এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. বাংলায় মধ্যযুগের মুসলমান শাসকদের অন্যতম অবদান ছিল?
i. সাহিত্য ক্ষেত্রে
ii. সামাজিক ক্ষেত্রে
iii. রাজনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০২. কায়স্থরা সমাজের কোন শ্রেণির অন্তগর্ত ছিল?
Ο ক) নিম্ন
Ο খ) মধ্যব্ত্তি
Ο গ) নিম্ন-মধ্যব্ত্তি
Ο ঘ) উচ্চবিত্ত
 সঠিক উত্তর: (খ)

 ৩০৩. মুললিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল-
Ο ক) ঢাকা
Ο খ) কুমিল্লা
Ο গ) নোয়াখালী
Ο ঘ) রাজশাহী
 সঠিক উত্তর: (ক)

 ৩০৪. কোন উদ্দেশে শিয়ারা তাজিয়া তৈরি করতো?
Ο ক) মহররমকে উদ্দেশ্য করে
Ο খ) শবে বরাতকে উদ্দেশ্য করে
Ο গ) শবে কদরকে উদ্দেশ্য করে
Ο ঘ) শবে মেরাজকে উদ্দেশ্য করে
 সঠিক উত্তর: (ক)

 ৩০৫. পরী বিবির মাজার কোথায় অবস্থিত?
Ο ক) লালবাগ দুর্গে
Ο খ) আহসান মঞ্জিলে
Ο গ) ছোট কাটরায়
Ο ঘ) বড় কাটরায়
 সঠিক উত্তর: (ক)

 ৩০৬. মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নতিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল-
i. ক্ষুদ্র শিল্পের
ii. বস্ত্রশিল্পের
iii. বৃহৎ শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩০৭. বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল-
Ο ক) ব্যবসায় বাণিজ্য
Ο খ) পশুপালন
Ο গ) কৃষি
Ο ঘ) মৎস্য চাষ
 সঠিক উত্তর: (গ)

 ৩০৮. বেগম বাজার মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) শায়েস্তা খান
Ο খ) মুর্শিদকুলী খান
Ο গ) মুনায়েম খান
Ο ঘ) গাজান খান
 সঠিক উত্তর: (খ)

 ৩০৯. মধ্যযুগে রাজদরবারে কিসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো?
Ο ক) মর্যাদার
Ο খ) সম্মানের
Ο গ) আনুষ্ঠানিকতার
Ο ঘ) অনানুষ্ঠানিকতার
 সঠিক উত্তর: (গ)

 ৩১০. মুসলমান বালক-বালিকার জন্য বাধ্যতামূলক ছিল-
Ο ক) মাদ্রাসা শিক্ষা
Ο খ) মাধ্যমিক শিক্ষা
Ο গ) প্রাথমিক শিক্ষা
Ο ঘ) উচ্চশিক্ষা
 সঠিক উত্তর: (গ)

 ৩১১. মুসলমান যুগে প্রতিবেশী আরাকানের সাথে বাংলার কোন ধরনের সম্পর্ক ছিল?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) সাংস্কৃতিক
 সঠিক উত্তর: (খ)

 ৩১২. বাবা আদমের মসজিদ কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকার রামপালে
Ο খ) ঢাকার দোহাড়ে
Ο গ) ঢাকার কেরানীগঞ্জে
Ο ঘ) ঢাকার চকবাজারে
 সঠিক উত্তর: (ক)

 ৩১৩. হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করেন কে?
Ο ক) শাহ সুজা
Ο খ) হুসেন শাহ
Ο গ) ওয়ালী মুহম্মদ
Ο ঘ) সুবাদার মীর জুমলা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৪. মধ্যযুগে মুসলমান অভিজাত সম্প্রদায় নিজেদের একটি আলাদা শ্রেণি হিসেবে গড়ে তুলেছিলেন-
i. যোগ্যতা দিয়ে
ii. জ্ঞান দিয়ে
iii. প্রতিভা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩১৫. মধ্যযুগে মধ্যম শ্রেণির কী ছিল না?
Ο ক) রাজনৈতিক প্রভাব
Ο খ) সামাজিক প্রভাব
Ο গ) অর্থনৈতিক প্রভাব
Ο ঘ) ভৌগোলিক প্রভাব
 সঠিক উত্তর: (ক)

 ৩১৬. মধ্যযুগে আর্থিক দিক হতে মধ্যম শ্রেণি কেমন ছিল?
Ο ক) অসচ্ছল
Ο খ) মোটামুটি সচ্ছল
Ο গ) দরিদ্র
Ο ঘ) ভিক্ষুক
 সঠিক উত্তর: (খ)

 ৩১৭. বঙ্গের মাটিতে কৃষিজাত পণ্যের কী ছিল?
Ο ক) প্রাচুর্য
Ο খ) কমতি
Ο গ) অভাব
Ο ঘ) সমাদর
 সঠিক উত্তর: (ক)

 ৩১৮. মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধনের অন্যতম ফলাফল কোনটি?
Ο ক) বাজার অর্থনীতি বৃদ্ধি
Ο খ) ব্যাংকিং প্রথার বিকাশ
Ο গ) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
Ο ঘ) সামাজিক সচেতনতা বৃদ্ধি
 সঠিক উত্তর: (খ)

 ৩১৯. মধ্যযুগে বাংলায় হিন্দুসমাজ জীবনে কতকগুলো সামাজিক বিশ্বাস জন্মলাভ করেছিল। এর পেছনে যৌক্তিক কারণ-
i. জ্যোতিবিজ্ঞানীদের শাস্ত্রচর্চা
ii. অলৌকিক বিশ্বাস
iii. জ্ঞানী ব্যক্তিদের অভিজ্ঞতা ও কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২০. কোন সময়ে বাংলার হিন্দু সমাজে নারীদের তেমন কোনো অধিকার ছিল না?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) আদিম যুগে
Ο গ) মধ্যযুগে
Ο ঘ) আধুনিক যুগে
 সঠিক উত্তর: (গ)

 ৩২১. কীভাবে নারীরা তাদের স্বাধীন সত্তার বিকাশ ঘটিয়েছিল?
Ο ক) যোগ্যতা ও বুদ্ধিমত্তার দ্বারা
Ο খ) শারীরিক সৌন্দর্য দ্বারা
Ο গ) শক্তি দিয়ে
Ο ঘ) অর্থ দিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ৩২২. বাংলায় মুঘল শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. নির্মাণশৈলীর পৃষ্ঠপোষকতা
ii. স্থাপত্যশিল্পের বিকাশ
iii. লালবাগ কেল্লা নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৩. মধ্যযুগে মুসলিম অভিজাত মহিলাদের সাজসজ্জার অন্যতম দিক ছিল কোনটি?
Ο ক) সোনার অলংকার ব্যবহার
Ο খ) রূপার অলংকার ব্যবহার
Ο গ) প্রসাধনী ব্যবহার
Ο ঘ) সুগন্ধির ব্যবহার
 সঠিক উত্তর: (ক)

 ৩২৪. বাংলায় সুফি-সাধকগণ কখন থেকে আসতে থাকেন?
Ο ক) একদাশ শতক থেকে
Ο খ) দ্বাদশ শতক থেকে
Ο গ) ত্রয়োদশ শতক থেকে
Ο ঘ) চর্তুদশ শতক থেকে
 সঠিক উত্তর: (ক)

 ৩২৫. তারেক শৈব, শাক্ত ইত্যাদি ধর্মীয় সম্প্রদায়ের কথা বলেন? এগুলো কোন যুগের সম্প্রদায়?
Ο ক) মধ্যযুগের
Ο খ) আধুনিক
Ο গ) প্রাচীন
Ο ঘ) উত্তরাধুনিক
 সঠিক উত্তর: (ক)

 ৩২৬. মধ্যযুগের বাংলায় হিন্দুদের অন্যতম ধর্মকর্ম ছিল-
i. বিভিন্ন ধরনের স্নান
ii. পূজা পার্বণ
iii. যোগসাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৭. মধ্যযুগে বাংলার মুসলিম শাসকদের অন্যতম কৃতিত্ব ছিল-
i. জ্ঞানবিজ্ঞানে পৃষ্ঠপোষকতা
ii. স্থাপত্যশিল্পে পৃষ্ঠপোষকতা
iii. ধর্মীয় চেতনার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৮. ছোট সোনা মসজিদ উল্লেখযোগ্য হওয়ার কারণ হলো-
i. কারুকার্য
ii. সম্রাটের নাম
iii. স্থাপত্যকলার উৎকর্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩২৯. মামুন কবি সৈয়দ সুলতান, জইনুদ্দিন ও মোহাম্মদ খানের কথা বলেন। এরা কোন আমলের কবি?
Ο ক) সুলতানি আমল
Ο খ) মুঘল আমল
Ο গ) ইলিয়াস শাহী আমল
Ο ঘ) হুসেন শাহী আমল
 সঠিক উত্তর: (খ)

 ৩৩০. শাকির বড় সোনা মসজিদ দেখতে গিয়ে যে আমলে এটি নির্মিত হয় সেই শাসকের কথা স্মরণ করে। শাকিল কোন শাসকের কথা স্মরণ করে?
Ο ক) আলাউদ্দিন হুসেন শাহ
Ο খ) ইসলাম খান
Ο গ) খান জাহান উলুগ
Ο ঘ) মাহমুদ খান
 সঠিক উত্তর: (ক)

 ৩৩১. ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি?
Ο ক) ৬০ টি
Ο খ) ৭০ টি
Ο গ) ৭৭ টি
Ο ঘ) ৮০ টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩২. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) কুসংস্কারমুক্ত সমাজ
Ο খ) সচেতন সমাজ
Ο গ) বর্ণপ্রথায় পিষ্ট সমাজ
Ο ঘ) শিক্ষিত সমাজ
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৩. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের অন্যতম দিক হচ্ছে-
i. সতীদাহ
ii. দাসপ্রথা
iii. বর্ণপ্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৪. মধ্যযুগে মুসলমান সমাজে সমাদর লাভ করার জন্য নিচের কোনটি অধিক উপযোগী ছিল?
Ο ক) পাগড়ি
Ο খ) টুপি
Ο গ) পাঞ্জাবি
Ο ঘ) ফতুয়া
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৫. মধ্যযুগে উলেমাগণ কোন শিক্ষায় অভিক্ষ ছিলেন?
Ο ক) বাংলা
Ο খ) ইসলামি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৬. মধ্যযুগে অভিজাত ব্যক্তিগণ কী খেলতে পছন্দ করতেন?
Ο ক) দাবা
Ο খ) ফুটবল
Ο গ) ক্রিকেট
Ο ঘ) চৌগান
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৭. ‘হাজীগঞ্জ দুর্গ’ কোথায় নির্মাণ অবস্থিত?
Ο ক) মুন্সিগঞ্জ
Ο খ) নারায়ণগঞ্জ
Ο গ) ঢাকা
Ο ঘ) লক্ষ্মীপুর
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৮. মুসলমান শাসনকালে রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যৌক্তিক হলো-
i. জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান
ii. জ্ঞানী-গুনীদের সমাবেশ
iii. পীর-দরবেশের সমাবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৯. মধ্যযুগের বাংলায় মুসলিম শাসনকালে কে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা ভোগ করতো?
Ο ক) সুলতানের সহযোগী
Ο খ) শাসক
Ο গ) আমির-উমরা
Ο ঘ) উজির
 সঠিক উত্তর: (খ)

 ৩৪০. ‘কদম রসুল’ মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) নসরৎ শাহ
Ο খ) আলাউদ্দিন হোসেন শাহ
Ο গ) সিকান্দার শাহ
Ο ঘ) তুঘলক শাহ
 সঠিক উত্তর: (ক)

 ৩৪১. মধ্যযুগে বাংলার ইতিহাস হোসেন শাহের আমল কেন অমর হয়ে আছে?
Ο ক) বৃহৎ প্রাচীন নির্মাণের জন্য
Ο খ) দিগ্বিজয়ী হওয়ার জন্য
Ο গ) বিশাল সৈন্যবাহিনীর জন্য
Ο ঘ) কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতার জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪২. শাহ গরীবুল্লাহ কোন ধরনের সাহিত্যিক ছিলেন?
Ο ক) ছড়া সাহিত্যিক
Ο খ) কথা সাহিত্যিক
Ο গ) পুঁথি সাহিত্যিক
Ο ঘ) মরমী সাহিত্যিক
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৩. কোন কাব্য ফার্সি রচনার অনুবাদ?
Ο ক) রসুল বিজয়
Ο খ) রাগমালা
Ο গ) ইউসুফ জুলেখা
Ο ঘ) সাতনামা
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৪. জনাব সাদেক মিয়া জমিতে মেশিন দিয়ে সেচ দেন। তিনি বললেন, এক সময় এ বাংলায় সেচের জন্য বৃষ্টির উপর নির্ভর করতে হয়। সাদেক মিয়া কোন যুগের কথা বলেছেন?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) মৌর্য যুগ
Ο ঘ) আধুনিক যুগ
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৫. মধ্যযুগে বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর ছিল কোনটি?
Ο ক) ঢাকা
Ο খ) রাজশাহী
Ο গ) বাকলা
Ο ঘ) চট্টগ্রাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৬. মুঘল যুগে শাসকগণ কাটরা নামে দালান নির্মাণ করেন-
i. অতিথি শালার জন্য
ii. মক্তব হিসেবে ব্যবহারের জন্য
iii. কারখানা হিসাবে ব্যবহারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৭. মুসলমান শাসকগণ শাসনকালে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেছিলেন-
i. বিভিন্ন প্রাসাদ
ii. বিভিন্ন মসজিদ
iii. বিভিন্ন দরগাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৮. মধ্যযুগে বাংলার মুসলমানদের কাছে উল্লেখযোখ্য উৎসব ছিল-
i. মহররম উৎসব
ii. শব-ই-বরাত
iii. ঈদুল ফিতর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৯. মধ্যযুগে বাংলায় হিন্দুদের মাঝে সাহিত্য প্রীতির অন্যতম, কারণ কোনটি?
Ο ক) ব্রাহ্মণদের উদ্দীপনা
Ο খ) ব্রাহ্মণদের উদারতা
Ο গ) মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতা
Ο ঘ) হিন্দু শাসকদের পৃষ্ঠপোষকতা
 সঠিক উত্তর: (গ)

 ৩৫০. বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে?
Ο ক) রঘুনাথ
Ο খ) সূর্য কাজী
Ο গ) চাঁদ কাজী
Ο ঘ) কেদার মিশ্র
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post