ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. মধ্যযুগের বাঙালি মুসলমানদের প্রতিদিনের খাদ্য ছিল-
i. ভাত
ii. মাছ
iii. শাকসবজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. সুলতানি যুগে হিন্দু কবিরাও সাহিত্য ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছিলেন। এর পেছনে যৌক্তিক কারণ-
i. শাসকদের উৎসাহ
ii. অর্থের প্রাপ্তি
iii. শাসকদের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৩. মুসলমানদে বর্ষপঞ্জী অনুসারে কোন দিনকে নববর্ষ হিসেবে পালন করা হয়?
Ο ক) বৈশাখের প্রথম দিন
Ο খ) জানুয়ারির প্রথম দিন
Ο গ) মুহররমের প্রথম দিন
Ο ঘ) রমজানের প্রথম দিন
সঠিক উত্তর: (গ)
৩৫৪. মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজব্যবস্থায় কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
৩৫৫. মধ্যযুগে হিন্দু ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম ছিল শাক্ত ধর্ম। এ ধর্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল-
i. যোগধারণা
ii. শক্তির উপাসনা
iii. নরবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৬. মুসলমানদের পূর্বে শিক্ষা ও সংস্কৃতিক ক্ষেত্রে কোন শ্রেণির একচেটিয়া অধিকার বিদ্যমান ছিল?
Ο ক) ব্রাহ্মণ
Ο খ) কায়স্থ
Ο গ) বৈশ্য
Ο ঘ) শূদ্র
সঠিক উত্তর: (ক)
৩৫৭. মধ্যযুগে কিসের ওপর ভিত্তি করে হিন্দু সমাজে বিবাহ রীতি প্রচলিত ছিল?
Ο ক) আকার-আকৃতি
Ο খ) সৌন্দর্যের
Ο গ) যোগ্যতার
Ο ঘ) বর্ণপ্রথার
সঠিক উত্তর: (ঘ)
৩৫৮. কেন মুসলমান শাসকগণ নিজ নিজ রাজ্যে মাদ্রাসা, মসজিদ, খানকাহ প্রভৃতি নির্মাণ করত?
i. রাজ্যের প্রসারের জন্য
ii. মুসলমান ঐক্য রক্ষার জন্য
iii. ধর্মীয় চেতনার প্রসারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৯. মধ্যযুগে বাংলার হিন্দুরা ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করতেন কেন?
Ο ক) উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য
Ο খ) সরকারি চাকরি লাভ করার জন্য
Ο গ) শাসকদের চাপ প্রয়োগের জন্য
Ο ঘ) ফার্সিতে কথা বলার জন্য
সঠিক উত্তর: (খ)
৩৬০. মধ্যযুগে বাংলার মুসলমানরা শব-ই-বরাত ইবাদাত করতো কেন?
Ο ক) টাকা পয়সার জন্য
Ο খ) সম্মানের জন্য
Ο গ) পরকালীন মুক্তির জন্য
Ο ঘ) আনন্দ পাওয়ার জন্য
সঠিক উত্তর: (গ)
৩৬১. মধ্যযুগের বাংলার হিন্দুসমাজে বিবাহ রীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. পণপ্রথা
ii. বাল্যবিবাহ
iii. যৌতুক প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬২. মধ্যযুগে বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়-
i. নির্মাণ শিল্পের বিকাশের কারণে
ii. স্থাপত্য শিল্পের বিকাশের কারণে
iii. কাচশিল্পের উৎকর্ষ সাধনের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৩. মধ্যযুগের বাংলার মুসলিম শাসকগণ কোন কাজকে অতিশয় পুণ্যের কাজ বলে বিবেচনা করতো?
Ο ক) দুর্গ নির্মাণ
Ο খ) মসজিদ নির্মাণ
Ο গ) সরাইখানা নির্মাণ
Ο ঘ) মন্দির নির্মাণ
সঠিক উত্তর: (খ)
৩৬৪. মধ্যযুগে বাংলায় রপ্তানি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে-
i. ক্ষুদ্র শিল্পের উৎপাদন বৃদ্ধি
ii. কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি
iii. কাচশিল্পের প্রসারতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৫. মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৩৬৬. মধ্যযুগে বাংলার অভিজাতরা কীভাবে নিজেদের আলাদা শ্রেণি হিসেবে গড়ে তোলে?
Ο ক) সুলতানকে তোষামোদের দ্বারা
Ο খ) নিজেদের প্রতিভা ও জ্ঞানের দ্বারা
Ο গ) শাসকের সাথে বিদ্রোহ করে
Ο ঘ) সুলতানকে উপঢৌকন দিয়ে
সঠিক উত্তর: (খ)
৩৬৭. ঢাকার শাখারিপট্টির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) তাঁত শিল্পের
Ο খ) বস্ত্র শিল্পের
Ο গ) শঙ্খ শিল্পের
Ο ঘ) কুটির শিল্পের
সঠিক উত্তর: (গ)
৩৬৮. মধ্যযুগের বাংলায় মুসলিম শাসনামলে জুমা ও ঈদের নামাজে খুতবা পাঠ করতো কে?
Ο ক) ইমাম
Ο খ) মুয়াজ্জিন
Ο গ) সুলতান
Ο ঘ) উজির
সঠিক উত্তর: (গ)
৩৬৯. সুবাদার মীর জুমলা কেন খিজিরপুর দুর্গ নির্মাণ করেন?
Ο ক) সৌন্দর্য বৃদ্ধি করার জন্য
Ο খ) বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য
Ο গ) পর্যটকদের আগমনের জন্য
Ο ঘ) জলদস্যুদের আগমন প্রতিহত করার জন্য
সঠিক উত্তর: (ঘ)
৩৭০. যুথী লাইলী-মজনু কাব্য পড়তে গিয়ে তার বাংলার একটি যুগের কথা মনে পড়ে? এটি কোন যুগ?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্য যুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) উত্তরাধুনিক যুগ
সঠিক উত্তর: (খ)
৩৭১. পরি বিবির সমাধি সৌধ কী দিয়ে নির্মিত?
Ο ক) শেল পাথর
Ο খ) মার্বেল পাথর
Ο গ) চুনাপাথর
Ο ঘ) কনক্রিট
সঠিক উত্তর: (খ)
৩৭২. ‘বড় কাটরা’ কে নির্মাণ করেন?
Ο ক) ফরুকশিয়র
Ο খ) সুজাউদ্দিন
Ο গ) শাহ সুজা
Ο ঘ) আওরঙ্গজেব
সঠিক উত্তর: (গ)
৩৭৩. ‘হোসেনী দালান’ কত খ্রিস্টাব্দে নির্মিত হয়?
Ο ক) ১৬৭৬
Ο খ) ১৬৭৫
Ο গ) ১৬৭৪
Ο ঘ) ১৬৭৩
সঠিক উত্তর: (ক)
৩৭৪. এদের শাসকগণ মুসলমান হলেও সংখ্যাগরিষ্ঠ জনগণ কী ছিল?
Ο ক) হিন্দু
Ο খ) বাঙালি
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
সঠিক উত্তর: (খ)
৩৭৫. মসলিন কী?
Ο ক) ধানের জাত
Ο খ) সুক্ষ্ম সুতি বস্ত্র
Ο গ) গমের জাত
Ο ঘ) আলুর জাত
সঠিক উত্তর: (খ)
৩৭৬. আলিম পাকিস্তানি গিয়ে সেখানকার পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে উর্দু ভাষা শেখে। মধ্যযুগে মুসলমান শাসকগণও বাংলা ভাষা শিক্ষার প্রয়োজন অনুভব করে। কারণ-
i. ইসলামি ধ্যানধারণার বিস্তার
ii. ভাবের আদান প্রদান
iii. শাসনকার্য পরিচালনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭৭. বাংলায় হিন্দু সমাজে কোন পরিবার ছিল অধিক?
Ο ক) একক
Ο খ) অণু
Ο গ) যৌথ
Ο ঘ) একান্নবর্তী
সঠিক উত্তর: (ঘ)
৩৭৮. শৈব ধর্মের মূল উৎস কী?
Ο ক) বিষ্ণু
Ο খ) শিব
Ο গ) ব্রহ্মা
Ο ঘ) শীতলা
সঠিক উত্তর: (খ)
৩৭৯. মুঘল আমলের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে-
i. লতাপাতার কারুকার্য খচিত
ii. খাঁজকাট আকৃতির
iii. বিশাল আকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও ii
সঠিক উত্তর: (ঘ)
৩৮০. হিন্দু একবর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ বা আদান-প্রদান নিষিদ্ধ ছিল। যথার্থ কারণ কোনটি?
Ο ক) সম্পদের অসমতা
Ο খ) ধর্মীয় গোঁড়ামি
Ο গ) বর্ণপ্রথার কঠোরতা
Ο ঘ) চেহারার পার্থক্য
সঠিক উত্তর: (গ)
৩৮১. বৃন্দাবন দাস বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখেন কোন ক্ষেত্রে?
Ο ক) মরমী সাহিত্য
Ο খ) পুঁথি সাহিত্য
Ο গ) বৈষ্ণব সাহিত্য
Ο ঘ) ছড়া সাহিত্য
সঠিক উত্তর: (গ)
৩৮২. মাসুম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য টোলের কথা বলেন। এটি বাংলার কোন যুগের নিদর্শন?
Ο ক) প্রাচীন যুগের
Ο খ) আধুনিক যুগের
Ο গ) মধ্যযুগের
Ο ঘ) সভ্যতার যুগের
সঠিক উত্তর: (গ)
৩৮৩. মধ্যযুগের বাংলায় মুসলিম সমাজব্যবস্থায় কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
Ο ক) ৬টি
Ο খ) ৫টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ঘ)
৩৮৪. গৌড়ের অবস্থিত ‘কদম রসুল’ এর বিশেষত্ব হলো-
i. নসরৎ শাহ এটি নির্মাণ করেছিলেন
ii. এটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন
iii. এ ভবনের একটি কক্ষে কালো কারুকার্যখচিত মর্মর বেদীর উপরে হযরত মুহাম্মদ (স) –এর পদচিহ্ন সংবলিত একখণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮৫. মধ্যযুগে বাংলায় বিভিন্ন রকম ফসল উৎপন্ন হতো। এর যথার্থ কারণ কোনটি?
Ο ক) কৃষিভূমি উর্বর
Ο খ) সেচ ব্যবস্থার প্রসার
Ο গ) কৃষিভূমি অস্বাভাবিক উর্বর
Ο ঘ) কৃষিপণ্যের ব্যাপক চাহিদা
সঠিক উত্তর: (গ)
৩৮৬. মধ্যযুগের বাংলায় অভিজাত শ্রেণি রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে বসতেন-
i. যোগ্যতার দ্বারা
ii. প্রতিভার দ্বারা
iii. অর্থের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৭. বাঙালি হিন্দুদের সমাজজীবনে কোন পূজা সর্বাধিক উল্লেখযোগ্য?
Ο ক) সরস্বতী
Ο খ) কালী
Ο গ) চণ্ডী
Ο ঘ) দুর্গা
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অবদান সবচেয়ে বেশি ছিল-
i. মুসলমান কবিদের
ii. হিন্দু কবিদের
iii. ইংরেজ কবিদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৯. হিন্দুদের প্রধান খাদ্য ছিল কী?
Ο ক) রুটি
Ο খ) ভাত
Ο গ) পাঁঠার মাংস
Ο ঘ) লুচি
সঠিক উত্তর: (খ)
৩৯০. মধ্যযুগে বাংলায় হিন্দু সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নারীদের সমান অধিকার
Ο খ) নারীদের প্রতি উদার মনোভাব
Ο গ) স্বামীভক্তি
Ο ঘ) নারীদের ইচ্ছায় স্বাধীনতা
সঠিক উত্তর: (গ)
৩৯১. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে এক বর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ নিষিদ্ধ ছিল-
i. বর্ণপ্রথা কঠোরভাবে পালনের কারণে
ii. জাতিভেদ প্রথার কারণে
iii. অর্থের তারতম্যের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯২. চেহেল সেতুন নামটির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) শায়েস্তা খানের
Ο খ) মুর্শিদ কুলী খানের
Ο গ) শাহ সুজার
Ο ঘ) হুসেন শাহের
সঠিক উত্তর: (খ)
৩৯৩. বাংলায় সুফি-সাধকগণ আসার যথার্থ কারণ কোনটি?
Ο ক) ব্যসায় বাণিজ্যে করা
Ο খ) জ্ঞানচর্চা করা
Ο গ) ভ্রমণ করা
Ο ঘ) ইসলাম ধর্ম প্রচার করা
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. মধ্যযুগে বাংলার অর্থনীতিতে কৃষির ভূমিকা কীরূপ ছিল?
Ο ক) কম
Ο খ) সামান্য
Ο গ) অপরিসীম
Ο ঘ) মোটামুটি
সঠিক উত্তর: (গ)
৩৯৫. আতিক শুক্রবারে লালবাগের শাহী মসজিদে নামায পড়ে। এই মসজিদটি কোন আমলের?
Ο ক) মুঘল আমল
Ο খ) ইলিয়াস শাহী আমল
Ο গ) সুলতানি আমল
Ο ঘ) আদিনা মসজিদ
সঠিক উত্তর: (খ)
৩৯৬. পাঁচ পীরের দরগাহ কোথায় অবস্থিত?
Ο ক) চট্টগ্রাম
Ο খ) সোনারগাঁও
Ο গ) সিলেট
Ο ঘ) বাগেরহাট
সঠিক উত্তর: (খ)
৩৯৭. তৎকালীন সময়ে মুসলমানগণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করত। মুসলমান সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল-
i. ধর্মপ্রীতি
ii. সাম্প্রদায়িকতা
iii. আধ্যাত্মিক সাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৮. সাতনামা ও নীতিশাস্ত্র বার্তা গ্রন্থের রচয়িতার নাম কী?
Ο ক) কবি ফয়জুল্লাহ
Ο খ) কবি মোজাম্মেল
Ο গ) দোনা গাজী
Ο ঘ) বাহাদুর গাজী
সঠিক উত্তর: (খ)
৩৯৯. আলাউদ্দিন হুসেন শাহ-এর সময় বাংলা সাহিত্যের চরম উন্নতি ও বিকাশ সাধিত হয়। মুঘল যুগেও শাসকেরা প্রত্যক্ষ সাহায্য না করলেও বাংলা সাহিত্যের উন্নতি সাধিত হয় । কারণ-
i. জমিদারদের চেষ্টা
ii. জনগণের চেষ্টা
iii. ফকির দরবেশের চেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: আলমগীর হোসেন একটি জমকালো অট্টালিকা নির্মাণ করেন। তার অট্টালিকায় জ্ঞানীগুণী ব্যক্তিরা আনাগোনা করেন। অত্র এলাকাবাসী ধর্মপরায়ণ ও শিক্ষিত ব্যক্তিদিগকে যথেষ্ট শ্রদ্ধা করত এবং এলাকার সমাজপতিরা শ্রদ্ধা প্রদর্শন হিসেবে ভাতা ও জমি বরাদ্দ করত। তাদের সমাজে খাতনা, আকিকা ও বিবাহ প্রচলিত ছিল।
৪০০. উদ্দীপকের সাথে কোন শাসনামল সঙ্গতিপূর্ণ?
Ο ক) মুগল
Ο খ) সুলতানি
Ο গ) মুসলমান
Ο ঘ) হিন্দু
সঠিক উত্তর: (গ)
৪০১. উক্ত সমাজের প্রিয় খাবার কোনটি?
Ο ক) মোরগ পোলাও
Ο খ) ফিরনি
Ο গ) রেজালা
Ο ঘ) খিচুরি
সঠিক উত্তর: (ঘ)
৪০২. আলোচ্য সমাজের সাথে সংশ্লিষ্ট-
i. নৌকা বাইচ
ii. হোলিখেলা
iii. উত্তরাধিকারসূত্রে সরকারি পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. মধ্যযুগের বাঙালি মুসলমানদের প্রতিদিনের খাদ্য ছিল-
i. ভাত
ii. মাছ
iii. শাকসবজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. সুলতানি যুগে হিন্দু কবিরাও সাহিত্য ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছিলেন। এর পেছনে যৌক্তিক কারণ-
i. শাসকদের উৎসাহ
ii. অর্থের প্রাপ্তি
iii. শাসকদের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৩. মুসলমানদে বর্ষপঞ্জী অনুসারে কোন দিনকে নববর্ষ হিসেবে পালন করা হয়?
Ο ক) বৈশাখের প্রথম দিন
Ο খ) জানুয়ারির প্রথম দিন
Ο গ) মুহররমের প্রথম দিন
Ο ঘ) রমজানের প্রথম দিন
সঠিক উত্তর: (গ)
৩৫৪. মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজব্যবস্থায় কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
৩৫৫. মধ্যযুগে হিন্দু ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম ছিল শাক্ত ধর্ম। এ ধর্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল-
i. যোগধারণা
ii. শক্তির উপাসনা
iii. নরবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৬. মুসলমানদের পূর্বে শিক্ষা ও সংস্কৃতিক ক্ষেত্রে কোন শ্রেণির একচেটিয়া অধিকার বিদ্যমান ছিল?
Ο ক) ব্রাহ্মণ
Ο খ) কায়স্থ
Ο গ) বৈশ্য
Ο ঘ) শূদ্র
সঠিক উত্তর: (ক)
৩৫৭. মধ্যযুগে কিসের ওপর ভিত্তি করে হিন্দু সমাজে বিবাহ রীতি প্রচলিত ছিল?
Ο ক) আকার-আকৃতি
Ο খ) সৌন্দর্যের
Ο গ) যোগ্যতার
Ο ঘ) বর্ণপ্রথার
সঠিক উত্তর: (ঘ)
৩৫৮. কেন মুসলমান শাসকগণ নিজ নিজ রাজ্যে মাদ্রাসা, মসজিদ, খানকাহ প্রভৃতি নির্মাণ করত?
i. রাজ্যের প্রসারের জন্য
ii. মুসলমান ঐক্য রক্ষার জন্য
iii. ধর্মীয় চেতনার প্রসারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৯. মধ্যযুগে বাংলার হিন্দুরা ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করতেন কেন?
Ο ক) উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য
Ο খ) সরকারি চাকরি লাভ করার জন্য
Ο গ) শাসকদের চাপ প্রয়োগের জন্য
Ο ঘ) ফার্সিতে কথা বলার জন্য
সঠিক উত্তর: (খ)
৩৬০. মধ্যযুগে বাংলার মুসলমানরা শব-ই-বরাত ইবাদাত করতো কেন?
Ο ক) টাকা পয়সার জন্য
Ο খ) সম্মানের জন্য
Ο গ) পরকালীন মুক্তির জন্য
Ο ঘ) আনন্দ পাওয়ার জন্য
সঠিক উত্তর: (গ)
৩৬১. মধ্যযুগের বাংলার হিন্দুসমাজে বিবাহ রীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. পণপ্রথা
ii. বাল্যবিবাহ
iii. যৌতুক প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬২. মধ্যযুগে বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়-
i. নির্মাণ শিল্পের বিকাশের কারণে
ii. স্থাপত্য শিল্পের বিকাশের কারণে
iii. কাচশিল্পের উৎকর্ষ সাধনের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৩. মধ্যযুগের বাংলার মুসলিম শাসকগণ কোন কাজকে অতিশয় পুণ্যের কাজ বলে বিবেচনা করতো?
Ο ক) দুর্গ নির্মাণ
Ο খ) মসজিদ নির্মাণ
Ο গ) সরাইখানা নির্মাণ
Ο ঘ) মন্দির নির্মাণ
সঠিক উত্তর: (খ)
৩৬৪. মধ্যযুগে বাংলায় রপ্তানি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে-
i. ক্ষুদ্র শিল্পের উৎপাদন বৃদ্ধি
ii. কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি
iii. কাচশিল্পের প্রসারতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৫. মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৩৬৬. মধ্যযুগে বাংলার অভিজাতরা কীভাবে নিজেদের আলাদা শ্রেণি হিসেবে গড়ে তোলে?
Ο ক) সুলতানকে তোষামোদের দ্বারা
Ο খ) নিজেদের প্রতিভা ও জ্ঞানের দ্বারা
Ο গ) শাসকের সাথে বিদ্রোহ করে
Ο ঘ) সুলতানকে উপঢৌকন দিয়ে
সঠিক উত্তর: (খ)
৩৬৭. ঢাকার শাখারিপট্টির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) তাঁত শিল্পের
Ο খ) বস্ত্র শিল্পের
Ο গ) শঙ্খ শিল্পের
Ο ঘ) কুটির শিল্পের
সঠিক উত্তর: (গ)
৩৬৮. মধ্যযুগের বাংলায় মুসলিম শাসনামলে জুমা ও ঈদের নামাজে খুতবা পাঠ করতো কে?
Ο ক) ইমাম
Ο খ) মুয়াজ্জিন
Ο গ) সুলতান
Ο ঘ) উজির
সঠিক উত্তর: (গ)
৩৬৯. সুবাদার মীর জুমলা কেন খিজিরপুর দুর্গ নির্মাণ করেন?
Ο ক) সৌন্দর্য বৃদ্ধি করার জন্য
Ο খ) বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য
Ο গ) পর্যটকদের আগমনের জন্য
Ο ঘ) জলদস্যুদের আগমন প্রতিহত করার জন্য
সঠিক উত্তর: (ঘ)
৩৭০. যুথী লাইলী-মজনু কাব্য পড়তে গিয়ে তার বাংলার একটি যুগের কথা মনে পড়ে? এটি কোন যুগ?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্য যুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) উত্তরাধুনিক যুগ
সঠিক উত্তর: (খ)
৩৭১. পরি বিবির সমাধি সৌধ কী দিয়ে নির্মিত?
Ο ক) শেল পাথর
Ο খ) মার্বেল পাথর
Ο গ) চুনাপাথর
Ο ঘ) কনক্রিট
সঠিক উত্তর: (খ)
৩৭২. ‘বড় কাটরা’ কে নির্মাণ করেন?
Ο ক) ফরুকশিয়র
Ο খ) সুজাউদ্দিন
Ο গ) শাহ সুজা
Ο ঘ) আওরঙ্গজেব
সঠিক উত্তর: (গ)
৩৭৩. ‘হোসেনী দালান’ কত খ্রিস্টাব্দে নির্মিত হয়?
Ο ক) ১৬৭৬
Ο খ) ১৬৭৫
Ο গ) ১৬৭৪
Ο ঘ) ১৬৭৩
সঠিক উত্তর: (ক)
৩৭৪. এদের শাসকগণ মুসলমান হলেও সংখ্যাগরিষ্ঠ জনগণ কী ছিল?
Ο ক) হিন্দু
Ο খ) বাঙালি
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
সঠিক উত্তর: (খ)
৩৭৫. মসলিন কী?
Ο ক) ধানের জাত
Ο খ) সুক্ষ্ম সুতি বস্ত্র
Ο গ) গমের জাত
Ο ঘ) আলুর জাত
সঠিক উত্তর: (খ)
৩৭৬. আলিম পাকিস্তানি গিয়ে সেখানকার পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে উর্দু ভাষা শেখে। মধ্যযুগে মুসলমান শাসকগণও বাংলা ভাষা শিক্ষার প্রয়োজন অনুভব করে। কারণ-
i. ইসলামি ধ্যানধারণার বিস্তার
ii. ভাবের আদান প্রদান
iii. শাসনকার্য পরিচালনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭৭. বাংলায় হিন্দু সমাজে কোন পরিবার ছিল অধিক?
Ο ক) একক
Ο খ) অণু
Ο গ) যৌথ
Ο ঘ) একান্নবর্তী
সঠিক উত্তর: (ঘ)
৩৭৮. শৈব ধর্মের মূল উৎস কী?
Ο ক) বিষ্ণু
Ο খ) শিব
Ο গ) ব্রহ্মা
Ο ঘ) শীতলা
সঠিক উত্তর: (খ)
৩৭৯. মুঘল আমলের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে-
i. লতাপাতার কারুকার্য খচিত
ii. খাঁজকাট আকৃতির
iii. বিশাল আকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও ii
সঠিক উত্তর: (ঘ)
৩৮০. হিন্দু একবর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ বা আদান-প্রদান নিষিদ্ধ ছিল। যথার্থ কারণ কোনটি?
Ο ক) সম্পদের অসমতা
Ο খ) ধর্মীয় গোঁড়ামি
Ο গ) বর্ণপ্রথার কঠোরতা
Ο ঘ) চেহারার পার্থক্য
সঠিক উত্তর: (গ)
৩৮১. বৃন্দাবন দাস বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখেন কোন ক্ষেত্রে?
Ο ক) মরমী সাহিত্য
Ο খ) পুঁথি সাহিত্য
Ο গ) বৈষ্ণব সাহিত্য
Ο ঘ) ছড়া সাহিত্য
সঠিক উত্তর: (গ)
৩৮২. মাসুম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য টোলের কথা বলেন। এটি বাংলার কোন যুগের নিদর্শন?
Ο ক) প্রাচীন যুগের
Ο খ) আধুনিক যুগের
Ο গ) মধ্যযুগের
Ο ঘ) সভ্যতার যুগের
সঠিক উত্তর: (গ)
৩৮৩. মধ্যযুগের বাংলায় মুসলিম সমাজব্যবস্থায় কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
Ο ক) ৬টি
Ο খ) ৫টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (ঘ)
৩৮৪. গৌড়ের অবস্থিত ‘কদম রসুল’ এর বিশেষত্ব হলো-
i. নসরৎ শাহ এটি নির্মাণ করেছিলেন
ii. এটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন
iii. এ ভবনের একটি কক্ষে কালো কারুকার্যখচিত মর্মর বেদীর উপরে হযরত মুহাম্মদ (স) –এর পদচিহ্ন সংবলিত একখণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮৫. মধ্যযুগে বাংলায় বিভিন্ন রকম ফসল উৎপন্ন হতো। এর যথার্থ কারণ কোনটি?
Ο ক) কৃষিভূমি উর্বর
Ο খ) সেচ ব্যবস্থার প্রসার
Ο গ) কৃষিভূমি অস্বাভাবিক উর্বর
Ο ঘ) কৃষিপণ্যের ব্যাপক চাহিদা
সঠিক উত্তর: (গ)
৩৮৬. মধ্যযুগের বাংলায় অভিজাত শ্রেণি রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে বসতেন-
i. যোগ্যতার দ্বারা
ii. প্রতিভার দ্বারা
iii. অর্থের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৭. বাঙালি হিন্দুদের সমাজজীবনে কোন পূজা সর্বাধিক উল্লেখযোগ্য?
Ο ক) সরস্বতী
Ο খ) কালী
Ο গ) চণ্ডী
Ο ঘ) দুর্গা
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অবদান সবচেয়ে বেশি ছিল-
i. মুসলমান কবিদের
ii. হিন্দু কবিদের
iii. ইংরেজ কবিদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৯. হিন্দুদের প্রধান খাদ্য ছিল কী?
Ο ক) রুটি
Ο খ) ভাত
Ο গ) পাঁঠার মাংস
Ο ঘ) লুচি
সঠিক উত্তর: (খ)
৩৯০. মধ্যযুগে বাংলায় হিন্দু সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নারীদের সমান অধিকার
Ο খ) নারীদের প্রতি উদার মনোভাব
Ο গ) স্বামীভক্তি
Ο ঘ) নারীদের ইচ্ছায় স্বাধীনতা
সঠিক উত্তর: (গ)
৩৯১. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে এক বর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ নিষিদ্ধ ছিল-
i. বর্ণপ্রথা কঠোরভাবে পালনের কারণে
ii. জাতিভেদ প্রথার কারণে
iii. অর্থের তারতম্যের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯২. চেহেল সেতুন নামটির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) শায়েস্তা খানের
Ο খ) মুর্শিদ কুলী খানের
Ο গ) শাহ সুজার
Ο ঘ) হুসেন শাহের
সঠিক উত্তর: (খ)
৩৯৩. বাংলায় সুফি-সাধকগণ আসার যথার্থ কারণ কোনটি?
Ο ক) ব্যসায় বাণিজ্যে করা
Ο খ) জ্ঞানচর্চা করা
Ο গ) ভ্রমণ করা
Ο ঘ) ইসলাম ধর্ম প্রচার করা
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. মধ্যযুগে বাংলার অর্থনীতিতে কৃষির ভূমিকা কীরূপ ছিল?
Ο ক) কম
Ο খ) সামান্য
Ο গ) অপরিসীম
Ο ঘ) মোটামুটি
সঠিক উত্তর: (গ)
৩৯৫. আতিক শুক্রবারে লালবাগের শাহী মসজিদে নামায পড়ে। এই মসজিদটি কোন আমলের?
Ο ক) মুঘল আমল
Ο খ) ইলিয়াস শাহী আমল
Ο গ) সুলতানি আমল
Ο ঘ) আদিনা মসজিদ
সঠিক উত্তর: (খ)
৩৯৬. পাঁচ পীরের দরগাহ কোথায় অবস্থিত?
Ο ক) চট্টগ্রাম
Ο খ) সোনারগাঁও
Ο গ) সিলেট
Ο ঘ) বাগেরহাট
সঠিক উত্তর: (খ)
৩৯৭. তৎকালীন সময়ে মুসলমানগণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করত। মুসলমান সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল-
i. ধর্মপ্রীতি
ii. সাম্প্রদায়িকতা
iii. আধ্যাত্মিক সাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৮. সাতনামা ও নীতিশাস্ত্র বার্তা গ্রন্থের রচয়িতার নাম কী?
Ο ক) কবি ফয়জুল্লাহ
Ο খ) কবি মোজাম্মেল
Ο গ) দোনা গাজী
Ο ঘ) বাহাদুর গাজী
সঠিক উত্তর: (খ)
৩৯৯. আলাউদ্দিন হুসেন শাহ-এর সময় বাংলা সাহিত্যের চরম উন্নতি ও বিকাশ সাধিত হয়। মুঘল যুগেও শাসকেরা প্রত্যক্ষ সাহায্য না করলেও বাংলা সাহিত্যের উন্নতি সাধিত হয় । কারণ-
i. জমিদারদের চেষ্টা
ii. জনগণের চেষ্টা
iii. ফকির দরবেশের চেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: আলমগীর হোসেন একটি জমকালো অট্টালিকা নির্মাণ করেন। তার অট্টালিকায় জ্ঞানীগুণী ব্যক্তিরা আনাগোনা করেন। অত্র এলাকাবাসী ধর্মপরায়ণ ও শিক্ষিত ব্যক্তিদিগকে যথেষ্ট শ্রদ্ধা করত এবং এলাকার সমাজপতিরা শ্রদ্ধা প্রদর্শন হিসেবে ভাতা ও জমি বরাদ্দ করত। তাদের সমাজে খাতনা, আকিকা ও বিবাহ প্রচলিত ছিল।
৪০০. উদ্দীপকের সাথে কোন শাসনামল সঙ্গতিপূর্ণ?
Ο ক) মুগল
Ο খ) সুলতানি
Ο গ) মুসলমান
Ο ঘ) হিন্দু
সঠিক উত্তর: (গ)
৪০১. উক্ত সমাজের প্রিয় খাবার কোনটি?
Ο ক) মোরগ পোলাও
Ο খ) ফিরনি
Ο গ) রেজালা
Ο ঘ) খিচুরি
সঠিক উত্তর: (ঘ)
৪০২. আলোচ্য সমাজের সাথে সংশ্লিষ্ট-
i. নৌকা বাইচ
ii. হোলিখেলা
iii. উত্তরাধিকারসূত্রে সরকারি পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History