ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. বাংলায় মধ্যযুগের মুসলমান শাসকদের অন্যতম অবদান ছিল?
i. সাহিত্য ক্ষেত্রে
ii. সামাজিক ক্ষেত্রে
iii. রাজনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০২. কায়স্থরা সমাজের কোন শ্রেণির অন্তগর্ত ছিল?
Ο ক) নিম্ন
Ο খ) মধ্যব্ত্তি
Ο গ) নিম্ন-মধ্যব্ত্তি
Ο ঘ) উচ্চবিত্ত
সঠিক উত্তর: (খ)
৩০৩. মুললিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল-
Ο ক) ঢাকা
Ο খ) কুমিল্লা
Ο গ) নোয়াখালী
Ο ঘ) রাজশাহী
সঠিক উত্তর: (ক)
৩০৪. কোন উদ্দেশে শিয়ারা তাজিয়া তৈরি করতো?
Ο ক) মহররমকে উদ্দেশ্য করে
Ο খ) শবে বরাতকে উদ্দেশ্য করে
Ο গ) শবে কদরকে উদ্দেশ্য করে
Ο ঘ) শবে মেরাজকে উদ্দেশ্য করে
সঠিক উত্তর: (ক)
৩০৫. পরী বিবির মাজার কোথায় অবস্থিত?
Ο ক) লালবাগ দুর্গে
Ο খ) আহসান মঞ্জিলে
Ο গ) ছোট কাটরায়
Ο ঘ) বড় কাটরায়
সঠিক উত্তর: (ক)
৩০৬. মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নতিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল-
i. ক্ষুদ্র শিল্পের
ii. বস্ত্রশিল্পের
iii. বৃহৎ শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৭. বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল-
Ο ক) ব্যবসায় বাণিজ্য
Ο খ) পশুপালন
Ο গ) কৃষি
Ο ঘ) মৎস্য চাষ
সঠিক উত্তর: (গ)
৩০৮. বেগম বাজার মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) শায়েস্তা খান
Ο খ) মুর্শিদকুলী খান
Ο গ) মুনায়েম খান
Ο ঘ) গাজান খান
সঠিক উত্তর: (খ)
৩০৯. মধ্যযুগে রাজদরবারে কিসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো?
Ο ক) মর্যাদার
Ο খ) সম্মানের
Ο গ) আনুষ্ঠানিকতার
Ο ঘ) অনানুষ্ঠানিকতার
সঠিক উত্তর: (গ)
৩১০. মুসলমান বালক-বালিকার জন্য বাধ্যতামূলক ছিল-
Ο ক) মাদ্রাসা শিক্ষা
Ο খ) মাধ্যমিক শিক্ষা
Ο গ) প্রাথমিক শিক্ষা
Ο ঘ) উচ্চশিক্ষা
সঠিক উত্তর: (গ)
৩১১. মুসলমান যুগে প্রতিবেশী আরাকানের সাথে বাংলার কোন ধরনের সম্পর্ক ছিল?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (খ)
৩১২. বাবা আদমের মসজিদ কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকার রামপালে
Ο খ) ঢাকার দোহাড়ে
Ο গ) ঢাকার কেরানীগঞ্জে
Ο ঘ) ঢাকার চকবাজারে
সঠিক উত্তর: (ক)
৩১৩. হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করেন কে?
Ο ক) শাহ সুজা
Ο খ) হুসেন শাহ
Ο গ) ওয়ালী মুহম্মদ
Ο ঘ) সুবাদার মীর জুমলা
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. মধ্যযুগে মুসলমান অভিজাত সম্প্রদায় নিজেদের একটি আলাদা শ্রেণি হিসেবে গড়ে তুলেছিলেন-
i. যোগ্যতা দিয়ে
ii. জ্ঞান দিয়ে
iii. প্রতিভা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৫. মধ্যযুগে মধ্যম শ্রেণির কী ছিল না?
Ο ক) রাজনৈতিক প্রভাব
Ο খ) সামাজিক প্রভাব
Ο গ) অর্থনৈতিক প্রভাব
Ο ঘ) ভৌগোলিক প্রভাব
সঠিক উত্তর: (ক)
৩১৬. মধ্যযুগে আর্থিক দিক হতে মধ্যম শ্রেণি কেমন ছিল?
Ο ক) অসচ্ছল
Ο খ) মোটামুটি সচ্ছল
Ο গ) দরিদ্র
Ο ঘ) ভিক্ষুক
সঠিক উত্তর: (খ)
৩১৭. বঙ্গের মাটিতে কৃষিজাত পণ্যের কী ছিল?
Ο ক) প্রাচুর্য
Ο খ) কমতি
Ο গ) অভাব
Ο ঘ) সমাদর
সঠিক উত্তর: (ক)
৩১৮. মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধনের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) বাজার অর্থনীতি বৃদ্ধি
Ο খ) ব্যাংকিং প্রথার বিকাশ
Ο গ) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
Ο ঘ) সামাজিক সচেতনতা বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
৩১৯. মধ্যযুগে বাংলায় হিন্দুসমাজ জীবনে কতকগুলো সামাজিক বিশ্বাস জন্মলাভ করেছিল। এর পেছনে যৌক্তিক কারণ-
i. জ্যোতিবিজ্ঞানীদের শাস্ত্রচর্চা
ii. অলৌকিক বিশ্বাস
iii. জ্ঞানী ব্যক্তিদের অভিজ্ঞতা ও কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২০. কোন সময়ে বাংলার হিন্দু সমাজে নারীদের তেমন কোনো অধিকার ছিল না?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) আদিম যুগে
Ο গ) মধ্যযুগে
Ο ঘ) আধুনিক যুগে
সঠিক উত্তর: (গ)
৩২১. কীভাবে নারীরা তাদের স্বাধীন সত্তার বিকাশ ঘটিয়েছিল?
Ο ক) যোগ্যতা ও বুদ্ধিমত্তার দ্বারা
Ο খ) শারীরিক সৌন্দর্য দ্বারা
Ο গ) শক্তি দিয়ে
Ο ঘ) অর্থ দিয়ে
সঠিক উত্তর: (ক)
৩২২. বাংলায় মুঘল শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. নির্মাণশৈলীর পৃষ্ঠপোষকতা
ii. স্থাপত্যশিল্পের বিকাশ
iii. লালবাগ কেল্লা নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. মধ্যযুগে মুসলিম অভিজাত মহিলাদের সাজসজ্জার অন্যতম দিক ছিল কোনটি?
Ο ক) সোনার অলংকার ব্যবহার
Ο খ) রূপার অলংকার ব্যবহার
Ο গ) প্রসাধনী ব্যবহার
Ο ঘ) সুগন্ধির ব্যবহার
সঠিক উত্তর: (ক)
৩২৪. বাংলায় সুফি-সাধকগণ কখন থেকে আসতে থাকেন?
Ο ক) একদাশ শতক থেকে
Ο খ) দ্বাদশ শতক থেকে
Ο গ) ত্রয়োদশ শতক থেকে
Ο ঘ) চর্তুদশ শতক থেকে
সঠিক উত্তর: (ক)
৩২৫. তারেক শৈব, শাক্ত ইত্যাদি ধর্মীয় সম্প্রদায়ের কথা বলেন? এগুলো কোন যুগের সম্প্রদায়?
Ο ক) মধ্যযুগের
Ο খ) আধুনিক
Ο গ) প্রাচীন
Ο ঘ) উত্তরাধুনিক
সঠিক উত্তর: (ক)
৩২৬. মধ্যযুগের বাংলায় হিন্দুদের অন্যতম ধর্মকর্ম ছিল-
i. বিভিন্ন ধরনের স্নান
ii. পূজা পার্বণ
iii. যোগসাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৭. মধ্যযুগে বাংলার মুসলিম শাসকদের অন্যতম কৃতিত্ব ছিল-
i. জ্ঞানবিজ্ঞানে পৃষ্ঠপোষকতা
ii. স্থাপত্যশিল্পে পৃষ্ঠপোষকতা
iii. ধর্মীয় চেতনার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. ছোট সোনা মসজিদ উল্লেখযোগ্য হওয়ার কারণ হলো-
i. কারুকার্য
ii. সম্রাটের নাম
iii. স্থাপত্যকলার উৎকর্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৯. মামুন কবি সৈয়দ সুলতান, জইনুদ্দিন ও মোহাম্মদ খানের কথা বলেন। এরা কোন আমলের কবি?
Ο ক) সুলতানি আমল
Ο খ) মুঘল আমল
Ο গ) ইলিয়াস শাহী আমল
Ο ঘ) হুসেন শাহী আমল
সঠিক উত্তর: (খ)
৩৩০. শাকির বড় সোনা মসজিদ দেখতে গিয়ে যে আমলে এটি নির্মিত হয় সেই শাসকের কথা স্মরণ করে। শাকিল কোন শাসকের কথা স্মরণ করে?
Ο ক) আলাউদ্দিন হুসেন শাহ
Ο খ) ইসলাম খান
Ο গ) খান জাহান উলুগ
Ο ঘ) মাহমুদ খান
সঠিক উত্তর: (ক)
৩৩১. ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি?
Ο ক) ৬০ টি
Ο খ) ৭০ টি
Ο গ) ৭৭ টি
Ο ঘ) ৮০ টি
সঠিক উত্তর: (ঘ)
৩৩২. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) কুসংস্কারমুক্ত সমাজ
Ο খ) সচেতন সমাজ
Ο গ) বর্ণপ্রথায় পিষ্ট সমাজ
Ο ঘ) শিক্ষিত সমাজ
সঠিক উত্তর: (গ)
৩৩৩. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের অন্যতম দিক হচ্ছে-
i. সতীদাহ
ii. দাসপ্রথা
iii. বর্ণপ্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. মধ্যযুগে মুসলমান সমাজে সমাদর লাভ করার জন্য নিচের কোনটি অধিক উপযোগী ছিল?
Ο ক) পাগড়ি
Ο খ) টুপি
Ο গ) পাঞ্জাবি
Ο ঘ) ফতুয়া
সঠিক উত্তর: (খ)
৩৩৫. মধ্যযুগে উলেমাগণ কোন শিক্ষায় অভিক্ষ ছিলেন?
Ο ক) বাংলা
Ο খ) ইসলামি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
সঠিক উত্তর: (খ)
৩৩৬. মধ্যযুগে অভিজাত ব্যক্তিগণ কী খেলতে পছন্দ করতেন?
Ο ক) দাবা
Ο খ) ফুটবল
Ο গ) ক্রিকেট
Ο ঘ) চৌগান
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. ‘হাজীগঞ্জ দুর্গ’ কোথায় নির্মাণ অবস্থিত?
Ο ক) মুন্সিগঞ্জ
Ο খ) নারায়ণগঞ্জ
Ο গ) ঢাকা
Ο ঘ) লক্ষ্মীপুর
সঠিক উত্তর: (খ)
৩৩৮. মুসলমান শাসনকালে রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যৌক্তিক হলো-
i. জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান
ii. জ্ঞানী-গুনীদের সমাবেশ
iii. পীর-দরবেশের সমাবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৯. মধ্যযুগের বাংলায় মুসলিম শাসনকালে কে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা ভোগ করতো?
Ο ক) সুলতানের সহযোগী
Ο খ) শাসক
Ο গ) আমির-উমরা
Ο ঘ) উজির
সঠিক উত্তর: (খ)
৩৪০. ‘কদম রসুল’ মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) নসরৎ শাহ
Ο খ) আলাউদ্দিন হোসেন শাহ
Ο গ) সিকান্দার শাহ
Ο ঘ) তুঘলক শাহ
সঠিক উত্তর: (ক)
৩৪১. মধ্যযুগে বাংলার ইতিহাস হোসেন শাহের আমল কেন অমর হয়ে আছে?
Ο ক) বৃহৎ প্রাচীন নির্মাণের জন্য
Ο খ) দিগ্বিজয়ী হওয়ার জন্য
Ο গ) বিশাল সৈন্যবাহিনীর জন্য
Ο ঘ) কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতার জন্য
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. শাহ গরীবুল্লাহ কোন ধরনের সাহিত্যিক ছিলেন?
Ο ক) ছড়া সাহিত্যিক
Ο খ) কথা সাহিত্যিক
Ο গ) পুঁথি সাহিত্যিক
Ο ঘ) মরমী সাহিত্যিক
সঠিক উত্তর: (গ)
৩৪৩. কোন কাব্য ফার্সি রচনার অনুবাদ?
Ο ক) রসুল বিজয়
Ο খ) রাগমালা
Ο গ) ইউসুফ জুলেখা
Ο ঘ) সাতনামা
সঠিক উত্তর: (গ)
৩৪৪. জনাব সাদেক মিয়া জমিতে মেশিন দিয়ে সেচ দেন। তিনি বললেন, এক সময় এ বাংলায় সেচের জন্য বৃষ্টির উপর নির্ভর করতে হয়। সাদেক মিয়া কোন যুগের কথা বলেছেন?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) মৌর্য যুগ
Ο ঘ) আধুনিক যুগ
সঠিক উত্তর: (খ)
৩৪৫. মধ্যযুগে বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর ছিল কোনটি?
Ο ক) ঢাকা
Ο খ) রাজশাহী
Ο গ) বাকলা
Ο ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৩৪৬. মুঘল যুগে শাসকগণ কাটরা নামে দালান নির্মাণ করেন-
i. অতিথি শালার জন্য
ii. মক্তব হিসেবে ব্যবহারের জন্য
iii. কারখানা হিসাবে ব্যবহারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৭. মুসলমান শাসকগণ শাসনকালে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেছিলেন-
i. বিভিন্ন প্রাসাদ
ii. বিভিন্ন মসজিদ
iii. বিভিন্ন দরগাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৮. মধ্যযুগে বাংলার মুসলমানদের কাছে উল্লেখযোখ্য উৎসব ছিল-
i. মহররম উৎসব
ii. শব-ই-বরাত
iii. ঈদুল ফিতর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. মধ্যযুগে বাংলায় হিন্দুদের মাঝে সাহিত্য প্রীতির অন্যতম, কারণ কোনটি?
Ο ক) ব্রাহ্মণদের উদ্দীপনা
Ο খ) ব্রাহ্মণদের উদারতা
Ο গ) মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতা
Ο ঘ) হিন্দু শাসকদের পৃষ্ঠপোষকতা
সঠিক উত্তর: (গ)
৩৫০. বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে?
Ο ক) রঘুনাথ
Ο খ) সূর্য কাজী
Ο গ) চাঁদ কাজী
Ο ঘ) কেদার মিশ্র
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. বাংলায় মধ্যযুগের মুসলমান শাসকদের অন্যতম অবদান ছিল?
i. সাহিত্য ক্ষেত্রে
ii. সামাজিক ক্ষেত্রে
iii. রাজনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০২. কায়স্থরা সমাজের কোন শ্রেণির অন্তগর্ত ছিল?
Ο ক) নিম্ন
Ο খ) মধ্যব্ত্তি
Ο গ) নিম্ন-মধ্যব্ত্তি
Ο ঘ) উচ্চবিত্ত
সঠিক উত্তর: (খ)
৩০৩. মুললিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল-
Ο ক) ঢাকা
Ο খ) কুমিল্লা
Ο গ) নোয়াখালী
Ο ঘ) রাজশাহী
সঠিক উত্তর: (ক)
৩০৪. কোন উদ্দেশে শিয়ারা তাজিয়া তৈরি করতো?
Ο ক) মহররমকে উদ্দেশ্য করে
Ο খ) শবে বরাতকে উদ্দেশ্য করে
Ο গ) শবে কদরকে উদ্দেশ্য করে
Ο ঘ) শবে মেরাজকে উদ্দেশ্য করে
সঠিক উত্তর: (ক)
৩০৫. পরী বিবির মাজার কোথায় অবস্থিত?
Ο ক) লালবাগ দুর্গে
Ο খ) আহসান মঞ্জিলে
Ο গ) ছোট কাটরায়
Ο ঘ) বড় কাটরায়
সঠিক উত্তর: (ক)
৩০৬. মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নতিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল-
i. ক্ষুদ্র শিল্পের
ii. বস্ত্রশিল্পের
iii. বৃহৎ শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৭. বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল-
Ο ক) ব্যবসায় বাণিজ্য
Ο খ) পশুপালন
Ο গ) কৃষি
Ο ঘ) মৎস্য চাষ
সঠিক উত্তর: (গ)
৩০৮. বেগম বাজার মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) শায়েস্তা খান
Ο খ) মুর্শিদকুলী খান
Ο গ) মুনায়েম খান
Ο ঘ) গাজান খান
সঠিক উত্তর: (খ)
৩০৯. মধ্যযুগে রাজদরবারে কিসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো?
Ο ক) মর্যাদার
Ο খ) সম্মানের
Ο গ) আনুষ্ঠানিকতার
Ο ঘ) অনানুষ্ঠানিকতার
সঠিক উত্তর: (গ)
৩১০. মুসলমান বালক-বালিকার জন্য বাধ্যতামূলক ছিল-
Ο ক) মাদ্রাসা শিক্ষা
Ο খ) মাধ্যমিক শিক্ষা
Ο গ) প্রাথমিক শিক্ষা
Ο ঘ) উচ্চশিক্ষা
সঠিক উত্তর: (গ)
৩১১. মুসলমান যুগে প্রতিবেশী আরাকানের সাথে বাংলার কোন ধরনের সম্পর্ক ছিল?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (খ)
৩১২. বাবা আদমের মসজিদ কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকার রামপালে
Ο খ) ঢাকার দোহাড়ে
Ο গ) ঢাকার কেরানীগঞ্জে
Ο ঘ) ঢাকার চকবাজারে
সঠিক উত্তর: (ক)
৩১৩. হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করেন কে?
Ο ক) শাহ সুজা
Ο খ) হুসেন শাহ
Ο গ) ওয়ালী মুহম্মদ
Ο ঘ) সুবাদার মীর জুমলা
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. মধ্যযুগে মুসলমান অভিজাত সম্প্রদায় নিজেদের একটি আলাদা শ্রেণি হিসেবে গড়ে তুলেছিলেন-
i. যোগ্যতা দিয়ে
ii. জ্ঞান দিয়ে
iii. প্রতিভা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১৫. মধ্যযুগে মধ্যম শ্রেণির কী ছিল না?
Ο ক) রাজনৈতিক প্রভাব
Ο খ) সামাজিক প্রভাব
Ο গ) অর্থনৈতিক প্রভাব
Ο ঘ) ভৌগোলিক প্রভাব
সঠিক উত্তর: (ক)
৩১৬. মধ্যযুগে আর্থিক দিক হতে মধ্যম শ্রেণি কেমন ছিল?
Ο ক) অসচ্ছল
Ο খ) মোটামুটি সচ্ছল
Ο গ) দরিদ্র
Ο ঘ) ভিক্ষুক
সঠিক উত্তর: (খ)
৩১৭. বঙ্গের মাটিতে কৃষিজাত পণ্যের কী ছিল?
Ο ক) প্রাচুর্য
Ο খ) কমতি
Ο গ) অভাব
Ο ঘ) সমাদর
সঠিক উত্তর: (ক)
৩১৮. মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধনের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) বাজার অর্থনীতি বৃদ্ধি
Ο খ) ব্যাংকিং প্রথার বিকাশ
Ο গ) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
Ο ঘ) সামাজিক সচেতনতা বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
৩১৯. মধ্যযুগে বাংলায় হিন্দুসমাজ জীবনে কতকগুলো সামাজিক বিশ্বাস জন্মলাভ করেছিল। এর পেছনে যৌক্তিক কারণ-
i. জ্যোতিবিজ্ঞানীদের শাস্ত্রচর্চা
ii. অলৌকিক বিশ্বাস
iii. জ্ঞানী ব্যক্তিদের অভিজ্ঞতা ও কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২০. কোন সময়ে বাংলার হিন্দু সমাজে নারীদের তেমন কোনো অধিকার ছিল না?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) আদিম যুগে
Ο গ) মধ্যযুগে
Ο ঘ) আধুনিক যুগে
সঠিক উত্তর: (গ)
৩২১. কীভাবে নারীরা তাদের স্বাধীন সত্তার বিকাশ ঘটিয়েছিল?
Ο ক) যোগ্যতা ও বুদ্ধিমত্তার দ্বারা
Ο খ) শারীরিক সৌন্দর্য দ্বারা
Ο গ) শক্তি দিয়ে
Ο ঘ) অর্থ দিয়ে
সঠিক উত্তর: (ক)
৩২২. বাংলায় মুঘল শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. নির্মাণশৈলীর পৃষ্ঠপোষকতা
ii. স্থাপত্যশিল্পের বিকাশ
iii. লালবাগ কেল্লা নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. মধ্যযুগে মুসলিম অভিজাত মহিলাদের সাজসজ্জার অন্যতম দিক ছিল কোনটি?
Ο ক) সোনার অলংকার ব্যবহার
Ο খ) রূপার অলংকার ব্যবহার
Ο গ) প্রসাধনী ব্যবহার
Ο ঘ) সুগন্ধির ব্যবহার
সঠিক উত্তর: (ক)
৩২৪. বাংলায় সুফি-সাধকগণ কখন থেকে আসতে থাকেন?
Ο ক) একদাশ শতক থেকে
Ο খ) দ্বাদশ শতক থেকে
Ο গ) ত্রয়োদশ শতক থেকে
Ο ঘ) চর্তুদশ শতক থেকে
সঠিক উত্তর: (ক)
৩২৫. তারেক শৈব, শাক্ত ইত্যাদি ধর্মীয় সম্প্রদায়ের কথা বলেন? এগুলো কোন যুগের সম্প্রদায়?
Ο ক) মধ্যযুগের
Ο খ) আধুনিক
Ο গ) প্রাচীন
Ο ঘ) উত্তরাধুনিক
সঠিক উত্তর: (ক)
৩২৬. মধ্যযুগের বাংলায় হিন্দুদের অন্যতম ধর্মকর্ম ছিল-
i. বিভিন্ন ধরনের স্নান
ii. পূজা পার্বণ
iii. যোগসাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৭. মধ্যযুগে বাংলার মুসলিম শাসকদের অন্যতম কৃতিত্ব ছিল-
i. জ্ঞানবিজ্ঞানে পৃষ্ঠপোষকতা
ii. স্থাপত্যশিল্পে পৃষ্ঠপোষকতা
iii. ধর্মীয় চেতনার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. ছোট সোনা মসজিদ উল্লেখযোগ্য হওয়ার কারণ হলো-
i. কারুকার্য
ii. সম্রাটের নাম
iii. স্থাপত্যকলার উৎকর্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৯. মামুন কবি সৈয়দ সুলতান, জইনুদ্দিন ও মোহাম্মদ খানের কথা বলেন। এরা কোন আমলের কবি?
Ο ক) সুলতানি আমল
Ο খ) মুঘল আমল
Ο গ) ইলিয়াস শাহী আমল
Ο ঘ) হুসেন শাহী আমল
সঠিক উত্তর: (খ)
৩৩০. শাকির বড় সোনা মসজিদ দেখতে গিয়ে যে আমলে এটি নির্মিত হয় সেই শাসকের কথা স্মরণ করে। শাকিল কোন শাসকের কথা স্মরণ করে?
Ο ক) আলাউদ্দিন হুসেন শাহ
Ο খ) ইসলাম খান
Ο গ) খান জাহান উলুগ
Ο ঘ) মাহমুদ খান
সঠিক উত্তর: (ক)
৩৩১. ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি?
Ο ক) ৬০ টি
Ο খ) ৭০ টি
Ο গ) ৭৭ টি
Ο ঘ) ৮০ টি
সঠিক উত্তর: (ঘ)
৩৩২. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) কুসংস্কারমুক্ত সমাজ
Ο খ) সচেতন সমাজ
Ο গ) বর্ণপ্রথায় পিষ্ট সমাজ
Ο ঘ) শিক্ষিত সমাজ
সঠিক উত্তর: (গ)
৩৩৩. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের অন্যতম দিক হচ্ছে-
i. সতীদাহ
ii. দাসপ্রথা
iii. বর্ণপ্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. মধ্যযুগে মুসলমান সমাজে সমাদর লাভ করার জন্য নিচের কোনটি অধিক উপযোগী ছিল?
Ο ক) পাগড়ি
Ο খ) টুপি
Ο গ) পাঞ্জাবি
Ο ঘ) ফতুয়া
সঠিক উত্তর: (খ)
৩৩৫. মধ্যযুগে উলেমাগণ কোন শিক্ষায় অভিক্ষ ছিলেন?
Ο ক) বাংলা
Ο খ) ইসলামি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
সঠিক উত্তর: (খ)
৩৩৬. মধ্যযুগে অভিজাত ব্যক্তিগণ কী খেলতে পছন্দ করতেন?
Ο ক) দাবা
Ο খ) ফুটবল
Ο গ) ক্রিকেট
Ο ঘ) চৌগান
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. ‘হাজীগঞ্জ দুর্গ’ কোথায় নির্মাণ অবস্থিত?
Ο ক) মুন্সিগঞ্জ
Ο খ) নারায়ণগঞ্জ
Ο গ) ঢাকা
Ο ঘ) লক্ষ্মীপুর
সঠিক উত্তর: (খ)
৩৩৮. মুসলমান শাসনকালে রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যৌক্তিক হলো-
i. জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান
ii. জ্ঞানী-গুনীদের সমাবেশ
iii. পীর-দরবেশের সমাবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৯. মধ্যযুগের বাংলায় মুসলিম শাসনকালে কে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা ভোগ করতো?
Ο ক) সুলতানের সহযোগী
Ο খ) শাসক
Ο গ) আমির-উমরা
Ο ঘ) উজির
সঠিক উত্তর: (খ)
৩৪০. ‘কদম রসুল’ মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) নসরৎ শাহ
Ο খ) আলাউদ্দিন হোসেন শাহ
Ο গ) সিকান্দার শাহ
Ο ঘ) তুঘলক শাহ
সঠিক উত্তর: (ক)
৩৪১. মধ্যযুগে বাংলার ইতিহাস হোসেন শাহের আমল কেন অমর হয়ে আছে?
Ο ক) বৃহৎ প্রাচীন নির্মাণের জন্য
Ο খ) দিগ্বিজয়ী হওয়ার জন্য
Ο গ) বিশাল সৈন্যবাহিনীর জন্য
Ο ঘ) কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতার জন্য
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. শাহ গরীবুল্লাহ কোন ধরনের সাহিত্যিক ছিলেন?
Ο ক) ছড়া সাহিত্যিক
Ο খ) কথা সাহিত্যিক
Ο গ) পুঁথি সাহিত্যিক
Ο ঘ) মরমী সাহিত্যিক
সঠিক উত্তর: (গ)
৩৪৩. কোন কাব্য ফার্সি রচনার অনুবাদ?
Ο ক) রসুল বিজয়
Ο খ) রাগমালা
Ο গ) ইউসুফ জুলেখা
Ο ঘ) সাতনামা
সঠিক উত্তর: (গ)
৩৪৪. জনাব সাদেক মিয়া জমিতে মেশিন দিয়ে সেচ দেন। তিনি বললেন, এক সময় এ বাংলায় সেচের জন্য বৃষ্টির উপর নির্ভর করতে হয়। সাদেক মিয়া কোন যুগের কথা বলেছেন?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) মৌর্য যুগ
Ο ঘ) আধুনিক যুগ
সঠিক উত্তর: (খ)
৩৪৫. মধ্যযুগে বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর ছিল কোনটি?
Ο ক) ঢাকা
Ο খ) রাজশাহী
Ο গ) বাকলা
Ο ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৩৪৬. মুঘল যুগে শাসকগণ কাটরা নামে দালান নির্মাণ করেন-
i. অতিথি শালার জন্য
ii. মক্তব হিসেবে ব্যবহারের জন্য
iii. কারখানা হিসাবে ব্যবহারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৭. মুসলমান শাসকগণ শাসনকালে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেছিলেন-
i. বিভিন্ন প্রাসাদ
ii. বিভিন্ন মসজিদ
iii. বিভিন্ন দরগাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৮. মধ্যযুগে বাংলার মুসলমানদের কাছে উল্লেখযোখ্য উৎসব ছিল-
i. মহররম উৎসব
ii. শব-ই-বরাত
iii. ঈদুল ফিতর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. মধ্যযুগে বাংলায় হিন্দুদের মাঝে সাহিত্য প্রীতির অন্যতম, কারণ কোনটি?
Ο ক) ব্রাহ্মণদের উদ্দীপনা
Ο খ) ব্রাহ্মণদের উদারতা
Ο গ) মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতা
Ο ঘ) হিন্দু শাসকদের পৃষ্ঠপোষকতা
সঠিক উত্তর: (গ)
৩৫০. বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে?
Ο ক) রঘুনাথ
Ο খ) সূর্য কাজী
Ο গ) চাঁদ কাজী
Ο ঘ) কেদার মিশ্র
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History