এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৭ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. সিরাজ ছিল ঘষেটি বেগমের প্রধান পারিবারিক শত্রু। এর যথার্থ কারণ হলো-
Ο ক) সিরাজ তার সৎপুত্র ছিল
Ο খ) সিরাজ তার ভ্রাতুষ্পত্র ছিল
Ο গ) সিরাজের কারণে শওকত জং ব্যর্থ হয়
Ο ঘ) সিরাজের সাথে পূর্বশত্রুতা ছিল
 সঠিক উত্তর: (গ)

 ৫২. ‘সিরাজউদ্দৌলার কোন সেনাপতি বিশ্বাস ঘাতকতা করে?
Ο ক) মোহনলাল
Ο খ) সিনফ্রে
Ο গ) মীরজাফর
Ο ঘ) মীরমদন
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যাকে বিয়ে করেন কত খ্রিস্টাব্দে?
Ο ক) ১৬৬৮
Ο খ) ১৬৭০
Ο গ) ১৬৭২
Ο ঘ) ১৬৭৪
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার আর্থ-সামাজিক কাঠামোতে সুদৃরপ্রসারী প্রভাব ফেলে-
i. জমির মালিকানা নির্ধারিত হয়
ii. জঙ্গলাকীর্ণ জমি চাষের যোগ্য হয়ে ওঠে
iii. বড় বড় জমিদারি ধ্বংস হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. হল্যান্ডের অধিবাসী কারা?
Ο ক) ডাচরা
Ο খ) পর্তুগিজরা
Ο গ) দিনেমার
Ο ঘ) ফরাসি
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. নিজ স্বপ্ন ব্যর্থ হওয়ার কারণে ‘y’ তার সৎ ছেলের বিরুদ্ধে ষড়ষন্ত্র শুরু করল। ‘y’এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) ঘষেটি বেগম
Ο খ) নূরজাহান
Ο গ) শামসুন্নাহার
Ο ঘ) আমেনা বেগম
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. রাজা রাজবল্লভের পুত্রের নাম কী ছিল?
Ο ক) কৃষ্ণদাস
Ο খ) রঘুনাথ
Ο গ) অমিন্দ্রনাথ
Ο ঘ) বীপ্রদাস
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি সম্রাট আকবরের দরবারে হাজির হয়েছিলেন কেন?
Ο ক) অর্থ সাহায্যের জন্য
Ο খ) ন্যায়বিচারের জন্য
Ο গ) বাণিজ্যিক সুবিধা লাভের জন্য
Ο ঘ) সম্রাটের আমন্ত্রণে
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. ইংরেজ বণিকরা যখন ব্যবসা বাণিজ্যে দৃঢ় অবস্থানে তখন কারা এদেশে আসে?
Ο ক) পতুর্গিজরা
Ο খ) ওলন্দাজরা
Ο গ) দিনেমাররা
Ο ঘ) ফরাসিরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. ইংরেজদের বিরুদ্ধে মীর কাশিমের অন্যতম গৃহিত পদক্ষেপ ছিল কোনটি?
Ο ক) ইংরেজদের বহিস্কার
Ο খ) ইংরেজদের ব্যাপকভাবে হত্যা
Ο গ) দস্তকের অপব্যবহার বন্ধ
Ο ঘ) ইংরেজদের হুমকি প্রদান
 সঠিক উত্তর: (খ)

 ৬১. মামুন নবাব সিরাজউদ্দৌলার ন্যায় একজন স্বাধীনচেতা নবাবের কথা বলেন যিনি ইংরেজদের প্রভাবমুক্ত হতে চেয়েছেন। মামুন যে নবাবের প্রতি ইঙ্গিত করেছেন তিনি হলেন-
i. মীর কাশিম
ii. মীরজাফরের জামাতা
iii. মীর মিরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬২. কত খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স ভারতবর্ষ আসেন?
Ο ক) ১৬০৮
Ο খ) ১৬১০
Ο গ) ১৬১২
Ο ঘ) ১৬১৪
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. পলাশীর যুদ্ধের অন্যতম ফলাফল হচ্ছে-
i. নবাবের পরাজয়
ii. কোম্পানি শাসনের সূচনা
iii. কোম্পানি বাণিজ্য বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. মি. ‘গ’ এক ধরনের বাণিজ্যিক সনদের মাধ্যমে ‘খ’ অঞ্চলের সম্পদ লুণ্ঠনে একচেটিয়া ক্ষমতা লাভ করে। ‘খ’ নির্দেশ করছে-
i. বাংলা
ii. উড়িষ্যা
iii. বিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে ক্ষমতা অর্পণ করেন কেন?
Ο ক) তার পুত্র অযোগ্য ছিল
Ο খ) মোগল সম্রাটের চাপে
Ο গ) দৌহিত্রকে খুব ভালোবাসতেন
Ο ঘ) নিজের পুত্র সন্তান ছিল না বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. অটোমান তুর্কিরা কখন কনস্টান্টিনোপল দখল করে নেয়?
Ο ক) ১৪৫১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৪৫২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৪৫৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৪৫৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়েছিলেন কেন?
Ο ক) ইংরেজদের লোকসংখ্যা বৃদ্ধিতে
Ο খ) ইংজেরদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে
Ο গ) ইংরেজদের সেনাবাহিনী বৃদ্ধিতে
Ο ঘ) ইংরেজদের নৌশক্তি বৃদ্ধিতে
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. পলাশী যুদ্ধের ফলে-
i. ইংরেজরা একচেটিয়া ব্যবসার অধিকার পায়
ii. মীর জাফর বাংলার সিংহাসনে বসে
iii. ফরাসিরা বাংলা থেকে বিদায় নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. নবাব ফরাসিদের সাথে মৈত্রী সন্ধি স্থাপন করেন। এর মূল কারণ কী?
Ο ক) ফরাসিরা ইংরেজদের শত্রু ছিল
Ο খ) ফরাসিরা মুঘলদের মিত্র ছিল
Ο গ) ইংরেজ দমন করার জন্য
Ο ঘ) বাণিজ্যিক স্বার্থে একত্র হওয়া প্রয়োজন ছিল
 সঠিক উত্তর: (গ)

 ৭০. নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম কী ছিল?
Ο ক) উমিচাঁদ
Ο খ) জগৎশেঠ
Ο গ) মীরজাফর
Ο ঘ) মীল মদন
 সঠিক উত্তর: (গ) 

৭১. ওলন্দাজ এ উপমহাদেশে আসেন কখন?
Ο ক) ১৯০১ সালে
Ο খ) ১৬০২ সালে
Ο গ) ১৯০৩ সালে
Ο ঘ) ১৬০৪ সালে
 সঠিক উত্তর: (খ)

 ৭২. মীর কাশিম কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন?
Ο ক) ১৭৫৮
Ο খ) ১৭৫৯
Ο গ) ১৭৬০
Ο ঘ) ১৭৬১
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. ছিয়াত্তরের মন্বন্তরের বাংলার কয়জন মারা যায়?
Ο ক) প্রায় অর্ধেক
Ο খ) এক-তৃতীয়াংশ
Ο গ) এক-চতুর্থাংশ
Ο ঘ) এক-পঞ্চমাংশ
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. দেওয়ানি লাভের মাধ্যমে ইংরেজরা বাংলার প্রকৃত শাসকের পরিণত হয়। এটি প্রমাণ করে-
i. এটি ছিল কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয়
ii. সম্রাট ও নবাব ক্ষমতাহীন শাসকে পরিণত হয়
iii. মুঘলরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. ‘আ’ ও ‘ক’ ছিলেন ‘জ’ এর দৌহিত্র। ‘আ’ ও ‘ক’ কোন চরিত্রকে সমর্থন করছে-
i. শওকত জং
ii. রাজবল্লভ
iii. সিরাজউদ্দৌলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানি কোনটি?
Ο ক) ইংরেজ ইস্ট ইন্ডিয়া
Ο খ) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο গ) ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Ο ঘ) ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. কোম্পানি মুঘল সম্রাটের নিকট থেকে বছরে কত টাকার বিনিময়ে দেওয়ানী লাভ করে?
Ο ক) ২৪,০০০০
Ο খ) ২৬,০০,০০০
Ο গ) ২৮,০০,০০০
Ο ঘ) ৩০,০০,০০০
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. শায়েস্তা খান পর্তুগিজদের বিতাড়িত করেন। এর যথার্থ কারণ হলো-
Ο ক) বিভিন্ন অপকর্ম ও দস্যুবৃত্তি
Ο খ) রাজনৈতিক দ্বন্ধ
Ο গ) বাণিজ্যিক দ্বন্ধ
Ο ঘ) ধর্মীয় বিদ্বেষ
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. ‘X’ নামক উপজাতি বাণিজ্যিক উদ্দেশ্যে রাজাপুরে এলেও ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে। এখানে ‘X’ উপজাতির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) ওলন্দাজদের
Ο খ) দিনেমারদের
Ο গ) পর্তুগিজদের
Ο ঘ) ইংরেজদের
 সঠিক উত্তর: (গ)

 ৮০. আতিফ মীরজাফরের জামাতা সম্পর্কে বলেন, তিনি এক সময় নবাবিতে বসেছিলেন। আতিক কোন নবাবের কথা বলেছেন?
Ο ক) সিরাজউদ্দৌলার
Ο খ) সুজাউদ্দৌল্লা
Ο গ) মীরজাফর
Ο ঘ) মীর কাশিম
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. কত খ্রিস্টাব্দ পর্যন্ত আলীবর্দী খান বাংলার নবাব ছিলেন?
Ο ক) ১৭৫৬
Ο খ) ১৭৫৮
Ο গ) ১৭৬০
Ο ঘ) ১৭৬২
 সঠিক উত্তর: (ক)

 ৮২. কোন ব্যবস্থার মাধ্যমে জমিদাররা জমির মালিকে পরিণত হয়?
Ο ক) একসালা বন্দোবস্ত
Ο খ) পাঁচসালা বন্দোবস্ত
Ο গ) ইজারা প্রথা
Ο ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
Ο ক) ১৭৬৫
Ο খ) ১৭৬৪
Ο গ) ১৭৬৩
Ο ঘ) ১৭৬২
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. ১৭৪০ থেকে ১৭৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত আলীবর্দী খান নবাব ছিলেন-
i. বাংলার
ii. বিহারের
iii. উড়িষ্যার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগমের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) মীর মদনের মৃত্যু
Ο খ) মীর জাফরের মৃত্যু
Ο গ) রর্বাট ক্লাইভের মৃত্যু
Ο ঘ) সিরাজউদ্দৌলার মৃত্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. উপমহাদেশে পর্তুগিজ শক্তির অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল-
i. ব্যবসা-বাণিজ্য
ii. সাম্রাজ্যে বিস্তারের প্রচেষ্টা
iii. দস্যুবৃত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. পলাশীর যুদ্ধের নবাবের পতনের যথার্থ কারণ-
i. মীর জাফরের বিশ্বাসঘাতকতা
ii. তরুণ নবাবের দৃঢ়তার অভাব
iii. নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. কোন নবাবের শাসনামল থেকেই মুঘল রাজদরবারের রাজস্ব প্রেরণ বন্ধ হয়ে যায়?
Ο ক) মুর্শিদকুলী খান
Ο খ) আলীবর্দী খান
Ο গ) সিরাজউদ্দৌলা
Ο ঘ) সরফরাজ খান
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. নবাব ইংরেজদের বিরুদ্ধে কলকাতা অভিযান করেন-
i. ইংরেজদের অবাধ্যতার কারণে
ii. ইংরেজদের দুর্গ সম্প্রসারণ ঠেকাতে
iii. ইংরেজদের অসৌজন্যমূলক প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. ভাস্কো-ডা-গামা কর্তৃক সমুদ্রপথ আবিস্কার খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এর যথার্থ কারণ হলো-
i. যোগাযোগ ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়
ii. উপমহাদেশে ব্যবসা-বাণিজ্যের পথ উন্মোচন হয়
iii. খ্রিস্টধর্ম প্রচারের পথ উন্মুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. পর্তুগিজরা কত সালে হুগলিতে উপনিবেশ গড়ে তোলে?
Ο ক) ১৪৯৮ সালে
Ο খ) ১৫৩৮ সালে
Ο গ) ১৫৭৯ সালে
Ο ঘ) ১৬২০ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৯২. ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করেন কেন?
Ο ক) বাণিজ্যিক সুবিধা লাভের জন্য
Ο খ) বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি লাভের জন্য
Ο গ) বাণিজ্যিক ভিত্তি মজবুত করার জন্য
Ο ঘ) ইংরেজ কোম্পানির ক্ষমতা বৃদ্ধির জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. ‘ক’ একটি বই থেকে জানতে পারল যে, ইউরোপে একবার শতবর্ষ ব্যাপী যুদ্ধ হয়েছিল। পাঠ্যবইয়ের আলোকে এ ধরনের যুদ্ধ সংঘটিত হয়-
i. ইংরেজ ও দিনেমারের মধ্যে
ii. ইংরেজ ও ফরাসিদের মধ্যে
iii. ফরাসি ও বিট্রিশদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন?
Ο ক) রাজবল্লভ
Ο খ) শওকত জং
Ο গ) কৃষ্ণদাস
Ο ঘ) মানিক চাঁদ
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. মি. ‘ক’ কর্তৃক প্রবর্তিত ‘খ’ নামক বন্দোবস্তই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। ‘খ’ নির্দেশ করছে-
i. একসালা বন্দোবস্ত
ii. দশসালা বন্দোবস্ত
iii. পাঁচসালা বন্দোবস্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. হলওয়েল বন্দীদশা থেকে মুক্ত হয়ে নবাবের নামে মিথ্যা কাহিনী প্রচার করে। এর যথার্থ কারণ হলো-
i. নবাবকে হেয় করা
ii. নবাবকে ক্ষমতাচ্যুত করা
iii. নবাবের বিরুদ্ধে কোম্পানিকে উস্কানি দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. তারেক চুঁচুড়া ও বাকুড়াতে বাণিজ্য কুঠি নির্মাণের কথা বলেন। তারেক ইঙ্গিত করেছেন-
i. ওলন্দাজ বণিকগোষ্ঠীর কথা
ii. ডাচ বণিকগোষ্ঠীর কথা
iii. পর্তুগিজ বণিকদের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. ‘ডেনিশ ইস্টইন্ডিয়া কোম্পানি’ গঠন করে কোন দেশীয় বণিক?
Ο ক) হল্যান্ড
Ο খ) দিনেমার
Ο গ) ফ্রান্স
Ο ঘ) ইংল্যান্ড
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. ‘জ’ নামক যুদ্ধ ছিল সৌমিক গ্রুপের ভাগ্য নির্ধারক যুদ্ধ। ‘জ’ কোন যুদ্ধের প্রতীকী রূপ?
Ο ক) পলাশী
Ο খ) বক্সার
Ο গ) কর্ণাটক
Ο ঘ) বিদার
 সঠিক উত্তর: (খ)

 ১০০. লর্ড কর্নওয়ালিশ জমিদারদের সাথে দশশালা বন্দোবস্তের প্রস্তুতি নেন। এর যথার্থ কারণ হলো-
i. জমির উন্নতি
ii. জমির মালিকানা নির্ধারণ
iii. দীর্ঘমেয়াদি রাজস্ব ব্যবস্থা চালু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post