল্যান্ডের একটি বণিকদল
Ο খ) চীনের একটি বণিকদল
Ο গ) রাশিয়ার একটি বণিকদল
Ο ঘ) আরবের একটি বণিকদল
সঠিক উত্তর: (ক)
২৫৬. ওলন্দাজরা এ উপমহাদেশে কখন আসেন?
Ο ক) ১৬০১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬০২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬০৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬০৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ)
২৫৭. ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?
Ο ক) রাজা দ্বিতীয় চার্লসের
Ο খ) সুবেদার শাহসূজার
Ο গ) শায়েস্তা খানের
Ο ঘ) আহমেদ শাহের
সঠিক উত্তর: (খ)
২৫৮. জনাব ‘ঙ’ স্বাধীনভাবে দেশ শাসনে বিশ্বাসী। ‘ঙ’ এর সাথে মিল রয়েছে-
Ο ক) মীরজাফর
Ο খ) মীর মোশারফ
Ο গ) মীরমদন
Ο ঘ) মীর কাশিম
সঠিক উত্তর: (ঘ)
২৫৯. সৌমিক সাহেব তার এলাকার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে একটি অভিনব ব্যবস্থা চালু করেন। সৌমিক সাহেবের সাথে সাদৃশ্য রয়েছে। নিচের কোন চরিত্রটির?
Ο ক) লর্ড হেস্টিংস
Ο খ) লর্ড কর্নওয়ালিশ
Ο গ) লর্ড ক্লাইভ
Ο ঘ) লর্ড রিপন
সঠিক উত্তর: (খ)
২৬০. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
Ο ক) মুসলিমপট্টমে
Ο খ) সুরাটে
Ο গ) চন্দননগরে
Ο ঘ) বিহারে
সঠিক উত্তর: (খ)
২৬১. মি. ‘ক’ জমির মালিকানা নির্দিষ্ট করার জন্য এক ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. লর্ড ক্লাইভ
ii. লর্ড হেস্টিংস
iii. লর্ড কর্নওয়ালিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৬২. ওলন্দাজরা এ উপমহাদেশে আসার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) যুদ্ধ করা
Ο খ) লুটতরাজ করা
Ο গ) বাণিজ্য করা
Ο ঘ) ডাকাতি করা
সঠিক উত্তর: (গ)
২৬৩. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয় বাণিজ্য কুঠি ছিল কোথায়?
Ο ক) বালাসোতে
Ο খ) মসলিমপট্টমে
Ο গ) আগ্রায়
Ο ঘ) আহমেদাবাদে
সঠিক উত্তর: (খ)
২৬৪. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে-
i. জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়
ii. প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়
iii. প্রজাদের পুরনো স্বত্ব বিলুপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৫. ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক কী হন?
Ο ক) খালা
Ο খ) ফুফু
Ο গ) মামি
Ο ঘ) চাচি
সঠিক উত্তর: (ক)
২৬৬. বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার যোক্তিক কারণ কোনটি?
Ο ক) সিরাজউদ্দৌলার পরাজয়
Ο খ) মীর জাফরের পরাজয়
Ο গ) রবার্ট ক্লাইভের পরাজয়
Ο ঘ) মীর কাশেমের পরাজয়
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. পলাশীর যু্দ্ধে নবাবের পতনের জন্য নবাব অনেকাংশে দায়ী। কথাটির যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. নবাবে অদূরদর্শিতা
ii. সেনাপতির প্রতি অগাধ বিশ্বাস
iii. পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্রকে উপেক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. ‘B’ এর শাসনামলে বাংলার সুবেদার ও নায়েব পদের দায়িত্ব একজনের ওপর বর্তায়। ‘B’ চরিত্রটি নিচের কোন চরিত্রকে সমর্থন করছে?
Ο ক) মুর্শিদকুলি খান
Ο খ) সরফরাজ খান
Ο গ) আলীবর্দী খান
Ο ঘ) শরফরাজ খান
সঠিক উত্তর: (ক)
২৬৯. লর্ড হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান, কারণ-
i. প্রশাসনিক জটিলতা চরম পৌঁছেছিল
ii. সারা দেশে বিশৃঙ্খলা শুরু হয়েছিল
iii. লর্ড ক্লাইভের সাথে হেস্টিংসের দ্বন্ধ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭০. ‘ক’ এর পরাজয়ের মধ্যদিয়ে ‘খ’ গোষ্ঠী বিজয়পুরে আধিপত্য বিস্তারের ক্ষমতা লাভ করে। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) মীরমদন
Ο খ) সিরাজউদ্দৌলাহ
Ο গ) মীরকাশিম
Ο ঘ) মীরজাফর
সঠিক উত্তর: (গ)
২৭১. ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হওয়ার কারণ কী?
Ο ক) বাণিজ্যিক স্বার্থে
Ο খ) রাজনৈতিক কারণে
Ο গ) ধর্মীয় কারণে
Ο ঘ) পূর্বশত্রুতার কারণে
সঠিক উত্তর: (ক)
২৭২. দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটায় কে?
Ο ক) লর্ড ক্লাইভ
Ο খ) ওয়ারেন হেস্টিংস
Ο গ) লর্ড কর্নওয়ালিশ
Ο ঘ) শের শাহ
সঠিক উত্তর: (খ)
২৭৩. দ্বৈতশাসন ব্যর্থতায় পর্যবসিত হয়। যথেষ্ট প্রমাণ মেলে-
Ο ক) ইংল্যান্ডে অর্থসম্পদ পাচার হয়
Ο খ) অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে
Ο গ) দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়
Ο ঘ) প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পিছনে কারণ হলো-
i. নানামুখী ষড়যন্ত্র
ii. নবাবের অদূরদর্শিতা
iii. মীর মদনের মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. লর্ড কর্নওয়ালিসের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) দশসালা ব্যবস্থা প্রবর্তন
Ο খ) একসালা ব্যবস্থা প্রবর্তন
Ο গ) চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন
Ο ঘ) পাঁচসালা ব্যবস্থা প্রবর্তন
সঠিক উত্তর: (গ)
২৭৬. দ্বৈত্তশাসন ব্যবস্থার অবসান হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৭৭১
Ο খ) ১৭৭২
Ο গ) ১৭৭৩
Ο ঘ) ১৭৭৪
সঠিক উত্তর: (খ)
২৭৭. জনাব ‘ক’ তার কোম্পানি স্বার্থে অযোগ্যতার অভিযোগে জনাব ‘গ’ কে চাকরিচ্যুত করেন। জনাব ‘ক’ ও ‘গ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. মীরজাফর
ii. মীর কাশিম
iii. লর্ড ক্লাইভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. পঞ্চদশ শতকের শেষের দিকে সমুদ্রপথে আবিস্কার অতি জরুরি ছিল। এর যৌক্তিক কারণ হলো-
i. ভূমধ্যসাগরে আরবদের একচেটিয়া বাণিজ্য
ii. তুর্কিগণ কর্তৃক কনস্ট্যান্টিনোপল দখল
iii. ইউরোপীয়দের নতুন কিছু আবিস্কারের প্রয়োজনীতা অনুভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৯. সিরাজউদ্দৌলার কোন সেনাপতি বিশ্বাসঘাতকতা করে?
Ο ক) মোহনলাল
Ο খ) সিনফ্রে
Ο গ) মীর জাফর
Ο ঘ) মীর মদন
সঠিক উত্তর: (গ)
২৮০. ‘ক’ নামক ব্যক্তির সহায়তায় ‘খ’ নামক কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়। এখানে ‘ক’ নির্দেশ করছে-
i. লর্ড ক্লাইভ
ii. লর্ড হেস্টিংস
iii. লর্ড কর্নওয়ালিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
২৮১. আলীবর্দী খানের কয়জন মেয়ে ছিল?
Ο ক) দুই জন
Ο খ) তিন জন
Ο গ) চার জন
Ο ঘ) পাঁচ জন
সঠিক উত্তর: (খ)
২৮২. আসলাম মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তরকারী একজন নবাবের কথা বলেন। আসলাম কোন নবাবের কথা বলেছেন।
Ο ক) সিরাজউদ্দৌলার
Ο খ) সুজাউদ্দৌল্লা
Ο গ) মীরজাফর
Ο ঘ) মীর কাশিম
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. আব্দুল মিয়া একজন বড় জমিদার ছিলেন। কিন্তু ইংরেজদের গৃহীত একটি ব্যবস্থার ফলে যে নিঃস্ব হয়। আব্দুল মিয়া যে ব্যস্থার ফলে নিঃস্ব হয়ে যায়-
i. চিরস্থায়ী ভূমি ব্যবস্থা
ii. লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ব্যবস্থা
iii. পাঁচসালা ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৪. নবাব কলকাতা দখল করে কাকে এর দায়িত্বভার প্রদান করেন?
Ο ক) মানিকচাঁদকে
Ο খ) উমিচাঁদকে
Ο গ) মোহনলালকে
Ο ঘ) জগৎশেঠকে
সঠিক উত্তর: (ক)
২৮৫. ফোর্ট উইলিয়াম দুর্গ অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ-
i. বাণিজ্যিক স্বার্থ রক্ষার সহায়তা করেছিল
ii. রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল
iii. কলকাতা শহরের মর্যাদা বৃদ্ধি করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৬. দিনেমাররা কখন ইংরেজদের নিকট বাণিজ্য কুটি বিক্রি করে?
Ο ক) ১৫৭৯ সাল
Ο খ) ১৬০২ সাল
Ο গ) ১৭৫৯ সাল
Ο ঘ) ১৮৪৫ সাল
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) ১৭৫৭ সালে
Ο খ) ১৭৫৮ সালে
Ο গ) ১৭৫৯ সালে
Ο ঘ) ১৭৬০ সালে
সঠিক উত্তর: (ক)
২৮৮. ইংরেজ ও ফরাসি সংঘর্ষে ফরাসিদের পরাজয়ের কারণ-
i. ইংরেজদের ষড়যন্ত্র
ii. ইংরেজদের কূটকৌশল
iii. ইংরেজদের উন্নতি রণকৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৯. ‘ড’ অল্প বয়সে তার নানার উত্তরাধিকারী মনোনীত হওয়ায় তার বিরুদ্ধে পারিবারিক ষড়যন্ত্র শুরু হলো। এই ষড়যন্ত্র শুরু হলো। এই ষড়যন্ত্রকারীদের সাথে মিল রয়েছে-
i. ঘষেটি বেগম
ii. শওকত জং
iii. লর্ড ক্লাইভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৯০. দ্বৈত শাসনই ছিল ছিয়াত্তরের মন্বতরের প্রধান কারণ। কথাটির যথার্থতার নিরুপণে বলা যায়-
Ο ক) নবাবের হাতে পর্যাপ্ত ক্ষমতা অভাব যা দুর্ভিক্ষ ঘটায়
Ο খ) প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয় যা দুর্ভিক্ষ ঘটায়
Ο গ) চরম শোষণ ও নির্যাতন বৃদ্ধি পায় যা দুর্ভিক্ষ ঘটায়
Ο ঘ) সারা দেশে বিশৃঙ্খলার কারণে দুভিক্ষ হয়
সঠিক উত্তর: (গ)
২৯১. পলাশী যুদ্ধ সংঘটিত হয় কখন?
Ο ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৫৮ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৫৯ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২৯২. তারিন কোনো বিশ্বাসঘাতককে একটি নামেই চিহ্নিত করেন। তারিনের বর্ণনায় কোন নামের মিল রয়েছে-
Ο ক) মীরবক্সী
Ο খ) মীরআলী
Ο গ) মীরজাফর
Ο ঘ) মীরমাহমুদ
সঠিক উত্তর: (গ)
২৯৩. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?
Ο ক) ১৬৬৪ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬৬৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬৬৬ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬৬৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২৯৪. শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্ধীপ থেকে বিতাড়িত করে। এর যথার্থ কারণ হলো-
i. পর্তুগিজরা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল
ii. দস্যুবৃত্তিতে লিপ্ত ছিল
iii. ব্যক্তিগত শত্রুতা ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৯৫. ১৭৬৫ সালে ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকে পরিণত হয়। কীভাবে?
Ο ক) অবাধ বাণিজ্যিক সুবিধা লাভের মাধ্যমে
Ο খ) দেওয়ানি লাভের মাধ্যমে
Ο গ) বক্সারের যুদ্ধে জয়ের মাধ্যমে
Ο ঘ) মীরজাফরকে হাতের পুতুলে পরিণত করে
সঠিক উত্তর: (খ)
২৯৬. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে-
Ο ক) কর্ণফুলী
Ο খ) করতোয়া
Ο গ) সুরমা
Ο ঘ) ভাগীরথী
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. কোম্পানির ডাইরেক্টর সভার অনুমোদন কোনটি চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়?
Ο ক) একসালা বন্দোবস্ত
Ο খ) দুইসালা বন্দোবস্ত
Ο গ) পাঁচসালা বন্দোবস্ত
Ο ঘ) দশসালা বন্দোবস্ত
সঠিক উত্তর: (ঘ)
২৯৮. পতুগির্জদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?
Ο ক) আলীবর্দী খান
Ο খ) শায়েস্তা খান
Ο গ) মুর্শিদকুলি খান
Ο ঘ) সরফরাজ খান
সঠিক উত্তর: (খ)
২৯৯. মীরমদন কোন যুদ্ধে নিহত হন?
Ο ক) পলাশীর যুদ্ধে
Ο খ) পানিপথের যুদ্ধে
Ο গ) প্রথম বিশ্বযু্দ্ধে
Ο ঘ) স্বাধীনতা যুদ্ধে
সঠিক উত্তর: (ক)
৩০০. ‘Y’ কোম্পানি চন্দনগরে একটি সুরক্ষিত দুর্গ গড়ে তোলে। ‘Y’ কোম্পানি প্রতিনিধিত্ব করছে-
Ο ক) ডাচ কোম্পানির
Ο খ) ফরাসি কোম্পানি
Ο গ) ইংরেজ কোম্পানি
Ο ঘ) দিনেমার কোম্পানি
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. কোম্পানির দেওয়ানি লাভের অভাবিত ক্ষমতা লাভ করে। এর যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. কোম্পানি দায়িত্বহীন শাসকে পরিণত হয়
ii. নবাব পরিণত হয় ক্ষমতহীন শাসকে
iii. প্রশাসনের সর্বত্র ইংরেজ ও তাদের এদেশীয় এজেন্টদের নিয়োজিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫২. ভারতীয় উপমহাদেশে আগমনকারী সর্বশেষ ইউরোপীয় বণিক কোম্পানি কোনটি?
Ο ক) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο খ) ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο গ) ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο ঘ) ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি
সঠিক উত্তর: (খ)
২৫৩. ওলন্দাজরা কোন দেশের অধিবাসী ছিলেন?
Ο ক) ইংল্যান্ড
Ο খ) হল্যান্ড
Ο গ) স্কটল্যান্ড
Ο ঘ) আয়ারল্যান্ড
সঠিক উত্তর: (খ)
২৫৪. মীরজাফর ইংরেজদের বিরাগভাজন হয়েছিলেন-
i. ওলন্দাজদের সাথে যোগাযোগ করায়
ii. কোম্পানিকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করায়
iii. সেনাবাহিনী সংস্কার থেকে বিরত থাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
Ο ক) ইংল্যান্ডের একটি বণিকদল
Ο খ) চীনের একটি বণিকদল
Ο গ) রাশিয়ার একটি বণিকদল
Ο ঘ) আরবের একটি বণিকদল
সঠিক উত্তর: (ক)
২৫৬. ওলন্দাজরা এ উপমহাদেশে কখন আসেন?
Ο ক) ১৬০১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬০২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬০৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬০৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ)
২৫৭. ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?
Ο ক) রাজা দ্বিতীয় চার্লসের
Ο খ) সুবেদার শাহসূজার
Ο গ) শায়েস্তা খানের
Ο ঘ) আহমেদ শাহের
সঠিক উত্তর: (খ)
২৫৮. জনাব ‘ঙ’ স্বাধীনভাবে দেশ শাসনে বিশ্বাসী। ‘ঙ’ এর সাথে মিল রয়েছে-
Ο ক) মীরজাফর
Ο খ) মীর মোশারফ
Ο গ) মীরমদন
Ο ঘ) মীর কাশিম
সঠিক উত্তর: (ঘ)
২৫৯. সৌমিক সাহেব তার এলাকার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে একটি অভিনব ব্যবস্থা চালু করেন। সৌমিক সাহেবের সাথে সাদৃশ্য রয়েছে। নিচের কোন চরিত্রটির?
Ο ক) লর্ড হেস্টিংস
Ο খ) লর্ড কর্নওয়ালিশ
Ο গ) লর্ড ক্লাইভ
Ο ঘ) লর্ড রিপন
সঠিক উত্তর: (খ)
২৬০. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
Ο ক) মুসলিমপট্টমে
Ο খ) সুরাটে
Ο গ) চন্দননগরে
Ο ঘ) বিহারে
সঠিক উত্তর: (খ)
২৬১. মি. ‘ক’ জমির মালিকানা নির্দিষ্ট করার জন্য এক ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. লর্ড ক্লাইভ
ii. লর্ড হেস্টিংস
iii. লর্ড কর্নওয়ালিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৬২. ওলন্দাজরা এ উপমহাদেশে আসার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) যুদ্ধ করা
Ο খ) লুটতরাজ করা
Ο গ) বাণিজ্য করা
Ο ঘ) ডাকাতি করা
সঠিক উত্তর: (গ)
২৬৩. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয় বাণিজ্য কুঠি ছিল কোথায়?
Ο ক) বালাসোতে
Ο খ) মসলিমপট্টমে
Ο গ) আগ্রায়
Ο ঘ) আহমেদাবাদে
সঠিক উত্তর: (খ)
২৬৪. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে-
i. জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়
ii. প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়
iii. প্রজাদের পুরনো স্বত্ব বিলুপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৫. ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক কী হন?
Ο ক) খালা
Ο খ) ফুফু
Ο গ) মামি
Ο ঘ) চাচি
সঠিক উত্তর: (ক)
২৬৬. বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার যোক্তিক কারণ কোনটি?
Ο ক) সিরাজউদ্দৌলার পরাজয়
Ο খ) মীর জাফরের পরাজয়
Ο গ) রবার্ট ক্লাইভের পরাজয়
Ο ঘ) মীর কাশেমের পরাজয়
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. পলাশীর যু্দ্ধে নবাবের পতনের জন্য নবাব অনেকাংশে দায়ী। কথাটির যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. নবাবে অদূরদর্শিতা
ii. সেনাপতির প্রতি অগাধ বিশ্বাস
iii. পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্রকে উপেক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. ‘B’ এর শাসনামলে বাংলার সুবেদার ও নায়েব পদের দায়িত্ব একজনের ওপর বর্তায়। ‘B’ চরিত্রটি নিচের কোন চরিত্রকে সমর্থন করছে?
Ο ক) মুর্শিদকুলি খান
Ο খ) সরফরাজ খান
Ο গ) আলীবর্দী খান
Ο ঘ) শরফরাজ খান
সঠিক উত্তর: (ক)
২৬৯. লর্ড হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান, কারণ-
i. প্রশাসনিক জটিলতা চরম পৌঁছেছিল
ii. সারা দেশে বিশৃঙ্খলা শুরু হয়েছিল
iii. লর্ড ক্লাইভের সাথে হেস্টিংসের দ্বন্ধ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭০. ‘ক’ এর পরাজয়ের মধ্যদিয়ে ‘খ’ গোষ্ঠী বিজয়পুরে আধিপত্য বিস্তারের ক্ষমতা লাভ করে। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) মীরমদন
Ο খ) সিরাজউদ্দৌলাহ
Ο গ) মীরকাশিম
Ο ঘ) মীরজাফর
সঠিক উত্তর: (গ)
২৭১. ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হওয়ার কারণ কী?
Ο ক) বাণিজ্যিক স্বার্থে
Ο খ) রাজনৈতিক কারণে
Ο গ) ধর্মীয় কারণে
Ο ঘ) পূর্বশত্রুতার কারণে
সঠিক উত্তর: (ক)
২৭২. দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটায় কে?
Ο ক) লর্ড ক্লাইভ
Ο খ) ওয়ারেন হেস্টিংস
Ο গ) লর্ড কর্নওয়ালিশ
Ο ঘ) শের শাহ
সঠিক উত্তর: (খ)
২৭৩. দ্বৈতশাসন ব্যর্থতায় পর্যবসিত হয়। যথেষ্ট প্রমাণ মেলে-
Ο ক) ইংল্যান্ডে অর্থসম্পদ পাচার হয়
Ο খ) অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে
Ο গ) দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়
Ο ঘ) প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পিছনে কারণ হলো-
i. নানামুখী ষড়যন্ত্র
ii. নবাবের অদূরদর্শিতা
iii. মীর মদনের মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. লর্ড কর্নওয়ালিসের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) দশসালা ব্যবস্থা প্রবর্তন
Ο খ) একসালা ব্যবস্থা প্রবর্তন
Ο গ) চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন
Ο ঘ) পাঁচসালা ব্যবস্থা প্রবর্তন
সঠিক উত্তর: (গ)
২৭৬. দ্বৈত্তশাসন ব্যবস্থার অবসান হয় কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৭৭১
Ο খ) ১৭৭২
Ο গ) ১৭৭৩
Ο ঘ) ১৭৭৪
সঠিক উত্তর: (খ)
২৭৭. জনাব ‘ক’ তার কোম্পানি স্বার্থে অযোগ্যতার অভিযোগে জনাব ‘গ’ কে চাকরিচ্যুত করেন। জনাব ‘ক’ ও ‘গ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. মীরজাফর
ii. মীর কাশিম
iii. লর্ড ক্লাইভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. পঞ্চদশ শতকের শেষের দিকে সমুদ্রপথে আবিস্কার অতি জরুরি ছিল। এর যৌক্তিক কারণ হলো-
i. ভূমধ্যসাগরে আরবদের একচেটিয়া বাণিজ্য
ii. তুর্কিগণ কর্তৃক কনস্ট্যান্টিনোপল দখল
iii. ইউরোপীয়দের নতুন কিছু আবিস্কারের প্রয়োজনীতা অনুভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৯. সিরাজউদ্দৌলার কোন সেনাপতি বিশ্বাসঘাতকতা করে?
Ο ক) মোহনলাল
Ο খ) সিনফ্রে
Ο গ) মীর জাফর
Ο ঘ) মীর মদন
সঠিক উত্তর: (গ)
২৮০. ‘ক’ নামক ব্যক্তির সহায়তায় ‘খ’ নামক কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়। এখানে ‘ক’ নির্দেশ করছে-
i. লর্ড ক্লাইভ
ii. লর্ড হেস্টিংস
iii. লর্ড কর্নওয়ালিশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
২৮১. আলীবর্দী খানের কয়জন মেয়ে ছিল?
Ο ক) দুই জন
Ο খ) তিন জন
Ο গ) চার জন
Ο ঘ) পাঁচ জন
সঠিক উত্তর: (খ)
২৮২. আসলাম মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তরকারী একজন নবাবের কথা বলেন। আসলাম কোন নবাবের কথা বলেছেন।
Ο ক) সিরাজউদ্দৌলার
Ο খ) সুজাউদ্দৌল্লা
Ο গ) মীরজাফর
Ο ঘ) মীর কাশিম
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. আব্দুল মিয়া একজন বড় জমিদার ছিলেন। কিন্তু ইংরেজদের গৃহীত একটি ব্যবস্থার ফলে যে নিঃস্ব হয়। আব্দুল মিয়া যে ব্যস্থার ফলে নিঃস্ব হয়ে যায়-
i. চিরস্থায়ী ভূমি ব্যবস্থা
ii. লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ব্যবস্থা
iii. পাঁচসালা ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৪. নবাব কলকাতা দখল করে কাকে এর দায়িত্বভার প্রদান করেন?
Ο ক) মানিকচাঁদকে
Ο খ) উমিচাঁদকে
Ο গ) মোহনলালকে
Ο ঘ) জগৎশেঠকে
সঠিক উত্তর: (ক)
২৮৫. ফোর্ট উইলিয়াম দুর্গ অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ-
i. বাণিজ্যিক স্বার্থ রক্ষার সহায়তা করেছিল
ii. রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল
iii. কলকাতা শহরের মর্যাদা বৃদ্ধি করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৬. দিনেমাররা কখন ইংরেজদের নিকট বাণিজ্য কুটি বিক্রি করে?
Ο ক) ১৫৭৯ সাল
Ο খ) ১৬০২ সাল
Ο গ) ১৭৫৯ সাল
Ο ঘ) ১৮৪৫ সাল
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) ১৭৫৭ সালে
Ο খ) ১৭৫৮ সালে
Ο গ) ১৭৫৯ সালে
Ο ঘ) ১৭৬০ সালে
সঠিক উত্তর: (ক)
২৮৮. ইংরেজ ও ফরাসি সংঘর্ষে ফরাসিদের পরাজয়ের কারণ-
i. ইংরেজদের ষড়যন্ত্র
ii. ইংরেজদের কূটকৌশল
iii. ইংরেজদের উন্নতি রণকৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৯. ‘ড’ অল্প বয়সে তার নানার উত্তরাধিকারী মনোনীত হওয়ায় তার বিরুদ্ধে পারিবারিক ষড়যন্ত্র শুরু হলো। এই ষড়যন্ত্র শুরু হলো। এই ষড়যন্ত্রকারীদের সাথে মিল রয়েছে-
i. ঘষেটি বেগম
ii. শওকত জং
iii. লর্ড ক্লাইভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৯০. দ্বৈত শাসনই ছিল ছিয়াত্তরের মন্বতরের প্রধান কারণ। কথাটির যথার্থতার নিরুপণে বলা যায়-
Ο ক) নবাবের হাতে পর্যাপ্ত ক্ষমতা অভাব যা দুর্ভিক্ষ ঘটায়
Ο খ) প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয় যা দুর্ভিক্ষ ঘটায়
Ο গ) চরম শোষণ ও নির্যাতন বৃদ্ধি পায় যা দুর্ভিক্ষ ঘটায়
Ο ঘ) সারা দেশে বিশৃঙ্খলার কারণে দুভিক্ষ হয়
সঠিক উত্তর: (গ)
২৯১. পলাশী যুদ্ধ সংঘটিত হয় কখন?
Ο ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
Ο খ) ১৭৫৮ খ্রিস্টাব্দে
Ο গ) ১৭৫৯ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২৯২. তারিন কোনো বিশ্বাসঘাতককে একটি নামেই চিহ্নিত করেন। তারিনের বর্ণনায় কোন নামের মিল রয়েছে-
Ο ক) মীরবক্সী
Ο খ) মীরআলী
Ο গ) মীরজাফর
Ο ঘ) মীরমাহমুদ
সঠিক উত্তর: (গ)
২৯৩. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?
Ο ক) ১৬৬৪ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬৬৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৬৬৬ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬৬৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২৯৪. শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্ধীপ থেকে বিতাড়িত করে। এর যথার্থ কারণ হলো-
i. পর্তুগিজরা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল
ii. দস্যুবৃত্তিতে লিপ্ত ছিল
iii. ব্যক্তিগত শত্রুতা ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
২৯৫. ১৭৬৫ সালে ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকে পরিণত হয়। কীভাবে?
Ο ক) অবাধ বাণিজ্যিক সুবিধা লাভের মাধ্যমে
Ο খ) দেওয়ানি লাভের মাধ্যমে
Ο গ) বক্সারের যুদ্ধে জয়ের মাধ্যমে
Ο ঘ) মীরজাফরকে হাতের পুতুলে পরিণত করে
সঠিক উত্তর: (খ)
২৯৬. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে-
Ο ক) কর্ণফুলী
Ο খ) করতোয়া
Ο গ) সুরমা
Ο ঘ) ভাগীরথী
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. কোম্পানির ডাইরেক্টর সভার অনুমোদন কোনটি চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়?
Ο ক) একসালা বন্দোবস্ত
Ο খ) দুইসালা বন্দোবস্ত
Ο গ) পাঁচসালা বন্দোবস্ত
Ο ঘ) দশসালা বন্দোবস্ত
সঠিক উত্তর: (ঘ)
২৯৮. পতুগির্জদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?
Ο ক) আলীবর্দী খান
Ο খ) শায়েস্তা খান
Ο গ) মুর্শিদকুলি খান
Ο ঘ) সরফরাজ খান
সঠিক উত্তর: (খ)
২৯৯. মীরমদন কোন যুদ্ধে নিহত হন?
Ο ক) পলাশীর যুদ্ধে
Ο খ) পানিপথের যুদ্ধে
Ο গ) প্রথম বিশ্বযু্দ্ধে
Ο ঘ) স্বাধীনতা যুদ্ধে
সঠিক উত্তর: (ক)
৩০০. ‘Y’ কোম্পানি চন্দনগরে একটি সুরক্ষিত দুর্গ গড়ে তোলে। ‘Y’ কোম্পানি প্রতিনিধিত্ব করছে-
Ο ক) ডাচ কোম্পানির
Ο খ) ফরাসি কোম্পানি
Ο গ) ইংরেজ কোম্পানি
Ο ঘ) দিনেমার কোম্পানি
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History